ভারতীয় ভিসা সেন্টার খুলে দিল | Indian Tourist Visa Update 2024 | Ohab Traveler
ฝัง
- เผยแพร่เมื่อ 29 พ.ย. 2024
- ভারতীয় ভিসা সেন্টার খুলে দিল | Indian Tourist Visa Update 2024 | Ohab Traveler
benapole travel visa is normal for passengers, বেনাপোলে ভ্রমণ ভিসায় যাত্রী চলাচল স্বাভাবিক, indian visa, অবশেষে খুলে দেয়া হলো ভারতীয় ভিসা সেন্টার, ভারতীয় যে ভিসা সেন্টারগুলো খুলে দেওয়া হলো, অবশেষে চালু হলো ভারতীয় ভিসা সেন্টার, যে শর্তে চালু হলো ভারতীয় ভিসা সেন্টার, ভারতীয় ভিসা সেন্টার কি চালু হলো?, ভারতীয় কোন কোন ভিসা সেন্টার চালু হলো দেখে নিন, check out which indian visa centers have opened, finally indian visa center opened, indian visa centers that have been opened, finally the indian visa center was opened, is the indian visa center launched?
ভারতীয় ভিসা সেন্টার খুলে দিল, ভিসা প্রার্থীদের উদ্দেশে ভারতীয় দূতাবাসের নতুন বার্তা, bd news, indian tourist visa update 2024, indian tourist visa, indian visa application, indian visa update, indian visa process from bangladesh, Ohab Traveler, indian visa, ভারতীয় ভিসা, latest bangla news, indian tourist visa update, indian tourist visa application 2024, tourist visa, ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম, indian visa update news, indian visa news,
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
💬 For Sponsorship & Brand Collaboration 👉 ohababc@gmail.com
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
🎦 Camera: Sony ZV E10
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
©️ Copyrighted by Ohab Traveler
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
📢 Please Note: I only share my personal opinion/experience, which may not be same to other or in real.
Disclaimer 📢
Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
#indianvisa #OhabTraveler
📌📌📌⚠️
বন্ধুরা, শুধুমাত্র ঢাকার যমুনা ফিউচার পার্ক, সিলেট ও চট্টগ্রামে অবস্থিত ইন্ডিয়ান ভিসা সেন্টার খোলা আছে।
আইভেক এর ওয়েবসাইটে শুধুমাত্র ঢাকা, সিলেট, চট্টগ্রাম, যশোর ও সাতক্ষীরায় ভিসা আবেদন কেন্দ্র খোলা আছে।
ধন্যবাদ সবাইকে।
১৯-০৮-২০২৪
ঢাকা ইন্ডিয়া ভিসা সেন্টার খুলে নি
vai ami visa paichi drabol anti visa kinto jaite pari nai mayed shes hoiye geche ekhon apply korle ki aber visa pabo
হ্যাঁ, পুনরায় আবেদন করলে আবার ভিসা পাবেন সমস্যা নেই।
তবে ভিসা পেয়েও কেন যান নাই এবিষয়ে উপযুক্ত প্রমাণ দিতে হবে। ধন্যবাদ।
Amer passport 20 tarikh dewer kotha chilo Barishal thake but 20 tarikh to chole gase ekhon ami passport kobe pate pari ?
ভাই, বরিশাল থেকে পাসপোর্ট ডেলিভারি এখনো দেওয়া শুরু হয়নি! বরিশাল থেকে পাসপোর্ট ডেলিভারি দেয়া শুরু হলে আপনার মোবাইলে এসএমএস চলে যাবে।
সেই পর্যন্ত অপেক্ষা করেন। ধন্যবাদ।
Vaiya ami jashore thaki…jsr ar visa centre ki khulsa?
না ভাই, খুলেনি।
Vai passport pint hoyeh ashte kotoh din somoy lageh ambaciteh...plz ripley diyen...?
ভাই, ভারতীয় ভিসার কথা বলছেন নাকি পাসপোর্ট?
এখন ভারতীয় ভিসার নির্দিষ্ট করে সময় বলা যায় না। ডেলিভারী স্লিপে সময় যা দেওয়া থাকে তার থেকেও বেশি সময় লাগে। বর্তমানে সময় বেশি লাগছে। কারো কারো ২মাসেরও বেশি সময় লাগার কথা জেনেছি। ধন্যবাদ।
যোগাযোগ:
INDIAN VISA APPLICATION CENTRE, DHAKA
DHAKA (JFP), FLOOR - G1, SOUTH COURT,
JAMUNA FUTURE PARK, PROGOTI SHARANI,
BARIDHARA, DHAKA-1229
Passport Delivery Time:
10:00 AM to 04:00 PM
Phone
09612 333 666,
09614 333 666
Email
info@ivacbd.com
Vii ami purtogirl jabo ty india jayer jnno paper joma korci agulo kobe asbe
ভাই এখন বলা যাচ্ছে না কবে পাবেন এটা!
Vai sarbia man power ki chalo hoiche 13/8/24 plz janaben vai
ভাই, এই বিষয়ে কোন আপডেট তথ্য আমার কাছে নেই! ধন্যবাদ।
ভাই আগামী ১৮, ১৯ তারিখ ডেট দিলে কি জমা দিতে পারব ঢাকাতে?
অনলাইনে কি সাবমিট হবে?
আবেদনপত্র গ্রহণ বন্ধ আছে এই মুহূর্তে। তাই নতুন করে কোন আবেদনপত্র জমা দিতে পারবেন না।
যারা নিজেদের বাংলাদেশি মনে করেন তারা ভারতে যাওয়া বন্ধ করেন।যদি কোন জরুরী কাজ না থাকে।
@@lynbrook892 ধন্যবাদ 👍
তোদের লজ্জা থাকলে বাংলাদেশের মানুষ ভারতে আসবি না তোদের জন্য আমাদের ভারতের জনগন ভালো ভাবে চিকিৎসা সেবা পায় না। এদের মুখে আবার বড় বড় কথা এরা নাকি ভারতকে বয়কট করবে ।লজ্জা থাকলে অন্যদের চিকিৎসা করা আমাদের ভারতে আসবি না I love my india . Jai Hind
Jader tourist visa ache tara ki jete parben ekhon amr 25 August air ticket kata
এয়ার টিকেট করা থাকলে যেতে পারবেন সমস্যা নেই। কোন এয়ারলাইন্সের টিকিট করা আছে?
ভাই, আমি তো নতুন পাসপোর্ট korechi, আমি কি নতুন Indian ভিসা abedon করতে পারবো?
@@bengalsuffari1448 ভাই, ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া এখন আপাতত বন্ধ আছে। শুরু হলে আবেদন করতে পারবেন। ধন্যবাদ।
@@OhabTraveler ভাই, আরেকটা কথা, Indian turiest ভিসা jokhn chalu হবে তখন কি passport এর কোনো meyad থাকতে হবে মানে passport এর বয়েস?
@@bengalsuffari1448 মিনিমাম ৬মাস মেয়াদ থাকতে হবে।
দারুন সুন্দর ভিডিও ভাই
@@travelersagor ধন্যবাদ ভাই 😊
Tourist visa ache! ekhon ami ki jaite parbo plz janaben!
বেনাপোল দিয়ে যেতে পারবেন, সমস্যা নেই। ধন্যবাদ
14 tarikh e amar appointment ache..tw ekhon ami ki korbo?
ভাই, আবেদনপত্র গ্রহণের জন্য নোটিস দিবে শিঘ্রই। তখন জমা দিতে পারবেন। এখন আপাতত ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।
ধন্যবাদ 😊
ভাইয়া কি কি কাগজ পত্র লাগবে জানাবেন প্লিজ ভাইয়া
কি কাজের জন্য ডকুমেন্টস বিষয়ে জানতে চাচ্ছেন?
@@OhabTraveler ট্যুরস ভিসা
@@OhabTraveler ভাইয়া জানাবেন প্লিজ ভাইয়া
@@md.selimreja1757 ok
@@OhabTraveler ভাইয়া একটু জানাবেন প্লিজ ভাইয়া
ভাই ১৪/৮/২৪ আমার এই দিনে ভিশা জমা দেয়ার দিন ছিলো তা তো দিতে পারলাম না তা কি করণি যাদি একটু বলতেন প্লিজ
আমার লাস্ট ভিডিওটা দেখেন, সেখানে বিস্তারিত আলাপ করেছি।
Medical vishar finger er date ace agami 13 tarik a finger ki dite parbo
@@MamunChowdhury-zy4vc ভাই, এখন আপাতত বন্ধ আছে। শুধুমাত্র আগের আবেদনকৃত পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে।
অপেক্ষা করেন, ঘোষণা আসবে। ধন্যবাদ।
Tourists visa koto din er jonno dicche?
@@avijitroysaikot সর্বোচ্চ ৬ মাসের জন্য। অনেকে দেখলাম মাল্টিপল ভিসাও পেয়েছেন।
@@OhabTraveler ১ বছর এর হলে ভালো হত
@@avijitroysaikot এক বছরের ভিসা দেওয়া অনেক আগে থেকেই বন্ধ আছে। 😊
@@OhabTraveler 6 mas ki dicche vaiya?
@@avijitroysaikot হ্যা, দিচ্ছে!
Kon kon deser vicha chalu ace
আপনার প্রশ্নটা ঠিক বুঝতে পারছি না!
ভাই জমা দিব কবে৷ সব কিছু নিয়ে বসে আচি কবে জমা নিতে পারে একটু যদি বলতেন
@@occinPhaki ভাই জমা নেওয়া দেরি হবে। সেটা কতদিন দেরি হবে আসলে নির্দিষ্ট করে বলা যায় না।
ভাইয়া আমি মেডিকেল ভিসার জন্য আবেদন করছিলাম জুলাই মাসের ১৮ তারিখ জমা দেওয়ার ডেট ছিলো ভিসা সেন্টার গিয়ে দেখি ওরা বলতে ছে আজকে অফিস অফ আপনাকে আপনাকে মেসেজ করে নতুন সময় জানিয়ে দেওয়া হবে কিন্তু তখন থেকে কোন মেসেজ আসে নি। এখন আমি কি করবো,আর এখন তো অফিস অফ , অফিস খুললে কি আমি আগের কাগজ জমা দিতে পারবো নাকি নতুন করে আবেদন করতে হবে প্লিজ জানাবেন।
নতুন করে আবেদন করা লাগবে না। আগের কাগজটাই জমা দিতে পারবেন সমস্যা হবে না।
এখন শুধু অপেক্ষা করেন। দেখেন কবে ভিসা সেন্টার ওপেন হয়!
ধন্যবাদ।
সাতক্ষীরায় কবে খুলবে বলতে পারেন।
দেরি হবে ভাই।
ভাই যারা আবেদন করেছিলেন তারা কি কাগজপত্র জমা দিতে পারবেন?
আবেদনপত্র গ্রহণ শুরু হলেই জমা দিতে পারবেন। এ বিষয়ে আগামীকাল সকালে ভিডিও আসবে।
খুলনা কি নাগাদ খুলবে জানালে উপকার হবে।
আশা করছি এ মাসের মধ্যে খুলে দিবে। ধন্যবাদ। 😊
ভাই আমি জুলাই মাসের ১৪ তারিক জমা দিসিলাম আগস্ট এর ১৪ তারিক দেওয়ার কথা ছিলো। এখনো ১মাস হয় নাই এখন কি করবো
অপেক্ষা করেন ভাই। এসএমএস পাবার পরে নিয়ে আসবেন। ধন্যবাদ।
ভাইয়া আমরা যশোর জমা দিয়েছি তাই যশোর টা কি ভিসা সেন্টার খুলছে
যশোরের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রটি এই মুহূর্তে বন্ধ আছে।
ভাইয়া আমার রংপুর বিভাগ , কিন্তু ভিসা আবেদনের সময় ইন্ডিয়ান মিশনে কি দিবো
আপনি যদি ( রংপুর, নীলফামারি, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা ) এই জেলাগুলোর মধ্যে হয়ে থাকেন তবে IVAC RANGPUR আর মিশন হবে Rajshahi
ভাইয়া যশোরের ভিশা অপিস কবে খুলবে বলবেন পিলিজ
@@UnnotiBiswas-n8z ভাই, ধারনা করছি আঞ্চলিক ভিসা অফিস গুলা খুলতে একটু সময় লাগবে।
ভাই আমার অগ্রণী ব্যাংকে একাউন্ট করা আছে আমি যদি এখন ইন্ডিয়ান ভিসার জন্য অগ্রণী স্মার্ট অ্যাপ থেকে ব্যাংক স্টেটমেন্ট ডাউনলোড করা জমা দেই তাহলে কি সেটা গ্রহণযোগ্য হবে
ব্যাংকের সিল থাকতে হবে। ধন্যবাদ।
ভাইয়া ইন্ডিয়ার ভিসা পেতে কত দিন সময় লাগে সেটা হক টুরিস ভিসা বা মেডিকেল ভিসা প্লিজ যানাবেন 😊😊😊
সব ধরনের ভারতীয় ভিসার জন্যই বর্তমানে সময়টা একটু বেশি লাগছে। ধন্যবাদ।
ভাইয়া,,আমার আগস্টের ২০ তারিখ জমা দেওয়ার ডেট ছিল, কিন্তু ভিসা অফিস বন্ধ হয়ে যাওয়ায় দিতে পারিনি।এখন কি নতুন করে ডেট আসবে,,নাকি জমা নেওয়া শুরু করলে একদিন গেলেই হবে,,,,,,
আপনার কি টুরিস্ট ভিসা নাকি নন টুরিস্ট ভিসার আবেদন?
@@OhabTraveler মেডিকেল
ভাই আমি প্রায় 2 মাস আগে ভিসা এপ্লাই করেছি.. 19 তারিখ যাওয়া চিল.. এখন কি হবে একটু জানাবেন
@@priyaldey684 সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত লাগতে পারে। আশা করি খুব শীঘ্রই আপনি এসএমএস পাবেন। ধন্যবাদ।
@@OhabTraveler এসএমএস আসলে তারিখ পাব
@@priyaldey684 মোবাইলে এসএমএস আসা মানেই মনে করতে হবে পাসপোর্ট রেডি আছে। গিয়ে নিয়ে আসতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে যেতে হবে।
@@OhabTraveler passport na bhai apartment niyar date kal...
@@priyaldey684 তাহলে অপেক্ষা করেন। আবেদনপত্র গ্রহণ শুরু হলে জানিয়ে দিবো।
ঠাকুরগাঁও ভিসা সেন্টার বন্ধ না খোলা আছে?
@@Sudipto_Roy4 শুধুমাত্র ঢাকা বাদে সবগুলো ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার এই মুহূর্তে বন্ধ আছে। ভাই, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।
আমি এপ্লাই করেছিলাম ৩১ জুলাই
আমার জমা দেয়ার ডেট দিয়েছিল
অগাষ্ট ১২ তারিখ,, এখন আমার করণীয় কি ১২ তারিখ তো চলে গেলো
ভাই আপাতত করণীয় কিছু নাই! ওয়েট করেন নতুন করে আবেদন পত্র গ্রহণ শুরু হলে তখন জমা দিতে পারবেন। ধন্যবাদ।
আমি গত জুলাই মাসের ১৫ তারিখে ভিসা আবেদন পএ জমা দিতে আসি বরিশাল আইভেক এ আমি কি ভিসাসহ পাসপোর্ট ডেলিভারি অপেক্ষা করলে?
যারা অলরেডি জমা দিয়েছেন আবেদন পত্র। তারা এখন অপেক্ষা করেন এসএমএস পাবার জন্য। ধন্যবাদ।
ভাই আমি দুই বার জমা দিছি আমার ভিসা লাগেনি এখন কি করতে পারি একটু বলবেন,,
আপনার আবেদন পত্র কিংবা ডকুমেন্টস এ ভুল থাকতে পারে!
ভাই আমি আবেদন করেছিলাম 25 শে জুলাই আমার জমা দেওয়ার ডেট ছিল। আমি ওই ডেটে জমা দিতে পারি নাই। এখন আমার করনীয় কি
ভাই এই বিষয়ে আগামীকাল সকালে ভিডিও আসবে। ধন্যবাদ।
ভাই আমার জমা দেয়ার তারিখ ছিল ৮/৮/২৪ কিন্তু হয়নি।জমা নেয়া শুরু হলে আমাকে একটু জানাবেন
জমা নেওয়া শুরু হলে জমা দিতে পারবেন।
চ্যানেলে যুক্ত থাকেন ভাই, জানতে পারবেন।
ধন্যবাদ।
Bhai ami indian passport holder ami bangladesh jete chai agami 25tarik ami ki Bangladesh e dhukte parbo
Please update din
হ্যা, আসতে পারবেন ভাই। 😊
@@OhabTraveler sunlam indian der ke Bangladesh e dhukte ditese na tai bhai jigges korlam
ভাই আমি এখন পাসপোর্ট করে ভারতে যেতে পারবো।চিকিৎসার জন্য
পাসপোর্ট করে রাখেন। ভিসা অ্যাপ্লিকেশন শুরু হলে তখন অ্যাপ্লিকেশন করবেন।
আমি চট্টগ্রাম সেন্টারে কাগজপত্র জমা দিয়েছি।আজ ১২/৮/২৪ আমার ডেলিভারি ডেট ছিল।কিন্তু এখনো কোন মেসেজ পাইনি।
চট্টগ্রাম সেন্টার তো বন্ধ।এখন ঢাকা সেন্টার যেহেতু খোলা,তাই ঢাকা থেকে সংগ্রহ করার জন্য মেসেজ আসার সম্ভাবনা কি আছে?
আপনি যে সেন্টারে জমা দিয়েছেন সেখান থেকে আপনার পাসপোর্ট সংগ্রহ করতে হবে।
যেহেতু এই মুহূর্তে চট্টগ্রাম ভিসা এপ্লিকেশন সেন্টারটি বন্ধ আছে, তাই আপনি এখন সংগ্রহ করতে পারবেন না!
চট্টগ্রাম সেন্টার ওপেন হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ধন্যবাদ।
ভাইয়া আমি রোমানিয়ায় যাওয়ার জন্য ইন্ডিয়া গিয়ে এমবাসি ফেস করা লাগবে। এখন কি আমি ইন্ডিয়া যেতে পারবো? ভিসা কি খোলা আছে
@@AbdurRahim-tf4xl না ভাই, আবেদন প্রক্রিয়া বন্ধ আছে
@@OhabTraveler আবেদন প্রকিয়া কবে খুলবে আপডেট দিছে?
আমি ইন্ডিয়া থেকে বলচি আমি বাংলাদেশ যেতে পারবো কি না জানাবেন
আমি ভিসা লাগাইচি 26 জুলাই তারিখ আমি যেতে চাই বাংলাদেশ 13 আগস্ট আমি যেতে পারবো কি না জানাবেন পিলিজ পিলিজ
বেনাপোল বর্ডার দিয়ে আসা যাওয়া সচল আছে। আপনি চাইলে বেনাপোল বর্ডার দিয়ে আসতে পারবেন। তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় টুরিস্ট ভিসা নিয়ে ভ্রমণের ক্ষেত্রে ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশ ভ্রমণের নিরুৎসাহিত করা হচ্ছে। ধন্যবাদ।
@@OhabTraveler কৈইলাশহর বডার দিয়ে কি আসা জাবে বাংলাদেশ
@@mdafruzalidobai8355 আপাতত বেনাপোল বর্ডারে যাত্রী চলাচল সচল হয়েছে গতকাল থেকে। অন্য বর্ডারগুলোতে এখনো যাত্রী চলাচল শুরু হয়নি!
ভাই বি বাডীয়া কেন এখন খুলে না আমার ডেলিভারি লাগবে পাসপোট লাগবে ভিসা হলে হবে না নাই কিন্তু পাসপোট লাগবে
ভাই, পাসপোর্ট ফেরত চেয়ে ভারতীয় হাই কমিশন বরাবর অ্যাপ্লিকেশন মেইল করেন। ধন্যবাদ।
ভাইয়া আমি জুলাইয়ের 14 তারিখে পাসপোর্ট জমা দিয়েছি । আর দেয়ার কথা জুলাইয়ের 25 তারিখে কিন্তু এখনো কোন এসএমএস পাইনি
@@JoyeChakraborty হাই কমিশন বরাবর ইমেইল করতে পারেন। তবে যদি ঢাকা থেকে আবেদন করে থাকেন, আশা করি অল্প কিছুদিনের মধ্যে এসএমএস পেয়ে যাবেন। ধন্যবাদ।
Kushtia visa center Kobe khulbe
ভাই, আইভেক ওয়েবসাইটে কোন তথ্য এখনো প্রকাশ করেনি। ধন্যবাদ।
Vai amar to 5 tarik from joma diyer tarik cilo akhon ki korbo
ওয়েট করেন ভাই, ভিসা এপ্লিকেশন সেন্টার থেকে জানাবে শিঘ্রই।
যেহেতু এখন নতুন করে কোনো আবেদনপত্র জমা নিচ্ছে না! আবেদনপত্র জমা নেয়া শুরু হলেই জমা করতে পারবেন। ধন্যবাদ।
খুলনার ভিসা অফিস কবে খুলবে
দেরি হবে। 😊
আমি যশোর ঝিকরগাছা থেকে বলছি
ধন্যবাদ ভাই ভিডিওটা দেখার জন্য।
ভাই না জেনে কথা বলবেন না। চট্টগ্রাম এখনো বন্ধ
ভাই এ বিষয়ে পিন কমেন্টে একটি বিবৃতি দিয়েছি আমি। এখন শুধুমাত্র ঢাকা যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা এপ্লিকেশন সেন্টার সীমিত পরিসরে খোলা আছে।
শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি দেওয়া হচ্ছে। নতুন কোন আবেদন গ্রহণ করা হচ্ছে না।
ধন্যবাদ।
আমার এপায়ন ডেট ছিল গত ৫ তারিখ। আমার কি হবে?
ভাই আমরা টুরিস্ট ভিসা যেতে চাই বেনাপোল বর্ডার এর ওখানে যারা টাকা ভাঙ্গায় তাদের ফোন দিয়েছিলাম তারা বলছে টুরিস্ট ভিসায় যাওয়া যাচ্ছে না অনেক দূর থেকে যাব তাই যদি একটু সঠিক তথ্য দিয়ে সাহায্য করতেন তাহলে উপকৃত হতাম
আপু এই ভিডিওটা দেখেন প্লিজ। আজকের বেনাপোল আপডেট ভিডিও।
ভিডিও লিংক : th-cam.com/video/fw25wjoA5C0/w-d-xo.html
ভাই যশোর টা খুলবে কবে
যশোরের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রটি খোলার বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। ধন্যবাদ।
আবেদন করেছি ৯-১০ মাস আগে এখন কি করনীয় প্লিজ জানাবেন🙂😒
ভাই এখন ইন্ডিয়ান ভিসা নিয়ে অনেক জটিলতা চলছে। অপেক্ষা করেন। এছাড়া কোন কিছু করার নেই!
Jader visa already ache tara ki jete parbe.
গতকাল বেনাপোলে খোঁজ নিয়েছিলাম। বেনাপোল দিয়ে যেতে পারবেন এখন।
@@OhabTraveler ধন্যবাদ ভাই।তবে আমি সেপ্টেম্বরের ২২ তারিখে যাবো।আমার ভিসার মেয়াদ ডিসেম্বরের ৩১ পর্যন্ত আছে।এর মাঝেই একবার ঘুরে আসবো।।আর ভাই একবারে কত দিন থাকতে পারবো কোন সমস্যা ছাড়া ভারতে।আমার ২ মাসের ইচ্ছে।আগের বছর গিয়ে ৪৫ দিন ছিলাম তবে বর্ডারে কোন সমস্যা হয় নি।বলে রাখা ভালো আমি প্রতি বছরে ১ বার যায় কলকাতায় আমার মামার বাড়ি।আসা করি ভাই জবাব পাবো।
@@hossainmunna8874 আপনি প্রত্যেক ভ্রমণে টানা ৯০ দিন থাকতে পারবেন।
এই বিষয়টি আপনার ভিসাতে উল্লেখ আছে দেখুন। ভিসাতে আপনার ছবির পাশ দিয়ে তিন লাইনে বা চার লাইনের একটা লেখা থাকে।
আপনার যেহেতু ওখানে আত্মীয়স্বজন আছে সে ক্ষেত্রে আপনি দুই মাস থাকতে পারবেন অসুবিধা হবে না।
তবে উপযুক্ত কারণ দেখাতে না পারলে আপনার ভিসায় একটা সিল পড়ে যেতে পারে!
ধন্যবাদ ভাই 😊
@@OhabTraveler স্বাগতম আপনাকে ভাই।ভালো থাকবেন।
@@hossainmunna8874 আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।
আশা করি আমার ইউটিউব চ্যানেলে সা'ব'স্ক্রা'ইব করে সঙ্গেই থাকবেন! 😍
বরিশালের ভিসা অফিস কবে খুলবে
@@sonjibroy6953 বরিশাল ভিসা সেন্টার এর বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
কোন তথ্য পেলে জানাবো। ধন্যবাদ।
Khulbe na.Aasben na pl.
@@amitkbhattacharya940??
Ctg off ami 12 trik dekci,
এখন খুলছে?
শুধুমাত্র ঢাকা থেকে সীমিত পরিসরে পাসপোর্ট ডেলিভারি দেওয়া হচ্ছে।
Khulna Kobe khulbe
এ বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। ধন্যবাদ ভাই।
বাকি গুলো কবে খুলবে? একটু বলবেন
বাকিগুলোও খুব শীঘ্রই খুলে দেবে আশা করছি।
দাদা ইন্ডিয়ান ভিসা কি পাবো
আবেদন করেছিলেন?
@@OhabTraveler না। নতুন করতে দিবো
U real muslim BengalDesi?
All Boycott indian visit Non-Muslims science Doctor teacher 💯... all BengalDesi go muslim pakistan...
আপনার কমেন্টের আগামাথা বুঝলাম না!!
আমরা জাব না
মিথ্যা বলেন কেন, মিথ্যা বলে হাসানোর চেয়ে সত্য বল কাদানো ভালো।
ভিডিওর পিন কমেন্টটি একটু পড়ে দেখবেন। ধন্যবাদ।
জরুরি বিজ্ঞপ্তি-
প্রিয় আবেদনকারী,
অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হওয়ায় আগামী ৪ আগস্ট,২৪ আইভিএসি বন্ধ থাকবে। নতুন তারিখ এসএমএস এর মাধ্যমে জানানো হবে
আমার এই এসএমএস আসছিল তারপর আর কোন আপডেট পাইনি
@@iocetbytuhi5071 ভাই,আপনি কোন ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে আবেদন করেছিলেন?
@@OhabTraveler ঢাকা যমুনা ফিউচার পার্কে
@@OhabTraveler আমি কি আগের অ্যাপ্লিকেশন টা জমা দিতে পারব নতুন এসএমএস আসলে নাকি আবার অ্যাপ্লিকেশন করতে হবে একটু জানালে উপকৃত হতাম ভাই?
@@iocetbytuhi5071 ভাই, আপনি আগের এপ্লিকেশন জমা দিতে পারবেন, সমস্যা নেই। নতুন করে আবেদন করার প্রয়োজন পড়বে না। ধন্যবাদ 😊
@@OhabTraveler এখন কি শুধু এসএমএস আসলেই জমা দিতে পারবো?
😮😮
😀
Sylhet dicche na
কখন গেছিলেন?
ভাই আমার ৫ আগষ্ট মাসে ডেট ছিল । কি করব
@@PratimameMyself অপেক্ষা করেন। আবেদনপত্র গ্রহণ শুরু হলে পূর্বের আবেদন পত্রটি জমা দিতে পারবেন। ধন্যবাদ।
ভাই আমি তিনবার ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্য কাগজ পাতি জমা দিয়েছিলাম কিন্তু ভিসা পাইনি আমার সব ডকুমেন্ট অরজিনাল এখন আমি কি করতে পারি কি করলে ১০০% ভিসা পাব একটু জানাবেন
আপনি ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্য কোন ডকুমেন্টগুলো রেডি করেছেন। এবং কি ধরনের তথ্য দিয়েছেন সেটা আমাকে ফেসবুক মেসেঞ্জারে পাঠান আমি দেখে দিই।
ধন্যবাদ।
Contact cara visa paben na vai
ভাইয়া আমি একজন গ্রোথ হরমোন এর রুগি, ভারত চেন্নাই এপলো হসপিটাল যাওয়ার জন্য মেডিকেল ভিসা আবেদন করেছুলাম, সব ডকুমেন্টস আমার অরিজিনাল ছিলো কিন্তু আমাক রিজেক্ট করে দেয়,ভাইয়া আমি খুব অসহায় মানুষ, আপনি এই ব্যাপারে একটু সাহায্য করুন। 🙏🙏
@@joshimahmad8657ভারত boycott করিস তো খুব, তোরা তো ভারতীয় দের মোটে দেখতেই পাস না, দয়া করে তোরা পাকিস্তান এ যা তোদের চিকিত্সা করাতে
ভাই যশোর থেকে,আমি জুলাইয়ের ১০ তারিখ জমা দিছিলাম,ডেলিভারি ডেট ছিলো ২৩ জুলাই,কিন্তু এখনো কোনো মেসেজ পাই নাই।
@@aloneheart3130 ঢাকাতে সীমিত পরিসরের কার্যক্রম শুরু হয়েছে। ওয়েট করেন এসএমএস চলে আসবে।
❤
😍
🎉
😊
সিলেট খুলেনি মিথ্যা নিউজ কেননা নিজেই পাসপোর্ট কালেক্ট করতে আসছিলাম
আপনি কবে গেছিলেন ভাই?
@@OhabTraveler ২দিন যাবত
@@karimulislamkarim-em2kt গতকাল থেকে এই ৩টি সেন্টারে কার্যক্রম স্বাভাবিক হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ২টার মধ্যে যাবেন। ধন্যবাদ।
@@OhabTraveler নিউজ মিথ্যা আপনার রহিম টাওয়ারের পাশেই আছি
@@karimulislamkarim-em2kt ভিতরে গিয়ে খোঁজ নেন। ধন্যবাদ।
ভুয়া নিউজ
??
ভাই, শুধুমাত্র ঢাকা যমুনা ফিউচার পার্কের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন কেন্দ্রটি খোলা আছে।
নতুন কোন আবেদন পত্র এখন গ্রহণ করছেন না তারা। আগের জমাকৃত আবেদনের পাসপোর্টগুলো ডেলিভারি দিচ্ছে এখন। ধন্যবাদ।
বন্ধের দিন গুলি
LIST OF HOLIDAYS 2024
1. Republic Day, 26 January, Friday
2. Holi, 25 March, Monday
3. Bangladesh Independence Day, 26 March, Tuesday
4. Eid-ul-Fitr* ,11 April, Thursday
5. Bengali New Year, 14 April, Sunday
6. Ram Navami,17 April, Wednesday
7. Mahavir Jayanti, 21 April,Sunday
8. Eid-ul-Adha (Bakrid)*, 17 June, Monday
9. Muharram*, 17 July, Wednesday
10. Independence Day, 15 August, Thursday
11. Janmashtami, 26 August, Monday
12. Milad-un-Nabi or Id-e-Milad,16 September, Monday
13. Mahatma Gandhi’s Birthday, 02 October, Wednesday
14. Dussehra, 12 October, Saturday
15. Diwali (Deepavali), 31 October, Thursday
16. Bangladesh Victory Day, 16 December, Monday
17. Christmas Day, 25 December, Wednesday
একমাস আগে যারা আবেদন করে করেছে তাদের ব্যপারে কিছু জানালে খুশি হবো
এক মাস আগে যারা ভিসার জন্য আবেদন করেছেন, তাদের বিষয়েও আমি বলেছি।
আপনি ভিডিওটা পুরা দেখলে সেটা জানার কথা 😊
আসসালামু আলাইকুম ভাইয়া আমি ভিসার জন্য আবেদন করছি অ্যাপের্মেন্ট ডেট দিছে ৪ আগস্ট কিন্তু তখন তো বন্ধ ঘোষণা করেছে সে ক্ষেত্রে কে আবেদন ফাইল তো জমা দিতে পারিনি সেটা কি হবে
@@sabbirahmed6512 ভাই, ধৈর্য ধরেন। খুব শীঘ্রই এসএমএসের মাধ্যমে যোগাযোগ করবে।
আবেদনপত্র গ্রহণ চালু হলেই জমা দিতে পারবেন। সমস্যা নেই 😊
wrong infromotion,only open dhaka
এ বিষয়ে পিন কমেন্টে দেওয়া আছে। ধন্যবাদ ভাই।
🤎🤎
ধন্যবাদ 😍
ভাই যমুনা ফিউচার পার্কে ভিসা অফিস খোলা হয়েছে কি??
হ্যা, সকাল ১০ টা থেকে দুপুর একটা। শুধুমাত্র আগের আবেদনকৃত পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে। এখন নতুন করে কোনো আবেদন করা যাচ্ছে না। ধন্যবাদ।
@@OhabTravelerভাই আমার পাসপোর্ট প্রছেট এন্ড গ্রান্টেট বাট নট প্রিন্টেড হইয়া রইছে আজকে মেভি ১৫-২০ দিন হইবো এখনো কোনো এসএমএস আসে নাই আজকে গেছি এমভাসিতে ওনারাহ বলে পাসপোর্ট এখনো তাদের হাতে আসে নাই।এখন ভাই আমার কি করনি ওহ?
ভাই আমার মেডিকেল ভিসা ৫ তারিখ জমা ছিল । কিন্তু বন্ধ ছিল। বলেন কি করব
ভাই, আপাতত নতুনভাবে কোন অ্যাপ্লিকেশন জমা নিচ্ছে না।
এপ্লিকেশন জমা নেওয়া শুরু হলে তখন জমা করতে পারবেন।
ধন্যবাদ।
ভাই আমার পাসপোর্ট এর সংশোধন হয়েছে আমি কি ইন্ডিয়ান ভিসা পাব প্লিজ দয়া করে জানাবেন সাথে আপনার ফোন নাম্বারটা দিলে ভালো হয়
হ্যাঁ ভাই, আবেদন করতে পারবেন।
পুরনো সকল পাসপোর্টসহ আবেদন করলে আশা করি ভিসা পেয়ে যাবেন।
তবে আপনি আপনার পাসপোর্টে যে তথ্য পরিবর্তন বা সংশোধন করেছেন, সে বিষয়ে উপযুক্ত প্রমাণসহ নথি দাখিল করতে হবে।
আরো কিছু জানার থাকলে আমার ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম আইডিতে নক করেন।
ধন্যবাদ।
আপনি এত খুশি কেন ভাই??
কি ভাই??
এই মুহূর্তে বাংলাদেশে গ্রিস এম্বাসী চালু করার জোর দাবি জানাচ্ছি। ডাঃ ইউনুস স্যার কে দৃষ্টি আকর্ষণ করছি স্যার গ্রিস এ রেস্টুরেন্টে ভিসায় বাংলাদেশী নাগরিকদের প্রচুর পরিমাণে চাহিদা আছে এখানে প্রচুর আইল্যান্ড আছে সেখানে বাংলাদেশে জন্য অনেক চাহিদা আছে। কেননা বাংলাদেশিরা রাঁধুনি তে পারদর্শী সেই জন্যই বিদিশিরা বাংলাদেশি পছন্দ করেন। স্যার আপনি গুরুত্ব সহকারে এই জিনিসটি মাথায় রাখবেন। বাংলাদেশিরা আস্তে পারিলে প্রচুর পরিমাণে রেমিট্যান্স পাঠাতে পারবেন।এক প্রবাসী ইউরোপ থেকে রেমিট্যান্স যোদ্ধা।
ধন্যবাদ।