এই এত তাপমাত্রার জন্য আমরাই দায়ী কারন আমার নির্বিচারে গাছ ধ্বংস করি এবং অতিরিক্ত খনিজ সম্পদ ব্যবহার করে বায়ুমণ্ডলের ওজন স্তর নস্ঠ করছি, যার পরিনামে আজ বিশ্বের এই অবস্থা। তাছাড়াও উন্নত বিশ্ব এই পরিস্থিতির জন্য দায়ী।।।
ভিডিওটা এল নিনোর উপর বেশ ভালো হয়েছে। গত তিন বছরে আমার বাড়ি সহ এলাকার সর্বত্র প্রায় 1100+গাছ লাগিয়েছি। গাছ লাগানোর সাথে সাথে আগের বার আমার বাড়িতে 3টা AC চলত এখন একটা Ac চলছে😊।
আপনারাও গাছ লাগান... দেখবেন গাছগুলো বড় হলে মনে কত শান্তি পাওয়া যায়। নিজের হাতে লাগানো চারা যখন বড় মহীরুহ হয় তখন মন অদ্ভুতভাবে সন্তুষ্টিতে ভরে যায়।
আপনারাও গাছ লাগান... দেখবেন গাছগুলো বড় হলে মনে কত শান্তি পাওয়া যায়। নিজের হাতে লাগানো চারা যখন বড় মহীরুহ হয় তখন মন অদ্ভুতভাবে সন্তুষ্টিতে ভরে যায়।
সময় এসছে সচেতন হবার!!! প্রত্যেকটা খালি জায়গায় গাছ লাগান! আপনার এই ছোট উদ্যোগ একটু অক্সিজেন বাড়বে আর এই একটু অক্সিজেন থেকেই মানুষ মানে আমরা সবাই এক সাথে একটু শান্তি পাবো! দয়া করে গাছ লাগান! কয়েকটা গাছ যে সেই পরিবেশে কতটুক পানি নিয়ে আসতে পারে একটু ঘেঁটে দেখবেন। কবে কখন কোথায় লাগাবেন গাছ এসব চিন্তা না করে শুরু করে দেন। একটা ছোট্ট গাছও অনেক পার্থক্য আনবে ইনশা আল্লাহ্। তাই আপনি নিজে উদ্যোগ নেন অন্যকেও উৎসাহিত করেন 🙏
আমরা তো ইনস্ট্যান্ট আরাম চাই। তাই গাছ না লাগিয়ে এসি লাগাচ্ছি 😅 পরিবেশের কি হলো না হলো আমাদের তো দেখার বিষয় না। আমরা তো খালি সাময়িক আরাম চাই!! এইজন্যেই পরিবেশ এর এই অবস্থা।
আমি যেখানে থাকি, গত ৫ বছরেই সে এলাকার পাহার কেটে রাস্তা তৈরি করা হয়েছে, বড় বড় ইমারত তৈরি করা হয়েছে। ফলশ্রুতিতে আমার এলাকার আবহাওয়ার পরিবর্তন আমি নিজেই এখন বুঝতে পারি
ভাইয়া, আপনার ভিডিও অসাধারণ! বাংলাদেশের এতো গরম পড়ার কারণ সম্পর্কে আপনি একটি সহজ এবং স্পষ্ট ভাবে ব্যাখ্যা দিয়েছেন। আমি এই সমস্যার সম্পর্কে আরও জানতে আপনার আগামী ভিডিও অপেক্ষা করছি! ধন্যবাদ এবং আপনার কাজে সাফল্য আশা করি! 🌞🔥
you talked about El Nino, La Nino, UHI but there are no sources (published research papers) that I found in the description. I think it should be added when you use any statistics and conceptual terms. Thank you!
যশোর থেকে দেখতেছি ভাই। আমি আপনার অনেক বড় ভক্ত। আপনার সাথে দেখা হবে ইনশাল্লাহ একদিন।আমি Hsc examiner আমার জন্য দোয়া করবেন আশা করি।হিটালার কে নিয়ে কয়েকটা স্পেশাল ভিডিও বানাবেন আশা করি।ধন্যবাদ ভালো থাকবেন,সুস্থ থাকবেন, দোয়া করি।❤❤
বিল্ডং এর কথা বলছেন, গ্যাস চুলায় ৪০০/৫০০° সেলসিয়াস তাপ উৎপন্ন হয়। ১০০ স্কোয়ার ফিটের মধ্যে দুইটা চুলা জ্বলে। ঐ তাপগুলি যায় কোথায়। আর চুলা সকল সময়ই চালু রাখে। সেটা গননায় আনা হয় না।
স্যার, বুয়েটে চান্স পাইনি। কলেজের আশেপাশের সব রোল চান্সপাইছে। স্কুলে যারা পিছে রোল ছিল আমার, তারাও-- বুয়েট না হইলেও IUT তে ভালো সাবজেক্টে। Don't know what to do.
❤❤❤❤❤❤❤ বাহ! আপনি মজার লোক ত!! ইখতিয়ার উদ্দিন বিন মোহাম্মদ বখতিয়ার খিলজি Mitochondrion is the power house of the cell.হা হা হা হা হা সুন্দর উপস্থাপন! শুভকামনা জানবেন।
The video was excellent, except the transition used in the video. It's quite disturbing to focus. Reducing the amount of transition and its duration might be a good solution for this problem. Overall, the editing was good. It's totally my perspective. Regards!
আসসালামুয়ালাইকুম, আপনার চ্যানেলের কন্টেন্টগুলো বেশ ভালো লাগে। আগামী কোনো ভিডিওতে বাংলাদেশ কারিগরি বোর্ডের অবস্থা এবং সার্টিফিকেট জালিয়াতির সমসাময়িক ঘটনা ও এর প্রভাব নিয়ে একটি ভিডিও চাচ্ছিলাম। পাশাপাশি আমাদের কারিগরি শিক্ষার অবস্থান বিশ্বের অন্য কারিগরি প্রতিষ্ঠানের তুলোনায় কেমন তাও জানতে আগ্রহী। আশা করি এই সাবস্ক্রাইবারের কথা রাখবেন 💟
ভাই। সবই বুঝলাম তবে আমার মাথায় একটা জিনিস ঢুকে না, ICE AGE- এই জিনিস টা কি এবং ঐ যুগ টা কেন এবং কখন হইছিল??? তখন কি সূর্য ঘুমাচ্ছিল?? সূর্য কই ছিল তখন?
মোটকথা জনসংখ্যা কমাতে হবে জনসংখ্যা কমলে চাহিদা কমবে এতে করে মানুষের গাছ কাটার হার কমে যাবে এবং পরিবেশের উপর জরুরী ভাবে বাধ্যতামূলকভাবে স্কুল-কলেজ ইউনিভার্সিটি সব জায়গায় শিক্ষা কার্যক্রম সংযুক্ত করতে হবে
সরকারের উন্নায়ন মানে গাছ কাটা, এ সরকার এত গাছ কাটাসে যে সেটার ক্ষতিপূরণ প্রায় অসম্ভব, যদিও সরকারের সবুজিকরন উদ্যোগ নেয়ার আগ্রহ দেখি না, এ বার এসি বিক্রি বেড়ে যাওয়ায় গরম নাগালের বাইরে চলে যেতে পারে
গাছ লাগালেই হবে না।গাছ কাটা থেকে মানুষকে সচেতন করতে হবে।কিছু জনৈক কিছু ব্যক্তি সরকারি জায়গা থেকেও গাছ কেটে ব্যবসা করতেছে।ঐগুলা দেখার মতো কেও নাই।আজকে আপনি গাছ লাগাবেন।বড় হবার পর আবার দেখবেন কেটে নিয়ে যাচ্ছে।
স্যার আপনার ভিডিও গুলো দেখে মানুষ অনেক জটিল বিষয় সহজ ভাবে বুঝতে পারে। শেষে আপনি বললেন খুব বেশি করে গাছ লাগাতে। আজকাল বেশ কিছু মাথামোটা মানুষ এই গরমের মধ্যেই গাছ লাগানো শুরু করেছে। পরিণামে সব গাছ মরবে পরিচর্যার অভাবে। তাই আপনি এই বিষয়টি নিয়ে প্লিজ একটি ভিডিও বনান - গাছ কখন লাগাতে হবে, কোন গাছ লাগালে মরুকরণের সম্ভাবনা আরোও বাড়ে, কোন গাছ গুলো দেশের পরিবেশের জন্য অনুকূল হবে। যাতে মানুষ এই বিষয়ে সচেতন হতে পারে।
ভাই যখন জানতাম না আপনি বুয়েটের শিক্ষক তখন আপনার সাথে আপনার ভিডিওর কথাবার্তা যেত কিন্তু যখন শুনলাম যে আপনি বুয়েটের শিক্ষক তখন আসলে আপনার কথাবার্তা আসলে যায় না, বুয়েটের শিক্ষকের সাথে যায় না।
গাছ লাগান,,পরিবেশ বাঁচান, আমি বলবো, গাছ লাগান, নিজের জীবন বাঁচান। প্রত্যেকটা building এ বসতবাড়ি থেকে start করে market, corporate সবগুলো building এর ছাদে গাছ লাগিয়ে বাগান তৈরি করতে হবে, তাহলে স্বাভাবিক হবে, weather.
গাছ লাগানু দরকার পারলে উদ্ভিদ বিজ্ঞান নিয়ে বিক্ষৃরপন নিয়ে পড়াশুনা করে জানুন তাহলে গাছ গাছালির সম্পর্কে জানতে পারবেন আর গাছ থাকবে কেমনে মানুষ এত বেশি ছোট দেশ তবে ঢাকায় বিরলিং এর পাশে গাছ লাগন😊
আমার বাড়ি যশোর চৌগাছা থানা যশোর গমর বেশি হয়ার কারণ একটি দিক হলো অনেক গুলা রাস্তার দুই পাশ থেকে লাখ লাখ গাছ কেটে ফেলা হয়েছে এই বিয়শ নিয়ে কেই কন কথা বলে না 😢
Khulna তে to ঢাকার মতোন তেমন দূষণ বা অনেক বিল্ডিং নাই তাহলে কেনো chuadanga, khulna, jashore এর তাপমাত্রা ঢাকার থেকেও কোনো বেশি হইতেসে সেটার কারণ জানতে চাই @enayet স্যার প্লিজ
এই এত তাপমাত্রার জন্য আমরাই দায়ী কারন আমার নির্বিচারে গাছ ধ্বংস করি এবং অতিরিক্ত খনিজ সম্পদ ব্যবহার করে বায়ুমণ্ডলের ওজন স্তর নস্ঠ করছি, যার পরিনামে আজ বিশ্বের এই অবস্থা। তাছাড়াও উন্নত বিশ্ব এই পরিস্থিতির জন্য দায়ী।।।
👍👍👍
Ho
ঠিক বলসেন ভাই, এখন থেকে নির্বিচারে গাছ না কেটে বিচার করে গাছ কাটব
Amra dayi na... Govt dayi... Ami kono gach kati nai.
@@quraishin1544 😂
ভিডিওটা এল নিনোর উপর বেশ ভালো হয়েছে। গত তিন বছরে আমার বাড়ি সহ এলাকার সর্বত্র প্রায় 1100+গাছ লাগিয়েছি। গাছ লাগানোর সাথে সাথে আগের বার আমার বাড়িতে 3টা AC চলত এখন একটা Ac চলছে😊।
Khub valo kaj
Admirable
Respect➕➕
@@arifariffulislam2246
আপনারাও গাছ লাগান দেখবেন গাছগুলো বড় হলে মনে কতটা শান্তি পাওয়া যায়।
আপনারাও গাছ লাগান... দেখবেন গাছগুলো বড় হলে মনে কত শান্তি পাওয়া যায়। নিজের হাতে লাগানো চারা যখন বড় মহীরুহ হয় তখন মন অদ্ভুতভাবে সন্তুষ্টিতে ভরে যায়।
আপনারাও গাছ লাগান... দেখবেন গাছগুলো বড় হলে মনে কত শান্তি পাওয়া যায়। নিজের হাতে লাগানো চারা যখন বড় মহীরুহ হয় তখন মন অদ্ভুতভাবে সন্তুষ্টিতে ভরে যায়।
সময় এসছে সচেতন হবার!!! প্রত্যেকটা খালি জায়গায় গাছ লাগান! আপনার এই ছোট উদ্যোগ একটু অক্সিজেন বাড়বে আর এই একটু অক্সিজেন থেকেই মানুষ মানে আমরা সবাই এক সাথে একটু শান্তি পাবো! দয়া করে গাছ লাগান! কয়েকটা গাছ যে সেই পরিবেশে কতটুক পানি নিয়ে আসতে পারে একটু ঘেঁটে দেখবেন।
কবে কখন কোথায় লাগাবেন গাছ এসব চিন্তা না করে শুরু করে দেন। একটা ছোট্ট গাছও অনেক পার্থক্য আনবে ইনশা আল্লাহ্।
তাই আপনি নিজে উদ্যোগ নেন অন্যকেও উৎসাহিত করেন 🙏
Tar sathe gach kata komate hobe
আমরা তো ইনস্ট্যান্ট আরাম চাই। তাই গাছ না লাগিয়ে এসি লাগাচ্ছি 😅 পরিবেশের কি হলো না হলো আমাদের তো দেখার বিষয় না। আমরা তো খালি সাময়িক আরাম চাই!! এইজন্যেই পরিবেশ এর এই অবস্থা।
আমি যেখানে থাকি, গত ৫ বছরেই সে এলাকার পাহার কেটে রাস্তা তৈরি করা হয়েছে, বড় বড় ইমারত তৈরি করা হয়েছে। ফলশ্রুতিতে আমার এলাকার আবহাওয়ার পরিবর্তন আমি নিজেই এখন বুঝতে পারি
আপনিই বাংলাদেশের একমাত্র ব্যাক্তি যিনি সব বিষয়ে বিশেষজ্ঞ
যশোরে ৪১ ডিগ্রী গরমে বসে আপনার ভিডিও দেখছি ভাই ❤
ধন্যবাদ
ওরে ভাই রে ভাই
Same
৪০/৪১ এখন নিয়মিত
যশোরে প্রতিনিয়ত ৪০, ৪১,৪২ থাকছে🥵
জার্মানির বার্লিন এ বসে এই ভিডিও দেখার সময় ৩ ডিগ্রি তে কাঁপতেছি। গত দুই দিন আগে তুষারপাতও হইছে। বছরের এই সময় এতো ঠাণ্ডা অস্বাভাবিক ।
Jarmmanike bangladesh dhakay niye asen dim sedho hoye jabe
আরামে আছেন
Pura world er climate e change hoye geche global warming er jonno.
Ekta kaj koren
Halka muita Bundaberg jan
ভাইয়া, আপনার ভিডিও অসাধারণ! বাংলাদেশের এতো গরম পড়ার কারণ সম্পর্কে আপনি একটি সহজ এবং স্পষ্ট ভাবে ব্যাখ্যা দিয়েছেন। আমি এই সমস্যার সম্পর্কে আরও জানতে আপনার আগামী ভিডিও অপেক্ষা করছি! ধন্যবাদ এবং আপনার কাজে সাফল্য আশা করি! 🌞🔥
❤️
@@EnayetChowdhuryOfficial 💖💖
সিলেটের ফেঞ্চুগঞ্জের উপজেলার মাইজগাঁও রেল স্টেশনের টিলার নিচে ২২ ডিগ্রি সেলসিয়াসে বসে ভিডিওটি দেখলাম❤
কোন সিলেট? ঐ-যে কিছু দিন আগে বন্যা হইলো, ঐ সিলেট?
@@TanvirAhmed-cn4rt জ্বি
এমন একটা ভিডিওর অপেক্ষায় ছিলাম।
সবাইকে গাছ লাগানোর অনুরোধ রইলো।দয়া করে গাছ লাগান এবং সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চান
Wonderful video , Good quality, good content & love You Enayet Chowdhury Vaiya ❤️❤️❤️
Thank you so much 😀
5:41 I am watching from Asansol, Bardhaman jela😅
চুরুলিয়া গ্রামে?😂
you talked about El Nino, La Nino, UHI but there are no sources (published research papers) that I found in the description. I think it should be added when you use any statistics and conceptual terms.
Thank you!
🤣🤣🤣🤣🤣🥱🤣🤣🤣🤣🤣🤣🤣🥱🤣🤣🤣🤣🥱🥱🥱🥱🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
সব কিছুর পরেও এনায়াত ভাই বিয়ে করার পরে গরম বেড়ে যাওয়ার আরো একটা কারন হতে পারে 😂
😂😂😂
যশোর থেকে দেখতেছি ভাই। আমি আপনার অনেক বড় ভক্ত। আপনার সাথে দেখা হবে ইনশাল্লাহ একদিন।আমি Hsc examiner আমার জন্য দোয়া করবেন আশা করি।হিটালার কে নিয়ে কয়েকটা স্পেশাল ভিডিও বানাবেন আশা করি।ধন্যবাদ ভালো থাকবেন,সুস্থ থাকবেন, দোয়া করি।❤❤
এখন প্রতি ভিডিওর শেষে আপনার পুরো ভিডিওর পয়েন্ট ধরে ধরে সামারাইজ করার ব্যাপারটা খুব ভালো লাগলো
ধন্যবাদ চমৎকার একটা ভিডিও উপহার দেয়ার জন্য ❤❤
Enayet bhai is back👽
একদম স্যান্ডো গেঞ্জি পরে
আর বেশি কাঁদালে
উড়াল দেবো আকাশে।।। ❤ ধন্যবাদ
😁❤️
@@EnayetChowdhuryOfficial দেশ ছেড়ে কি এন্টারটিকা মহাদেশে যাবেন, কারন আপনি কিছুদিন পড় দেশ ছাড়বেন 😂
কাকে mean করেছে সেটা কিন্তু জাতি জানে।🧅
@@zihadedu6328Only legends know
বিল্ডং এর কথা বলছেন, গ্যাস চুলায় ৪০০/৫০০° সেলসিয়াস তাপ উৎপন্ন হয়। ১০০ স্কোয়ার ফিটের মধ্যে দুইটা চুলা জ্বলে। ঐ তাপগুলি যায় কোথায়। আর চুলা সকল সময়ই চালু রাখে। সেটা গননায় আনা হয় না।
Right ✅️ ↔️
কয়লা বা কাঠের উনুন কি তাপ উদগিরণ করে না? যত বেশি জনসংখ্যা তত বেশি উনুন।
স্যার, বুয়েটে চান্স পাইনি। কলেজের আশেপাশের সব রোল চান্সপাইছে। স্কুলে যারা পিছে রোল ছিল আমার, তারাও-- বুয়েট না হইলেও IUT তে ভালো সাবজেক্টে। Don't know what to do.
আপনার প্রত্যেকটি ভিডিও র কম্পিউটারের লেখাগুলো পড়ি। অনেক ভালো লাগে পড়তে। আপনার ভিডিওগুলো শিক্ষনীয়। salute sir
❤️
❤❤❤❤❤❤❤
বাহ! আপনি মজার লোক ত!!
ইখতিয়ার উদ্দিন বিন মোহাম্মদ বখতিয়ার খিলজি
Mitochondrion is the power house of the cell.হা হা হা হা হা
সুন্দর উপস্থাপন!
শুভকামনা জানবেন।
অনেক ধন্যবাদ
41.5 ডিগ্রী গরমে বসে আপনার ভিডিও দেখতেছি রাজশাহী থেকে
The video was excellent, except the transition used in the video. It's quite disturbing to focus. Reducing the amount of transition and its duration might be a good solution for this problem. Overall, the editing was good. It's totally my perspective. Regards!
Thanks for the ❤️
Grameen Phone er cAll rate kivabe nirdharon kore .. tax vat.. another bill plus kora puro detail niye ekta video chai...
Yes
ভাই এখানে কোনো রকেট সায়েন্স নাই। তাদের ইচ্ছা হলেই বাড়ায়।
ঢাকায় ট্রাফ্রিক সমস্যা দূরীকরণ নিয়ে একটা ভিডিও চাই।
আমি অনার্সে ভূগোল বিভাগে ঠিকমতো পড়াশোনা করছি না কারন আমার মনে হয় বাংলাদেশের মানুষ আবহাওয়া ভালো থাকলে ভূগোল সাবজেক্ট পড়ুয়াদের দাম দেয় না 😢😅😂
😢😢
আসসালামুয়ালাইকুম,
আপনার চ্যানেলের কন্টেন্টগুলো বেশ ভালো লাগে।
আগামী কোনো ভিডিওতে বাংলাদেশ কারিগরি বোর্ডের অবস্থা এবং সার্টিফিকেট জালিয়াতির সমসাময়িক ঘটনা ও এর প্রভাব নিয়ে একটি ভিডিও চাচ্ছিলাম। পাশাপাশি আমাদের কারিগরি শিক্ষার অবস্থান বিশ্বের অন্য কারিগরি প্রতিষ্ঠানের তুলোনায় কেমন তাও জানতে আগ্রহী।
আশা করি এই সাবস্ক্রাইবারের কথা রাখবেন 💟
আমার বাড়ি ওপার বাংলার মুর্শিদাবাদে এখানে 44°c normal ব্যাপার প্রায় 46 -47 যায় 🥵🥲
ভাই। সবই বুঝলাম তবে আমার মাথায় একটা জিনিস ঢুকে না, ICE AGE- এই জিনিস টা কি এবং ঐ যুগ টা কেন এবং কখন হইছিল??? তখন কি সূর্য ঘুমাচ্ছিল?? সূর্য কই ছিল তখন?
মোটকথা জনসংখ্যা কমাতে হবে জনসংখ্যা কমলে চাহিদা কমবে এতে করে মানুষের গাছ কাটার হার কমে যাবে এবং পরিবেশের উপর জরুরী ভাবে বাধ্যতামূলকভাবে স্কুল-কলেজ ইউনিভার্সিটি সব জায়গায় শিক্ষা কার্যক্রম সংযুক্ত করতে হবে
শুধু transition গুলোর sound level একটু কমিয়ে দিলে ভালো হয়ে
❤
ওকে বস
offline e soft drinks/ice cream
online e Enayet chowdhury bhai er gorom viddeo
perfect
বেশি বেশি গাছ লাগান আর আল্লাহ তায়ালার কাছে বেশি বেশি দোয়া করো পরিবেশের এই অবস্থার জন্য আমরা মানুষরা সবচেয়ে বেশি দায়ী
opekkhay cilam vai
ধন্যবাদ বস
আপডেট-
চুয়াডাঙ্গায় ২৬/০৪/২৪ এ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.৭°
সরকারের উন্নায়ন মানে গাছ কাটা, এ সরকার এত গাছ কাটাসে যে সেটার ক্ষতিপূরণ প্রায় অসম্ভব, যদিও সরকারের সবুজিকরন উদ্যোগ নেয়ার আগ্রহ দেখি না, এ বার এসি বিক্রি বেড়ে যাওয়ায় গরম নাগালের বাইরে চলে যেতে পারে
45°C গরমে বসে এই ভিডিও দেখছি
Like from india
শেয়ার বাজার সম্পর্কে বিস্তারিত জানতে চাই ❤
Vai Assalamuaikum...... English subtitles add korle aro beshi upokkrito hotam...🙂
Great content!!
ভাই ডক্টর ফজরুর রহমান খান নিয়ে একটা ভিডিও বানান তিনি ছিলেন বিশ্ব বিখ্যাত আর্কিটেক
ওকে
গাছ লাগালেই হবে না।গাছ কাটা থেকে মানুষকে সচেতন করতে হবে।কিছু জনৈক কিছু ব্যক্তি সরকারি জায়গা থেকেও গাছ কেটে ব্যবসা করতেছে।ঐগুলা দেখার মতো কেও নাই।আজকে আপনি গাছ লাগাবেন।বড় হবার পর আবার দেখবেন কেটে নিয়ে যাচ্ছে।
আইসে গেছি বস! শ্রবণ ইন্দ্রিয় অত্যন্ত পুলকিত!!! 😊
মাশাল্লাহ সুন্দর গবেষণামূলক। এই ব্যাটার ট্যালেন্ট আছে।
অনেক ধন্যবাদ
স্যারের পুরো শরীর দেখতে চাই✊✊
ভিডিও টার জন্য অপেক্ষায় ছিলাম, ভিডিওর নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে ভিডিও টা দেখা শুরু করে দিলাম😊
অনেক ধন্যবাদ ❤️
Uss❤
স্যার আপনার ভিডিও গুলো দেখে মানুষ অনেক জটিল বিষয় সহজ ভাবে বুঝতে পারে।
শেষে আপনি বললেন খুব বেশি করে গাছ লাগাতে। আজকাল বেশ কিছু মাথামোটা মানুষ এই গরমের মধ্যেই গাছ লাগানো শুরু করেছে। পরিণামে সব গাছ মরবে পরিচর্যার অভাবে। তাই আপনি এই বিষয়টি নিয়ে প্লিজ একটি ভিডিও বনান - গাছ কখন লাগাতে হবে, কোন গাছ লাগালে মরুকরণের সম্ভাবনা আরোও বাড়ে, কোন গাছ গুলো দেশের পরিবেশের জন্য অনুকূল হবে। যাতে মানুষ এই বিষয়ে সচেতন হতে পারে।
Better thumbnail, you have improved. Hope you will keep the flow
অনেক ধন্যবাদ
ভাই যখন জানতাম না আপনি বুয়েটের শিক্ষক তখন আপনার সাথে আপনার ভিডিওর কথাবার্তা যেত কিন্তু যখন শুনলাম যে আপনি বুয়েটের শিক্ষক তখন আসলে আপনার কথাবার্তা আসলে যায় না, বুয়েটের শিক্ষকের সাথে যায় না।
ভাই গরম তো পড়তেছে এটা পড়বে কিন্তু আজকে আপনাকে একদম খাঁটি অরজিনাল বাঙালি লাগতাছে এটা অস্থির লাগছে আমার কাছে
বাচ্চাদের খাবারে অতিরিক্ত চিনির কারণে যে বাচ্চারা মোটা হওয়া এবং dibities এ ভুগছে। এই বিষয়ে আপনি 1টা ভিডিও বানান।
কষ্ট হবে তবুও প্লিজ
I think you are the best TH-camr in Bangladesh.Thanks for give us this type video
Many many thanks
যশোর,চুয়াডাঙ্গা এত গরম বেশি হবার করান কি? এই নিয়ে একটা ভিডিও দিবেন! যদি সম্ভব না হয় তাহলে রিলস দিয়েন! ভাই!!+স্যার☺️💗
পশ্চিম দিকে, পশ্চিমবঙ্গের সাথে লাগানো, ২৩.৫° অক্ষাংশ
@@anikatabassum7507 হয়তোবা!
[আর বেশি কাঁদালে
উড়াল দেবো আকাশে]
কিন্তু কথা হচ্ছে আকাশে উড়াল দিবেন কেমনে স্যার ?🤔🤔 সূর্যের যে তেজ আপনি তো আকাশের একটু কাছে গেলেই গলে যাবেন 🙂🙂
গাছ লাগান,,পরিবেশ বাঁচান, আমি বলবো, গাছ লাগান, নিজের জীবন বাঁচান। প্রত্যেকটা building এ বসতবাড়ি থেকে start করে market, corporate সবগুলো building এর ছাদে গাছ লাগিয়ে বাগান তৈরি করতে হবে, তাহলে স্বাভাবিক হবে, weather.
গাছ লাগানু দরকার পারলে উদ্ভিদ বিজ্ঞান নিয়ে বিক্ষৃরপন নিয়ে পড়াশুনা করে জানুন তাহলে গাছ গাছালির সম্পর্কে জানতে পারবেন আর গাছ থাকবে কেমনে মানুষ এত বেশি ছোট দেশ তবে ঢাকায় বিরলিং এর পাশে গাছ লাগন😊
Balo asen bhai❤❤❤❤
আলহামদুলিল্লাহ বস
বাংলাদেশের নদী গুলো শুকিয়ে যাওয়ার কারণ এবং করণীয় কী এ নিয়ে ভিডিও চাই।
আপনাদের ঐ অত বড় বড় লঞ্চ গুলো কি কাদায় হড়কে হড়কে চলছে???
Bro.. you should invest on a shortgun mic
Thumbnail টা জোস ছিল 😂
yes i just rember 2+2x =4x then forget everything
আপানার সব ভিডিওতে কিছু না কিছু শিখতে পারি স্যার, ধন্যবাদ!
অ্যান্টার্কটিকা থেকে দেখছি ভাই💙
তাও এন্টারটিকায় বাংলাদেশিরা আছে এন্টারটিকায় লোকসংখ্যা কত
26 তারিখে কুষ্টিয়াতে 43°C গরম ছিলো🤒
সব মুসলমান ইসলামিক আর্মি হও ইসলামিক শাসন ব্যবস্থা চালু করতে হবে
😂
হিট অফিসার হিসাবে আপনারে দেখতে চাই👀👀
সবসময়েই স্যার অসাধারণ ভিডিও আমাদেরকে উপহার দিয়ে থাকেনক্।
😂😂😂
আমার বাড়ি যশোর চৌগাছা থানা
যশোর গমর বেশি হয়ার কারণ একটি দিক হলো
অনেক গুলা রাস্তার দুই পাশ থেকে লাখ লাখ গাছ কেটে ফেলা হয়েছে
এই বিয়শ নিয়ে কেই কন কথা বলে না 😢
hae jashore road er boro gachgula. Ki massive chilo gachgula😢
আমি যশোরে থাকি
আপনার রেকর্ডিংয়ের এর সাউন্ড অনেক কম। ইউটিউব এর অন্যান্যদের চাইতে
Next year theke eu te sustainability reporting mandatory kortece , se ketre Bangladesh government er koronio ki ki egula niye koren akta video bro
Ok
এনায়েত চৌধুরী মানেই ৫/৭ মিনিটে একটা কমপ্লিট রিসার্সড কন্টেন্ট 🔥
ধন্যবাদ বস
গরমে সব ভুলে গেছি। শুধু মনে আছে ২০২২ সালের ১৮ই ডিসেম্বর প্রিয় সাদা-আকাশি বিশ্বজয় করেছিলো, কিং মেসি বিশ্বকাপ উঁচিয়ে ধরতে পেরেছিলো।❤
বস এগুলা আমাদের ফসল 😢
আমি গর্বিত, আমি যশোর বাসী।
Dhakai Hit Officer ar kaj Niye Detail akta video chai😅
Lord enayet is back
মানচিত্র কিভাবে আসলো
কে বানাইলো ???
এটা নিয়া একটি ভিডিও দেন 🙏🙏
Khulna তে to ঢাকার মতোন তেমন দূষণ বা অনেক বিল্ডিং নাই
তাহলে কেনো chuadanga, khulna, jashore এর তাপমাত্রা ঢাকার থেকেও কোনো বেশি হইতেসে সেটার কারণ জানতে চাই @enayet স্যার প্লিজ
আসলেই গরমে সব ভুলে গেছি❤
শুধু গাছ না,নদীতে বাধ দেয়ার ফলেও পানি প্রবাহের সমস্যার কারনে তাপমাত্রা বেড়েছে
বস আমি এখনো মধ্যরাতে কেতা ঢাকা নিয়ে ঘুমাই ,,, আমি উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলার
কক্সবাজার রেল প্রজেক্ট এ নাকী 7 লক্ষ গাছ কাটা হইছে আর মিরসরাই ইকোনামি জোন বানানোর জন্য 52 লক্ষ গাছ কাটছে😢😢
আসসালামু আলাইকুম ভাই।
DUBAI যে Gold নুট টাকা বানাইয়ে।
এটা নিয়ে একটা ভিডিও দেন।
আমরা কি এই নুট কিন্তে পারি।
কুন কি লাভ হবে.??
স্যার দেখি গেঞ্জি পরছেন😂😂।
এস অলওয়েজ ভালোবাসা নিবেন ❤❤
ওকে বস
ধন্যবাদ ❤️
@@EnayetChowdhuryOfficial স্যারের রিপ্লাই পেলাম।ভালো লাগছে।ইন্টারে পড়ার সময় একমাত্র আপনিই এস্ট্রোনমি চ্যাপ্টার পড়াইছিলেন অনলাইনে।অন্যরকম পাঠশালায়।তারপর ২০২০ সাল থেকে আপনার ভিডিও দেখি এবং সাবস্ক্রাইব করি
শহরে এখন গাছ লাগানোর জন্য কোনো জায়গা থেকে একটু মাটি আনবো , এমন জায়গাই পাওয়া যায়না আর গাছ লাগানোর জায়গা পাওয়া তো দূরের কথা 😢😢😢
উন্নয়ন করতে গিয়ে যে পরিমান গাছ কাটা হয়েছে সেই পরিমান গাছ কি লাগানো হয়েছে। বাংলাদেশে বেশী গরম পরার এটাও একটা কারন
সিলেটে ৩১ ডিগ্রি তাপমাত্রায় বসে ভিডিও দেখতেছি।
গাছ থাকা না থাকায় আসলেই কি টেম্পারেচার অনেক বাড়ে কমে? সুন্দরবন অঞ্চলেও তো তাপমাত্রা হাই
Please plant more and more trees... This situation is not out of our hands yet...!!!
50 ডিগ্রি তে কবে পৌঁছব আমরা😂
ভাই Chittagong এ তাপমাত্রা কম কিন্তু আর্দ্রতা ৭০%+ ফলে সবচেয়ে কষ্টে আছে Chittagong এর মানুষ 😢
Ami to jantam sylhet chittagong r manush aram e ache !!
@@mr_bombastics সিলেটের মানুষ আরামে আছে কারণ সমুদ্র থেকে অনেক দূরে তাই আর্দ্রতা কম....
কিন্তু চট্টগ্রাম সমুদ্রের পাশে তাই আর্দ্রতা অনেক বেশি 🥴🥴
Dhakay to bujhlam. Kintu Jessore-Chuadangay eto tapdaho howar karon ki ?? Oikhane to manus o kom gach-palaw besi...
সৌদি আরব আছি, গরম ঠান্ডা বুঝিনা, কালকেও গরম পানি করে গোসল দিসি😂
আমি পরা লেখা করিনাই তবু আপনার ভিডিয় গুলো আামার কাছে অনেক শিক্ষণীয়
ধন্যবাদ
true, Ikhriar uddin muhammad bin bokhtiar kholji....love it
এনায়েত ভাইয়ের পেয়াজ আর সয়াবিন তেলের নেশা কেমন চলছে?
Bhai apner Thumbnail ta shei hoice