বাঙালি মাছের পাহাড়ি রেসিপি - Unique TRIBAL VILLAGE COOKING In BANDARBAN, Bangladesh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • Bandarban বা bandorban যাই বলেন না কেন village cooking নিয়ে আমার আগ্রহের শেষ নেই। bangladeshi food reviewer হিসেবে তাই bandarban tour এ এসে bandarban tiurist spot গুলো ঘুরে ঘুরে যখন ক্লান্ত, ঠিক তখনই খুঁজে পেলাম ইন্টারেস্টিং একজন মানুষকে। যার কাছ থেকে আমরা bangladeshi tribal food and tribal cooking সম্পর্কে জানতে পারলাম অনেক কিছু। I hope Ani opens up her own village cooking channel, her recipes were too good. পাহাড়ি খাবার তো স্বাদই থাকে আলাদা আর তাও যদি হয় বাঙালি মাছের পাহাড়ি রেসিপি তাহলে তো কথাই নেই। গ্রাম বাংলার রান্না নিয়ে এবং unique village food নিয়ে আজ হবে best ever food review show bangladesh.
    Food Court: cutt.ly/foodcourt
    Follow Me -
    Facebook - cutt.ly/hESJUwF
    Twitter - cutt.ly/oESJK8K
    Instagram - cutt.ly/hESJ5vx
    Drone Shot Courtesy: cutt.ly/aRj3q7w
    #AdnanFaruque #TribalFood #FoodTour

ความคิดเห็น • 1K

  • @farhanapurbo6591
    @farhanapurbo6591 3 ปีที่แล้ว +228

    এনির বাংলা বচন খুবই চমৎকার। ধন্যবাদ আদনান ভাই বান্দরবানের একটা অসাধারণ ফুড ডডকুমেন্টারি দেখানোর জন্য ❤️

    • @titu120
      @titu120 3 ปีที่แล้ว

      kivabe camatkar holo ,tini jokhon mach bikretader sathe kotha bollo ,majajta gorom hoye gasilo .respect diye ktha bolini .tumi tumi kotha bolte chelo .

    • @mohammadminhaz1
      @mohammadminhaz1 3 ปีที่แล้ว +1

      @@randomaccessmemoriesonly তোর মাথায় সমস্যা আছে। মূর্খ আবাল

    • @seomaster7780
      @seomaster7780 2 ปีที่แล้ว +1

      যখন বাংলা শেখার চেষ্টা করবেন তখন দেখবেন আপনার বচন ভঙ্গি অনেক সুন্দর হয়ে গেছে, আমি কুমিল্লার ছেলে এবং কথায় কুমিল্লার অনেক আঞ্চলিকতা থাকত যা আমাকে অনেক বিরক্ত করে। তারপর একদিন কলকাতার তিনজন দিদির কথোপকথন দেখে এবং তাদের বচন ভঙ্গি দেখে খুবই বিমোহিত হয় এবং বাংলা শেখার চেষ্টা করি বিভিন্ন ধরনের উপন্যাস এবং নাটক দেখে। নাটকের সংলাপ গুলো বার বার নিজে বলার চেষ্টা করি। আমি বলব না যে আমার বচন ভঙ্গি অনেক সুন্দর বা আমি সুন্দর ভাবে কথা বলতে পারি। তবে আমি এটা বলতে পারি যে আমার বাংলা বচন ভঙ্গি পূর্বের তুলনায় অনেক উন্নত হয়েছে এবং আমার বিপরীত যে থাকে তার সাথে কথা বলার সময় আমার গ্রহনযোগ্যতা বারে।

  • @youpedia2781
    @youpedia2781 3 ปีที่แล้ว +30

    পাহাড়িরা খুবই ভালো মানুষ,এক কথায় শত ভাগ সত এবং দূর্নীতিমুক্ত। এদেশে ওদেরকে খুব দরকার।
    Didi you are so sweet,pretty & smart.

  • @thechakmacouple
    @thechakmacouple 3 ปีที่แล้ว +512

    সত্যিই অসাধারণ,একজন পাহাড়ি ছেলে হিসেবে খুব গর্ববোধ করি যখন আমাদের জীবনধারাগুলো কনটেন্টের মাধ্যমে তুলে ধরেন।🙂

    • @MSLASMReating
      @MSLASMReating 3 ปีที่แล้ว +11

      Yes it’s true u must be proud as a tribe,u people r so nice,hard working,well mannered ❤️❤️❤️

    • @arifulhaq1199
      @arifulhaq1199 3 ปีที่แล้ว +5

      J jar jar culture r traditions dhore rakhle jibon ta shundor e hoi. Diversity thaka hocche akta desher jonno healthy

    • @user-uf9dt5fg8z
      @user-uf9dt5fg8z 3 ปีที่แล้ว +8

      পাহাড়ি মানুষ হিসেবে তুমার সবসময় খুশি থাকা উচিৎ, প্রাকৃতিক পরিবেশে নিরমল জীবন তোমাদের, দোয়া করি জীবনে সফল হও আর বাংলাদেশকে সমৃদ্ধ কর।পাহাড়ি বাংগালী আর নানা ধরমের মানুষ মিলে আমরা একটি সুন্দর দেশ গড়ে তুলব।

    • @samiyapigeonhousedhaka1111
      @samiyapigeonhousedhaka1111 3 ปีที่แล้ว +10

      আপনারা পাহারি নয় আমাদেরি বাংলাদেশি ভাই

    • @tarekulislam1355
      @tarekulislam1355 3 ปีที่แล้ว +4

      Love you bro

  • @MahmudulHasan-wx7wb
    @MahmudulHasan-wx7wb 3 ปีที่แล้ว +34

    অনেকদিন পরে আপনার চ্যানেলে কমেন্ট করলাম। খুব ভালো লাগলো এপিসোডটা। পাহাড়ি-বাঙ্গালি মিলেই আমরা বাংলাদেশি। এভাবেই টিকে থাকুক আমাদের শিল্প-ইতিহাস-সাহিত্য-সংস্কৃতি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনিকে।

  • @rumkiahmed746
    @rumkiahmed746 3 ปีที่แล้ว +60

    এ্যনির মারাত্মক কন্ঠ(ভয়েচ) অসাধারণ বাংলা ডেলিভারি এবং শেষের অংশ কলিজায় লাগল(আপনারা আবার আসবেন)

    • @MyTameBird
      @MyTameBird 2 ปีที่แล้ว

      You are right.

  • @EnjoyCooking12
    @EnjoyCooking12 3 ปีที่แล้ว +460

    She is so organised and well mannered lady I like her hospitality ❤️

  • @mitadey5409
    @mitadey5409 3 ปีที่แล้ว +135

    আজকের video টা এত সুন্দর বলে বোঝানো যাবে না 👌👌👌👍👍👍Anny র ব্যবহার চমৎকার আর কি সুন্দর কথা 🙏🙏🙏

  • @TheArpan1983
    @TheArpan1983 3 ปีที่แล้ว +81

    এত সুন্দর ডিটেলিং! চমৎকার ভাল ভ্লগ হয়েছে! টিঙ্কু চৌধুরীর বান্দরবানের ভিডিও দেখেই আমি বাংলাদেশের ভ্লগ দেখা শুরু করি। খুব সুন্দর দেশ আপনাদের। love from kolkata, India

  • @user-pm2py5bf4l
    @user-pm2py5bf4l 3 ปีที่แล้ว +133

    আপনার ভিডিওতে আগের চেয়ে অনেক বেশি পরিবর্তন এসেছে এবং সেটা যথেষ্ট ইতিবাচক , এটা সবচেয়ে চমকপ্রদ ছিল! এগিয়ে যান আপনি। শুভকামনা রইল💖💗❤️🧡💛💚💜🤎🖤🤍

  • @ronzinaislam3682
    @ronzinaislam3682 3 ปีที่แล้ว +50

    সব ধন্যবাদ এ্যানির জন্য, she is very gentle, beautiful and organised lady.

  • @mdmamunurrashid9444
    @mdmamunurrashid9444 3 ปีที่แล้ว +136

    এনি আপু এতো সুদ্ধ বাংলা বলে শুনে অনেক অবাক হলাম ।

  • @sabbirkhan190
    @sabbirkhan190 3 ปีที่แล้ว +41

    আজকের ভিডিও টা বেশ আলাদা। খুবই ভালো হইছে। সাথে এ্যানির কথা, উপস্থাপন এবং রান্নাও খুব ভালো লাগছে

  • @ahsumon7322
    @ahsumon7322 3 ปีที่แล้ว +3

    বাংলাদেশের নৃগোষ্ঠী সম্পর্কে খুব সামান্যই আমরা জানি..... ধন্যবাদ আদনান ফারুক ভাইকে। সকল ( যতটুকু সম্ভব) নৃগোষ্ঠীদের খাবারের রেসিপি দেখানোর ব্যবস্থা করতে পারলে ভাল হয়।..... এ্যানি অসম্ভব সুন্দর দেখতে এবং তার কথা গুলো ও। fall in ♥♥♥♥ on এ্যানি।

  • @DrChing-gz5bf
    @DrChing-gz5bf 3 ปีที่แล้ว +24

    এনির বাংলা বচন আর আদনান ভায়ের উপস্থাপনা সত্যিই প্রশংসার দাবিদার।

  • @anisrahman4738
    @anisrahman4738 3 ปีที่แล้ว +11

    She knows how to treat guest. True hospitality. Thank you Adnan vi and Anee. Best wishes,

  • @zikratown3981
    @zikratown3981 3 ปีที่แล้ว +16

    এনি কে দেখে খুব ভালো লাগলো, এনি আমাদের গর্ব,

  • @hmmozammal17
    @hmmozammal17 3 ปีที่แล้ว +13

    এনির বাংলাই কথা এক কথাই অসাধারণ। দারুণ ডূমেমেনটারি

  • @masumrauf6734
    @masumrauf6734 3 ปีที่แล้ว +20

    পাহাড়ি আপুর চমৎকার বাংলা বলাটা খুব ভালো লেগেছে এবং তার কথায় খুব ভালো আন্তরিকতা ও সরলতা ফুটে উঠেছে।

  • @sathongmro1493
    @sathongmro1493 3 ปีที่แล้ว +5

    পার্বত্য বান্দরবানের পাহাড়ি রান্না রেসিপি ফুটিয়ে তোলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমিও বান্দরবান জেলার, আলীকদম উপজেলার"ম্রো" জনগোষ্ঠী। আপনাকে আমাদের "ম্রো" জনগোষ্ঠী রান্নার রেসিপি আমন্ত্রিত রইল❤️fb: Sathong Mro

  • @ihsanilahiasif3655
    @ihsanilahiasif3655 3 ปีที่แล้ว +16

    আমাদের পাহাড়ি মানুষগুলো সত্যি অসাধারণ।

  • @somitroy6460
    @somitroy6460 3 ปีที่แล้ว +19

    Big Love from 🇮🇳

  • @sanzidamannanchuity1161
    @sanzidamannanchuity1161 3 ปีที่แล้ว +6

    Bandarban theke bolchi & uyepru marma(ani) school lifer best friend chilo.....she has so many qualities also

    • @uaprueanny5067
      @uaprueanny5067 3 ปีที่แล้ว +6

      🥰🥰🥰thank you Chuity

    • @yasinakash2154
      @yasinakash2154 3 ปีที่แล้ว +1

      @@uaprueanny5067 আপু আপনি অনেক কিউট।এবং আপনি খুব সুন্দর করে কথা বলেন

  • @satarupamajumder9841
    @satarupamajumder9841 3 ปีที่แล้ว +17

    খুব সুন্দর উপস্থাপনা।গ্রাম্য মহিলাটির আতিথেয়তা সত্যি হৃদয় ছুঁয়ে যায়।

  • @farhadhossain122
    @farhadhossain122 3 ปีที่แล้ว +1

    খাবারের বৈচিত্রর সাথে এতো সুন্দর প্রমিত বাংলা!!!! আমি ৩০বছর চট্টগ্রাম থেকে বহুবার পাহাড়ে গিয়েছি তাঁদের সাথে অল্প বিস্তর কথা বলেছি কিন্তু এতো সুন্দর বাংলা কখনো শুনিনি!!! ধন্যবাদ দিদি

  • @shahinursrecipe5303
    @shahinursrecipe5303 3 ปีที่แล้ว +4

    এনি আপুর বাংলা বলার ধরন টা চমৎকার এবং মেহমানদারি টা অসাধারণ করলো সে। খুবই মিশুক মনের মানুষ আপুটা

  • @maimoonrauda4377
    @maimoonrauda4377 3 ปีที่แล้ว +25

    ভাই আপনার ব্লগের জন্য অনেক অপেক্ষায় থাকি এই ধরনের ব্লগ গুলো আরো বেশি আমরা চাই বাংলাদেশের আনাচে-কানাচে অনেক সংস্কৃতি রয়েছে সেই গুলো আপনার মধ্যমে সুন্দর করে তুলে ধরবেন অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ব্লক দেওয়ার জন্য

    • @Bangladeshivloggersumikabir
      @Bangladeshivloggersumikabir 3 ปีที่แล้ว +1

      Asshalamualikum via

    • @maimoonrauda4377
      @maimoonrauda4377 3 ปีที่แล้ว

      @@Bangladeshivloggersumikabir ওলাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি বরকাতু

  • @rakibhassananim
    @rakibhassananim 3 ปีที่แล้ว +15

    This is the kind of food vlogging culture that we need in our country. Much appreciation for bringing out the secret recipes hidden in rural areas. Keep up the good work!!

    • @nusratfattah1000
      @nusratfattah1000 2 ปีที่แล้ว

      You can also watch ’Panaroma cooking’

  • @prarthanaghosh5360
    @prarthanaghosh5360 3 ปีที่แล้ว +11

    আপনার খাওয়াগুলো খুব ফলো করি, কলকাতায় ঐসব রেষ্টুরেণ্টে খেতে যাই। আপনার পছন্দসই খাবারের সাথে আমাদের পছন্দ বেশ মেলে।

  • @pallabdhar7405
    @pallabdhar7405 3 ปีที่แล้ว +18

    Go Ahead my friend Anny😍😍😍.
    Proud of you and best whishes.
    Also thanks Adnan vaiya for this new era of food vlogging in Bangladesh❤️

  • @sysaionto6027
    @sysaionto6027 3 ปีที่แล้ว +141

    আমরা ঢাকার মানুষ রাও এত সুন্দর করে বাংলায় স্পষ্ট ক্লিয়ার ভাবে কথা বলতে পারি না যেইটা এই মারমা সম্প্রদায়ের এনি আপু ভিডিও তে বলেছে 🔥

    • @eftakherhossain1311
      @eftakherhossain1311 3 ปีที่แล้ว +2

      Asolei

    • @omarfaruk3212
      @omarfaruk3212 3 ปีที่แล้ว +3

      Jotoi shuddhu kore boluk, Chatgaya vashar ekta tan ache.. apni Chittagong er hole dhorte parten

    • @United-uz7tr
      @United-uz7tr 2 ปีที่แล้ว +2

      @@omarfaruk3212 doesn’t matter. Tan thakleo maximum bangalir cheye shundor kore uccharon kore

  • @ashimmazumder5125
    @ashimmazumder5125 3 ปีที่แล้ว +2

    আমি কলকাতায় থাকি।
    আপনার প্রোগ্রাম আমি মোটামুটি দেখি।
    খুবই এনজয় করি।
    আজকে এনি ম্যাডাম রান্না দেখে অভিভূত
    খুব এনজয় করে খাওয়া-দাওয়া দেখলাম

  • @basu_riju
    @basu_riju 3 ปีที่แล้ว +1

    দীর্ঘদিন ধরেই আপনার ভক্ত। ব্যক্তিগত ভাবে আপনার সাথে কথা বলার সুবাদে আপনার বিনয়, ব্যবহার এবং আন্তরিকতার সাথে আমি পরিচিত। আজ বলতেই হবে, যে কোভিড পরবর্তী আদনান ভাইয়ের যে কামব্যাক বা প্রত্যাবর্তন তা অভাবনীয়! কন্টেন্ট ক্রিয়েশনে অনেক বাধা আপনাকে পেরোতে হয়েছে আমেরিকায় থাকাকালীন সময়ে। কিন্তু বাংলাদেশে ফেরার পর আপনি যে অভাবনীয় উঁচু মানের ভিডিও দিচ্ছেন, তাতে মুগ্ধ হয়ে গেলাম। খাবার, তার পিছনের গল্প, মানুষগুলোর কথা, ন্যারেশন সব মিলিয়ে একটা পরিপূর্ণ ভিডিও দেখছি রোজ। খুব খুব ভালো থাকবেন ভাই। আগের বার হয়নি, এখনো আমি আপনার দিল্লী সফরের প্রত্যাশায় আছি। পরিস্থিতি ভালো হলেই আসবেন। প্ল্যান তো তৈরিই আছে। ❤️

  • @fahimmondol2853
    @fahimmondol2853 3 ปีที่แล้ว +3

    স্যার আপনার এই কন্টেন্ট টা আজকে
    শুধু মাছের জন্য সেরা ছিলো।👌👍
    আর বান্দরবান এর মানুষের বৈচিত্র্যময় জীবন যাপন দেখতে আমাদের ভালোই লাগে, আপনি সেটাই তুলে এনেছেন...ধন্যবাদ আপনাকে।❤️

  • @enriquemong4724
    @enriquemong4724 3 ปีที่แล้ว +2

    এরই মধ্যে আমার দেখা সেরাদের মধ্যে সেরা একটা ব্লগ💙💙 অবশ্যই এ-র মধ্যে কোন কারণ ও আছে(বান্দরবানই আমার জন্মভূমি )
    ফার্স্ট টাইম আপনার ভিডিওতে কমেন্ট রেখে গেলাম🙂
    ভালোবাসা অবিরাম, আছে থাকবে❤❤

  • @azadulislam7440
    @azadulislam7440 3 ปีที่แล้ว +18

    There are hundreds reason why this blog was fantastic and covered many of the beautiful aspects of hilly area and culture . Thanks Adnan and Annie for nice and creative ideas 👏👏🙏💕💕

  • @nazrulislam6806
    @nazrulislam6806 3 ปีที่แล้ว +2

    চমৎকার, এ্যানির বাংলা উচ্চারন সত্যিই প্রশংসার যোগ্য।
    পাহাড়ী রান্নার অনবদ্য উপস্থাপনা।

  • @arindamghosh7821
    @arindamghosh7821 3 ปีที่แล้ว +14

    I love the way she represented their culture ❤️

  • @japanreview7977
    @japanreview7977 2 ปีที่แล้ว

    ঘরের চালের ভাত, তরতাজা মাছ, ভিন্ন সংস্কৃতির রান্না এবং মাটির চুলাই রান্না এক কথা অসাধারন। আর বিশেষ ধন্য এনি আপাকে তারা অসাধারন ও সাবলীল বাংলা ভাষায় কথা বলার জন্য।

  • @jidanca3033
    @jidanca3033 3 ปีที่แล้ว +13

    চাকমাদের ঐতিহ্যবাহী খাবারের একটা ভিডিও চাই দাদা❤️

  • @tanushreechowdhury3065
    @tanushreechowdhury3065 3 ปีที่แล้ว +1

    Khub sundor bhaiya ... khub simple receipe r Eder khub simple lifestyle today's episode is fantastic

  • @snehashishaldar7246
    @snehashishaldar7246 3 ปีที่แล้ว +8

    খুব সুন্দর ভিডিও !
    দক্ষিণ 24 পরগনার , কুলপী ব্লক , পশ্চিমবঙ্গ , ভারতবর্ষ থেকেই আপনার ভিডিও দেখছি ! অ্যানি ম্যাডাম এর হাতের রান্না খাওয়ার সৌভাগ্য কোনও দিনও হবে কি না জানা নেই !

  • @kalpanakitchenwvf
    @kalpanakitchenwvf 2 ปีที่แล้ว +1

    খুব ভালো লাগলো আপনার এই রেসিপিটি এবং আপনি খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। এক কথায় যাকে বলে অসাধারণ।👌😋🙏🙏🙏🙏

  • @bhuiyanshanto9021
    @bhuiyanshanto9021 3 ปีที่แล้ว +8

    ফুড ভ্লগিং টাকে ও একটা অন্য লেভেলে নিয়ে গেলেন।। একদম ইউনিক টাইপ। অসাধারণ ছিল ভাই 😘💥

    • @MSLASMReating
      @MSLASMReating 3 ปีที่แล้ว +1

      No one can touch his level & standard❤️his unique presentation separate him from everyone ❤️❤️❤️

    • @bhuiyanshanto9021
      @bhuiyanshanto9021 3 ปีที่แล้ว

      @@MSLASMReating hmm 😘😘

  • @forhadulkabir2572
    @forhadulkabir2572 ปีที่แล้ว

    পাহাড়ি ললনার মুখনিঃসৃত শব্দচয়ন, ওনার রন্ধনশৈলী, আপ্যায়ন সত্যিই অসাধারণ। মুগ্ধ হলাম।

  • @jitusuniverse8006
    @jitusuniverse8006 3 ปีที่แล้ว +40

    দাদা দারুণ ছিল❤❤❤ আর দিদির কথা গুলি খুবই মিষ্টি ছিল শুনেই ভালো লাগছিল।

  • @tanay002
    @tanay002 3 ปีที่แล้ว +2

    এইটা আমার দেখা আপনার সেরা ব্লগ। করোনার জন্য অনেক দিন ঘুরতে যাওয়া হয় না কোথাও, এই ভিডিও দেখে মনে হল পাহার দেখে আসলাম ❤️ ধন্যবাদ আপনাকে ও আপনার পুরা টিম কে ❤️

  • @nabilanoor2649
    @nabilanoor2649 3 ปีที่แล้ว +7

    She's very sweet. Such warm hospitality ❤️

  • @madofmusic3829
    @madofmusic3829 3 ปีที่แล้ว +1

    সত্যিই ভাই ফুড ভ্লগিং জিনিসটাকে আপনি অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন।রোজকার রেস্টুরেন্টের খাবারের রিভিউয়ের মাঝে এইরকম বিভিন্ন জেলার মানুষের বাড়ির রান্নার রিভিউ পুরো ইউনিক জিনিস।যদিও বাড়ির রান্নার কোনো রিভিউ বা রেটিং হয় না।তাও অন্য রকমভাবে খাবার উপস্থাপনার ব্যাপরটা খুবই ভালো লেগেছে বিশেষত এবারকার পাহাড়ি অঞ্চলের রান্নাগুলি।খুব কম মানুষই এইরকমভাবে মানুষের সাথে মিশতে পারে।এগিয়ে যান ❤️

  • @himadrisekhardas7838
    @himadrisekhardas7838 3 ปีที่แล้ว +10

    জায়গা টা ঠিক কোথায়? ভদ্রমহিলা সত্যিই অমায়িক । ওনার আতিথেয়তা অসাধারণ।

    • @MasudRana-ql9uj
      @MasudRana-ql9uj 2 ปีที่แล้ว +1

      বান্দরবান হচ্ছে পার্বত্য চট্টগ্রাম এর একটি জেলা।বাংলাদেশের দক্ষিন-পূর্ব অংশে
      মায়ানমার বর্ডার ঘেষে।
      বাংলাদেশের পার্বত্য তিনটি জেলার একটি যেখানে প্রচুর ট্রিবলস্ দের বসবাস।

    • @himadrisekhardas7838
      @himadrisekhardas7838 2 ปีที่แล้ว

      @@MasudRana-ql9uj Thank you for sharing this information.

  • @yasminaktar6257
    @yasminaktar6257 3 ปีที่แล้ว

    অনার প্রশংসা না করে পারলাম না অনি একজন পাহাড়ি মেয়ে হয়েও কত সুন্দর সুদ্ধ করে বাংলা ভাষায় কথা বলে ভয়েজটা যেমন সুন্দর বাংলা ভাষায় কথা কথা বলা তেমন সুন্দর আর রান্না তো এক কথায় অসাধারণ মাশাআল্লাহ

  • @tumpasaha4557
    @tumpasaha4557 3 ปีที่แล้ว +1

    Anny তুমি খুবই সুন্দর কথা বল । ভালো লাগলো তোমার সব কটা রান্না ই টাই করে দেখবো। ধন্যবাদ

  • @mr.c_s_m9075
    @mr.c_s_m9075 3 ปีที่แล้ว +10

    Thats good one.❣️This type episode is far better than any restaurant video.

  • @shakib7468
    @shakib7468 ปีที่แล้ว

    আমাদের দেশটা আসলে খুবই সুন্দর! আমরা বড়ই সমস্যা আমরা আমাদের মুল্যায়ন করতে পারিনা।আমাদের দেশের বৈচিত্র্যময় জনগোষ্ঠী ও তাদের বৈচিত্রময় জীবনপ্রণালী সত্যিই চমৎকার।আর মারমার মানুষ হিসেবে খুবই মিশুক ও অতিথি পরায়ণ।

  • @ritankarmitra9085
    @ritankarmitra9085 3 ปีที่แล้ว +21

    She is so humble❤️❤️

    • @MSLASMReating
      @MSLASMReating 3 ปีที่แล้ว +1

      Yes she is,i appreciate them all who r similar to them all r same,so humble,well mannered & hardworking.don’t know their secrets but love them❤️❤️❤️

  • @smilemoon2778
    @smilemoon2778 3 ปีที่แล้ว

    এনি বাংলা ভাষা টা খুব স্মার্টলি বলার কারন সম্ভবত ইস্কুলের টিচার সে জন্য❤️✌️🇧🇩।
    মনে হলো মাত্র দেখা শুরু না করতেই শেষ হয়ে গেল। আদনান ভাইয়ের প্রতি একটা রাগ আছে অশ্লীল ওয়েব সিরিজ করার জন্য যেটা সবসময় থাকবে তবে এই এপিসোড আপনার উপস্থাপনা সুন্দর লাগছে ❤️

  • @avijitghosh4741
    @avijitghosh4741 3 ปีที่แล้ว +7

    এরকম নতুনত্ব দেখতে বেশ ভালো লাগে।

  • @jimasudrimon7576
    @jimasudrimon7576 3 ปีที่แล้ว +2

    অসম্ভব সুন্দর। ❤️
    অনেক ইউটিউবার ভাবে ভিডিও দিচ্ছি ভিউ আসছে টাকা পাচ্চি।
    তাই বাসায় একটা লাইট লাগাইলেও ১০ মিনিট এর ভিডিও করে পেলে যা একপ্রকার লোক ঠকানো।

  • @monghlamarma1086
    @monghlamarma1086 3 ปีที่แล้ว +5

    আরো পাহাড়ের আপনার ভ্লগ দেখতে চাই 🙏🧡

  • @nazmunnahar6433
    @nazmunnahar6433 3 ปีที่แล้ว +2

    অসাধারণ লাগলো। এ্যনিকে ও চমৎকার লেগেছে, এতো সুন্দর পরিপাটি, পাতিল গুলো পরিস্কার, রান্না ও সুন্দর হোয়েছে। লোভনীয় ছিলো।..💐💐

  • @upoma5853
    @upoma5853 3 ปีที่แล้ว +6

    ইনফরমেটিভ ❤️
    বাংলাদেশকে জানার জন্য এরকম ভিডিও খুবই তথ্যবহুল এবং সুন্দর ❤️

  • @rahatkhan8542
    @rahatkhan8542 3 ปีที่แล้ว +1

    She is gentle and a good soul. Great hospitality and same as a bengali lady should be. Love this video

  • @IbrahimzuBeck
    @IbrahimzuBeck 3 ปีที่แล้ว +3

    I love Bandarban , Any didi was super lady & her hospitality Amazing

  • @abdunaim8636
    @abdunaim8636 3 ปีที่แล้ว

    Very interesting!
    Onk din best2tar karone video dekha hoi ni! But ajk ai video ta deke onk valo laglo cause new kiso pelm..
    Video er suru te je information golo dewa holo... Just wow!
    We want same like content!!

  • @sayansinha3595
    @sayansinha3595 3 ปีที่แล้ว +11

    খুবই সুন্দর উপস্থাপনা.... দাদা .... !! 👌

  • @reyadsworld9895
    @reyadsworld9895 3 ปีที่แล้ว +1

    অসাধারণ এপিসোড। আমাদের পাহাড়ি ভাই-বোনদের জীবন যাত্রা, সুখ-দুঃখ, খাওয়া-দাওয়া সবকিছু আরো বেশি বেশি ভিডিও আকারে নিয়ে আসেন, প্লিজ।

  • @simi121K
    @simi121K 3 ปีที่แล้ว +5

    I liked her stove’s background, and it is like the city’s kitchen’s tile background. Also she spoke bangla much better than so many.💞

  • @Arpisworld
    @Arpisworld 3 ปีที่แล้ว

    বাংলাদেশের যতগুলি সুন্দর জায়গা আছে এরমধ্যে বান্দরবান অন্যতম।আমি বান্দরবানে আসলে কত বার গিয়েছি আমার মনে নাই তবে বান্দরবানের প্রতি আমার ভালোবাসা অন্যরকম। এই ভিডিওটা দেখে আমার মনে হচ্ছে আবার যাই। অনেক সুন্দর হয়েছে ভাইয়া আপনার এই ভিডিওটা।

  • @JuelsDAILYVLOG
    @JuelsDAILYVLOG 3 ปีที่แล้ว +4

    The best food reviewer of Bangladesh!
    Day by day your presentation is going very well. Keep it up brother. You always do quality content not quantity. Most of the so called food reviewer upload video everyday for money and view. They do really quality less videos. You doesn’t do this. Keep it up.

  • @privateaccountforthemultiu9790
    @privateaccountforthemultiu9790 3 ปีที่แล้ว

    অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখে আমার ইন্দোনেশিয়ার কথা মনে পরে গেল।
    ২০০৯ এ আমি কানাডা থেকে লম্বা র্জানি করে ইন্দোনেশিয়ার জাওয়া ট‍্যাংগা প্রদেশের দুই মাস ছিলাম। ঐটাও পাহাড়ি জনপদ তবে ওরা খুবই আধুনিক জীবন যাপন করে। তবে খাদ্যাবাস এদের সাথে ৯০℅ মিল আছে। বাড়ি ঘর উন্নত দেশের মতো। আমি এখনো এদের স্টাইলে ৬০℅ খাবার নিজে তৈরি করে খাই। যার টানে গিয়েছিলাম তাকে বিয়ে করারও ইচ্ছা ছিল কিন্তু ওরা কানাডায় বিধর্মীদের দেশে আসবে না বরং আমাকে ঐ দেশে থাকার জন্য অনেক লোভ দেখিয়ে ছিল। কিন্তু আমি আমার কানাডিয়ান পাসপোর্টের মায়া ছাড়তে পারিনি। ঐখানে সূখ আছে তবে তার জন্য সেদেশে জন্ম নিতে হবে।

  • @rifatmahmud8811
    @rifatmahmud8811 3 ปีที่แล้ว +4

    আদনান ভাই আপনার জেলাভিত্তিক যে ট্রেডিশনাল ফুড এর ভিডিও গুলো সত্যিই অসাধারন এবং এর মাধ্যমে আমরা ও বিভিন্ন জেলায় খাবার সম্পর্কে আইডিয়া পাচ্ছি।
    আপনাকে অসংখ্য ধন্যবাদ

  • @DilipDas-tw5zf
    @DilipDas-tw5zf 3 ปีที่แล้ว

    আদনান ভাই , এ্যনির রান্না যেমন ভালো, রান্নার ঘরটা খুবই শৈল্পিক , চুলাটা খুবই প্রাকৃতিক বিজ্ঞান সন্মত । এ্যনি র। বাংলা উচ্চারণ অসাধারন । দেখতে ও আকর্ষণীয় এবং শাবলি । বান্দরবানে র চিত্রটা ও ফুটিয়ে তুলেছেন ।

  • @pradiptahalder5168
    @pradiptahalder5168 3 ปีที่แล้ว +4

    Nice video Adnan bhai👍 we want to see much more this type of work from you. 💓🇮🇳

  • @swarnalimaitrasanyal5135
    @swarnalimaitrasanyal5135 3 ปีที่แล้ว +1

    অসাধারণ। এই যে সংস্কৃতিকে তুলে ধরার প্রচেষ্ঠা এজন‍্যেই আপনি সবার সেরা।অনন‍্য।ভালো থাকবেন। অভিনন্দন💐💐💐💐💐💐🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷From...kolkata

  • @younick8823
    @younick8823 3 ปีที่แล้ว +7

    অাজকের এপিসোডটি অসাধারণ ছিলো।
    💕

  • @Masum20004
    @Masum20004 3 ปีที่แล้ว

    I only noticed her, she is soo polite and humble and i like her hospitality.

  • @sabbirahmedsakib9711
    @sabbirahmedsakib9711 3 ปีที่แล้ว +6

    পাহাড়ী দের দেশী মাছ রান্নাগুলো দারুণ হয়।ভুল ক্রমে আপনি তাদের শুটকি ভর্তাটা মিস করলেন।

  • @rehnumabushra6507
    @rehnumabushra6507 3 ปีที่แล้ว +1

    Khub valo laglo. Onekdin thekei dekhar ichcha chilo Tribe der ranna. Thank you ao much Adnan bhaiya ke. 🤗🤗🤗🤗🤗

  • @tithiganguli
    @tithiganguli 3 ปีที่แล้ว +2

    Fantastic recipe..Tomato Rui..I made it today.. that was awesome...Thanx Adnan & specially Any

    • @tithiganguli
      @tithiganguli 3 ปีที่แล้ว +1

      @Shahid Ifte খেয়েছি, তবে সেখানে পেঁয়াজ ছিল না, Assamese একটা dish হয়, Fish Tenga.. সেটা অনেকটা এরকম..

  • @adamrhaman5833
    @adamrhaman5833 3 ปีที่แล้ว +1

    @adnan faruque. Watching your show religiously from Dallas, TX. Annie deserves her own channel, reflecting life and culture of Bangladeshis living in that region. We would love to see her again and again. Annie makes us all proud.

  • @namita1476
    @namita1476 3 ปีที่แล้ว +7

    The place seems to be adventurous
    And the lady is sweet
    Dishes she prepared is different from others
    Anyways like it

    • @MasudRana-ql9uj
      @MasudRana-ql9uj 2 ปีที่แล้ว

      Bandarban district is one of the tourist spots in Bangladesh. Bandarban district is called the paradise state of adventure, mountain hiking, waterfalls, mountain lakes, treble life, and hill stations.

  • @atfulshibli3074
    @atfulshibli3074 3 ปีที่แล้ว +1

    আপনি গতানুগতিক ধারণার বাহিরে বাংলাদেশের খাদ্য সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরছেন। এজন্য ধন্যবাদ

  • @imaginexscorpio7106
    @imaginexscorpio7106 3 ปีที่แล้ว +6

    Anny এর ভয়েজ অনেক বেশি সুন্দর ❤️

  • @basabbhattacharyya3265
    @basabbhattacharyya3265 3 ปีที่แล้ว +2

    প্রিয় ভাইজান,
    আপনাদের সকলের জন্য আমার বিনম্র শ্রদ্ধা ও আন্তরিক নমস্কার এবং ছোটদের জন্য অফুরান ভালোবাসা ও অনেক অনেক আদর।
    ভিডিওটার শুরু থেকে শেষ, সবটাই ভীষণ ভাবে উপভোগ করলাম। জায়গাটা অসাধারণ। গ্রামটা অত্যন্ত সুন্দর। প্রাকৃতিক সৌন্দর্য অপরিসীম। তার মধ্যে এমন একটা খাওয়া দাওয়া মানে, পুরো জমে আইসক্রিম। দারুন মজা পেলাম, ভাইজান।
    পরের ভিডিও অতি সত্তর পাওয়ার আর্জি জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম।
    অনেক অনেক সাবধানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন আপনারা সবাই।
    টাটা ,,,,
    নমস্কারান্তে,
    বাসব ভট্টাচার্য্য

  • @alveenanawshad472
    @alveenanawshad472 3 ปีที่แล้ว +3

    So far, best quality content from your channel brother. Organised, informative and harmonious . Food & culture in one frame, liked a lot !

  • @ashrafhossain9464
    @ashrafhossain9464 2 ปีที่แล้ว

    ব্যাকগ্রাউন্ড মিউজিক + ভিডিও কোয়ালিটি!
    অসাধারণ ❤️
    Take love from Chattogram

  • @marjanahmed9167
    @marjanahmed9167 3 ปีที่แล้ว +4

    Her voice is so beautiful.. I love her voice and style❤️❤️

  • @ruchiritaroy7446
    @ruchiritaroy7446 3 ปีที่แล้ว +1

    খুব ভালো লাগলো আপনার এই পোস্ট। সবাই কে নিয়ে খুব ভালো থাকবেন। অনেক শুভেচ্ছা রইলো।

  • @ravidey6539
    @ravidey6539 3 ปีที่แล้ว +3

    It is really nice to have food from hilly region of Bangla Deshi I have heard a lot from my Dad as he belonged to Chootogram Shakpura village in Boalkhali

  • @AMINkhan-bm8oe
    @AMINkhan-bm8oe 3 ปีที่แล้ว

    আদনান ভাই খুবই ভালো লাগলো অনেক দিন পর একটা সুন্দর পাহাড়ের রান্না উপস্থাপনার জন্য। কলকাতায় অবশ্যই আসবেন । আপনার প্রতিবেদন উপস্থাপন দেখার জন্য অপেক্ষা করছি। নাগপুর ইন্ডিয়া থেকে।

  • @haimabatidas3233
    @haimabatidas3233 3 ปีที่แล้ว +3

    Darun khub interesting akta episode chilo👍

  • @user-iv3pk6fk9h
    @user-iv3pk6fk9h หลายเดือนก่อน

    অপূর্ব সব পদ! জিভে জল এসে গেল। আদনান ভাই ও অ্যানি আপুকে অনেক ধন্যবাদ।

  • @akashpaul9222
    @akashpaul9222 3 ปีที่แล้ว +2

    Oshadharon!!!nice job with great content.thank you for those recipes.will try it as soon as possible.keep it up sir...

  • @habibabinta6811
    @habibabinta6811 3 ปีที่แล้ว +1

    Onk nice hoice...Ro aktu hoile video ta ra valo lagto

  • @dimitradebnath
    @dimitradebnath 3 ปีที่แล้ว +16

    let me just take a second to appreciate the drone shots and the amazing hospitality. The money being spent on the equipment and the team behind the production really shines through

  • @atoz5989
    @atoz5989 3 ปีที่แล้ว +1

    আপনার ভিডিও গুলো আগে থেকেই অনেক মানসম্মত। এই ভিডিওটার উপস্থাপন আরও বেটার। তথ্যবহুল উপস্থাপন ভিডিওকে নতুন মাত্রা দিয়েছে।

  • @ahmedinemon5058
    @ahmedinemon5058 3 ปีที่แล้ว +11

    Vlog level purai international 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩✌✌✌✌✌ Adnan bhai carry on😊🔥❤

    • @MSLASMReating
      @MSLASMReating 3 ปีที่แล้ว

      Boss,he is Adanan faruque,no one can touch his level❤️❤️❤️

  • @soldierpartho8314
    @soldierpartho8314 3 ปีที่แล้ว

    আমি ইন্ডিয়া থেকে বলছি, ফারুকী সাব ... আপনার উপস্থাপন আর কথা বা ভাষা,খুব সুন্দর।আপনি আপনার থেকে ছোটো দের ও সম্মান দিয়ে কথা বলেন।

  • @raselmultimediagroup9950
    @raselmultimediagroup9950 3 ปีที่แล้ว +3

    পাহাড়ি রেসিপি সব সময়ে মজা হয়ে ওঠে। পাহাড়ি খাবার অনেক মজা হয়

  • @munirulhasankhan6283
    @munirulhasankhan6283 3 ปีที่แล้ว

    আদনান ভাইয়া আপনি ফুড ব্লগিং টাকে এক অন্য মাত্রায় নিয়ে গেলেন।অসাধারণ ও ইউনিক একটা কনটেন্ট। অসংখ্য ধন্যবাদ।খুলনা থেকে অনেক ভালবাসা রইল আপনার জন্য।এইরকম ইউনিক কনটেন্ট যেন সামনে আরো নিয়ে আসতে পারেন ❤️❤️❤️

  • @mukeshdey1979
    @mukeshdey1979 3 ปีที่แล้ว +3

    Love from TRIPURA, INDIA❣️