চাতক পাখি | Pied Cuckoo Bird | Jacobin Cuckoo | Chatak Pakshi | Documentary

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • চাতক পাখি | Pied Cuckoo Bird | Jacobin Cuckoo | Chatak Pakshi | Documentary | Clamator jacobinus
    / @wildindiamit
    PLEASE SUBSCRIBE👉 ‪@wildindiamit‬🙏
    OUR SECOND CHANNEL👉 ‪@banglavlog‬ ​
    বাংলার পাখি PLAYLIST :-
    • Playlist
    BIRDWATCHING DOCUMENTARY PLAYLIST :-
    • BIRDWATCHING DOCUMENTARY
    এদের বাংলা নামঃ চাতক পাখি, ইংরেজি নামঃ পায়েড কুক্কু (Pied cucko)| বৈজ্ঞানিক নামঃ ক্লামেটর জাকোবিনাস (Clamator jacobinus)। গোত্রের নামঃ কুকুলিদি ।
    এ পাখি লম্বায় ৩৩-৩৫ সেন্টিমিটার। বর্ণ সাদা-কালো। ঝুঁটি, ঘাড়, পিঠ ও ডানা কালো। ডানার পাশটায় সামান্য সাদা ছোপ। গলা, বুক, পেট, লেজের নিচটা কালো। লেজের প্রান্ত সাদাটে। চক্ষু, পা কালো। স্ত্রী-পুরুষ দেখতে একই রকম। চেহারায় রাগী ভাব। তবে অত হিংস্র নয়। গ্রামাঞ্চলের মানুষ এদেরকে বড় বুলবুল পাখি বলে ভুল করে। এরা গাছের উঁচু ডালে অবস্থান করে। মাঝেমধ্যে মাটিতে নেমে আসে। মাটিতে হাঁটে লাফিয়ে লাফিয়ে। সমানতালে পা চালিয়ে হাঁটতে পারে না।
    গানের গলা এদের বড়ই মধুর। ‘পিউ, পি-পি-পিউ’ সুরে ডাকে। জাদু করা সেই সুর বিলিয়ে এরা স্থান করে নিয়েছে মানুষের মনে, বাংলা সাহিত্যে ও গানে। এ দেশের খুব কম মানুষই আছেন, যারা এ পাখির নাম শোনেননি। তবে পাখিটি দেখেননি এ ধরনের মানুষের সংখ্যা তার চেয়েও অধিক।
    বেশ সুন্দর পাখি। সাদা-কালো চেহারা। অন্য সব বর্ণের উপস্থিতি নেই। চাতক পাখি নিয়ে চমৎকার একটি মিথও আছে। সেটি হচ্ছে,’মুমূর্ষু মা কিশোর ছেলের কাছে জলপান করতে চাইলেন। ছেলে মায়ের আকুতি ভুলে খেলায় মেতে রইল। ইতিমধ্যে মা পরপারে চলে গেছেন। ছেলে পড়েছে অনুশোচনায়। জল জল করে চেঁচিয়ে পাড়াময় ঘুরতে লাগল। এমনকি মাকে জল পৌঁছে দিতে ওপারে যেতে চাইল। অনেক দূরের পথ পাড়ি দিতে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করল পাখি বানিয়ে দিতে। সৃষ্টিকর্তা ওর আবেদনটা মঞ্জুর করলেন। হয়ে গেল সে পাখি। লোকের বিশ্বাস, ওই কিশোর আজও উড়ে উড়ে স্রষ্টার কাছে জল প্রার্থনা করছে।
    প্রধান খাবারঃ ঘাসফড়িং, শুয়োপোকা, পিঁপড়া, লতাগুল্মের কচিপাতা। প্রজনন সময় জুন থেকে আগস্ট। কোকিলের মতো পরের বাসায় ডিম পাড়ে। নিজেরা বাসা বাঁধতে জানে না। ডিমের সংখ্যা ১-২টি। ডিম ফুটতে সময় লাগে ১৮-২০ দিন।
    Welcome To Wild India TH-cam Channel.
    SUBSCRIBE, Like, Follow & Share Our Channel with your Family & Friends 🙏.
    একমাত্র চ্যানেল যেখানে সম্পূর্ণ তথ্য সমেত পশু পাখির নাম বাংলায় প্রকাশ করা হয় |
    চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করুন |
    #wildindia #cuckoo #cuckoosong #cuckoobird #birdsinindia #wildindiabestmoments #lostinthewildernesswithus #birdwatching #birds #indianbirds #birdsvideo #nature #documentary #wildlifechannel #birding #pakhirdak #birdsound #পাখি #pakhi #পাখিরডাক #birdphotography
    Common Search Terms:-
    চাতক পাখির ডাক রিংটোন | Chatak Pakhir Dak Ringtone | Pied Cuckoo Bird Call | Jacobin Cuckoo Birds Sound Effect | chatak pakhi song | cuckoo birds singing

ความคิดเห็น • 4

  • @Anirbanray1983
    @Anirbanray1983 หลายเดือนก่อน +1

    অসাধারণ প্রেজেন্টেশন 👌👌

  • @prithwijitbiswas5464
    @prithwijitbiswas5464 หลายเดือนก่อน +1

    খুব ভালো লাগলো।

    • @wildindiamit
      @wildindiamit  หลายเดือนก่อน

      ধন্যবাদ।😊🙏