অভিনেতা প্রবীর মিত্র খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার রাত ১০টার পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। ১৯৪৩ সালের ১৮ আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র। তাঁর পুরো নাম প্রবীর কুমার মিত্র। পুরান ঢাকায় বড় হওয়া প্রবীর মিত্র স্কুলজীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন। স্কুলজীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটকে অভিনয় করেছিলেন তিনি।১৯৬৯ সালে প্রয়াত এইচ আকবরের ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম প্রবীর মিত্র ক্যামেরার সামনে দাঁড়ান! প্রবীর মিত্রের তিন ছেলে ও এক মেয়ে-মিঠুন মিত্র, ফেরদৌস পারভীন, সিফাত ইসলাম ও সামিউল ইসলাম। এর মধ্যে সামিউল মারা গেছেন। প্রবীর মিত্রের স্ত্রী অজন্তা মিত্র প্রয়াত হয়েছেন ২০০০ সালে। ইসলাম ধর্ম গ্রহণ করার পর প্রবীর মিত্রের নাম পরিবর্তন করা রাখা হয়েছিল হাসান ইমাম। কিন্তু সে নামে পরিচিতি পাননি তিনি। আমৃত্যু প্রবীর মিত্র হিসেবেই সবার কাছে পরিচিত এই অভিনেতা।সাক্ষাৎকারে প্রবীর মিত্রকে বলতে শোনা যায়, ‘আমি তো কনভার্ট হয়েই ওর মাকে (স্ত্রী) বিয়ে করেছিলাম। তখন মুসলমান হয়েছিলাম। তখন প্রয়োজন হয়েছিল মুসলমান হওয়া, এখনও সে ধর্মেই আছি।’
উনি নায়ক থেকে নায়ক নায়িকাদের বড় ভাই বাবা হয়ে গেলেন।বুশরা আপু নায়ক ওয়াসিম শাবানার একটি ভিডিও বানাবেন।নায়ক ওয়াসিমের অজানা কথাগুলি আপনার মাধ্যমে জানতে চাই 🎉❤
প্রবীর মিত্র এর একজন অভিনেতা কি স্বাধীনতা পদক কিংবা একুশে পদকে ভূষিত হতে পারেন না? আর কতটুকু করলে সংশ্লিষ্টদের কাছে প্রবীর মিত্র, নাসিমা খান, ববিতা, কবরী, ফারুক, শাবানা 'রা যোগ্য হয়ে উঠবেন?
Keno enara Muslim hoyechhilen eta toh amra jani. Kono Muslim ke biye korley otai korano hoy! Ekmatro byatikrom hoy jokhon lokera eshob niye matha ghaman na. Amar ek mama aar mami erokom. Mami Muslim, amra Hindu. Onader court marriage hoyechhilo 34 bochhor agey. Shanti te songshar korchhen family niye. Keu dhormo paltan ni. Dui family ei biye niye konorokom jhamela koreni. No big deal!
অভিনেতা প্রবীর মিত্র
খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার রাত ১০টার পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। ১৯৪৩ সালের ১৮ আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র। তাঁর পুরো নাম প্রবীর কুমার মিত্র। পুরান ঢাকায় বড় হওয়া প্রবীর মিত্র স্কুলজীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন। স্কুলজীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটকে অভিনয় করেছিলেন তিনি।১৯৬৯ সালে প্রয়াত এইচ আকবরের ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম প্রবীর মিত্র ক্যামেরার সামনে দাঁড়ান! প্রবীর মিত্রের তিন ছেলে ও এক মেয়ে-মিঠুন মিত্র, ফেরদৌস পারভীন, সিফাত ইসলাম ও সামিউল ইসলাম। এর মধ্যে সামিউল মারা গেছেন। প্রবীর মিত্রের স্ত্রী অজন্তা মিত্র প্রয়াত হয়েছেন ২০০০ সালে। ইসলাম ধর্ম গ্রহণ করার পর প্রবীর মিত্রের নাম পরিবর্তন করা রাখা হয়েছিল হাসান ইমাম। কিন্তু সে নামে পরিচিতি পাননি তিনি। আমৃত্যু প্রবীর মিত্র হিসেবেই সবার কাছে পরিচিত এই অভিনেতা।সাক্ষাৎকারে প্রবীর মিত্রকে বলতে শোনা যায়, ‘আমি তো কনভার্ট হয়েই ওর মাকে (স্ত্রী) বিয়ে করেছিলাম। তখন মুসলমান হয়েছিলাম। তখন প্রয়োজন হয়েছিল মুসলমান হওয়া, এখনও সে ধর্মেই আছি।’
... ওনার মতো ভালো মানুষদের সংখ্যা... এই পৃথিবীতে খুব কম... 🌹
খুব ভালো একজন অভিনেতা ছিলেন❤
উনি নায়ক থেকে নায়ক নায়িকাদের বড় ভাই বাবা হয়ে গেলেন।বুশরা আপু নায়ক ওয়াসিম শাবানার একটি ভিডিও বানাবেন।নায়ক ওয়াসিমের অজানা কথাগুলি আপনার মাধ্যমে জানতে চাই 🎉❤
সিনেমা হলগুলি আর জেগে উঠবে না।স্মার্ট মোবাইলে রঙিন স্বপ্নগুলি কেড়ে নিয়েছে।
বিনম্র চিত্তে শ্রদ্ধা এবং গভীর শোক জ্ঞাপন করছি।
যে বোঝে সত্য খোঁজে।
Unparalleled ❤❤😢
চলচ্চিত্রের মহারথী উনি
গোলাম মোস্তাফা, খলিল, শওকত আকবর, এটিএম শামসুজ্জামান, প্রবীর মিত্র, আনোয়ার হোসেন সবাই চলে গেলেন
আল্লাহ্ প্রবীর মিত্রকে জান্নাতে উচ্চ স্থান দান করুন, তার আত্মাকে শান্তি দিন এবং তার পরিবারকে ধৈর্য্য ও শক্তি প্রদান করুন। আমিন। 🤲🕊
ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন 😢
প্রবীর মিত্র এর একজন অভিনেতা কি স্বাধীনতা পদক কিংবা একুশে পদকে ভূষিত হতে পারেন না?
আর কতটুকু করলে সংশ্লিষ্টদের কাছে প্রবীর মিত্র, নাসিমা খান, ববিতা, কবরী, ফারুক, শাবানা 'রা যোগ্য হয়ে উঠবেন?
মুসলমান সব ইন্তেকালের পর আলোর দিকেই যায়।
Keno enara Muslim hoyechhilen eta toh amra jani. Kono Muslim ke biye korley otai korano hoy! Ekmatro byatikrom hoy jokhon lokera eshob niye matha ghaman na. Amar ek mama aar mami erokom. Mami Muslim, amra Hindu. Onader court marriage hoyechhilo 34 bochhor agey. Shanti te songshar korchhen family niye. Keu dhormo paltan ni. Dui family ei biye niye konorokom jhamela koreni. No big deal!
Islam is the way of life