@@nusratfattah1000 Bangladesh er kono jatir pita ache.....ek Jon Muslim kokhonoi ETA bolte parbe na. Onar netritte desh shadhin hoyechilo tai bole Oni bangali jatir pita Hoi ki kore?
খানকির পোলা আজ পর্যন্ত আয়না ঘরটাই দেখাতে পারলিনা। শেখ হাসিনার পদত্যাগ পত্র দেখাতে পারলিনা। ছাব্বিশ লক্ষ হিন্দুদের চাকরিস্থল দেখাতে পারলিনা। দোয়া কর শেখ হাসিনা দেশে আসুক। বিচার কার হয় কীভাবে হয় দেখিস।
th-cam.com/video/cq4qqNtjfiY/w-d-xo.html Eisob boi gulo gayeb kore diye amader jor purbok mittha porano hoyese. Humanyon Ahmed boi teo aktu paben asol ghotona gulo. R full family kharap
apnara valo manus hoile evabe bolten na shekh hasina ja korce tar sathe tar baba ma vai vabi tader pet er bachader kono dos cilo na tara onnay vabe mara gece
মেয়েটার বাপ ছিলো আরেক স্বৈরাচার খুনি। সংসদ ভবনে স্পিকার কাজী সাহেদ কে চেয়ার দিয়ে পিটিয়ে হত্যা করেছে। সিরাজ সিকদার কে খুন করে সংসদে দম্ভক্তি, কোথায় তোমাদের সিরাজ সিকদার !রক্ষি বাহিনী দিয়ে মানুষকে তুলে নিয়ে যেতো। হত্যা করতো গুম করতো। সমস্ত দল নিষিদ্ধ করেছিলো। নিজের ভাইগ্না ও সমর্থকদের ৩/৪ টা সংবাদ পেপার রেখে সব নিষিদ্ধ করে। ৭৪ সালে দেশে দুর্ভিক্ষ হয় মানুষ আর কুকুর ডাস্টবিন থেকে যখন খাবার কুড়িয়ে খাচ্ছে তখন শেখ মুজিব তার ছেলে কামালের বিয়ে দিচ্ছে ১৫০ ভরি সোনা গহনা দিয়ে। অথচ ভয়াবহ দুর্ভিক্ষে হাজার হাজার মানুষ না খেয়ে মরছে। কোনো সুন্দরী মেয়ে পছন্দ হলে তুলে নিয়ে যেতো হাসিনার চরিত্রবান ভাইয়েরা। অপশাসনের সব কথা তুলে ধরলে লেখা শেষ হবেনা।
নিজের ভাষাতে আন্দোলন করতে পারলেন এইটার জন্য আপনে কি স্বাধীননতার ডাক দিছিলেন???আমি সাধারন স্টুডেন্ট আমি চাইনা এমন হক।। আপনাদের জন্য স্বাধীনতা কলংকিত হবে
@@pritysheikh2422 মৃত্যুর পর সব আমলনামা বন্ধ হয়ে যায় শুধুমাত্র তিনটি থাকে ১ সদকায়ে জারিয়া ২ সুসন্তান যারা মা বাবার জন্য দোয়া করে ৩ উপকারী জ্ঞান যা মানুষকে দিয়ে যায়
তরে কোন মোল্লায় কইছে এই কথা? দেখ আল্লাহ কি বলছে Al-Baqarah ২:২৮৬ لَا يُكَلِّفُ ٱللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَاۚ لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا ٱكْتَسَبَتْۗ رَبَّنَا لَا تُؤَاخِذْنَآ إِن نَّسِينَآ أَوْ أَخْطَأْنَاۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَآ إِصْرًا كَمَا حَمَلْتَهُۥ عَلَى ٱلَّذِينَ مِن قَبْلِنَاۚ رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِۦۖ وَٱعْفُ عَنَّا وَٱغْفِرْ لَنَا وَٱرْحَمْنَآۚ أَنتَ مَوْلَىٰنَا فَٱنصُرْنَا عَلَى ٱلْقَوْمِ ٱلْكَٰفِرِينَ English - Sahih International Allāh does not charge a soul except [with that within] its capacity. It will have [the consequence of] what [good] it has gained, and it will bear [the consequence of] what [evil] it has earned. "Our Lord, do not impose blame upon us if we have forgotten or erred. Our Lord, and lay not upon us a burden like that which You laid upon those before us. Our Lord, and burden us not with that which we have no ability to bear. And pardon us; and forgive us; and have mercy upon us. You are our protector, so give us victory over the disbelieving people."[1] Bangla - Mujibur Rahman কোন ব্যক্তিকেই আল্লাহ তার সাধ্যের অতিরিক্ত কর্তব্য পালনে বাধ্য করেননা; সে যা উপার্জন করেছে তা তারই জন্য এবং যা সে অর্জন করেছে তা তারই উপর বর্তাবে। হে আমাদের রাব্ব! আমরা যদি ভুলে যাই অথবা ভুল করি সেজন্য আমাদেরকে অপরাধী করবেননা। হে আমাদের রাব্ব! আমাদের পূর্ববর্তীগণের উপর যেরূপ গুরুভার অর্পণ করেছিলেন আমাদের উপর তদ্রুপ ভার অর্পণ করবেননা। হে আমাদের রাব্ব! যা আমাদের শক্তির বাইরে ঐরূপ ভার বহনে আমাদেরকে বাধ্য করবেননা, এবং আমাদের পাপ মোচন করুন ও আমাদেরকে ক্ষমা করুন, আমাদেরকে দয়া করুন, আপনিই আমাদের আশ্রয়দাতা! অতএব কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে জয়যুক্ত করুন। Bangla - Bayaan Foundation আল্লাহ কোন ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। সে যা অর্জন করে তা তার জন্যই এবং সে যা কামাই করে তা তার উপরই বর্তাবে। হে আমাদের রব! আমরা যদি ভুলে যাই, অথবা ভুল করি তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। হে আমাদের রব, আমাদের উপর বোঝা চাপিয়ে দেবেন না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর চাপিয়ে দিয়েছেন। হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না, যার সামর্থ্য আমাদের নেই। আর আপনি আমাদেরকে মার্জনা করুন এবং আমাদেরকে ক্ষমা করুন, আর আমাদের উপর দয়া করুন। আপনি আমাদের অভিভাবক। অতএব আপনি কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন। Al-Mumtahanah ৬০:৩ لَن تَنفَعَكُمْ أَرْحَامُكُمْ وَلَآ أَوْلَٰدُكُمْۚ يَوْمَ ٱلْقِيَٰمَةِ يَفْصِلُ بَيْنَكُمْۚ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ English - Sahih International Never will your relatives or your children benefit you; the Day of Resurrection He will judge between you. And Allāh, of what you do, is Seeing. Bangla - Mujibur Rahman তোমাদের অত্মীয়-স্বজন ও সন্তান-সন্ততি কিয়ামাত দিবসে কোন কাজে আসবেনা। আল্লাহ তোমাদের মধ্যে ফাইসালা করে দিবেন; তোমরা যা কর তিনি তা দেখেন। Bangla - Bayaan Foundation কিয়ামত দিবসে তোমাদের আত্নীয়তা ও সন্তান-সন্ততি তোমাদের কোন উপকার করতে পারবে না। তিনি তোমাদের মাঝে ফায়সালা করে দেবেন। তোমরা যা কর আল্লাহ তার সম্যক দ্রষ্টা। আর ও আছে খোজে পড়ে নিস‼️‼️
যারা আওয়ামী লীগের জন্য কষ্ট পাচ্ছে তাদের বলবো- তুই কুকুর তুই সুবিধাভোগী আওয়ামী লীগের । লুইচ্চা শেখ মুজিবর তোর বাব লাগে আর জণগনের শত্রু লাগে, এই মুজিব কুকুর জনগণের দূর্ভীক্ষের সময় নিজের ছেলের বউকে স্বর্ন দিয়ে ভরে দিয়েছিলো।।।।
ভন্ড বন্ধু জাতির পিতা না, এই জারজ মুজিব শুধু আওয়ামী লীগের পিতা। এই ভন্ডরে যারা বলবে জাতির পিতা তবে বুঝে নিবেন তাদের মা-কে খুনি ও জারজ মুজিবের কাছে ভাড়া দিত।
এ শালার পো শালা রা মিথ্যা গুজব ছড়াইস কেন, তোর সংসদ ভবনে গন কবর, কোন একটা ভালো চ্যানেলে দেখাইছে। ফেসবুকে ইউটিউবে ভিডিও করে গুজব ছড়াইছে তাই বলে বেড়াচ্ছিস।
যে যাই বলুক না কেন অবশ্যই বর্তমান প্রজন্মের কেউ একজন শেখ মুজিব এত সহজেই হতে পারবে না তাদের মধ্যে সে যোগ্যতা নেই যতই তারা সমন্বয়ক আরো অন্য যারা আছে তারা হোক না কেন। আমি নিরপেক্ষভাবেই কথা বলতে পছন্দ করি নিরপেক্ষভাবেই বললাম।
যারা আওয়ামী লীগের জন্য কষ্ট পাচ্ছে তাদের বলবো- তুই কুকুর, তুই সুবিধাভোগী আওয়ামী লীগের । লুইচ্চা শেখ মুজিবর তোর বাব লাগে আর জণগনের শত্রু লাগে, এই মুজিব কুকুর জনগণের দূর্ভীক্ষের সময় নিজের ছেলের বউকে স্বর্ন দিয়ে ভরে দিয়েছিলো। পতিতালয়ে তার চশমা পাওয়া গিয়েছিলো, তার ছেলে মেজর ডালিমের বউকে অপহরন এবং ধর্ষণ করার ঘটনার বিচার না করে এটাকে স্বাভাবিক বলেছিলো । মূলত শেখ মুজিবর ছিলো ইন্ডিয়ান প্রথম দালাল আর আমাদের ধ্বংসকারী । "আমার ফাসি চাই" বইটা পড়ুন তাহলে এই কুকুরদের চিনতে পারবেন:
যারা আওয়ামী লীগের জন্য কষ্ট পাচ্ছে তাদের বলবো- তুই কুকুর, তুই সুবিধাভোগী আওয়ামী লীগের । লুইচ্চা শেখ মুজিবর তোর বাব লাগে আর জণগনের শত্রু লাগে, এই মুজিব কুকুর জনগণের দূর্ভীক্ষের সময় নিজের ছেলের বউকে স্বর্ন দিয়ে ভরে দিয়েছিলো। পতিতালয়ে তার চশমা পাওয়া গিয়েছিলো, তার ছেলে মেজর ডালিমের বউকে অপহরন এবং ধর্ষণ করার ঘটনার বিচার না করে এটাকে স্বাভাবিক বলেছিলো । মূলত শেখ মুজিবর ছিলো ইন্ডিয়ান প্রথম দালাল আর আমাদের ধ্বংসকারী । "আমার ফাসি চাই" বইটা পড়ুন তাহলে এই কুকুরদের চিনতে পারবেন--
একটা দেশের স্থপতির বাড়ি পুড়িয়ে দেয়া হলে ৫ বছর পর ওদের শা*উয়া ভেঙে দেবে সেটা মাথায় রেখে এসব করা উচিত । যার নেতৃত্বে একটা পরাধিন দেশ স্বাধীন হল তার স্মৃতি পুড়িয়ে দেয়াটা মুনাফিকের কাজ হল ।
খুব ভালো হয়েছে, এগুলোর যন্ত্রনায় আজ 15 বছর ইচ্ছার বিরুদ্ধে মানুষ কে দিয়ে ভুয়া ইতিহাস গিলিয়েছে, এখন আর মানুষ ভুয়া ইতিহাস গিলবেনা😂 সত্যিকারের ইতিহাস জানার সুযোগ এসেছে ,এখন সেটাই জানতে চাই আমরা। এসব নিয়ে হসিনা অনেক কেদেছে, জনগনকে বিভ্রান্ত করেছে, আর নয়।
যারা আওয়ামী লীগের জন্য কষ্ট পাচ্ছে তাদের বলবো- তুই কুকুর, তুই সুবিধাভোগী আওয়ামী লীগের । লুইচ্চা শেখ মুজিবর তোর বাব লাগে আর জণগনের শত্রু লাগে, এই মুজিব কুকুর জনগণের দূর্ভীক্ষের সময় নিজের ছেলের বউকে স্বর্ন দিয়ে ভরে দিয়েছিলো। পতিতালয়ে তার চশমা পাওয়া গিয়েছিলো, তার ছেলে মেজর ডালিমের বউকে অপহরন এবং ধর্ষণ করার ঘটনার বিচার না করে এটাকে স্বাভাবিক বলেছিলো । মূলত শেখ মুজিবর ছিলো ইন্ডিয়ান প্রথম দালাল আর আমাদের ধ্বংসকারী । "আমার ফাসি চাই" বইটা পড়ুন তাহলে এই কুকুরদের চিনতে পারবেন"
বঙ্গবন্ধকে আমরা সম্মান এবং শ্রদ্ধা করি উনি বাংলাদেশকে স্বাধীনতা উপহার দিয়েছেন উনার এই বাড়ীটি পোড়ানো ঠিক হয় নি কিন্তু তার কন্যার কারনেই এই অবস্থাটা হলো সব স্মৃতি মুছে গেলো এই বাড়ীটি ছিলো বাংলাদেশের সম্পদ আমাদের স্বাধীনতার চিহ্ন এর জন্য বঙ্গকন্যাকেই দ্বায়ী ওনি দেশের উন্নয়নের নামে আমাদের দেশটাকে ৠণগ্রহস্ত করেছেন তার ক্ষমা নাই
যারা আওয়ামী লীগের জন্য কষ্ট পাচ্ছে তাদের বলবো- তুই কুকুর তুই সুবিধাভোগী আওয়ামী লীগের । লুইচ্চা শেখ মুজিবর তোর বাব লাগে আর জণগনের শত্রু লাগে, এই মুজিব কুকুর জনগণের দূর্ভীক্ষের সময় নিজের ছেলের বউকে স্বর্ন দিয়ে ভরে দিয়েছিলো,
বুঝতে হবে দেশ পরিচালনায় অনেক কিছুর সাথে হিংস্রতা/ঘৃণা মিশিয়ে রাজনীতিবিদরা নিজেদের অনন্য করে রাখে- যাতে তাদের গন্ডির মধ্যেই সবকিছু থাকে! এটা ভবিষ্যতে র জন্য একটাদাবার গুটির চাইল এখন থেকেই শুরু............। পৃথিবীর বিস্তীর্ণ অনেক ভূমিই সুন্দর ভাবে এমনিই পরে রয়েছে- সেগুলো মুষ্টিমেয় কিছুলোক উপভোগ করে- আর গরিব মানুষ কোন রকম একটু থাকে- সেখানে এসে- দেশ, আইন-কানুন, ধর্ম-অধর্ম, এইদল-ওইদল, মাতবর-মাষ্টার-ব্যাংকার-সরকার, সোনাবাহিনী-রুপাবাহিনী-চিকিৎসা বাহিনী-বর্ডার বাহিনী-বিচার বাহিনী সবাই মিলে সুখ দেওয়ার চেষ্টা করছে কিন্তু হতভাগা মানুষ সবখানেই জনম দুঃখিনী............... পৃথিবীতে বেঁচে থাকার জন্য সৃষ্টি কর্তাই সব দিয়ে দিয়েছেন- কিন্তু তার দেওয়া সম্পদ এই মানুদের মধ্যে কিছু মানুষ নিজেরটাও খাবে অন্যেরটার দিকেও সবসময়ই আত্মসাথের চেষ্টায় লিপ্ত থাকার কার্যক্রম চলমান রাখবে এবং তার পরের প্রজন্মকেও উৎসাহিত করবে...........
আমাদের জাতির পিতা কেবল একজনই, হজরত ইবরাহিম আ.❤
তোমরা হল গাধা।ইবরাহিম আঃ সাথে শেখ মুজিব এর তুলনা করছ।
কায়দে আজম কেন পাকিস্তানের জাতির পিতা?
@@ishtiaqueahmed5961 সেটা তাদেরকে জিজ্ঞেস করুন স্যার!
Right
bangladesh dhormo niropekkho desh ar arab ihudi ar assyrian der shathe ibrahim nobir rokter shomporko ache amader bangali jatir shathe noy
জাতির পিতা একজনই ইব্রাহীম আলাইহিস সালাম
এখানে মুসলমান জাতি না, বাংলাদেশের জাতির পিতার কথা বলা হয়েছে।
আমার বাল
@@nusratfattah1000bangali muslimer😂dui baap
আপনার বুঝতে আরো কয়েক ধাপ পড়াশোনা করতে হবে!!! জাতির পিতার অর্থ কি জানেন???
@@nusratfattah1000
Bangladesh er kono jatir pita ache.....ek Jon Muslim kokhonoi ETA bolte parbe na. Onar netritte desh shadhin hoyechilo tai bole Oni bangali jatir pita Hoi ki kore?
আমাদের জাতির পিতা শুধু মাত্র একজনই, আর তিনি হলেন হযরত ইবরাহীম (আ:) ❤️
Yes
শুয়োরের বাচ্চা
জাতি কাকে বলে লেখাপড়া করতে ৮ ক্লাস পাস দিয়ে হবে না ।
খুব ভালো কাজ করেছে। আমরাও চাই আয়না ঘরের মালিক ডাইনি বুড়ি শেখ হাসিনা দেশে ফিরে আসুক। ভোট চুরি, গুম, খুন, দূর্নীতির বিচার হোক 🙁
5, তারিক সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তর করল 7 তারিক তোমার আম্মা খালেদা জিয়া মুক্তি পেয়ে যাই এতো গুলা মামলা রয়েছে ওনার নামে
আয়না ঘর কিন্তু ভাংগা হয়নাই, আবাও ব্যবহার হবে।
খানকির পোলা আজ পর্যন্ত আয়না ঘরটাই দেখাতে পারলিনা। শেখ হাসিনার পদত্যাগ পত্র দেখাতে পারলিনা। ছাব্বিশ লক্ষ হিন্দুদের চাকরিস্থল দেখাতে পারলিনা। দোয়া কর শেখ হাসিনা দেশে আসুক। বিচার কার হয় কীভাবে হয় দেখিস।
@@trailblazerEHTএবার আয়না ঘর তোর জন্য রাখা হলো।
উচিত হয়েছে, বাংলাদেশের প্রথম স্বৈরচার মুজিব।
ঠিক বলছেন,,,
তিনি বাংলার জনগণের সাথে বিশ্বাস ঘাতকতা করেছেন।
শেষ পর্যন্ত এটাই তাদের প্রাপ্য ছিলো
Are jamati pakistani Dalal...🤣🤣🤣
তুই তার দোসর
জাতির পিতা হযরত ইব্রাহীম আলাইহি ওয়াসাল্লাম।
Bal
খানকিন পোলা তোর লোকেশন বল তোর মায়রে বাপ 7 up @@JaiHind_
ইব্রাহিম জাতির পিতা মানি কোরআনে কোন সূরা আয়াত কত?
স্বাধীন জাতির পিতার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
ইব্রাহিম আমাদের দেশ স্বাধীন করে দেয়নি।
@@JaiHind_ তোর তো বাপের ঠিক নেই ‼️🤔🤣বালের ঠিক থাকবে কি করে⁉️🤔বে!!
@@JaiHind_ কীরে বদমাইশ, মজির জন্য এতো লাগে ক্যান!
তার মেয়ে'র জন্য আজকে শেখ মুজিবের এই অবস্থা
FACT!!!
th-cam.com/video/hsYo7y36UlE/w-d-xo.htmlsi=8RBoIdh4C58lqBTb
হাসিনার বাবাও এমন ছিলো।এক নায়কতন্ত্র, বাকশাল করে গনতন্ত্র হত্যা,গুম,খুন, লাগামহীন দলের লোকজনের নির্যাতন সব তার বাবার কাজ ছিল
Sera coments!!!!
th-cam.com/video/cq4qqNtjfiY/w-d-xo.html Eisob boi gulo gayeb kore diye amader jor purbok mittha porano hoyese. Humanyon Ahmed boi teo aktu paben asol ghotona gulo. R full family kharap
আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম (আ:)
মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম,
জাতীয় টয়লেট ঘোষণা করুন 32 নম্বর কে
apnara valo manus hoile evabe bolten na
shekh hasina ja korce tar sathe tar baba ma vai vabi tader pet er bachader kono dos cilo na
tara onnay vabe mara gece
মেয়েটাই বাপটার সব সম্মান ধুলায় মিশিয়ে দিলো।
মেয়ে তার বাপের শাসনামলে টাইম ট্রাভেল করায় গেছে
😢
Tui tor baper sonman rakhte parchis … bastard
th-cam.com/video/hsYo7y36UlE/w-d-xo.htmlsi=8RBoIdh4C58lqBTb
মেয়েটার বাপ ছিলো আরেক স্বৈরাচার খুনি। সংসদ ভবনে স্পিকার কাজী সাহেদ কে চেয়ার দিয়ে পিটিয়ে হত্যা করেছে। সিরাজ সিকদার কে খুন করে সংসদে দম্ভক্তি, কোথায় তোমাদের সিরাজ সিকদার !রক্ষি বাহিনী দিয়ে মানুষকে তুলে নিয়ে যেতো। হত্যা করতো গুম করতো। সমস্ত দল নিষিদ্ধ করেছিলো। নিজের ভাইগ্না ও সমর্থকদের ৩/৪ টা সংবাদ পেপার রেখে সব নিষিদ্ধ করে। ৭৪ সালে দেশে দুর্ভিক্ষ হয় মানুষ আর কুকুর ডাস্টবিন থেকে যখন খাবার কুড়িয়ে খাচ্ছে তখন শেখ মুজিব তার ছেলে কামালের বিয়ে দিচ্ছে ১৫০ ভরি সোনা গহনা দিয়ে। অথচ ভয়াবহ দুর্ভিক্ষে হাজার হাজার মানুষ না খেয়ে মরছে। কোনো সুন্দরী মেয়ে পছন্দ হলে তুলে নিয়ে যেতো হাসিনার চরিত্রবান ভাইয়েরা। অপশাসনের সব কথা তুলে ধরলে লেখা শেষ হবেনা।
যার যে সম্মান তাকে সেই সম্মান দেয়া উচিত। আমি তিব্র নিন্দা জানায়।
ইতিহাস ভালভাবে জেনে নিন।
মেয়ের জন্য বাবার সম্মান ধূলিসাৎ হয়ে গেল
হাসিনার বাবাও এমন ছিলো।এক নায়কতন্ত্র, বাকশাল করে গনতন্ত্র হত্যা,গুম,খুন, লাগামহীন দলের লোকজনের নির্যাতন সব তার বাবার কাজ ছিল
@@AbuRayhan-k6t ভাই উনি তো অসম্মানিত হন নাই,,,,,, যারা চেষ্টা করেছে তারা নিজেদের কে ধূলিসাৎ করেছে,,,,,,,,,,,,,
খুব সুন্দর হয়েছে
খুবই ভাল কাজ হয়েছে।
নিজের ভাষাতে আন্দোলন করতে পারলেন এইটার জন্য আপনে কি স্বাধীননতার ডাক দিছিলেন???আমি সাধারন স্টুডেন্ট আমি চাইনা এমন হক।। আপনাদের জন্য স্বাধীনতা কলংকিত হবে
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। জাতির পিতা ইব্রাহিম আঃ
Right alhamdulillah
রাইট
এর জন্য আমাদের দেশের মেধাবী শিক্ষার্থীরা দায়ী
মালুর বাচ্চা!
না
দায় কেবল শেখ হাসিনার, যিনি পিতার নাম বিক্রি করে এত বছর স্বৈরাচার কায়েম করে গেছেন।
Tur bab ma dai,, tur moto abal k jonmo dise ata
Right
Bangladesh sadin hoisay Alhamdulillah, kinto aita akdom onochit hoisay, khob khob Kosto laglo.
আপনি যদি সুসন্তান রেখে যান তাহলে পরকাল ভালো আর যদি কুসন্তান রেখে যান এটা তার পরিনতি
লাইক ফাদার লাইক ডটার! ইতিহাস পড়
@@pritysheikh2422 মৃত্যুর পর সব আমলনামা বন্ধ হয়ে যায় শুধুমাত্র তিনটি থাকে ১ সদকায়ে জারিয়া ২ সুসন্তান যারা মা বাবার জন্য দোয়া করে ৩ উপকারী জ্ঞান যা মানুষকে দিয়ে যায়
তরে কোন মোল্লায় কইছে এই কথা? দেখ আল্লাহ কি বলছে
Al-Baqarah ২:২৮৬
لَا يُكَلِّفُ ٱللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَاۚ لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا ٱكْتَسَبَتْۗ رَبَّنَا لَا تُؤَاخِذْنَآ إِن نَّسِينَآ أَوْ أَخْطَأْنَاۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَآ إِصْرًا كَمَا حَمَلْتَهُۥ عَلَى ٱلَّذِينَ مِن قَبْلِنَاۚ رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِۦۖ وَٱعْفُ عَنَّا وَٱغْفِرْ لَنَا وَٱرْحَمْنَآۚ أَنتَ مَوْلَىٰنَا فَٱنصُرْنَا عَلَى ٱلْقَوْمِ ٱلْكَٰفِرِينَ
English - Sahih International
Allāh does not charge a soul except [with that within] its capacity. It will have [the consequence of] what [good] it has gained, and it will bear [the consequence of] what [evil] it has earned. "Our Lord, do not impose blame upon us if we have forgotten or erred. Our Lord, and lay not upon us a burden like that which You laid upon those before us. Our Lord, and burden us not with that which we have no ability to bear. And pardon us; and forgive us; and have mercy upon us. You are our protector, so give us victory over the disbelieving people."[1]
Bangla - Mujibur Rahman
কোন ব্যক্তিকেই আল্লাহ তার সাধ্যের অতিরিক্ত কর্তব্য পালনে বাধ্য করেননা; সে যা উপার্জন করেছে তা তারই জন্য এবং যা সে অর্জন করেছে তা তারই উপর বর্তাবে। হে আমাদের রাব্ব! আমরা যদি ভুলে যাই অথবা ভুল করি সেজন্য আমাদেরকে অপরাধী করবেননা। হে আমাদের রাব্ব! আমাদের পূর্ববর্তীগণের উপর যেরূপ গুরুভার অর্পণ করেছিলেন আমাদের উপর তদ্রুপ ভার অর্পণ করবেননা। হে আমাদের রাব্ব! যা আমাদের শক্তির বাইরে ঐরূপ ভার বহনে আমাদেরকে বাধ্য করবেননা, এবং আমাদের পাপ মোচন করুন ও আমাদেরকে ক্ষমা করুন, আমাদেরকে দয়া করুন, আপনিই আমাদের আশ্রয়দাতা! অতএব কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে জয়যুক্ত করুন।
Bangla - Bayaan Foundation
আল্লাহ কোন ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। সে যা অর্জন করে তা তার জন্যই এবং সে যা কামাই করে তা তার উপরই বর্তাবে। হে আমাদের রব! আমরা যদি ভুলে যাই, অথবা ভুল করি তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। হে আমাদের রব, আমাদের উপর বোঝা চাপিয়ে দেবেন না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর চাপিয়ে দিয়েছেন। হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না, যার সামর্থ্য আমাদের নেই। আর আপনি আমাদেরকে মার্জনা করুন এবং আমাদেরকে ক্ষমা করুন, আর আমাদের উপর দয়া করুন। আপনি আমাদের অভিভাবক। অতএব আপনি কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন।
Al-Mumtahanah ৬০:৩
لَن تَنفَعَكُمْ أَرْحَامُكُمْ وَلَآ أَوْلَٰدُكُمْۚ يَوْمَ ٱلْقِيَٰمَةِ يَفْصِلُ بَيْنَكُمْۚ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ
English - Sahih International
Never will your relatives or your children benefit you; the Day of Resurrection He will judge between you. And Allāh, of what you do, is Seeing.
Bangla - Mujibur Rahman
তোমাদের অত্মীয়-স্বজন ও সন্তান-সন্ততি কিয়ামাত দিবসে কোন কাজে আসবেনা। আল্লাহ তোমাদের মধ্যে ফাইসালা করে দিবেন; তোমরা যা কর তিনি তা দেখেন।
Bangla - Bayaan Foundation
কিয়ামত দিবসে তোমাদের আত্নীয়তা ও সন্তান-সন্ততি তোমাদের কোন উপকার করতে পারবে না। তিনি তোমাদের মাঝে ফায়সালা করে দেবেন। তোমরা যা কর আল্লাহ তার সম্যক দ্রষ্টা।
আর ও আছে খোজে পড়ে নিস‼️‼️
@@Zaman.M1984 বেয়াদব
Hasina bade sobai edese susontan.Ei koydine ta dekha gelo.
আপনারা যে সব মন্তব্য করেছেন শুনে ভালো লাগলো। যারা এটা ধ্বংস করলো তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করলে আমরা খুশী হবো।
মেয়ের জন্য বাবার অপমান, জনগণ এসব চাই নি।
যারা আওয়ামী লীগের জন্য কষ্ট পাচ্ছে তাদের বলবো- তুই কুকুর তুই সুবিধাভোগী আওয়ামী লীগের । লুইচ্চা শেখ মুজিবর তোর বাব লাগে আর জণগনের শত্রু লাগে, এই মুজিব কুকুর জনগণের দূর্ভীক্ষের সময় নিজের ছেলের বউকে স্বর্ন দিয়ে ভরে দিয়েছিলো।।।।
Akjoner sasti r akjon pabe kno,,,
বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ❤️
ভাসানী
ভন্ড বন্ধু জাতির পিতা না, এই জারজ মুজিব শুধু আওয়ামী লীগের পিতা।
এই ভন্ডরে যারা বলবে জাতির পিতা তবে বুঝে নিবেন তাদের মা-কে খুনি ও জারজ মুজিবের কাছে ভাড়া দিত।
তুরে মুজিবের পুটকিতে ভরে দিব😂
তখন কোথায় ছিলেন যখন সংসদ ভবনে গণকবর, আয়না ঘরের খবর আসে। এই ভবনের নামে প্রতিবছর কতো টাকা খরচ হয় বলতে পারবেন।
এ শালার পো শালা রা মিথ্যা গুজব ছড়াইস কেন,
তোর সংসদ ভবনে গন কবর, কোন একটা ভালো চ্যানেলে দেখাইছে।
ফেসবুকে ইউটিউবে ভিডিও করে গুজব ছড়াইছে তাই বলে বেড়াচ্ছিস।
গণকবর আপনি সরাসরি দেখে এসে মন্তব্য করুন 😂
Nirbodh!
আয়না ঘর আছে সেটা ভাঙ্গা হয় নাই ,,,, আপনার মতো কিছু পাবলিকের জন্য সেটা আছে,,,
@@MdRimanIslam-b1w Stupid.
যে যাই বলুক না কেন অবশ্যই বর্তমান প্রজন্মের কেউ একজন শেখ মুজিব এত সহজেই হতে পারবে না তাদের মধ্যে সে যোগ্যতা নেই যতই তারা সমন্বয়ক আরো অন্য যারা আছে তারা হোক না কেন। আমি নিরপেক্ষভাবেই কথা বলতে পছন্দ করি নিরপেক্ষভাবেই বললাম।
Right
যারা আওয়ামী লীগের জন্য কষ্ট পাচ্ছে তাদের বলবো- তুই কুকুর, তুই সুবিধাভোগী আওয়ামী লীগের । লুইচ্চা শেখ মুজিবর তোর বাব লাগে আর জণগনের শত্রু লাগে, এই মুজিব কুকুর জনগণের দূর্ভীক্ষের সময় নিজের ছেলের বউকে স্বর্ন দিয়ে ভরে দিয়েছিলো। পতিতালয়ে তার চশমা পাওয়া গিয়েছিলো, তার ছেলে মেজর ডালিমের বউকে অপহরন এবং ধর্ষণ করার ঘটনার বিচার না করে এটাকে স্বাভাবিক বলেছিলো । মূলত শেখ মুজিবর ছিলো ইন্ডিয়ান প্রথম দালাল আর আমাদের ধ্বংসকারী । "আমার ফাসি চাই" বইটা পড়ুন তাহলে এই কুকুরদের চিনতে পারবেন:
অনেক হয়েছে আর না।
এটা চলতে দেয়া যায় না
😢😢😢
যারা আওয়ামী লীগের জন্য কষ্ট পাচ্ছে তাদের বলবো- তুই কুকুর, তুই সুবিধাভোগী আওয়ামী লীগের । লুইচ্চা শেখ মুজিবর তোর বাব লাগে আর জণগনের শত্রু লাগে, এই মুজিব কুকুর জনগণের দূর্ভীক্ষের সময় নিজের ছেলের বউকে স্বর্ন দিয়ে ভরে দিয়েছিলো। পতিতালয়ে তার চশমা পাওয়া গিয়েছিলো, তার ছেলে মেজর ডালিমের বউকে অপহরন এবং ধর্ষণ করার ঘটনার বিচার না করে এটাকে স্বাভাবিক বলেছিলো । মূলত শেখ মুজিবর ছিলো ইন্ডিয়ান প্রথম দালাল আর আমাদের ধ্বংসকারী । "আমার ফাসি চাই" বইটা পড়ুন তাহলে এই কুকুরদের চিনতে পারবেন--
জাতির পিতা একজন তিনি হলেন হজরত ইব্রাহিম আঃ
আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগতেছে এই রোপে ধানমন্ডি পাপে বিল্ডিং থেকে দেখে
বাকশালের বন্ধু রক্ষীবাহিনীর পিতা।
সাধারণ মানুষ যে বক্তব্য দিয়েছে আমরা সাধারণ মানুষ এই জিনিসটা ক্ষতি করার জন্য অন্তর থেকে তার জন্য কঠিন শাস্তি দোয়া কামনা করলাম
খুব ভালো কাজ করেছে। আমরাও চাই আয়না ঘরের মালিক ডাইনি বুড়ি শেখ হাসিনা দেশে ফিরে আসুক। ভোট চুরি, গুম, খুন, দূর্নীতির বিচার হোক 🙁
ওরা এই স্বাধীনতা চেয়েছে।।
এখানে কিছু শাওয়ার সুশীল সমাজের লোক দেখলাম উনারা বিগত 15 বছরের সাধারণ মানুষের কষ্ট আর্তনাদ তাদের চোখে পড়েনি এখনই ভিডিওতে আসছে সুশীলগিরি দেখাতে
এরা হল ভন্ড দেশ দরদি
তোমার ভাষা এতো সুন্দর কেনো
বেদব তোকেয় আগে আইনএর আওতাই নিয়ে আশা উচিত
সহমত😂
একটা দেশের স্থপতির বাড়ি পুড়িয়ে দেয়া হলে ৫ বছর পর ওদের শা*উয়া ভেঙে দেবে সেটা মাথায় রেখে এসব করা উচিত । যার নেতৃত্বে একটা পরাধিন দেশ স্বাধীন হল তার স্মৃতি পুড়িয়ে দেয়াটা মুনাফিকের কাজ হল ।
এরা এখনই এসব করতেছে ক্ষমতায় আসলে কি করবে বলেন?
ক্ষমতায় আসলে তাদের নিবন্ধন বাতিল করা হবে
ঠিক ই আছে, এই স্বৈরাচারী দের কোনো কিছু দেশে রাখা উল্টো অন্যয় হবে
খুব ভালো হয়েছে, এগুলোর যন্ত্রনায় আজ 15 বছর ইচ্ছার বিরুদ্ধে মানুষ কে দিয়ে ভুয়া ইতিহাস গিলিয়েছে, এখন আর মানুষ ভুয়া ইতিহাস গিলবেনা😂 সত্যিকারের ইতিহাস জানার সুযোগ এসেছে ,এখন সেটাই জানতে চাই আমরা। এসব নিয়ে হসিনা অনেক কেদেছে, জনগনকে বিভ্রান্ত করেছে, আর নয়।
যতই ক্ষোভ থেকে ভুল হয় না এটার ভিতর যদি কেউ হিংসা প্রতিবার করে থাকে বিরুদ্ধে আইনের আওতায় আনা হোক যাতে সামনে
হে হাছিনার আইনের আওতায় বিচার করতে হবে।
জাতির পিতা হযরত ইব্রাহিম আঃ
আলহামদুলিল্লাহ ❤
এই কাজের জন্যেও আল্লাহর গজব নাজিল হবে ইনশাআল্লাহ।
এই 15 বছর আপনি কই ছিলেন দরবেশ বাবা 😂
@@himelmulla3711 বাবা বলে যেহেতু ডেকেছো,
তাই তুমি আমার রুহানি সন্তান।
আমি যেখানে আছি, সেখানেই ছিলাম।
গজব তো নাযিল হইছেই কুত্তালীগের উপর😊
আমরা কার কাছে পরাদিন ছিলাম।এক স্বাধীন দেশ দুইবার স্বাধীন হয় কি ভাবে?
Amader moto hujuge r borbor murkho Jatir Valo keu kotr parbe na .Tai to bissher Kase amra gorib gandu.Tola bihin silo abaro tai Hobe.
মালু!
জাতির পিতা শুধু একজনই তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস্সাল্লাম।
Jani, kintu bangali jathir pitha bongo bondhu sheikh mujibur rahman
ভালই হয়ছে
এই বাড়িটি হেফাজত করা ফরজ ছিল সময়ই হয়ত একদিন এর উত্তর চাইবে।
Foroj bolte ki bujoo namaj kuno din foroj porsoini
সবাই কে দেশ বিরোধী স্বাধীনতার দুশমনদের বিরুদ্ধে মাঠে নেমে তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ার বিনীত অনুরোধ জানাচ্ছি খোদা হাফেজ
তবে এটা ঠিক করে নি।যে বা যারা করেছে,এটা শাস্তি যোগ্য অপরাধ। কারণ এটা একটা ঐতিহাসিক নিদর্শন।
Thik hoiche😁😁😁😁😁
এটা খুব খারাপ হয়েছে যারা এসব করেছে তাদের শাস্তি চাই
দুর
জাতির পিতা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম
যারা এই গণভবন লুটপাট করছে তাদেরকে আইনের আওতায় আনা হোক
জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম।
যে মানুষ টা দেশ এনে দিলো আজ সেই মানুষ টার বাড়িতে লোক পাট দেখে চখের পানি ধরে রাখতে পারলাম 😭🤲😭
শেখ হাসিনা দেশের অনেক উন্নয়ন করেছে বাংলাদেশ তাকে কোন দিন ভুলবে না
😜🤪😝
Development
Right
Nation
Is
Traitor
এটি একদম ঠিক হয়নি। নিন্দা জানাচ্ছি
সব কিছু বিবেচনা করলে ১জনই দায়ী
যাঁরা ভোট দিতে পারেনি তারাও কি নিদ্ধা জানাবে
সম্মানী ব্যক্তিকে সম্মান করাটাই সবার দায়িত্ব
Tai bole Nobi r shate tulona korbo keno - - tar Meyer paper fol
খুনিদের কিসের সম্মান!!!
রাইট বলছেন আপনি
অনেক কষ্ট পাইছি। যারা ঐতিহাসিক স্থাপনা নষ্ট করছে তাদের শাস্তির আওতায় আনা উচিত।
নয়তো তারা আরো এরকম অনেক কাজ করবে
কষ্ট পেয়ে মুজিবের কাছে চলে যা
বাংলাদেশীরা কোনো মুজিব পুজারীকে চাইনা।
শেখ মুজিবের পূর্বপুরুষরা ইরাক থেকে এসেছে।
অনেক লাভ হয়েছে
এই গুলোর জন্য মেধাবী শিক্ষার্থীদের দায়
Valo korchhe.khober bohi prokash.
এরকম হওয়ার কথাই ছিল
জাতির সাথে যারা প্রতারনা করে তাদের জন্যে এটাই প্রাপ্য । সামনে যার আসবেন এবং প্রতারনা করবেন তারা শিক্ষা নিন এখান হতে ।
এটা খুবই খারাপ হয়েছে,
Both father and daughter both did the same thing
যারা আওয়ামী লীগের জন্য কষ্ট পাচ্ছে তাদের বলবো- তুই কুকুর, তুই সুবিধাভোগী আওয়ামী লীগের । লুইচ্চা শেখ মুজিবর তোর বাব লাগে আর জণগনের শত্রু লাগে, এই মুজিব কুকুর জনগণের দূর্ভীক্ষের সময় নিজের ছেলের বউকে স্বর্ন দিয়ে ভরে দিয়েছিলো। পতিতালয়ে তার চশমা পাওয়া গিয়েছিলো, তার ছেলে মেজর ডালিমের বউকে অপহরন এবং ধর্ষণ করার ঘটনার বিচার না করে এটাকে স্বাভাবিক বলেছিলো । মূলত শেখ মুজিবর ছিলো ইন্ডিয়ান প্রথম দালাল আর আমাদের ধ্বংসকারী । "আমার ফাসি চাই" বইটা পড়ুন তাহলে এই কুকুরদের চিনতে পারবেন"
যতদিন থাকবে পৃথিবী ততদিন থাকবে বঙ্গবন্ধুর নাম হে মহান নেতা আমাদেরকে ক্ষমা করো আমরা রক্ষা করতে পারিনি
Ayr ke becar hoba na jar jonno Bangladesh nam ta holo😢
😜🤪😝
😅😅😅
Nije rob nijek rokka korte parlina keno 🤣🤣🤣
Valo hoysa
জাতির পিতা হযরত ইব্রাহীম আলাইহিস সালাম। আর অন্য কেউ না
খুব খুশি লাগছে
বঙ্গবন্ধকে আমরা সম্মান এবং শ্রদ্ধা করি উনি বাংলাদেশকে স্বাধীনতা উপহার দিয়েছেন উনার এই বাড়ীটি পোড়ানো ঠিক হয় নি কিন্তু তার কন্যার কারনেই এই অবস্থাটা হলো সব স্মৃতি মুছে গেলো এই বাড়ীটি ছিলো বাংলাদেশের সম্পদ আমাদের স্বাধীনতার চিহ্ন এর জন্য বঙ্গকন্যাকেই দ্বায়ী ওনি দেশের উন্নয়নের নামে আমাদের দেশটাকে ৠণগ্রহস্ত করেছেন তার ক্ষমা নাই
এর জগন্য বিচার হওয়া দরকার
জাতির পিতা ইব্রাহিম আলাই সাল্লাম না জাতির পিতা হযরত আদম আলাই সাল্লাম
আবাল, জাতির পিতা ইব্রাহীম আলাইহিস সালাম,আদি পিতা আদম আঃ
ভালো লাগতেছে
😂😂😂😂😂😂😂
ইনশাআল্লাহ জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা জন্য দোয়া ও শুভকামনা
আংকেল একদম ঠিক বলেছেন।
একদম সঠিক হয়েছে
মুসলিম হয়ে জাতির পিতা কে তাই জানে না।আমাদের জাতির পিতা ইব্রাহীম খলিলুল্লাহ।
যারা এই কাজ করল তাদের বিচার করতে হবে।
আল্লাহর বিচার সঠিক।
আলহামদুলিল্লাহ
এইভাবে নিজেদের অস্তিত্ব মুছে ফেলে দেশ স্বাধীন করে লাভই বা কতটুক হলো বুঝলামই না তারপরও সবকিছু ঠিক হয়ে যাক এই আশায় রইলাম😢😢😢
যারা আওয়ামী লীগের জন্য কষ্ট পাচ্ছে তাদের বলবো- তুই কুকুর তুই সুবিধাভোগী আওয়ামী লীগের । লুইচ্চা শেখ মুজিবর তোর বাব লাগে আর জণগনের শত্রু লাগে, এই মুজিব কুকুর জনগণের দূর্ভীক্ষের সময় নিজের ছেলের বউকে স্বর্ন দিয়ে ভরে দিয়েছিলো,
যেমনটি খালেদাকে তার নির্মাণকৃত ঘরে থাকতে দেওয়া হয়নি।
বুঝতে হবে দেশ পরিচালনায় অনেক কিছুর সাথে হিংস্রতা/ঘৃণা মিশিয়ে রাজনীতিবিদরা নিজেদের অনন্য করে রাখে- যাতে তাদের গন্ডির মধ্যেই সবকিছু থাকে! এটা ভবিষ্যতে র জন্য একটাদাবার গুটির চাইল এখন থেকেই শুরু............। পৃথিবীর বিস্তীর্ণ অনেক ভূমিই সুন্দর ভাবে এমনিই পরে রয়েছে- সেগুলো মুষ্টিমেয় কিছুলোক উপভোগ করে- আর গরিব মানুষ কোন রকম একটু থাকে- সেখানে এসে- দেশ, আইন-কানুন, ধর্ম-অধর্ম, এইদল-ওইদল, মাতবর-মাষ্টার-ব্যাংকার-সরকার, সোনাবাহিনী-রুপাবাহিনী-চিকিৎসা বাহিনী-বর্ডার বাহিনী-বিচার বাহিনী সবাই মিলে সুখ দেওয়ার চেষ্টা করছে কিন্তু হতভাগা মানুষ সবখানেই জনম দুঃখিনী............... পৃথিবীতে বেঁচে থাকার জন্য সৃষ্টি কর্তাই সব দিয়ে দিয়েছেন- কিন্তু তার দেওয়া সম্পদ এই মানুদের মধ্যে কিছু মানুষ নিজেরটাও খাবে অন্যেরটার দিকেও সবসময়ই আত্মসাথের চেষ্টায় লিপ্ত থাকার কার্যক্রম চলমান রাখবে এবং তার পরের প্রজন্মকেও উৎসাহিত করবে...........
রাগের বহ্নি প্রকাশ,কিছু ই করার নাই।❤❤
আফসোস লীগ
ছাত্ররা এখন কোথায় আইনের আওতায় নিয়ে আসুক যারা আগুন লাগিয়েছে।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু
জয় বাংলারে বাংলাদেশ থেকে জয় বাংলা করে দেয়া হয়েছে
Joy Bangladesh joy satori shomj
শোকের মাস, শোক পালন করুন।
ইতিহাস জানলে আপনারও শোকাহত হওয়া উচিত
শোকের মাস শেখ পরিবারের সাধারণ জনগণের না
@@Okarun472 বাংলাদেশের সকল সাধারণ মানুষ শোকাহত,,, শুধু মুক্তিযুদ্ধের বিরোধী অপশক্তি, যুদ্ধাপরাধী ও তাদের উত্তরসূরী দের ছাড়া!!!
সবই কৃতকর্মের পূর্ণপ্রতিফল
আদি পিতা হজরত আদম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম রুহানি পিতা হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাবাস বাংলা দেশ
এখানে "কোটা টাওয়ার" করা হোক।
ও,
কোটা আন্দোলনে ঝরে পড়া মানুষগুলোর পরিবারদের বরাদ্দ দেওয়া হোক।
Porerta karor ato lov.abar onnoke bole osadhu.
History of Bangladesh - Sk mojib with 4 leader , sector commander , cornel osmani, ziur rahman. Nobody can't write without them history of Bangladesh
He is NOT Jatir Pita!!! PERIOD! Most people don't Believe so!!!
আলহামদুলিল্লাহ ভালো হয়েছে
জাতির পিতা ইব্রাহিম আলাই সালাম,, ধানমন্ডি বাড়ি মাটির সাথে মিলিয়ে দেওয়া দরকার,, 😂😂
রাইট, চিল
এবার যদি শেখ মুজিবুর রহমান শান্তি পায় একটু কবরে
Ki vabe shanti pai she ki valo chilo.itihash valo kore janen.
সময় কথা বলে, সময় কথা বলবে।
মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম সাল্লাল্লাহু আলাই সালাম
শেষের বড় ভাইয়ের কথা আর আমার মন্তব্য একই।
Valo hoi se
Joy bangla❤❤❤❤❤❤
Very good job tks😊
সিলেটের ইলাস আলী কোথায় আছে
আল্লাহ এদের হেদায়েত দান করুন