অমুসলিম দেশে অবস্থান অথবা স্থায়ীভাবে থাকার শার'ঈ বিধান

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 มี.ค. 2022
  • অমুসলিম দেশে অবস্থান অথবা স্থায়ীভাবে থাকার শার'ঈ বিধান
    ড. মোহাম্মদ মানজুরে ইলাহী
    সহযোগী অধ্যাপক
    ইসলামিক স্টাডিজ
    জাতীয় বিশ্ববিদ্যালয়
    গুরুত্বপূর্ণ আলোচনার অডিও সমূহ drive.google.com/drive/u/8/fo...
    অফিসিয়াল ওয়েবসাইট লিংক www.monzureelahi.com/
    অফিসিয়াল ফেসবুক পেইজ লিংক / drmonzureelahiofficial
    প্রশ্ন পাঠাতে মেইল করুন
    jantechai.info@gmail.com
    (সম্মানিত দর্শক ইউটিউব নতুন পলিসি অনুযায়ী অ্যাড সেন্স বন্ধ থাকা সত্ত্বেও বিজ্ঞাপন প্রদর্শনী বাধ্যতামূলক করেছে। বরাবরের মতোই ইউটিউব বিজ্ঞাপনের মাধ্যমে আয়ের বিপক্ষে আমাদের অবস্থান।)

ความคิดเห็น • 17

  • @islahmedia2135
    @islahmedia2135 ปีที่แล้ว +5

    মাশাআল্লাহ শায়েখ।

  • @salafimanhazmedia
    @salafimanhazmedia 2 ปีที่แล้ว +3

    জাযাকাল্লাহু খাইরান।আল্লাহ সুবহানাহু তাআলা শায়েখকে নেক হায়াত দান করুন।এবং সকল মুসলিমকে সঠিক ইসলাম জানার ও মানার তৌফিক দান করুন।।।আমিন

  • @khathejakhanombeauty2201

    الحمد الله ربي العالمين- جزاك الله خير

  • @lukmanahmed6800
    @lukmanahmed6800 ปีที่แล้ว +2

    আমার দেখা এ ব্যাপারে সবচেয়ে সুন্দরভাবে সাজানো ভিডিও।

  • @SarifulIslamSardar
    @SarifulIslamSardar 2 ปีที่แล้ว +1

    জাযাকাল্লাহু খয়রান শায়েখ।

  • @mdbidyut7485
    @mdbidyut7485 2 ปีที่แล้ว

    জাজাকাল্লাহ খাইরান

  • @MdNazrul-gr5hl

    জাজাকাল্লাহ খাইরান ❤

  • @Redwan763
    @Redwan763 2 ปีที่แล้ว

    আলহামদুলিল্লাহ

  • @islahmedia2135
    @islahmedia2135 ปีที่แล้ว

    احسنت يا شيخ

  • @kopashamsu9913
    @kopashamsu9913 14 วันที่ผ่านมา +1

    মুসলিমদের অমুসলিম প্রধান দেশে বসবাসের কোন বিধান নাই, শুধুমাত্র ক্ষেত্রবিশেষে যেমন ধর্ম-প্রচার কিংবা ব্যাবসা-বাণিজ্যের জন্য অস্থায়ীভাবে থাকার বিধান আছে। আর এই বিধান প্রযোজ্য ছিল প্রাচীন আমলে যখন অমুসলিম প্রধান দেশেও ধর্মীয় বিধিনিষেধ মানা হতো যেগুলা অনেক ক্ষেত্রে ইসলামি বিধিনিষেধের অনুরূপ; যেমন নারী-পুরুষের পর্দা, বিভিন্ন প্রকারের জাহেলিয়াত -- যেমন যিনা, কওমে লূতী-যিনা (সমকামিতা), গর্ভপাত/শিশুহত্যা, হারাম (সুদ, মাদক) ব্যবসা ইত্যাদি রাষ্ট্রীয় ভাবে নিষিদ্ধ ছিল, বিশেষ করে খ্রীস্টান প্রধান দেশে, এমনকি হিন্দু প্রধান দেশেও (ভারতবর্ষ) অনেক যায়গায় এসব কড়াকড়ি ছিল। কিন্তু বর্তমানে সেরকম কোন খ্রীস্টান দেশ নাই, বা এমন কোন অমুসলিম দেশ নাই যেখানে কোন ধরণের ধর্মীয় বিধি-নিষেধ মানা হয়। ইউরোপ-আমেরিকা-অস্ট্রেলিয়ার সব দেশ এখন নাস্তিকতার (ধর্মনিরপেক্ষতার, তাগুতের) ভিত্তিতে প্রতিষ্ঠিত এবং পরিচালিত। ফলে সেসব দেশে পর্দার কোন বিধান নাই, ক্ষেত্রবিশেষে এমনকি পর্দা নিষিদ্ধ করা হয়। যিনা, কওমে-লূতী যিনা ইত্যাদিকে প্রবলভাবে উৎসাহিত করা হয়, ক্ষেত্রবিশেষে বাধ্যতামূলক, যেমন সন্তানরা বালেগ/বালিগা হওয়ার পর উদ্দাম যিনায় লিপ্ত হতে চাইলে পিতা-মাতার কোনপ্রকারের বিধি-নিষেধ আরোপ করার ক্ষমতা নেই। যদি তাদেরকে উদ্দাম যিনায় লিপ্ত হতে না দেওয়া হয়, পিতা-মাতাকে পুলিশ এসে গ্রেফতার করে নিয়ে যায়। পুরুষের থেকে নারীর ক্ষমতা অস্বাভাবিকভাবে বেশী। বিশেষ করে পারিবারিক আদালতে নারীদের অপরিসীম ক্ষমতা দেওয়া হয়, যেন তারা সহজভাবে তালাক দিয়ে পরের দিনেই যিনায় লিপ্ত হতে পারে। কারো স্ত্রী যদি যিনায় লিপ্ত হতে চায়, স্বামীর কোন প্রকার ক্ষমতা নাই তার স্ত্রীকে থামানোর, যেকারণে জাহেলী দাইয়ুছী (স্ত্রীকে অন্য পুরুষের সাথে যিনায় লিপ্ত হতে দেওয়া) এখন পশ্চীমা সমাজে নিত্য-নৈমিত্তিক ঘটনা। নারীরা যাতে সহজে যিনা ভিত্তিক জীবন -যাপনে লিপ্ত হতে পারে, সেজন্য গর্ভপাত এবং শিশুহত্যা কে প্রবলভাবে উৎসাহিত করা হয়। পরিবার এবং পারিবারিক প্রথাকে ভেঙ্গে ফেলার জন্য সরকার এবং বিভিন্ন সরকারী দপ্তর দিন-রাত বিভিন্ন প্রকারের কার্যক্রমে লিপ্ত। হারাম ব্যবসা, যেমন সুদ, জুয়া, পতিতাবৃত্তিকে উৎসাহিত করা হয় এবং বৈধ। আর কেউ যদি এসবের বিরুদ্ধে কথা বলে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়, তার চাকরি চলে যায়, বা ব্যবসা বাণিজ্য থাকলে তা বন্ধ করে দেওয় হয়, কারণ তাদের আইন-কানুন জাহেলীয়াত এবং শয়তানকে রক্ষা করার জন্য নির্মিত। বর্তমান পশ্চীমা বিশ্ব সম্পূর্ণরূপে জাহেলীয়াত আর হারামের ভিত্তিতে প্রতিষ্ঠিত এবং পরিচালিত। এদের জাহেলী এমনকি ইসলাম পূর্ব কাফির মুশরিক আরবদেরকেও হার মানায়। শুধু তাইই নয়, সব পশ্চীমা দেশের সরকার কোটি-কোটি টাকা মুসলিমদের হত্যা করার জন্য ব্যয় করে, আর সে টাকা আসে সাধারণ মানুষের (কর/ভ্যাট) পকেট থেকে। এখন এসব জানার পরও যদি আপনি ভাবেন বর্তমান বিশ্বে অমুসলিম/নাস্তিক প্রধান দেশে থাকা/স্থায়ী হওয়া জায়েজ, তাহলে আমি বলবো আপনার মাথায় গুরুতর সমস্যা আছে, বা আপনি এই বিষয়ে কিছুই জানেননা, বা ঠিকমত চিন্তাই করেন নাই। বাকিটুকু আল্লাহু আলাম।

  • @AhsanUllah-hr3sk

    প্রিয় শায়েখ,

  • @MatiurRahman-ki8lh
    @MatiurRahman-ki8lh วันที่ผ่านมา

    অমুসলিম দেশ ছেরে কি তাহলে অন্য দেশে চলে যাবে??? অনেকের জন্ম দেশ আছে অমুসলিম দ্বশ।

  • @as-salaamtv3650
    @as-salaamtv3650 2 ปีที่แล้ว

    আলহামদুলিল্লাহ