ভ্রমর কইয়ো গিয়া [Slowed & Reverb] Bhromor Lofi / Surojit / Radharaman Dutta / Official Lyrics Video
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- Bhromor - ভ্রমর কইয়ো গিয়া (Lofi & Lyrics) Recall | Radharaman Dutta | Official Lyrics Video
Bhromor - ভ্রমর কইয়ো গিয়া - Recall
Songwriter - Radharaman Dutta
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
I do not own the rights to this music, including the original or any other versions. I upload videos purely for entertainment and educational purposes, without any intention of infringing on copyright. If you believe any content should be removed, please let me know, and I will take it down immediately upon receiving your notification. I respect the intellectual property of creators and want to ensure compliance with all copyright laws."
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
#banglalofisongs #song #coversong #music #banglasong
#Bhromor #Bhromorkoiyogiya #Recall #banglalofi #Recall #radharaman #banglasongwhatsappstatus #lofiremix #slowedandreverb #slowedsongs
রাত ১টা গানটা শুনতেছি আর চখ দিয়ে পানি পরতেছে😅কেমনে পার কথা না বলে থাকতে🥹
=ভেবেছি অনক🌸😊
চেয়েছি অল্প! 🤔
তাই বুঝিয়ে দিয়েছে আসলে পুরো টাই গল্প...! 🌸🙋♂️😔
আর সেই গল্পের ছেরা পাতাটা হয়তো আমারা😅
Sobar comment pore mone hocche akhane ami purnota paichi r sobai zinda lash hoye beche ache Jaihok Allah ja kore valor jonnoi kore
ভালোবাসা খুবই অদ্ভুত জিনিস 💔
কাউকে দেয় পূর্ণতা আর কাউকে দেয় শৃন্যতা 😊💔
ভালোবাসাটাই উচিৎ না কারন এর প্রতিটি ভাজে ভাজে কষ্ট আর অপমান ছাড়া কিচ্ছুই থাকেনা
@@M.stamanna Right
@@M.stamanna bhul manusk amra borabor e valobeshe feli tai amader ei obostha asole valobasha onk sundor amdr nobiji seta sikhiye diyeche but seta biyer por sothik manus ta ke
Tik
jodi purtota na pai ta hoila
আর এই জন্যই আল্লাহ আমাদের জন্য প্রেম ভালোবাসা হারাম করে দিয়েছেন কারণ আল্লাহ সর্ব জানতা
তোমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর গানটা শোনা হয়তো না প্রিয়🥰স্মৃতি রেখে গেলাম।যুগ যুগ ধরে যখন মানুষ গান টি শুনতে আসবে তখন লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি আবার গানটি শুনতে আসবো প্রিয়🖤
চলে আসো ভাই 💔😥🤠
Hmm bro 🥵🥵
Hmm cutmarani
ahaa vlobasha asholew sundor😅
স্মৃতি রেখে গেলাম আবার কেউ লাইক দিলে গানটা শুনতে আসবো
@@cnandrmadas শুনুন 😢😢
স্মৃতি রেগে গেলাম কেউ লাইক দিলে আবার এসে শুনে যাব😢
গানটির এই ভার্সন টা কত খুঁজে খুঁজে পেলাম..... ভোর ৪ তে বেজে গেছে তার সাথে চোখ ও ফুলে গেছে 😅
ভালো থাকুক সমস্ত ভালোবাসার মানুষরা....😊
@@mousumidas2985 প্লিয আপু 🖼️🖼️কষ্ট পেওনা♦️♦️♦️
আজ আমি নিঃস্ব তার কারণে। চোখ বন্ধ করলে দেখতে পাই তার ছলনায় দৃশ্য গুলো। আমি তো এমন ছিলাম নাহ আজ কেনো এমন এলোমেলো হয়ে গেলাম💔
@@NayanMirza-w2h 😅
Amio seam vai 😣😣
@@NowrinAkthar-g1z কষ্ট নিয় নাহ ভাই জিবনে কেউ কারোর নয় বরং নিজেকেই নিজের সামলাতে হবে। আমি বুঝি তোমার কষ্টটা আমারও তো এমন হয় বুক ফাটা কষ্ট। চিন্তিত হইওনা আমার ভাই দোয়া করি তুমি ফিরে এসো স্বাভাবিক জিবনে 💙🤍❤️
সময়ের ব্যবধানে সব ঠিক হয়ে যাবে উপর দিয়ে। কিন্তু ভেতরে একটা কষ্ট সারাজীবন এর জন্য থেকে যায়
@@M.stamanna মানুষ মানুষের ঔষধ কেউ সুখের আবার কেউ দুঃখের 💔
ভেবেছি অনেক
চেয়েছি অল্প
তাই বুঝিয়ে দিয়েছে আসলে পুরো টাই গল্প
ভালোবাসা হারানোর ভয়ে
আহত পাখির মতো ছটফট করছি
@Vlobasasimahin 😅
প্রিয় মানুষ কে পেয়ে এই গান শোনা হতো না।স্মৃতি রেখে গেলাম যতবার কেউ লাইক দিবে ততবার শুনবো
তুমি আমাকে ছেরে না গেলে হয়তো কখনো এতো সুন্দর গান সুনতে পারতাম না আজকে স্মৃতি রেখে গেলাম এই গানে যতবার কমেন্টে রিপ্লাই আসবে ততবার সুনতে আসবো এই গান টি 😅😅
sad. bro
অসহায় কাকে বলে জানেন?
কেউ একজনের সাথে জীবন কাটানোর তীব্র ইচ্ছা থাকা সত্ত্বেও তার ভালো জন্যে তাকে ছেড়ে দিয়ে আসা।😊💔 0:14
আমিও তার ভালোর জন্য তাকে ছেড়ে দিছি😅💝
Best of luck Dear Prince sohan ❤
ভ্রমর কইয়ো গিয়া
কৃষ্ণ বিচ্ছেদের অনলে
অঙ্গ যায় জ্বলিয়া যে
ভ্রমর কইয়ো গিয়া
ও হ ভ্রমর রে
কইয়ো কইয়ো কইয়ো রে ভ্রমর
কৃষ্ণরে বুঝাইয়া
কইয়ো কইয়ো কইয়ো রে ভ্রমর
কৃষ্ণরে বুঝাইয়া
মুই রাধা যাইমু
কৃষ্ণ হারা হইয়া রে
ভ্রমর কইয়ো গিয়া
ভাইবে রাধারমণ বলে
শুন রে কালিয়া
ভাইবে রাধারমণ বলে
নেভা ছিল মনের আগুন
কী দিলা জ্বালাইয়া রে
ভ্রমর কইয়ো গিয়া
ভ্রমর কইয়ো গিয়া
কৃষ্ণ বিচ্ছেদের অনলে
অঙ্গ যায় জ্বলিয়া রে
ভ্রমর কইয়ো গিয়া
😢😢😅😅
;"ব্যার্থ জীবনের ব্যার্থ "আসা"
"যাকে পেলাম-ই না,,.......!!
"তার প্রতি-ই কি-না এতো,,....!?
!!......."ভালোবাসা".......!!
!?......😅❤️🩹......!?
যারা একজন কেই মন থেকে ভালো বাসে তারাই কষ্ট পায় 😅😅
Hmm😢
একা থাকাই ভালো 🥺 দুনিয়াটা স্বার্থপর 🥺
@@MansuraAkter-hc2nx 💯 সত্যি কথা 🥺🥺
Apu ak mayabotik khub vlo bashchi janen amak hotath block koira dilo dakhi then dakhi inno seler hat dhore haita jacce amar shamne thek....😅
Meyra ki amoni
❝།།💖🌸
❥┈•༏༏༏❝যে-তোমার জন্য তৈরি হয়েছে~
༊❝দিন শেষে সে তোমার কাছে আসবেই༆᭄
ইন শা আল্লাহ
❝শুধু-ধৈর্যের প্রয়োজন…..!!🌸🦋🌿
tik
তোমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর গানটা কখনো শোনা হতো না প্রিয়..। স্মৃতি রেখে গেলাম প্রিয়..! যুগে যুগে মানুষ যখন এই গানটি শুনতে আসবে তখন কেউ লাইক কমেন্ট দিলে তার notification পেয়ে আমিও ছুটে আসবো গানটি শুনতে প্রিয়..!😢😢
স্বপ্ন পালিয়ে যায়,🥱
ঘুম ভেঙে গেলে, 🙃💔
আর মানুষ পালিয়ে যায়, 🦋
স্বার্থ ফুরিয়ে গেলে।😅🥀💔
@@THzisan right
স্বপ্ন পালিয়ে যায়
ঘুম ভেঙে গেলে
আর শক পালিয়ে যায়
শখের মানুষ হারালে
Anyone 2025✅
একটা মানুষকে নিয়ে কতটা ভাবলে
সেই মানুষটা স্বপ্নে আসে।😊
onk vablea
রাত১ টা শুনতেছি আর চোখ দিয়ে পানি পরতেছে কৃতজ্ঞতা নিশু
তমার স্মৃতি আজো মনেপরে❤❤
আমার গল্পে তুমি রানি ছিলে😢
এখন আমি এই গানে তুমি বিহীন থাকি😢
আমার এই গানে কেউ লাইক করলে আবার শুনবো গানটি 😢
তোমাকে হারানোর পরে গান বুঝতে শিখেছি। যত শুনি ততই কষ্ট বারে তার পরেও ভালো লাগে এই গান
ভুল মানুষকে ভালোবাসালে এমন তো হবেই
গান গুলো শুনলে পাগল হয়ে যায় দুই চোখ দিয়ে কেনো যানি পানি পরে,,,,,,,😢 জীবন টা ছিলো কি আর হয়লো কি কোনো দিনও ক্ষমা করতে পারবো না তোমায়,,,,, 😅💔
lovely
কতবার গান টা সুনছি বলার মত না💔😃 এক আকাশ পরিমাণ অভিযোগ প্রিও তোমার জন্য 💔🥀
নিজের সব কিছু দিয়ে ভালোবাসছিলাম তুমাকে জান৷ (মক্তা❤️মেহেদী)
এই গানটি যতবারই শুনি হাসান ভাইয়ের কথা মনে পড়ে,😢😢
গান টা শুনলে চোখে পানি চলে আসে 😢
না পাওয়া সব কিছুই সুন্দর 💔 সে ভালো আছে তার প্রিয়র সাথে
পৃথিবীতে সবচেয়ে বড় দুটি মিথ্যে কথা হলো
১. আমি তোমাকে ভালোবাসি
২. তোমায় ছাড়া আমি বাঁচবো না 😅😅
রাইট কথা
সে কাফন ছাড়াই
দাফন করে দিয়ে গেল 😅
আজ আমার কাছে সব আছে যাকে ভালোবেসেছি তাকেই পেয়েছি সেও আমাকে ভালোবাসে আমার একটা মেয়ে আছে কিন্তু তবুও যেনো আমার কাছে কি একটা নেই আজ নিজেকে বড্ড অসহায় লাগছে ইচ্ছে করছে চিত্কার করে কাদি
এত কস্ট দিলা আমায় যে তোমাকে দেখলেই আমার কলিজা কেপে ওটে, আত্মহত্যা মহাপাপ না হলে আমি কবেই শেষ হয়ে যায়তাম
হয়তো তুমি আমায় ছেড়ে না গেলে এত সুন্দর গানটা শুনতে আসতাম না স্মৃতি করে রেখে গেলাম গানটি শুনতে আসবে আর এই কমেন্টে লাইক করবে আর আমার কাছে নটিফিকেশন আসবে 💔🥀
This is a heart touching song.
The meaning of this song is infinite
আমার ক্লান্ত মস্তিষ্ক প্রতি শিড়াই শিড়াই তোমার প্রতারণার ছবি আঁকি🖤😅🥀
আমি ও স্মৃতি রেখে গেলাম লাইক দিলে এসে শুনে যা😢😅
হাসবেন্ডের ভালোবাসা হাসবেন্ডের প্রতি ভালোবাসার চেয়ে উত্তম কিছু নয় আমি আমার জীবন থেকে বুঝতে পারছি,, সব মিথ্যা ছলনা 🙃💔
এক সমুদ্র ভালোবাসার পরেও
ভালোবাসা না পাওয়া মানুষটি জানে
ভালোবাসা শব্দটা কতটা অ'ভি'শ'প্ত।
কাউকে নিজের থেকেও বেশি বিশ্বাস করার পরেও
প্র'তা'রি'ত হওয়া মানুষটি জানে
বিশ্বাস শব্দটা কতটা কতটা অ'বিশ্বস্ত।
বার বার ক্ষমা করে দেওয়ার পরেও
আ'ঘা'ত পাওয়া মানুষটি জানে
ক্ষমা শব্দটা কতটা দু'র্বলতা, নয় মহত্ব।
একজনে আ'সক্ত হওয়ার পরেও
চ'রিত্রহী'ন জীবনসঙ্গী পাওয়া মানুষটি জানে
সংসার শব্দটা কতটা বি'ষা'ক্ত।
"জীবনের কিছু ক'ঠিন সত্য"
So Beautiful song 😍💖
পেয়েই তো গেছিলাম তোমাকে। তাও কেনো এতো ছলনা করে দুরে সরে যাচ্ছো আবার 💔😅
প্লিয আপু কষ্ট পেও না❤
যারা মনথেকে ভালোবাসে তারাই দিনশেষে ঠকে যায় 😅💔
@@Nayem992 thik bolso
2024 সালের ১৬ই ডিসেম্বর ❤❤😊
স্রৃতি রেখে গেলাম আল্লাহ বাচাইলে আবার দেখতে আসবো ইনশা -আল্লাহ ❤❤❤
আমি মরে গেলেও এই শ্রেষ্ঠ লেখাটা থাকবে,,"লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসুলুল্লাহ (সাঃ!!!
আজ আমি নিঃস্ব তার কারণে চোখ বন্ধ করলে দেখতে পাই তার ছলনার দৃশ্যগুলো আমি তো এমন ছিলাম না আজ কেন এমন এলোমেলো হয়ে গেলাম..!! 🥺
আহা মায়া... ৭ দিনে আমায় পাগল করে দিলা 😑
nice song
যার জন্য এতো কবিতা,,,,
এতো কাহিনী 😅
কতো দিন দেখিনা তার মায়া ভরা চাহনি 😅🥹
সৃতি রেখে গেলাম,, কে কে আছো,, গানটা সুনে,, আমর মত চোখের জল আসে
Nice song
সার্থের দুনিয়ায় প্রেম ভালোবাসা বলতে কিছু নেই 😢😢 😢😢 নারী তুমি অভিনয় জগতের সেরা।😢😢
মনের মাঝে নিভাছিলো গানটা শুনতেই নতুন করে আগুনে জ্বলছে
Aj ami o akta comment korlam je priyo manus tay obiswas korly er teke karap onuboti hoyto ar kiccu hote pare na💔💔
💔💔💔💔
সৃতি রেখে গেলাম ২০৪০ সালের জন্য।
গানটা যতই সুনি ততই ভালো লাগে
যে মানুষ আমায় বুঝলই না... আমাকে কষ্ট পেতে দেখে যে দূরে পালাতো তাকে কিভাবে বোঝাতাম কতটা ভালবাসি....
যার মন কাঁপে না আমায় হারানোর ভয়ে, যার আমার বিপদ শুনলে কিছু মনে হয় না.... তারে কিভাবে বুঝাই 😅
আর বুঝলো ও না.... শেষে বলে গেলো আমায় বোঝা নাকি অসম্ভব.... গেলো চলে... নতুনের খোঁজে।। 😊
Thumbnail ta agei standard chilo...eta kmn chapri lagche...eto sundor song ta chapri thumnail mante parrchina
Chnge korar onurodh korchi
হাজারো মানুষের 😅😅😅 প্রেম এভাবে নিভে গেছে 😅😅
hmmm bhai 😅😅😅
গানটা কখনও পুরোনো হবার না। ২০২৫ এ এসেও ভালো লাগে।❤️
ভালোবাসা
ভয়ংকর🫀
wow
আড়াই বছরের রিলেশন ছিলো।শুধু রিলেশন বললে ভুল,আমার জীবন ছিলো সে 😅আমার ভালো থাকার,হাসি খুশী থাকার কারন ছিলো সে😅পরিবারের কথা শুনে সব ভুলে আমাকে ছেড়ে গেছে আজ ৬ মাস😅এখন পর্যন্ত তার জন্য একটুও মায়া ভালোবাসা কমে নি😅তার জায়গাটা আজও কাউকে দিতে পারি নি😢আর অন্য নারী আমার জায়গাটা দখল করে নিছে তার থেকে😅💔
মানুষ খুবই অদ্ভুত প্রাণি জীবনে চলার পথে অনেক মানুষের সাথে পরিচয় হবে কেউ ভালো কেউ খারাপ কেউ সুন্দর আবার কেউ কালো। এসবের মায়ায় নিজেকে এমন ভাবে জরাবে না যাতে মায়া কাটার পরে নিজের কোনো অস্তিত্ব না থাকে। নিজেকে বেষ্ট তৈরি করো। আপু মেয়েরা মায়ের জাত বড় ভাই হিসেবে বলি নিজেকে এমন ভাবে তৈরি করো যাতে কেউ ইউজ না করতে পারে। ইউজ মানে খারাপ কিছু ভেবো না। ✅🦋✅
যারা সত্যিকারের ভালো ভাসে দিন সেসে তারা অই ঠকে জাই😢😢😢😂
Hum😅😅😅
আমার পদ্মবতীর প্রিয় গান।মানুষ টা আমার না তবে তার দেওয়া প্রত্যেকটা স্মৃতি আমার একান্ত ব্যাক্তিগত🫰🌷
আমি এখনো নিজেকে গর্ভ করে বলতে পারি আমার পছন্দ মানুষটি এখনো আমার হয়ে আছে। আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমার পাগলী টা আমার হয়ে থাকে ❤ অনেক ভালবাসি তাকে।
আমার প্রিয় মানুষ টাও আছে এখনো 😊আমিও অনেক গর্বিত ❤❤❤❤
proti ta valobasa purnota pak
এই গানটা শুনলে গানের মায়ায় হারিয়ে যাই , 😊
আর তার দেওয়া দুঃখগুলো পুনরায় আবার বৃদ্ধি পায় 😢🥀
ভাইরে কতো ভালো যে তারে বাসতাম সময়ের সাথে আমি এখন আর কেউ নারে😔😔
আমি তাকে কষ্ট দিয়েছি তার সেই কান্না আমার আজ ও চোখে ভাসে কিন্তু আমি পরিস্থিতি শিকার 😢
Favourite 😐
অনেক সুন্দর গান আমার কাছে এত ভালো লাগে
ভালবাসা না পাওয়াতেই সুন্দর, কারন তার আবেগ নিয়ে অই এত সুন্দর আবেগী গান সুনা
আর ব্রেকআপ করে ফেলছি তার ফোন অন্য কেও দরছে
তাকে বুঝানোর অনেক চেষ্টা করছিলাম কিন্তু সে বুঝে নাই যে তাকে কত ভালোবাসি❤❤
Beautiful
এতো মায়া লাগিয়ে কেনো হারিয়ে গেলো আজ ওও বুজতে পারি নেই
দুয়া করি মানুষ টা ভালো থাকোক💔
এক হয়ে যাওয়া মানেই পূর্ণতা নয়। তাহলে বিচ্ছেদ নামের কোন শব্দই তৈরি হতো না..😅
এই গানটা শুনতে আমার খুব ভালো লাগে
আমি কত বোকা তোমার অভিনয় বুঝতে পারলাম, নাহ 😒
আহারে জীবন!! আমার হয়েও আমার জন্য বাচঁলে না😅🖤
_আহা প্রেম😒
সে তো অধরাই রয়ে গেলো_ ধরতে পাইলাম কই🖤🥺🥀
What is love?
আমি ভালোবাসলাম একজনকে সে ভালবাসলে আরেকজনকে বুকের ভেতরের অসম্ভব যন্ত্রণা কাউকে বলা যায়না প্রকাশ করা যায় না আমি যাকে ভালোবাসলাম সে আমাকে তিলে তিলে ঠকিয়ে গেল জন্য একটা বারের জন্য বুঝতে দেয়নি আমার সাথে তিন বছর সম্পর্ক করে বিয়ে হল আজ চার বছর মোট সাত বছরের সম্পর্ক অথচ আমার বিয়ের আগে যাকে বিয়ে করছিল তাকে এখনো ভালবাসে অথচ আমি একটা অবিবাহিত মেয়ে হয়ে থাকে বিয়ে করেছি সে আবার তার আগের বউর সাথে নতুন করে সম্পর্ক শুরু করছে এটা কেমন ধরনের কষ্ট কিভাবে মেনে নেওয়া যায় 🥹🤲💔🥀
ওরা কেন এমন,, এমন ত করার কথা ছিল না,,, ভুল কি ছিল বলেও গেলে না,,, তোমার রাতে তুমি নতুন নতুন স্মৃতি করো,,, আমার রাতে রয়ে গেছে সেই পুরনো স্মৃতি 💔
এই গানটা আমার জীবনের সাথে
মিল কেন এত মিল 😅
❤❤❤
তোমায় অনেক ভালোবাসতাম প্রিয় 🥀
কিন্তু তুমি বুঝোনি 🥲 অন্যের হয়ে গেছো 💔
বেপার না আমার মাঝে যেই না পাওয়ার বেদনা আছে সেটা এই দুঃখে ভরা গানটায় আছে 😅
যেটা শুনলে না চাওয়া সত্ত্বেও চোখে পানি আসে 😥
গানটার মাধ্যমে নিজেকে শান্ত করে নিবো 😅
ভালো থেকো না হওয়া প্রিয় মানুষ 🥀💔
I love this song ❤
Memories 😢
তোমার ভালোবেসা কে একান্তই নিজের মাজে জীবন্ত রাখতে যে এমন একটা গান আমার জীবনে উপহার হিসেবে পাব তা স্বপ্নেও ভাবি নাই 😅😅
সব চাইতে খারাপ নেশা হলো কারো মায়া পরা না দেয় ভালো মতো বাছতে না দেয় সানতি তে গুমাইতে 😢😢😢 ছিতি রেখে গেলাম
Song ta sei laga ❤
যারা মন থিকা ভালোবাসে তারাই নারীর ছলনার কাছে হেরে যায়😢😢
মানুষ এতো রং ধরতে পারে 😢
জীবন চলছে নিজের নিয়মে কিন্তু বুকের বাম পাশটা খালি হয়ে আছে তোমার জন্য
ratri 2.32 baje,nirghum choke sara rat,onnodike tar basor rat,onno manuser sathe basor sajay nilo,bukta fete jasse,nissas bondho hoye asche,chokh diye pani jhor jhor kore pore jasse,sriti gulo rekhe gelam,se hoyto janbe na konodin,kintu sriti hisebe comment ta theke gelo,ufffffff
গানটা অনেক ভালো লাগে
Even though I am a Muslim, I fell in love with this song
গানটা শুনলে তোমার কথা মনে পড়ে প্রিয়
ho re bhai 😅😅
@@bhaibhaigraphics1707 হুম ঠিক ভাইয়া