ঝলমলে বিকেলে বন্ধুদের এমন আকুল আবেদনে সাড়া না দিয়ে চলে এলাম সেদিন। আজও বুঝে উঠে হইনি 'কীসের এত তাড়া' এমন শ্রুতিমধুর গানে থেকে যাওয়ার এই আকুল আবেদন ভাবাচ্ছে এই মূহুর্তে!
পেরিয়ে মাঠের সীমানা ওই মেলা বসেছে, চরকি ঘোরে, পাঁপড় ভাজায় মাতালিয়া ঢোলকে মনকে মাতায়। তোরা কে কে যাবি রে, কে কে যাবি রে, কে কে যাবি রে তোরা আয়। পয়সা যদি নেই পকেটে ভাবনা কী আছে? কিনতে মানা, চড়তে মানায় ভিড়ে মেশা আনন্দের কি আসে যায়? তোরা কে কে যাবি রে, কে কে যাবি রে, কে কে যাবি রে তোরা আয়। একরঙা এই জীবন ছেড়ে একটু পালানোর তার বেশি হায়, কেই বা কী চায় বেচা-কেনার হিসেবে খুশির খেলায়। মোরা সবাই যাব রে, সবাই যাব রে, সবাই যাব যেরে মেলায়। তোরা কে কে যাবি রে, কে কে যাবি রে, কে কে যাবি রে তোরা আয়। মোরা সবাই যাব রে, সবাই যাব রে, সবাই যাব যেরে মেলায়।
চাই না যা পাই চাই না, যা চাই পাই না ভুল করেও তা চাই না ভাঁড় ভেঙে রস খাই না কেন মিছে মরো, ভাবা ছেড়ে দাও? আরাম যখন হারাম তখন সয় না মনে দখিন হাওয়া বয় না দিব্যি আছো মজা লুটে নাও। আমরা গাইবো শুধু গান আমরা চাই না ভুয়ো মান হতে চাই না শিরোনাম আমরা গাইবো শুধু গান থাকো ইচ্ছে হলে কিম্বা কেটে যাও। অফিসে-বাজারে, পথে-ঘাটে যত সব চামচা লেখে রোজ নামচা আর চান্স পেলে দেয় খামচা কেন মিছে মরো, ভাবা ছেড়ে দাও? চুলোয় যাক সব ভদ্দরলোকের কৃষ্টি আসুক তেড়ে বৃষ্টি ফষ্টিনষ্টি ভাসিয়ে রসাতলে দাও। আমরা গাইবো শুধু গান আমরা চাই না ভুয়ো মান হতে চাই না শিরোনাম আমরা গাইবো শুধু গান থাকো ইচ্ছে হলে কিম্বা কেটে যাও।
ঝলমলে বিকেলে বন্ধুদের এমন আকুল আবেদনে সাড়া না দিয়ে চলে এলাম সেদিন। আজও বুঝে উঠে হইনি 'কীসের এত তাড়া'
এমন শ্রুতিমধুর গানে থেকে যাওয়ার এই আকুল আবেদন ভাবাচ্ছে এই মূহুর্তে!
যাস কোথা তুই কিসের এত তাড়া
কেন নিস না কানে বলছি একটু দাঁড়া
চৈত্রবেলার কৃষ্ণচূড়া ফুল
ফাগুন খেলায় মেতেছে আকুল
মাতাল কোকিল বসন্ত কুহু তানে
পাগল হাওয়ায় কোন্ সে দোলা আনে
প্রাণে কি তোর পাস্ না কিছুর সাড়া
কেন নিস্ না কানে বলছি একটু দাঁড়া
কোমল হাতের কাঁকন রিনিঝিন
সুরের আবেশ জাগায় সে রঙিন
দুটি চোখের মদির ছোঁয়া তার
বাকি কিছুই রাখলো না চাওয়ার
সময় এমন কেমনে যায় ছাড়া
কেন নিস্ না কানে বলছি একটু দাঁড়া
শ্রুতিমধুর সুন্দর এবং সহজ। 💙
পেরিয়ে মাঠের সীমানা ওই মেলা বসেছে,
চরকি ঘোরে, পাঁপড় ভাজায়
মাতালিয়া ঢোলকে মনকে মাতায়।
তোরা কে কে যাবি রে,
কে কে যাবি রে,
কে কে যাবি রে তোরা আয়।
পয়সা যদি নেই পকেটে ভাবনা কী আছে?
কিনতে মানা, চড়তে মানায়
ভিড়ে মেশা আনন্দের কি আসে যায়?
তোরা কে কে যাবি রে,
কে কে যাবি রে,
কে কে যাবি রে তোরা আয়।
একরঙা এই জীবন ছেড়ে একটু পালানোর
তার বেশি হায়, কেই বা কী চায়
বেচা-কেনার হিসেবে খুশির খেলায়।
মোরা সবাই যাব রে,
সবাই যাব রে,
সবাই যাব যেরে মেলায়।
তোরা কে কে যাবি রে,
কে কে যাবি রে,
কে কে যাবি রে তোরা আয়।
মোরা সবাই যাব রে,
সবাই যাব রে,
সবাই যাব যেরে মেলায়।
সুন্দর ।।
অসাধারণ, প্রশংসার ভাষা খুঁজে পাচ্ছিনা।
তুলনামূলক কম শোনা যাওয়া এই গানটা শুনলে বারবার প্রেমে পড়বেন গানটির। ❤❤
Gaan ta oshadharon...
Opurbo composition
Genius!!!
অজান্তে কখন কেঁদে ফেলেছিলাম বুঝতে পারিনি
একদম ❤️❤️❤️
চাই না যা পাই চাই না, যা চাই পাই না
ভুল করেও তা চাই না
ভাঁড় ভেঙে রস খাই না
কেন মিছে মরো, ভাবা ছেড়ে দাও?
আরাম যখন হারাম তখন সয় না
মনে দখিন হাওয়া বয় না
দিব্যি আছো মজা লুটে নাও।
আমরা গাইবো শুধু গান
আমরা চাই না ভুয়ো মান
হতে চাই না শিরোনাম
আমরা গাইবো শুধু গান
থাকো ইচ্ছে হলে কিম্বা কেটে যাও।
অফিসে-বাজারে, পথে-ঘাটে যত সব চামচা
লেখে রোজ নামচা
আর চান্স পেলে দেয় খামচা
কেন মিছে মরো, ভাবা ছেড়ে দাও?
চুলোয় যাক সব ভদ্দরলোকের কৃষ্টি
আসুক তেড়ে বৃষ্টি
ফষ্টিনষ্টি ভাসিয়ে রসাতলে দাও।
আমরা গাইবো শুধু গান
আমরা চাই না ভুয়ো মান
হতে চাই না শিরোনাম
আমরা গাইবো শুধু গান
থাকো ইচ্ছে হলে কিম্বা কেটে যাও।
Khub bhore ghum bhenge gele 90 er dosok e gaan gulo chilo sojjya songi Walkman er head pH e..
যাস কোথা তুই
কিসের এত তাড়া
কেন নিস না কানে
বলছি একটু দাঁড়া..
osombhob sundor
অনবদ্য!
What a brilliant piece....
Uffff.. osadharon
খুব সুন্দর গান
2:56 goosebumps
ঝড়া নয়, ঝরা।
love this❣️❣️❣️
Super
পরিষ্কার ভাবনা।🌺
Wow!
আমি আছি। যেতে হবেই।
Is there a separate version of the last song, Tora ke ke Jaabi re?
না। ঐটা এই গানেরই অংশ। এটা গানের একটা আলাদা ধরণ। সুন্দর।
খাসা 🌻
By any chance,can I use this song to a youtube video? 🥺
আহা!
ei gan tar protyekta oddhyay aladabhabe onubhuto hoy..
Ki opurbo Katha, opurbo sangit srostar kalam o guitar thekey beriyechey. Bhaba jai na. Sotti bhaba jai na...
just chorom
kk
Chords??
Who is the lead female singer here?
Description