দেউলটি -প্রথম পর্ব / DEULTI (PART-1),
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- দেউলটি প্রথম পর্ব / DEULTI PART-1, #deulti #rupnarayanriver #picnicspot
দেউলটি দ্বিতীয় পর্ব link • দেউলটি -দ্বিতীয় পর্ব /...
দেউলটি:- সারা সপ্তাহ কাজের চাপ, টার্গেটের টেনশন থেকে মুক্তি দিতে একটা ছোট ট্রিপের জুড়ি নেই। শহরের আশপাশেই এমন কিছু সুন্দর জায়গা ছড়িয়ে রয়েছে যেখানে কোনও ঝামেলা ছাড়াই পৌঁছে একদিন সুন্দর সময় কাটানো যায়। এমনই জায়গা হচ্ছে দেউলটি। পর্যটনকেন্দ্র হিসেবে তালিকার উপরের দিকে নাম না থাকলেও প্রতিদিনের একঘেয়েমি জীবনযাত্রা থেকে মুক্তি আর নিরিবিলিতে সুন্দর সময় কাটানোর জন্য এর জুড়ি নেই। শুধু তাই নয়, দেউলটির সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলার কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ইতিহাসও।সপ্তাহান্তের ছুটিতে বা একদিনের জন্য কয়েক ঘণ্টা নিরিবিলিতে কাটাতে মনোরম জায়গা খুঁজতে গেলে হাওড়া জেলার দেউলটির জুড়ি নেই। দেউলটি সামতাবেড় গ্রামেই আছে অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। রূপনারায়ণ নদীর তীরে অমর কথাশিল্পীর এই বাড়ি দেখতে দূর দূরান্ত থেকে পর্যটকরা ছুটে আসে এখানে।স্থানীয় সূত্রে খবর ১৯২৩ সালে দেউলটির গোবিন্দপুরে দিদি অনিদা দেবীর বাড়িতে বেড়াতে এসে জায়গাটি পছন্দ হয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। আর এর পরেই তিনি সামতাবেড় গ্রামে জমি কিনে বসতবাড়ি নির্মাণ করেন কথাশিল্পী। এই বাড়িতেই জীবনের শেষ ১২ টা বছর কাটিয়েছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই বাড়িকে বসেই একাধিক কালজয়ী উপন্যাস তিনি লিখেছিলেন।
কিভাবে আসবেন:- দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়্গপুর ডিভিশনে দেউলটি স্টেশন থেকে নেমে ১৬ নং জাতীয় সড়ক পার হয়ে টোটো ধরে পৌঁছে যাওয়া যাবে ৩ কিলোমিটার দূরে সামতাবেড় গ্রামের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। আবার বাসে বা নিজস্ব গাড়িতে করে কলকাতা থেকে মাত্র ৬৩ কিলোমিটার পথ পাড়ি দিলেই পৌঁছে যাওয়া যাবে দেউলটি।দেউলটি স্টেশন হাওড়া জংশন থেকে প্রায় ৫০ কিমি দূরে এবং লোকাল ট্রেনে প্রায় ১ ঘন্টা ৩০ মিনিট সময় লাগে। আপনি যে কোনও মেদিনীপুর, খড়গপুর, মেচেদা বা পাশকুড়া লোকাল ট্রেনে করে দেউলটি স্টেশনে নামতে পারেন।কলকাতা থেকে NH 6 হয়ে দেউলটি যাওয়ার কিছু বাস পাওয়া যায়। আপনি কলেজ স্কোয়ার বা এসপ্ল্যানেড থেকেও বাসে চড়ে প্রায় দুই ঘন্টার মধ্যে পৌঁছাতে পারেন এই স্থানে।কলকাতা থেকে গাড়ি নিয়ে দেউলটিতে যেতে পারেন। কলকাতা এবং দেউলটির মধ্যে দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার, এবং গাড়ি করে ভ্রমণের সময় লাগে ১ ঘন্টা ৩৩ মিনিট।বিদ্যাসাগর সেতু হয়ে কলকাতা থেকে বেরিয়ে আসলেই পাবেন NH 16। সেইখান থেকে বাগনানের দিকে ড্রাইভ করুন। প্রায় এক ঘণ্টা পর দেউলটি ক্রসিং-এ পৌঁছে যাবেন। সেখান থেকে বাম দিকে নিন। দেউলটি ক্রসিং থেকে অল্প দূরে অবস্থিত দেউলটি গ্রাম।
কি দেখবেন:- একদিনের ছুটিতে এখানে এলে শরৎ বাবুর বাড়ি ছাড়াও তার ব্যবহৃত বিভিন্ন জিনিস দেখতে পারবেন। এছাড়া এই বাড়ি সংলগ্ন শান্ত নিরিবিলি পরিবেশ, বিভিন্ন পাখির আওয়াজ মনকে ভরিয়ে দেবে। পাশাপাশি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে বয়ে যাচ্ছে রূপনারায়ণ নদী । সেই নদীর পাড়েও ঘুরে আসতে পারেন। বিশেষ করে বিকালে সূর্যাস্তের সময় আপনার মনকে অন্য জায়গায় পৌঁছে দেবে। ইতিমধ্যে এই জায়গাটিকে পর্যটকদের কাছে আরও আকর্ষণ করে তোলার জন্য একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
1)মুকুন্দপ্রসাদ রায়চৌধুরীর জমিদার দ্বারা নির্মিত আটটি ছাদের সংযুক্ত মন্দির বা “আটচালা মন্দির”।
2)দেউলটির সমৃদ্ধ সংস্কৃতি এবং ঐতিহ্য জানুন।
3)কিংবদন্তি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে বিস্তারিত জানুন।
4)ধান ক্ষেত বরাবর হাঁটুন এবং গ্রামের সৌন্দর্য উপভোগ করুন।
5)“শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কুঠি”।
মধ্যানের ভোজন : - আপনি যদি পিকনিক করতে যান তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি কেবল ভ্রমণের জন্য যান তাহলে আপনাকে লাঞ্চের জন্য খাবার দাবার নিয়া আস্তে হবে নাহলে স্টেশনের পশে যে বাজার রয়েছে সেখানে লাঞ্চের জন্য যেতে হবে কারণ রেস্টুরেন্ট বা খাবার হোটেল সেখানে রয়েছে। দেউলটির রূপনারায়ণের পাশে চাএর দোকান ছাড়া খাবার হোটেল পাওয়া যায়না ,অন্তত আমি কোনো খাবার হোটেল দেখিনি । জল শুকনো খাবার সঙ্গে অবশ্যই রাখুন। এটা মূলত পিকনিক স্পট।
কোথায় পিকনিক করবেন:- রূপনারায়ণ নদীর তীরে, অনেক মনোরম পিকনিক স্পট রয়েছে যেখানে পর্যটকরা কিছু আনন্দের মুহূর্ত কাটাতে পছন্দ করে।এই নদীর ধারে বসে একটি শান্তি উপভোগ করার সময় বুঝতেই পারবেন না কখন সময় আপন স্রোতে বয়ে চলেছে। নদীর ধারে পিকনিক বেশ মজাদার হয়। আর মধ্যাহ্ন ভোজনে পাতে গরম ভাত আর ইলিশ মাছের যুগলবন্দীর কোনো তুলনা হয়না।বড়দিন এবং নববর্ষের সময়, পিকনিক স্পটগুলিতে অনেক পর্যটক ভিড় করে। পিকনিক পার্টিদের জন্য সুলভ শৌচালয় এর বন্দোবস্তাও রয়েছে এখানে।
পিকনিকস্পট গুলির একাধিক ফোন নম্বর-
1) টুম্পাকেবিন- 9832851125
2) দীপডেকোরেটার- 9734535052
3) এস এস কেবিন- 9734931350 / 8346931410
4) পিকনিকপ্লেস- 9933748825
5) পিকনিক- 9733828066 / 7430960395 / 7003195532
(পিকনিক স্পট গুলোতে পিকনিক করার জন্য ফোননাম্বার গুলোতে অন্ততপক্ষে ১০ থেকে ১৫ দিন আগে যোগাযোগ করে বুক করতে হবে,পুরো কন্ট্রাক্ট নেওয়ার ব্যাবস্থা রয়েছে।)
দেউলটি দ্বিতীয় পর্ব link • দেউলটি -দ্বিতীয় পর্ব /...
GOOGLE MAP LINK-
Deulti- (West Bengal 711303)- maps.app.goo.g...
Sarat Chandra Chattopadhyay Kuthi- (Samtaber, Panitras, Deulti, West Bengal 711303)- maps.app.goo.g...
#deulti
#howrah
#onedaytrip
#picnic
2010 college tour er katha mone koriye dilen.... next part er jnno wait korchi...👍