ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর কর্ম ও দর্শন।Biography of Dr.Muhammad Shahidullah

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • বহুভাষা‌বিদ ড.মুহম্মদ শহীদুল্লাহর কর্ম দর্শন।Biography of dr. muhammad shahidullah@ToTheFocus
    বহুভাষাবিদ, জ্ঞানতাপস ও গবেষক ড. মুহম্মদ শহীদুল্লাহ ১৮৮৫ সালের ১০ জুলাই তিনি ভারতের চব্বিশ পরগণা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। ভাষা ও ভাষাতত্ত্বে তাঁর অগাধ পান্ডিত্য ছিলো। তাঁকে বলা হতো ‘চলমান অভিধান’। বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস নিয়ে তাঁর গবেষণা নিরন্তর। বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষার্থীরা আজও তাঁর দেখানো পথ ও মত অনুসরণ করে থাকেন। তিনি ১৯১২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তুলণামূলক ভাষাতত্ত্বে এম.এ ডিগ্রী লাভ করেন। ১৯১৯ থেকে ১৯২১ সাল পর্যন্ত তিনি ড. দীনেশ চন্দ্র সেনের সহকর্মী হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে কাজ করেন। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত ও বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। পাশাপাশি একই বিশ্ববিদ্যালয়ে ১৯২২ থেকে ১৯২৪ সালে পর্যন্ত আইন বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করেন। এরপর তিনি ফ্রানস-এ পিএইচডি করতে যান। ১৯৫৮ সাল পর্যন্ত শিক্ষকতা করার পর তিনি সর্বশেষ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অবসরে যান।বহুভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ প্রায় ২৪‌টি ভাষা আয়ত্ত করেছিলেন। ইংরেজি, ফরাসি, সিংহলি, জার্মান, আরবি, উর্দু, হিন্দু, হিব্রু, গ্রিক, ল্যাটিন, পাঞ্জাবি, মারাঠি, তামিল সহ মোট ১৮টি ভাষার ওপর তাঁর উল্লেখযোগ্য পান্ডিত্য ছিল। মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন একাধারে ভাষাবিজ্ঞানী, শিক্ষাবিদ, গবেষক, আইনজীবী, কবি, সাহিত্যিক, অনুবাদক, লোকবিজ্ঞানী, জ্ঞানতাপস, দার্শনিক ও ভাষাসৈনিক। তবে তাঁর বড় পরিচয়, তিনি ছিলেন একজন খাঁটি বাঙালি। জাতিসত্তা সম্পর্কে তাঁর স্মরণীয় উক্তি, “আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙ্গালী।” ভাষা আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকায় ছিলেন। পাকিস্তান রাষ্ট্রের সূচনায় অর্থাৎ ১৯৪৭ সালে তিনিই প্রথম পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা ‘বাংলা’ করার যৌক্তিকতা তুলে ধরেন। দেশভাগের পর থেকেই পূর্ব পাকিস্তানের প্রতিনিধি কেন্দ্রীয় মন্ত্রী ফজলুর রহমান আরবি হরফে বাংলা প্রবর্তনের প্রচারণা চালান। ১৯৪৮ সালের ২৯ ডিসেম্বর করাচিতে অনুষ্ঠিত নিখিল পাকিস্তান শিক্ষক সম্মেলনে ফজলুর রহমান ভাষার ইসলামিকরণের স্বার্থে বাংলাকে আরবি লিপিতে লেখার প্রস্তাব করেছিলেন। এর প্রতিক্রিয়ায় মুহম্মদ শহীদুল্লাহ ভাষার জটিলতা বৃদ্ধির আশঙ্কা করে প্রস্তাবটির বিরোধিতা করেন এবং বাংলাকে অপরিবর্তিত অবস্থায় পূর্ব বাংলার রাষ্ট্রভাষা তথা পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার পক্ষে মত দিয়েছিলেন। সেসময় তিনি ভাষা সমস্যাকে কেন্দ্র করে অনেকগুলো প্রবন্ধ রচনা করেন। তাঁর এই ভূমিকার ফলে রাষ্ট্রভাষা আন্দোলনের পথ অনেকখানি প্রশস্ত হয়। বাংলা ভাষার নানা সমস্যা যেমন- উচ্চারণ, বানান, ভাষা সংস্কার, বাঙলা লিপি ও হরফ সংস্কার ইত্যাদি বিষয়েও তিনি অনেক প্রবন্ধ লিখেছেন যা নানাভাবে বাংলাদেশের জনগণের ভাষা সচেতনতা বাড়িয়েছে। এমনকি তিনিই প্রথম বাংলা একাডেমি প্রতিষ্ঠার দাবি তোলেন। তাঁর একান্ত চেষ্টা ও উদ্যোগে ১৯৫৫ সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়।
    ---------------------------------------
    Biography of Dr. Muhammad Shahidullah, Life story of Dr. Muhammad Shahidullah, History of Dr. Muhammad Shahidullah, Biogaphy of Dr. Md. Shahidullah, Dr. Muhammad Shahidullah‘s biography, Dr. Muhammad Shahidullah‘s life story, Dr. Muhammad Shahidullah, ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর জীবনী, ডক্টর মুহম্মদ শহীদুল্লার জীবনী, ডক্টর মুহম্মদ শহীদুল্লার জীবন কাহিনী, ডক্টর মুহম্মদ শহীদুল্লার জীবন বৃত্তান্ত, ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ,
    ভাষাবিদদের জীবনী, সাহিত্যিকদের জীবনী, রাজনীতিবিদদের জীবনী, বাজ্ঞালী কবির জীবনী, ভাষাসৈনিক এর জীবনী, ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ, muhammad shahidullah, dr. muhammad shahidullah, মুহম্মদ শহীদুল্লাহ জীবন ও কর্ম, মুহম্মদ শহীদুল্লাহর জীবনী, মুহম্মদ শহীদুল্লাহ জীবনী, মুহম্মদ শহীদুল্লাহর জীবন, মুহম্মদ শহীদুল্লাহর সাহিত্যকর্ম, Muhammad Shahidullah, Muhammad Shahidullah bangla biography, Muhammad Shahidullah jiboni, Muhammad Shahidullah life, Muhammad Shahidullah's works, মুহম্মদ শহীদুল্লাহ, Dr. Muhammad Shahidullah, ড. মুহম্মদ শহীদুল্লাহ, ড. মুহম্মাদ শহীদুল্লাহ, D. Muhammad shohidullah, D.shohidullah, vashabid Dr Muhammad shahidullah, Mohammed shahidullah biography of Muhammad shahidullah, biography Mohammad shahidullah, Biography of a Bengali poet, Biographies of poets,বিশিষ্ট ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহর ১৩৪তম জন্মবার্ষিকী, Channel24, Channel 24, চ্যানেল ২৪, বাংলাদেশের খবর, Bangla News,ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ, পল্লিসাহিত্য, ড.মুহম্মদ শহীদুল্লাহ, মুহম্মদ শহীদুল্লাহ, ড. মোঃ শহীদুল্লাহ, শহীদুল্লাহ, ড. মুহম্মদ শহীদুল্লাহ, Muhammad Shahidullah, রসিক ড. মুহম্মদ শহীদুল্লাহ শারফিন শাহ
    Muhammad Shahidullah, dr. muhammad shahidullah‘s biography, dr. muhammad shahidullah‘s life story, biogaphy of dr. md. shahidullah@ToTheFocus
    -------------------------------------
    #ডক্টরমুহম্মদশহীদুল্লাহরজীব‌নী
    #Doctormuhammadshahidullah‘sbiography
    #Dhakauniversityarea
    #ঢাকা‌বিশ্ব‌বিদ‌্যালয়এলাকা
    #ঢাকা‌বিশ্ব‌বিদ‌্যাল‌য়েরগুরুত্বপূর্ণস্থাপনা
    #Heritage
    #History
    #Culture
  • บันเทิง

ความคิดเห็น • 12

  • @user-bk1pl9kk8v
    @user-bk1pl9kk8v 4 หลายเดือนก่อน +1

    Very informative content

    • @ToTheFocus
      @ToTheFocus  4 หลายเดือนก่อน

      Thanks.

  • @ahmedsharif9245
    @ahmedsharif9245 4 หลายเดือนก่อน +1

    তথ্যবহুল ভিডিওটা ভালো লাগলো

    • @ToTheFocus
      @ToTheFocus  4 หลายเดือนก่อน

      মতাম‌তের জন‌্য ধন‌্যবাদ।

  • @romanaaney6735
    @romanaaney6735 4 หลายเดือนก่อน +1

    Great personality.

    • @ToTheFocus
      @ToTheFocus  4 หลายเดือนก่อน

      Thanks

  • @LikhonSarkerHimel
    @LikhonSarkerHimel 4 หลายเดือนก่อน +1

    খুবই তথ্যবহুল এবং সুন্দর তথ্যচিত্র। ধন্যবাদ।

    • @ToTheFocus
      @ToTheFocus  4 หลายเดือนก่อน +1

      মতাম‌তের জন‌্য ধন‌্যবাদ।

  • @MediaExpertbd
    @MediaExpertbd 4 หลายเดือนก่อน +1

    অ‌নেক তথ‌্যবহুল এক‌টি তথ‌্যচিত্র ধন‌্যবাদ।

    • @ToTheFocus
      @ToTheFocus  4 หลายเดือนก่อน

      সা‌থে থাকার জন‌্য ধন‌্যবাদ।

  • @mdasik6962
    @mdasik6962 3 หลายเดือนก่อน +1

    এগিয়ে যান ভাই

    • @ToTheFocus
      @ToTheFocus  3 หลายเดือนก่อน +1

      ধন‌্যবাদ সা‌থে থাকার জন‌্য।