Ashtamangalar Jhol | Kumartulir Jamidarbari o Keya Dasgupta Series | Episode 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ย. 2024

ความคิดเห็น • 210

  • @ManasiMukherjee-nl5mz
    @ManasiMukherjee-nl5mz 3 หลายเดือนก่อน +1

    খুব সুন্দর রান্না দারুন❤

  • @sreenandy8728
    @sreenandy8728 4 หลายเดือนก่อน +8

    Apni thik bolechhen. Ei recipe gulo part of our heritage and needs to be preserved. Eto light but so nutritious, tasty and flavourful.

  • @manimalabhattacharya6849
    @manimalabhattacharya6849 4 หลายเดือนก่อน +5

    ইতিহাস সহ রান্না এ এক নতুন ধারা সত্যিই
    বৈচিত্র্যময়। অবশ্যই এটি রান্না করার চেষ্টা
    করবো আর পরবর্তী এরকম রান্নার অপেক্ষা রইলো। ধন্যবাদ।

  • @arpitas2033
    @arpitas2033 4 หลายเดือนก่อน +6

    খুব ই সমৃদ্ধ হলাম
    অশেষ কৃতজ্ঞতা জানাই শ্রীমতী দাশগুপ্ত এবং লস্ট এন্ড রেয়ার রেসিপিস কে।🙏
    একটা কথা ছিলো, বাঁধাকপি, ফুলকপি বাঙালি হেঁসেলে সময়ের হিসেবে বোধহয় নতুন ই হবে, এই রকম একটা প্রাচীন পদে তাদেরকে দেখে একটু অবাক হলাম

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  4 หลายเดือนก่อน

      না তা পাওয়া যেত।

  • @anitabag2901
    @anitabag2901 4 หลายเดือนก่อน +4

    অসাধারন সুন্দর উপস্থাপনা করেন খুব ভালো লাগে কত চিন্তা ভাবনা করে সুন্দর সুন্দর রেসিপি উপহার দেন মসলা বিহীন এত চমৎকার রান্না কোনদিন কাউকে করতে দেখিনি খুব ভালো লাগলো

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  4 หลายเดือนก่อน

      সত্যিই জানিনা এ ভালোবাসা ও স্বীকৃতির যোগ্য কি না আমরা। শুধু জানি, চেষ্টা করছি শিকড়ে ফেরবার। জানি যে সে শিকড় ভুলে যাওয়া আত্মবিস্মৃতির অপর নাম। যে রক্ত আপনার আমার ধমনীতে বয়ে চলেছে অবিরত, তা আমাদের মা ঠাকুমা দিদিমা ও অন্যান্য অনেক ভালোবাসার মানুষের যত্নে আদরে মুখে তুলে দেওয়া খাবারের ফসল। তা বাঁচিয়ে রাখবার দায় আমার আপনার সবার। তাই অনুরোধ রাখবো, সবার মধ্যে ছড়িয়ে দিন এ ঐতিহ্য। সব আত্মীয় বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নীচে রাখা রইলো চ্যানেলের লিঙ্ক। 🙏🏻🙏🏻🙏🏻
      m.th-cam.com/users/lostandrarerecipes

  • @santachakraborty1223
    @santachakraborty1223 4 หลายเดือนก่อน +4

    সেই আমলে পটল, ঝিঙে এবং বাঁধাকপি, ফুলকপি কি একসঙ্গে পাওয়া যেতো ??

  • @indranideydey2881
    @indranideydey2881 4 หลายเดือนก่อน +8

    খুব খুব সুন্দর একটি রান্না আর আর নামটা এতটাই আর্কষনীয় যে একে উপেক্ষা করা একদম অসম্ভব। আমাদের বারিতেও অনেক টা এই রকম নিরামিষ পদ আমার দিদা, ও মা রান্না করতেন । এই রান্না ও বহু প্রাচীন। আপনি এখনে যে ৮ তরকারি দিয়েছেন এর মধ্যে শুধু ফুলকপি ও বাঁধাকপি কপিটা দেওয়া হতো না কারণ তখন গ্ৰীষ্মকালে শীতের আনাজ পাওয়া যেত না। পরিবর্তে দেওয়া হতো খুব কচি পটল, ঝিঙ্গে, কাঁচা কুমড়ো, কচি কাঁকরোল ( ভেতরে দানা হতে হবে খুব কচি) , কচি ডাটা পরিমাণে অল্প, রাঙ্গা আলু, আলু ও বেগুন। সাথে নারকেলের চেলি ভাজা, ও অল্প মিহি করে বাটা নারকেল। আর মটর ডাল বেটে ছোট ছোট বড়ি আকারে ভেজে নিয়ে ওতে দিত। তেলে বা ঘি দিয়ে গরম হয়ে এলে তাতে তেজপাতা , লাল লঙ্কা দিয়ে সরষে মৌরি ফোরণ দিয়ে তরকারি গুলো সাতলে নিয়ে জল দিয়ে দিত। নামানোর আগে মিহি করে নারকেল বাটা ও বেশ খানিকটা ঘি দিয়ে নামিয়ে নেওয়া হতো। চিনি ও স্বাদমত নুন ও দিত। ছোট বেলায় ঠাকুরমার সাথে মাটিতে বসে , গোবিন্দ ভোগ চালের ভাত দিয়ে খেতাম। ঠাকুরমা নিরামিষ খেতেন, তাই আমিষের ছোঁয়া থেকে সব আলাদা ছিল। খাওয়ার সময় ঠাকুর মা শ্রী রামকৃষ্ণের গল্প করতেন আমি শুনতাম আর আমরা ভাত খেতাম। তবে ঠাকুরমা আমাদের এটোঁ খেতেন না। ছোট হলেও এগুলো মেনে চলতাম। একবার এই রকম পদ্ধতিতে আমার ঠাকুরমার পছন্দের এই নিরামিষ পদটি করে খেয়ে দেখবেন, মনে হবে স্বর্গীয় একটি রান্না। ভালো থাকবেন।

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  4 หลายเดือนก่อน +1

      এটা কি গ্রীষ্মের আনাজের ঘন্ট নাম দেওয়া যায় দিদি? তাহলে সেই সিরিজ়ে এটা করবো। 🙏🏻🙏🏻🙏🏻

    • @indranideydey2881
      @indranideydey2881 4 หลายเดือนก่อน +1

      @UCZutbrdXVJqOsyVGdjSL5IQ খুব সুন্দর হবে। গ্ৰীষ্মের আনাজ রসা। ঘন্ট তো সব ঘুটে যায় এখানে তরকারি গুলো সুসেদ্ধ কিন্তু ঘুটে যায় না। বেশ একটা মাখো ঝোল হয় আর সবজি গুলো আস্তোই থাকে।

    • @indranideydey2881
      @indranideydey2881 4 หลายเดือนก่อน +1

      @@LostandRareRecipes আমি একটা মিষ্টি রান্না আপনার FB এর মেসেঞ্জারে পোস্ট করেছি। একটু পড়ে দেখবেন। বললাম না , ফেলে আসা দিন গুলোর নানা রান্না মাথায় কিলবিল করে। সে রকমই একটা রান্না মনে এলো তাই লিখে পোস্ট ও করে দিলাম। ভালো থাকবেন। যখন যেমন মনে পড়বে আমি background সহ লিখে দেব।

  • @AditiChattopadhyay-es8sy
    @AditiChattopadhyay-es8sy 4 หลายเดือนก่อน +1

    দাদা কিছু বলার নেই। তোমার বলা গল্প আর রান্না দুয়ে মিলে এক অনবদ্য পরিবেশ সৃষ্টি করলো।যা আপমর বাঙালিকে মুগ্ধতায় আচ্ছন্ন করে রাখে এবং ভবিষ্যতেও রাখবে।
    প্রণাম নিও দাদা।

  • @aahelisheeburman6352
    @aahelisheeburman6352 4 หลายเดือนก่อน

    তোমার মশলার কৌটো আগলে রাখুক মা লক্ষী! আর এই রান্নাগুলো, পিছনের মানুষগুলো আর বাঙালির ঘরের কড়াইয়ে থাক সুগন্ধ আর তাঁর আশীর্বাদ। এরম লক্ষীমন্ত রাঁধুনি! দাদা আপনার মা দিদিমার অনেক আশীর্বাদের ফল এই পথ চলা।

  • @krishnaray9051
    @krishnaray9051 4 หลายเดือนก่อน +4

    Khete ichche korche.Darun

  • @anubhattacharya2378
    @anubhattacharya2378 4 หลายเดือนก่อน +2

    Flavour of the days which will never return. Loved astamangalar jhol.

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  4 หลายเดือนก่อน +1

      I guess you might be right, but we can never afford to give up. Hence my effort at reviving them. Please be with us in this journey. 🙏🏻🙏🏻🙏🏻

  • @anweshabandyopadhyay8802
    @anweshabandyopadhyay8802 4 หลายเดือนก่อน

    Bah! Dekhe khub bhalo laglo ei recipe ta. Aboshyoi ranna kore khabo.

  • @sutapabanerjee3320
    @sutapabanerjee3320 4 หลายเดือนก่อน

    আপনার কথাগুলো শুনতে এতো ভালো লাগে 👌 কত রকমের কত ধরনের গল্প 👌 তার সঙ্গে অসাধারণ সব রান্না 🤗 কয়েকটি পদ রান্নাও করেছি। সকলে খেয়ে আনন্দ করেছে। ভালো থাকুন। আরো ভালো ভালো রেসিপি তার সাথে অবশ্যই গল্প.... চলতে থাকুক

  • @debjanibhakta6452
    @debjanibhakta6452 4 หลายเดือนก่อน +1

    দাদা তোমার এই সব অনবদ্য রান্না দেখে মনকে নাড়া দেয় মনে হয় যেন পুরানো ‍দিনে ফিরে গেছি

  • @susmitasen6840
    @susmitasen6840 หลายเดือนก่อน

    Asadharon ranna❤

  • @pratibhamondal5106
    @pratibhamondal5106 4 หลายเดือนก่อน

    অসাধারণ সুন্দর ও স্বাস্থ্যকর রান্না।খুব ভালো লাগলো।বাড়িতে রান্নাটি করবার ইচ্ছা থাকলো।এত সুন্দর রান্না ও সঙ্গে কাহিনী অনবদ্য।ভালো থাকবেন ।🙏

  • @ratnaseal4263
    @ratnaseal4263 4 หลายเดือนก่อน

    সত্যি খুব সুস্বাদু ও খুব ভালো
    এমন একটা হারিয়ে যাওয়া রান্না শিখতে পেরেছি খুব ভালো লাগলো অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলবো ধন্যবাদ দিয়ে ছোট করবো না খুব ভালো থাকবেন আর এই ভাবেই আরও অনেক হারিয়ে যাওয়া পদ শিখিয়ে দিতে।

  • @sumitanandy3077
    @sumitanandy3077 4 หลายเดือนก่อน +1

    Ei gorome r jonno khub I upadeyo r suswadu ekti receipe, anek dhanyabad o namaskar janben 🙏🙏💐💐

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  4 หลายเดือนก่อน

      এই শুভকামনা আমার পাথেয় হোক। প্রার্থনা করবেন, যে কাজ ভালোবেসে করছি আগামীর স্বার্থে, যেন সবিনয়ে মাথা নত করে তা করে চলতে পারি। সঙ্গে থাকবেন ও প্রিয়জনদের জানাবেন আমাদের কথা। 🙏🏻🙏🏻🙏🏻

  • @pialeesaha6019
    @pialeesaha6019 4 หลายเดือนก่อน +1

    এতো সুন্দর করে যে কথা বলে তার রান্না কি কখনো ভালো না হয়ে থাকতে পারে ? খুব সুন্দর রান্না দাদাভাই ।

  • @joyeetasardar8124
    @joyeetasardar8124 4 หลายเดือนก่อน +3

    এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার দায়ভার আমাদেরও।।।।

  • @sharmishthadutta447
    @sharmishthadutta447 4 หลายเดือนก่อน +1

    অপূর্ব রান্না শিখলাম অনেক ধন্যবাদ

  • @mahuagupta7319
    @mahuagupta7319 4 หลายเดือนก่อน +1

    bhalo laglo recipe ta besh sahaj r sundar .khete nischoy khub i suswadu

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  4 หลายเดือนก่อน

      সত্যিই জানিনা এ ভালোবাসা ও স্বীকৃতির যোগ্য কি না আমরা। শুধু জানি, চেষ্টা করছি শিকড়ে ফেরবার। জানি যে সে শিকড় ভুলে যাওয়া আত্মবিস্মৃতির অপর নাম। যে রক্ত আপনার আমার ধমনীতে বয়ে চলেছে অবিরত, তা আমাদের মা ঠাকুমা দিদিমা ও অন্যান্য অনেক ভালোবাসার মানুষের যত্নে আদরে মুখে তুলে দেওয়া খাবারের ফসল। তা বাঁচিয়ে রাখবার দায় আমার আপনার সবার। তাই অনুরোধ রাখবো, সবার মধ্যে ছড়িয়ে দিন এ ঐতিহ্য। সব আত্মীয় বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নীচে রাখা রইলো চ্যানেলের লিঙ্ক। 🙏🏻🙏🏻🙏🏻
      m.th-cam.com/users/lostandrarerecipes

  • @jayantichakraborty3224
    @jayantichakraborty3224 4 หลายเดือนก่อน +1

    Darun recipe ta khub sahoj ar healthy

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  4 หลายเดือนก่อน

      অজস্র ধন্যবাদ। এ সিরিজ়টি বড় যত্নে করা, বড় মনের কাছের। আপনাদের এইসব কমেন্ট পেলে মনে হয়, ঠিক পথেই চলেছি। সঙ্গে আপনাদের পেয়ে ধন্য। কিন্তু এ ঐতিহ্য বাঁচাতে রাখবার দায়িত্ত্ব যতখানি আমার, ততখানি আপনাদেরও। কারণ এ পথে আমার সঙ্গী আপনারা। তাই যদি ভালো লাগে, শেয়ার করবেন আর সবাইকে জানাবেন আমাদের কথা। এভাবেই আরও মানুষ খুঁজে পাবেন এইসব হারানো রান্না ও বেঁচে থাকবে আমাদের সংস্কৃতি। নীচে রাখা রইলো আমাদের লিঙ্ক।
      m.th-cam.com/users/lostandrarerecipes

  • @udaybhanughosh1511
    @udaybhanughosh1511 4 หลายเดือนก่อน +1

    ভালো লাগলো। খুব ভালো টেষ্ট হয়। আমি আগে খেয়েছি।।

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  4 หลายเดือนก่อน

      সত্যিই জানিনা এ ভালোবাসা ও স্বীকৃতির যোগ্য কি না আমরা। শুধু জানি, চেষ্টা করছি শিকড়ে ফেরবার। জানি যে সে শিকড় ভুলে যাওয়া আত্মবিস্মৃতির অপর নাম। যে রক্ত আপনার আমার ধমনীতে বয়ে চলেছে অবিরত, তা আমাদের মা ঠাকুমা দিদিমা ও অন্যান্য অনেক ভালোবাসার মানুষের যত্নে আদরে মুখে তুলে দেওয়া খাবারের ফসল। তা বাঁচিয়ে রাখবার দায় আমার আপনার সবার। তাই অনুরোধ রাখবো, সবার মধ্যে ছড়িয়ে দিন এ ঐতিহ্য। সব আত্মীয় বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নীচে রাখা রইলো চ্যানেলের লিঙ্ক। 🙏🏻🙏🏻🙏🏻
      m.th-cam.com/users/lostandrarerecipes

  • @chanchalupadhyay4390
    @chanchalupadhyay4390 4 หลายเดือนก่อน +1

    Really great dada, nomoskar, apnar janno ai khabar gulo notun kore pran fere payacha

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  4 หลายเดือนก่อน +1

      কি বলি এর উত্তরে? ভাষা অজানিত। শুধু শিকড়কে ছুঁতে চেয়েছি। যদি তা পেরে থাকি, তবে আমি ধন্য, আপ্লুত। ছাড়বো না এ বাঙালীয়ানা। ছাড়বো না আমার শিকড়। চলুন না, এ ঐতিহ্য ছড়িয়ে দিই মানুষের মাঝে। যদি ভালো লাগে, শেয়ার করবেন। আমার সনির্বন্ধ অনুরোধ। আর নিজে থাকবেন আমাদের সাথে সাবস্ক্রাইব করে। আমরা পারি। আমরা এগোব। আমরা ধরে রাখবো এ ঐতিহ্য। সঙ্গে থাকুন। নীচে রাখা রইলো আমাদের চ্যানেলের লিঙ্ক।
      m.th-cam.com/users/lostandrarerecipes

  • @abhikkarmakar9949
    @abhikkarmakar9949 4 หลายเดือนก่อน +2

    Opurbo... Bar bar somriddho hoi

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  4 หลายเดือนก่อน

      অনেক ধন্যবাদ।নীচে রাখা রইলো আমাদের চ্যানেলের লিঙ্ক। এটিতে ক্লিক করলেই পৌঁছে যাবেন চ্যানেলে। যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। 🙏🏻🙏🏻🙏🏻
      m.th-cam.com/users/lostandrarerecipes

  • @papiyasaha7117
    @papiyasaha7117 4 หลายเดือนก่อน +1

    Eto valo valo Ranna, konodin jante e partam na, aapni jodi na dekhaten... apurbo 👌

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  4 หลายเดือนก่อน

      অনেক ধন্যবাদ।নীচে রাখা রইলো আমাদের চ্যানেলের লিঙ্ক। এটিতে ক্লিক করলেই পৌঁছে যাবেন চ্যানেলে। যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। 🙏🏻🙏🏻🙏🏻
      যদি মনে করেন, সবাইকে জানাবেন আমাদের কথা।
      m.th-cam.com/users/lostandrarerecipes

  • @sumitachakraborty2299
    @sumitachakraborty2299 4 หลายเดือนก่อน

    খুব সুন্দর রান্না।ভাল লাগল।ধন্যবাদ।

  • @rounakmajumdar739
    @rounakmajumdar739 4 หลายเดือนก่อน +2

    এ যেন হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পাবার আনন্দ

  • @AamiChandrapriya
    @AamiChandrapriya 4 หลายเดือนก่อน

    সত্যিই অনবদ্য হয়েছে , নিরামিষ পদগুলি অবশ্য ই চেষ্টা করব

  • @sumonajana900
    @sumonajana900 4 หลายเดือนก่อน +1

    Khub sundor laglo dada...ami akdin nischoy try krbo...amr khub pochondo hoyeche recipe ta...ami 3 time dekhechi vdo ta..

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  4 หลายเดือนก่อน +1

      কিভাবে ধন্যবাদ জানাবো জানিনা। শুধু বলবো, সঙ্গে থাকুন। যদি সাবস্ক্রাইব করেন, খুব আনন্দ পাবো। নীচে রাখা রইলো চ্যানেলের লিঙ্ক। 🙏🏻🙏🏻🙏🏻
      m.th-cam.com/users/lostandrarerecipes

  • @ratnasengupta3775
    @ratnasengupta3775 4 หลายเดือนก่อน +1

    সব কিছু মিলিয়ে এক কথায় অসাধারণ

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  4 หลายเดือนก่อน

      এই শুভকামনা আমার পাথেয় হোক। প্রার্থনা করবেন, যে কাজ ভালোবেসে করছি আগামীর স্বার্থে, যেন সবিনয়ে মাথা নত করে তা করে চলতে পারি। সঙ্গে থাকবেন ও প্রিয়জনদের জানাবেন আমাদের কথা। 🙏🏻🙏🏻🙏🏻

  • @DebasmitaMukherjee-t9c
    @DebasmitaMukherjee-t9c 4 หลายเดือนก่อน +1

    Apni eto jatnor sange recipe gulo share Koren rannar proti passion achhe bolei eto sundor.Apnar shekhano tit kumri khub bhalo hoyechhilo 🎉

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  4 หลายเดือนก่อน

      কি বলি এর উত্তরে? ভাষা অজানিত। শুধু শিকড়কে ছুঁতে চেয়েছি। যদি তা পেরে থাকি, তবে আমি ধন্য, আপ্লুত। ছাড়বো না এ বাঙালীয়ানা। ছাড়বো না আমার শিকড়। চলুন না, এ ঐতিহ্য ছড়িয়ে দিই মানুষের মাঝে। যদি ভালো লাগে, শেয়ার করবেন। আমার সনির্বন্ধ অনুরোধ। আর নিজে থাকবেন আমাদের সাথে সাবস্ক্রাইব করে। আমরা পারি। আমরা এগোব। আমরা ধরে রাখবো এ ঐতিহ্য। সঙ্গে থাকুন। নীচে রাখা রইলো আমাদের চ্যানেলের লিঙ্ক।
      m.th-cam.com/users/lostandrarerecipes

  • @mausumipramanik_mousun1382
    @mausumipramanik_mousun1382 4 หลายเดือนก่อน +4

    রান্নাটি বেশ লাগলো। এই গরমে একাধিক পদ রাঁধতে খুব কষ্ট। তবে বাঁধাকপি ফুলকপির বদলে যদি কাঁচকলা, পেঁপে সজনে ডাঁটা দেওয়া যায়। আর ঘিটা যদি অ্যাভোয়েড করা যায়।

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  4 หลายเดือนก่อน +2

      কাঁচকলা বরবটি সজনে ডাঁটা দিন। পেঁপে বোধহয় ভালো লাগবে না। আর একটু হলেও ঘি দিন শেষে। ঘি তো অপকারী নয়, পরিমিতভাবে শরীরের পক্ষে ভালো!
      সঙ্গে থাকবেন। 🙏🏻🙏🏻🙏🏻

  • @DebjaniBanerjee-j4b
    @DebjaniBanerjee-j4b 4 หลายเดือนก่อน +1

    Apnar protiti recipe amr bhishon pochhonder...ami onekgulo barite baniechhi...ar apnar golpo Bola oshadharon....😊

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  4 หลายเดือนก่อน

      অজস্র ধন্যবাদ। এ সিরিজ়টি বড় যত্নে করা, বড় মনের কাছের। আপনাদের এইসব কমেন্ট পেলে মনে হয়, ঠিক পথেই চলেছি। সঙ্গে আপনাদের পেয়ে ধন্য। কিন্তু এ ঐতিহ্য বাঁচাতে রাখবার দায়িত্ত্ব যতখানি আমার, ততখানি আপনাদেরও। কারণ এ পথে আমার সঙ্গী আপনারা। তাই যদি ভালো লাগে, শেয়ার করবেন আর সবাইকে জানাবেন আমাদের কথা। এভাবেই আরও মানুষ খুঁজে পাবেন এইসব হারানো রান্না ও বেঁচে থাকবে আমাদের সংস্কৃতি। নীচে রাখা রইলো আমাদের লিঙ্ক।
      m.th-cam.com/users/lostandrarerecipes

  • @swapnadasgupta8573
    @swapnadasgupta8573 4 หลายเดือนก่อน +1

    রান্না ও গল্প অনবদ্য,দেখার আগেই like করে দিলাম o comment করে দিলাম

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  4 หลายเดือนก่อน +1

      অজস্র ধন্যবাদ। এ সিরিজ়টি বড় যত্নে করা, বড় মনের কাছের। আপনাদের এইসব কমেন্ট পেলে মনে হয়, ঠিক পথেই চলেছি। সঙ্গে আপনাদের পেয়ে ধন্য। কিন্তু এ ঐতিহ্য বাঁচাতে রাখবার দায়িত্ত্ব যতখানি আমার, ততখানি আপনাদেরও। কারণ এ পথে আমার সঙ্গী আপনারা। তাই যদি ভালো লাগে, শেয়ার করবেন আর সবাইকে জানাবেন আমাদের কথা। এভাবেই আরও মানুষ খুঁজে পাবেন এইসব হারানো রান্না ও বেঁচে থাকবে আমাদের সংস্কৃতি। নীচে রাখা রইলো আমাদের লিঙ্ক।
      m.th-cam.com/users/lostandrarerecipes

  • @jharnabanerjee1915
    @jharnabanerjee1915 4 หลายเดือนก่อน

    অতীতকে অনুসন্ধান ও পুনরুদ্ধার করার প্রচেষ্টার নাম গবেষণা। ধন্যবাদ

  • @jonathanparag
    @jonathanparag 4 หลายเดือนก่อน +1

    I have tried this recipe today following your vlogs and its really good, thanks for sharing the pure traditional recipe.

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  4 หลายเดือนก่อน

      Thank you so much! Please be with us 🙏🏻🙏🏻🙏🏻

  • @sangitasengupta9252
    @sangitasengupta9252 4 หลายเดือนก่อน +1

    Khub bhalo laglo.

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  4 หลายเดือนก่อน +1

      অজস্র ধন্যবাদ। এ সিরিজ়টি বড় যত্নে করা, বড় মনের কাছের। আপনাদের এইসব কমেন্ট পেলে মনে হয়, ঠিক পথেই চলেছি। সঙ্গে আপনাদের পেয়ে ধন্য। কিন্তু এ ঐতিহ্য বাঁচাতে রাখবার দায়িত্ত্ব যতখানি আমার, ততখানি আপনাদেরও। কারণ এ পথে আমার সঙ্গী আপনারা। তাই যদি ভালো লাগে, শেয়ার করবেন আর সবাইকে জানাবেন আমাদের কথা। এভাবেই আরও মানুষ খুঁজে পাবেন এইসব হারানো রান্না ও বেঁচে থাকবে আমাদের সংস্কৃতি। নীচে রাখা রইলো আমাদের লিঙ্ক।
      m.th-cam.com/users/lostandrarerecipes

  • @DebjaniGupta-u7n
    @DebjaniGupta-u7n 4 หลายเดือนก่อน

    ki bhalo ekta ranna. A must try recipe. Like the previous one "TeetKumri" this one is also an awesome recipe.

  • @santanubiswas5228
    @santanubiswas5228 4 หลายเดือนก่อน

    Very nostalgic.Your kitchen utensils reminds me of our ancestral house.Your recipes are out of this world.

  • @pradiphajra1439
    @pradiphajra1439 4 หลายเดือนก่อน +2

    আপনার প্রতি টি রেসিপি আপনার গল্প কথার মতো ই অসাধারণ, তাই এই পর্বগুলো কখনো ই এড়িয়ে যেতে পারিনা। রান্না গুলো করার চেষ্টা করি। একটা ই প্রশ্ন তখন কি গরমকালে শীতের সবজি পাওয়া যেতো? কেননা আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে আমরা যখন ছোট ছিলাম, বাবা গরমকালে একদিন ফুলকপি এনেছিলেন, আমরা সবাই অবাক হয়ে গেছিলাম, অবশ্য তখন আমরা মফস্বলে থাকতাম।

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  4 หลายเดือนก่อน

      আমারই ব্যর্থতা, আমি বোঝাতে পারিনি। এই রান্নাটির সবচেয়ে বড় মজাই হলো যে এর নির্দিষ্ট কোন রেসিপিই নেই।
      আজকাল সবই বারো মাস পাওয়া যায়। কেয়াদি তাই বুঝি এমন সবজির কথা বলেছেন। কিন্তু আপনি নিজের ইচ্ছা অনুযায়ী দিন সবজি। একটাই অনুরোধ, রান্নাটি অবশ্যই করে দেখুন। ভুলতে পারবেন না, কথা দিলাম। 🙏🏻🙏🏻🙏🏻

  • @somaroy1553
    @somaroy1553 4 หลายเดือนก่อน

    সত্যিই অনবদ্য ও উপাদেয় একটি রান্না

  • @tahminasultana1118
    @tahminasultana1118 4 หลายเดือนก่อน

    চমৎকার, শুভকামনা সবসময়ই

  • @worldofhappiness525
    @worldofhappiness525 4 หลายเดือนก่อน

    Osadharon ebong akta authentic ranna sikhlam... 😊

  • @byruby1967
    @byruby1967 4 หลายเดือนก่อน

    খুব সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার...… ঝিঙে, পটল আর ফুল কপি, বাঁধা কপি তো আলাদা season এর সবজি..... এটা নিয়ে একটু ধন্দ রয়ে গেল.....👌👌👍👍 সমৃদ্ধ হলাম.... কলকাতা থেকে....

  • @monika78165
    @monika78165 4 หลายเดือนก่อน +1

    Uposthapona, vasha, ranna, er baireo background music darun. Eta ami baba ke khaoyabo.uni jhol pochondo koren.

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  4 หลายเดือนก่อน

      সত্যিই জানিনা এ ভালোবাসা ও স্বীকৃতির যোগ্য কি না আমরা। শুধু জানি, চেষ্টা করছি শিকড়ে ফেরবার। জানি যে সে শিকড় ভুলে যাওয়া আত্মবিস্মৃতির অপর নাম। যে রক্ত আপনার আমার ধমনীতে বয়ে চলেছে অবিরত, তা আমাদের মা ঠাকুমা দিদিমা ও অন্যান্য অনেক ভালোবাসার মানুষের যত্নে আদরে মুখে তুলে দেওয়া খাবারের ফসল। তা বাঁচিয়ে রাখবার দায় আমার আপনার সবার। তাই অনুরোধ রাখবো, সবার মধ্যে ছড়িয়ে দিন এ ঐতিহ্য। সব আত্মীয় বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নীচে রাখা রইলো চ্যানেলের লিঙ্ক। 🙏🏻🙏🏻🙏🏻
      m.th-cam.com/users/lostandrarerecipes

  • @jhumadutta6966
    @jhumadutta6966 4 หลายเดือนก่อน +1

    Many many thnx to keyadi for d luvly recipe. I'll surely try this and also thnx to hangla heshel for unveiling such kind of lost and rare recipes.

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  4 หลายเดือนก่อน

      Our link is given at the top of this post. Lost and rare recipes. সত্যিই জানিনা এ ভালোবাসা ও স্বীকৃতির যোগ্য কি না আমরা। শুধু জানি, চেষ্টা করছি শিকড়ে ফেরবার। জানি যে সে শিকড় ভুলে যাওয়া আত্মবিস্মৃতির অপর নাম। যে রক্ত আপনার আমার ধমনীতে বয়ে চলেছে অবিরত, তা আমাদের মা ঠাকুমা দিদিমা ও অন্যান্য অনেক ভালোবাসার মানুষের যত্নে আদরে মুখে তুলে দেওয়া খাবারের ফসল। তা বাঁচিয়ে রাখবার দায় আমার আপনার সবার। তাই অনুরোধ রাখবো, সবার মধ্যে ছড়িয়ে দিন এ ঐতিহ্য। সব আত্মীয় বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নীচে রাখা রইলো চ্যানেলের লিঙ্ক। 🙏🏻🙏🏻🙏🏻
      m.th-cam.com/users/lostandrarerecipes

  • @Soma-wu2fk
    @Soma-wu2fk 4 หลายเดือนก่อน +2

    Kisob naam!! Sunlei khete ichhe kore...

  • @sutapaguha9539
    @sutapaguha9539 4 หลายเดือนก่อน

    Anobaddo recipe, dada apnar anek anek dhanyabad

  • @nilaykumarbhattacharya4593
    @nilaykumarbhattacharya4593 4 หลายเดือนก่อน

    যেমন সুন্দর নাম তেমনি রান্নার প্রকৃয়া। ❤❤❤

  • @sabitaroy678
    @sabitaroy678 4 หลายเดือนก่อน +1

    Sei samoyer ranna anobadhoy niramisi masler bharikki ch6arai tar upor ansttaner nam juktto hoye padti anay bibha ch6aray Amar khub bhalo legech6e karon eai dharoner ranna ki6u ki6u kore6i

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  4 หลายเดือนก่อน

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @munikunkm
    @munikunkm 4 หลายเดือนก่อน +1

    দারুণ ...

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  4 หลายเดือนก่อน +1

      অনেক ধন্যবাদ।নীচে রাখা রইলো আমাদের চ্যানেলের লিঙ্ক। এটিতে ক্লিক করলেই পৌঁছে যাবেন চ্যানেলে। যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। 🙏🏻🙏🏻🙏🏻
      m.th-cam.com/users/lostandrarerecipes

  • @swapnanilkar4786
    @swapnanilkar4786 4 หลายเดือนก่อน

    Abaro ek onobodyo sundor opurbo bishuddho niramish ranna shikhlam. 🙂😊🥰😇.

  • @sanchitadey7533
    @sanchitadey7533 4 หลายเดือนก่อน +1

    খুব ভালো লাগলো। অবশ্য ই বানাবো

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  4 หลายเดือนก่อน

      অনেক ধন্যবাদ।নীচে রাখা রইলো আমাদের চ্যানেলের লিঙ্ক। এটিতে ক্লিক করলেই পৌঁছে যাবেন চ্যানেলে। যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। 🙏🏻🙏🏻🙏🏻
      m.th-cam.com/users/lostandrarerecipes

  • @AnitaMaitra-f3z
    @AnitaMaitra-f3z 4 หลายเดือนก่อน +1

    দাদাএককথায অসাধারণ আপনার কাছ থেকেই পূরাণদিনের অজানাকথাজানতে পারিআমাদের পরের জেনারেশন এরখুব জানা দরকার আমরা বাঙালি যে ভুলেই যাচছি নমস্কার ভাল থাকবেন।

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  4 หลายเดือนก่อน

      সত্যিই জানিনা এ ভালোবাসা ও স্বীকৃতির যোগ্য কি না আমরা। শুধু জানি, চেষ্টা করছি শিকড়ে ফেরবার। জানি যে সে শিকড় ভুলে যাওয়া আত্মবিস্মৃতির অপর নাম। যে রক্ত আপনার আমার ধমনীতে বয়ে চলেছে অবিরত, তা আমাদের মা ঠাকুমা দিদিমা ও অন্যান্য অনেক ভালোবাসার মানুষের যত্নে আদরে মুখে তুলে দেওয়া খাবারের ফসল। তা বাঁচিয়ে রাখবার দায় আমার আপনার সবার। তাই অনুরোধ রাখবো, সবার মধ্যে ছড়িয়ে দিন এ ঐতিহ্য। সব আত্মীয় বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নীচে রাখা রইলো চ্যানেলের লিঙ্ক। 🙏🏻🙏🏻🙏🏻
      m.th-cam.com/users/lostandrarerecipes

  • @rakaburman7816
    @rakaburman7816 4 หลายเดือนก่อน +3

    অসাধারণ উপস্থাপনা । আপনার কথা শুনতে খুব ভালো লাগে। রান্নাটি বেশ লাগলো কিন্তু শেষে ধনেপাতা দেওয়া টা যেন ঠিক মানাচ্ছে না এই রেসিপিটির সাথে।জানিনা হয়তো ভালো লাগবে।😊😊❤

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  4 หลายเดือนก่อน

      করে দেখুন, খুব ভালো লাগবে।
      অজস্র ধন্যবাদ। এ সিরিজ়টি বড় যত্নে করা, বড় মনের কাছের। আপনাদের এইসব কমেন্ট পেলে মনে হয়, ঠিক পথেই চলেছি। সঙ্গে আপনাদের পেয়ে ধন্য। কিন্তু এ ঐতিহ্য বাঁচাতে রাখবার দায়িত্ত্ব যতখানি আমার, ততখানি আপনাদেরও। কারণ এ পথে আমার সঙ্গী আপনারা। তাই যদি ভালো লাগে, শেয়ার করবেন আর সবাইকে জানাবেন আমাদের কথা। এভাবেই আরও মানুষ খুঁজে পাবেন এইসব হারানো রান্না ও বেঁচে থাকবে আমাদের সংস্কৃতি। নীচে রাখা রইলো আমাদের লিঙ্ক।
      m.th-cam.com/users/lostandrarerecipes

  • @saswatimitra3867
    @saswatimitra3867 4 หลายเดือนก่อน +1

    Apnar ranna korar podhoti o tar Sathe shekhanor dhoron khub sundor kintu sorbopori Apnar madhur bornona o gyaner paridhi amake besi akrishto korey. Lost & Rare Recipe k aro onek suvechha, avinandan agami dingulo r jonno. Aro masrin hok apnader path chola… bhalo thskben

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  4 หลายเดือนก่อน

      সত্যিই জানিনা এ ভালোবাসা ও স্বীকৃতির যোগ্য কি না আমরা। শুধু জানি, চেষ্টা করছি শিকড়ে ফেরবার। জানি যে সে শিকড় ভুলে যাওয়া আত্মবিস্মৃতির অপর নাম। যে রক্ত আপনার আমার ধমনীতে বয়ে চলেছে অবিরত, তা আমাদের মা ঠাকুমা দিদিমা ও অন্যান্য অনেক ভালোবাসার মানুষের যত্নে আদরে মুখে তুলে দেওয়া খাবারের ফসল। তা বাঁচিয়ে রাখবার দায় আমার আপনার সবার। তাই অনুরোধ রাখবো, সবার মধ্যে ছড়িয়ে দিন এ ঐতিহ্য। সব আত্মীয় বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নীচে রাখা রইলো চ্যানেলের লিঙ্ক। 🙏🏻🙏🏻🙏🏻
      m.th-cam.com/users/lostandrarerecipes

  • @susmitamukherjee6894
    @susmitamukherjee6894 4 หลายเดือนก่อน

    Aapnar ai Ranna gulo khubi valo lage

  • @ratnaballarigoswami8481
    @ratnaballarigoswami8481 4 หลายเดือนก่อน

    অনবদ্য, খুব ভালো

  • @dipitagoswami2043
    @dipitagoswami2043 4 หลายเดือนก่อน +1

    Ranna ta khub bhalo laglo . Aei rokom simple ranna amar khub pochhondo . Kintu ekta proshno achhe j dhane pata kuchi ebong ghee dutoi dile kon flavour ta asbe ?

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  4 หลายเดือนก่อน

      দারুণ হয়। একবার করে দেখুন! 🙏🏻🙏🏻🙏🏻

  • @snehasett1847
    @snehasett1847 4 หลายเดือนก่อน +1

    Yum and simple👌

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  4 หลายเดือนก่อน

      অনেক ধন্যবাদ।নীচে রাখা রইলো আমাদের চ্যানেলের লিঙ্ক। এটিতে ক্লিক করলেই পৌঁছে যাবেন চ্যানেলে। যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। 🙏🏻🙏🏻🙏🏻
      m.th-cam.com/users/lostandrarerecipes

  • @homemade_Secrets
    @homemade_Secrets 4 หลายเดือนก่อน

    Wonderful recipe. Watching these series with great interest.❤👌🙏

  • @somemitra-8275
    @somemitra-8275 4 หลายเดือนก่อน

    অনবদ্য রেসিপি 👌

  • @khairunnahar7871
    @khairunnahar7871 4 หลายเดือนก่อน +12

    অতীত কালটা কি যে সুন্দর। কোথায় হারিয়ে গেল মানুষগুলো। কেন যেন এখনকার যুগটাকে ভালো লাগে না।

    • @samiaislam7631
      @samiaislam7631 4 หลายเดือนก่อน +2

      Agree with you

  • @sabitaroy678
    @sabitaroy678 4 หลายเดือนก่อน +1

    Dada bhalo thakben subhe66a janai

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  4 หลายเดือนก่อน

      অজস্র ধন্যবাদ। এ সিরিজ়টি বড় যত্নে করা, বড় মনের কাছের। আপনাদের এইসব কমেন্ট পেলে মনে হয়, ঠিক পথেই চলেছি। সঙ্গে আপনাদের পেয়ে ধন্য। কিন্তু এ ঐতিহ্য বাঁচাতে রাখবার দায়িত্ত্ব যতখানি আমার, ততখানি আপনাদেরও। কারণ এ পথে আমার সঙ্গী আপনারা। তাই যদি ভালো লাগে, শেয়ার করবেন আর সবাইকে জানাবেন আমাদের কথা। এভাবেই আরও মানুষ খুঁজে পাবেন এইসব হারানো রান্না ও বেঁচে থাকবে আমাদের সংস্কৃতি। নীচে রাখা রইলো আমাদের লিঙ্ক।
      m.th-cam.com/users/lostandrarerecipes

  • @shahananandy1755
    @shahananandy1755 4 หลายเดือนก่อน +1

    Wow this looks really yum!

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  4 หลายเดือนก่อน

      কিভাবে ধন্যবাদ জানাবো জানিনা। শুধু বলবো, সঙ্গে থাকুন। যদি সাবস্ক্রাইব করেন, খুব আনন্দ পাবো। নীচে রাখা রইলো চ্যানেলের লিঙ্ক। 🙏🏻🙏🏻🙏🏻
      m.th-cam.com/users/lostandrarerecipes

  • @sudarshanachakraborty2843
    @sudarshanachakraborty2843 2 หลายเดือนก่อน

    অফিস করে, তাড়াহুড়োতে কুমড়ো আর ধনেপাতা কিনতে ভুলে গেলাম। শীতের দেশে, বাঘ ভল্লুকের এই মুলুকে পটল পাওয়া যায় কিন্তু আমাদের এখানে পৌঁছতে পৌঁছতে তার ইহ লীলা সঙ্গ হয়ে যায়। তাই ছয়টি সবজি দিয়ে রান্না করলাম। এর মধ্যে রান্না পুড়িয়ে ফেলে ফায়ার ডিপার্টমেন্ট থেকে ফোন চলে এলো। তাদের জানিয়ে দিলাম রান্না করছি। ছোট্ট গ্রাম, সবাই সবাইকে চিনি। তারা আবার রান্নাটি চেখে দেখতে চেয়েছে।
    অনেক অনেক ধন্যবাদ পুরনো এই রান্নাটি ফিরিয়ে আনবার জন্য। দিদিমার হাতের রান্না মনে পড়ে গেল

  • @nirmalyamukhopadhyay1769
    @nirmalyamukhopadhyay1769 4 หลายเดือนก่อน

    দেখলেই মন ভাল করা রান্না👍🙏

  • @minatitapaswi6512
    @minatitapaswi6512 4 หลายเดือนก่อน

    Kolkatar purono jomidarbarir rannay dhonepatar byabohar hotoki ?

  • @anuchy3233
    @anuchy3233 4 หลายเดือนก่อน

    Daaruun laglo.😊

  • @susmitabanerjee7277
    @susmitabanerjee7277 4 หลายเดือนก่อน +1

    ভালো লাগলো। যদিও কখনো করি নি এরকম শীতের সবজি আর গরমের সবজি একসাথে রান্না। তবুও করে দেখবো নিশ্চয়ই। আর করে আপনাকে জানাবো ও কেমন হোল।

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  4 หลายเดือนก่อน

      আমারই ব্যর্থতা, আমি বোঝাতে পারিনি। এই রান্নাটির সবচেয়ে বড় মজাই হলো যে এর নির্দিষ্ট কোন রেসিপিই নেই।
      আজকাল সবই বারো মাস পাওয়া যায়। কেয়াদি তাই বুঝি এমন সবজির কথা বলেছেন। কিন্তু আপনি নিজের ইচ্ছা অনুযায়ী দিন সবজি। একটাই অনুরোধ, রান্নাটি অবশ্যই করে দেখুন। ভুলতে পারবেন না, কথা দিলাম। 🙏🏻🙏🏻🙏🏻

    • @susmitabanerjee7277
      @susmitabanerjee7277 4 หลายเดือนก่อน

      @@LostandRareRecipes হ্যা। নিশ্চয়ই করবো। আর কোন একটা কিছু আগে কোনোদিন করি নি বলে যে কখনো করবোই না, আমি এতটা‌ rigid cook নই ।
      আজ ই করেছিলাম আমার টবের কুমড়ো পাতা, ডগা দিয়ে আর মটর ডাল ‌বাটা দিয়ে ৫ মিশনারি সবজি। আপনার দেখানো পদ্ধতি তেই। খুব ভালো হয়েছে খেতে। আমার তো বটেই, ছেলে আর তার বাবার ও খুব ভালো লেগেছে। দুজনেই মুখ ফুটে সেকথা বলেছে আমাকে। আপনাকে জানালাম।

  • @rangadirrannaghor
    @rangadirrannaghor 4 หลายเดือนก่อน

    Darun ranna ta dada apner thake koto kichu je sikhchi boler bhasa nei

  • @rinabanerjee2564
    @rinabanerjee2564 4 หลายเดือนก่อน

    Darun 🙏🙏

  • @susmitapaul2032
    @susmitapaul2032 3 หลายเดือนก่อน

    দারুণ

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  3 หลายเดือนก่อน

      সত্যিই জানিনা এ ভালোবাসা ও স্বীকৃতির যোগ্য কি না আমরা। শুধু জানি, চেষ্টা করছি শিকড়ে ফেরবার। জানি যে সে শিকড় ভুলে যাওয়া আত্মবিস্মৃতির অপর নাম। যে রক্ত আপনার আমার ধমনীতে বয়ে চলেছে অবিরত, তা আমাদের মা ঠাকুমা দিদিমা ও অন্যান্য অনেক ভালোবাসার মানুষের যত্নে আদরে মুখে তুলে দেওয়া খাবারের ফসল। তা বাঁচিয়ে রাখবার দায় আমার আপনার সবার। তাই অনুরোধ রাখবো, সবার মধ্যে ছড়িয়ে দিন এ ঐতিহ্য। সব আত্মীয় বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নীচে রাখা রইলো চ্যানেলের লিঙ্ক। 🙏🏻🙏🏻🙏🏻
      m.th-cam.com/users/lostandrarerecipes

  • @sujatabanerjee5092
    @sujatabanerjee5092 4 หลายเดือนก่อน +1

    Khuub bhalo laglo ranna r apnar golpo ta .
    Sudhu akta byapar jigesh korte chai phul kofi r bandha kofi ta ki bhapiye newa jabe ey ranna y?

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  4 หลายเดือนก่อน

      নিশ্চয়ই দেবেন।

  • @indrajitgupta222
    @indrajitgupta222 4 หลายเดือนก่อน +1

    Comment fron Nupur Gupta kolkata
    Keyadi, ranna dekhe to mone hochhe phone er madhye diye jadi ese jeto kache..Satyi apurba Eai sab ranna jadi aabar fire ase to baro valo hoy.

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  4 หลายเดือนก่อน

      সত্যিই জানিনা এ ভালোবাসা ও স্বীকৃতির যোগ্য কি না আমরা। শুধু জানি, চেষ্টা করছি শিকড়ে ফেরবার। জানি যে সে শিকড় ভুলে যাওয়া আত্মবিস্মৃতির অপর নাম। যে রক্ত আপনার আমার ধমনীতে বয়ে চলেছে অবিরত, তা আমাদের মা ঠাকুমা দিদিমা ও অন্যান্য অনেক ভালোবাসার মানুষের যত্নে আদরে মুখে তুলে দেওয়া খাবারের ফসল। তা বাঁচিয়ে রাখবার দায় আমার আপনার সবার। তাই অনুরোধ রাখবো, সবার মধ্যে ছড়িয়ে দিন এ ঐতিহ্য। সব আত্মীয় বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নীচে রাখা রইলো চ্যানেলের লিঙ্ক। 🙏🏻🙏🏻🙏🏻
      m.th-cam.com/users/lostandrarerecipes

  • @CookingMuseum
    @CookingMuseum 4 หลายเดือนก่อน

    Very nice presentation

  • @sakyasinhamajumder690
    @sakyasinhamajumder690 หลายเดือนก่อน

    Somridho hoi. Kurnish🎉🎉

  • @susmitamondal5158
    @susmitamondal5158 4 หลายเดือนก่อน +1

    Aponar kotha bola r ranna sekha 2to bro bhalo lagche r Mone hoy bro taratari sesh hoye Jay akta prbo,aponake o didibjai ke anek dhanyabad ,asha rakhi amon sundor ranna aro pabo.😅

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  4 หลายเดือนก่อน

      সত্যিই জানিনা এ ভালোবাসা ও স্বীকৃতির যোগ্য কি না আমরা। শুধু জানি, চেষ্টা করছি শিকড়ে ফেরবার। জানি যে সে শিকড় ভুলে যাওয়া আত্মবিস্মৃতির অপর নাম। যে রক্ত আপনার আমার ধমনীতে বয়ে চলেছে অবিরত, তা আমাদের মা ঠাকুমা দিদিমা ও অন্যান্য অনেক ভালোবাসার মানুষের যত্নে আদরে মুখে তুলে দেওয়া খাবারের ফসল। তা বাঁচিয়ে রাখবার দায় আমার আপনার সবার। তাই অনুরোধ রাখবো, সবার মধ্যে ছড়িয়ে দিন এ ঐতিহ্য। সব আত্মীয় বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নীচে রাখা রইলো চ্যানেলের লিঙ্ক। 🙏🏻🙏🏻🙏🏻
      m.th-cam.com/users/lostandrarerecipes

  • @sumitabasumallick6244
    @sumitabasumallick6244 4 หลายเดือนก่อน +1

    Dada ranna ta Jodi gas e kori tahole ki same presses ei korbo? Apni to induction e prosses ta dakhalen. Tai jante chai.

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  4 หลายเดือนก่อน

      একদম একই ভাবে করুন। 🙏🏻🙏🏻🙏🏻

    • @sumitabasumallick6244
      @sumitabasumallick6244 4 หลายเดือนก่อน

      Thank you so much

  • @sunetraadhya5170
    @sunetraadhya5170 4 หลายเดือนก่อน +1

    Phulkopi, bandhakopi potol ki kore ek season e paoa jabe?

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  4 หลายเดือนก่อน

      এই রান্নাটির মজাই হলো এর কোন নির্দিষ্ট রেসিপি নেই। আজকাল সবই বারো মাস পাওয়া যায়। কেয়াদি তাই বুঝি এমন সবজির কথা বলেছেন। কিন্তু আপনি নিজের ইচ্ছা অনুযায়ী দিন সবজি। একটাই অনুরোধ, রান্নাটি অবশ্যই করে দেখুন। ভুলতে পারবেন না, কথা দিলাম। 🙏🏻🙏🏻🙏🏻

  • @chitralekharay2234
    @chitralekharay2234 4 หลายเดือนก่อน +2

    আমরা এটির একটি রকমফের পাঁচমিশালি তরকারি রান্না করি essentially পাঁচটি সবজি দিয়ে ।আজ থেকে তার নাম দিলাম পঞ্চমঙ্গলার ঝোল ।জীবনটা একটু পুরোনো দিনের স্মৃতির মোড়কে নতুন ক'রে নিতে ইচ্ছে করছে ।

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  4 หลายเดือนก่อน +2

      পাঁচতরকারি! শীতকালে মুলো বেগুন সীম আলু বড়ি ধনেপাতা দিয়ে কি ভালো লাগে! তবে দিদি, দেখবেন, এটি কিন্তু বেশ আলাদা। সঙ্গে থাকবেন। 🙏🏻🙏🏻🙏🏻

  • @KalpitaBhattacharya
    @KalpitaBhattacharya 4 หลายเดือนก่อน +1

    Always follow your efforts 👏🏻

  • @swetabose8989
    @swetabose8989 4 หลายเดือนก่อน

    "Oshto Mongolar Jhol "
    Naam ta khoob soondore !

  • @ratnabiswas7229
    @ratnabiswas7229 4 หลายเดือนก่อน +1

    অনবদ্য

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  4 หลายเดือนก่อน

      কিভাবে ধন্যবাদ জানাবো জানিনা। শুধু বলবো, সঙ্গে থাকুন। যদি সাবস্ক্রাইব করেন, খুব আনন্দ পাবো। নীচে রাখা রইলো চ্যানেলের লিঙ্ক। 🙏🏻🙏🏻🙏🏻
      m.th-cam.com/users/lostandrarerecipes

  • @indranideydey2881
    @indranideydey2881 4 หลายเดือนก่อน +1

    আপনাকে দেখে ভীষণ ভাবে উৎসাহিত হচ্ছি। মাঝে মধ্যে বড় ইচ্ছে হয় আমাদের বাড়ির এই রান্না গুলো একটি ব‌ই আকারে লিখে প্রকাশ করি। কত কত রান্না আছে। আমার পরবর্তী জেনারেশন এই সব কিছুই জানে না। শুধু বিদেশি খাবারের ভক্ত এরা। লেবানিজ হামুস আর নান হলে আমার বাড়ির বাচ্চা গুলোর কিছু লাগে না, বা ইটালিয়ান কুইজিন, মোগলাই, ইংলিশ ইত্যাদি খাবার গুলো এখন রান্না ঘরে ঢুকেছে। ওদের এই প্রাচীন সনাতনী রান্না ভালো লাগে না। তাই ভাবি এসবের রান্না বোধ হয় আজকাল সত্যি অচল। আপনার চ্যানেল টা দেখে আবার ভরসা ফিরে পাই , ভাবি আমার ধারনা হয়তো ভুল। কত কত প্রাচীন রান্না মাথার মধ্যে কিলবিল করে! কিন্তু উৎসাহ আর পাই না। মাঝে মাঝে ভাই বোন মিলে খাই।❤

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  4 หลายเดือนก่อน +1

      দিদি, দয়া করে আমায় দিন। হাতজোড় করে বলছি। আপনার শেখানো ইলিশের ননীবাহার আমাদের চ্যানেলের মুকুটমণি। সে রান্না এখন ছড়িয়ে পড়েছে ভারতের কত কত ঘরে। তা করতে পেরে নিজেকে ধন্য মনে করি। আমি আপনাদের পরিবার নিয়ে একটি ছয়টি রান্নার সিরিজ় করতে চাই। সাথে আপনার পরিবারের কত কত গল্প, কত ভারতবিখ্যাত মানুষ নিয়ে। ভেবেই মন ভরে উঠছে। এ সুযোগ থেকে আমাকে বন্চিত করবেন না। আপনার কাছে আমার ব্যক্তিগত ফোন নং আছে। WhatsApp করুন দয়া করে। আমি আপনাকে ফোন করবো। 🙏🏻🙏🏻🙏🏻

    • @indranideydey2881
      @indranideydey2881 4 หลายเดือนก่อน

      @@LostandRareRecipes আমি অবশ্য ই দেবো।

    • @adogcalledkuttus
      @adogcalledkuttus 4 หลายเดือนก่อน

      ​@@LostandRareRecipes আমিও হাতজোড় করে অনুরোধ করছি , মাত্র ছটি রান্নার নয়, ওনার কাছে যতগুলি রান্না আছে সবগুলি আপনি তুলে নিন আর আমাদের মধ্যে ছড়িয়ে দিন

  • @kanikaghosh3000
    @kanikaghosh3000 4 หลายเดือนก่อน

    Aro chai

  • @pulakeshch.barman4236
    @pulakeshch.barman4236 4 หลายเดือนก่อน +1

    so nice wow

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  4 หลายเดือนก่อน

      Many many thanks. Please be with us 🙏🏻🙏🏻🙏🏻

  • @kalyanibhaduri
    @kalyanibhaduri 4 หลายเดือนก่อน +2

    আমি হলে গরমের সময় গরমের সবজি ও শীতকালে শীতের সবজি ব্যবহার করতাম। আর ধনেপাতার বদলে আদা কাঁচালংকা বাটা দিয়ে নামাতাম।

  • @sanyuktachakraborty6228
    @sanyuktachakraborty6228 4 หลายเดือนก่อน

    Apnar kotha shuni r bhalo bhalo ranna shikhchi bohudin dhore. Eta amar prio channel er modhdhe onnotomo.

  • @paprisarkar5662
    @paprisarkar5662 4 หลายเดือนก่อน

    Amar ma, didima ke erokom ranna korte dekhechi. 5ti sabji dieo korten.

  • @Asianmom-mohuaaminie
    @Asianmom-mohuaaminie 4 หลายเดือนก่อน

    Amar jana kichu purono ranna sshare korte chai ki vabe korbo ektu janaben

  • @Soma-wu2fk
    @Soma-wu2fk 4 หลายเดือนก่อน +1

    Eto Nabo rotno curry r moton... Ini astek...🤪😜👌👍

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  4 หลายเดือนก่อน

      না না, কোন মিল নেই!!!

  • @swagatamray3240
    @swagatamray3240 4 หลายเดือนก่อน +1

    খুব সুন্দর একটি সাবেকি পদ শিখলাম। কিন্তু কথা হচ্ছে, সে সময় কি অসময়ে ফুলকপি, বাঁধাকপি, রাঙা আলু মিলতো? আমার বাবার মুখে গপ্পো শুনেছি, আমার ঠাকুমা শীতকালে ফুলকপি, বাঁধাকপি নুন, হলুদ মাখিয়ে কুলো বা ডালাতে রেখে শীতের রোদ মাখিয়ে তুলে রাখতেন অসময়ের জন্যে।

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  4 หลายเดือนก่อน

      আপনার প্রশ্ন সঙ্গত। আমারই ব্যর্থতা, ঠিকভাবে বোঝাতে পারিনি। এ রান্নার আসল মজাই হলো এর নির্দিষ্ট কোন রেসিপিই নেই। আজকাল সব সবজি বারোমাস পাওয়া যায়। তাই হয়তো কেয়াদি এ কথা ও প্রণালী দিয়েছেন। আপনি করবেন যা হাতের কাছে পান তেমন আটটি সবজি দিয়ে। এ রান্না কিন্তু সত্যিই ভোলা যায়না। 🙏🏻🙏🏻🙏🏻

  • @paprisarkar5662
    @paprisarkar5662 4 หลายเดือนก่อน

    Money porche cabbage er bdole milo deoya hoto.

  • @sudeepachaudhuri8095
    @sudeepachaudhuri8095 4 หลายเดือนก่อน +1

    Very unusual that cauliflower and cabbage have been used with pool and jhinge. Tokhonkar dinay seasonal khanar khaowa hoto- kono bhabei bhabei phulkopo aar potol ekshongay feature koray na.

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  4 หลายเดือนก่อน

      আমারই ব্যর্থতা, আমি বোঝাতে পারিনি। এই রান্নাটির সবচেয়ে বড় মজাই হলো যে এর নির্দিষ্ট কোন রেসিপিই নেই। আজকাল সবই বারো মাস পাওয়া যায়। কেয়াদি তাই বুঝি এমন সবজির কথা বলেছেন। কিন্তু আপনি নিজের ইচ্ছা অনুযায়ী দিন সবজি। আটটি দেবেন। একটাই অনুরোধ, রান্নাটি অবশ্যই করে দেখুন। ভুলতে পারবেন না, কথা দিলাম। সঙ্গে থাকুন। 🙏🏻🙏🏻🙏🏻

  • @linabanerjee3400
    @linabanerjee3400 4 หลายเดือนก่อน +2

    সমৃদ্ধ হলাম।তবে যতদূর মায়ের কাছে শুনেছি,তখনকার দিনে রান্নায় ধনে পাতা দেওয়ার চল ছিল না।প্রায় কেউ জানতই না কাঁচা ধনে পাতা যে তরকারীতে দেওয়া যায় বলে।তাই একটু অবাকই হয়েছি।

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  4 หลายเดือนก่อน

      কেয়াদি যেমনটি বলেছেন, তেমনটিই করেছি মাত্র। তবে শেষ ফলটি অনবদ্য। 🙏🏻🙏🏻🙏🏻

  • @debasreesengupta3608
    @debasreesengupta3608 4 หลายเดือนก่อน +1

    এটি আমার শাশুড়ি মা শিখিয়েছেন আমাকে ,তবে ঋতু অনুযায়ী এক দুটি সবজি পাল্টে যায় । কিন্তু এটির যে এমন সুন্দর নাম টা জানতাম না কিংবা ওই আট টি সবজি ই দিতে হয় তাও জানতাম না। অনেক ধন্যবাদ

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  4 หลายเดือนก่อน

      অজস্র ধন্যবাদ। এ সিরিজ়টি বড় যত্নে করা, বড় মনের কাছের। আপনাদের এইসব কমেন্ট পেলে মনে হয়, ঠিক পথেই চলেছি। সঙ্গে আপনাদের পেয়ে ধন্য। কিন্তু এ ঐতিহ্য বাঁচাতে রাখবার দায়িত্ত্ব যতখানি আমার, ততখানি আপনাদেরও। কারণ এ পথে আমার সঙ্গী আপনারা। তাই যদি ভালো লাগে, শেয়ার করবেন আর সবাইকে জানাবেন আমাদের কথা। এভাবেই আরও মানুষ খুঁজে পাবেন এইসব হারানো রান্না ও বেঁচে থাকবে আমাদের সংস্কৃতি। নীচে রাখা রইলো আমাদের লিঙ্ক।
      m.th-cam.com/users/lostandrarerecipes

  • @ruparoy7249
    @ruparoy7249 4 หลายเดือนก่อน +1

    Ranna'r-o agey boltey hoy apnar Ranna shekhanor dhoron. Ei jhol suswadu tih botei,swasthokor-o botey.

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  4 หลายเดือนก่อน

      কিভাবে ধন্যবাদ জানাবো জানিনা। শুধু বলবো, সঙ্গে থাকুন। যদি সাবস্ক্রাইব করেন, খুব আনন্দ পাবো। নীচে রাখা রইলো চ্যানেলের লিঙ্ক। 🙏🏻🙏🏻🙏🏻
      m.th-cam.com/users/lostandrarerecipes