NRC নিয়ে অসীম সরকারের খোলা খুলি তথ্য || জানুন দেশভাগের রহস্য || এই প্রথম || এই ভাবে কেও জনাই নি এখনো

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 1.5K

  • @subratachakraborty9610
    @subratachakraborty9610 2 ปีที่แล้ว +4

    দুই দলিত নেতা👇
    আম্বেদকর আর যোগেন্দ্রনাথ মন্ডল হিন্দু মুসলিম তথ্যকে সামনে রেখে ভারতকে ধর্মের নামে দুভাগে ভাগ করে, আম্বেদকর স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী হন, এবং যোগেন্দ্রনাথ মনে করলেন বর্ণবাদী হিন্দুদের থেকে মুসলিম ভালো মন্ডল স্বাধীন পাকিস্তানের প্রথম আইনমন্ত্রী হয়েছিলেন, ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে যাওয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানকে ইসলামিক রাষ্ট্র করে দিলেন যোগেন্দ্রনাথ মন্ডল তার সম্প্রদায়ের লোকেদেরকে সঙ্গে নিয়ে এবং পৃথিবীটাকে ইসলাম কায়েম করার প্রতিশ্রুতি দিলেন। আর আম্বেদকর যোগেন্দ্রনাথ মন্ডলের সহযোগীতায় হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি লাভ করিয়ে নিজে তার সম্প্রদায়ের লোকেদেরকে সঙ্গে নিয়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন এবং আইনমন্ত্রী থেকে ইস্তফা দিয়ে দেন। দুই দলিত নেতা 😁 আম্বেদকরের সংগঠনের নাম, জয় ভীম। আর যোগেন্দ্রনাথ মন্ডলের সংগঠনের নাম, মতুয়া।
    নামাসেস্ ফর নামসুত (নমসুদ্র) চন্ডাল, চারাল, মতুয়া অহিন্দু-অমুসলিম একটা বেজাত প্রজাতি, বর্তমানে ভারতের রিফিউজি হয়ে বলছেন বাংলাদেশের ধর্মিও অত্যাচারের মিথ্যা কথা। জানতে পারলাম কেন্দ্রের সরাষ্ট্রমন্ত্রী অমিত'জীর সাথে রাজ্যেরমুখ্যমন্ত্রীর বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে কথা হয়েছে যে রাজ্যে ভুয়ো আধার বাজেয়াপ্ত করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই আস্থা রেখেছে কেন্দ্র সরকার।
    খবরটা যদি সত্য হয় তাহলে জয়টা আসলে ভারতীয় যুক্তরাষ্ট্র পরিকাঠামোর, অমিত জী দিদির উপরেই রাজ্যের ডুয়ো আধার কার্ড বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়ে গেলেন, কারণ কেন্দ্রের কাছে তথ্য আছে, রাজ্যে এক কোটিরও বেশি ভুয়ো আধার কার্ড রয়েছে, যেমন আমার কাছে একটি ভুয়ো আধারকার্ড রয়েছে। আধারকার্ডটি নিয়ে আমি কোর্টের দারস্থ হয়ে নিজেকে বাংলাদেশী বলে স্যারেন্ডার করে জানিয়েছি যে, আমি একজন বাংলাদেশী ব্রাহ্মণ সম্প্রদায়ের লোক, আমাকে এই মতুয়ারা দালাল মার্ফত ভারতে ছোটোবেলায় ফাসিয়ে নিয়ে এসে বারংবার অত্যাচার করে হত্যা করে দেওয়ার চেষ্টা করেছেন, আমাকে আমার দেশ বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাবস্থা করে দিক ভারত সরকার, পুলিশ ষ্টেশন আমার সাথে আগেই বিশ্বাস ঘাতকতা করেছে , তাই ভারতের ন্যায় ব্যবস্থার উপড়ে আস্থা রেখে হাঁ হয়ে চোক মেলে তাকিয়ে আছি কবে হবে NRC

  • @bipulsarkar3642
    @bipulsarkar3642 5 ปีที่แล้ว +10

    আমি আসাম থেকে বলছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। বাঙালি এক হোয়া উচিত। জয় বাঙালির জয়

  • @bikrammandal8559
    @bikrammandal8559 3 ปีที่แล้ว +4

    NRC র বিসয়ে অনেক তথ্য জানানর জন্য ধন্যবাদ ।

  • @jogenbiswas229
    @jogenbiswas229 3 ปีที่แล้ว +3

    ভালো লাগল।
    পুরোটা শুনলাম, ঐতিহাসিক ভাবে সঠিক তথ্য পরিবেশিত হয়েছে।

  • @sudhanshushekharbiswas4610
    @sudhanshushekharbiswas4610 10 หลายเดือนก่อน

    এই অসাধারণ পর্যালোচনা করে সবাইকে আশ্বস্থ করার জন্য ধন্যবাদ আপনাকে প্রিয় কবি । এইভাবেই প্রচার চালিয়ে যান।
    আমরা সকলেই আপনার সঙ্গে যুক্ত আছি।

  • @shambhudas5364
    @shambhudas5364 5 ปีที่แล้ว +11

    সবাইকে এত ভালো করে CAA, NRC সত্যটা বোঝানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।🙏🙏🙏🙏🙏

  • @premanandaroy8264
    @premanandaroy8264 4 ปีที่แล้ว +2

    সত্যি কবিয়াল আপনি আমাদের দেশ ও সংস্কৃতির গর্ব। এভাবেই আপনি সবাইকে সঠিক তথ্য প্রদান করুন। আপনার সকল বক্তব্য আমাদের সঠিক জ্ঞান প্রদানে সাহায্য করে।

  • @ramhari8036
    @ramhari8036 5 ปีที่แล้ว +110

    খুব সুন্দর একটি আলোচনা হয়েছে।জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ
    ।।জয় মহারাষ্ট্র।।

    • @pradippaul2886
      @pradippaul2886 5 ปีที่แล้ว +1

      s das কবি গুরু অসীম সরকার
      মহাসয় । আপনাকে অনেক অনেক
      ধন্যবাদ । পরিষ্কার ভাবে আপনি
      সব বুঝিয়ে দিলেন

    • @mdsumon4595
      @mdsumon4595 5 ปีที่แล้ว

    • @mithunmondal3193
      @mithunmondal3193 5 ปีที่แล้ว

      Goru

    • @rigansarkar819
      @rigansarkar819 11 หลายเดือนก่อน

      Apni vul bolchen. NRC hole Bangladeshi Hindura jail a jabe. Tokhon apnar kotha kothay jabe?

    • @rigansarkar819
      @rigansarkar819 11 หลายเดือนก่อน

      NRC na kore jja Hindura voter hoyeche tader songrokkhon korun. Nahole moha bipod.

  • @nobinsekh7419
    @nobinsekh7419 5 ปีที่แล้ว +10

    আমার খুব প্রিয় একটি মানুষ আমি ওনার খুব বরো ভক্ত আমি ওনার প্রত্যেকটা কথা গ্যানের কথা আমি মুসলিম হলেও ওনাকে খুব ভালোবাসি ,,,, মানুষ মানুষের জন্য,,,,,

  • @poritoshmondal406
    @poritoshmondal406 5 ปีที่แล้ว +65

    খুবসুন্দর একটি বিষয় সম্পর্কে আমাদের জানালেন, মাননীয় কবি অসিম সরকার মহাসয় ,ওনাকে ,অনেক অনেক ধন্যবাদ ,জানাই, জয় হরিচাঁদ, জয়গুরুচাদের জয়

  • @sumonkumarmistry6930
    @sumonkumarmistry6930 5 ปีที่แล้ว +25

    শত কোটি প্রণাম স্যার আপনার চরণে. সব কথাগুলো প্রকাশ করার জন্য. আমাদের মাঝে জয় হোক. আপনার জয় হোক আমাদের হিন্দু সমাজের জয় হোক হিন্দুস্থানের জয় হরিবোল🙏🙏🙏

  • @anuproy8456
    @anuproy8456 5 ปีที่แล้ว +7

    দারুণ বলেছেন দাদা, এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বোঝানোর চেষ্টা করেছেন। এবং এর কার দোষ, কার গুন সব সাধারণ মানুষ বুঝে নিয়েছে। এই রকম সভার প্রচুর প্রোয়োজন বাংলায়।

  • @Samir.Bakshi
    @Samir.Bakshi 5 ปีที่แล้ว +29

    জয় হরিবোল। খুব সুন্দর আলোচনা।কবি গান থেকেও খুব সুন্দর লাগলো।

  • @niranjanbiswas5625
    @niranjanbiswas5625 5 ปีที่แล้ว +10

    কবি গানের মাধ্যমে NRC প্রচার করার আপনাকে অসংখ্য ধন্যবাদ । আমাদের নমঃশূদ্র একান্ত প্রয়োজন

  • @mrhacks6305
    @mrhacks6305 3 ปีที่แล้ว +2

    অসাধারন তথ্য, আমাদের পূর্ব ইতিহাস জানতে পারলাম। নমস্কার।

  • @tapanmandal1574
    @tapanmandal1574 5 ปีที่แล้ว +363

    কবিগানের মধ্যদিয়ে NRC সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ...

    • @sanjoy-creativity
      @sanjoy-creativity 5 ปีที่แล้ว +4

      ধন্যবাদ

    • @sukamalbarman1601
      @sukamalbarman1601 5 ปีที่แล้ว +1

      ধন্যবাদ দাদা

    • @rkvines2625
      @rkvines2625 5 ปีที่แล้ว

      Thank you

    • @soutambasakbasak4532
      @soutambasakbasak4532 5 ปีที่แล้ว

      soutamBasak

    • @Popydancemedia
      @Popydancemedia 5 ปีที่แล้ว +2

      হিন্দুদের এক করতে হলে এরকম বক্তব্যের প্রয়োজন খুব

  • @nityanandabiswas8405
    @nityanandabiswas8405 5 ปีที่แล้ว +55

    কবি গানের মাধ্যমে বাস্তবিক জীবনের অনেক অজানা তথ্য জানতে পারলাম এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

  • @sankarroy7844
    @sankarroy7844 5 ปีที่แล้ว +57

    খুব সুন্দর কথা।কথা শুনে খুব ভাল লাগল।অসিম বাবু আপনি একটি ভাল কথা বলেছেন যে আমরা যেন নিস্বার্থ নাগরিত্ব পাই। জয় ভবা জয় ভারত।

  • @Debjani8768
    @Debjani8768 5 ปีที่แล้ว +5

    গানে গানে জ্ঞানের আলো ফোটালেন খুব খুব সুন্দর🙏🙏🙏🙏জয়গুরু

  • @smilingchildforyouearnest4111
    @smilingchildforyouearnest4111 5 ปีที่แล้ว +38

    এগিয়ে যাও কবি, সত্য বলে সচেতন করে দাও। বুকের রক্ত ঢেলে সমর্থন করব

    • @ratanhalder3484
      @ratanhalder3484 5 ปีที่แล้ว

      Asim Sarkar Babu Apna ke bahut dhanyvad Bhala Jankari dijiye

  • @saktiprasadchakrabarti8983
    @saktiprasadchakrabarti8983 11 หลายเดือนก่อน

    আপনার সঙ্গে সহমত পোষন করি।আপনি ভাল থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। জয হিন্দ.।বনদেমাতরম ।।

  • @jyotsnabarman2459
    @jyotsnabarman2459 5 ปีที่แล้ว +99

    কাকা বাবু আপনাকে অনেক ধন্যবাদ বিশেষ করে আপনার অনেক অনেক বিশেষ জ্ঞান আছে আমি আপনার অনেক পোগ্রাম দেখি ,এই পোগ্রামটাই ভালো লাগলো ।আমার অনুরোধ থাকল আপনি কবি গানের মাধ্যমে 1947 সালে তত্কালীন মেকি নেতারা অন্ধকারাচ্ছন্ন ভাবে ব্যাকতি স্বার্থ চরিতার্থ ।করতে গিয়ে নেতাজীর স্বপনের ভারত তেরি করতে না দিযে অখণ্ড ভারতবর্ষকে ভাগ করে, তথা দেশ জাতি সমাজকে টুকরো টুকরো করল এবং সামপোদাযী ও হিংসার বীজ পুতে দিলো ,তার জের আজও চলছে সেই ইতিহাস তুলে ধরুন ,ততসংগে ভারতবর্ষে র রীতি নীতি সংস্কৃতি সবাতসবত সনাতন ধর্ম সম্পর্কে তুলে ধরুন এবং জাতি সমাজ ও সত্যিকারের দেশবাসকে জাগান ,বিবেকানন্দ বলেছেন এই জাতি টা মৃত জাতি খুব চালাক ,বুঝে কম ও চরম সুবিধাবাদী এই জাতি ঐক্যবদ্ধ না হলে কোনো কিছুই সমভব নয ।

    • @jagattarashil6827
      @jagattarashil6827 5 ปีที่แล้ว +1

      Khoob Bhalo

    • @chiranjitsamaddar
      @chiranjitsamaddar 5 ปีที่แล้ว +1

      Sabas..... Dadaji darun darun..... Vabe apni NRC sonkranto bepare bakhaa dilen..... Anek kichu jante parlam.

    • @Memeshunter234
      @Memeshunter234 5 ปีที่แล้ว

      ঠিক

    • @bamandadsantra1574
      @bamandadsantra1574 5 ปีที่แล้ว

      Apna k Anek Anek dhanyvad

  • @rajubachjar1192
    @rajubachjar1192 5 ปีที่แล้ว +14

    এটা সত্যি কথা যে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু।আর আপনাকে অনেক ধন্যবাদ কবি গানের মাধ্যমে আপনি সত্য টাকে সামনে নিয়েএসেছেন।

  • @nibashmajumder3531
    @nibashmajumder3531 5 ปีที่แล้ว +10

    অসিম সরকার sir এন আর সি, সম্পর্ক যা জানালেন তা খুবিই ভালো লাগলো। স্যার আপনা শতকোটি প্রনাম 🙏🙏🙏

    • @muktashikdar7310
      @muktashikdar7310 3 ปีที่แล้ว

      Every waz mahfil in Bangladesh is taking an oath to be a jihadi to kill the Hindus of India. What a heinous religion. They are inciting people to commit murders all the time. India must think deeply about these. How a little country is constantly plotting to assassinate a country like India. Of course, not all Bangladeshis are involved. After consuming about 1 crore militant foreign money, the common people who are working in the fields are trying to go to war against India by handing over sticks, bombs, fire etc. to them. Its steel in India should be a tough protest. They always want the blood of Hindus in India and Bangladesh. But want peace of the Muslims . It needs to be a daffarfa. Either they will promise to have all religions. Otherwise, relations with them and with all Muslims in India will have to be severed forever.
      बांग्लादेश का हर वज़ महफ़िल भारत के हिंदुओं को मारने के लिए जिहादी बनने की शपथ ले रहा है। कैसा जघन्य धर्म है। वे हर समय लोगों को हत्या करने के लिए उकसा रहे हैं। भारत को इनके बारे में गहराई से सोचना चाहिए। कैसे एक छोटा सा देश भारत जैसे देश की हत्या की लगातार साजिश रच रहा है। बेशक, सभी बांग्लादेशी शामिल नहीं हैं। लगभग 1 करोड़ उग्रवादी विदेशी धन का उपभोग करने के बाद, खेतों में काम कर रहे आम लोग उन्हें लाठी, बम, आग आदि सौंपकर भारत के खिलाफ युद्ध में जाने की कोशिश कर रहे हैं। भारत में इसके स्टील का कड़ा विरोध होना चाहिए। वे हमेशा भारत और बांग्लादेश में हिंदुओं का खून चाहते हैं। लेकिन मुसलमानों की शांति चाहते हैं। यह एक daffarfa होना चाहिए। या तो वे सभी धर्मों का वादा करेंगे। अन्यथा, उनके और भारत के सभी मुसलमानों के साथ संबंधों को हमेशा के लिए विच्छेद करना होगा।

  • @udaybhanushil1174
    @udaybhanushil1174 5 ปีที่แล้ว +3

    অসংখ্য ধন্যবাদ আপনাকে।। বিশেষ ভাবে ব‍্যাখ‍্যা দেবার জন্য।। শ্রদ্ধেয় অসীম বাবু আমার প্রণাম গ্ৰহণ করিবেন।। ধন্যবাদ সহ-শ্রী উদয়ভানু শীল।।

  • @graminculture7022
    @graminculture7022 5 ปีที่แล้ว +186

    ঐতিহাসিক সত্য কাহিনী কবির ভাষায় উঠে এলো ।স্যালুট কবি ।

  • @abhimunnabiswas7527
    @abhimunnabiswas7527 5 ปีที่แล้ว +5

    শ্রদ্ধেয় অসীম সরকার মহোদয়কে গৌরিক প্রণাম জানাচ্ছি, আপনাকে ধন্যবাদ মহোদয় সত্যটাকে তুলে ধরার জন্য সুন্দর ভাবে যে বলেছেন, আমরা আছি আপনার সাথে সত্যের সাথে আমরা ভুক্তভোগী সমস্ত হিন্দুরা দয়া করে অসহায় হিন্দুদের পাশে দাঁড়ান,

  • @Baparistvlog9434
    @Baparistvlog9434 5 ปีที่แล้ว +36

    আমার পক্ষথেকে কবিকে ধন্যোবাদ ।

  • @nayandas6944
    @nayandas6944 5 ปีที่แล้ว +9

    অশিম সরকার স্যার প্রথমে আপনাকে আমার নমস্কার, আপনার দেশ প্রেম আর এত সুন্দর গান উপহার দেওয়ার জন্য ।ভারত মাতা কি জয় ।

  • @torunkumar107
    @torunkumar107 5 ปีที่แล้ว +24

    জয় গুরু জয় কবিবর অসীম সরকার মহাশয় জী প্রণাম জানাই আপনাকে । খুব সুন্দর ভাবে nrc কানুনের কথা বললেন । মহোদয় জী এতে অনেক লোকের উপকৃত হবেন । জয় হরিবোল 🚩

  • @etcvideos3485
    @etcvideos3485 5 ปีที่แล้ว +105

    অসংখ্য ধন্যবাদ আপনাকে। সমস্ত বাঙালিকে এক হতে হবে।

  • @shibanimohanta545
    @shibanimohanta545 5 ปีที่แล้ว +10

    খুব ভাল লাগলো, সময়োপযোগী ।কবির ছন্দে পরিবেশনের জন্য সকলেই এর মর্মকথা অনুধাবন করতে পারবে সহজেই ।,,,,শ্রদ্ধা🙏

  • @maitravisiontransformyourl6923
    @maitravisiontransformyourl6923 5 ปีที่แล้ว +2

    অসীম বাবু এইভাবে চালিয়ে যান। ধন্যবাদ।

  • @ebrahimpalash6751
    @ebrahimpalash6751 4 ปีที่แล้ว +9

    বাংলাদেশের গর্ব অসীম বাউল

  • @md.rezaulhaque.haque.9349
    @md.rezaulhaque.haque.9349 4 ปีที่แล้ว +7

    বাংলার ছাএদের পাঠ্যবইয়ে এই ইতিহাস রাখতেহবে।তাদেরকে এই শিক্ষা দিতেহবে।

  • @gobindakumarbiswasbiswas5860
    @gobindakumarbiswasbiswas5860 5 ปีที่แล้ว +17

    অসাধারণ একটি আলোচনা, খুব ভালো লাগলো

  • @nitaimiha2226
    @nitaimiha2226 2 ปีที่แล้ว

    অসাধারণ কথাগুলি শুনলাম অনেক ভালো লাগলো অসীম দা চালিয়ে যান আমাদের জন্য আমি বাংলাদেশ থেকে বলছি

  • @priyotuspaullyricistcompos2256
    @priyotuspaullyricistcompos2256 5 ปีที่แล้ว +32

    আপনার শ্রী চরণে প্রনাম জানাই । বাঙালি জাতির ইতিহাস বিবরণ করে বলার জন্য অসংখ্য ধন্যবাদ ।

    • @nirmalmandal4594
      @nirmalmandal4594 4 ปีที่แล้ว

      অত্যান্ত মূল্যবান তথ্য প্রকাশ্যে যেভাবে cAAনিয়ে আলোচনা রেখেছেন তার জন্য ধন্যবাদ। এগিয়ে যান আমরা বুকের রক্তে ভিজিয়ে দেব ভারতের মাটি।যেকোন অবস্থায় বিনা শর্তে নাগরিকত্ব চাই।

    • @DIPIKABISWAS-wk8sv
      @DIPIKABISWAS-wk8sv 10 หลายเดือนก่อน

      Apnakey pronam jerey din apni egulokey

    • @DIPIKABISWAS-wk8sv
      @DIPIKABISWAS-wk8sv 10 หลายเดือนก่อน

      Oh dada jio

    • @DIPIKABISWAS-wk8sv
      @DIPIKABISWAS-wk8sv 10 หลายเดือนก่อน

      Apni eivabei egiye chilun joy nitai

    • @DIPIKABISWAS-wk8sv
      @DIPIKABISWAS-wk8sv 10 หลายเดือนก่อน

      Erokom ekjon mla mp thaka dorkar jar satti bolar khomota ache

  • @manojitpaul8966
    @manojitpaul8966 5 ปีที่แล้ว +7

    খুব সুন্দর লাগলো অসীম বাবু,,,,N,R,C niye আপনি যা বললেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে,,,,

  • @debolinadas5738
    @debolinadas5738 5 ปีที่แล้ว +126

    সমস্ত হিন্দু বাঙালি কে এক হতে হবে। নাহলে আগামী দিনে সমুহ বিপদ নেমে আসবে।দল বাঁধুন। বিশাল আন্দোলন গড়ে তুলুন। জয় হিন্দ। জয় বাংলা। জয় ভারত

    • @sukumarchandrasaha8762
      @sukumarchandrasaha8762 5 ปีที่แล้ว +4

      একদম ঠিক সমস্ত বাংলা ভাষীদের এক হয়ে আন্দোলন করতে হবে । এদের চক্রান্ত বাংগালীদের ক্ষতম করা বরাবরই বাঙ্গালীদের বঞ্চিত করে আসছে আজও তাই হচ্ছে আমাদের নেতাজী সেই বঞ্চনার স্বীকার এরা বৃটিশের সাথে চক্রান্ত করে ঘরের ছেলে নেতাজী সুভাসচন্দ্র বোস কে ঘরে ফিরতে দেয়নি। তাই আপনারা সবাই একতাবদ্ধ হোন মরতে মরতে হয় এখানেই মরবো। হে আমাদের পূর্ব পুরুষ তোমারা কেনো এই ঠগবাজদের কথায় জননী জন্মভূমি ছেড়ে এদেশে এসেছিলে আজও আমাদের নিয়ে রাজনীতির কারবারিরা আমাদের নিয়ে ফুটবল খেলে মানে লাথালাথি করছে। তোমরা ওপর থেকে আমাদের সাহস দাও একটা হিন্দু বাংগালী কে যেনো ডিটেনশন ক্যাম্পে নিক্ষেপ করতে না পারে। আর কতো হেনস্থা করবে এই কারবারিরা। তোমারা আমাদের অবিভক্ত ভারত ফিরিয়ে দাও । হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে কতো মানুষ কে স্বজনহারা ঘর বাড়ি পৈতৃক ভিটা ছাড়া করেছে এই অসাধু রাজনীতির কারবারিরা। আমাদের পূর্রপুরুষদের রিফুজি ক্যাম্পে নিক্ষেপ করেছে আবার ১২ আসামের এবং পশ্চিম বঙ্গে ও এসবের চক্রান্ত চলছে। যারা এই বাজেভাবে দেশ ভাগ করেছে তাদের মরণোত্তর ফাঁসিতে ঝুলানো হউক কেনো ওরা আমাদের এখানে আনলো এর জবাব কে দিবে তখন আমাদের পূর্ব পুরুষরা রায়টের সময় নিহত হলে হয়তঃ বর্তমান এন আর সির যন্ত্রণায় নতুন করে আর আত্মহত্যা করতে হতো না। মানুষকে নানাভাবে বিব্রত করার নামই উন্নয়ন । কোটি কোটি টাকা নানান কার্ড এবং লিংক করানো ডিজিটাল করে পাবলিকের অর্থাৎ সরকারি ভান্ডার খালি করাই উন্নয়ন????

    • @TAPAS747
      @TAPAS747 5 ปีที่แล้ว

      Dada bipad ta ektu details e bopben jate andolon krte subidha hay...

    • @Popydancemedia
      @Popydancemedia 5 ปีที่แล้ว

      জয় হিন্দ

    • @debolinadas5738
      @debolinadas5738 5 ปีที่แล้ว +1

      @@sukumarchandrasaha8762 একদম ঠিক কথা বলেছেন দাদা

    • @srijanojha7280
      @srijanojha7280 5 ปีที่แล้ว

      Didi bipod ta ki aktu bolben ..??

  • @niranjanmandal3026
    @niranjanmandal3026 3 ปีที่แล้ว +7

    বাংলাদেশের হিন্দুদের ভারতে নাগরিত্ব পাওয়া দরকার আর ভারত হিন্দূ রাষ্ট্র ।

  • @silchartalk2053
    @silchartalk2053 5 ปีที่แล้ว +140

    আমি আসাম থেকে বলছি আসুন ভারতবষে্র সব হিন্দু বা্ংগালি এক জুট হয়ে লরি

    • @assamesegaming7852
      @assamesegaming7852 5 ปีที่แล้ว +16

      না ভাই সকল হিন্দু বাংগালী না সকল হিন্দু এক হয়ে লড়তে হবে

    • @Memeshunter234
      @Memeshunter234 5 ปีที่แล้ว +4

      Prince Biswas ঠিক 👍

    • @nimaidebnath9171
      @nimaidebnath9171 5 ปีที่แล้ว +7

      Sab hindu look ache sabai ek jot hote hobe khub taratari

    • @rathindranathbuattacharjee2282
      @rathindranathbuattacharjee2282 5 ปีที่แล้ว +1

      @@nimaidebnath9171 vastie

    • @golaprobbanikhan2313
      @golaprobbanikhan2313 5 ปีที่แล้ว +1

      আসামের সত্যিই কি এনআরসি হয়েছে এবং কতজন বাদ পড়েছে 9749106050‌এই নাম্বারটিতে কল করুন আমি বুঝতে পারবো এই ব্যাপার সম্বন্ধে আপনি কল করুন তারপর আপনাকে জানানো হবে ভয়ের কোন কারণ নেই

  • @mohammadkhaledhussain3684
    @mohammadkhaledhussain3684 4 ปีที่แล้ว +2

    সাহসী সত্য প্রকাশের জন্য ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

  • @sapna844
    @sapna844 5 ปีที่แล้ว +3

    NRC শবদো টা আপনি খুব সুনদর ভাবে বললেন । অনেক কিছু জানতে পারলাম আমাদের ভারতের ইতিহাস সমবনধে । Thank you dada

  • @shibaghosh1167
    @shibaghosh1167 4 ปีที่แล้ว +2

    আপনাকে অসংখ্য ধন্যবাদ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার জন্য 🙏🙏

  • @abirsarkar3812
    @abirsarkar3812 5 ปีที่แล้ว +23

    অগনিত বাংলার মানুষ আপনার আলোচনাকে সমর্থন করেন।এগিয়ে যান আমরা আপনার সাথে আছি।

  • @Krish_Gain
    @Krish_Gain 5 ปีที่แล้ว +11

    অসীম কাকু আপনি so talented..
    নিজের script, নিজের সুর,নিজের গলা। আর এত বড় বড় গান। এইভাবে অভিনয় করে তা এত্ত সুন্দর করে present করা। এটা অসাধারণ ব্যাপার sir। এরকম কেউ sir bollywood ও নেই।

  • @LifeTruthWisdom01
    @LifeTruthWisdom01 4 ปีที่แล้ว

    একদম ঠিক বলেছেন। খুব ভালো লাগলো সত্য টা সকলের জানা উচিৎ।

  • @sunilmondol.3837
    @sunilmondol.3837 4 ปีที่แล้ว +4

    হরি বল। জয় শ্রীকৃষ্ণ।।

  • @dipankarmondal9746
    @dipankarmondal9746 5 ปีที่แล้ว +6

    NRC নিয়ে সুন্দর তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ

  • @sujasbandyopadhyay7092
    @sujasbandyopadhyay7092 5 ปีที่แล้ว +73

    খুব ভালো ব্যাখা করেছেন। আশা করি আপনার ইচ্ছা পূরণ হবে।

  • @bikashhalder3415
    @bikashhalder3415 5 ปีที่แล้ว +5

    খুব ভালো বুঝিয়েছেন
    একদম সঠিক

  • @hasirschool
    @hasirschool 5 ปีที่แล้ว +43

    Sir এই জাতি কবিগান খুব ভালো বাসে সাথে মানেও. এখন আমার মনে হয় এই ঘুমানো জাতি কে আপনি জাগাতে পারেন আপনি হাল ধরেন আমরা পাশে আছি. গুরু চাঁদ আপনাকে সেই ক্ষমতা দিয়েছে. জয় হরি চাঁদ. জয় গুরু চাঁদ

  • @simaghosh4453
    @simaghosh4453 4 ปีที่แล้ว

    Thanks to Ashim Sarkar.apni amader anek tathya dilen.amora samriddha halam.apnake dhanyabad.

  • @Kirtoniabishnupriya
    @Kirtoniabishnupriya 5 ปีที่แล้ว +117

    আমি একজন ভারতীয় ও একজন হিন্দু বাঙালি হয়ে আপনাকে সমর্থন জানাচ্ছি।

  • @ajoykumarkundu7770
    @ajoykumarkundu7770 5 ปีที่แล้ว

    Asim babu apni amar pranam nin.r anurodh bangalider jaganor daitya ta nin. Anek subhecha railo apnar jannya

  • @tarakgoyla8877
    @tarakgoyla8877 5 ปีที่แล้ว +19

    আপনাকে শতোকোট প্রণাম, সবাই যেন CAB এর অন্তভুকত হয়।

  • @madhuriroy6618
    @madhuriroy6618 3 ปีที่แล้ว

    Satti ajk ami NRC baperta bhalo kore janlam. Apnk asankhya Dhanyabad🙏🙏🙏

  • @biplabchakraborty3895
    @biplabchakraborty3895 5 ปีที่แล้ว +4

    Really sir, your speech is very important and valueable.

  • @SwapanRoy-np2lh
    @SwapanRoy-np2lh 10 หลายเดือนก่อน +1

    অসীম সরকারের সঙ্গে আমরা সবাই আছি স্বপন রায় ঠাকুরনগর

  • @Popydancemedia
    @Popydancemedia 5 ปีที่แล้ว +4

    এরকম কথা আমরা আরো চাই

  • @Montu-qo9zp
    @Montu-qo9zp 10 หลายเดือนก่อน

    ধন্যবাদ বাবু আপনাকে স্বাগত জানাচ্ছি ।

  • @Citykolkata.85
    @Citykolkata.85 5 ปีที่แล้ว +7

    খাঁটি কবি।জয় গোস্বামীর মতো চামচা নয়। অসীম সরকার নির্ভীক কবি।

  • @MdShahin-lf5rx
    @MdShahin-lf5rx 5 ปีที่แล้ว +2

    পুরোনো ইতিহাস সাধারণ মানুষের মাধ্যমে ছরিয়ে দিন যেন সাধারণ মানুষ বুঝতে পারে ধন্যবাদ

  • @pinturay5363
    @pinturay5363 5 ปีที่แล้ว +74

    অনেক বোঝার আছে. জ্ঞানের কথা.
    যারা NRC নিয়ে রাজনীতি করছে তাদের এই ভিডিও দেখা দরকার,
    প্রণাম হে গুরু চরণে তোমার,

  • @sukumarpodder9855
    @sukumarpodder9855 5 ปีที่แล้ว +1

    ফাটাফাটি বলেছেন। আপনাকে অশেষ ধন্যবাদ।বড়ই দুঃখের বিষয় আমাদের বাঙালি নেতারা এবং বাঙালিরা রাজনৈতিক চক্রান্তের শিকার। চক্রান্ত বুঝার চেষ্টা করতে হবে। আমরা নিঃশর্ত নাগরিকত্ব চাই

  • @nityaranjanroy6940
    @nityaranjanroy6940 5 ปีที่แล้ว +18

    খুব সুন্দর বিশ্লেষণ ৷

  • @skbadruddin5832
    @skbadruddin5832 5 ปีที่แล้ว +2

    Apnar speech khub bhalo. sune bhalo laglo, Jai hind

  • @nibashranjandas8008
    @nibashranjandas8008 11 หลายเดือนก่อน

    You have very correctly interpreted the issue.Thank you

  • @chainabiswas4424
    @chainabiswas4424 5 ปีที่แล้ว +3

    Khub valo laglo

  • @nurulislam-gm6mb
    @nurulislam-gm6mb 4 ปีที่แล้ว +2

    ধন্যবাদ ভাই আমি বাংলাদেশ থেকে বলতেছি দুখ বাঙালি জাতি কে তিন টুকরো হিন্দু মুসলিম আদি কাল থেকে এক ছিলাম বাঙালি শক্তি কমছে

  • @parimalbiswas5778
    @parimalbiswas5778 5 ปีที่แล้ว +5

    Jay Harichand.
    JayGuruchand.
    Jay Aswini goshai.
    Jay BaBa saheb Ammedkar
    Jay Motuamahashanga.
    Khub sundar Alochona
    Korchen,

    • @Golokvai
      @Golokvai  5 ปีที่แล้ว

      সবাই কে শেয়ার করুন

  • @pujachakraborty4917
    @pujachakraborty4917 3 ปีที่แล้ว +2

    অসীম সরকার সত্যি আমাদের গর্ব

  • @bijoysahis7564
    @bijoysahis7564 5 ปีที่แล้ว +16

    খুব ভালো আলোচনা করেছেন ।

  • @niranjonkumar7689
    @niranjonkumar7689 5 ปีที่แล้ว +2

    আপনি এগিয়ে যান, আপনাকে অশেষ ধন্যবাদ

  • @juthikaroy9690
    @juthikaroy9690 5 ปีที่แล้ว +4

    Asadaron bolechen apni abhabe procher chaliye jan janogonke jagiye tulun joy radhey

  • @keyamridha7958
    @keyamridha7958 4 ปีที่แล้ว

    Asadharon alochana kore6en NRC niye..... Thank you sir...........

  • @পবনবিশ্বাস
    @পবনবিশ্বাস 5 ปีที่แล้ว +40

    সকল বাংলা ভাষী মানুষের এক হওয়া উচিত ।নাহলে বাংলা ভাষা এক দিন সংকটে পড়বে ।হয়তো একদিন ভারতে বাংলার ভাষার মান্যতা থাকবে ন।

  • @sabyasachikundu7441
    @sabyasachikundu7441 5 ปีที่แล้ว

    Darun Dada apnar kobigan sune khub balo laglo.onek Kichu sikhlam.

  • @meghmondalmukulmondal379
    @meghmondalmukulmondal379 5 ปีที่แล้ว +46

    আপনি উদ্বাস্তু দের মুখপাত্র. কোটি কোটি হিন্দু আপনার মুখপানে চেয়ে আছে. এই হতভাগ্য জাতিকে সঠিক পথের দিশা দেখানোর ভার ভগবান আপনার কাঁধে দিয়েছে. লোক গানের পাশাপাশি জন সচেতনতা চালিয়ে যাওয়ার জন্য আপনাকে ভীষণ প্রয়োজন. আমরা আপনার সাথে আছি, থাকবো. নমস্কার

    • @shambhumondal2725
      @shambhumondal2725 5 ปีที่แล้ว

      আপনার মন্তব্য খুব ভাল লেগেছে

    • @souravmajumdar9629
      @souravmajumdar9629 4 ปีที่แล้ว

      আন কাট ভিডিও এর লিঙ্ক দে

  • @debdasmistri9302
    @debdasmistri9302 5 ปีที่แล้ว +1

    Bhaa khb vlo blchen.dhannyobad.

  • @subarnasvlog2820
    @subarnasvlog2820 5 ปีที่แล้ว +20

    হরে কৃষ্ণ। অসীম দাদাকে ধন্যবাদ।

  • @bijoymondol7689
    @bijoymondol7689 5 ปีที่แล้ว +2

    আজ মনটা ভরে গেল...!!❤❤❤

  • @jonymojumdar6509
    @jonymojumdar6509 5 ปีที่แล้ว +8

    অসীম সরকার হিন্দু জাতি জন্য কিছু শেষ বয়েসে কিছু করে দেখান। আমরা আছি আপনার পাশে। তাক লাগিয়ে দিন পুরু অসুষ্ত জাতিকে।

  • @nibashranjandas8008
    @nibashranjandas8008 11 หลายเดือนก่อน

    You have very correctly analysed the whole issue.

  • @sajaltikader8954
    @sajaltikader8954 5 ปีที่แล้ว +40

    অনেক অনেক ধন্যবাদ কবি অসীম সরকার।

  • @milonmojumdar3241
    @milonmojumdar3241 5 ปีที่แล้ว +12

    দাদা আপনাকে শত কোটি প্রনাম জানায়

  • @pradipdey4958
    @pradipdey4958 5 ปีที่แล้ว +1

    খুব সুন্দর।

  • @rahulsarkar6533
    @rahulsarkar6533 5 ปีที่แล้ว +12

    আমি বাংলাদেশ থেকে সাপোর্ট করি,আপনাদে দাবী সফল হোক স্বার্থক হোক, পাশে আছি থাকব।❤💓💓

    • @AbuSayed-vb5ty
      @AbuSayed-vb5ty 4 ปีที่แล้ว +1

      উগ্রবাদী হিন্দু

  • @s.m5793
    @s.m5793 5 ปีที่แล้ว +2

    এই ইতিবৃত্ত শুনে আমি আপনার সাথে একান্ত সহমত । এতদিনে অনেক সত্যের উদ্ঘাটন আমি জানতে পারলাম। নিঃশর্ত নাগরিকত্ব প্রদানে আমরা হাজার বার NRC কে স্বাগত জানাবো। নতুবা বাংলায় আবার নতুন আন্দোলনের সূচনা হবে মতুয়া সমপ্রদায়ের মাধ্যমে।

  • @HareKrishna44588
    @HareKrishna44588 5 ปีที่แล้ว +4

    আপনাকে অজস্র ধন্যবাদ.. দারুন দারুন

  • @ratanmanda
    @ratanmanda 5 ปีที่แล้ว

    Ashim babu apni agiye jan banglar manush apnar pase achey

  • @dipakkumarbala9768
    @dipakkumarbala9768 5 ปีที่แล้ว +44

    অজানা ইতিহাস সাধারন মানুযের মাঝে বেশী বেশী প্রচার করুন।যাতে মানুষ সত্যটা জানতে পারে। ধন্যবাদ।

    • @subratataraphdar5345
      @subratataraphdar5345 5 ปีที่แล้ว

      thanks

    • @sanjaykumarmandal4034
      @sanjaykumarmandal4034 5 ปีที่แล้ว

      আপনার বক্তব্য মন দিয়ে ই সুনিলাম আমরাও আপনার সঙ্গে আছি এবং থাকবো,নিরস্বার্থ নাগরিক বিল এর জন্যই শেয়ার ও সম্প্রচার চাই।

  • @rittikmondal4335
    @rittikmondal4335 4 ปีที่แล้ว

    খুব সুন্দর লাগলো। মানুষের মধ্যে এ ভাবে জাগরণ সৃষ্টি করুন। জয় শ্রী রাম 🚩

  • @গনেশবেরা-ষ৯স
    @গনেশবেরা-ষ৯স 5 ปีที่แล้ว +3

    ভালো লেগেছে

  • @rohandas6647
    @rohandas6647 4 ปีที่แล้ว

    খুব সুন্দর বলেছেন আপনি বারবার দেখতে ইচ্ছা করছে

  • @sudhasarkar4095
    @sudhasarkar4095 5 ปีที่แล้ว +7

    Thanks you from heart. Go ahead. I take you in my head

  • @amarsarkar6859
    @amarsarkar6859 5 ปีที่แล้ว

    Darun Asim Da. Dhannabad.

  • @iloveyouiloveyou6336
    @iloveyouiloveyou6336 5 ปีที่แล้ว +21

    অসিম সরকারের কথা গুলো শুনে খুব ভালো লাগলো

    • @dipudey9532
      @dipudey9532 5 ปีที่แล้ว

      J

    • @abulkhairshikari2438
      @abulkhairshikari2438 5 ปีที่แล้ว

      এন আর সি বলে না চেঁচিয়ে বাংলাদেশের সাথে মিলে পশ্চিম বঙ্গ সহ যতটুকু বঙ্গ আছে বাংলাদেশ হয়ে যাও। তাতে অন্যে গোলামী থেকে মুক্তি পাওয়া যাবে।

    • @Montu-qo9zp
      @Montu-qo9zp 11 หลายเดือนก่อน

      @@abulkhairshikari2438 ধন্যবাদ আপনাকে নমস্কার

    • @DIGANTASMITABARAI261
      @DIGANTASMITABARAI261 10 หลายเดือนก่อน

      ​@abulkhairshikari2438 মোল্লাদের সাথে থাকার চেয়ে শুয়োরের সাথে থাকা ভালো মোল্লা রাজা হিন্দুদের সঙ্গে করে শুধু পশ্চিমবঙ্গ ছিল বলে কিছু হিন্দু এখনো প্রাণে বেঁচে আছে বাংলাদেশ থেকে পালিয়ে এসে 😡

  • @timeoftrading
    @timeoftrading 5 ปีที่แล้ว

    Very good speech..
    Hori bol..hori bol....