আপনার কথা হৃদয় দিয়ে শুনি।অপেক্ষায় থাকি। কোনো দিন মন্তব্য করে বিরক্ত করি নি। আজ প্রথম বলছি দাদা, কে কি বললো তাতে কিছু যায় আসে না। আপনি যা করছেন তা অনেক অনেক পাওয়া।
আপনার কথা শুনেই যেন সাধুসঙ্গ হয়। খুব ভালো লাগে। আপনি সাধক মানুষ, কিছু আসাধুর বাতুলতায় কষ্ট পাবেন না। যারা আপনার কথা শোনেন আশা করা যায়,সত্য মিথ্যা বোঝার ক্ষমতা তাঁদের আছে।
Very much glad to listen to your discussion. Kindly ignore all negative comments. Otherwise such commenters purpose will be successful and we lose your valuable discussions which enlightened Awaiting eagerly to listen more. With good wishes, Regards,
Anup babu is a good teacher . He is polite n humble n a perfect gentleman. If not any thing else , at least we can learn to b patient n polite like him. My heartfelt regards to anupbabu. 👍🙏
আপনার কথার মধ্যে এক অত্যন্ত সুন্দর সুন্দরতা খুঁজে পাই। আপনার বয়সের এক তৃতীয়াংশ বয়স আমার কিন্তু আপনার কথা আমার খুব ভালো লাগে। আমি খুব সামান্য সাধনা করি কিন্তু আপনার কথায় আমি আরও বেশি করে সাধনা করার উৎসাহ পাই। প্রণাম নেবেন 🙏
সশ্রদ্ধ 🙏প্রণাম দাদা। নিয়মিত শুনছি আপনার দ্বারা পরিবেশিত পবিত্র ও পুণ্য কথা-কাহিনী। যেমন শুনেছি নর্মদা মায়ের লীলা কথা, উচ্চকোটি স্তরের বা ঈশ্বরকোটি দিব্যজ্ঞানী মহা তপস্বীগণের পূতঃ জীবনচরিত, তাঁদের অপ্রাকৃত প্রেমপূর্ণ উপদেশ, ভাগবতী কথা সমূহ, তেমনি শুনেছি শ্রীভগবানের কৃপা প্রাপ্ত ওই শুদ্ধ, বুদ্ধ, অপাপবিদ্ধ, দিব্যপ্রেমের অধিকারী মুনি-ঋষি, তপস্বী, তপস্বিনীদের তপস্যায় ধন্য, পবিত্র স্থানসমূহের পরিচিতি ও তৎ সংক্রান্ত আনন্দ জনক বিবরণ। এখন যেমনটা আপনার পরিবেশিত ২য় পর্ব পর্যন্ত শুনলাম পরম পবিত্র, সাধারণের অগম্য, নিত্য শুদ্ধ তপোভুমি 'জ্ঞানগঞ্জ' -'র কথা। যদিও এ সম্পর্কে অতি সাধারণ কিছু গল্পাকারে শুনেছিলাম ইতিপূর্বে। এখন যেমন আশা করছি আরও অনেকানেক পর্বে আরও বহু তথ্যসমৃদ্ধ বিবরণ শুনতে পাবো উক্ত মহা আশ্চর্যবৎ পূতঃভুমি 'জ্ঞানগঞ্জ' সম্পর্কে। এরিই মাঝে আপনার সমীপে বিনম্র ভাবে নিবেদন করছি যে, আমার প্রাণের ঠাকুর, আমার গুরুদেব, পরমপ্রভু, পরমপূজ্যপাদ, আচার্য-বরিষ্ঠ অখণ্ডমণ্ডলেশ্বর শ্রীশ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব (যিনি আমাদের সকল অখণ্ড সমাজের কাছে পরমারাধ্য শ্রীশ্রীবাবামণি), যিনি অযাচক আশ্রম, মাল্টিভার্সিটি বা স্বাবলম্বী বিশ্ববিদ্যা কেন্দ্রের প্রতিষ্ঠাতা, নবযুগের নবীন বেদ অখণ্ড-সংহিতা সহ বহু পুণ্য গ্রন্থের প্রণেতা, অভিনব চরিত্র গঠন আন্দোলনের স্রষ্টা, কলির কল্মষহারী শ্রীভগবানের শ্রেষ্ঠ মহানাম হরিওঁ-কীর্তনের মহাপ্রচারক, সমগ্র বিশ্বকে এক দিব্য প্রেম-বন্ধনের রজ্জু স্বরূপ শ্রীশ্রীসমবেত উপাসনার উদ্গাতা। সেই পরম লোকপাবন, সাক্ষাৎ পরমব্রহ্ম স্বরূপ *অখণ্ডমণ্ডলেশ্বর শ্রীশ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব সম্পর্কে আপনার কাছ থেকে কিছু শুনতে ইচ্ছা করেছি দাদা।* পরম শ্রদ্ধেয় দাদা, এটা আপনার সমীপে আমার বিনীত ভাবে সপ্রেম অনুরোধ হিসেবেই নিবেন করছি মাত্র। হ্যাঁ, তবে আপনার যদি সময় হয়, আপনার যদি ইচ্ছা হয়, আমার আবেদনে ইতিবাচক সাড়া দেওয়ার মতো আপনার যদি সুযোগ ও সুবিধে হয়ে উঠে তবেই। আমার নিবেদনের মাধ্যমে যদি কোন ভুল করে থাকি তবে আমি যেমন দুঃখিত তেমনি বিনয়াবনতঃ ভাবে ক্ষমাপ্রার্থী। আবারও জানাই আপনার প্রতি আমার ভক্তি বিনম্র 🙏 প্রণাম।
আমি এমন একটি জায়গায় থাকি যেখানে সৎসঙ্গ হয় না; ধর্মিয় শিক্ষণিয় আলোচনার ব্যবস্থা নেই। তবে প্রতিদিন কাজ থেকে ফিরে আমি আচার্য মহাশয়ের বিভিন্ন ভিডিও গুলো দেখি। এটা আমার প্রতিদিনকার অভ্যাস হয়ে গেছে। আমার মতে আচার্য মহাশয় আজকের দিনে নিজের নিত্যকার কাজের পাশে অন্য অনেকের জন্যে যে প্রচেষ্টা করে যাচ্ছেন সেই কাজকে সম্মানের সাথে সহযোগিতা করা উচিৎ। যাহারা বিশ্বাস করেন না তাহারা সরে থাকলেই হলো। শুধু শুধু একটি ভালো উদ্যোগ কে ভন্ডুল করে নিজেকে পাপের পথে পরিচালিত করার কোনই মানে হয় না। আচার্য মহাশয় এর এই প্রচেষ্টাকে আমি সাধূবাদ জানাই।
চালিয়ে যযান মশাই। ভালো লাগা বেড়েই চলছে। সাধু সঙ্গ হচ্ছে। দুই একজন সমালোচক থাকা ভালো। এতে ধার আরও বাড়বে বৈ কমবে না আপনার। আপনি না বললে এ জীবনে এত সহজে কোথায় পেতাম এগুলো!!!!!! সাথে আছি চালিয়ে রাখুন সাথে রাখুন। সুস্থ সুন্দর থাকুন।
আপনার কথা শুনলাম। আজকের ব্যস্ত জীবনে সাধনার পথ অতি সংকুল। আমি বিজ্ঞানের ছাত্র, কম্পিউটর এবং ইলেকট্রনিক্স আমার নেশা। তবে ভারতীয় মনীষী এবং ভারতীয় সভ্যতার প্রতি আমার শ্রদ্ধা অপার। শংকরাচার্য এবং স্বামীজি ( স্বামী বিবেকানন্দ) কে আমি গুরু বলে মনে করি। জ্ঞানগঞ্জ প্রসঙ্গে আপনার কথা অনেকটা কাল্পনিক বলে মনে হলেও আমার শুনতে ভালই লাগছিল। কারণ বিজ্ঞানের ছাত্র হিসেবে আমি মনে করি - nothing is impossible. তবে স্বামীজির লেখায় কোথাও আমি জ্ঞানগঞ্জের উল্লেখ পাই নি। আমি আপনার সাক্ষাত প্রার্থনা করি.. আমার শ্রদ্ধা গ্রহণ করবেন.. ধন্যবাদ..
অত্যন্ত খুশি আপনার আলোচনা শুনে। সাধুসঙ্গ লাভ হয়,আনন্দ পাই। চালিয়ে যান -- দুষ্টলোকের কটু-কাটব্যে থেমে যাবেন না। তুলসীদাসের কথা স্মরণ রাখবেন, "হাত্তী চলে বাজারমে, কুত্তা ভোগে হাজার। সাধুকো দুর্ভব নেহি যত্ত নিন্দে সংসার"
বাবা তোমার অসমান্যতা আমি একটু হলেও অনুভব করি তোমার মুখে জ্ঞান গঞ্জ সম্পর্কে সব কিছু শুনতে চাই এটা তোমার অনাহত এক মেয়ের আবদার তুমি তো জানোই বাবা গোলাপ এত সুন্দর কিন্তু ওই যে বড্ডো কাঁটা 🙏🏽🙏🏽🙏🏽
বাবা আপনি যেমন বললেন জ্ঞানগঞ্জে কথা তেমনি বলেছেন আমার সেজদি বর্ণনা দিয়েছেন। ওখানে অনেক মুনি ঋষি তপস্যা করেছিলেন এবং দিদিকে একটি পদ্মাসন দিয়ে বসতে বলেন।।তারপর দিদি সাতদিন দেহে ছিলেন। এবং সোফায় বসে বসে দেহত্যাগ করেন। মুখে কোন কষ্টের ছাপ ছিলনা। অদ্ভুত মৃত্যু। খুবই সাত্তিক ছিল জীবন যাপন।একাই থাকত। ওঁর ছবি যদি আপনাকে দেখাতে পারতাম ভালো হতো। ভীষন নিয়মানুবর্তী চলাচল ছিল। কথাবার্তা ও ছিল চাঁচাছোলা।
দাদা আপনি আমার প্রণাম নেবেন।আমরা আপনার অলৌকিক কথা গুলো শুনে খুব তৃপ্তি লাভ করি। আপনি এইভাবে এগিয়ে যান। কিছু মানুষ আছে শুধু আছে বাজে কথা বলে মনে খারাপ করে দেয়।
Vison valo lage apnar kotha sunte. K ki bollo ki aase jai.Iswarer kripa chara ogyanatar aboron Kate na.Thakur ader uddyesso kore bolechilen loke na poke.Apnake pranam.Apni amader je vabe sommridhdho korchen tar jonno asonkhyo dhonnyobad.
আপনার এই কথা শোনার সৌভাগ্য হয়েছে আমাদের এইটা অনেক বেশি এই jonme পাওয়া যিনি আপনার সম্বন্ধে কটূক্তি করেছেন তার কত জ্ঞান জানতে পারলাম আমরা সবাই প্রণাম নেবেন normode hor
শ্রদ্ধেয় গোপীনাথ কবীরাজের লেখা থেকে ই প্রথম জ্ঞানগঞ্জ সম্পর্কে জেনে বিস্ময়াবিষ্ট হয়ে গিয়েছিলাম। অনেক গুরুজনের কাছে জানার চেষ্টা করেছিলাম।বিশুদ্ধানন্দ পরমহংসের ওপর লেখা পড়ে আরো জানলাম কিন্তু এত যুগ বাদে এখন ইউটিউব এর দৌলতে প্রচুর ভিডিও চোখে পড়ে। আপনি এই সিদ্ধপীঠ জ্ঞানগঞ্জ বিষয়ে আলোচনা করছেন। খুব ভালো লাগছে। অমোঘ আকর্ষণে টানে এই বিষয়টি। ধন্যবাদ ও নমষ্কার জানবেন।
গুরুজী প্রনাম নিবেন, আপনার প্রায় সব আলোচলাই আমি শুনি,, আমার অনেক পরিবর্তন এসেছে,, শুধু আপনার কথা শুনে,, গুরুজী নিন্দা করা যাদের স্বভাব তারা ত নিন্দাকরবেই, তারা কারো ভাল দেখতে পারেনা। নমস্কার।
Janendada benaras ashrame onar pratishito nabamundir asan ache r suryavigyan mandir ache amon ki onar babohar kora baghra charma kharam sab ache ei adhamer pranam korar sujog hoeche onar e natbou mane guru maaer kripai
আপনি অনেক বড় কাজ করছেন। আপনি নিজের মতন করে এভাবেই এগিয়ে যান। আপনার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকি আমরা। ওসব যে যা বলছে বলুক।আমারও একটি চ্যানেল আছে। আমাকেও বলে। নর্মদে হর। প্রণাম নেবেন
Kichu okejo lok ache jader mathai kharaab chara bhalo kotha ashe na oder nie apnar chinta korar shomoi o nei charun apnio egie cholun amra achi apnar sathe 🙏🙏🙏🙏
On some earlier occasion I called you as “ son of God “ . You have seen it, so you must recollect me. Your amiable voice has some special attraction, we are mesmerised. So don’t get hurt by someone’s criticism. My Gurudev Swami Pranabanandaji Maharaj told his disciples that criticism against your activity proves that you have been proceeding towards right direction. We all like you. So please do proceed.
"যেমন ভাব তেমন লাভ"--কথাটি আমাদের শ্রোতাদের কমেন্টগুলো থেকেই বোঝা যায় । আপনার আলোচনা আমাদের ঋদ্ধ করছে । আমরা কৃতজ্ঞ ।
আপনার কথা হৃদয় দিয়ে শুনি।অপেক্ষায় থাকি। কোনো দিন মন্তব্য করে বিরক্ত করি নি। আজ প্রথম বলছি দাদা, কে কি বললো তাতে কিছু যায় আসে না। আপনি যা করছেন তা অনেক অনেক পাওয়া।
একদম ঠিক কথা
যে যা বলে বলুক আপনি চালিয়ে যান গুরুজন
আপনার কথা শুনেই যেন সাধুসঙ্গ হয়। খুব ভালো লাগে। আপনি সাধক মানুষ, কিছু আসাধুর বাতুলতায় কষ্ট পাবেন না। যারা আপনার কথা শোনেন আশা করা যায়,সত্য মিথ্যা বোঝার ক্ষমতা তাঁদের আছে।
Khub sundar laglo.
আপনার কথায় অনেকেই জ্ঞানের আলো পায় তাই অন্ধকার জগতের শক্তিরা বাধা দেবার চেষ্টা করছে।
যাঁরা পড়তে পারেন না, তাঁদের জন্য এইই তো অনেক পাওয়া, এগিয়ে চলুন, আমরা 98% তো আছিই শোনার জন্য🙏🙏🙏🙏🙏🙏 ভালো থাকবেন, প্রনাম নেবেন, জয় গুরু🙏🙏🙏🙏🙏
Apnake. Onek Onek. Pronaam.
Babu Aapnar kathay prayan ney mantabyati shune kharap laglo. Aapnake pronam kori. Aapnar kathay samridhha hoi.Thakur o Maa Aapnake valo rakhun parthana korchi.
যে যাই বলুক আপনি একটা অসাধারণ কাজ শুরু করেছেন এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, আপনি আরো অনেক আধ্যাত্মিক বিষয় আলোচনা করুন 🙏🙏🙏
আপনার সহজ ভাষায় এই জ্ঞানগরভ আলচনা ভীষণ ভাল লাগল দাদা।আমার প্রণাম নেবেন।
DANDABAT PRANAM MAHARAJEE. GO CONTINUE GOD BLESS YOU. JOYHIND JOYGURU HARE KRISHNA BANDEMATARAM.
Very much glad to listen to your discussion.
Kindly ignore all negative comments. Otherwise such commenters purpose will be successful and we lose your valuable discussions which enlightened
Awaiting eagerly to listen more.
With good wishes,
Regards,
Apurbo alochona mohit hoi a jachhi nomoskar guruji
Anup babu is a good teacher . He is polite n humble n a perfect gentleman. If not any thing else , at least we can learn to b patient n polite like him. My heartfelt regards to anupbabu. 👍🙏
Thank you so much.
🙏🙏
আপনার কথাগুলো শুনে হৃদয় পরম দিব্য সুখ অনুভব করি
আপনার কথার মধ্যে এক অত্যন্ত সুন্দর সুন্দরতা খুঁজে পাই।
আপনার বয়সের এক তৃতীয়াংশ বয়স আমার কিন্তু আপনার কথা আমার খুব ভালো লাগে।
আমি খুব সামান্য সাধনা করি কিন্তু আপনার কথায় আমি আরও বেশি করে সাধনা করার উৎসাহ পাই।
প্রণাম নেবেন 🙏
সশ্রদ্ধ 🙏প্রণাম দাদা।
নিয়মিত শুনছি আপনার দ্বারা পরিবেশিত পবিত্র ও পুণ্য কথা-কাহিনী। যেমন শুনেছি নর্মদা মায়ের লীলা কথা, উচ্চকোটি স্তরের বা ঈশ্বরকোটি দিব্যজ্ঞানী মহা তপস্বীগণের পূতঃ জীবনচরিত, তাঁদের অপ্রাকৃত প্রেমপূর্ণ উপদেশ, ভাগবতী কথা সমূহ, তেমনি শুনেছি শ্রীভগবানের কৃপা প্রাপ্ত ওই শুদ্ধ, বুদ্ধ, অপাপবিদ্ধ, দিব্যপ্রেমের অধিকারী মুনি-ঋষি, তপস্বী, তপস্বিনীদের তপস্যায় ধন্য, পবিত্র স্থানসমূহের পরিচিতি ও তৎ সংক্রান্ত আনন্দ জনক বিবরণ। এখন যেমনটা আপনার পরিবেশিত ২য় পর্ব পর্যন্ত শুনলাম পরম পবিত্র, সাধারণের অগম্য, নিত্য শুদ্ধ তপোভুমি 'জ্ঞানগঞ্জ' -'র কথা। যদিও এ সম্পর্কে অতি সাধারণ কিছু গল্পাকারে শুনেছিলাম ইতিপূর্বে। এখন যেমন আশা করছি আরও অনেকানেক পর্বে আরও বহু তথ্যসমৃদ্ধ বিবরণ শুনতে পাবো উক্ত মহা আশ্চর্যবৎ পূতঃভুমি 'জ্ঞানগঞ্জ' সম্পর্কে।
এরিই মাঝে আপনার সমীপে বিনম্র ভাবে নিবেদন করছি যে, আমার প্রাণের ঠাকুর, আমার গুরুদেব, পরমপ্রভু, পরমপূজ্যপাদ, আচার্য-বরিষ্ঠ অখণ্ডমণ্ডলেশ্বর শ্রীশ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব (যিনি আমাদের সকল অখণ্ড সমাজের কাছে পরমারাধ্য শ্রীশ্রীবাবামণি), যিনি অযাচক আশ্রম, মাল্টিভার্সিটি বা স্বাবলম্বী বিশ্ববিদ্যা কেন্দ্রের প্রতিষ্ঠাতা, নবযুগের নবীন বেদ অখণ্ড-সংহিতা সহ বহু পুণ্য গ্রন্থের প্রণেতা, অভিনব চরিত্র গঠন আন্দোলনের স্রষ্টা, কলির কল্মষহারী শ্রীভগবানের শ্রেষ্ঠ মহানাম হরিওঁ-কীর্তনের মহাপ্রচারক, সমগ্র বিশ্বকে এক দিব্য প্রেম-বন্ধনের রজ্জু স্বরূপ শ্রীশ্রীসমবেত উপাসনার উদ্গাতা। সেই পরম লোকপাবন, সাক্ষাৎ পরমব্রহ্ম স্বরূপ *অখণ্ডমণ্ডলেশ্বর শ্রীশ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব সম্পর্কে আপনার কাছ থেকে কিছু শুনতে ইচ্ছা করেছি দাদা।*
পরম শ্রদ্ধেয় দাদা, এটা আপনার সমীপে আমার বিনীত ভাবে সপ্রেম অনুরোধ হিসেবেই নিবেন করছি মাত্র। হ্যাঁ, তবে আপনার যদি সময় হয়, আপনার যদি ইচ্ছা হয়, আমার আবেদনে ইতিবাচক সাড়া দেওয়ার মতো আপনার যদি সুযোগ ও সুবিধে হয়ে উঠে তবেই। আমার নিবেদনের মাধ্যমে যদি কোন ভুল করে থাকি তবে আমি যেমন দুঃখিত তেমনি বিনয়াবনতঃ ভাবে ক্ষমাপ্রার্থী।
আবারও জানাই আপনার প্রতি আমার ভক্তি বিনম্র 🙏 প্রণাম।
আমি আপনাৱ কথা শুনে অনেক উপকৃত আমাৱ শুন্তে জানতে খুব ভালো লাগছে আপনাৱ কথা
খুব ভালো লাগলো প্রনাম নেবেন বাবা
শ্রদ্ধেয় দাদা আপনি আমার প্রণাম নেবেন। আপনি যে ঠিক পথে চলেছেন তা বোঝা গেল ।আপনার কথাগুলো শুনে মন ভরে যায়। চেষ্টা করি আপনার কথা মত চলার ।ধন্যবাদ
আমি এমন একটি জায়গায় থাকি যেখানে সৎসঙ্গ হয় না; ধর্মিয় শিক্ষণিয় আলোচনার ব্যবস্থা নেই। তবে প্রতিদিন কাজ থেকে ফিরে আমি আচার্য মহাশয়ের বিভিন্ন ভিডিও গুলো দেখি। এটা আমার প্রতিদিনকার অভ্যাস হয়ে গেছে। আমার মতে আচার্য মহাশয় আজকের দিনে নিজের নিত্যকার কাজের পাশে অন্য অনেকের জন্যে যে প্রচেষ্টা করে যাচ্ছেন সেই কাজকে সম্মানের সাথে সহযোগিতা করা উচিৎ। যাহারা বিশ্বাস করেন না তাহারা সরে থাকলেই হলো। শুধু শুধু একটি ভালো উদ্যোগ কে ভন্ডুল করে নিজেকে পাপের পথে পরিচালিত করার কোনই মানে হয় না। আচার্য মহাশয় এর এই প্রচেষ্টাকে আমি সাধূবাদ জানাই।
I got your 3 episode about gangaung very simple and fine expression ,thank you sir...❤❤❤
Darun laglo, voktipurno pronam jani
চালিয়ে যযান মশাই। ভালো লাগা বেড়েই চলছে। সাধু সঙ্গ হচ্ছে। দুই একজন সমালোচক থাকা ভালো। এতে ধার আরও বাড়বে বৈ কমবে না আপনার। আপনি না বললে এ জীবনে এত সহজে কোথায় পেতাম এগুলো!!!!!! সাথে আছি চালিয়ে রাখুন সাথে রাখুন। সুস্থ সুন্দর থাকুন।
Pranam neben ...apner kotha valo lage ..
সবার সব কথা কৃপা করে ধরবেন না। কত লোক কত কথা বলবে সে সব কথা নিয়ে বেশী মাথা ঘামানোর দরকার নেই। শুভ রাত্রি।
প্রনামজানায়।
Joy guru apnar alochana i sabai samridho hoi khub valo lage🙏🙏
Aponi anek din sustho thakun..mon kharap korben na..... Amra sobai achi... Bhagoban aponader mongol korun..... INDRANI BIJAN GANGULY. Hyderabad
আপনার কথা শুনলাম। আজকের ব্যস্ত জীবনে সাধনার পথ অতি সংকুল। আমি বিজ্ঞানের ছাত্র, কম্পিউটর এবং ইলেকট্রনিক্স আমার নেশা। তবে ভারতীয় মনীষী এবং ভারতীয় সভ্যতার প্রতি আমার শ্রদ্ধা অপার। শংকরাচার্য এবং স্বামীজি ( স্বামী বিবেকানন্দ) কে আমি গুরু বলে মনে করি। জ্ঞানগঞ্জ প্রসঙ্গে আপনার কথা অনেকটা কাল্পনিক বলে মনে হলেও আমার শুনতে ভালই লাগছিল। কারণ বিজ্ঞানের ছাত্র হিসেবে আমি মনে করি - nothing is impossible. তবে স্বামীজির লেখায় কোথাও আমি জ্ঞানগঞ্জের উল্লেখ পাই নি। আমি আপনার সাক্ষাত প্রার্থনা করি..
আমার শ্রদ্ধা গ্রহণ করবেন..
ধন্যবাদ..
অসাধারণ।
আপনি প্রতিটি বক্তব্য এত সুন্দর করে, এত সরল ভাবে বলেন, আমারা ঋদ্ধ হই ।তাই আপনার এই আন্তরিক প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।
অত্যন্ত খুশি আপনার আলোচনা শুনে। সাধুসঙ্গ লাভ হয়,আনন্দ পাই। চালিয়ে যান -- দুষ্টলোকের কটু-কাটব্যে থেমে যাবেন না। তুলসীদাসের কথা স্মরণ রাখবেন,
"হাত্তী চলে বাজারমে,
কুত্তা ভোগে হাজার।
সাধুকো দুর্ভব নেহি
যত্ত নিন্দে সংসার"
পর্ব ২৩৬ দেখুন। সব কথা বলা হয়েছে।
Khub valo laghlo
আমাদের এই নিত্য দিনের ঝামেলার জীবনে আপনার এই কথা গুলো সাধু সঙ্গ র কাজ করে ।তাই অপেক্ষায় থাকি শোনার জন্য ।প্রণাম নেবেন ।
Joy guru apni mahat kaj korchen amra samridho hochhi 🙏🏻🙏🏻🙏🏻
আমার মনে হয় এই সব মূর্খদের উপেক্ষা করুন। আমরা আপনার সাথে আছি শ্রদ্ধার সাথে
Apurbo sundar post BHAI Namaskar janai... INDRANI BIJAN GANGULY
এই অজানা সাধন ক্ষেত্রে জেনে বিস্বয়ে হতবাক হয়ে যাচ্ছি খুব আগ্রহ হচ্ছে আরো জানার জন্য
Khub Khub valo laglo onek notun kichu janlam. Apni Amar onek onek pronam neben.
আপনি দুঃখ পাবেন না 🙏
সাধুসঙ্গ ছাড়া সিদ্ধ লাভ হয়না,যিনি আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন।তিনি দুর্ভাগা 😪
বাবা তোমার অসমান্যতা আমি একটু হলেও অনুভব করি তোমার মুখে জ্ঞান গঞ্জ সম্পর্কে সব কিছু শুনতে চাই এটা তোমার অনাহত এক মেয়ের আবদার তুমি তো জানোই বাবা গোলাপ এত সুন্দর কিন্তু ওই যে বড্ডো কাঁটা 🙏🏽🙏🏽🙏🏽
আপনার কথা খুব ভালো লাগে ❤️❤️
🙏🙏দাদা। জ্ঞান গঞ্জ সম্বন্ধে গুরুত্বপূর্ণ সব সত্য কথা শুনে অনেক কিছু জানলাম। ভারতীয় আধ্যাত্ম বিষয়ে অনেক গর্ব বোধ করি। আশ্চর্য হয়। প্রণাম নেবেন।
বাবা আপনি যেমন বললেন জ্ঞানগঞ্জে কথা তেমনি বলেছেন আমার সেজদি বর্ণনা দিয়েছেন। ওখানে অনেক মুনি ঋষি তপস্যা করেছিলেন এবং দিদিকে একটি পদ্মাসন দিয়ে বসতে বলেন।।তারপর দিদি সাতদিন দেহে ছিলেন। এবং সোফায় বসে বসে দেহত্যাগ করেন। মুখে কোন কষ্টের ছাপ ছিলনা। অদ্ভুত মৃত্যু। খুবই সাত্তিক ছিল জীবন যাপন।একাই থাকত। ওঁর ছবি যদি আপনাকে দেখাতে পারতাম ভালো হতো। ভীষন নিয়মানুবর্তী চলাচল ছিল। কথাবার্তা ও ছিল চাঁচাছোলা।
Apnar somosto katha gulo khub bhalo laglo, ei rokom bhabe bole Jan, amrao sune somriddhi lav kori, apnake onek onek pronam.
কেউ যদি সমালোচনা করেন তাহলে বুঝতে হবে আপনার পথটি সঠিক।আপনি আমাদের যে বিষয়গুলো জানান তা আমাদের কাছে পরম পাথেয়।তার জন্য আপনাকে ধন্যবাদ।
Amio ek mott ,apnar kach theke karo kichu jante parchi eta amader soubhagga🙏🙏
Apnake onk pronam janai apnr sb video ami sunte chai amr khub valo lage mone hoi ai sb sundor jaiga te haria jai
দাদা,মানুষ মাত্রই ভুল হয়।আমরা এটা জানি।আপনার প্রবচন ভীষণ ভাল লাগে।অপেক্ষা করে থাকি।
আপনি আমার শতকোটি প্রণাম নেবেন. ঈশ্বর আপনার মঙ্গল করুন 🙏🙏🙏🙏🙏
আলোচনা থেকে সত্যিই সমৃদ্ধ হলাম। ভালো থাকবেন।
Joto sunchi avivuto hoe porchi.ki sundor anuvuti hoche .anek kichu jante parchi .aro sonar apekkhay roilam .valo thakben,pronam neben.
Pronam neben 🙏🙏
দাদা আপনি আমার প্রণাম নেবেন।আমরা আপনার অলৌকিক কথা গুলো শুনে খুব তৃপ্তি লাভ করি। আপনি এইভাবে এগিয়ে যান। কিছু মানুষ আছে শুধু আছে বাজে কথা বলে মনে খারাপ করে দেয়।
অসাধারণ। আপনার প্রাঞ্জল উপস্থাপনা অসাধারণ👏✊👍
কত অজানা তথ্য আজ জানতে পারলাম, খুব ভালো লাগলো, আরও অনেক জানতে পারবো । প্রণাম জানাই, ভালো থাকবেন ।
খুব ভালো লাগলো ভূলমানুষের কথায় কানদেবেননা।
He is 100% correct.We are proud for his enquiry.
Vison valo lage apnar kotha sunte. K ki bollo ki aase jai.Iswarer kripa chara ogyanatar aboron Kate na.Thakur ader uddyesso kore bolechilen loke na poke.Apnake pranam.Apni amader je vabe sommridhdho korchen tar jonno asonkhyo dhonnyobad.
মনে হচ্ছে অন্য একপৃথিবীকে জানছি অপূর্ব প্রনামনেবেন
Very much glad to listen
Om namah shivay dada aponar ei sadhna khub bhalo lagche sunte.
Please carry on spiritual satsang, great full to you, chaina is always hungry to capture ghyangang,but our God man protect always, pranam.
Khobval
Apnar kotha sunthe khub valo lage..khub khub valo thakben ...pronam neben
Awesome.pronam neben
Apnake many many thanks for knowing this wisdom.
You are absolutely correct
আমরা যারা থার্ড ডাইমেনশনে থাকি তাদের পক্ষে এই ধারণা করা খুব কঠিন।
Beautiful discusdion
খুব ভালো লাগছে।
খুব ভালো লাগলো, নমস্কার।
প্রনাম নেবেন গুরুদেব।
🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌼🌼🌼
Uncle you are right. Spreading knowledge...ignore people
Pranam
আপনার এই কথা শোনার সৌভাগ্য হয়েছে আমাদের এইটা অনেক বেশি এই jonme পাওয়া যিনি আপনার সম্বন্ধে কটূক্তি করেছেন তার কত জ্ঞান জানতে পারলাম আমরা সবাই প্রণাম নেবেন normode hor
Ohm
Apanake anek pronam janai.
গুরুদেব আমার প্রনাম নেবেন নমস্কার 🙏🙏🙏🙏🙏
Dada apni khub sundor bhabe bujhie dichhen - etai anek paoa. Om namah shivay dada NARMADE HAR
শ্রদ্ধেয় গোপীনাথ কবীরাজের লেখা থেকে ই প্রথম জ্ঞানগঞ্জ সম্পর্কে জেনে বিস্ময়াবিষ্ট হয়ে গিয়েছিলাম। অনেক গুরুজনের কাছে জানার চেষ্টা করেছিলাম।বিশুদ্ধানন্দ পরমহংসের ওপর লেখা পড়ে আরো জানলাম কিন্তু এত যুগ বাদে এখন ইউটিউব এর দৌলতে প্রচুর ভিডিও চোখে পড়ে। আপনি এই সিদ্ধপীঠ জ্ঞানগঞ্জ বিষয়ে আলোচনা করছেন। খুব ভালো লাগছে। অমোঘ আকর্ষণে টানে এই বিষয়টি। ধন্যবাদ ও নমষ্কার জানবেন।
Aponake amar pronam janai
Apurbo sundar katha jante parlam... Bhagoban Aponar mongol korun..ke ki bhabe..ba bole ...ki ese jay?... chinta korben na... sarir bhalo rakhben.....aj Aponar sathe kotha bollam bikale phone e..
Bhalo thakben....
INDRAN BIJAN GANGULY.... Hyderabad
সাধু সাধু সাধু।
আপনার কথা প্রাণবন্ত। আপনার কথা শুনে মনের জোর পাই ।🙏🙏
গুরুজী প্রনাম নিবেন,
আপনার প্রায় সব আলোচলাই
আমি শুনি,, আমার অনেক
পরিবর্তন এসেছে,, শুধু
আপনার কথা শুনে,,
গুরুজী নিন্দা করা যাদের স্বভাব তারা ত নিন্দাকরবেই,
তারা কারো ভাল দেখতে পারেনা। নমস্কার।
কুভ ভালো
Janendada benaras ashrame onar pratishito nabamundir asan ache r suryavigyan mandir ache amon ki onar babohar kora baghra charma kharam sab ache ei adhamer pranam korar sujog hoeche onar e natbou mane guru maaer kripai
খুব ভাল লাগল।
Pronam dada . Apner katha khub valo laghee.
আপনি অনেক বড় কাজ করছেন।
আপনি নিজের মতন করে এভাবেই এগিয়ে যান। আপনার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকি আমরা। ওসব যে যা বলছে বলুক।আমারও একটি চ্যানেল আছে। আমাকেও বলে।
নর্মদে হর।
প্রণাম নেবেন
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
@@anupbacharya5711 প্রণাম নেবেন। আপনি আমার পিতৃসম। ভালো থাকুন।নর্মদে হর
আমি শুনেছি কেউ যদি সমালোচনা করে কারুর কোন ও কাজে । তাহলে জানবে যে সে ঠিক পথে চলছে। সমালোচনা হোক। আপনি এগিয়ে চলুন। প্রনাম নেবেন🙏। ভালো থাকবেন।
Pronaam neben 🙏🙏
Aami mone prane aapnar kotha gulo biswas kori, aro sunte chai ei rokom Probochon,
Amra 98% apnar katha sune rridhho hoi...apni egie chalun birup mantabbo dekhe mon kharap korben na...apni bathito hole amadero mon kharap hoi....haro narmade haro
Khub valo laglo.
Pronam naben guruji, asob kotha sunte khub bhalo lagche,daya kore aro bolte thakun,anurodh korchi abong opakhhay thakchi pronam.🙏🙏🙏
যার প্রয়োজন নেবে কিছু আমাদের মতো অজানা মূখ‘দের তো জানা হচ্ছে
দয়া করে খারাপ মন্তব্য শুনে আমাদের মতো মানুষদের বঞ্চিত করবেন না। আমি তো আপনার কথায় অমৃত পান করি।
Apni eibhabe Shania jan .Apnar theke ami anek upokrito how high.
ভিষন ভালো লাগে আপনার কথা আর তার সঙ্গে আপনার বিচার প্রনাম নেবেন 🙏🙏🙏🙏🙏🙏
Khub valo laglo
Kichu okejo lok ache jader mathai kharaab chara bhalo kotha ashe na oder nie apnar chinta korar shomoi o nei charun apnio egie cholun amra achi apnar sathe 🙏🙏🙏🙏
Apnar kotha sunthe amar khub
Bhalo lage🙏
On some earlier occasion I called you as “ son of God “ . You have seen it, so you must recollect me. Your amiable voice has some special attraction, we are mesmerised. So don’t get hurt by someone’s criticism. My Gurudev Swami Pranabanandaji Maharaj told his disciples that criticism against your activity proves that you have been proceeding towards right direction. We all like you. So please do proceed.