ভুলবশত একজন দাদার কমেন্ট ডিলিট হয়ে গিয়েছে। তার প্রশ্ন ছিল প্রথম স্প্রেতে এন্টার কল দেওয়ার পর সেকেন্ড স্প্রেতে হিউমিক অ্যাসিড ও প্রফেস সুপার দেওয়া যাবে কিনা? হ্যাঁ দাদা অবশ্যই সেকেন্ড স্প্রেতে দেওয়া যাবে। প্রফিক্স সুপার কুড়ি এমএল এক ট্যাংকিতে। তবে দ্বিতীয় স্প্রেতে এনটাকল না দিয়ে m45 দেওয়া ভালো।
এক্ষেত্রে দেওয়া যায় কিন্তু সব সময় মনে রাখবেন একটি ঔষধের সাথে বড়জোর একটি জিনিস মেশালে সেটার কাজ ভালো পাবেন বেশি কিছু মেশালে রিএকশন হয়ে যাওয়ার ভয় থাকে যার ফলে গাছের পাতা পুড়ে যেতে পারে
আমি চন্দ্রমুখী, হেমাঙ্গিনী এবং কলম্বো আলু চাষ করেছি কিন্তু কোনো আগাছানাশক দেওয়া হয়নি, এখন আমি ঐ ধরণের আলুর জন্য আগাছানাশক হিসাবে কি ঔষধয় দেব, বেতোশাক এবং বেগুনপাতা গাছ বেশী হয়
এন্ট্রা কল এখনের মত একবার দিন তবেই হবে পরবর্তীতে যখন ঠান্ডা বেশি পড়বে তার আগেই আমি দ্বিতীয় পরিচর্যা ভিডিও দিয়ে দিব। জল দেওয়ার পরে পিজিয়ার দিতে পারেন তবে বিকাল তিনটার মধ্যে স্প্রে করে দিবেন।
হিউমিক অ্যাসিড মূলত পটাশিয়াম হিউমেট এটি গাছের শিকড় বৃদ্ধিতে সহায়তা করে এবং ফলভিক এসিড মূলত গাছের কান্ডের বৃদ্ধিতে এবং গাছের অন্যান্য শারীরবৃত্তি ও কাজে র গতিকে বাড়িয়ে দেয় যার ফলে গাছের চেহারা ভালো হয় এবং ফলন বেশি পাওয়া যায়। কিছু কিছু পিজিয়ারে এই দুটি এসিডই থাকে
দাদা আমি প্রথম স্প্রে antracol করছি.20 লিটার জলে 35 গ্রাম.. আমি এখন দ্বিতীয় স্প্রে করবো আলু গাছের. আবারো antracol স্প্রে করবো.. কোনো সমস্যা হবেনাতো.. গাছ কোনো সমস্যা নেই..
@@KrishiwithExperience আচ্ছা দাদা antracol স্প্রে করলে এক্সট্রা ভাবে কি শিখরে ওষুধ মারতে হয়কি না কি antracol মারলে হয়েযায়.. বললে খুব ভালো হয় আমি প্ৰথম বার আলু করছি.. তাই
আলু গাছের পাতা কুঁকড়ে যাওয়া এটা মূলত শোষক পোকার জন্য হয়। বিভিন্ন ধরনের শোষক পোকা রস সুসে খায় যে কারণে পাতা কুঁকড়ে যায়। এজন্য thaimethaxom বা imidachloroprid এই দুই গ্রুপের মধ্যে যেকোনো একটি গ্রুপের ঔষধ স্প্রে করলে ঠিক হয়ে যাবে। তবে এটা অনেক সময় বীজ বাহিত হয় এক্ষেত্রে বীজ শোধন করার সময় কীটনাশক দিলে ভালো হয়।
@@tapasroy5483 শোষক পোকার ঔষধ স্প্রে করুন। এবং আলুর জমিতে যে ফাঙ্গি সাইডগুলো ব্যবহার করবেন তার ফলে ক্রমে ক্রমে কিছুটা ঠিক হয়ে আসবে। কিন্তু লক্ষ্য রাখবেন নতুন করে শোষক পোকা যাতে না লাগে
দাদা আমি বাংলাদেশ এ হিউমিক এসিড ও ১২:৬১:০০ এনপিকে পাইতেছিনা এর পরিবর্তে কি ব্যবহার করতে পারি? এর পরিবর্তে কি ন্যাপথালিক এসিটিক এসিড 98% এবং হিমমিক এসিড ও পটাশিয়াম সমৃদ্ধ জৈব উজ্জিবক ব্যবহার করতে পারি কি? আশা করি আমার প্রশ্নের উত্তর দিয়ে সহযোগিতা করবেন।
বায়ার কোম্পানির প্লেনোফিক্স। এতে থাকে আলফা ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড যা পিজিআর হিসেবে কাজ করে এবং গাছের ফুল ও ফল পড়ে যাওয়া রোধ করে। তাই আলুতে এটা দেওয়ার কোন দরকার বলে আমি মনে করি না। আপনি হিউমিক অ্যাসিড ও পটাশিয়াম সমৃদ্ধ জৈব উদ্দীপক ব্যবহার করতে পারেন আশা করি ভাল ফল পাবেন। এর সাথে এমাইনো এসিডযুক্ত পিজিআর ব্যবহার করবেন
এত ওষুধ দিলে তো কারবারে লাল বাতি জ্বলে যাবে। অল্প খরচার মধ্যে চাষ বলতে হবে। তবেই তোমার ভিডিও দেখবে। যদি তুমি এত খরচের ভিডিও তৈরি করো চাষী তো ক্ষেপে যাবে, তাহলে তোমার ভিডিও দেখে লাভ কি হবে। আমিতো এখন সোনার দামে বিক্রি হচ্ছে তাই বলছি।
হ্যাঁ এটা ঠিক যে আলুর দাম খুবই কম তবে যে সমস্ত জিনিসগুলোর কথা বলেছি সেগুলোর দামও খুব একটা বেশি না। বাজার চলতি সমস্ত সার ও ওষুধের হিসেবে এগুলোর দাম অনেকই কম। প্রতি টাংকি প্রতি সামান্য কিছু খরচে হয়ে যাবে
@@promoline5046 ফাঙ্গিসাইডের সাথে এনপিকে মিশিয়ে স্প্রে করতে পারেন। পিজিআর ও অনুখাদ্য আলাদা স্প্রে করবেন। এমাইনো এসিডযুক্ত পিজিআর হলে তিনটি একসাথে স্প্রে করা যাবে।
@@promoline5046 এটার প্রয়োজনীয়তা আছে কিন্তু প্রথম সময় নয়। গাছের চেহারা বৃদ্ধির ক্ষেত্রে পটাশ সার দেওয়া যায় না। প্রথম অবস্থায় গাছের বৃদ্ধি হয়ে গেলে দ্বিতীয় অবস্থা থেকে এই এনপিকে স্প্রে করতে হয়।
এন্টাকল এটা হল একটা ফাঙ্গিসাইড এটা প্রথম সময়ে গাছকে সুরক্ষা দিবে। শুধুমাত্র এটা দিলে গাছের চেহারা কোন ভাবেই ভালো হবে না। সমস্ত পরিচর্যা গুলো করুন আশা করি অবশ্যই গাছের চেহারা ভালো । হবে
ভুলবশত একজন দাদার কমেন্ট ডিলিট হয়ে গিয়েছে। তার প্রশ্ন ছিল প্রথম স্প্রেতে এন্টার কল দেওয়ার পর সেকেন্ড স্প্রেতে হিউমিক অ্যাসিড ও প্রফেস সুপার দেওয়া যাবে কিনা? হ্যাঁ দাদা অবশ্যই সেকেন্ড স্প্রেতে দেওয়া যাবে। প্রফিক্স সুপার কুড়ি এমএল এক ট্যাংকিতে। তবে দ্বিতীয় স্প্রেতে এনটাকল না দিয়ে m45 দেওয়া ভালো।
খুব ভাল ভিডিওকরেছ
thanks 🙏🙏
সুন্দর এবং স্পষ্ট ভাষায় ভালো বলেছো ।
অসংখ্য ধন্যবাদ দাদা
Thanks dada
Welcome
Good
ধন্যবাদ
❤🎉
খুব সুন্দর কৃষিকাজ দাদা খুব সুন্দর ভাই এগিয়ে যাও
ধন্যবাদ।
ভালো লাগলো
ধন্যবাদ
1.antracol
2.humic acid
3.12-61-0
4.ambisson/
5actara/lancer gold/ profex super lada r jnno
এন্ট্রাকল আর হিউমিক এসিড কি একসাথে স্পে করা যাবে প্রথম স্পে তে??
❤❤
ধন্যবাদ
দাদা আমার আলুরবয়স কুরি দিন প্রথম কি এক্সপ্রে দিব বললে উপকৃত হব
Antracol er sate humic acid o potasioum humet combination er pgr deoua jabe? Sate profex super
Dada npk r hiumic acid ak sate spere karte parbo. R Kato ml kare spere karbo.
হিউমিক অ্যাসিড ১ এম এল বা ১ গ্রাম হারে এবং এন পি কে দুই গ্রাম প্রতি লিটার জলে একসাথে মিশিয়ে স্প্রে করতে পারবেন
Dada antacol ar sathe ki npk deoya jabe protom bare .... Janaben doya kore
Nomoskar dada,
Bolchi amar gache mati deya hoye geche erpor ami antracol+ humic dibo naki profex supr taw eksathe misiye dubo
এক্ষেত্রে দেওয়া যায় কিন্তু সব সময় মনে রাখবেন একটি ঔষধের সাথে বড়জোর একটি জিনিস মেশালে সেটার কাজ ভালো পাবেন বেশি কিছু মেশালে রিএকশন হয়ে যাওয়ার ভয় থাকে যার ফলে গাছের পাতা পুড়ে যেতে পারে
Antracol, npk12 61 0, huminoz 98 ek sathe spray kora jay? Ditiyo spray te.
দাদা, পিয়াজের চাষ নিয়ে ভিডিও করুন
আমাদের এইদিকে পেঁয়াজ চাষ করা হয় না। তবে চেষ্টা করব ভিডিও আনার জন্য। পেঁয়াজকলি চাষ করা হয় সেই ভিডিও চ্যানেলে আছে দেখে নিতে পারেন
দাদা একই জমিতে পতি বছর আলু হবে কি ।
না করা ভালো
আমি চন্দ্রমুখী, হেমাঙ্গিনী এবং কলম্বো আলু চাষ করেছি কিন্তু কোনো আগাছানাশক দেওয়া হয়নি, এখন আমি ঐ ধরণের আলুর জন্য আগাছানাশক হিসাবে কি ঔষধয় দেব, বেতোশাক এবং বেগুনপাতা গাছ বেশী হয়
Dada 12.16.0 er poriborte nano dap dile kamon hoy
হবে কিন্তু আমি ব্যাবহার করি নি।
ভাই মাটি থেকে 3 ইন্সী লম্বা এখন কোনটা স্পেরে করবো জানাবেন
ভিডিও হিসেবে পরিচর্যা গুলো করুন আশা করি ভাল ফল পাবেন। দ্বিতীয় পরিচর্যার ভিডিও খুব শীঘ্রই আসবে সেখানে প্রথম পরিচর্যা রেজাল্ট দেখানো হবে
Dada humik acid and npk ak sathe spray kora jabe
অবশ্যই ।
Dada, Miraculan er sathe 12:61:0 Mishie Alute Spray Kora Jabe?
Dose ta ki Hobe? Uttarer Ashay Roilam.
Pls reply soon
যাবে ২৫ মিলি+ ৩০ গ্রাম
@@KrishiwithExperience Indeed Thanx
বলছি দাদা আলুতে প্রথম স্প্রে তে "Antacol " এর সাথে আর কি দেবো...??
গাছের গ্রোথ ঠিক হলে প্রথম অবস্থায় কোন কিছু দেওয়ার দরকার নেই। যদি গাছের চেহারা কম হয় সে ক্ষেত্রে িউমিক এসিড ও এনপি কে দিতে পারেন
যেহেতু কয়েকদিন থেকে কুয়াশা বেশি পরছে তাই ব্লাই টক্স স্প্রে করতে পারেন
ধন্যবাদ দাদা । ❤️ আমি আরো প্রশ্ন জিজ্ঞাসা করলে রিপ্লাই দিও 🙏
@@minmoyg710 অবশ্যই
@@KrishiwithExperience dada what's app e massage korben?
Dada ami kono anu khaddo dai ni tate ki kono rokom somosya hobe
না।অনুখাদ্য দিলে পরবর্তীতে আলুর সাইজ ভালো হবে ।ক্যাট আলু কম হবে
দাদা আলুতে এখনও সেচ দেয়ার সময় হয়নি, তার আগে হিউমিক ব্যবহার করা যাবে?আর হিউমিক এসিড এবং এম পি কে একসাথে স্প্রে করা যাবে? Please reply.
একসাথে ব্যবহার করা যাবে কিন্তু সেচ দিয়ে তারপর ব্যবহার করুন ভালো রেজাল্ট পাবেন
দাদা প্রথম এসপ্রেস কি করব?
দাদা আমি বাংলাদেশ থেকে বলছি এখানে এনামে কোন ওষুধ পাওয়া যায় না
সমস্যা কি
দাদা মাটি দেবার আগে antracol দেবো। এরপর মাটি দিয়ে জল দেবো। তারপর কি কি দেবো একটু বলে দাও। humic +allwingold+npk একসাথে কতদিন পর দেবো। pls বলো
Alu matir nise pase giya gas mare jay gas basar ki upay
দাদা, গাছ মরে যায় বলেই আলু পচে যায়। আপনি বিএসএফ কোম্পানির জেলোরা ব্যবহার করতে পারেন। নতুন ভিডিও এসেছে সেখানে বিস্তারিত বলা আছে দেখে নিন
দাদা আমার আলু গাছের বয়স ৩৮ দিন হলো আমি ৪ দিন আগে পি জি আর ও জ্যাজ দিয়েছি আজকে ২ য় সেজ দিলাম এখন কি দেবো গাছের চেহারা মোটা মুঠি ভালো ।
যেহেতু জল সেচ দিয়েছেন তাই কয়েকদিন দেখুন গাছের চেহারা অটোমেটিক আরো ভালো হয়ে যাবে। গাছের চেহারা মিডিয়াম থাকাই ভালো অতিরিক্ত বেশি চেহারা হলে ফলন কমে যাবে।
dada protom srete antracol o bis spre korechi
এখন হিউমিক এসিড ও 12:61:00 NPK দেন ভালো ফল পাবেন
দাদা ফাঙ্গিসাইড কতো দিন পর পর স্প্রে করতে হবে আর পিজির দেওয়ার সময় কখন ।
এন্ট্রা কল এখনের মত একবার দিন তবেই হবে পরবর্তীতে যখন ঠান্ডা বেশি পড়বে তার আগেই আমি দ্বিতীয় পরিচর্যা ভিডিও দিয়ে দিব। জল দেওয়ার পরে পিজিয়ার দিতে পারেন তবে বিকাল তিনটার মধ্যে স্প্রে করে দিবেন।
10 15
Dada ami ki antracol,humic acid,12-61-0 ,aktara eksathe use kara jabe ki
এতগুলো এক সাথে মিশিয়ে দিবেন না।রিয়েকশন হয়ে গাছ পুরে যেতে পারে।Anyracol+humic acid এবং Actara+12:61:00 এভাবে স্প্রে করূন।
হিউমিক এসিড ও পিজিআর/ ভিটামিন/ ফ্লোরা একত্রে স্প্রে করা যাবে কিনা?
হিউমিক এসিড এর সাথে যেকোনো একটি মিশিয়ে স্প্রে করা যাবে
আলুর ফল বড় কারার জন্য কি দিতে হবে
আলুর ফল বড় করার জন্য জিব্রেলিক এসিড স্প্রে করে দিতে পারেন । কিন্তু এই ঔষধ দিলে আলু ঘরে রাখতে পারবেন না অল্প কিছুদিনের মধ্যেই বিক্রি করে দিতে হবে
Antracol কি সব সময়ই দেওয়া যায় কি
গাছের গ্রোথ বেশি হলে দেওয়া যাবে না।
@@KrishiwithExperience ok
দাদা হিউমিক আ্যসিড ১ট্যা্কিতে কতটুকু দিতে হবে।
ভিডিওতে বলা হয়েছে
dada para cukra bis vitamin AR sathe spre Kora jayki.
Para Chuka bis eta to bujhlam na dada
দাদা প্রথম চাপান সার কী কী দেবো
আপনি জমি তৈরির সময় কোন কোন সার দিয়েছেন তার ওপর নির্ভর করছে আপনার এই সময় চাপান সার। যদি ১০-২৬ দিয়ে করে থাকেন তবে এখন শুধুমাত্র ইউরিয়া দিবেন।
দাদা জমি তৈরির সময় ফসফেট,পটাশ আর ইউরিয়া দিয়েছি,,এখন চারা বেরিয়েছে প্রথম চাপান হিসেবে কী কী সার ব্যবহার করব। ৩৩শতক/বিঘা
প্রথম চাপান সার নির্ভর করে আপনি জমি তৈরির সময় কতটুকু সার দিয়েছেন তার ওপর।পর্যাপ্ত পরিমাণ সার দেওয়া থাকলে গাছের চেহারা বুঝে ইউরিয়া দিবেন।
হিউমিক এসিড মুলত কি? আপিজিয়ার নাকি অন্য কোনো কিছু?আর ফালকি এসিডের কাজ কি?
হিউমিক অ্যাসিড মূলত পটাশিয়াম হিউমেট এটি গাছের শিকড় বৃদ্ধিতে সহায়তা করে এবং ফলভিক এসিড মূলত গাছের কান্ডের বৃদ্ধিতে এবং গাছের অন্যান্য শারীরবৃত্তি ও কাজে র গতিকে বাড়িয়ে দেয় যার ফলে গাছের চেহারা ভালো হয় এবং ফলন বেশি পাওয়া যায়। কিছু কিছু পিজিয়ারে এই দুটি এসিডই থাকে
দাদা antracol+humic acid দেওয়া যাবে
যাবে
19.19.19 ki kaj dile kemon hobe
১০ কাঠা জমিতে আলু চাষ করেছি সবে গাছ বেরিয়েছে এখন কি কিছু করতে হবে বয়স ১৫ দিন
কয়েকদিন পর এই ভিডিও হিসাবে পরিচর্যা করুন ভালো ফল পাবেন।
দাদা আমি প্রথম স্প্রে antracol করছি.20 লিটার জলে 35 গ্রাম.. আমি এখন দ্বিতীয় স্প্রে করবো আলু গাছের. আবারো antracol স্প্রে করবো.. কোনো সমস্যা হবেনাতো.. গাছ কোনো সমস্যা নেই..
আপনি দ্বিতীয় স্প্রের ক্ষেত্রে ব্লাইটক্স ব্যবহার করতে পারেন ভালো রেজাল্ট পাবেন
@@KrishiwithExperience আচ্ছা দাদা antracol স্প্রে করলে এক্সট্রা ভাবে কি শিখরে ওষুধ মারতে হয়কি না কি antracol মারলে হয়েযায়.. বললে খুব ভালো হয় আমি প্ৰথম বার আলু করছি.. তাই
দাদা তোমার ফোন নম্বর টা দিলে ভালো হয়
দাদা আমি জমি তৈরি করবার সময় ডিএপি আর পটাস দিয়ে করেছিলাম তো এখন কাজ বেরিয়ে গেছে এখন কি সার দেব
গাছের চেহারার অবস্থা দেখে ইউরিয়া সার প্রয়োগ করবেন। জল দেওয়ার সময়
দাদা আমার আলু গজানোর সাথে সাথে পাতা কুরে যাচ্ছে কি স্প্রে করতে হবে।
আলু গাছের পাতা কুঁকড়ে যাওয়া এটা মূলত শোষক পোকার জন্য হয়। বিভিন্ন ধরনের শোষক পোকা রস সুসে খায় যে কারণে পাতা কুঁকড়ে যায়। এজন্য thaimethaxom বা imidachloroprid এই দুই গ্রুপের মধ্যে যেকোনো একটি গ্রুপের ঔষধ স্প্রে করলে ঠিক হয়ে যাবে। তবে এটা অনেক সময় বীজ বাহিত হয় এক্ষেত্রে বীজ শোধন করার সময় কীটনাশক দিলে ভালো হয়।
আমার মনে হয় এটা বীজের দোষের কারণে হয়েছে । এখন কি উপায় আছে দাদা
@@tapasroy5483 শোষক পোকার ঔষধ স্প্রে করুন। এবং আলুর জমিতে যে ফাঙ্গি সাইডগুলো ব্যবহার করবেন তার ফলে ক্রমে ক্রমে কিছুটা ঠিক হয়ে আসবে। কিন্তু লক্ষ্য রাখবেন নতুন করে শোষক পোকা যাতে না লাগে
দাদা iffco কোম্পানি এর humivi k powder জৈব সারের সাথে মাটিতে দিলে হবে তো?
Antracol এর সাথে কী ১৯-১৯-১৯ ও PGR একসঙ্গে দেওয়া যাবে?
হ্যা
@@rajde9462 pgr এর সাথে অনুখাদ্য ছাড়া কিছু মেশানো ঠিক না
ধন্যবাদ দাদা
দাদা আমি বাংলাদেশ এ হিউমিক এসিড ও ১২:৬১:০০ এনপিকে পাইতেছিনা এর পরিবর্তে কি ব্যবহার করতে পারি? এর পরিবর্তে কি ন্যাপথালিক এসিটিক এসিড 98% এবং হিমমিক এসিড ও পটাশিয়াম সমৃদ্ধ জৈব উজ্জিবক ব্যবহার করতে পারি কি? আশা করি আমার প্রশ্নের উত্তর দিয়ে সহযোগিতা করবেন।
বায়ার কোম্পানির প্লেনোফিক্স। এতে থাকে আলফা ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড যা পিজিআর হিসেবে কাজ করে এবং গাছের ফুল ও ফল পড়ে যাওয়া রোধ করে। তাই আলুতে এটা দেওয়ার কোন দরকার বলে আমি মনে করি না। আপনি হিউমিক অ্যাসিড ও পটাশিয়াম সমৃদ্ধ জৈব উদ্দীপক ব্যবহার করতে পারেন আশা করি ভাল ফল পাবেন। এর সাথে এমাইনো এসিডযুক্ত পিজিআর ব্যবহার করবেন
এত ওষুধ দিলে তো কারবারে লাল বাতি জ্বলে যাবে। অল্প খরচার মধ্যে চাষ বলতে হবে। তবেই তোমার ভিডিও দেখবে। যদি তুমি এত খরচের ভিডিও তৈরি করো চাষী তো ক্ষেপে যাবে, তাহলে তোমার ভিডিও দেখে লাভ কি হবে। আমিতো এখন সোনার দামে বিক্রি হচ্ছে তাই বলছি।
হ্যাঁ এটা ঠিক যে আলুর দাম খুবই কম তবে যে সমস্ত জিনিসগুলোর কথা বলেছি সেগুলোর দামও খুব একটা বেশি না। বাজার চলতি সমস্ত সার ও ওষুধের হিসেবে এগুলোর দাম অনেকই কম। প্রতি টাংকি প্রতি সামান্য কিছু খরচে হয়ে যাবে
বিষ, পিজিআর, ফাঙ্গিসাইড তিনটা একসাথে মিশিয়ে স্প্রে করা যায় ?
না । ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে।পাতা পুরে যেতে পারে।
@@KrishiwithExperience তাহলে এন.পি.কে বা অনুখাদ্য, পিজিআর, ফাঙ্গিসাইড এই তিনটি একসাথে মিশিয়ে স্প্রে করা যায় ?
@@promoline5046 ফাঙ্গিসাইডের সাথে এনপিকে মিশিয়ে স্প্রে করতে পারেন। পিজিআর ও অনুখাদ্য আলাদা স্প্রে করবেন। এমাইনো এসিডযুক্ত পিজিআর হলে তিনটি একসাথে স্প্রে করা যাবে।
Dada 12.61.0
Dose koto dibo 1 lit jole
২ গ্রাম/লিটার
Thankyou
@@anuproy6479 ধন্যবাদ
Dada ami DAP diye koreci ami ki ki spre korbo
একই পরিচর্যা ।সব আলুর ক্ষেত্রেই এইসব পরিচর্যা করতে হয় ।
আলু চাষে কত বার পানি দিতে হয়?
জমির মাটির রসের উপর ভিত্তি করে আপনাকে কতবার সেচ দিতে হবে। কিছু জমিতে তিনবার আবার কিছু জমিতে দুবার বা চার বারও দিতে হয়।
এতে কি নানো urea ব্যাবহার করা যাবে ?কি পরিমান দেব
আলুতে ন্যানো ইউরিয়া ব্যবহার করা যায় ।তবে আমি NPK 12:61:00 ব্যবহার করতে বলেছি ।২-৩ গ্রাম ১ লিটার জলে।
@@KrishiwithExperience আলুতে ১২ঃ৬১ঃ০০ এর পরিবর্তে ১৩ঃ০০ঃ৪৫ এর প্রয়োজনীয়তা বেশী । কথাটি ঠিক ?
@@promoline5046 এটার প্রয়োজনীয়তা আছে কিন্তু প্রথম সময় নয়। গাছের চেহারা বৃদ্ধির ক্ষেত্রে পটাশ সার দেওয়া যায় না। প্রথম অবস্থায় গাছের বৃদ্ধি হয়ে গেলে দ্বিতীয় অবস্থা থেকে এই এনপিকে স্প্রে করতে হয়।
Antracol+humic acid একসঙ্গে দেওয়া যাবে কী?
হ্যাঁ দেওয়া যাবে
হিউমিক এসিড লিকুইড ছাড়া অন্য পাওয়া যায় যেটা মানে সারের সঙ্গে মিশিয়ে দেবো
সারের সাথে মিশিয়ে দিতে পারেন বা স্প্রে করে দিতে পারেন।
@@KrishiwithExperience তাহলে লিকুইড একটা হিউনিক এসিডের নাম বলুন
dada dityo spre tekiki korbo
দ্বিতীয় পরিচর্যা ভিডিও খুব শীঘ্রই চ্যানেলে আসবে। ধন্যবাদ
ডোজ
কোনটার ডোজ জানতে চান বলুন।
এন্ডার কল ব্যবহার করলাম, গাছা তো ভালো হলো না,??
এন্টাকল এটা হল একটা ফাঙ্গিসাইড এটা প্রথম সময়ে গাছকে সুরক্ষা দিবে। শুধুমাত্র এটা দিলে গাছের চেহারা কোন ভাবেই ভালো হবে না। সমস্ত পরিচর্যা গুলো করুন আশা করি অবশ্যই গাছের চেহারা ভালো । হবে
NPK -কি প্রথম স্প্রেতে PGR -এর সাথে দেয়া যাবে...?
না । আলাদা আলাদা স্প্রে করুন । NPK স্প্রে করে অবস্থা দেখুন ।গাছের চেহারা ভালো হয়ে গেলে PGR কয়েকদিন পর স্প্রে করবেন ।
Apni kotha thake traning korechen
Vul val kotha bolchen
আমি নিজের জমিতে ট্রেনিং করি ।কি ভুল বলেছি দয়াকরে এটা একটু বলবেন।
আপনার জমির তো কন্ডিশন ভালো নয়
কি খারাপ দেখলেন দাদা?
Profit Hobe Na.
কেন হবে না দাদা? খুব কম পয়সার মধ্যে হয়ে যাবে আর সাথে গাছের চেহারাও বাড়বে ।
হিউমিখ এসিড
দাদা আমি জমি তৈরি করবার সময় ডিএপি আর পটাস দিয়ে করেছিলাম তো এখন কাজ বেরিয়ে গেছে এখন কি সার দেব
জল দেবার সময় ইউরিয়া সার দিবেন । গাছের চেহারা দেখে পরিমাণ মতো। সাথে এই পরিচর্যা গুলো করুন ভালো ফলন পাওয়া যাবে।
গাছের বয়স কত দিন হলে n p k দিতে হবে
আলু গাছের যখন আপনি প্রথম শেচ দেবেন তার দু-তিনদিন পরে করবেন। কারণ জমিতে রস না থাকলে এনপিকে ভালো কাজ করতে চায় না।
হিউমিক এসিড লিকুইড ছাড়া অন্য পাওয়া যায় যেটা মানে সারের সঙ্গে মিশিয়ে দেবো
জমি তৈরির সময় সারের সাথে মিশিয়ে দেওয়া যায়। এবং তখন না দিলে স্প্রে করে দিতে হয়।
@@KrishiwithExperience তাহলে লিকুইড একটা হিউনিক এসিডের নাম বলুন
@@KrishiwithExperience তাহলে লিকুইড একটা হিউনিক এসিডের নাম বলুন
@@bikramghosh5660 ইফকো কোম্পানির হিউমাটসু। Vim90....and humitop... আরো অনেক কোম্পানির অনেক আছে। আপনার কাছে যেটা এভেলেবেল সেটা ব্যবহার করতে পারেন