'হ্ম' বর্ণটির নাম কী ?শব্দে এই বর্ণটি থাকলে তার উচ্চারণ কেমন হয়?
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- 'হ্ম' বর্ণটি নিয়ে আমরা বেশ বিভ্রান্ত হই।বর্ণটির নাম কী? অনেকেই বর্ণটিকে 'ক্ষ' মনে করেন।বর্ণটি শব্দে থাকলে তার প্রমিত উচ্চারণ কেমন হবে?উত্তর খোঁজা বেশ কঠিন।বর্ণটি নিয়ে সহজে আলোচনা করার চেষ্টা করলাম।
"ক্ষ" নিয়ে আলোচনা-- • 'ক্ষ' এর উচ্চারণ বৈচিত্র
খুব সুন্দর ভাবে বোঝালেন, আমাদের স্কুলে বাংলার মাষ্টার মহাশয় এইভাবেই বুঝিয়ে ছিলেন। আজ সত্তর বছর বয়সে আবার এই শিক্ষা দেখে আপনার প্রতি কৃতজ্ঞ, আমার প্রণাম নেবেন।
অগাধ জ্ঞান। এই রকম শিক্ষক প্রায় লুপ্ত হয়ে যাচ্ছে। সমাজকে সমৃদ্ধ করার জন্য এই রকম শিক্ষক দরকার।
অনেক ধন্যবাদ, শিক্ষক এর অভাব নেই কিন্তু এত সুন্দর করে শেখানোর স্যারদের খুব অভাব।
হ+ম=হ্ম আমি একজন সঙ্গীত শিল্পী সঙ্গীত শাস্ত্রে এটাকে ব্রহ্ম মা বলা হয় এবং কড়ি মা বলা হয়। কড়ি মা কল্যাণ ঠাটে ব্যবহৃত হয়। ধন্যবাদ এত সুন্দর প্রশ্ন করার জন্য এবং বুঝিয়ে দেয়ার জন্য।
এত যত্ন করে বাংলা ভাষা শেখানোর জন্য শিক্ষক মহাশয়কে আন্তরিক অভিনন্দন।
এমন কিছু জিনিস আছে যা নিজে বুঝলেও অন্যকে ঠিকমতো বোঝানো মুস্কিল হয়ে যায়। আপনি এখানে সেটা সুন্দর ভাবে বুঝিয়েছেন।
একদম ঠিক বলেছেন আপনি।বিষয়টি উপস্থাপন করা বেশ সমস্যার।ধন্যবাদ ,স্যার🙏
একদম ✅ ।নমস্কার
@@Banglaobanglarprokriti 😮😮
²¹.l
খুব সুন্দর করে বুঝিয়েছেন। ধন্যবাদ আপনাকে
ভাইয়ের পোস্টটিতে মন্তব্যগুলো পড়ে মন ভরে গেল। আমি গর্বিত দাদা। অনেক অনেক শুভেচ্ছা ও ভালবাসা রইলো।
আপনাকে অনেক ধন্যবাদ জানাই🙏
চমৎকার উপস্থাপন, অনেক ধন্যবাদ আপনাকে। আপনিও ভালো থাকবেন, ফিআামানিল্লাহ্!!
স্কুল কলেজ তো অনেক পাশ করেছিলাম, কিন্তু এভাবে কোন দিন কোন শিক্ষক সুন্দর করে বোঝাতে পারেননি অথবা বোঝাননি,ধন্যবাদ আপনাকে,,,,,,একেই বলে জাত শিক্ষক।
আপনি হয়ত ছাত্র হিসেবে দুর্বল ছিলেন।
রেফারেন্স বই গুলো গুরুত্বপূর্ণ। অবশ্য সত্যি কথা ডিকশনারি খুলে এ বিষয়গুলো নিয়ে সে ভাবে ভাবিনি। নতুন করে শিখছি। যা খুবই জরুরী। আগে আদর্শলিপি ছিলো। ক্য, য্র, ক্ল, হসন্ত, চন্দ্রবিন্দুর ব্যবহার, উচ্চারণ যদি শেখাতেন উপকৃত হতাম। দেখছি বানান আর উচ্চারণ অনেক ভুল শিখে বসে আছি। আশ্চর্য এতোদিন খেয়ালও করিনি। অথচ এই বাংলা ভাষার জন্য পাকিস্থানের পাচটা মুসলিম ছেলেকে মিছিলে হত্যা করে বাংলা ভাষাকে মহান করা হয়েছে। যারা মহান করেছে তাদের অনেকের বাংলা উচ্চারণ, বানান ভুলে ভরা। অশুদ্ধ। বিকৃত। উদাহরণ হিসেবে, ওরা আমার মুখের ভাষা কাইড়া (কেড়ে) নিতে চায়...
সাত কোটি বাঙালি রে দাবায়ে(দাবিয়ে) রাখতে পারবা(পারবে) না...। যাইহোক, আপনার ভিডিওগুলো যা এখন পর্যন্ত দেখেছি অনেক ভুল শুধরে দিয়েছে। সেজন্য অসংখ্য ধন্যবাদ।
খুব ভালো লাগলো এই সব বিস্তারিত ভাবে জানতে পেরে। ছোটো বেলার পড়া এখন আর তেমন মনে নেই। এখন আবারো নিজেকে ঝালিয়ে নেবার সুযোগ পেলাম। 🙏🙏🙏🙏
মাসাআল্লাহ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন স্যার।
মাশাল্লাহ অনেক সুন্দর এবং শাবলিল ভাবে শিক্ষার্থীদের বুঝাতে সক্ষম হয়েছেন আপনি। আপনার প্রতি কৃতজ্ঞ রইল
So nice sharing
আপনার ভিডিওগুলো দেখে সত্যিই অবাক হয়ে। বাঙালি ঘরে জন্ম নিয়ে বাংলা মিডিয়াম স্কুলে পড়ে বাংলা ভাষা সম্বন্ধে কিছুই জানিনা। কারণ এত সুন্দর করে আমাদেরকে আজ পর্যন্ত কেউ বোঝাতে পারেনি।
হাতের লেখাও খুব সুন্দর, বুঝানোটাও চমৎকার 🙏😍
... আলোচনাটি খুব গুরুত্বপূর্ণ ছিল এবং আলোচনাটি খুব সুন্দর লাগল। আলহামদুলিল্লাহ।
মাশাআল্লাহ পুরোটাই শুনলাম খুব ভালো লাগলো ❤❤
Asadharan ❤
বাংলা অক্ষর এর উচ্চারন অনেক ই জানে না। তবে আপনি এই ভিডিও টির মাধ্যমে অনেকটা পরিষ্কার করে বুঝানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এই অক্ষরগুলি কিন্তু খুব ই জটিল অনেকে বলতে মানে বেশির ভাগ লোক ই তার উচ্চারন কি হবে তা বুঝতে বা বুঝাতে পারবে না।
খুব ভালো লাগলো।
দুয়েকটি জিজ্ঞাসা :-
আমরা বাংলায় দুটো ব বর্ণ রেখেছি, যথা প ফ ব ভ ম
এবং য র ল ব শ।
এই দুটো ব এর উচ্চারণগত পার্থক্য নেই কেন যা বাকি সব ভাষায় আছে?
২) আমরা পদ্ম কে দ ও ম এর যুক্তাক্ষর হিসাবে উচ্চারণ না করে ' দ্দ ' উচ্চারণ করি কেন?
৩) জ ও য এই দুই বর্ণের মধ্যে উচ্চারণগত পার্থক্য বাংলায় নেই কেন?
এই উচ্চারণ গুলি কিভাবে বাংলায় এসেছে?
স্কুলে বাংলা স্যারের কথা মনে পড়ে গেল। তিনি এখন আর নেই।তার প্রতিছবি আপনার মধ্যে দেখলাম। খুব ভালো লাগলো।
❤️❤️
খুব উপকৃত হলাম। ধন্যবাদ।
Bow to you,Sir. Thank you so much for nice presentation.
Aktu oshadharon video dekhlam. Apnake onek onek dhonyobad
বেশ উপকৃত হলাম।
Sundar alochona
খুব সুন্দর বোঝানো হয়েছে। সত্যই খুব ভালো লাগলো।
খুব ভালো আজ আপনি বোঝালেন দাদা
ধন্যবাদ
অজয় ভট্টাচার্য
বারাণসী
সুন্দর উচ্চারণ এবং বিশ্লেষণ। ধন্যবাদ।
আবারও ধন্যবাদ। বঙ্গদেশ থেকে এ রকম পণ্ডিত শিক্ষক/অগাধ জ্ঞানের মানুষগুলো দিনদিন কমে যাচ্ছে।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ব্যাপারগুলোকে অত্যন্ত সহজভাবে বুঝিয়ে দেয়ার জন্য।আমাদের বাংলাভাষা শিক্ষার ব্যাপারে অনেক লুকোচুরি এবং গাফিলতি দৃশ্যমান। অথচ মাতৃভাষা শিক্ষার ব্যাপারে অনেক কড়াকড়ি থাকার কথা ছিল। আমাদের পাঠ্যপুস্তকে কোথাও খুঁজে পাইনি বর্ণমালা কাকে বলে, বর্ণমালা কত প্রকার কি কি, বাংলা বর্ণমালা কয়টি এবং স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ কতটি এরকম কোন বর্ণনা বা প্রশ্ন। আমার বাসায় বাচ্চাদের গৃহ শিক্ষককে এসব ব্যাপারে আলোচনা করতে বলায় তিনজন শিক্ষক আর পড়াতেই আসেননি। এসব বিষয়ে দৃষ্টি আকর্ষন করছি।
সব প্রশ্ন উল্লেখ করুন🙏
আপনি খুব সুন্দর ভাবে প্রকাশ করেছেন যা শিক্ষকদের কাছে আশা করি গ্রহনীয় হবে। এই সুন্দর প্রয়াস জারি থাকুক।
খুব সুন্দর ভাবে বুঝিয়েছেন। ধন্যবাদ। ভালো থাকবেন।
সুপার স্যার, আপনি সত্যি মহান।
অসাধারণ, ধন্যবাদ মহোদয়কে।
সুন্দর উপস্থাপন । এই মিডিয়ার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
অসাধারণ লাগছে, আপনাকে অনেক ধন্যবাদ
খুব ভালো লাগল। আপনার কাজ প্রচার পাক বাংলার দিকে দিকে।
অশেষ ধন্যবাদ।সঙ্গে থাকবেন❤️
খুবই ভালো হয়েছে দাদা, এত বিশদে আলোচনা করার ও সুন্দর ভাবে বোঝানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন ও সুস্থ থাকবেন দাদা ।
শিক্ষা প্রতিষ্ঠানে এমন কিছু শিখিনি,, নতুন একটা চমৎকার জিনিস শিখলাম। ধন্যবাদ আপনাকে
খুব ভালো লাগলো, ধন্যবাদ
🙏🙏 স্যার , আপনাকে অসংখ্য ধন্যবাদ আর শ্রদ্ধা জানাই।🙏🙏
খুব সুন্দর। ভালো করে বুঝতে পারলাম।
ধন্যবাদ, বন্ধু🌷🌷
Thanks valolaglo onekey janenna khoob sikshonio god bless you
স্যার, বানান করার সময় হ ম ফলা বলতে হবে নাকি হ্ ম বলতে হবে? আশাকরি সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন। ভীষণ প্রয়োজন।
অনেক ধন্যবাদ, সুন্দর বলেছেন।
..sincere ,responsible,well trained teacher..such a teacher is diminishing .🙏
Gjggjj
অসংখ্য ধন্যবাদ আপনাকে ❤❤❤❤
খুবই গুরুত্বপূর্ণ আলোচনা।
Khub sundar barnan, dhanyavad
স্যার যেভাবে আপনি আমাদেরকে যেভাবে বোঝান ধন্যবাদ
অসাধারন
Well explained.👍👍👍
খুব ভালো লাগলো দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ
Chamatkar laglo
Good teacher.
Excelent teaching
Banglar bhasar alochanata khub e bhalo laglo.
Very good expression.
খুব ভালো লাগলো।
Sir অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে বোঝানোর জন্য
খুব ভালো।
আপনি এতো ভালো কেন?
এইভাবে নিয়মিত ভিডিও দেবেন প্লিজ
KHUB SUNDAR BUJHIYECHEN::
দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।
Khub valo laglo.Valo bhuziyechen.
খুব সুন্দর
Khub valo legeche dada.ei rakom vedio aro chai
Yes thanks so much for your teaching idea
স্যার আপনাকে অনেক ধন্যবাদ
Sundar teaching techniques ❤❤❤
ধন্যবাদ জনাব
আপনার মত শিক্ষকের অভাব। ভালো থাকবেন সবসময়
Thank you thank you . Thank you ❤❤❤
অনেক ধন্যবাদ।
দারুণ লাগলো।
অসাধারণ উপস্থাপন।
অনেক ধন্যবাদ আপনাকে 🙏
ভালো প্রয়াস
খুব ভালো ভাবে বুঝিয়ে আলোচনা করার জন্য আপনাকে ধন্যবাদ।
অত্যন্ত যত্নশীল, শুভ প্রয়াস!
Splendid
Valo laglo.learnt many things.
আপনি প্রথম দিকে সঠিক ভাবে যুক্ত বর্ণের উচ্চারণ করেছেন। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ । কিন্তু , মাঝখানে এই যুক্ত বর্ণ সহযোগে গঠিত শব্দের সঠিক উচ্চারণ না করে বিকৃত উচ্চারণ করেছেন , এ রকম বিকৃত উচ্চারণ করে বাংলা ভাষার সঠিক উচ্চারণের অপমান করবেন না।
অসাধারণ।
Good. Thanks
Good gate.
এটা জানলেও এই সুন্দর ভাবে জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।।
Sundor
দারুন 👍
ধন্যবাদ😊
@@Banglaobanglarprokriti স্বাগতম
চমৎকার বোঝালেন!
Good !
প্রতি টি আলোচনা খুব সুন্দর লাগে ধন্যবাদ আপনাকে
Thank you sir ato valo vabe bojhanor janno
স্যার আমি বাংলাদেশ থেকে দেখছি খুব ভাল Nice
আপনার মতো শিক্ষক এই সমাজে নাই বললেই চলে।
ভালো।
সুন্দর।
sir thank you anek kichu poriskar holo...