অসাধারন উপস্থাপনা। অপূর্ব স্মৃতিচারণ এই মহান শিল্পীকে নিয়ে এবং তার সঙ্গে অপূর্ব গান। রবিন মজুমদার অভিনয় জগতে একজন নক্ষত্র ছিলেন সেই যুগে। ওঁর গান কোনদিনও বিস্মৃত বা পুরান হবে না। আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে তোমার মঙ্গল কামনা করছি। ভালো থেক মা।
সুন্দর প্রতিবেদন ও অসাধারণ গানটি গাওয়ার জন্য রইলো অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। শ্রদ্ধেয় রবীন মজুমদারের কয়েকটি গান মাঝে মধ্যেই গুন্ গুন্ করি। আমরা বাঙালিরা আত্মবিস্মৃত জাতি। আজকের প্রজন্ম ঐ গুনী নায়ক/গায়ককে ভুলেই গেছে। যেমন ভাবে ভুলে গেছে জগন্ময় মিত্র, সুধীর লাল চক্রবর্তী,সত্য চৌধুরী,গৌরীকেদার ভট্টাচার্য, গিরিন চক্রবর্তী প্রমুখ শিল্পীদের। আমার বা আমাদের মতো কয়েক জন বহন করে চলেছি ৪/৫ দশকের সোনালী স্মৃতি। পরিবারের সকলের মঙ্গল কামনা করি।
বড় ভাল লাগলো। অন্য অনেকের মত আমার বাবা এই মহীরুহ শিল্পীর খুব ভক্ত ছিলেন। বাবা ঘুরতে ফিরতে ওনার গানের কলিগুলো আপন মনে ভাঁজতেন। ওগো কবি দাদুর নাতনি তোমার পরিবেশনা বড়ো ভাল লাগল
অসাধারন গায়ক হিসাবে জানি আর নায়ক ত ছিলেনই। তাঁর প্রতিটি গানই সুন্দর। বিশেষত এই কিগো শেষ দান,কমল দাশগুপ্তর শুরে অসাধারণ পরে ফিরোজা বেগম অত্যন্ত আবেগ প্রবন গান ।
আমি খুব ছোটবেলায় কবি সিনেমা টি দেখেছিলাম মায়ের সাথে হলে গিয়ে,,সত্যি বলতে খুব একটা কিছুই বুঝিনি সেই বয়সে,কিন্ত বাবা-মা অত্যন্ত গুনমুগ্ধ ছিলেন রবীন মজুমদারের। তাই ওনার কথা খুব আলোচনা শুনেছি। জেনে ভাল লাগল তুমি এমন একজন গুণী ব্যক্তির নাতনী। খুব ভাল লাগল তোমার গলাতে ওনার গাওয়া গান। ❤❤❤❤
আমিও বয়সে প্রবীন হয়েছি। আমার বাবা, ছুটির দিনে, তোমার দাদুর গাওয়া - -" এই কিগো শেষ গান ....... গানটি খুব উদ্দাত্ত কণ্ঠে গাইতেন। আমরা ভাই বোনেরা মনোযোগ দিয়ে শুনতাম। খুব ভালো লাগল, এই প্রতিবেদনটি।
খুবই দুরন্ত হল গানটা। তুমি রবীন মজুমদারের নাতনী শুনেও দারুণ লাগলো। কালকেই মা ওনার গল্প শোনাচ্ছিলেন। আমিও অনেক দেখেছি। Don’t let your talent go waste. বাংলায় তোমার মত অনেক talent দরকার। Best wishes
আমি মুগ্ধ হয়ে শুনে গেলাম। তোমার মায়ের মত আমি। আমার শ্বশুর বাড়িতে এখনও ওনার অনেক রেকর্ড আছে কিন্তু মাধ্যম যন্ত্র নষ্ট হয়ে গিয়েছে। দেশে পড়েছিলাম যে উত্তমকুমার ওনার মত ব্যাক ব্রাশ চুলের স্টাইল করেছিলেন প্রথম দিকে। তুমি ভাগ্যবতী - সমৃদ্ধ এমন একজন মহান মানুষের নাতনী। সশ্রদ্ধ প্রনাম জানাই 🙏 অনেককে শেয়ার করবো
আপনার উপস্থাপনা অত্যন্ত আকর্ষণীয় হয়েছে। কারণ ব্যক্তিগত ভাবে আমি রবীন মজুমদারের ভক্ত। বিশেষ করে "আমার আঁধার ঘরের প্রদীপ" আমি আজও আমার বেসুরো গলায় আশপাশের মানুষকে বিরক্ত না করে গুনগুন করে থাকি। আমার মনে হলো এই উপস্থাপনার জন্য আপনাকে সশ্রদ্ধ ধন্যবাদ জানাই। যেহেতু আমি কোনো অচেনা প্রাপ্ত বয়স্ক মানুষকে "আপনি" ছাড়া "তুমি" বলতে পারি না, আর যেহেতু আপনি শব্দ টা এখনও বাংলাভাষায় বেআইনি হয়ে যায় নি, তাই ব্যবহার করলাম। অনুগ্রহ করে এত মহান মানুষের নাতনী হিসেবে কিছু মনে করবেন না। ভাল থাকবেন। আপনার উন্নতি কামনা করি।
Soumitra used to call him the second Saigal in Bengali songs. I listen to his songs frequently - almost everyday. "Bhalobeshe ei bujhechi" , "Nirobe jato katha", "Malakhani chai na tabo", "Tumi eshechile", "Ei ki go sesh dan", "Sedin Jakhan Pratham Bristi Elo" and many more. May his soul rest in peace.
Robin majumder er jamon gola tamon avinay.aber tomar dida to amader ati valobasar dida Gouri Ghosh r dadu partha Ghosh. Tumi Khubi vagyabati.onader anek pronam
বাহ, আজ তোমার এই নতুন তথ্য বা পরিচয় জেনে দারুণ লাগল😊👍, রবীন মজুমদারের মতো একজন stalwart এর নাতনি'র থেকেই তো এমন সুন্দর কথা ও গান expected❤️🌹, excellent লাগল তোমার আজকের প্রতিবেদন 👌👌, আর হ্যাঁ, "এই কি গো শেষ দান" আমার অন্যতম প্রিয় গান, নিজেও গেয়ে থাকি 🙏🙏, ভাল থেকো🙌🙌🍫🍫
আমি এসেছি আমি এসেছি, এসেছি বধু হে, নিয়ে যতো হাসি রূপ গান, আমারও যা কিছু আছে এনেছি তোমার কাছে তোমারে করিব সব দান।,,,,,,,রবীন মজুমদারের নিজের গাওয়া বিখ্যাত গান, সম্ভবত বালিকা বধু সিনেমায়। ঠিক কিনা বলবে। দারুন উপভোগ্য, মনমুগ্ধকর অনবদ্য গান।
ai guni manush guli ar kono din o perform korbe na bhabte i parina, sotti ki sundar sei din guli chilo, ajke manush guli neyi, ar prithibi tao kemon jeno bodle geche, thank you Madam, apnar ai sundor uposthaponar jonne
অসাধারণ একটা পর্ব। প্রনাম তোমার কবি দাদুকে🙏 তোমার ভিডিও গুলো নিয়মিত দেখি। তোমার পরিশীলিত শব্দ চয়ন এবং উপস্থাপনা দেখে মুগ্ধ হয়ে শুনতে থাকি। খুব ভালো থেকো সুখে থেকো। আর একটা অনুরোধ, তোমার মায়ের নাম এবং বাবার নামটাও জানিও। জানি না আমি মিস করে গেছি কিনা। আজকে খুব আশা করেছিলাম যে তোমার মায়ের নামটা নিশ্চয়ই জানতে পারবো❤❤
সবাইকে আমার প্রণাম ও ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য ও মন্তব্যের জন্য। অনেকেই দেখেছেন যা দেখে সত্যিই আমি ধন্য বোধ করছি। 🙏🏼🙏🏼☺️☺️🌸🌸
আপনার মুখের সঙ্গে আপনার কবি দাদুর অদ্ভুত মিল আছে।
অনবদ্য উপস্থাপন । শিল্পী রবিন মজুমদারের গানের রেকর্ড আমাদের বাড়িতে আছে । আমার মায়ের প্রিয় নায়ক ছিলেন তিনি । বিনম্র শ্রদ্ধাঞ্জলি শিল্পীকে।
অসাধারন উপস্থাপনা। অপূর্ব স্মৃতিচারণ এই মহান শিল্পীকে নিয়ে এবং তার সঙ্গে অপূর্ব গান। রবিন মজুমদার অভিনয় জগতে একজন নক্ষত্র ছিলেন সেই যুগে। ওঁর গান কোনদিনও বিস্মৃত বা পুরান হবে না। আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে তোমার মঙ্গল কামনা করছি। ভালো থেক মা।
সুন্দর প্রতিবেদন ও অসাধারণ গানটি গাওয়ার জন্য রইলো অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। শ্রদ্ধেয় রবীন মজুমদারের কয়েকটি গান মাঝে মধ্যেই গুন্ গুন্ করি। আমরা বাঙালিরা আত্মবিস্মৃত জাতি। আজকের প্রজন্ম ঐ গুনী নায়ক/গায়ককে ভুলেই গেছে। যেমন ভাবে ভুলে গেছে জগন্ময় মিত্র, সুধীর লাল চক্রবর্তী,সত্য চৌধুরী,গৌরীকেদার ভট্টাচার্য, গিরিন চক্রবর্তী প্রমুখ শিল্পীদের। আমার বা আমাদের মতো কয়েক জন বহন করে চলেছি ৪/৫ দশকের সোনালী স্মৃতি।
পরিবারের সকলের মঙ্গল কামনা করি।
আপনার শ্রদ্ধার্ঘ্য শুনে চোখ ভিজে গেল। ওপারে ভালো থাকবেন আপনার কবি দাদু।
আমার কাছে রবীন্দ্রনাথ মজুমদারের গানের ক্যাসেট এখনো আছে। অসাধারণ গায়ক ছিলেন।
বড় ভাল লাগলো। অন্য অনেকের মত আমার বাবা এই মহীরুহ শিল্পীর খুব ভক্ত ছিলেন। বাবা ঘুরতে ফিরতে ওনার গানের কলিগুলো আপন মনে ভাঁজতেন।
ওগো কবি দাদুর নাতনি তোমার পরিবেশনা বড়ো ভাল লাগল
চলে রাতের রজনীগন্ধা গান টি আমার দারুন ভালো লাগে
আমার বয়স ৮০বছর।। বহু গান শুনেছি ছোটবেলা থেকে। সিনেমা ও দেখেছি। বিস্বরূপাতে থিয়েটার দেখেছি। গানটি তোমার গলায় শুনে চোখে জল এসে গেল। ভালো থাকবে।
bhalo theko ma. khub sundor
অন্যতম প্রিয় গায়ক, বেশ কিছু রেকর্ড সংগ্রহে আছে।
অসাধারন গায়ক হিসাবে জানি আর নায়ক ত ছিলেনই। তাঁর প্রতিটি গানই সুন্দর। বিশেষত এই কিগো শেষ দান,কমল দাশগুপ্তর শুরে অসাধারণ পরে ফিরোজা বেগম অত্যন্ত আবেগ প্রবন গান ।
আমি খুব ছোটবেলায় কবি সিনেমা টি দেখেছিলাম মায়ের সাথে হলে গিয়ে,,সত্যি বলতে খুব একটা কিছুই বুঝিনি সেই বয়সে,কিন্ত বাবা-মা অত্যন্ত গুনমুগ্ধ ছিলেন রবীন মজুমদারের। তাই ওনার কথা খুব আলোচনা শুনেছি। জেনে ভাল লাগল তুমি এমন একজন গুণী ব্যক্তির নাতনী। খুব ভাল লাগল তোমার গলাতে ওনার গাওয়া গান। ❤❤❤❤
ধন্য হলাম এমন একজন মানুষের স্মৃতি স্মৃতিচারণ শুনে। আপনার কন্ঠ গায়কী খুব সুন্দর লাগলো।
তোমার শ্রদ্ধাঞ্জলি, তোমার আন্তরিক কথা বড় মন ছুঁয়ে গেল, সেঁউতি।
মন ছুঁয়ে যাওয়া অসাধারন প্রতিবেদন।
Bhalo laglo
Bhalo theko
আমিও বয়সে প্রবীন হয়েছি। আমার বাবা, ছুটির দিনে, তোমার দাদুর গাওয়া - -" এই কিগো শেষ গান ....... গানটি খুব উদ্দাত্ত কণ্ঠে গাইতেন। আমরা ভাই বোনেরা মনোযোগ দিয়ে শুনতাম। খুব ভালো লাগল, এই প্রতিবেদনটি।
খুবই দুরন্ত হল গানটা। তুমি রবীন মজুমদারের নাতনী শুনেও দারুণ লাগলো। কালকেই মা ওনার গল্প শোনাচ্ছিলেন। আমিও অনেক দেখেছি। Don’t let your talent go waste. বাংলায় তোমার মত অনেক talent দরকার। Best wishes
আমার ভীষন ভালো লাগছে তোমার মুখে
রবিন মজুমদারের কথায়
তোমার মাধ্যমে তার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন রোইল
🙏🙏🙏
কিংবদন্তী নায়ক গায়ক শিল্পী রবীন মজুমদারের জীবনের এই নানা দিক সম্পর্কে জানতে পেরে সম্বৃদ্ধ হলাম।
Amar baba onar akjan Bhakta,amio onar Gan sune thaki.apni khub sundar vabe kotha bolen.🙏♥️♥️♥️🙏
আমি মুগ্ধ হয়ে শুনে গেলাম। তোমার মায়ের মত আমি। আমার শ্বশুর বাড়িতে এখনও ওনার অনেক রেকর্ড আছে কিন্তু মাধ্যম যন্ত্র নষ্ট হয়ে গিয়েছে। দেশে পড়েছিলাম যে উত্তমকুমার ওনার মত ব্যাক ব্রাশ চুলের স্টাইল করেছিলেন প্রথম দিকে। তুমি ভাগ্যবতী - সমৃদ্ধ এমন একজন মহান মানুষের নাতনী।
সশ্রদ্ধ প্রনাম জানাই 🙏
অনেককে শেয়ার করবো
অপূর্ব একটি উপস্থাপনা। তোমার কবি দাদুর জন্য রইল অনেক অনেক প্রণাম। গান গাওয়াও খুব সুন্দর হয়েছে।
Tumi ki Bariteo eto humble?
Tomar misti Humbleness aamake abhibhuto koreche.
Bhalo legeche, kaajta jari rekho.
Asadharon. Aro video dekhat adhai roilam.
অসাধারণ একটি ভিডিও, আজকে তোমার গান খুব সুন্দর হয়েছে, পরিশেষে তোমার কবি দাদুকে জানাই প্রনাম।
জীবন এত ছোট কেনে।খুব ভালো লাগলো ভিডিও।
আপনার উপস্থাপনা অত্যন্ত আকর্ষণীয় হয়েছে। কারণ ব্যক্তিগত ভাবে আমি রবীন মজুমদারের ভক্ত। বিশেষ করে "আমার আঁধার ঘরের প্রদীপ" আমি আজও আমার বেসুরো গলায় আশপাশের মানুষকে বিরক্ত না করে গুনগুন করে থাকি। আমার মনে হলো এই উপস্থাপনার জন্য আপনাকে সশ্রদ্ধ ধন্যবাদ জানাই। যেহেতু আমি কোনো অচেনা প্রাপ্ত বয়স্ক মানুষকে "আপনি" ছাড়া "তুমি" বলতে পারি না, আর যেহেতু আপনি শব্দ টা এখনও বাংলাভাষায় বেআইনি হয়ে যায় নি, তাই ব্যবহার করলাম। অনুগ্রহ করে এত মহান মানুষের নাতনী হিসেবে কিছু মনে করবেন না। ভাল থাকবেন। আপনার উন্নতি কামনা করি।
আঃ হা বড় সুন্দর গানটি।
Uni Sundar Sundar gaan geye gechen , 4-er dasoke,ajo suni.
Soumitra used to call him the second Saigal in Bengali songs. I listen to his songs frequently - almost everyday. "Bhalobeshe ei bujhechi" , "Nirobe jato katha", "Malakhani chai na tabo", "Tumi eshechile", "Ei ki go sesh dan", "Sedin Jakhan Pratham Bristi Elo" and many more. May his soul rest in peace.
Robin majumder er jamon gola tamon avinay.aber tomar dida to amader ati valobasar dida Gouri Ghosh r dadu partha Ghosh. Tumi Khubi vagyabati.onader anek pronam
বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসি খানি সঙ্গে কে কে যাবি আয়।এই গান টি খুবই জনপ্রিয় ছিল।
Robin muzumder is great singer.
Khub bhalo laglo 👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏
বাহ, আজ তোমার এই নতুন তথ্য বা পরিচয় জেনে দারুণ লাগল😊👍, রবীন মজুমদারের মতো একজন stalwart এর নাতনি'র থেকেই তো এমন সুন্দর কথা ও গান expected❤️🌹, excellent লাগল তোমার আজকের প্রতিবেদন 👌👌, আর হ্যাঁ, "এই কি গো শেষ দান" আমার অন্যতম প্রিয় গান, নিজেও গেয়ে থাকি 🙏🙏, ভাল থেকো🙌🙌🍫🍫
শ্রদ্ধাঞ্জলি মন ছুঁয়ে গেল।সেই সঙ্গে তোকেও সাধুবাদ জানাই।
ভালো লাগলো এমন একটি ভিডিও উপহার দেয়ার জন্য। ধন্যবাদ আপনাকে।...ভালো থাকবেন....
খুব ভাল লাগল। তাঁর কথা আমরা সত্যিই জানি না। তুমি এই উপস্থাপনায় তা সুন্দর করে জানালে।
Khub bhalo laglo tomar information gulo jene, r tomar gano opurbo laglo, Dadur jogyo natni tumi❤❤
অসাধারণ লাগলো। মুগ্ধ হয়ে শুনলাম। খুব ভালো।
খুব ভালো লাগলো । তোমার কবি দাদুকে বিনম্র শ্রদ্ধা জানাই । আর তোমার কাছ থেকে গান উপহার পেলাম । ❤❤❤❤
তোমায় খুব সুন্দর লাগছে ❤
রবীন মজুমদার ছিলেন একজন সেই সময়ের গায়ক ও নায়ক ।ভাল লাগল।
সত্যি খুবই ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ।
অসাধারন।
তুমি রবীন মজুমদারের নাতনী জেনে খুব ভালো লাগলো। গান গাওয়া ভালো হয়েছে।
খুব ভালো উপসথাপনা
Priyo gayok o nayok
কবি কে জানাই সশ্রদ্ধ প্রণাম 👃🌷👃🌷👃
অসাধারন লাগল 🙏 আমার সশ্রদ্ধ প্রণাম
Khub bhalo laglo 😊😊 r tomar ei shraddhanjoli mugdho kore dilo 🥰🤗
সত্যিই খুব ভালো হয়েছে
Khub bhallaglo.amar ma onar gaan khub pachhondo korten.apurbo.
আমি এসেছি আমি এসেছি, এসেছি বধু হে, নিয়ে যতো হাসি রূপ গান, আমারও যা কিছু আছে এনেছি তোমার কাছে তোমারে করিব সব দান।,,,,,,,রবীন মজুমদারের নিজের গাওয়া বিখ্যাত গান, সম্ভবত বালিকা বধু সিনেমায়। ঠিক কিনা বলবে। দারুন উপভোগ্য, মনমুগ্ধকর অনবদ্য গান।
বালিকা বধূ ছায়াছবিতে কবি দাদু'র গান নেই 🙏🏼
@@SeontiStories আচ্ছা,, জানলাম,, ধন্যবাদ।
আহা অসাধারণ তোমার গলা । শিল্পী সত্তা তো তোমার রক্তে আছে 😊 বাহ খুব ভালো লাগলো তোমার দাদু সম্পর্কে শুনে। হীরক রাজার দেশে দেখেছি কিন্তু এটা জেনে তো ভীষন ভীষন ভালো লাগলো 😊
☺️☺️🥰🥰❤️❤️
Khub bhalo laglo ❤❤❤👍👍👍👍
Asadharon.khub valo laglo.
দারুণ শ্রদ্ধাঞ্জলি
রবীন মজুমদার ছিলেন উত্তমকুমারের আইডল। ওঁকে অনুকরণ করেই উত্তমকুমার ইন্ডাস্ট্রিতে এসেছিলেন। 'কঠিন মায়া', 'চুপি চুপি আসে' ছবিগুলোয় ওনার অভিনয় মন কাড়ে।
Khub valo laglo.....r Israel a bosey Robin Majumdar nia ojana discussion khub valo laglo....🙏....r ajj tomke o khub sundor lagche....😊
অসাধারণ উপস্থাপনা।
Dekha holo kon logone chilo kina chand dekhi nai gogone thank you
Sotti bolchi, vison valo lagche
চমৎকার উপস্থাপনা।
খুব ভালো লাগলো।
Tumi Sree Robin Majumder er natni....jene khub bhalo laglo.
Onar cinema onek dekhechhi. Asadharon sundor manush uni.
Onake pronam janai.
খুব ভালো লাগলো | অনেককিছু জানতে পারলাম
খুব ভালো লাগল।
Khub valo laglo
Jatadur mone hai,Aarati Mukherjee aponer Kobi dadur asirbad dhannya sisya
ai guni manush guli ar kono din o perform korbe na bhabte i parina, sotti ki sundar sei din guli chilo, ajke manush guli neyi, ar prithibi tao kemon jeno bodle geche, thank you Madam, apnar ai sundor uposthaponar jonne
খুব ভাল লাগল
আমি রবীন মজুমদারের একজন বড়ো ভক্ত।
Bikkkhata Nayak,gayak. Rabin Majumder.....kimbadanti shilpi......ek samay Dinajpur ( bartaman Bangladesh) school e porten.Asadharon pratibedan.....
Nayak hisabe o uni khub sundar cheherar manus chhilam.
Khoob bhalo laglo❤
অসাধারণ লাগল 😊
অনেক ভালোলাগল 💖💖💖
অসাধারণ একটা পর্ব। প্রনাম তোমার কবি দাদুকে🙏 তোমার ভিডিও গুলো নিয়মিত দেখি। তোমার পরিশীলিত শব্দ চয়ন এবং উপস্থাপনা দেখে মুগ্ধ হয়ে শুনতে থাকি। খুব ভালো থেকো সুখে থেকো। আর একটা অনুরোধ, তোমার মায়ের নাম এবং বাবার নামটাও জানিও। জানি না আমি মিস করে গেছি কিনা। আজকে খুব আশা করেছিলাম যে তোমার মায়ের নামটা নিশ্চয়ই জানতে পারবো❤❤
তোমার সঙ্গে আমিও চোখের জলে তাঁকে স্মরণ করলাম। সুরো লোক থেকে অনেক আশীর্বাদ আদর তোমার ওপর ঝরে পড়ুক।
🙏🙏🙏 অনেক কিছু জানতে পারলাম, বড় মানুষের প্রতি আমার অনেক কৌতূহল থাকে, তুমি যেমন গর্বিত, আমিও,
ভালো থেকো
শ্রদ্ধেয় রবীন মজুমদার মহাশয়কে প্রণাম।।
বা:! চমৎকার ❤❤
Great presentation
দারুন
মায়ের কাছ থেকে কবি দাদুর অনেক গল্প শুনেছিলাম।
Ma tumi bolleoo valo
🙏🙏🙏❤️❤️❤️
🙏🙏🙏 kobi dadu k Amar pronam. Ekta golpo bolar lov samlate parlamna. Morning walker buro burider picnic e angsho grahan korar sujog peyechhilam, tokhon ami just retired korechhi. Pathe jete jete buro burider buser madhye antaksari khela cholchhe. Dui buror madhye competition jome uthechhe. Ekjon Satinather bhakta arekjon Rabin Majumdarer. Sei buser madhye sahadhamini janalen or kanthe Rabin Majumdarer gaan sunei ami or preme porechhilam ebong poroborti kale biyey korechhilam. Katodin kar katha.
রবীন মজুমদার নি:সন্দেহে একজন প্রতিভাবান মানুষ। উনাকে শত কোটি প্রনাম।
ডিয়ার নাতনি ম্যাডাম শ্রদ্ধেয় রবিন মজুমদারকে অগণিত মানুষ চেনেন। এমন দাদুর আরও গান আমাদের মাঝে মাঝে শোনাতে তো পারো 🤗
Cheshta korbo nishchoi 😊🙏🏼🌸
কবি সিনেমাতে একটা গানহলো "কালো যদি মন্দ তবে কেশপাকিলে কাঁদো কেনে " এই গানটার সুরকার অনিল বাগচী মহাশয় উনিও আমার সম্পর্কে দাদু।
Program ta bhalo laglo .by any chance oi samoy er namkara cameraman INDU ADHIKARI ki apner didar kau hoto .
না 😊
আহা কি নিবিড় গভীর শ্রদ্ধার্ঘ !
❤
ফিরে দেখার জন্য অশেষ ধন্যবাদ। এই সময়ে যেটা বিরল অভিজ্ঞতা।
আমার বাবা রবীন মজুমদারের একনিষ্ঠ ভক্ত ছিলেন