মুগ ও মসুর ডালের ঝরঝরে ভুনা খিচুড়ি - Easy khichuri Recipe - Bhuna Khichuri - সহজ ভুনা খিচুড়ি রেসিপি

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • মুগ ও মসুর ডালের ঝরঝরে ভুনা খিচুড়ি - Easy khichuri Recipe - Bhuna Khichuri - সহজ ভুনা খিচুড়ি রেসিপি
    মুগ ও মসুর ডালের ঝরঝরে ভুনা খিচুড়ি - Easy khichuri Recipe - Bhuna #khichuri - সহজ ভুনা #খিচুড়িরেসিপি রেসিপি
    মুগ ও মসুর ডালের ঝরঝরে ভুনা খিচুড়ি
    খিচুড়ি রান্নার রেসিপি
    ঝরঝরে ভুনা খিচুড়ি রান্নার রেসিপি
    আমরা যারা বাঙালি আছি তাদের কাছে খিচুড়ি খুুুবই জনপ্রিয় একটি খাবার। আর খিচুড়ি এমন একটি খাবার যা রান্না করতে আমাদের তেমন ঝামেলায় পড়তে হয় না। আর খিচুড়ি রান্না শিখতে আপনাকে একেবারে এক্সপার্ট হতে হবে তাও কিন্তু না। যে কেউ চাইলেই এই খিচুড়ি রান্না করতে পারে। আজ আমারা খিচুড়ি রান্নার বিশেষ কিছু উপায় শিখে নিবো।
    উপকরণ
    ১ কাপ মুগ ডাল
    ৩ কাপ পোলাওয়ের চাল
    আধা কাপ সয়াবিন তেল
    ১ কাপ পেঁয়াজ কুচি
    ৬ টি সবুজ এলাচ
    ৫ টি লবঙ্গ
    ২টি তেজপাতা
    ৩ স্টিক দারুচিনি
    ১ টেবিল চামচ রসুন বাটা
    আদা বাটা- ১ টেবিল চামচ
    হলুদ- ১ চা চামচ
    মরিচের গুঁড়া- ১ চা চামচ
    জিরার গুঁড়া- ১ চা চামচ
    ধনিয়া গুঁড়া- ১ চা চামচ
    গরম মসলার গুঁড়া- ১ চা চামচ
    লবণ- স্বাদ মতো
    কাঁচা মরিচ- কয়েকটি
    কার্যপদ্ধতি
    ১. মুগ ডাল অল্প জ্বালে ভেজে নিন। ডালের রং যখন বাদামী বর্ণের হয়ে যাবে তখন তা চুলা থেকে নামিয়ে চালের সাথে মিশিয়ে নিন। চাল ও ডাল এক সাথে দুয়ে বড় চালনির মধ্যে কমপক্ষে আধা ঘণ্টা রেখে দিন পানি ঝরার জন্য।
    ২. প্যানে তেল গরম করে পেঁয়াজের কুচি ও গরম মসলা ভেজে নিন। ভাজার সময় যখন পেঁয়াজের গায়ে রং চলে আসবে তখন আধা কাপ নরমাল পানি দিয়ে দিন। তারপর দুই মিনিট নেড়ে আধা এবং রসুন বাটা দিয়ে আরু কিছুক্ষন নাড়ুন।
    ৩. তারপর সব গুঁড়া মসলা ও লবন দিয়ে দিন। নাড়তে নাড়তে তেল ছেড়ে দিলে প্যান কয়েক মিনিটের জন্য ঢেকে দিন। তারপর চাল এবং ডালের মিশ্রণ গুলো দিয়ে দিন মসলার মধ্যে।
    ৪. ৮ থেকে ১০ মিনিট ভালো করে নেড়ে নিন। তারপর ৬ কাপ ফুটন্ত গরম পানি ঢেলে দিন। বলক চলে আসলে আস্ত কাঁচা মরিচ দিয়ে দিন। মরিচের মাথাটা সামান্য ভেঙে দিলে আলাদা একটা সুগন্ধ ছড়াবে পুরো খিচুড়িতে।
    ৫. তারপর হালকা আঁচে ১০ মিনিটের মতো ঢেকে রাখুন প্যান। তারপর ঢাকনা তুলে নেড়েচেড়ে ২০ মিনিটের মতো সময় দমে রেখে দিন। এবং তারপর পরিবেশন করুন ঝরঝরে ভুনা খিচুড়ি।
    মসুর ডালের খিচুড়ি রান্নার রেসিপি
    উপকরণ
    ২ কাপ চাল
    আধা কাপ মসুর ডাল
    ১ চা চামচ আদা বাটা
    আধা চা চামচ রসুন বাটা
    ৩ টি এলাচ
    ৩ টুকরা দারুচিনি
    সিকি কাপ সরিষার তেল
    পরিমাণমতো লবণ
    আধা চা চামচ হলুদ গুঁড়া
    আধা চা চামচ মরিচ গুঁড়া
    ৫ টা কাঁচামরিচ
    ৪ কাপ পানি
    কার্যপদ্ধতি
    ১. চাল ভালো ভাবে ধুয়ে কমপক্ষে ৫ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখুন।
    ২. তারপর পানি ঝরিয়ে সবগুলো উপকরণ ভালো ভাবে মাখিয়ে ৪ কাপ পানিসহ চুরায় দিন। কিন্তু আপনাকে কিছুক্ষন পর পর নেড়ে দিতে হবে।
    ৩. তারপর যখন পানি আস্তে আস্তে শুকিয়ে যাবে তখন খিচুড়ি নামিয়ে ফেলুন।

ความคิดเห็น • 189

  • @user-bichitraofficial
    @user-bichitraofficial 6 หลายเดือนก่อน +3

    মুগ‌ ও মুসুর ডাল দিয়ে ঝরঝরে ভুনা খিচুড়ি রেসিপিটা দারুণ লাগলো। দেখতে সুন্দর লাগছে খেতেও নিশ্চয় বেশ ভালো লাগবে।❤❤

  • @user-yw3hr3tj9d
    @user-yw3hr3tj9d 10 วันที่ผ่านมา +1

    Apu ami trai kore silam kub sundor hoyeche ❤❤❤

  • @Musharrof-md3lc
    @Musharrof-md3lc ปีที่แล้ว +7

    খুব সুন্দর হয়ছে।খেতেও অনেক মজা

  • @lacquerdocuandpolishservicings
    @lacquerdocuandpolishservicings ปีที่แล้ว +2

    আপু আপনার ভুনা খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে এরকম আরো ভালো ভালো ভিডিও দিবেন পাশে থাকার চেষ্টা করব

  • @aminarrannaghor9447
    @aminarrannaghor9447 ปีที่แล้ว +3

    মাশাল্লাহ লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম অনেক ভালো লাগলো খিচুড়ি রেসিপি টা❤❤❤

  • @faisalhussain6229
    @faisalhussain6229 5 หลายเดือนก่อน +2

    আপু আমি ব্যাচলর, পর্তুগালে থাকি। আজ আমাদের এখানে ৪র্থ রমজান। আমাদের এখানে সিষ্টেম হচ্ছে যার যেই দিন ছুটি হবে সে রান্না করবে। আমি আপনার ভিডিও টা দেখা মাত্র রান্না করলাম। বিশ্বাস করেন আপু সবাই যখন ইফতার করতে বসছে। খিচুড়ি টা যখন মুখে দিছে সবাই আমার চেহারার দিকে তাকাচ্ছে। বুঝেন ই তো। সবাই পুরো দিনের উপোস। এই ৯ জন রুমমেট মিলে আমাকে যেই মাইরটা না দিলো। এখন যদি ছবি দেয়ার মত সিষ্টেম থাকতো তাহলে আমি আপনাকে পাঠাতাম। পিঠের মধ্যে মাইরের চিহ্ন আর ঘুষি মেরে আমার মুখ সব ফুলিয়ে দিয়েছে। এখন এর জন্য দায়ী কে বলেন আপু...?

  • @SHUKTARABD
    @SHUKTARABD 6 หลายเดือนก่อน

    আপনার রেসিপিটা পারফেক্ট

  • @MyCookingShule
    @MyCookingShule ปีที่แล้ว +2

    মাশাআল্লাহ আফু খিচুড়ি রান্না টা দারুন হয়েছে 👍❤️

  • @jhcreation1086
    @jhcreation1086 ปีที่แล้ว +1

    Onk sundor hoise apu......amio try korbo ekhoni❤️❤️

  • @nilufanilufa3320
    @nilufanilufa3320 ปีที่แล้ว

    অবশ্য অবশ্যই ভালো লেগেছে থ্যাঙ্ক ইউ সো মাচ

  • @SHARMINAKTER-uj5ec
    @SHARMINAKTER-uj5ec ปีที่แล้ว

    লোভনীয় হয়েছে দেখতে।

  • @KuwaitKuwait-hv5to
    @KuwaitKuwait-hv5to ปีที่แล้ว

    সুন্দর হয়েছে বিউটিফুল

  • @ammurkitchen5600
    @ammurkitchen5600 ปีที่แล้ว

    প্রথমে লাইক ও সাবস্ক্রাইব করে ভিডিওটা সম্পুর্ণ দেখে নিলাম ভাল লাগল খিচুরীটা দরুন হয়েছে ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nabarannaghorvlog9083
    @nabarannaghorvlog9083 ปีที่แล้ว +2

    ভুনা খিচুড়ি রান্না টা দারুণ হয়েছে

    • @VillageCookingHouse901
      @VillageCookingHouse901  ปีที่แล้ว +1

      Thank you

    • @greenvillagecook
      @greenvillagecook ปีที่แล้ว

      আপু রান্না দারুণ শুধু না আপু কথা গুলোও সন্দুর - আপু কুকিং ভিডিও গুলো দেখা হয় আমার, চাইলে আমাদের কুকিং চ্যানেল টা ঘুরে আসতে পারেন, ভালো লাগলে সাবস্ক্রাই করে দিয়েন আপু - ❤️❤️
      #greenvillagecook

  • @mijanahmed4114
    @mijanahmed4114 ปีที่แล้ว

    আপু আপনার কথা বলার ধরনটা অনেক সুন্দর রেসিপি টা অনেক সুন্দর হয়েছে

  • @trinajodder985
    @trinajodder985 ปีที่แล้ว

    Anak sundor rcepi. Apu

  • @NbNasimaAkter
    @NbNasimaAkter 9 หลายเดือนก่อน

    খুব সুন্দর হয়েছে পাশে থাকার অনুরোধ রইলো

  • @bangladeshibloggerrojamoni
    @bangladeshibloggerrojamoni ปีที่แล้ว +1

    অনেক সুন্দর রেসিপি লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং পুরো ভিডিও দেখে আপনার চ্যানেল এর একজন সদস্য হয়ে গেলাম

    • @VillageCookingHouse901
      @VillageCookingHouse901  ปีที่แล้ว

      Thank you

    • @greenvillagecook
      @greenvillagecook ปีที่แล้ว

      আপু রান্না দারুণ শুধু না আপু কথা গুলোও সন্দুর.. ❤️
      তোমার পরিবারের প্রতি প্রার্থনা ও ভালোবাসা রইলো, ভালো কাটুক তোমার দিন গুলো, জানি তোমার cooking ভিডিও দেখতে ভালো লাগে.. ঘুরে আসতে পারো আমাদের ইউটিউব চ্যানেল টা, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও 🙏
      #greenvillagecook

  • @Best.cooking-shibani
    @Best.cooking-shibani 2 ปีที่แล้ว +1

    অনেক সুন্দর হয়েছে👌👌😋😋

    • @VillageCookingHouse901
      @VillageCookingHouse901  2 ปีที่แล้ว

      Thank you

    • @greenvillagecook
      @greenvillagecook ปีที่แล้ว

      আপু রান্না দারুণ শুধু না আপু কথা গুলোও সন্দুর.. ❤️
      তোমার পরিবারের প্রতি প্রার্থনা ও ভালোবাসা রইলো, ভালো কাটুক তোমার দিন গুলো, জানি তোমার cooking ভিডিও দেখতে ভালো লাগে.. ঘুরে আসতে পারো আমাদের ইউটিউব চ্যানেল টা, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও 🙏
      #greenvillagecook

  • @sarminakter-ke6rk
    @sarminakter-ke6rk ปีที่แล้ว

    Like dea deklam khub valo laglo ami apnar pase asi agea jan apu

  • @saikafamilyvlogs6
    @saikafamilyvlogs6 ปีที่แล้ว +1

    আসসালামু আলাইকুম আপু আপনি রান্নাটা অনেক সুন্দর হয়েছে

  • @SohelKhan-vh6ev
    @SohelKhan-vh6ev ปีที่แล้ว

    ধন্যবাদ ভিডিওটা দেখে আমরা খিচুড়ি খেয়েছি

  • @SabahsKitchen
    @SabahsKitchen ปีที่แล้ว

    অসাধারণ

  • @Mamirhaterranna
    @Mamirhaterranna ปีที่แล้ว

    Khub sundor hoise.....

  • @MalabikaManna355
    @MalabikaManna355 8 หลายเดือนก่อน

    Khub Mojadar ami khub bhalo basi bandhu holam bandhu hoye pase theko didibhai

  • @sopikulislam7976
    @sopikulislam7976 2 ปีที่แล้ว

    Hmmm darun

  • @RockyBhai-tm5os
    @RockyBhai-tm5os ปีที่แล้ว

    Sundor🥰🥰🥰

  • @allaboutsharmine7852
    @allaboutsharmine7852 ปีที่แล้ว +1

    খুব সুন্দর হয়েছে ❤❤❤

  • @MdAli-ho5jj
    @MdAli-ho5jj 8 หลายเดือนก่อน

    Mashallah ❤❤❤

  • @MDBellalBepari-ir2ho
    @MDBellalBepari-ir2ho 5 หลายเดือนก่อน

    ❤❤❤সেই 😂😂😂

  • @jilluahmed9308
    @jilluahmed9308 ปีที่แล้ว

    Methi dilee r o tasty hoto monee hoy

  • @masudahmed9734
    @masudahmed9734 2 หลายเดือนก่อน +1

    এই খিচুরি টা প্রাপ্ত বয়স্ক কতজনে খেতে পারবে?

  • @hritu2029
    @hritu2029 6 หลายเดือนก่อน

    এই প্রথম শুনলাম খিচুড়িতে ঝোল দেয় 😂😂

  • @zarinssaadghar2
    @zarinssaadghar2 ปีที่แล้ว +1

    রেসিপিটি খুব ভাল লাগল আপু

  • @monchuralam469
    @monchuralam469 ปีที่แล้ว +1

    Ylaikumsalam. Acchalamalaikum.

  • @Diya8952
    @Diya8952 ปีที่แล้ว

    লাইক শেয়ার সাবস্ক্রাইবার দিলাম

  • @Nijhum700
    @Nijhum700 ปีที่แล้ว

    Nice

  • @showkothossin5025
    @showkothossin5025 ปีที่แล้ว

  • @jahangirhossen6564
    @jahangirhossen6564 ปีที่แล้ว

    Good

  • @shyamaprosadadhikari8631
    @shyamaprosadadhikari8631 ปีที่แล้ว

    মনে হয় আপনার বাড়ী বরিশাল। রান্না টা ভাল।

  • @hosnearakhatun5139
    @hosnearakhatun5139 ปีที่แล้ว

    Very nice

  • @sabbir1995
    @sabbir1995 ปีที่แล้ว

    Kaca dal gondho hobena? Mug dal bajte hoyna?

  • @MDSumonofficial28
    @MDSumonofficial28 3 หลายเดือนก่อน

    আপু আমি খিচুরির দোকান দিতে চাচ্ছি এভাবে করলে কি কাস্টমার পাবো

  • @shahanazparvinskitchen9798
    @shahanazparvinskitchen9798 2 ปีที่แล้ว

    মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। নতুন বন্ধু হলাম পাসে থাকবেন আপু 🙏🙏🙏

  • @sumon-fh7sg
    @sumon-fh7sg ปีที่แล้ว

    ১ কেজি পোলাও চালে কোন ডাল কতটুকু লাগে,তেল কতটুকু লাগে?
    আশা করি উত্তর দিবেন,,ধন্যবাদ।

    • @VillageCookingHouse901
      @VillageCookingHouse901  ปีที่แล้ว

      ১ কেজি চালের জন্য ৩০০ গ্রাম মুগ ডাল ৩০০ গ্রাম মুসরির ডাল আর তেলের পরিমান ১৫০ গ্রাম থেকে ২০০গ্রাম দেওয়া যাবে

  • @akilurrvlogs9835
    @akilurrvlogs9835 ปีที่แล้ว

    Nicee

  • @kamrulhasan6091
    @kamrulhasan6091 2 หลายเดือนก่อน

    ২কজি চাল ডাল এর খিচুড়ি কতজন খেতে পারবে কত প্লেট হবে

  • @banglacooking5
    @banglacooking5 ปีที่แล้ว

    onk shundor...
    amar chanel ta ghure ashar onurod roilo🙏🙏🙏

  • @rezeulhoque4642
    @rezeulhoque4642 ปีที่แล้ว +3

    সব দিলেন লবন তো মনে হয় দিলেন না 😆😆😆😆😆

    • @VillageCookingHouse901
      @VillageCookingHouse901  ปีที่แล้ว

      Lobon ta apni ektu diye den vai😁

    • @NizoomRaat739
      @NizoomRaat739 5 หลายเดือนก่อน

      ভাই,, লবন ২ চামচ দেয়া হয়েছে আপনি হয়তো খেয়াল করেন নি 🎉

  • @nahidalubna3691
    @nahidalubna3691 ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤👍🇧🇩

  • @mahamudulhasan7375
    @mahamudulhasan7375 ปีที่แล้ว

    আচকে রান্না বসা লাম ভালো না হলে খুব মন খারাপ করবো

  • @kalamsikder2464
    @kalamsikder2464 ปีที่แล้ว +1

    হলুদ ছাড়া কি কি খিচুড়ি হয়, ,? আমার জীবনে প্রথম দেখলাম হলুদ ছাড়াও খিচুড়ি রান্না হয় ।

  • @eshaislam8698
    @eshaislam8698 ปีที่แล้ว +8

    আপনার এই রেসেপি দেখে গতকাল ট্রাই করসিলাম, বিশ্বাস করেন এত বাজে হইছে, চাল গলে গেছে কিন্তু মুগ আর মুশরীর ডাল গলেই নাই, পরে কি করবো সব খিচুরী পানি দিয়ে পাতলা করে কোন রকম খেয়েছে, আর বাকি গুলো ফ্রিজে পরে আছে মনে হচ্ছে আপনাকে দিয়ে আসি 😖আপনার পানির পরিমান বলা ভুল আছে,

    • @VillageCookingHouse901
      @VillageCookingHouse901  ปีที่แล้ว +2

      Apnar hoytw aktu bujte vul hoyeche

    • @MDSujon-pw3yg
      @MDSujon-pw3yg ปีที่แล้ว +4

      কন্টেন্ট ক্রিয়েটরের এখানে ভুল ইনফরমেশন ছিলো।
      আপনি বলেছেন ৪ কাপ চালের জন্য ৮কাপ পানি নিয়েছেন।ডালের জন্য নেন নি।
      ডালের জন্যও এখানে পানি এড করতে হবে যদি না আপনি ডাল আগে সুন্ধ করে না নেন।
      দয়া করে নতুন দের ভুল ইনফরমেশন দিবেন না।

    • @moshiurrahman5680
      @moshiurrahman5680 ปีที่แล้ว +4

      আপু এদের রান্না দেখে রান্না করলে সেগুলো এতো জঘন্য হয় কি আর বলবো!আসলে বাসার নিজের রান্নাই বেষ্ট

    • @rinislifestyle7001
      @rinislifestyle7001 ปีที่แล้ว

      Amar o ekta channel achhe plz ekbar visit korte paren sekhane daliy lifestyle dekhano hoy r recipe o share kori

    • @Rakib-fu7ly
      @Rakib-fu7ly ปีที่แล้ว

      Ogula sob tumar husband k khauaby 😂. Ochit sikkha ❤

  • @newpakho9467
    @newpakho9467 7 หลายเดือนก่อน

    মিনিকেট চাউলে কত কেজিতে কতটুকু পানি লাগে

  • @RonysTechniqueHome
    @RonysTechniqueHome ปีที่แล้ว +1

    লবন ছাড়া রান্না???? জানাবেন😆😄😀

  • @mdrayhanislam665
    @mdrayhanislam665 ปีที่แล้ว +2

    ডাউল কি একটু বেশি হয়ে গেলো না

  • @hussainmohammad2244
    @hussainmohammad2244 ปีที่แล้ว +1

    Thank you madam

  • @ashfaquehasan4555
    @ashfaquehasan4555 ปีที่แล้ว

    ধন্যবাদ।

  • @beautifulxplorebangladesh3505
    @beautifulxplorebangladesh3505 ปีที่แล้ว

    আপা আপনি কি মুগ ডাল ভেজে নিয়েছিলেন।

  • @mausamibaigam4936
    @mausamibaigam4936 ปีที่แล้ว

    আপু গরম মুসুলা কি কিনা নাকি ঘরে বানাইছেন

    • @VillageCookingHouse901
      @VillageCookingHouse901  ปีที่แล้ว

      ঘরে বানানো

    • @greenvillagecook
      @greenvillagecook ปีที่แล้ว

      আপু রান্না দারুণ শুধু না আপু কথা গুলোও সন্দুর.. ❤️
      তোমার পরিবারের প্রতি প্রার্থনা ও ভালোবাসা রইলো, ভালো কাটুক তোমার দিন গুলো, জানি তোমার cooking ভিডিও দেখতে ভালো লাগে.. ঘুরে আসতে পারো আমাদের ইউটিউব চ্যানেল টা, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও 🙏
      #greenvillagecook

    • @Ishratdrowning125
      @Ishratdrowning125 ปีที่แล้ว

  • @rezaulkarim9771
    @rezaulkarim9771 ปีที่แล้ว

    বাড়ী কি কুমিল্লায়?

  • @MdShemulmridha-k6g
    @MdShemulmridha-k6g 23 วันที่ผ่านมา +1

    লবণ দিছে

  • @jouijoui1397
    @jouijoui1397 ปีที่แล้ว

    দেশের বাড়ি কি কুমিল্লা নাকি মতলব নাকি চাঁদপুর

  • @helaluddinrayhan127
    @helaluddinrayhan127 ปีที่แล้ว +31

    আরে ভাই চার কাফ না ছয় কাপ সেটা না বলে কতো গ্রাম সেটা বলেন, আপনার ওই কাপ কি সবার আছে

    • @VillageCookingHouse901
      @VillageCookingHouse901  ปีที่แล้ว +2

      চাল যতটুক তারচেয়ে ডাবল পানি দিলেই হবে

    • @mousumiakterriya777
      @mousumiakterriya777 ปีที่แล้ว

      Are bolod apnr basay Jai cup ase oi hisabe diben

    • @helaluddinrayhan127
      @helaluddinrayhan127 ปีที่แล้ว

      @@mousumiakterriya777পাগলের সাউয়্যা আপনাকে কার বালে জিগ্যেস করছে? বাপের আগে বাল পালাইতে আসছেন কেনো হুম, কাউকে বলদ বলার আগে সাতবার চিন্তা করবেন ওকে

    • @ghoroyarannabannaa
      @ghoroyarannabannaa ปีที่แล้ว

      আপনি যে কাপ দিয়ে চাল নিবেন সেই কাপ দিয়ে চালের ডাবল পানি নিবেন।

    • @alifmondol4452
      @alifmondol4452 ปีที่แล้ว

      একদম ঠিক কথা

  • @user-zt3em8xz9r
    @user-zt3em8xz9r ปีที่แล้ว

    দুই ধরনের তেল একসঙ্গে ব্যবহার করতে নেই।

  • @rejurome5673
    @rejurome5673 2 ปีที่แล้ว

    আপু, মুগডাল কি আগে থেকে ভেজে নেয়ার দরকার আছে ? ধন্যবাদ

  • @safiqislam6895
    @safiqislam6895 ปีที่แล้ว

    আমরা আপনার জন্য দোয়া করি আপনি কিভাবে বুঝলেন

  • @user-zz2xd2qi3z
    @user-zz2xd2qi3z ปีที่แล้ว

    এই রেসিপিতে হলুদ গুড়ো দিলেন নাই নাকি দিতে হবে না

  • @B3lalsumon
    @B3lalsumon ปีที่แล้ว

    হলুদ দিলেননা ???

  • @md.redwan5906
    @md.redwan5906 11 หลายเดือนก่อน

    আপনার খিচুরি রাননা দেখে রাননা করলে সে রাননা আর কেউ খেতে পারবেনা কেন আপনারা এই সব রেচিপি দিয়ে মাথা খারাপ করে দেন বুঝিনা বাপু

  • @user-lu7uf2zf7v
    @user-lu7uf2zf7v ปีที่แล้ว

    অথবা থ

  • @showrovagro
    @showrovagro ปีที่แล้ว

    rannar channel grow kortese na idaning!!!!

  • @shampajahan986
    @shampajahan986 ปีที่แล้ว

    হুলুদ গুরা দেন নাই

  • @likhonmoral9304
    @likhonmoral9304 ปีที่แล้ว

    হলুদ ছারা খিচুড়ি 😁😁😁

  • @BijoiRohoman
    @BijoiRohoman 3 หลายเดือนก่อน

    আপনার রান্না ভালো না

  • @jouijoui1397
    @jouijoui1397 ปีที่แล้ว

    মতলবের পাগলি

  • @mohammadabdullaislam2947
    @mohammadabdullaislam2947 ปีที่แล้ว

    মজা হয় না

  • @rausanara_begum
    @rausanara_begum ปีที่แล้ว

    Nice