ইধিকা পাল - পর্ব ০১ ।। "দ্য আরজে কিবরিয়া শো" ।। Nexus television

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 1K

  • @md.sazzadhossain3573
    @md.sazzadhossain3573 ปีที่แล้ว +1084

    ইধিকা পাল খুবই সাবলীল এবং ন্যাচারাল। কোনো ন্যাকামো নেই কোনো বাড়াবাড়ি নেই। হাসিটাও সুন্দর। সেমলা বর্ণটা দারুণ লাগে।

    • @mstjesmin2507
      @mstjesmin2507 ปีที่แล้ว +6

      Hmm right 👍

    • @আগামীরপথে-ম৬চ
      @আগামীরপথে-ম৬চ ปีที่แล้ว +52

      নাটক সিনেমার নায়ক নায়িকার দুনিয়া ও আখেরাত কোনটাই ভালো হবে না এটাই আল্লাহর বিধান।

    • @khadijasanimation
      @khadijasanimation ปีที่แล้ว +3

      Right

    • @netcolink
      @netcolink ปีที่แล้ว +1

      ​@@আগামীরপথে-ম৬চআপনে এসব দেখেন কেন? জায়নামাজে সিজদায় পড়ে থাকলেই তো হয়।

    • @MUKTAGAZI-ew7gz
      @MUKTAGAZI-ew7gz ปีที่แล้ว

      ফালতু ভিডিও কিবরিয়া ভাই আপনাকে সম্মান করি কিন্তু ফালতু নায়িকা নিয়ে টকশো হায়রে ভাংঙা দেশ।কচু পাল কোথাকার কে ঈধিকা😅😅😅😅

  • @bayazidhowlader2802
    @bayazidhowlader2802 ปีที่แล้ว +171

    ইদিকা সত্যি মেধাবী তার কথা গুলো সত্যি গুছানো ও কথা গুলো সুস্পষ্ট

  • @mdapu2443
    @mdapu2443 ปีที่แล้ว +8

    খুবই চঞ্চল প্রকৃতির একজন নায়িকা। আমার খুব ভালো লাগলো ইধিকা পাল কে।

  • @sayedkhan224
    @sayedkhan224 ปีที่แล้ว +238

    ইধিকা পাল আসলে খুব ভালো মনের মানুষ কথাই বোজা যায়।।তার ভিতর কোন ন্যাকামো নাই।।

    • @farjanaprity2684
      @farjanaprity2684 ปีที่แล้ว

      এই জায়গা যদি নুসরাত ফারিয়া হইতো, ন্যাকামো, ঢং আর অহংকারে বাঁচতো না।

    • @dhorshoknabi5381
      @dhorshoknabi5381 ปีที่แล้ว +2

      বেগানা মাইয়া দেখা হারাম না?

    • @shawontaluqder1999
      @shawontaluqder1999 ปีที่แล้ว

      ​@@dhorshoknabi5381আপনি দেখলেন কেনো তাইলে?

    • @taskinahmedhridoy4611
      @taskinahmedhridoy4611 ปีที่แล้ว +1

      🚭🚭

  • @farzanamim9665
    @farzanamim9665 ปีที่แล้ว +50

    আমাদের দেশের নায়িকা দের মতো নেকামো করে কথা বলে না ভারতীয় হিরোইন রা। খুব সাবলীলতা বহন করে কথা বলে তিনি। চমৎকার।

  • @jakirhossine8626
    @jakirhossine8626 ปีที่แล้ว +38

    ❤ সত্যি ইধিকা পাল অনেক সুন্দর মনের মানুষ তার হাসি ভরা মুখ তার কথা গুলো ছিল সাবলীল ভাবে উপস্থাপন করেছেন বাংলা চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে অভিনয় করে অনেক জনপ্রিয় অর্জন করতে সক্ষম হয়েছে সাথে আরজে কিবরিয়া ভাই কে অসংখ্য ধন্যবাদ চমৎকার সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ধন্যবাদ জানাই মোঃ জাকির হোসেন সদস্য বাংলাদেশ চলচ্চিত্র পরিবেশক প্রতিনিধি সমিতি

  • @mdfarhadhossain6503
    @mdfarhadhossain6503 ปีที่แล้ว +147

    একজন নায়িকার শাড়ি কুচকে ভাজ পরে আছে কিন্তু তার কোন অস্বস্তি নেই। ❤❤❤❤ কি দারুণ ন্যাচারাল মাইন্ডের মানুষ 🖤🖤

  • @mstjesmin2507
    @mstjesmin2507 ปีที่แล้ว +102

    এত মার্জিত ও সাবলীল একজন নায়িকা, সত্যি মুগ্ধ করার মত ❤❤❤❤❤

  • @mdnasir-qp9wg
    @mdnasir-qp9wg ปีที่แล้ว +12

    আমার খুব ভালো লেগেছে ইধিকার অভিনয়, আমি কোনো দিন এই সব বিষয়ে কমেন্ট করিনি,শুধু ইধিকার জন্য এই কমেন্ট।

  • @nazrulazam1750
    @nazrulazam1750 ปีที่แล้ว +15

    কি ভাবে কথা বলতে হয় আমাদের নায়িকাদের শিক্ষা নেয়া উচিত। কোন জায়গায় তিনি কাউকে ছোট করেনি।Basically she act in negative roll but she manage her self in main character.❤

  • @Ayesha-qw6bk
    @Ayesha-qw6bk ปีที่แล้ว +32

    এই first কোন নায়িকাকে দেখলাম,এতো ইজি আর সাধারণ ভাবে কথা বলতে।।
    attitude কম।
    i love it😍

  • @mehedihasan-uq5sv
    @mehedihasan-uq5sv ปีที่แล้ว +297

    আমাদের দেশের নায়িকা হলে কতো নেকা করে কথা বলতো কিন্তু এনি আসলে এনি ভালো একটা মানুষ ❤

    • @shaan_Finland
      @shaan_Finland ปีที่แล้ว +8

      “ নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে; কহে, যাহা কিছু সুখ সকলি ওপারে। ”

    • @ঈশানাআরিয়ান
      @ঈশানাআরিয়ান ปีที่แล้ว

    • @bayofbengal1446
      @bayofbengal1446 ปีที่แล้ว +3

      ঠিক বলেছেন। আমিও এটাই বলতে চেয়েছিলাম।

    • @julhashuddin687
      @julhashuddin687 ปีที่แล้ว +9

      নিজের ঘরের পিঠা লাগেনা কখনোই মিঠা,
      অন্য বাড়ির পিঠা সে যে কতো মিঠা।

    • @AkheeAkter-k3r
      @AkheeAkter-k3r ปีที่แล้ว

      Anti Asher shakib Khan aou Biswas r bible tar marrying progressing Barra😭😅😅🤣🤣

  • @muktaislam68
    @muktaislam68 ปีที่แล้ว +134

    আমার মত এখানে কে কে আছো যারা প্রিয়তমা মুভি দেখনি✌️

  • @mdapu2443
    @mdapu2443 ปีที่แล้ว +74

    প্রিয়তমা মুভি বসুন্ধরা সিনেপ্লেক্সে দেখলাম। ইধিকা পাল মেমের ভুলভাল ইংরেজি সংলাপ ভালো লাগলো। শুভকামনা রইল সুপারস্টার শাকিব খানের সাথে আর-ও মুভি চাই এ-ই জুটির ❤

    • @md.hasiburrahman9456
      @md.hasiburrahman9456 ปีที่แล้ว

      বলিউডের আদিকালের লেইম হাসানোর টেকনিক.. বাংলাদেশের মানুষ এখনো ইনজয় করে😅

    • @mdapu2443
      @mdapu2443 ปีที่แล้ว

      ​@@md.hasiburrahman9456বুজলাম না

  • @afsaratamanna5215
    @afsaratamanna5215 ปีที่แล้ว +464

    মুভি দেখে মনে হয়নি সে আসলে অভিনয় করছেন☺️
    মনে হচ্ছিলো এই চরিত্রটা আসলে তারই
    সে পুরো ক্যারেক্টার টার মধ্যে ঢুকে গিয়েছে❤️
    অসাধারণ অভিনয় 🥰

    • @আগামীরপথে-ম৬চ
      @আগামীরপথে-ম৬চ ปีที่แล้ว +11

      মুসলিম হলে সুরা আল হাদীদের অর্থ খুব মনোযোগ সহকারে শুনুন।
      সেদিন যে সাফল্য লাভ করবে সেই হবে ভাগ্যবান।
      আর জাহান্নামে গিয়ে মানুষ প্রথমেই তার মৃত্যু কামনা করবে কিন্তু মৃত্যু আর হবে না।

    • @ahnafrahman197
      @ahnafrahman197 ปีที่แล้ว

      ৷৷ ৷ ৷ ৷ ৷ ৷৷ ৷৷৷৷৷৷৷৷৷৷ ৷৷৷৷৷৷৷৷

    • @dhorshoknabi5381
      @dhorshoknabi5381 ปีที่แล้ว

      ছাগলের দাঁড়ী! কিব্রিয়ার!

    • @aizakhanaiza1247
      @aizakhanaiza1247 ปีที่แล้ว +6

      অন্য কোনো নায়িকা নিলে এই চরিত্র ফুটে ওঠতো নাহ ইধিকা পাল কে সুন্দর মানিয়েছে এই সিনেমা তে। আর রানী মূর্খাজীর চেয়ে সুন্দর ইধিকা।

    • @milonkabir8864
      @milonkabir8864 ปีที่แล้ว

      @@আগামীরপথে-ম৬চ 0

  • @mushfiqurrahmanhanif2718
    @mushfiqurrahmanhanif2718 ปีที่แล้ว +60

    ইধিকা পালের রিমলি নাটকটা আমার খুবই ভাল লেগেছে। অসাধারণ পারফরম্যান্স।

    • @shakilasikder8211
      @shakilasikder8211 ปีที่แล้ว +4

      Amro onk valo lagche

    • @MdAbuHosen-if3ym
      @MdAbuHosen-if3ym 7 หลายเดือนก่อน +1

      রিমলি আমার খুব প্রিয়

    • @SultinaAkter
      @SultinaAkter 3 หลายเดือนก่อน

      Rimli my heart

  • @habibwahid6388
    @habibwahid6388 ปีที่แล้ว +46

    আমার এ আকাশ নিলে তুমি যে নীলিমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা❤️🥀🥀

  • @farhanayismen
    @farhanayismen ปีที่แล้ว +101

    একজন সনাতন ধর্মের মেয়ে সে কত সুন্দর শালীন পোশাক পড়ে স্টেজে এসেছে।আর আজ যদি আমাদের দেশের নায়িকারা হতো নিশ্চিতরূপে ফালতু অশালীন পোশাক পড়ে স্টাইল মেরে কথা বলত আর আসত। অসভ‍্য আমাদের দেশের নায়িকারাই।

    • @MdTamim-vo3tx
      @MdTamim-vo3tx ปีที่แล้ว +3

      Apu bissaser dresh ar to kothai nai falto apu

    • @md.jobayerhossain7059
      @md.jobayerhossain7059 ปีที่แล้ว +7

      একদম খাঁটি কথা বললেন, ঐদিন নুসরাত ফারিয়াকে আনছিলো বাজে পোশাক ছিলো 😢😢😢😢😢

    • @AyatMj
      @AyatMj ปีที่แล้ว +3

      বুবলি মনে হয় বোরকা পড়ে আসে

    • @AyatMj
      @AyatMj ปีที่แล้ว +2

      সব সময় শুধু অপু কে নিয়েই পড়ে থাকেন কেন

    • @humusha8198
      @humusha8198 ปีที่แล้ว

      ​@@MdTamim-vo3txবুবলি কি হজ করে হাজরানী হয়ে গেছে, সব জায়গায় বোরখা পরে যায়,

  • @irinpervin6245
    @irinpervin6245 ปีที่แล้ว +262

    কি মিষ্টি একটা মেয়ে সবসময় হেসে কথা বলে ❤❤❤

    • @আগামীরপথে-ম৬চ
      @আগামীরপথে-ম৬চ ปีที่แล้ว

      অশ্লীল তা বিস্তার করা মহাপাপ।

    • @dhorshoknabi5381
      @dhorshoknabi5381 ปีที่แล้ว +1

      গোনাহ হবে... এত দেখলে।

    • @arfinarif5936
      @arfinarif5936 ปีที่แล้ว +1

      হায়রে বোন হাসি বলে কতো কথা শুনি😢😢😢😢😢

    • @mdapu2443
      @mdapu2443 ปีที่แล้ว

      চঞ্চল নায়িকা ❤

  • @ismailgoni282
    @ismailgoni282 ปีที่แล้ว +43

    ইধিকার জন্য সবাই ফিল্মটা যারা দেখার তারা দেখচে যদি বুবলি হতো হয়ত কেউই দেখতো না।যাই হোক আমি একটা মেয়ে হয়ে ইধিকা কে খুব ভালো লাগে। তার কোনো অহংকার নাই❤❤

  • @fmbafia253
    @fmbafia253 ปีที่แล้ว +12

    সবচেয়ে ভালো লাগে কিবরিয়া ভাইয়ের সহজ সাবলীল প্রশ্নের ধরনের জন্য

  • @আবলতাবল420
    @আবলতাবল420 ปีที่แล้ว +14

    ইধিকা পাল সরল মানুষ . উনার কন্ঠ সুন্দর . খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে.লোকটা অসাধারণ . নায়িকা হওয়ার যোগ্যতা উনার আছে👍

  • @freelovebykurbanali8034
    @freelovebykurbanali8034 ปีที่แล้ว +5

    শুধুমাত্র আরজে কিবরিয়া ভাইয়ের জন্য পুরো ভিডিওটা দেখলাম ভালোবাসা অবিরাম ভাইয়া

  • @NasirKhan-ru9ck
    @NasirKhan-ru9ck ปีที่แล้ว +27

    ইধিকা পাল আনেক সুন্দর অভিনয় করেছেন অসাধারণ

  • @mdmahabubrahman8038
    @mdmahabubrahman8038 ปีที่แล้ว +6

    ইধিকা পালের রিমলি সিরিয়ালটি খুব সুন্দর ভালো লেগেছে।

  • @md.hasiburrahman1487
    @md.hasiburrahman1487 ปีที่แล้ว +22

    আমাদের বাংলাদেশের প্রিয়তমা, খান সাহেবের জন্য আপনাকে আমাদের প্রিয়তমা হিসেবে মেনে নিলাম ❤❤❤

  • @moinuddinboxmonna8399
    @moinuddinboxmonna8399 ปีที่แล้ว +40

    জুনিয়র রানী মোখার্জী ইধিকা পল রেগুলার বাংলাদেশের মুভিতে দেখতে চাই আমরা

  • @kobirakibhasan1939
    @kobirakibhasan1939 ปีที่แล้ว +66

    সেনা অডিটোরিয়াম হলে প্রিয়তমা সিনেমা দেখেছি।
    আমি সকাল ৮ টায় গিয়ে ১ ঘন্টা অপেক্ষা করে ৯ টায় ১ম টিকেট কেটে প্রথমে হলে প্রবেশ করেছি।
    (শাকিব খান + ইধিকা পাল) অসাধারণ!

  • @kazimonir1477
    @kazimonir1477 ปีที่แล้ว +6

    স্মার্ট একজন নায়িকা,,,, খুব ভালো লাগলো তার অভিনয়। সাকিবের সাথে আরো ভালো কিছু সিনেমা দেখতে চাই

  • @newboishakhaicomputer2320
    @newboishakhaicomputer2320 ปีที่แล้ว +38

    যার মন সুন্দর তার হাসি সুন্দর,যার মন সুন্দর তার সব সুন্দর,আশা করি তুমি তোমার সুন্দর আমাদের উপহার দেবে।

  • @NomanOfficial360
    @NomanOfficial360 ปีที่แล้ว +121

    ইধিকা কে সারাজীবনের জন্য বাংলাদেশের সিনেমায় চাই

    • @purepamperingasmr
      @purepamperingasmr ปีที่แล้ว

      চিরকাল এর জন্য ইধিকা কে চাই। কিন্তু তাকে তো আবার ধর্মান্তরিত না হতে হয়

  • @NirobTar-um8fy
    @NirobTar-um8fy ปีที่แล้ว +34

    ইধিকার আরবী উচ্চারণ অনেক সুন্দর। ইনশাআল্লাহ, বিসমিল্লাহ

  • @tusharimran3094
    @tusharimran3094 ปีที่แล้ว +28

    ইধিকা পাল সব সময় হাসিখুশি থাকে এজন‍্য দেখতে আরো ভালো লাগে।ভয়েসটাও মিষ্টি । প্রিয়তমার মতো আরো ভালো ছবি আশা করি।

  • @arafatsunnyaraf4202
    @arafatsunnyaraf4202 ปีที่แล้ว +9

    ইধিকা পাল
    ইতি চরিএে অভিনয় করে সবার মন জয় করে নিয়েছে।।
    প্রিয়তমা মুভিতে তার অভিনয় অসম্ভব ভালো ছিল।।
    মনেই হয়নি এটা তার প্রথম সিনেমা
    এতটাই সে চরিএের সাথে মিশে গিয়েছিল
    ইতি চরিএটা একদম শাবনূরের সিনেমার চরিএের মতো
    চঞ্চল,মিষ্টি একটা মেয়ে দুষ্টমি করে
    শেষে একদম সিরিয়াস প্রেমিকা

  • @sadiareaz5733
    @sadiareaz5733 ปีที่แล้ว +205

    ইধিকা পাল এর অভিনয় দেখে একটা জিনিস অবাক লেগেছে যে প্রথম মুভিতে অভিনয় করেছে।চমৎকার অভিনয় করেছে।

    • @nazmulso3836
      @nazmulso3836 ปีที่แล้ว +3

      Indian তে ভাত নাই , এখানে এসে ভাত খাচ্ছে , এরা অনেক খাইসটা ॥

    • @MdIqbal-sh7tp
      @MdIqbal-sh7tp ปีที่แล้ว +8

      সে সিরিয়াল থেকে মুভিতে এসেছে,, অভিনয়ে তার আগেই ধারণা ছিল!!

    • @user-te8ps1pd1rggghb
      @user-te8ps1pd1rggghb ปีที่แล้ว

      ​@@nazmulso3836আবাল চুদা

    • @mkdktkrk
      @mkdktkrk ปีที่แล้ว

      @@nazmulso3836Baje comment er kono dorkar chilona.

    • @israturmi9240
      @israturmi9240 ปีที่แล้ว +4

      ​@@nazmulso3836উনি নিজে থেকে আসে নি।মূর্খের মতো কথা বলেন কেন

  • @aktarmulla2269
    @aktarmulla2269 ปีที่แล้ว +12

    ইধিকাপাল খুব একটা ন্যাচারাল মেয়ে কথাবার্তা খুব স্বাভাবিক হাসিটা খুব সুন্দর

  • @fmbafia253
    @fmbafia253 ปีที่แล้ว +6

    রঞ্জা চরিত্রটা নেগেটিভ পজিটিভ রোমান্টিক সব ধরনের চরিত্র এত সুন্দর করে অভিনয় করেছেন যা অসাধারণ। ইধিকার অভিনয় ন্যাচারাল

  • @mohammadsadik8775
    @mohammadsadik8775 ปีที่แล้ว +104

    ইধিকা ছোট বাচ্চাদের মত হাসি খুশি থাকে, হিংসা নেই মনে

  • @عايشةعايشة-و3ث
    @عايشةعايشة-و3ث ปีที่แล้ว +6

    ইধিকা পালের রিমলী সিরিয়াল প্রথম থেকে আমি দেখেছি অসাধারণ ছিল

  • @SadmanAlli-o4z
    @SadmanAlli-o4z ปีที่แล้ว +36

    ইধিকা আসলে খুব মিস্টি একটা মেয়ে দারুন লাগে তার কথা গুলা

  • @tasrinfarjana653
    @tasrinfarjana653 ปีที่แล้ว +10

    ইধিকার রিমলি দেখেছি, পিলু দেখেছি। পিলুতে রঞ্জা চরিত্রে এত্ত অসাধারণ লেগেছিল।তখনই মনে হয়েছিল এ ত নায়িকা ম্যাটেরিয়াল।

  • @me.and.my.nephew
    @me.and.my.nephew ปีที่แล้ว +1

    Amar desher meye but honestly bolchi ami prothom Bangladeshi media thekei Idhika ke chinechi !
    I hope se khub valo valo kaaj koruk sekhane❤️ From India,West Bengal

  • @rubelhossain648
    @rubelhossain648 ปีที่แล้ว +27

    দিদির কথাবার্তা খুব ভালো লাগে, বাংলাদেশের প্রিয়তমা♥️

  • @mdnur-alom2945
    @mdnur-alom2945 10 หลายเดือนก่อน

    চোখের তাকানো কথা গুলো আর হাসিটা এত ভালো লাগে বলে প্রকাশ করার মত না একদিন পৃথিবীর সেরা নায়িকা হবেন।

  • @mdrafihasan958
    @mdrafihasan958 ปีที่แล้ว +59

    অভিনয় দিয়ে সবার মন জয় করে নিয়েছেন রিধিকা পাল আমার কাছে মনে হয় টলিউড ইন্ডাস্ট্রিতে আবার দ্বিতীয় রানী মুখার্জি পেয়েছেন নেক্সট সুপারস্টার হবে মেয়েটা দেখে নিও আমার কথা

    • @tanzeenazmery7472
      @tanzeenazmery7472 ปีที่แล้ว +1

      amar kache o rani er motoei lage

    • @1MinuteWithRakib
      @1MinuteWithRakib 4 หลายเดือนก่อน

      বানান ঠিক করে লেখ

  • @atikurrahman2390
    @atikurrahman2390 ปีที่แล้ว +1

    ইধিকা এত মিস্টি করে কথা বলে যে ওর কথা শুধু শুনতেই মন চায়। তার জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা।

  • @abulabul955
    @abulabul955 ปีที่แล้ว +7

    ঈধিকা পালের হাসিটা খুব মিষ্টি ,সাকিব খানের কথা শুনলেই গাল দুটো লাল হয়ে যায় ।

  • @sultanamina1378
    @sultanamina1378 ปีที่แล้ว +5

    আমার প্রিয় উপস্থাপক এবং প্রিয়তমা কে দেখে খুবই ভালো লাগছে খুব ভালো একটা মেয়ে দোয়া করি আরও অনেক ভালো কাজ উপহার দিবে

  • @ShohagSarwar369
    @ShohagSarwar369 ปีที่แล้ว +22

    ইধিকা পাল আসলেই জোস এন্ড স্মার্ট নায়িকা।

  • @mdapu2443
    @mdapu2443 ปีที่แล้ว +1

    অসাধারণ একটি গান।
    তুমি এই রোদের মতো
    আমি তোমায় মাখছি গো,
    তুমি এই মেঘের মতো
    বৃষ্টির আশায় থাকছি গো।
    ভাবি যেতে যেতে থেমে
    সেই দেখা শেষ দেখা না হোক,
    তোমার আমার প্রেমে
    আমি কি একাই স্মৃতির বাহক।
    তুমি সব ভালো আমার
    তুমি সব আলো আমার,
    অন্ধকার তো না,
    তবে কি বৃথা যাবে প্রেম প্রার্থনা।
    ঈশ্বর কি তোমার আমার
    মিলন লিখতে পারতোনা ?
    ঈশ্বর কি তোমার আমার
    মিলন লিখতে পারতোনা ?
    তোমার সেই সবুজ পাহাড়
    একটু কি রং হারাচ্ছে তা,
    মন খারাপের বিলাপ শোনো
    গাছ ফুল পাখি লতাপাতা।
    এই ধূসর প্রখর জমিনে
    আমি পথ হারা তোমা-বিনে,
    শুনতে কি পাও না আর্তনাদ?
    ঈশ্বর কি তোমার আমার
    মিলন লিখতে পারতো না ?
    ঈশ্বর কি তোমার আমার
    মিলন লিখতে পারতো না ?

  • @HELALUddin-rk8se
    @HELALUddin-rk8se ปีที่แล้ว +13

    ইধিকা কে ধন্যবাদ ভালো কাজের জন❤❤❤❤❤

  • @recipesandvlogsbyshamimaafrin
    @recipesandvlogsbyshamimaafrin ปีที่แล้ว +2

    বাহ! কত সুন্দর বিনয়ী সাবলীল কথাবার্তা ❤ উপস্থাপনা ও সুন্দর ❤

  • @shortscreator6382
    @shortscreator6382 ปีที่แล้ว +16

    ইধিকার ভয়েস টা আসলেই সুন্দর 🥰

  • @djalamin595
    @djalamin595 9 หลายเดือนก่อน +1

    আসলে সাধারণের মধ্যে অসাধারণ কিছু বেস্ট অব ইধিকা।

  • @NasrinAkter-h8r
    @NasrinAkter-h8r ปีที่แล้ว +18

    কথা বলে অনেক সুন্দর করে অনেক গুছিয়ে কথা বলে কথার আর্ট গুলো অনেক সুন্দর বাংলাদেশের কোনো নাইকাই এতো সুন্দর করে কথা বলতে পারে না, তার নাটক পিলু আমি শুরু থেকে শেষ পরযন্ত দেখেছি অনেক সুন্দর অভিনয় করেছিলো মল্লার এর সাথে

  • @kamrunnaherkuheli9792
    @kamrunnaherkuheli9792 ปีที่แล้ว +5

    প্রথম দেখি রিমলি তে আর তখন থেকেই অনেক ভালো লাগে
    সারাজীবন এমনি হাসি খুশি থেকো

  • @abdurrazzak7080
    @abdurrazzak7080 ปีที่แล้ว +20

    ইধিকাকে শুরু থেকেই চিনি এবং আমি তার সব কাজ দেখেছি।
    ইধিকা আমার খুবই প্রিয়🖤
    আমি ইধিকা জন্যই মুভি দেখেছি।
    অনেক ভালো লেগেছে।
    মুভিটা আমার মন ছুঁয়েছে।
    আমি মুভিটা দেখে অনেক কেঁদেছি😢
    ভালোবাসি ইধিকা🖤
    আমি তোমার অনেক বড় ভক্ত 🥀🌺

  • @BristiAkatr
    @BristiAkatr ปีที่แล้ว

    কিবরিয়া ভাই আপনার চেয়ারটা আজ প্রথম দেখলাম এতো দিন আপনার কন্ঠ শুনতাম রেডিওতে আসলে আপনি অনেক সুন্দর

  • @saifurrahman9466
    @saifurrahman9466 ปีที่แล้ว +8

    আমি প্রথম টেলিভিশনে সাকিব খানের একটি সম্মিলিত ভাবে নাইকার নাচ এবং তার চোখের ভাষা দেখেই তখন ব'লেছিলাম এই ছেলেটি চলচ্চিত্রে নাম কামাবে -----

  • @KashemAliShuvo-rc9vw
    @KashemAliShuvo-rc9vw ปีที่แล้ว +7

    আমার লাইফে এই নিয়ে 3 বার সিনেমাহলে গিয়েছি
    আমর প্রথম দেখা মুভি বস 2
    পরে দেখলাম শাহেনশা
    আর এখন দেখলাম
    প্রিয়তমা ❤
    এই তিন টা মুভির মধ্যে
    প্রিয়তমা মুভিটাই বেস্ট ছিলো ❤❤

  • @LOVEtulip72
    @LOVEtulip72 ปีที่แล้ว +79

    বলিউডের কাজলের চেয়েও মিস্টি দেখতে, কথা বলে সাব লিল, হাসিটা ঠিক নায়িকার মতো,,চমৎকার,,,আরও এগিয়ে যাবে সন্দেহ নাই,,,বাংলাদেশের প্রিয়তমা ইধিকা পাল❤❤

    • @Iqram___6851
      @Iqram___6851 ปีที่แล้ว

      Apnara Bangali ra aktu beshi boltechen oh oi level ar naika nah

    • @mahfuzazamanshova8086
      @mahfuzazamanshova8086 ปีที่แล้ว

      এতো বেশি বলেন,কাজলের মতো অভিনয় করতে তাকে বহুদূর স্টাডি করা লাগবে,তবে হ্যাঁ উনি সাবলীল কথা বলেন।

    • @mdabrarshahariyardhrubo6619
      @mdabrarshahariyardhrubo6619 ปีที่แล้ว

      Kajol er moto keu hote parbe na kiser sathe kiser tulona

    • @kothaislam2774
      @kothaislam2774 ปีที่แล้ว

      কোথায় কাজল আর কোথায় এই ১ দিনের নাইকা 😂😂😂😂🤣🤣🤣🤣

    • @jashimhusain5641
      @jashimhusain5641 ปีที่แล้ว +4

      ইধীকা - কাজলের চেয়ে ভালো অভিনয় করেছে, তিনি এ কথা লিখেনী।
      তিনি লিখছে কাজলের চেয়ে মিষ্টি, হাসিঁটাও সুন্দর। ইধিকা ভালো মেয়ে এটাই ইংকিত দিয়েছে।

  • @sabbirahmed1483
    @sabbirahmed1483 ปีที่แล้ว +7

    ইধিকা পাল আমার আপন মামাতো বোন। অসাধারণ একজন মানুষ আমরা ওকে নিয়ে গর্ব করি ❤❤

    • @syedtajulislam6871
      @syedtajulislam6871 ปีที่แล้ว +1

      আপনার নাম কি?

    • @MTara-q6t
      @MTara-q6t ปีที่แล้ว +1

      Onar bari India Kothai

  • @nazrulislam6798
    @nazrulislam6798 ปีที่แล้ว +3

    ..ধন্যবাদ ইধিকা পালকে বাংলাদেশের পিয়তমা নাইকা হউয়ার জন্য কুয়েত থেকে

  • @NayonShafeeTheTraveler
    @NayonShafeeTheTraveler ปีที่แล้ว +38

    এই এপিসোড টা কয়েকদিন আগে অনেকবার খুজছিলাম তাহার চোখের হাসি দেখার জন্য😊😊👍

    • @tapashpal4646
      @tapashpal4646 ปีที่แล้ว +1

      আজ প্রথম জানলাম কারো চোখ হাসতে পারে.....😅😅😅

    • @shahinpatoary9668
      @shahinpatoary9668 ปีที่แล้ว +1

      ​@@tapashpal4646😮😮

  • @sajibdas9249
    @sajibdas9249 ปีที่แล้ว +33

    খুব ভালো লাগছে ইদিকা পালকে❤❤❤ভালোবাসা অবিরাম ❤️❤️❤️❤️

  • @fayjulislam7194
    @fayjulislam7194 8 หลายเดือนก่อน

    ব্যারিষ্টার রুমিন ফারহানা আপুর কথা বার্তা আমার অনেক ভাললাগে।আমি ওনার সব বক্তিতা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি।এভাবে এগিয়ে যান ভাল থাকবেন আপু।

  • @mejanrahman9218
    @mejanrahman9218 ปีที่แล้ว

    অসাধারণ অভিনেত্রী ইধিকা পাল। তার, কন্ঠ, হাসি, কিউট চেহারা ও মানুষটাকে ও কিউট লাগছে আমার। বাংলাদেশ থেকে বলছি

  • @imanulislam1785
    @imanulislam1785 ปีที่แล้ว +5

    একেবারে সরল ভাষায় কথা বলেন অসাধারণ একজন নায়িকা ইধিকা পাল সত্যিই আপনি সারা বাংলাদেশের প্রিয়তমা হয়ে গেছেন।

  • @mithilalabonno1362
    @mithilalabonno1362 ปีที่แล้ว +60

    ইধিকারে কি যে ভালো লাগে, বলে বুঝানো যাবে না।❤️

  • @mdjibon8430
    @mdjibon8430 ปีที่แล้ว +36

    ইধিকাকে কেন যেন আমার খুব ভালো লাগে। ❤❤

  • @story360pro4
    @story360pro4 ปีที่แล้ว

    আমি বাংলাদেশ থেকে বলতে চাই আপনি খুবই সুন্দর সত্যিই খুবই ‌ প্রতিভাবান অভিনেত্রী এবং আপনার দাঁতগুলো খুব সুন্দর।🇧🇩🇮🇳❤️

  • @nazmussakib2589
    @nazmussakib2589 ปีที่แล้ว +3

    কিবরিয়া ভাই এই অনুষ্ঠান আপনার জন্য নয়।। আপনাকে মানুষ ভালো কাজের মধ্যে চিনেছে।। আমার পরামর্শ থাকবে আপনি বাকি জীবন ভালো কাজের সাথে থাকবেন

  • @jakirkhan6451
    @jakirkhan6451 ปีที่แล้ว +1

    মাসআল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আপনার শুভকামনা রহিল আপনাকে অনেক ভালো বাসি আপনার ভয়েসটা অনেক সুন্দর লাগে মাসআল্লাহ ভেরী নাইছ ❤❤❤❤

  • @mdtawaf6416
    @mdtawaf6416 ปีที่แล้ว +38

    ইধিকা পল,,পিলু নাটকে রনজা চরিত্র টা দারুণ হয়েছে ❤❤

    • @bisshogk
      @bisshogk ปีที่แล้ว

      রিমলি ও করছে

    • @mofizulislamnewton8450
      @mofizulislamnewton8450 ปีที่แล้ว

      hoo

    • @mdapu2443
      @mdapu2443 ปีที่แล้ว

      সব চরিত্র ডাউন হয়ে গেলো প্রিয়তমা মুভির কাছে

  • @MOmar-fr3uy
    @MOmar-fr3uy ปีที่แล้ว +3

    প্রিয় আর জে কিবরিয়া ভাই এবং প্রিয়তমা কে খুবই ভালো লাগলো।

  • @nurnabimia8887
    @nurnabimia8887 ปีที่แล้ว +4

    কিবরিয়া ভাইয়ের কন্ঠ খোব ভালো লাগে💜💚💛

  • @mujaharislam154
    @mujaharislam154 ปีที่แล้ว +1

    ইধিকা পাল খুব মিষ্টি মেয়ে, বাংলার চলচ্চিত্রে একটা নতুন বার্তা দিবে আগামী তে এটাই প্রত্যাশা করি।

  • @Buddhir_Jhuli
    @Buddhir_Jhuli ปีที่แล้ว +25

    শাকিব মানেই সেরা.. নতুন কিছু

  • @minatipaul3076
    @minatipaul3076 10 หลายเดือนก่อน

    From India,West Bengal,Idhika is a Indian girl,all Indian know to love and like all person from all corner.Idhika, God bless you.😊

  • @afrina28
    @afrina28 ปีที่แล้ว +139

    ইধিকা পাল ছাড়া অন্য কেউ এখানে অভিনয় করলে সিনেমাটা এত জনপ্রিয় হতো না

  • @rupmini_kotha1051
    @rupmini_kotha1051 ปีที่แล้ว +25

    এখানে তিনি অনেক ভালো অভিনয় করেছেন একদম সাবলীল,, বাংলাদেশের নায়কা ইধিকার পায়ে সমান হওয়ার যোগ্যতা রাখে না,,,নেকামি ছাড়া বর্তমান বাংলাদেশ এর নায়কারা কিছু পারে না,,,

    • @milandesi0281
      @milandesi0281 ปีที่แล้ว +2

      Indian arokom hoy

    • @AlaminKhan-dd8hn
      @AlaminKhan-dd8hn ปีที่แล้ว

      Apni ki opar Bangla nah ki😮

    • @AlaminKhan-dd8hn
      @AlaminKhan-dd8hn ปีที่แล้ว

      Ki bola hatar pach agguol TU AK nah koy jonka diya sobaeka just korban nah.okk

    • @Omarg511
      @Omarg511 ปีที่แล้ว +1

      আপনি কোন দেশের ভাই একটু জানাবেন

  • @masummiafg3520
    @masummiafg3520 ปีที่แล้ว +20

    সন্দুর ভাবে উপস্থাপন করা জন্য ধন্যবাদ ❤❤

    • @1MinuteWithRakib
      @1MinuteWithRakib 4 หลายเดือนก่อน

      সন্দুর আবার কি?

  • @mdapu2443
    @mdapu2443 ปีที่แล้ว +1

    একজন নম্র,ভদ্র একটা নায়িকা। বাংলাদেশের নায়িকাদের অনেক কিছুর শিখার আছে ❤

  • @anjanshil8923
    @anjanshil8923 ปีที่แล้ว +4

    ইধিকা খুব সুন্দর করে গুচিয়ে কতা বলে।খুব ভালো

  • @rajumirza5331
    @rajumirza5331 ปีที่แล้ว +1

    অসাধারণ সুন্দর প্রিয়তমা🥰🥰

  • @NomanOfficial360
    @NomanOfficial360 ปีที่แล้ว +4

    একদমই শাবনুর এর মতো ইধিকা। খুবই ভালো লাগে। তবে সিনেমাজগৎ এ শাবনুর কে খুবই মিস করছে কোটি ভক্ত রা। কোটি ভক্ত রা এখনো তাকিয়ে আছে শাবনুর মুভিতে ফিরবে বলে।

  • @riazwan7004
    @riazwan7004 9 หลายเดือนก่อน +1

    আমাদের দেশের নায়িকারা হলে একটু ইংলিশ বাংলিশ মিলিয়ে খিচুড়ি ভাষায় কথা বলতো। কিন্তুু ইদিকাপাল খুবই সাবলীল কথাবার্তা একদমই ন্যাচারাল হাসিটাও অসাধারণ!!

  • @Tanha560
    @Tanha560 ปีที่แล้ว +55

    ইধিকা পাল ভালো একজন মানুষ।

    • @আগামীরপথে-ম৬চ
      @আগামীরপথে-ম৬চ ปีที่แล้ว

      অশ্লীল তা বিস্তার করা মহাপাপ।
      যারা এসব লোকদের সমর্থন করে তাদেরও কঠিন শাস্তি ভোগ করতে হবে।

    • @spofficialpage
      @spofficialpage ปีที่แล้ว

      Sapota ❤🎉subscriptions please 💞 🙏

  • @khadizaakter2886
    @khadizaakter2886 ปีที่แล้ว

    ইধিকা পাল পিলু নাটকে খুবই সুন্দর অভিনয় ছিল মল্লার আর রনজার অভিনয় আমার অনেক ভাল লাগত

  • @Saddamhossain-yi5bc
    @Saddamhossain-yi5bc ปีที่แล้ว +2

    ধন্যবাদ কিবরিয়া সাহেব একজন সম্মানী ব্যক্তিকে সম্মান দিতে জানেন একটা ইন্ডাস্ট্রি এত বছর একজন মানুষ টেনে নিয়ে যাচ্ছে আজকাল কেউ এটা স্বীকার করতে চায় না আপনি সত্য বলতে জানেন এবং সত্য বলেন সেজন্য আপনাকে আবারো ধন্যবাদ

  • @crazyboy6235
    @crazyboy6235 ปีที่แล้ว +2

    এর আগে ইধিকা পল অভিনয় করছেন কি না জানি না তবে আমার মনে হয় করেনি,কিন্তু তার অভিনয় দেখে মনে হয়েছে অভিনয় করেনি,কিন্তু তার অভিনয় গুলো অনেক সুন্দর হয়েছে,অভিনয়ের মধ্যে পুরো ডুকে গিয়েছে,ভাব নাই, ন্যাকামি নেই এভাবে চলতে পারলে উপরে উঠতে সময় লাগবেনা, all the best Cary on

  • @syedobaidulbashirsajan8176
    @syedobaidulbashirsajan8176 ปีที่แล้ว +14

    Idhika = Priyotoma ❤️ Priyotoma = Idhika ❤ both are made for each other 👍👍👍no one else 😎

  • @selpirani6808
    @selpirani6808 ปีที่แล้ว

    আমি তো শাকিব এর ছবি তেমন একটা দেখি না। তবে এবার দেখব ইধিকা পালের জন্য। আমার প্রিয় একটা নায়িকা।পিলুতে খুব সুন্দর একটা অভিনয় করেছে

  • @aeyshashiddiqua9280
    @aeyshashiddiqua9280 ปีที่แล้ว +39

    রন্জা হিসেবে পিলু সিরিয়ালে ইধিকা কে নেগেটিভ চরিত্রে দেখেছি। ওর ভয়েস কোয়ালিটি খুবই ভালো। আর তার সাথে হাসি হাসি মুখটা পজেটিভ দিক। ❤

  • @shihabmcj6881
    @shihabmcj6881 ปีที่แล้ว

    আমি শাকিবের যৌথ প্রযোজনা মুভিগুলো দেখেছি তারপর প্রিয়তমা অনেক দিন পর দেখে মনে হয় হয়েছে মুভিতে নতুনত্ব পেয়েছি,, বাংলার গতানুগতিক ধারা ভেঙে নতুনত্বের ধারা শুরু করেছে এই মুভি দিয়ে।

  • @mdjilaneahmed1890
    @mdjilaneahmed1890 ปีที่แล้ว +14

    খুবি দারুন আর মিষ্টি দেখতে, সাকিবের সাথে দারুন জুটি , মানিয়ে ছে ❤❤❤ সাকিবের সাথে আরে ছবি করলে দারুন জনপ্রিয়তা পাবে❤

  • @sumonsarkar4571
    @sumonsarkar4571 ปีที่แล้ว +2

    Baglar priotoma..❤️❤️♥️🔥🥰💝🖐️

  • @salequemohammad9056
    @salequemohammad9056 ปีที่แล้ว +8

    ইধিকা সুন্দর মনের মানুষ, এটা তাঁর কথা শুনে বুঝা যায়।

  • @mdsahariarbappy6783
    @mdsahariarbappy6783 ปีที่แล้ว +1

    ওর কন্ঠ টা অপুর সাথে মিল আছে

  • @AyatMj
    @AyatMj ปีที่แล้ว +87

    প্রিয়তমা মুভি তে বুবলি কে না নিয়ে একদম ঠিক করেছে। ইধিকার অভিনয় অনেক সুন্দর❤❤❤❤