খুব ভালো প্রচেষটা আপনার ,,, আমাদের কলকাতা কে আমরাই ভালো করে জানি না ,,, আপনার উদ্যোগে বহু তথ্য জানলাম ,,, আশা রাখব আরো অনেক কিছু জানতে পারবো ,, thank uuu Buddhiman 👍👍👍👍
খুব ভালো লাগলো। অনেক নতুন তথ্য উন্মোচিত হয়েছে। গরীব মানুষ তখনও ছিল । মাথা পিছু আয় খুব কম ছিল। আমার মনে আছে ছোট বেলায় মেলায় খরচের জন্য চার আনা পেলে মনে হতো হাতে সমগ্র মেলার সবকিছু কিনে নেব। আমাদের জীবনে চাওয়া টা ছিল খুব অল্প কিন্তু আনন্দ পেলাম অনেক অনেক।
খুব খুব খুব সুন্দর। অসাধারণ গ্রাফিক্স। যেন সেই সময়ে নিয়ে চলে যাচ্ছে। এমন সব ঐতিহাসিক ভিডিও আরও চাই। আজ বোধহয় প্রথম এই চ্যানেল দেখলাম। দেখেই সাবস্ক্রাইব করেছি।
খুব ইন্টারেষ্টিং!!এক কথায় বেশ অদ্ভুত সুন্দর!!আচ্ছা, যদি হঠাৎ করে লোকসংখ্যা 1700-1800খ্রিস্টাব্দে র মতো হয়ে যেত তবে কি তখন কার মতো টাকায় ষোলো মন চাল আর এক টাকায় একটা খাসি পেলেকি মজাই না হতো? মনে হয় খাসির পা ধরে বসে থাকতাম আমরা!ছাড়তাম না কিছুতেই!?
অতি সুন্দর ভাব / তথ্য ও ভাষ্যধারা। ধন্যবাদ। বেগ্রাউন্ডের মিউজিক, এমন সুন্দর ভাষ্যধারা ও স্বরগ্রামকে ব্যহত করেছে। আশাকরি বিষয়টা নিয়ে সমব্যথা প্রকাশ করবেন।
আমাদের দিনাজপুর শহরের নিকটেই বাঙ্গি বেচার ঘাট নামে একটা জায়গা আছে। এই জায়গার নাম হয়তোবা ব্রিটিশ আমলে দেওয়া হয়েছে। আপনাকে ধন্যবাদ। অনেক তথ্য জানা হলো। From Bangladesh.
puro video ta ekdom osadharon😄😄😃😃 tomar video gulo dekhle alada world e hariye jai dada 😇😇😇😇😇😇😇 ar last er kotha ta darun feature e otai hobe mone hoi😅
Dada visonnnnnn valo laglo....sei jug abr fire asuk dada.... amra r chi na adhunik jug .......amra ....chi....ro....subrihod.....akhondo varot.....ofcourse....financial vabe prachondo......unotto..........asuk fire abr ...khub valo legeche dada.....chole gachilm sey somoye....thanks......
দুর্দান্ত... কোথায় পাচ্ছ বলো তো এইসব অসাধারণ তথ্য? এশিয়াটিক সোসাইটিতে? আরো চাই!! আমরা ইতিহাস বলতে তো শুধু রাজা বাদশাদের মারপিট পড়েছি..!! সামাজিক ইতিহাসই আসল ইতিহাস, যার সোর্স খুবই কম, মূলত সাহিত্য থেকে যেটুকু জানা যায়!!
Darun.. Darun graphics.. Darun background music.. Awesome.. Tmr creativity er jobab nai.. Tmr video wait kori.. Asha kori aro bhalo video koro.. If u will give english subtitle then u will get more subscriber..
Osadharon , osadharon.dada , please erokom video aro dekhan . purono amoler bivinno tothyo jante aamar khoob valo lage. 19 th century te Kolkata te jinis er daam aar bivinno peshar lokeder mahina kemon chilo se bisoy e ekta video pele khooshi hobo.
তখন যেমন জিনিষপত্রের দাম কম ছিল তেমনই মানুষের আয়ও ছিল কম। ফলে হরেদরে অবস্থা একই। তবে এখন মানুষের আয় কিছুটা হলেও বেড়েচে বিভিন্ন জনকল্যাণকর প্রকল্পের মাধ্যমে।
আপনার বিষয় মূলক তথ্য আমার খুব ভালো লাগে... আমার এক বিশেষ অনুরোধ আপনার কাছে, পুরোনো বেলেঘাটা সম্পর্কে অর্থাৎ East India কোম্পানি র আমলে বেলেঘাটার ইতিহাস সম্পর্কে জানতে চাই.... আশায় রইলাম... ভালো থাকবেন
Dada plz plz ekta vdio banao na shobhabazar .janbazar. ei dui jayga soho kolkatar royal family gulo niye sei somoykar 😀😀😍😍😍😍. Tomar video amar darun darun darun darun darun darun lage.
ভালো লাগলো। তবে, আজকের দামের সঙ্গে একটা তুলনা পেলে আরও ভালো লাগতো। যেমন, বলেছেন, ১৭৫৭ সালে ইঁটের দাম ছিল ৩ টাকা ১০ আনা। ১৯৪৮ সালে আমরা ভালো ইঁট কিনেছিলাম ৮০ টাকা হাজার দরে। অর্থাৎ, প্রায় ২০০ বছরে দাম বেড়েছিল ২২ গুণ। আর, আজ (ধরুন, ২০১৮ সাল), মানে, ৭০ বছর পরে, ইঁটের দাম প্রায় ১০,০০০ টাকা হাজার, মানে ১২৫ গুণ! ইত্যাদি....
দাদা অসাধারন ও মূল্যবান তথ্য ! আমি ইতিহাস এর ছাত্র এই তথ্য আমি বেশি বেশি খুঁজি ! আজ অনেকটাই পেয়ে গেলাম ! ধন্যবাদ আপনাকে ?
ধন্যবাদ, মূল্যবান ঐতিহাসিক তথ্য..
আমি বিস্বাস করতে পারছিনা এত সুন্দর ভিডিও দেখলাম.. দাদা খুব মূল্যবান ভিডিও.
0
@@debiprashadchatterjee2093 hm
অবিশ্বাস করার কিছুই নেই । যখন যেমন তখন তেমন ।।
@@maniklalchowdhury158 yes boss
খুব ভালো প্রচেষটা আপনার ,,, আমাদের কলকাতা কে আমরাই ভালো করে জানি না ,,, আপনার উদ্যোগে বহু তথ্য জানলাম ,,, আশা রাখব আরো অনেক কিছু জানতে পারবো ,, thank uuu Buddhiman 👍👍👍👍
খুব ভালো লাগলো। অনেক নতুন তথ্য উন্মোচিত হয়েছে। গরীব মানুষ তখনও ছিল । মাথা পিছু আয় খুব কম ছিল। আমার মনে আছে ছোট বেলায় মেলায় খরচের জন্য চার আনা পেলে মনে হতো হাতে সমগ্র মেলার সবকিছু কিনে নেব। আমাদের জীবনে চাওয়া টা ছিল খুব অল্প কিন্তু আনন্দ পেলাম অনেক অনেক।
চমৎকার ভিডিও বানিয়েছেন দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
বাংলার পুরনো ইতিহাস নিয়ে আরো অনেক ভিডিও চাই।
খুব খুব খুব সুন্দর। অসাধারণ গ্রাফিক্স। যেন সেই সময়ে নিয়ে চলে যাচ্ছে। এমন সব ঐতিহাসিক ভিডিও আরও চাই। আজ বোধহয় প্রথম এই চ্যানেল দেখলাম। দেখেই সাবস্ক্রাইব করেছি।
খুব ইন্টারেষ্টিং!!এক কথায় বেশ অদ্ভুত সুন্দর!!আচ্ছা, যদি হঠাৎ করে লোকসংখ্যা 1700-1800খ্রিস্টাব্দে র মতো হয়ে যেত তবে কি তখন কার মতো টাকায় ষোলো মন চাল আর এক টাকায় একটা খাসি পেলেকি মজাই না হতো? মনে হয় খাসির পা ধরে বসে থাকতাম আমরা!ছাড়তাম না কিছুতেই!?
আপনার চ্যানেলে আমি নতুন দর্শক। খুবই ভালো লাগলো আপনার উপস্থাপনা দেখে ।আশা করি এরকম আকর্ষণীয় অনেক ঘটনাগুলোকে আপনি উপস্থাপনা করবেন, অপেক্ষায় রইলাম।
অতি সুন্দর ভাব / তথ্য ও ভাষ্যধারা। ধন্যবাদ। বেগ্রাউন্ডের মিউজিক, এমন সুন্দর ভাষ্যধারা ও স্বরগ্রামকে ব্যহত করেছে। আশাকরি বিষয়টা নিয়ে সমব্যথা প্রকাশ করবেন।
অসাধারণ দাদা , অনেক ভালো লাগলো 🥰🥰🥰
দাদা তোমার অনেকদিন পর ভিডিও দেখছি
খুবই ভালো ভিডিও তৈরি করার জন্য ধন্যবাদ আপনাকে
আমাদের দিনাজপুর শহরের নিকটেই বাঙ্গি বেচার ঘাট নামে একটা জায়গা আছে। এই জায়গার নাম হয়তোবা ব্রিটিশ আমলে দেওয়া হয়েছে। আপনাকে ধন্যবাদ। অনেক তথ্য জানা হলো।
From Bangladesh.
We will see you tomorrow night at a 8
Up and I can get you
Yrr77eery5uhs
Khub bhalo uposthapona. Darun editing . Upojukto chobi o background music . Khub bhalo laglo.
Sudhu uccharon ta bodhoy bojraa hobe , baajraa na .
puro video ta ekdom osadharon😄😄😃😃
tomar video gulo dekhle alada world e hariye jai dada
😇😇😇😇😇😇😇
ar last er kotha ta darun
feature e otai hobe mone hoi😅
ভাই অনেক সুন্দর
সেন সাম্রাজ্য ও পাল সাম্রাজ্য ও প্রতাপাদিত্য কে নিয়ে একটা ইতিহাস ভিডিও বানান।
Khub sundor tathho.jene sottie valo laglo😊
টেলিপোর্ট একটা অবাস্তব ধারনা যেটা কখনো সম্ভব নয়
Dada ki je khusi hoyeci ta vasay prokas korte parbo na
Thanks a lot for your nice informative information
Khub bhalo laglo purono diner kotha bolar jonno
খুব ভালো লাগে এরকম প্রাচিন কালের ভিডিও দেখতে🥰🥰🥰🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
ধন্যবাদ আপনাকে মুহতারাম খুবই সুন্দর করে উপস্থাপন করেছেন
Last a kotha ta darun laglo ( kao video baniae bolbae 2020 tae 4 ghanta lagto) ❤️❤️❤️ love your video and u
Ato Sundor graphics ar apner Ato Sundor voice 2to mile video ta Khub Sundor hoi jai
Ekdom ❤️
khub notun type er content. khub sundor. 👍
Eta sera ....👌👌👌
অসাধারন তথ্য পাওয়া গেল,ধন্যবাদ।
অসাধারণ । আরো ভিডিওর অপেক্ষায় থাকলাম ।
দারুন পোষ্ট , অনেক কিছু জানলাম।
Khub vlo laglo information ta. Arokom e video aro chai . Deben kintu bachha Der o khub vlo lagbe. History jante pere🙏👍
Ami apner vidio gulo dekhi khub valo lagle
Amar kub valo laga tomar vedio gulo akta request aga kar dina sona rupo pital knasa tama ai gulo dam nia akta vedio banio pls
Dada visonnnnnn valo laglo....sei jug abr fire asuk dada.... amra r chi na adhunik jug .......amra ....chi....ro....subrihod.....akhondo varot.....ofcourse....financial vabe prachondo......unotto..........asuk fire abr ...khub valo legeche dada.....chole gachilm sey somoye....thanks......
অনেক অনেক ধন্যবাদ আপনাকে
আপনার কথা শুনে অনেক ভালো লাগলো
ভাই তখনকার দিনে ঢাকা কেমন ছিল
তা জানতে পারলে অনেক ভালো লাগত
আপনাকে অনেক অনেক ধন্যবাদ
অনেক তথ্য জানতে পারলাম । ধন্যবাদ জানাই ভাই আপনাকে ।
Khub valo video itihas sobaer thake basi adhunik
Nice তোমার। ভিডিওর জন্য অপেক্ষা করে থাকি দাদা
আমাদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনার কাছ থেকে আমরা অনেক মূল্যবান কথা জানতে পারি,,,
দুর্দান্ত... কোথায় পাচ্ছ বলো তো এইসব অসাধারণ তথ্য? এশিয়াটিক সোসাইটিতে? আরো চাই!! আমরা ইতিহাস বলতে তো শুধু রাজা বাদশাদের মারপিট পড়েছি..!! সামাজিক ইতিহাসই আসল ইতিহাস, যার সোর্স খুবই কম, মূলত সাহিত্য থেকে যেটুকু জানা যায়!!
যেমনি সুন্দর ভিডিও তেমনি সুন্দর বলার ধরন ...খুব ভাল হয়েছে উপস্থাপনা
তথ্যসূত্র...
Khub khub khub sundor.❤️❤️❤️
খুব সুন্দর একটি ভিডিও ছিলো ভাই অনেক কিছু জানতে পারলাম ❤❤
অসাধারণ লেগেছে বাংলার ইতিহাস সম্পকৃত সব কয়টা ভিডিও,,,,আশাকরি এ উপমহাদেশ বিশেষ করে বাংলার ইতিহাস এর আরো ভিডিও পাবো😍😍😍
অনেক অজানা তথ্য জানতে পারলাম /নমস্কার বন্ধু ধন্যবাদ 🙏
এইরকম ভিডিওর জন্য আমরা অপেক্ষায় আছি।।
Onek Sundar hoyeche video T.
Khub valo laglo.kindly bangalider lifestyle nie ekta video banan and let us know how u got these information
Ager din valo chilo khub valo laglo apnar video ta
Darun.. Darun graphics.. Darun background music.. Awesome.. Tmr creativity er jobab nai.. Tmr video wait kori.. Asha kori aro bhalo video koro.. If u will give english subtitle then u will get more subscriber..
দারুণ ভিডিও ।অনেক দিন পরে
আপনার চ্যানেল টি একটি অনন্য চ্যানেল।
খুব ভালো। জানা অজানার ফারাক বোঝায়।
খুব ভালো ভিডিও বানাইসেন কি আর কমু 💖🤩
চমৎকার
অনেক কিছু জানতে পারলাম
অসাধারন ও মূল্যবান তথ্য! অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
অনেক পুরনো তথ্য জানালেন।
অসংখ্য ধন্যবাদ।
Osadharon , osadharon.dada , please erokom video aro dekhan . purono amoler bivinno tothyo jante aamar khoob valo lage. 19 th century te Kolkata te jinis er daam aar bivinno peshar lokeder mahina kemon chilo se bisoy e ekta video pele khooshi hobo.
Khub sundor video ta,anek kichu natun janlam apnar theke,porer video kobe asbe? Apnar video te j background music ta use hoyeche otar name ki?
ভাই আরও তারাতারি ভিডিও দেন
তখন যেমন জিনিষপত্রের দাম কম ছিল তেমনই মানুষের আয়ও ছিল কম। ফলে হরেদরে অবস্থা একই। তবে এখন মানুষের আয় কিছুটা হলেও বেড়েচে বিভিন্ন জনকল্যাণকর প্রকল্পের মাধ্যমে।
,খুবই মূল্যবান তত্ত্ব যুক্ত একটি ভিডিও
খুবই ভালো লাগছে ভিডিও টা..
ধন্যবাদ আপনাকে
দরকারী পোস্ট। ধন্যবাদ।
অসাধারণ🙏🙏🙏💐💐💐
অসাধারণ জ্ঞান ভান্ডার ধন্যবাদ ❤❤❤❤❤
Nice dada 😊😊😊😊 from bangladesh
আপনার বিষয় মূলক তথ্য আমার খুব ভালো লাগে... আমার এক বিশেষ অনুরোধ আপনার কাছে, পুরোনো বেলেঘাটা সম্পর্কে অর্থাৎ East India কোম্পানি র আমলে বেলেঘাটার ইতিহাস সম্পর্কে জানতে চাই.... আশায় রইলাম... ভালো থাকবেন
সে সময়ে মানুষের বার্ষিক আয় গড়ে কত ছিলো জানাতে পারলে আরো ভালো হতো।অথবা একজন দৈনিক ভিত্বিক শ্রমিক কত রোজগার করতেন জানলে দারুন হতো।
khub bhalo hoyeche... Very very important and interesting
I love India from Bangladesh 💘💘🇧🇩🇮🇳🇧🇩🇮🇳
খুব ভালো ।
কিন্তু , তথ্যসূত্র দিলে তবেই পাকা কাজ হবে ।
শুভেচ্ছা নেবেন।
Ekdom tai
দারুণ 👍👍
Laster kotha ta sundor bolechen
Very nice video 👍 good ❤️ beautiful 💖🥀❤️
Nice video😄😄😄😄😄
সে সময়ে এ সময়ের চেয়ে দ্রব্যমূল্য মানুষের নাগালের বাইরে ছিল। বরং এখন সস্তা।
Yes you correct
না ভাই। অই সময় খাবার প্রচুর ছিল। অনেক ধনী ছিলাম আমরা।
@@zamansarkar36169 Then can you please explain why was there frequent recurrence of famines?
Wah..khub sundor video.
Khub valo,roj video deben dada,background music tar name jante pari ki?
আমি আপনার চ্যানেল কে Subscribe করছি ।
অসাধারণ ভিডিও 👍👍
শেষের কথাটা ভাল লাগল
Excellent video I feel like, been back to history
ভীষণ ভালো কাজ।
Sir, Nadia Niye ekta video korben please🙏
ভিডিওটা দেখছি এবং দেখে কেমন লাগছে জানাচ্ছি তোমাকে
খুবই ভালো লাগে
Tomar video deklay mot ta valo Hoya jay sotti
শেষের কথাগুলো বেশ মজার বলেছেন। খুব ভালো লাগলো ভিডিও টা
Dada plz plz ekta vdio banao na shobhabazar .janbazar. ei dui jayga soho kolkatar royal family gulo niye sei somoykar 😀😀😍😍😍😍. Tomar video amar darun darun darun darun darun darun lage.
Great video 📹..... 📹 I just subscribed for your channel ❤.
খুব ভালো তথ্য । অনেক জানা ও শিক্ষনীয় ।
তবে তথ্যের সাথে সাথে সূত্রঃ দিয়ে দিলে আরো বিশ্বাসযোগ্য হবে । নতুবা তথ্যটি কখনোই স্বয়ং সম্পূর্ণ হবে না ।
Sotti ossadharon 🙏😇🐈🐈
ভালো লাগলো। তবে, আজকের দামের সঙ্গে একটা তুলনা পেলে আরও ভালো লাগতো। যেমন, বলেছেন, ১৭৫৭ সালে ইঁটের দাম ছিল ৩ টাকা ১০ আনা। ১৯৪৮ সালে আমরা ভালো ইঁট কিনেছিলাম ৮০ টাকা হাজার দরে। অর্থাৎ, প্রায় ২০০ বছরে দাম বেড়েছিল ২২ গুণ। আর, আজ (ধরুন, ২০১৮ সাল), মানে, ৭০ বছর পরে, ইঁটের দাম প্রায় ১০,০০০ টাকা হাজার, মানে ১২৫ গুণ!
ইত্যাদি....
এই রকুম ভিডিও বানায়ে যাও ভাই। ভালোবাসা থাকলো।
কি সুন্দর উপস্থাপনা। বেশ লাগলো
শেষের কথাটা ঠাট্টা হলেও যুক্তিহীন নয়... ❤💯
দুর্দান্ত দাদা। আবার চাই এরকম।
হায়রে কোথায় হারিয়ে গেল সেই সোনালী যুগ
Ppp
@@tutabarbhuiya3788 ગઘગગ
সোনালী দিন!!! অত্যাচারী নবাবদের সোনালী দিন... সাধারন মানুষের চূড়ান্ত কষ্টের দিন
যমের দক্ষিন দুয়ারে
@@mantrani r8
Ank vlo jinis jante parchi 👍