ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

এক দেশে তিনটি ভিন্ন দিনে ঈদ! কী ব্যাখ্যা চাঁদপুরের উদযাপনকারীদের? | Chandpur Eid

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 เม.ย. 2022
  • Enjoy and stay connected with us:
    Subscribe to Jamuna Television on
    TH-cam / jamunatvbd
    Like Jamuna Television on
    Facebook
    Follow Jamuna Television on
    Twitter / jamunatv
    For More update visit www.jamuna.tv
    #JamunaTV #Jamuna_Television #Jamuna_News

ความคิดเห็น • 2.6K

  • @rubelhashan3425
    @rubelhashan3425 2 ปีที่แล้ว +488

    তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ঈদ করো। কিন্তু যদি আকাশে মেঘ থাকে, তাহলে গণনায় ৩০ পূর্ণ করে নাও।বুখারি, হাদিস : ১৯০৯; মুসলিম, হাদিস : ১০৮১

    • @MarufChy
      @MarufChy 2 ปีที่แล้ว +2

      ঠিক

    • @MeArefinAhmed
      @MeArefinAhmed 2 ปีที่แล้ว

      HADIS ta kono tuku authentic?

    • @mdalmamun1435
      @mdalmamun1435 2 ปีที่แล้ว +5

      সহি বুখারী

    • @smal-amin3422
      @smal-amin3422 2 ปีที่แล้ว +12

      বুখারীর হাদীস ভুল হওয়ার কোন সম্ভাবনা নেই।

    • @user-hw2td6gn5q
      @user-hw2td6gn5q 2 ปีที่แล้ว +2

      @@MeArefinAhmed حَدَّثَنَا آدَمُ حَدَّثَنَا شُعْبَةُ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَوْ قَالَ قَالَ أَبُو الْقَاسِمِ صُومُوا لِرُؤْيَتِهِ وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ فَإِنْ غُبِّيَ عَلَيْكُمْ فَأَكْمِلُوا عِدَّةَ شَعْبَانَ ثَلاَثِينَ
      ‘আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ:
      তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) অথবা বলেন, আবুল কাসিম (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা চাঁদ দেখে সিয়াম আরম্ভ করবে এবং চাঁদ দেখে ইফ্‌তার করবে। আকাশ যদি মেঘে ঢাকা থাকে তাহলে শা’বানের গণনা ত্রিশ দিন পুরা করবে।
      সহিহ বুখারী, হাদিস নং ১৯০৯
      হাদিসের মান: সহিহ হাদিস
      Source: আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপ, IRD

  • @samirtariq9735
    @samirtariq9735 2 ปีที่แล้ว +590

    ধর্মীয় সৌন্দর্য ঠিক রাখার জন্য রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেয়া উচিত ইসলামী ফাউন্ডেশনের নির্ধারিত দিনে সকলের ঈদ উদযাপন করতে হবে।কেউ অমান্য করলে তাদের আইনের আওতায় আনা উচিত।

    • @ffjihadbissas4167
      @ffjihadbissas4167 2 ปีที่แล้ว

      সেকুলারদের কথায় ইসলাম চলেনা

    • @alates9498
      @alates9498 2 ปีที่แล้ว +3

      Ghosona hobe
      Ummah r sathe rakha not with india

    • @billalahmed710
      @billalahmed710 2 ปีที่แล้ว +4

      আমি একমত

    • @ShakibKhan-ml1rj
      @ShakibKhan-ml1rj 2 ปีที่แล้ว +6

      এদের ঈদ কবুল হবে না

    • @user-uu6gr1gh6s
      @user-uu6gr1gh6s 2 ปีที่แล้ว +7

      Samir Tariq-----ভিন্ন মতের মানুষের উপর জোর -জবরদস্তি করতে চান। ???আপনার উপর কেউ জোর-জবরদস্তি করলে কেমন লাগবে? অন্যের ধর্মীয় ব্যাপারে আপনি কেন হস্তক্ষেপ করতে চান?

  • @bayber8580
    @bayber8580 2 ปีที่แล้ว +1

    আমিও সামনের বছর থেকে করব ইনশাল্লাহ

  • @shahadatbakaul8827
    @shahadatbakaul8827 2 ปีที่แล้ว +2

    আমিও চাদঁপুরের সন্তান,,,, আমরা সারা বাংলাদেশের নিয়ম অনুযায়ী ঈদ করি,,,,,,, তবে আমাদের চাদঁপুরে কিছু জায়গায় দেখলাম ২৮ রমযান শেষে ঈদ হয়েছে আবার ২৯ রমযান শেষে ঈদ করে,,,,, আর আমরা ৩০ রমযান শেষে ঈদ করবো আগামীকাল,,,,, এখানে আমি একজন সাধারন মানুষ হিসেবে একটা কথা বলি,,,,,, ইসলামিক ফাউন্ডেশন এবং সরকারের দৃষ্টি আকর্ষন করছি এসব বিব্রতি ওনারা যেমন আমাদের মতো সাধারন মানুষের কাছে পৌছাতে না পারে,,,,,, (আল্লাহ আমাদেরকে হেফাজত করুন)

  • @ummehabiba2003
    @ummehabiba2003 2 ปีที่แล้ว +602

    আলহামদুলিল্লাহ আমরা ৩০ টা রোজা রেখে আগামীকাল মঙ্গলবার ঈদ উদযাপন করবো ইনশাআল্লাহ 🥰
    আমরা আল্লাহর আদেশ পালন করার চেষ্টা করি
    ভন্ডর ভন্ডমী শোনার সময় আমাদের নাই

  • @user-sk3pt7zh8y
    @user-sk3pt7zh8y 2 ปีที่แล้ว +362

    আমি মনে করি, ফিতনা সৃষ্টির অপরাধে ওদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত

  • @kalimullah5118
    @kalimullah5118 2 ปีที่แล้ว

    এদের বিশ্লেষণ, যুক্তি অর্থাৎ সবকিছু কেমন জানি অদ্ভুত!

    • @EMemonmim
      @EMemonmim 5 หลายเดือนก่อน

      😁

  • @ml3246
    @ml3246 2 ปีที่แล้ว +5

    যেহেতু চাঁদের সাথে নতুন মাসের গননা হয়।আর একেক দেশে একেক সময় চাঁদ দেখা যায়। তাই সবার উচিত নিজের দেশের চাঁদের উপর নির্ভর করে দিন উৎযাপন করা। এতেই সবার মঙ্গল হবে ইনশাআল্লাহ। আমার একটা প্রশ্ন রয়ে গেল,যে ওই সমস্ত এলাকায় কি সেই আগে থেকেই। কি ঈদ অনান্য দেশের সাথে তাল মিলিয়ে করে নাকি এই টিভি চ্যানেলের মাধ্যমে বা নেট দুনিয়া থেকে জেনে

  • @mdsujonmdsujon998
    @mdsujonmdsujon998 2 ปีที่แล้ว +563

    আল্লাহ পাক তুমি এই সব ফেতনা বাজদের থেকে হেফাজত করুন আমিন।

    • @dilrubasadiq5710
      @dilrubasadiq5710 2 ปีที่แล้ว +4

      আমিন

    • @nurmedia7806
      @nurmedia7806 2 ปีที่แล้ว +2

      Amin

    • @johiruljisan2535
      @johiruljisan2535 2 ปีที่แล้ว +2

      Amin

    • @Zillur-Rahman
      @Zillur-Rahman 2 ปีที่แล้ว

      এত ছোট টপিকে মারামারি ভাবাটাও বন্ধ করেন। ভাবনা থেকেই বাস্তবায়ন হয়। আপনার কাছে যেমন যুক্তি আছে তাদের কাছেও যুক্তি আছে। আরবের সাথে আপনার সময়ের পার্থক্য ৬ ঘন্টার ১ দিনের না। আরবে যে দিন জুম্মা হয় আমাদের এখানেও সেদিন হয় তাহলে ইদ কেন নয়! আল্লাহ পাক এত ছোট টপিকে এত বড় পাকড়াও করবেন না। আল্লাহ পাক শুধু তাকওয়া, ইমান, নিয়ত এই সব দেখবেন। আমরা মসুলমানরা কত বড় বড় আদর্শ থেকে ছুটে গেছি আর এটা তো খুবই সামান্য। ১৯৮৫ সালের আগেও ভারত উপমহাদেশেও ভিন্ন ভিন্ন তারিখে ঈদ পালন হতো। OIC এর সিদ্ধান্তের প্রেক্ষিতে প্রায় প্রতিটি দেশ একমত হন। *আমি নিজেও আগামীকালই ইদ পালন করবো। শুধু কমেন্ট করলাম আপনারো ফিতনার চেতনা বহন করছেন

    • @Zillur-Rahman
      @Zillur-Rahman 2 ปีที่แล้ว

      এত ছোট টপিকে মারামারি ভাবাটাও বন্ধ করেন। ভাবনা থেকেই বাস্তবায়ন হয়। আপনার কাছে যেমন যুক্তি আছে তাদের কাছেও যুক্তি আছে। আরবের সাথে আপনার সময়ের পার্থক্য ৬ ঘন্টার ১ দিনের না। আরবে যে দিন জুম্মা হয় আমাদের এখানেও সেদিন হয় তাহলে ইদ কেন নয়! আল্লাহ পাক এত ছোট টপিকে এত বড় পাকড়াও করবেন না। আল্লাহ পাক শুধু তাকওয়া, ইমান, নিয়ত এই সব দেখবেন। আমরা মসুলমানরা কত বড় বড় আদর্শ থেকে ছুটে গেছি আর এটা তো খুবই সামান্য। ১৯৮৫ সালের আগেও ভারত উপমহাদেশেও ভিন্ন ভিন্ন তারিখে ঈদ পালন হতো। OIC এর সিদ্ধান্তের প্রেক্ষিতে প্রায় প্রতিটি দেশ একমত হন। *আমি নিজেও আগামীকালই ইদ পালন করবো। শুধু কমেন্ট করলাম আপনারো ফিতনার চেতনা বহন করছেন

  • @md.minulislam8115
    @md.minulislam8115 2 ปีที่แล้ว +275

    কাকু কষ্ট করে চাঁদে চলে জান! তাহলে কোনদেশের দিকে আর তাকিয়ে থাকতে হবে না। শুধু ঈদ আর ঈদ!

  • @ShafiqulIslam-rl7oi
    @ShafiqulIslam-rl7oi 2 ปีที่แล้ว

    হুজুরের কথা গুলো ভালো লাগলো।

  • @mdashraful8021
    @mdashraful8021 2 ปีที่แล้ว

    বাংলাদেশের দ্বিতীয় রংপুর চাঁদপুর

  • @Nasir_Ahmed-99
    @Nasir_Ahmed-99 2 ปีที่แล้ว +114

    "তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ঈদ করো। যদি আকাশে মেঘ থাকে,তাহলে গণনায় ৩০ পূর্ণ করে নাও।"
    (বুখারি-১৯০৯; মুসলিম - ১০৮১)

    • @ahmedbiswas2013
      @ahmedbiswas2013 2 ปีที่แล้ว +1

      Right you are !

    • @MuhammadSoyebur
      @MuhammadSoyebur 2 ปีที่แล้ว

      💖💞💞

    • @abutalha2278
      @abutalha2278 2 ปีที่แล้ว +1

      প্রশ্ন: মাসের উপস্থিতি কিভাবে প্রমাণিত হবে?
      উত্তর: এ প্রশ্নের জবাবে ইমাম রাযী (রঃ) লিখেছেন:
      أن شهود الشهر عمباذا يحصل؟ فنقول : إما بالرؤية وإما بالسماع
      অর্থ: “পবিত্র রামাদান মাসের উপস্থিতি কি ভাবে প্রমাণিত হবে? এর জবাবে আমরা বলবাে মাস প্রমাণিত হবে নুতন চাঁদ দেখা বা তার সংবাদ শােনার মাধ্যমে।” (তাফসীরে কাবীর, সুরা বাকারার ১৮৫ নং আয়াতের তাফসীরে দ্রষ্টব্য)।
      সংবাদ শুনার মাধ্যমে কিভাবে প্রমানিত হবে এ প্রসংগে ইমাম রাযী (র:) বলেন:
      وأما السماع فنقول إذا شهد عدلان على رؤية الهلال حكم به في الصوم والفطر
      অর্থ: “দুইজন সত্যবাদী ন্যায় পরায়ণ ব্যক্তির চাঁদ দেখার সাক্ষ্য শ্রবণের মাধ্যমেই সকলের প্রতি সাওম রাখা ও ছাড়ার হুকুম প্রযােজ্য হবে।” (তাফসীরে কাবীর, সুরা বাকারার ১৮৫ নং আয়াতের তাফসীরে দ্রষ্টব্য)। তাফসীরে রুহুল মাআনীতে আল্লামা আলুসী (র:) লিখেন:
      والمعنى فمن حضر في الشهر ولم يكن مسافر فليصم فيه أو من علم هلال الشهر وتيقن به فليصم، ومفاد الآية على هذا عدم وجوب
      অর্থ: “যে এই মাসে উপস্থিত হলাে এবং সে মুসাফির নয় তাহলে তাকে সাওম রাখতে হবে। অথবা যে ব্যক্তি পবিত্র রামাদান মাসের নুতন চাঁদ উদয়ের সংবাদ পেল এবং সংবাদটি তার কাছে বিশ্বাসযােগ্য হলাে তার উপরই সাওম রাখা ফরয।” (তাফসীরে রুহুল মায়ানী, সূরা বাকারার ১৮৫ নং আয়াতের তাফসীরে দ্রষ্টব্য)
      এ কথা সকলেরই জানা যে, পবিত্র কুরআন বিশ্বজনীন গ্রন্থ। অতএব, এর প্রতিটি হুকুমই হবে বিশ্বজনীন। তাই এর যে কোন হুকুমই দেশ মহাদেশের সীমারেখায় সীমিত নয় । সীমিত করার অধিকারও কারাে নেই। তদুপপারি যখন পবিত্র কুরআন নাযিল হয়েছিল তখন তাে বাংলাদেশ, ভারত, পাকিস্তন নামে বিশ্বে কোন দেশই ছিলনা, তাহলে এদেশ গুলাের ভৌগলিক সীমারেখার মধ্যেই চাঁদ দেখা যেতে হবে এ কথা পবিত্র কুরআনের বাণীর সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। তাছাড়া রাসূলুল্লাহ (সা:) কোন গােত্রীয় নবী নন। আবার কোন বিশেষ এলাকার নবীও নন। তিনি গােটা বিশ্ববাসীর নবী ও রাসূল । পবিত্র কুরআনে ইরশাদ হচ্ছে:
      قُلْ يَا أَيُّهَا النَّاسُ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ جَمِيعًا
      অর্থ: “বল, ‘হে মানুষ, আমি তােমাদের সবার প্রতি আল্লাহর রাসূল।” (সুরা আ'রাফ ৭:১৫৮) এই আয়াতে পরিষ্কারভাবে ঘােষণা করে দেওয়া হলাে কেয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য তিনি রাসূল। অপর আয়াতে আল্লাহ (সুব:) ইরশাদ করেন:
      وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ
      অর্থ: “আর আমি তাে তােমাকে সৃষ্টিকুলের জন্য রহমত হিসেবেই প্রেরণ করেছি।” (সুরা আম্বিয়া ২১:১০৭)
      তাছাড়া পবিত্র হাদীসে বর্ণিত হয়েছে:
      عن جابر بن عبد الله أن النبي صلى الله عليه وسلم قال أغطيت خمسا لم يعطهن أحد قبلي نصرت بالرعب مسيرة شهر وجعلت لي الأرض مسجدا وطهورا فائما رجل من أمتي أدركته الصلاة فليصل وأحلت لي المغانم ولم تحل لأحد قبلي وأعطيت الشفاعة وكان النبي يبعث إلى قومه خاصة وبعثت إلى الناس عامة
      এই হাদীসে রাসূলুল্লাহ (সাঃ) বলেন: আমাকে এমন পাঁচটি জিনিষ দেওয়া হয়েছে, যা আমার পূর্ববর্তী কোন নবীকে দেওয়া হয় নি। আর তাহলাে......(৫) প্রত্যেক নবীকে শুধুমাত্র তার গােত্রের নিকট প্রেরণ করা হয়েছিল। আর আমি (গােটা বিশ্বের) সকল মানুষের জন্য প্রেরিত হয়েছি।” (বুখারী ৩৩৫; মুমলিম ১১৯১; তিরমিযি ৩২৭৬)
      উপরােক্ত আয়াত ও হাদীস থেকে প্রমাণিত হলাে আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সা:) কোন বিশেষ গােত্র বা এলাকার নবী নন। বরং তিনি বিশ্ব নবী। সুতরাং তার বাণীও গােটা বিশ্ববাসীর জন্য প্রযােজ্য হবে। যদি বিশেষ কোন এলাকার জন্য খাস করে না বলেন । অতএব, বােখারী, মুসলিমসহ হাদীসের প্রায় সকল কিতাবে সহীহ সনদে আবু হুরাইরা (রা:) কর্তৃক বর্ণিত হাদীসটিও গােটা বিশ্ববাসীর জন্য প্রযােজ্য হবে। বিশেষ কোন এলাকার জন্য নয়। আর সে হাদীসটি হলাে:
      عن أبي هريرة رضي الله عنه يقول قال النبي صلى الله عليه وسلم أو قال قال أبو القاسم صلى الله عليه وسلم صوموا لرؤيته وأفطروا لرؤيته فإن بي عليكم فأكملوا عدة شعبان ثلاثين
      অর্থ: “তােমরা চাঁদ দেখে সাওম শুরু করাে আবার চাঁদ দেখে ইফতার (ঈদুল ফিৎর) করাে। যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে শাবান মাস ত্রিশ দিন পূর্ণ করাে (তারপর সিয়াম শুরু করাে)।” (সহীহ বুখারী ১০৯০; সহীহ মুসলিম ২৫৬৭)।
      অর্থাৎ গােট বিশ্ব মুসলিমের যে কোন প্রান্ত থেকে নতুন চাঁদ দেখে অথবা নতুন চাঁদ উদিত হওয়ার নিখুত সংবাদ পেয়ে তােমরা সিয়াম পালন আরাম্ভ করবে। আবার যখন নতুন চাঁদ দেখবে অথবা পৃথিবীর যে কোন প্রান্ত থেকে নতুন চাঁদ উদিত হওয়ার নিখুত সংবাদ পাবে তখন সিয়াম পালন করা থেকে বিরত থাকবে। আর যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে পৃথিবীর কোথাও চাঁদ দেখা না যায় তাহলে মাসের গণনা ত্রিশ দিন পূর্ণ করে নাও। এটাই আল্লাহর রাসূল (সা:) এর নির্দেশ। গােটা বিশ্ব মুসলিমের জন্য।

    • @mstgolapi1241
      @mstgolapi1241 2 ปีที่แล้ว

      নন

    • @Lovelytom469
      @Lovelytom469 2 ปีที่แล้ว +3

      আমার প্রশ্ন হলো।
      এই লোক গুলো সৌদির সাথে মিলিয়ে ৫ ওয়াক্ত নামাজ পরে না কেন?তখন বাংলাদেশের হিসেব করে কেন?

  • @yousufkhan1680
    @yousufkhan1680 2 ปีที่แล้ว +169

    যদি সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করতে হয়,তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ ও মিল রেখে পড়া উচিৎ?

    • @HaqueCreation
      @HaqueCreation 2 ปีที่แล้ว +2

      না ঐটা পড়বেনা।

    • @taifahmed4865
      @taifahmed4865 2 ปีที่แล้ว

      পৃথিবীর আহ্নিক গতির কারণে এমনটা হয়।

    • @yousufkhan1680
      @yousufkhan1680 2 ปีที่แล้ว +10

      @@taifahmed4865 আমার কথা ঐটা না,ঈদ পালন করতে পারে, কিন্তু নামাজ পড়তে পারে না,ভন্ডামির জাগা খুইজা পায় না।

    • @TrzTanim_15
      @TrzTanim_15 2 ปีที่แล้ว +2

      ata shomvhob hobena ...karon saudi arabe magrib er namaj porbe dhoren surjo dubar pore..kintu amdr deshe 3 ghonta age surjo dube...tar mane jokhn amdr deshe 9 tah bajbe tokhn saudi arab er manush magrib er namaj aday korbe ..tokhn ki apni magrib er namaj porte prben ?? shurjer durotto r chad er durotto ek na...chaad onak choto prithibi theke kintu shurjo onak boro ..2 ter timing a different ase

    • @dilrubasadiq5710
      @dilrubasadiq5710 2 ปีที่แล้ว

      একেবারে ঠিক কথা

  • @mymunavlogs7909
    @mymunavlogs7909 2 ปีที่แล้ว +1

    যে দেশে বসবাস অন্তত সেই দেশের নিয়ম নিতি মেনে চলুন, না হলে বিশ তিরিশ লোক নিয়ে প্রবিত্র ঈদ উদযাপন করা কতটা গুরুত্বপূর্ণ সেটা যাচাই করুন এই দেশের বিশ কোটি জনগণের কাছে

  • @faridalomdolalvlogs1901
    @faridalomdolalvlogs1901 2 ปีที่แล้ว

    এই পীরকে আইনের আওতাভুক্ত করা হক

  • @MDsaifulislam-lp7yw
    @MDsaifulislam-lp7yw 2 ปีที่แล้ว +415

    আল্লাহ তায়ালা এসব ফেতনা বাজ লোক থেকে আমাদের হেফাজত করুন,,,আমিন

    • @MdSumon-po5ht
      @MdSumon-po5ht 2 ปีที่แล้ว

      ্্র্র্্র্র্র্র ্র্্র্র ্র্র্রখ্র্র্র্র্র্র্র্র্র্্রয্ ্র্র্র্র্্র্্র্র্র

    • @mdtoriqulislam912
      @mdtoriqulislam912 2 ปีที่แล้ว

      আপনি কিকি ফিতনা পেয়েছেন

    • @user-qj9ct9di8u
      @user-qj9ct9di8u 2 ปีที่แล้ว +4

      ভাই এই সব কিছু না দেশের আইন নাই বলে এরকম হয় 🥒🥒🥒🥒🥒

    • @ThePen-on6ut
      @ThePen-on6ut 2 ปีที่แล้ว

      মহান আল্লাহ এসব ভন্ড মাজার পূজারী, ফেতনাবাজদের হেদায়েত দান করুন।

    • @yahyamahin3615
      @yahyamahin3615 2 ปีที่แล้ว +1

      আল্লাহ তা'আলা আমাদেরকে এসব ফেতনাবাজ থেকে হেফাজত করুন।

  • @bablumiah264
    @bablumiah264 2 ปีที่แล้ว +45

    আমি ইন্ডিয়া থেকে বলছি আল্লাহ পাক জেন এই সমস্ত ভন্ডের ফেতনা থেকে হেফাজতে রাখেন ও ঐ সমস্ত ভন্ডেকে হেদায়েত দান করেন আমিন

    • @muhammadasrafulislamshadin9528
      @muhammadasrafulislamshadin9528 2 ปีที่แล้ว

      R8

    • @nurmedia7806
      @nurmedia7806 2 ปีที่แล้ว

      Amin

    • @user-uu6gr1gh6s
      @user-uu6gr1gh6s 2 ปีที่แล้ว +2

      আপনি ইন্ডয়া থেকে এসে আমাদের ব্যাপারে নাক না গলালেই ভাল হয়।আপনারা ইন্ডিয়া নিয়েই থাকুন না ভাই!!!!!!!

    • @muhammadasrafulislamshadin9528
      @muhammadasrafulislamshadin9528 2 ปีที่แล้ว

      Amin

    • @kazialauddin5947
      @kazialauddin5947 2 ปีที่แล้ว

      @@user-uu6gr1gh6s মুসলিমরা হলো একই শরীরে মত। কোথাও ব্যাথা হলে সর্বত্র অনুভব হয়। অন্য মুসলিমের কষ্ট নিজে যদি কষ্ট না পায়,সে আবার কিরুপ মুসলিম। জাতীয়তাবাদ চেতনা হবে মুসলিম কেন্দ্রীক, দেশ কেন্দীক নয়।

  • @mdnurnobi6449
    @mdnurnobi6449 2 ปีที่แล้ว +1

    আল্লাহ তুমি এসব মূর্খদের থেকে আমাদেরকে হেফাজত করো........

  • @mdsajeebprince3850
    @mdsajeebprince3850 2 ปีที่แล้ว

    জারা ভিন্ন দেশে চাঁদ দেখে ঈদ পালন করে
    তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত

  • @faisalmridul9137
    @faisalmridul9137 2 ปีที่แล้ว +178

    ব্যখ্যা দেয় ওর মতবাদ প্রমান করার জন্য, সত্যকে খোজার উদ্দেশ্যে এরা কিছুই করে না।

    • @abdulkader6953
      @abdulkader6953 2 ปีที่แล้ว

      এত পন্ডিত হইলে নিজেই বেখ্যা দে বেয়াদব, মুখে দিয়া একটা কথাওত বাহির হবেনা

    • @ffjihadbissas4167
      @ffjihadbissas4167 2 ปีที่แล้ว

      কখনও নয়,আপনি কুরআন ও সহিহ সুন্নার আলোকে চাঁদের তারিখ গননা এই বইটি আমার কাছ থেকে নিয়ে পড়তে পারেন

    • @abutalha2278
      @abutalha2278 2 ปีที่แล้ว

      নুতন চাঁদ পৃথিবীর কোন অঞ্চলে সর্বপ্রথম দেখা যাবে এবং চাঁদ কোন কোন সময়ের নির্দেশক’ যেহেতু অত্র ফাতওয়ায় আলােচিত সকল ইবাদাত উদযাপন চাঁদের তারিখের সঙ্গে সম্পর্কিত তাই নুতন চাঁদ পৃথিবীর কোন অঞ্চলে সর্বপ্রথম দেখা যাবে আমাদেরকে সর্বাগ্রে সে ব্যাপারে যথাযথ জ্ঞান। অর্জন করতে হবে। এ বিষয়ে ভৌগলিক গবেষণার ফলাফল হলাে প্রতি চন্দ্র মাসের ১ তারিখের চাঁদ সব সময়ই সর্বপ্রথম মধ্য প্রাচ্যের কোন না কোন দেশে দৃষ্টিগােচর হবে। কারণ চন্দ্র মাসের প্রথম দিনে চাঁদ এবং সূর্য প্রায় একই সময়ে পূর্ব দিগন্তে (জাপানে) উদিত হয়। এবং উদয় স্থলের পূর্ণ বিপরীত মেরুতে (দক্ষিণ-পশ্চিম আটলান্টিকে) সূর্য অস্ত যাওয়ার প্রায় ৪৯ মিনিট পরে চাঁদ অস্ত যায়। অর্থাৎ সর্ব পশ্চিম দিগন্তে প্রথম তারিখের চাঁদ সূর্য অস্ত যাওয়ার পরেও প্রায় ৪৯ মিনিট আকাশে থাকে। এ সময় সূর্যাস্তের পর দিগন্তে চাঁদের যে কিঞ্চিত অংশটুকু সূর্যের আলােয় প্রতিফলিত হয় তাকেই আমরা নুতন চাঁদ হিসেবে দেখি । প্রথম দিনের চাঁদ সূর্যের ৪৯ মিনিট পরে অস্ত যায় বলেই ২য় দিনের চাঁদ সূর্য উদয়ের ৪৯ মিনিট বিলম্বে পূর্বাকাশে উদিত হয়। কারণ আকাশের যে দিগন্ত রেখা আটলান্টিকের জন্য অস্তস্থল, আবার সে দিগন্ত রেখাই জাপানের জন্য উদয়স্থল। এভাবে প্রতি দিনই উদয়ের বিলম্বতায় ৪৯ মিনিট করে যুক্ত হতে থাকে । একারণেই ২৯ দিনে চাঁদকে ২৯টি স্থানে উদয় হতে দেখা যায় । আবার সাড়ে ২৯ দিন পরে চাঁদ ২৪ ঘন্টা ঘুরে এসে পরবর্তী চন্দ্র মাসের ১ তারিখে আবার নুতন করে সূর্যের সঙ্গে প্রায় একই সময় উদিত হয়। গবেষণালব্ধ আলােচিত তথ্যগুলােকে সঠিক প্রমাণিত করছে এ হিসেবটি।
      প্রতি দিনের চাঁদ উদয়ে বিলম্ব ঘটে ৪৯ মিনিট । প্রতি চান্দ্র মাসের পরিধি হচ্ছে সাড়ে ২৯ দিন ৬০ মিনিট = ১ ঘন্টা। সুতরাং (৪৯ ঢ ২৯১/২ দিন/ ৬০ মিনিট) = ২৪ ঘন্টা। এভাবেই প্রতি সাড়ে ২৯ দিনে চাঁদ ২৪ ঘন্টা সময় অতিক্রম করে পরবর্তী চান্দ্র মাসের ১ তারিখে আবার পূর্বের স্থানে সূর্য উদয়ের সমান সময়ে উদিত হয়। সুতরাং প্রমাণিত হলাে যে, জাপান ও আটলান্টিকের মধ্যকার ১৮০ ডিগ্রী পথ অতিক্রম করতে সূর্য ও চাঁদ অস্ত যাওয়ার মধ্যে ব্যবধান হয় ৪৯ মিনিট ।
      ভৌগলিক ভাবে প্রমাণিত যে, গ্রীনিচমান সময়ের (GMT) দিক থেকে পৃথিবীর সর্ব প্রথম সূর্য উদয়ের দেশ জাপান। যার ভৌগলিক অবস্থান ১৪২ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশ এবং ৩৭.৫ ডিগ্রী উত্তর অক্ষাংশ। এ উদয় স্থল হিসেবে পূর্ণ বিপরীত মেরুর অন্তস্থল হল দক্ষিণ পশ্চিম আটলান্টিক মহাসাগর । যার ভৌগলিক অবস্থান ৩৮ ডিগ্রী পশ্চিম দ্রাঘিমাংশ এবং ৩৭.৫ দক্ষিণ অক্ষাংশ। এ উদয় ও অস্ত স্থলের মধ্যে সময়ের ব্যবধান ১২ ঘন্টা এবং অবস্থানগত দূরত্ব ১৮০ ডিগ্রী। কারণ প্রতি ১ ডিগ্রীতে সময়ের ব্যবধান ৪ মিনিট ।
      চান্দ্র মাসের ১ তারিখে চাঁদ ও সূর্য প্রায় একই সময়ে জাপানে উদিত হয়ে ১৮০ ডিগ্রী পথ অতিক্রম করে সন্ধ্যায় সূর্য যখন আটলান্টিকে অস্ত যায়, চাঁদ তার পরেও আটলান্টিকের আকাশে থাকে প্রায় ৪৯ মিনিট। ১৮০ ডিগ্রী পথ অতিক্রম করতে যদি সূর্য ও চাঁদের অস্ত যাওয়ার মধ্যে সময়ের ব্যবধান হয় ৪৯ মিনিট তাহলে এর অর্ধেক পথ অর্থ: ৯০ ডিগ্রী পথ অতিক্রম করতে সুর্য ও চাঁদের অস্ত যাওয়ার মধ্যে সময়ের ব্যবধান হবে সাড়ে ২৪ মিনিট। মধ্য প্রাচ্যের (ইয়েমেন, রিয়াদ ও বাগদাদ) অবস্থান ৪৫ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে হওয়ায় উদয় স্থল জাপান ও অস্ত স্থল আটলান্টিকের সঙ্গে মধ্য প্রাচ্যের ভৌগলিক অবস্থানের ব্যবধান ৯০ ডিগ্রী। যে কারণে মধ্য প্রাচ্যে যখন সূর্যাস্ত হয় তার পরেও চান্দ্র মাসের ১ তারিখের চাঁদ মধ্য প্রাচ্যের আকাশে থাকে ২০ থেকে ২৫ মিনিট । ফলে চান্দ্র মাসের ১ তারিখের চাঁদ সকল সময়ে সর্বপ্রথম মধ্য প্রাচ্যেই দৃষ্টি গােচর হবে । এবং ক্রমান্বয়ে পশ্চিমাঞ্চলীয় দেশ সমূহে সূর্যাস্তের পরে চাঁদের স্থায়িত্ব আকাশে বেশি সময় থাকবে। যার ফলে চান্দ্র মাসের ১ তারিখে ঐ সকল পশ্চিমাঞ্চলীয় দেশে চাঁদ ক্রমান্বয়ে বেশী সময় ধরে দেখা যাবে। কিন্তু মধ্যপ্রাচ্য থেকে পূর্বাঞ্চলীয় দেশসমূহ ক্রমান্বয়ে উদয় স্থলের নিকটবর্তী হওয়ায় সূর্যাস্তের পরে এখানকার আকাশে ১ তারিখের চাঁদের স্থায়ীত্ব কম সময় থাকে এবং চাঁদ দিগন্তে আকাশে কম উঁচুতে থাকে বলেই উদয়স্থলের নিকটবর্তী দেশ সমূহ পাকিস্তান, ভারত, বাংলাদেশ, চীন বা জাপানে কখনই চান্দ্র মাসের ১ তারিখের চাঁদ দেখা যাবে না।

    • @tauhidhasan8203
      @tauhidhasan8203 2 ปีที่แล้ว +1

      @@ffjihadbissas4167 Saudi Arabia ja bole onek gobesona korei bole tai pir batper der kotha janar kono proyojon nei

    • @EtCetera1326
      @EtCetera1326 2 ปีที่แล้ว

      @@ffjihadbissas4167 আপনার ভন্ড বাবার লেখা বই পড়ার কোনো ইচ্ছে নেই। একটা কথা মনে রাখবেন কেয়ামত পর্যন্ত মদিনার এলেম সহিহ থাকবে। আর আপনাদের ভন্ড বাবারা দিনে দিনে আসবে আবার দিনে দিনে হারিয়ে যাবে।

  • @mdruhulamin3324
    @mdruhulamin3324 2 ปีที่แล้ว +74

    আল্লাহ সবাইকে দ্বীনের সহি বুঝ দান করুন আমিন।

  • @MahmudNizamAsif
    @MahmudNizamAsif 2 ปีที่แล้ว

    বুখারীর ১৯০০. ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছি, যখন তোমরা চাঁদ দেখবে তখন সওম রাখবে, আবার যখন তা দেখবে তখন ইফ্তার করবে। আর যদি আকাশ মেঘলা থাকে তবে সময় হিসাব করে ত্রিশ দিন পূর্ণ করবে।
    ( এই হাদিস থেকে স্পষ্ট যে রোজা ২৯ দিনের হলেও চাঁদ যদি দেখা না যায় তবে ৩০ দিন রোজা রাখতে হবে )

  • @tanjir_tv
    @tanjir_tv 2 ปีที่แล้ว

    ধর্মীয় সৌন্দর্য রক্ষার্থে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেওয়া উচিত। যে চাঁদ দেখার উপর নির্ভর করে ঈদ পালন করতে হবে। অন্যথায় উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক😡
    তাদের মাত্র কয়েকটি গ্রামের কারণে পুরো চাঁদপুরের বদনাম😡

  • @wrestelingworld1303
    @wrestelingworld1303 2 ปีที่แล้ว +155

    চাঁদপুর কে একটা ভিন্ন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হোক😂😂😂😂😂😂😅😅😅

    • @jomjom1tv
      @jomjom1tv 2 ปีที่แล้ว +1

      R8

    • @jomjom1tv
      @jomjom1tv 2 ปีที่แล้ว

      Ha ha ha

    • @masudranarana8089
      @masudranarana8089 2 ปีที่แล้ว +6

      লেংটা বাবার দেশ চাঁদপুর

    • @oysheefashions9594
      @oysheefashions9594 2 ปีที่แล้ว

      Chadpur er manush je achudna abal ta ei bochor bujhlam...

    • @turnipaccount6441
      @turnipaccount6441 2 ปีที่แล้ว +1

      Thik

  • @rupaaktar4006
    @rupaaktar4006 2 ปีที่แล้ว +184

    আমি সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি এই সব বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত

    • @robelawal2452
      @robelawal2452 2 ปีที่แล้ว

      ব্যবস্থা একটাই করতেপারে সরকার সৌদিআরবের সাথে মিল রেখে ঈদ করা তাহলে এইরকম হবেনা।

    • @abdullahprince5369
      @abdullahprince5369 2 ปีที่แล้ว +1

      একমত পোষন করছি .......👍👍👍

    • @user-uu6gr1gh6s
      @user-uu6gr1gh6s 2 ปีที่แล้ว +1

      ভিন্ন মতের মানুষদের উপর জুলুম করতে চান? একই ভাবে আপনার উপর করলে আপনার কেমন লাগবে??

    • @ffjihadbissas4167
      @ffjihadbissas4167 2 ปีที่แล้ว

      সরকার নিজরাই কানা ইসলামের বিষয়ে

    • @matv1514
      @matv1514 2 ปีที่แล้ว

      কার কাছে তুমি বিচার দিচ্ছ, যেই সরকার নাকি এখন ইসলাম এবং বাংলাদেশের মুসলিম এর জন্য সবচেয়ে বড় হুমকি, আর ভিন্ন মতাদর্শের মানুষ থাকতেই পারে, তাই বলে তাদের প্রতি জুলুম করার জন‍্য বলছো. ইসলাম তোমাদের মতো জূলুমবাজদের পছন্দ করে না💔💔💔

  • @mdrajib4495
    @mdrajib4495 2 ปีที่แล้ว

    চাঁদের চেয়েও সুন্দর ছিলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

  • @pingpong934
    @pingpong934 2 ปีที่แล้ว

    ইসলাম কিভাবে বিজ্ঞান ভিত্তিক ধর্ম হয়।
    ইসলাম বিজ্ঞানের উল্টো ধর্ম ।

  • @jahangir3679
    @jahangir3679 2 ปีที่แล้ว +61

    দেশ থেকে দেশে সময়ের পার্থক্য থাকবেই। সময়ের এই পার্থক্য মেনেই রোজা এবং ঈদ উৎসব উদযাপন করা উচিত।সারা দুনিয়াতে একসাথে রাত হয়না আবার একসাথে দিনও হয়না।সারা দুনিয়া থেকে একসাথে একসময়ে চাঁদ দেখাও যায়না।তাই যখন যেসময় যে ভূখন্ড বা দেশ থেকে যে জাতি চাঁদ দেখবে তখন তারা ঈদ করবে।অর্থ্যাৎ যখন যে দেশে চাঁদ উকি দেবে তখন সেই দেশ পরেরদিন ঈদ পালন করবে।

    • @tarekulislam9928
      @tarekulislam9928 2 ปีที่แล้ว +4

      তাহলো আমরা কিসের মুসলিম বিশ্ব,জাতিগতভাবে আমাদেরকে আলাদা কে করেছে,আমরা নিজেরাই করেছি,আল্লাহ করেন নি,আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধভাবে থাকার নির্দেশ দিয়েছেন,মুসলিম বিশ্বে একটা দেশ চাঁদ দেখলেই তো হচ্ছে,সব দেশের লোক চাঁদ দেখতে হবে এমন কি জরুরী আছে।মধ্যপ্রাচ্যের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য মাত্র দুই ঘন্টা, তারপরও আমরা একই সময়ে না হোক, একই দিনে ঈদ করতে পারিনা,ফ্যাক্টর জাতিগত সমস্যা

    • @fuad7085
      @fuad7085 2 ปีที่แล้ว +6

      @@tarekulislam9928 Niyom na bujhe abeg diye kotha bolbina

    • @tarekulislam9928
      @tarekulislam9928 2 ปีที่แล้ว +1

      @@fuad7085 নিয়মের আপনি কি বুঝেন, সৌদি আরবে যেদিন জুম আর নামাজ পড়ে আমরাও সেদিন জুমআর নামাজ আদায় করি,

    • @fuad7085
      @fuad7085 2 ปีที่แล้ว +10

      @@tarekulislam9928 শুক্রবার সারাদুনিয়াতেই জুম্মার নামাজ আদায় করা হয় এটা দিন হিসেবে। আর ঈদ হিসাব করা হয় চাঁদ দেখে। পৃথিবীর সব জায়গায় সেম দিনে চাঁদ দেখা যায় না

    • @shifurrahman6151
      @shifurrahman6151 2 ปีที่แล้ว +21

      @@tarekulislam9928 ভাই আমরা মুসলমানরা চাঁদ দেখে বর্ষ গননা করি। আর চাঁদের হিসেবে আমরা সৌদি আরব থেকে ২২ ঘন্টা পিছিয়ে। চন্দ্র বর্ষ অনুযায়ী পশ্চিম হতে পূর্বে যায়। আর সৌর বর্ষ অনুযায়ী পূর্ব হতে পশ্চিম। আমাদের কাছে লাগতেছে আমরা সৌদি আরবের একদিন পর ঈদ পালন করতেছি। বাস্তবে আমরা একইদিন ঈদ পালন করতেছি। যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় আমরা এই ফেতনা সৃষ্টি করতেছি। আর যখন যোগাযোগ ব্যবস্থা ছিলো না তখন কিন্তু আমরা এই চাঁদ দেখেই ঈদ পালন করতাম। তাই এটি সহি এবং সঠিক। আপনি যেই দুই ঘন্টার হিসাব করতেছেন সেটি সৌর বর্ষ, চন্দ্র বর্ষ অনুযায়ী সৌদি আরবে আগে দিন শুরু হয় তার ২২ ঘন্টা পর বাংলাদেশে দিন শুরু হয়।

  • @alinagarmadrashaofficial
    @alinagarmadrashaofficial 2 ปีที่แล้ว +162

    পুরাতন পোষাক পরিধান করে ঈদগাহে যাওয়াটা নয় বরং রোজা না রেখে ঈদগাহে যাওয়াটাই লজ্জার বিষয়।

    • @Asifkhan-wk2lt
      @Asifkhan-wk2lt 2 ปีที่แล้ว +1

      Tok tok thake dakso na vai

    • @mdsumonali292
      @mdsumonali292 2 ปีที่แล้ว

      হুম রাইট

    • @shofiqshanto8359
      @shofiqshanto8359 2 ปีที่แล้ว

      লজ্জার বিষয় না ভাই,, রাসুলুল্লাহ সাঃ নিষেধ করছে,, যে শারিরীক ভাবে সুস্থ থাকার পর ও রোযা করেনাই অথচ ঈদের দিনে ঈদগাহে যায়, দামি দামি পোষাক পরে। এইসব লোকদের কে ঈদের নামাযে যাইতে নিষেধ করছেন আল্লাহর রাসুলুল্লাহ সাঃ।।

    • @smyaminyt2006
      @smyaminyt2006 2 ปีที่แล้ว

      ringt vai kta ta 👍👍

    • @MdFaisal-to6vx
      @MdFaisal-to6vx 2 ปีที่แล้ว +3

      ঈদের দিন রোজা রাখা হারাম...তাহলে কে রোজা রেখে ঈদগাহে যাবে...

  • @mirkashim7383
    @mirkashim7383 2 ปีที่แล้ว

    হুজুরের কথা সুন্দর লাগছে

  • @rangerlone9594
    @rangerlone9594 2 ปีที่แล้ว

    ইনশাআল্লাহ খিলাফাহ রাষ্ট্র প্রতিষ্ঠা হলে মুসলিমরা একসাথেই ঈদ পালন করবে

  • @ashadulislam1006
    @ashadulislam1006 2 ปีที่แล้ว +63

    আসসালামুয়ালাইকুম, দুনিয়াতে ভাই যারা বেশি বুঝে আখেরাতে তাদের পেছনে আল্লাহ, বাশটা, বেশি দিবে।

    • @mdhafizuddinpolash8956
      @mdhafizuddinpolash8956 2 ปีที่แล้ว

      আপনি কি আল্লাহ রাসুল এর সাথে মেরাজ গিয়ে ছিলেন?

    • @najirmahmud4341
      @najirmahmud4341 2 ปีที่แล้ว

      বেশি না বুজলে কি আমল করবেন

    • @MehediHasan-gu3iq
      @MehediHasan-gu3iq 2 ปีที่แล้ว

      সহমত

    • @mojammelhaque7784
      @mojammelhaque7784 2 ปีที่แล้ว

      @@mdhafizuddinpolash8956
      emd

    • @ashadulislam1006
      @ashadulislam1006 2 ปีที่แล้ว +1

      @@najirmahmud4341 সারা বাংলাদেশেই তো একিদিনে ঈদ হবে,যে যার মত ঈদ করলে ঈদের দিন বলে কিছু থাকবে ভাই।

  • @backlink7132
    @backlink7132 2 ปีที่แล้ว +19

    “তিনিই (আল্লাহ তা‘আলা) সূর্যকে তেজস্কর ও চন্দ্রকে জ্যোতির্ময় করেছেন এবং এর মনযিল নির্দিষ্ট করেছেন, যাতে তোমরা বছর গণনা ও সময়ের হিসাব জানতে পার। আল্লাহ এগুলো নিরর্থক সৃষ্টি করেন নি। জ্ঞানী সম্প্রদায়ের জন্য তিনি এসব নিদর্শন বিশদভাবে বিবৃত করেন।”[সূরা ইউনুস : ৫ আয়াত]

  • @rahatbass3669
    @rahatbass3669 2 ปีที่แล้ว

    সবটুকু কথা শুনার দরকার ছিলো।
    উনি সুন্দর ভাবে জুক্তি দিচ্ছিল

  • @sayedparvez4532
    @sayedparvez4532 2 ปีที่แล้ว

    আমি মনে করি বাংলাদেশের সরকারের উচিৎ আইনের আওতায়

  • @masudranarana8089
    @masudranarana8089 2 ปีที่แล้ว +149

    যে জেলায় লেংটার মেলা হয় সেখানে তিনদিন পাঁচদিন,দশ দিন আগেই ঈদ হতে পারে এটাই স্বাভাবিক ,

    • @arashik1331
      @arashik1331 2 ปีที่แล้ว +2

      Apni sotik khata na jaina base khata bolty asen kno....... Apner bare kon jalay..... Video daklai ki comment korbar mon cay naki???

    • @masudranarana8089
      @masudranarana8089 2 ปีที่แล้ว +4

      @@arashik1331 ভাই আপনার জেলায় লেংটার মেলা নামে প্রকাশ্যে গাজার ব্যবসা চলে এবং নারী পুরুষ নাচানাচি চলে স্বীকার করতে পারবেন

    • @arashik1331
      @arashik1331 2 ปีที่แล้ว +3

      @@masudranarana8089 acca apni kon oli awliar jalar lok akto bolben....?? Akhon Bangladesh ar kon jalay mod gaja fansedil ai gola colay na....... Bolty parben?? Apner cobe daika to balo lok mony hy but apni ki janen na j akta lok jode karap kaj kory tar janno oi poro alakar lok k karap bola kono bodrotar bitor pory na??

    • @IEFGYTFP
      @IEFGYTFP 2 ปีที่แล้ว

      @@nazma4405 ha pagol

    • @IEFGYTFP
      @IEFGYTFP 2 ปีที่แล้ว +1

      @@arashik1331 what a gajakhor

  • @itsmaisha4593
    @itsmaisha4593 2 ปีที่แล้ว +71

    চাঁদপুরে কয়েকটি জায়গায় তারা ঈদ পালন করছে ।তার মানে এই না যে,,, এই জেলার সব জায়গায় আজ ঈদ পালন করে । আল্লাহ সবাইকে হেফাজত করুন আমিন

    • @abirahamed276
      @abirahamed276 2 ปีที่แล้ว +5

      আমি আপনার কথার সাথে একমত 👍। আমার জেলার নাম ও চাঁদপুর কিন্তু আমাদের এখানে ও ঈদ পালন হয়নি

    • @AsiaFathemaYT
      @AsiaFathemaYT 2 ปีที่แล้ว +1

      @@abirahamed276 আমরা ও আজ ঈদ করি নাই

    • @shahidulalom9066
      @shahidulalom9066 2 ปีที่แล้ว +1

      আপনাদের সবাই কে অনেক অনেক ধন্যবাদ ❤❤❤❤

    • @AsiaFathemaYT
      @AsiaFathemaYT 2 ปีที่แล้ว

      @hasib সাবধানে কথা বলেন

    • @Ahmed67742
      @Ahmed67742 2 ปีที่แล้ว +3

      কঁচুয়ার ছেলে আমি 👆👆

  • @smilerajsmileraj4567
    @smilerajsmileraj4567 2 ปีที่แล้ว +1

    এটা বাংলাদেশ চাঁদপুরে ওই একমাত্র সম্ভব।।। এসব মানুষদের বাংলাদেশ থেকে তারিয়ে দেওয়া উচিত 😡😡😡😡😡😡😡😡

  • @dalimdalim8279
    @dalimdalim8279 2 ปีที่แล้ว

    কোরআন জাষ্ট একটা বিজ্ঞান .......... আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন

    • @shaikhwafa2570
      @shaikhwafa2570 2 ปีที่แล้ว

      যে নেতারা আঠাশ দিন রোজা রাখার পর এপ্রিলের প্রথম তারিখে ঈদুল ফিতরের অনুমতি দিয়েছেন, তাদেরই দায়বদ্ধ হতে হবে আরও ষাট দিনের অনশনের জন্য, স্বেচ্ছায় একদিন রোজা না রাখার শাস্তি হিসেবে। তাদের রোজার নিয়ম নিয়ে তামাশা করা উচিত নয়।

  • @samajik5212
    @samajik5212 2 ปีที่แล้ว +180

    সাংবাদিক ভাইয়েরা ওনার কথা দ্বারা আমরা কোন কিছুই প্রমাণ ও বুঝতে পালাম না...

    • @abdulkader6953
      @abdulkader6953 2 ปีที่แล้ว

      উনার কথা বুজবা কি করে বেশি পন্ডিতি গুলা ভালোই জুতে পারো

    • @mdmoktarmadbor1967
      @mdmoktarmadbor1967 2 ปีที่แล้ว +2

      হুম কিছু বুঝলাম নাহ্

    • @humanisthridoy2919
      @humanisthridoy2919 2 ปีที่แล้ว

      না বুঝার কিছুই নাই, চাঁদের জন্মই হয়নি তাহলে আফগানিস্তান চাঁদ দেখবে কেমনে গাঁজাখুরি আলাপ ছাড়া কিছু নয় এটা।

    • @abutalha2278
      @abutalha2278 2 ปีที่แล้ว

      নুতন চাঁদ পৃথিবীর কোন অঞ্চলে সর্বপ্রথম দেখা যাবে এবং চাঁদ কোন কোন সময়ের নির্দেশক’ যেহেতু অত্র ফাতওয়ায় আলােচিত সকল ইবাদাত উদযাপন চাঁদের তারিখের সঙ্গে সম্পর্কিত তাই নুতন চাঁদ পৃথিবীর কোন অঞ্চলে সর্বপ্রথম দেখা যাবে আমাদেরকে সর্বাগ্রে সে ব্যাপারে যথাযথ জ্ঞান। অর্জন করতে হবে। এ বিষয়ে ভৌগলিক গবেষণার ফলাফল হলাে প্রতি চন্দ্র মাসের ১ তারিখের চাঁদ সব সময়ই সর্বপ্রথম মধ্য প্রাচ্যের কোন না কোন দেশে দৃষ্টিগােচর হবে। কারণ চন্দ্র মাসের প্রথম দিনে চাঁদ এবং সূর্য প্রায় একই সময়ে পূর্ব দিগন্তে (জাপানে) উদিত হয়। এবং উদয় স্থলের পূর্ণ বিপরীত মেরুতে (দক্ষিণ-পশ্চিম আটলান্টিকে) সূর্য অস্ত যাওয়ার প্রায় ৪৯ মিনিট পরে চাঁদ অস্ত যায়। অর্থাৎ সর্ব পশ্চিম দিগন্তে প্রথম তারিখের চাঁদ সূর্য অস্ত যাওয়ার পরেও প্রায় ৪৯ মিনিট আকাশে থাকে। এ সময় সূর্যাস্তের পর দিগন্তে চাঁদের যে কিঞ্চিত অংশটুকু সূর্যের আলােয় প্রতিফলিত হয় তাকেই আমরা নুতন চাঁদ হিসেবে দেখি । প্রথম দিনের চাঁদ সূর্যের ৪৯ মিনিট পরে অস্ত যায় বলেই ২য় দিনের চাঁদ সূর্য উদয়ের ৪৯ মিনিট বিলম্বে পূর্বাকাশে উদিত হয়। কারণ আকাশের যে দিগন্ত রেখা আটলান্টিকের জন্য অস্তস্থল, আবার সে দিগন্ত রেখাই জাপানের জন্য উদয়স্থল। এভাবে প্রতি দিনই উদয়ের বিলম্বতায় ৪৯ মিনিট করে যুক্ত হতে থাকে । একারণেই ২৯ দিনে চাঁদকে ২৯টি স্থানে উদয় হতে দেখা যায় । আবার সাড়ে ২৯ দিন পরে চাঁদ ২৪ ঘন্টা ঘুরে এসে পরবর্তী চন্দ্র মাসের ১ তারিখে আবার নুতন করে সূর্যের সঙ্গে প্রায় একই সময় উদিত হয়। গবেষণালব্ধ আলােচিত তথ্যগুলােকে সঠিক প্রমাণিত করছে এ হিসেবটি।
      প্রতি দিনের চাঁদ উদয়ে বিলম্ব ঘটে ৪৯ মিনিট । প্রতি চান্দ্র মাসের পরিধি হচ্ছে সাড়ে ২৯ দিন ৬০ মিনিট = ১ ঘন্টা। সুতরাং (৪৯ ঢ ২৯১/২ দিন/ ৬০ মিনিট) = ২৪ ঘন্টা। এভাবেই প্রতি সাড়ে ২৯ দিনে চাঁদ ২৪ ঘন্টা সময় অতিক্রম করে পরবর্তী চান্দ্র মাসের ১ তারিখে আবার পূর্বের স্থানে সূর্য উদয়ের সমান সময়ে উদিত হয়। সুতরাং প্রমাণিত হলাে যে, জাপান ও আটলান্টিকের মধ্যকার ১৮০ ডিগ্রী পথ অতিক্রম করতে সূর্য ও চাঁদ অস্ত যাওয়ার মধ্যে ব্যবধান হয় ৪৯ মিনিট ।
      ভৌগলিক ভাবে প্রমাণিত যে, গ্রীনিচমান সময়ের (GMT) দিক থেকে পৃথিবীর সর্ব প্রথম সূর্য উদয়ের দেশ জাপান। যার ভৌগলিক অবস্থান ১৪২ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশ এবং ৩৭.৫ ডিগ্রী উত্তর অক্ষাংশ। এ উদয় স্থল হিসেবে পূর্ণ বিপরীত মেরুর অন্তস্থল হল দক্ষিণ পশ্চিম আটলান্টিক মহাসাগর । যার ভৌগলিক অবস্থান ৩৮ ডিগ্রী পশ্চিম দ্রাঘিমাংশ এবং ৩৭.৫ দক্ষিণ অক্ষাংশ। এ উদয় ও অস্ত স্থলের মধ্যে সময়ের ব্যবধান ১২ ঘন্টা এবং অবস্থানগত দূরত্ব ১৮০ ডিগ্রী। কারণ প্রতি ১ ডিগ্রীতে সময়ের ব্যবধান ৪ মিনিট ।
      চান্দ্র মাসের ১ তারিখে চাঁদ ও সূর্য প্রায় একই সময়ে জাপানে উদিত হয়ে ১৮০ ডিগ্রী পথ অতিক্রম করে সন্ধ্যায় সূর্য যখন আটলান্টিকে অস্ত যায়, চাঁদ তার পরেও আটলান্টিকের আকাশে থাকে প্রায় ৪৯ মিনিট। ১৮০ ডিগ্রী পথ অতিক্রম করতে যদি সূর্য ও চাঁদের অস্ত যাওয়ার মধ্যে সময়ের ব্যবধান হয় ৪৯ মিনিট তাহলে এর অর্ধেক পথ অর্থ: ৯০ ডিগ্রী পথ অতিক্রম করতে সুর্য ও চাঁদের অস্ত যাওয়ার মধ্যে সময়ের ব্যবধান হবে সাড়ে ২৪ মিনিট। মধ্য প্রাচ্যের (ইয়েমেন, রিয়াদ ও বাগদাদ) অবস্থান ৪৫ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে হওয়ায় উদয় স্থল জাপান ও অস্ত স্থল আটলান্টিকের সঙ্গে মধ্য প্রাচ্যের ভৌগলিক অবস্থানের ব্যবধান ৯০ ডিগ্রী। যে কারণে মধ্য প্রাচ্যে যখন সূর্যাস্ত হয় তার পরেও চান্দ্র মাসের ১ তারিখের চাঁদ মধ্য প্রাচ্যের আকাশে থাকে ২০ থেকে ২৫ মিনিট । ফলে চান্দ্র মাসের ১ তারিখের চাঁদ সকল সময়ে সর্বপ্রথম মধ্য প্রাচ্যেই দৃষ্টি গােচর হবে । এবং ক্রমান্বয়ে পশ্চিমাঞ্চলীয় দেশ সমূহে সূর্যাস্তের পরে চাঁদের স্থায়িত্ব আকাশে বেশি সময় থাকবে। যার ফলে চান্দ্র মাসের ১ তারিখে ঐ সকল পশ্চিমাঞ্চলীয় দেশে চাঁদ ক্রমান্বয়ে বেশী সময় ধরে দেখা যাবে। কিন্তু মধ্যপ্রাচ্য থেকে পূর্বাঞ্চলীয় দেশসমূহ ক্রমান্বয়ে উদয় স্থলের নিকটবর্তী হওয়ায় সূর্যাস্তের পরে এখানকার আকাশে ১ তারিখের চাঁদের স্থায়ীত্ব কম সময় থাকে এবং চাঁদ দিগন্তে আকাশে কম উঁচুতে থাকে বলেই উদয়স্থলের নিকটবর্তী দেশ সমূহ পাকিস্তান, ভারত, বাংলাদেশ, চীন বা জাপানে কখনই চান্দ্র মাসের ১ তারিখের চাঁদ দেখা যাবে না।

    • @user-lo4qc1ke7x
      @user-lo4qc1ke7x 2 ปีที่แล้ว

      হে কোনো আলেম ই না বরং ফেতনা বাজ

  • @ruhulquddus1234
    @ruhulquddus1234 2 ปีที่แล้ว +65

    ভন্ডামীর মাত্রা অতিক্রম হয়ে যাচ্ছে!!!

  • @ABDULLAH-MP
    @ABDULLAH-MP 2 ปีที่แล้ว

    allah amader ei fetna theke hefazot korun

  • @hasanrintu
    @hasanrintu 2 ปีที่แล้ว

    এই হুজুর খুব ভাল জ্ঞান রাখে। ঠিক বলেছেন ইনি।

  • @mdmamun212
    @mdmamun212 2 ปีที่แล้ว +226

    আল্লাহ এসব ফেতনা বাজদের থেকে সবাই কে রক্ষা করুন

    • @wl_36_shan
      @wl_36_shan 2 ปีที่แล้ว

      Amin

    • @md.saifulislamfaisal6546
      @md.saifulislamfaisal6546 2 ปีที่แล้ว

      Ameen!

    • @greenbanglablog4818
      @greenbanglablog4818 2 ปีที่แล้ว

      চাদপুর জেলা তো দ্বিতীয় পাবনা,,,,।
      চাদ না দেখে রোযা,, রাখা + ইদ পালন করা কোনটাই সম্ভব না। চাদপুরবাসীর জন্য কি আলাদা চাঁদ উঠে নাকি,,, যে তারা,,সারা বাংলাদেশ কে বাদ দিয়ে তারা,, আলাদা ভাবে রোযা রাখবে + ইদ পালন করবে? তারা সৌদির সাথে মিল রেখে,, কিভাবে রোযা + ইদ পালন করবে? সৌদি আরবের মানুষ তো আগে চাদ,, দেখে তারপর,,রোযা ও ইদ পালন করে। কিন্ত চাদপুরবাসীর জন্য আলাদা ভাবে রোযা ও ইদ পালন করা সম্ভব হবে কিভাবে ? ভৌগোলিকভাবে,, বাংলাদেশ সৌদি আরব থেকে একদিন পিছিয়ে আছে। এটা মনে রাখতে হবে। কিন্ত ৬৩ জেলা একদিকে আর চাদপুর জেলা যাবে আরেক দিকে, এটা কোন সেন্সের আলাপ? এটা বলা যাবে যে যারা বাংলাদেশে বাস করে,, এই দেশের ভৌগোলিকভাবে, ধর্মী রীতি,, বাদ অন্য দেশের ভৌগোলিক নিয়ম মেনে,, রোযা + ইদ পালন করবে,৷ তাদের, রোযা + ইদ ২ টার মধ্যেি ত্রুটি থাকবে। যেখানে যে আইন ,, নিয়ম নির্ধারন করা আছে,, সে আইনের বাহিরে চললে,,তার কাম কর্মে,, ত্রুটি থাকবে। আশা করা যায় বিষয় টা ক্লিয়ার।

  • @photobabul4000
    @photobabul4000 2 ปีที่แล้ว +62

    এই লোক গুলো মুসলিম উম্মার জন্য ক্ষতিকর,এদের থেকে সাবধান হওয়া উচিত।

  • @adnanhossen6536
    @adnanhossen6536 2 ปีที่แล้ว

    Hujur khob sundor khotha bolca

  • @asmarahman8101
    @asmarahman8101 2 ปีที่แล้ว

    যে দেশে মসজিদ কমিটির প্রধান উপদেষ্টা বানানো হয় একজন ধর্ষণকারীকে_ সে দেশে এগুলো স্বাভাবিক কর্মকাণ্ড।
    জয় বাংলা 🖕🖕🖕🤏

  • @lupasvlogcookingchannel2656
    @lupasvlogcookingchannel2656 2 ปีที่แล้ว +15

    যদি সব দেশে একি দিনে একি সময়ে ঈদ হবার হতো তাহলে আল্লাহ দিন রাতের বা সময়ের পার্থক্য রাখতেন না।আল্লাহ আমাদের ইস্পষ্ট করে বলে দিয়েছেন চাঁদ দেখে রোজা রাখতে ঈদ পালন করতে। তাহলে যে দেশে আমরা থাকি সে দেশে যদি চাঁদই না দেখাযায় তাহলে ঈদ হবে কি ভাবে।এটা তো বলতে গেলে আল্লাহর আদেসের পরিপন্থি কাজ।আল্লাহ সবাইকে হেদায়াত ও বুঝার খমতা দিক।আমিন

    • @ffjihadbissas4167
      @ffjihadbissas4167 2 ปีที่แล้ว

      নাবীজী (সাঃ)কি একথা বলেছেন ঈদ হবে দুই দিন বা তিন দিন ধরে ? নাকি একই দিনে

    • @monirahaque3534
      @monirahaque3534 2 ปีที่แล้ว +2

      @@ffjihadbissas4167 ,,Bah, world ar jekono deshe chaad dekha gele ak shathe roja o Eid korte hobe but ifyar korbe nij deser surjo dekhe!!! Keno? World a chaad aktai r surjo ki 2 ta?

    • @MdEasin098890
      @MdEasin098890 2 ปีที่แล้ว

      @@monirahaque3534 sundor akta logical kotha bolsen. thanks bhai

  • @mdmozid9962
    @mdmozid9962 2 ปีที่แล้ว +62

    আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিশেষভাবে অনুরোধ করছি এদের বিরুদ্ধে এখনি ব্যাবস্থা গ্রহন করতে তানাহলে এই সমস্ত ভন্ডামি আরো অনেক ফিতনা সৃষ্টি করবে বাংলাদেশে থাকতে হলে এদেশের নিয়ম অনুযায়ী চলতে হবে

    • @wahidj4773
      @wahidj4773 2 ปีที่แล้ว +1

      ধর্ম যার যার ব্যক্তিগত বিশ্বাস। কে কীভাবে ধর্ম পালন করবে সম্পূর্ণ তার ব্যাপার। কেউ চাইলে ধর্ম পালন করতে পারে, আবার না ও করতে পারে, যে যার বিশ্বাস যেমন ভাবে ইচ্ছা তেমন ভাবে পালন করবে। রাষ্ট্রের দায়িত্ব প্রত্যেক মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা।

    • @atiqahmed3624
      @atiqahmed3624 2 ปีที่แล้ว

      @@wahidj4773 ধুর ছাগল আরেক ভন্ড তুমি

    • @Arifin-ep9xg
      @Arifin-ep9xg 2 ปีที่แล้ว +5

      ধর্মের একটা নিয়ম আছে তার বাইরে গিয়ে কিছু করার অধিকার দেওয়া হয় নাই,আর এটা ব্যাক্তি গত বিষয় না,যে যা মনে চায় তাই করবে কিন্তু কিছু বলা যাবে না,

    • @mdhabibulla8385
      @mdhabibulla8385 2 ปีที่แล้ว

      @@wahidj4773 তরা ফেতনা বাজ তরা মানূষের মাজে ফিতনা সৃষ্টি করছ আল্লাহ তদের বিচার করবে সরকার না করলে ও সরকার এই বড় বাটপার

    • @Eliminator_regainer
      @Eliminator_regainer 2 ปีที่แล้ว +6

      @@wahidj4773 এটি ইসলাম, এটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্ম নয়। কোন ব্যক্তি তার ইচ্ছামত ধর্ম পালন করতে পারে না ধর্মে যা লেখা আছে যা নিয়ম আছে তাই পালন করতে হবে।

  • @diaashop846
    @diaashop846 2 ปีที่แล้ว

    জাহান্নামী, আল্লাহ মাপ করো

  • @smtanmimhasan629
    @smtanmimhasan629 2 ปีที่แล้ว +13

    চাঁদপুরের ১৩৬৫ গ্রামের মধ্যে দুই চারটি(২/৪) গ্রামের মানুষ পালন করে সৌদির সাথে। এতে করে পুরো চাঁদপুর বাসিকে এভাবে উল্লেখ করা অনুচিত মনে করি।
    সরকার চাইলে এর সমাধান করতে পারেন।

    • @smtanmimhasan629
      @smtanmimhasan629 2 ปีที่แล้ว +2

      @Ashraf Raihan
      আপনার এলাকার একজন চোর হলে সবাইকে চোর বলা যেমন বোকার কাজ, তেমনি দুই চারটে গ্রামের জন্য ১৩৬১ গ্রামকে বদনাম করাও বোকামি প্রিয় ভাই।

    • @baghamilon4359
      @baghamilon4359 2 ปีที่แล้ว +1

      যেমন আমাদের শরীয়তপুর ও কিছু পাগল আছে

    • @smtanmimhasan629
      @smtanmimhasan629 2 ปีที่แล้ว

      @@baghamilon4359
      সঠিক ভাইয়া।
      শরিয়তপুরে আমি ছিলাম অনেকদিন।

    • @mmislamnil1802
      @mmislamnil1802 2 ปีที่แล้ว

      ঠিক

  • @afsaruddin8626
    @afsaruddin8626 2 ปีที่แล้ว +25

    চাঁদপুর জেলায় ১৩৬৫ টি গ্রাম আছে,,
    তার মধ্য ৬০-৭০ টি গ্রামে আগের দিন ঈদ করে,
    বাদ বাকি ১৩০০ গ্রাম তো ঠিক আছে।

    • @jahidhasan2817
      @jahidhasan2817 2 ปีที่แล้ว +2

      এই সত্তরটা গ্রামের লোকজনকে একত্র করে আলাদা রাষ্ট্র ঘোষনা করা হউক

    • @ShahAlam-ms9df
      @ShahAlam-ms9df 2 ปีที่แล้ว

      আমাদের আলোচনায় মে reaction গুলো আসছে যেমন ফেতনা সৃষ্টি করার কারনে এটা বন্ধ করা উচিত।
      ভাই এটি একটি Completely Islamic Angel of thoughts. এটাকে খলিফা যে ইসলামিক রাষ্ট্র কর্তৃক নিযুক্ত সে Punch করার ক্ষমতা রাখে (আমি বলছি Sharayee point view). আসুন আমাদের বেলায় আমাদের সবাইকেই including our Govt নির্ভর করতে হচ্ছে কতিপয় Islamic Scholar দের উপর যারা শরিয়ার ঐ compliance এর জন্য না বাধ্য আর না আমরা কেউ তার মতামত মানতে বাধ্য।
      ইসলামী শরীয়ায় "ইজতেহাদ" এমনি একটি বিষয় তা শুধু খলিফা একক সিদ্ধান্তে Choose & Pick করতে পারে অন্যরা না।
      সুতরাং Conclusion হচ্ছে এই ফেতনা শুধু ঐ পদ্ধতিতেই সম্ভব অন্য আর কোন অপশন আমাদেরকে দেয় নাই। ঐ একই Formula অনুযায়ী একজন খলিফা (ইসলামী রাষ্ট্রের অফিসিয়াল প্রতিনিধি) থাকতে আরেকজন দাবি করলে ২য় জনকে to be hanged in Straight way.
      সুতরাং বর্তমান সরকার যা করছে সেটা তার যায়গা থেকে Coordination amongst our few Scholar & then execute. এর বাইরে তিনি যাবেন কেন কারন শরীয়া Rules Apply করতে আসেননি।

    • @md.saifulislamfaisal6546
      @md.saifulislamfaisal6546 2 ปีที่แล้ว

      They needs to be declared NOT MUSLIMS!

  • @mdsiddik9297
    @mdsiddik9297 2 ปีที่แล้ว

    কবে যে এসব মানুষকে আল্লাহ হেদায়েত দান করবে

  • @ilikeflower9912
    @ilikeflower9912 2 ปีที่แล้ว +1

    সরকারের পক্ষ হতে বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের উচিৎ তারা উদ্যোগ নিয়ে সারাদেশের সুনামধন্যে আলেমদের সাথে বসে একটা দিনে ঈদ উজ্জাপন ঠিক করা, মুসলিমদের এতভাগি ভাল নয় এতে সাধারন মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং সমাজে ইসলাম প্রশ্নবিদ্ধ হচ্ছে,

  • @mazedkarim432
    @mazedkarim432 2 ปีที่แล้ว +16

    এটা কি কোন উত্তর হলো? আফগানিস্তানের নয় আপনার চিন্তা করেন। আপনি কিভাবে বাংলাদেশে চাঁদ দেখলেন? কোন বিজ্ঞানের সাহায্যে?

    • @gerenafreefire3867
      @gerenafreefire3867 2 ปีที่แล้ว

      Eita vol bollen..... Chadpur er koyekti gram Eid palon korese..... But pora chadpur-basi Eid palon korese eita noy.... News e je hojor kotha bolesen ... Tini thik kothai bolese... Asa kori apni bojte peresen... 😊

    • @mazedkarim432
      @mazedkarim432 2 ปีที่แล้ว +2

      @@gerenafreefire3867 আমি কি চাঁদপুরের নাম উল্লেখ করে কিছু বলেছি। তাহলে ভুলের কি পেলেন?

  • @rohemaakkter2850
    @rohemaakkter2850 2 ปีที่แล้ว +92

    এই ফেতনা থেকে আল্লাহ্ সবাইকে হেফাজত করুন

  • @mdmamon9601
    @mdmamon9601 2 ปีที่แล้ว

    হে আল্লাহ আপনি আমাদের কে এই সমস্ত ফেতনা থেকে হেফাজত করুন

  • @mahbuburrahman2574
    @mahbuburrahman2574 2 ปีที่แล้ว +1

    বর্তমান এরা এত বেশি বুঝে। আল্লাহ বেশি বুঝ মানুস ঘরে হেদায়েত করেন

  • @jahirbabu583
    @jahirbabu583 2 ปีที่แล้ว +15

    Government should take Proper steps. As they are living in Bangladesh,
    they should have to follow the rules of Bangladesh.

  • @md.piyasehmad2804
    @md.piyasehmad2804 2 ปีที่แล้ว +73

    সৌদী আরবের এর সাথে মিল রেখে প্রতি বছরেই বাংলাদেশের বিভিন্ন জেলায় ঈদুল ফিতর পালন করা হয় এটা ঠিক আছে! কিন্ত গতকাল তারা কিভাবে ঈদুল ফিতর পালন করলো কিছুই বুঝলাম না🤔😇

    • @tawhidahmed3244
      @tawhidahmed3244 2 ปีที่แล้ว +3

      ভাই বিষয়টি একই দিনে। আগে যেখানে নতুন চাঁদ উঠার সংবাদ পাওয়া যাবে সেটাই ধর্তব্য।।

    • @ASKAtifa
      @ASKAtifa 2 ปีที่แล้ว

      Thik

    • @msmannanlipu8333
      @msmannanlipu8333 2 ปีที่แล้ว +18

      চাঁদপুর কি আলাদা আকাশ আছে নাকি যেখানে বাংলাদেশের আকাশের আগে চাঁদ উঠ,

    • @mstmaria7793
      @mstmaria7793 2 ปีที่แล้ว

      ঠিক ইত

    • @aksiddiki0
      @aksiddiki0 2 ปีที่แล้ว +3

      @@msmannanlipu8333 চাঁদপুরের জন্যই আছে আলাদা একটা চাঁদ 🤓🤓🤓

  • @kishorsutradhar5954
    @kishorsutradhar5954 2 ปีที่แล้ว +1

    Science and religion is totally different. Science depends on actual provement . Religion depends on belief.

  • @samztipu6397
    @samztipu6397 2 ปีที่แล้ว +2

    ফেতনা ছড়িয়ে যারা ইসলামের নিয়মনীতি না মেনে ঈদ পালন করেছে। তাদেরকে সহিহ বুঝ দান করুন।

  • @subratoghosh8563
    @subratoghosh8563 2 ปีที่แล้ว +26

    উনার কোন কথা যুক্তি আছে বলে মনে হলো না।

    • @modhu6082
      @modhu6082 2 ปีที่แล้ว

      রাষ্ট্র নায়িকা বলুন 😆

    • @soujali1895
      @soujali1895 2 ปีที่แล้ว

      @@modhu6082 Pakistan jindabad holpojari mordabad

  • @abhgaming1128
    @abhgaming1128 2 ปีที่แล้ว +39

    অসম্ভব
    রাষ্ট্রনায়ক ঘোষণা ছাড়া ঈদ উদযাপন করা হারাম ।
    এখানে রাষ্ট্রপ্রধানের ঘোষণা প্রয়োজন আছে

    • @jahidhasan2817
      @jahidhasan2817 2 ปีที่แล้ว +7

      চাঁদ না উঠলে রাষ্ট্রের বাপ ঘোষনা দিলেও ঈদ হবেনা।

    • @abhgaming1128
      @abhgaming1128 2 ปีที่แล้ว +6

      @@jahidhasan2817 এক লাইন বেশী বোঝেন কেন।
      Ex:
      9/10/11
      কোরবানি ঈদ পালন করা যায় এখানে আপনি একলা একলা করিয়েন ।
      ঈদ পালন করার জন্য প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধানদের একটা আনুষ্ঠানিক ঘোষণা দরকার হয়

    • @nothinghasmychannel987
      @nothinghasmychannel987 2 ปีที่แล้ว +1

      প্রধান ঘোষণা দিলেই ঈদ উদযাপন করা যাবে তার জন্য চাঁদ উঠার প্রয়োজন হবে না কিন্তু একটা শর্ত থাকবে যে রোজা ২৯ টি অথবা ৩০ টি হতে হবে এর কম বা বেশি হলে চলবে না 🤐

    • @nothinghasmychannel987
      @nothinghasmychannel987 2 ปีที่แล้ว

      @@jahidhasan2817 প্রধান ঘোষণা দিলেই ঈদ উদযাপন করা যাবে তার জন্য চাঁদ উঠার প্রয়োজন হবে না কিন্তু একটা শর্ত থাকবে যে রোজা ২৯ টি অথবা ৩০ টি হতে হবে এর কম বা বেশি হলে চলবে না 🤐

    • @jahidhasan2817
      @jahidhasan2817 2 ปีที่แล้ว +1

      @@nothinghasmychannel987 সেটা মুসলিম প্রধান হবে, মুশরিক প্রধান নয়।

  • @jannatulriya9971
    @jannatulriya9971 2 ปีที่แล้ว

    আমরা তো চাঁদপুরের। কিন্তু আমাদের এখানে মঙ্গলবার ঈদ হবে

  • @arsiqbalbhuiyan7132
    @arsiqbalbhuiyan7132 2 ปีที่แล้ว

    সহমত আপনার কথার সাথে

  • @kefayetakash
    @kefayetakash 2 ปีที่แล้ว +33

    হুজুর যে কি বললো হুজুর নিজেই জানেনা , আফগানিস্তান কে রোজা কাজা করতে বলবে অথচ উনারাই রোজা পালন করে ফেলেছে, কি আশ্চর্য।
    আবার সূর্য ও চাঁদ উঠার যে ব্যাখা দিলো ঐটাও কি বললো বুঝলাম না ।

    • @auvikahmedchowdhuryauvik1122
      @auvikahmedchowdhuryauvik1122 2 ปีที่แล้ว +2

      সে কিরকম মূর্খামি কথা বলেছে একজন বিজ্ঞান বোঝা মানুষ ই শুধু বুঝবে

    • @abutalha2278
      @abutalha2278 2 ปีที่แล้ว

      চান্দ্রমাস শুরুর ক্ষেত্রে বিভিন্ন দেশে এই ভিন্নতার কারণ
      সাওম, ঈদ, কুরবানীসহ চাঁদের তারিখ নির্ভর সকল ইবাদাত পালনে দেশে দেশে দিন তারিখের ভিন্নতার মল কারণ হলাে, সকল ইমাম, মুজতাহিদ এবং জ্যোতিবিজ্ঞানীর সর্বসম্মত মত হল ভৌগলিক কারণে চান্দ্রমাসের ১ তারিখে নুতন চাঁদ কখনই সমগ্র পৃথিবী থেকে দেখা যায় না। বরং সমগ্র পৃথিবীতে নুতন চাঁদ দেখা যেতে ২/৩ দিন সময় লেগে যায়। এরই ভিত্তিতে বাহ্যিক দেখা অনুযায়ী একই চান্দ্রমাসের ভিন্ন ভিন্ন ২/৩টি ১ তারিখ গণনা হয়ে আসছে। নুতন চাঁদ দেখার এ ভিন্নতাকে ফিকহের পরিভাষায় اختلاف المطالع বা চাঁদের উদয়স্থলের ভিন্নতা বলা হয়। বিগত দিনের ইমাম ও ফকীহগণের জীবদ্দশায় আধুনিক উন্নত ইলেকট্রনিক সংবাদ মিডিয়া ছিলনা। যার ফলে তারা তাৎক্ষনিকভাবে চাঁদ দেখার সংবাদ এক দেশ থেকে অন্য দেশে দিতে বা নিতে পারেন নি। এ ওজর বা বাধ্যবাধকতার কারণেই তারা বাহ্যিক চোখে যেদিন যে অঞ্চলে চাঁদ দেখেছেন এবং যতদূর পর্যন্ত সংবাদ দিতে-নিতে পেরেছেন ততদূর পর্যন্ত দেশ ও অঞ্চলে আমল করেছেন । অবশ্যই এটা তাদের ভুল ছিলনা বরং সময়ের দাবীতে এবং যােগাযােগ ব্যবস্থার অসুবিধার কারণে তাদের এ আমল সম্পূর্ণ যুক্তি সঙ্গত ছিল। ওজর সম্বলিত তাদের সে আমলই কালের পরিক্রমায় সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ও মানুষের স্নায়ুতে মিশে গেছে। পরবর্তীতে যুগ পরম্পরায় অঞ্চল ও দেশ ভিত্তিক উক্ত আমল পালিত হয়ে আসছে। সাওম, ঈদ, কুরবানীসহ চাঁদের তারিখের উপর নির্ভর সকল ইবাদাত পালনে দেশে দেশে দিন তারিখের ভিন্নতার ইহাই মূল কারণ।

    • @ffjihadbissas4167
      @ffjihadbissas4167 2 ปีที่แล้ว

      বিশ্বব‍্যাপী একই দিনে সিয়াম ও ঈদ পালন এই বইটি পড়েন শুধু আলেমদের দিকে তাকিয়ে না থেকে

    • @abutalha2278
      @abutalha2278 2 ปีที่แล้ว

      বিশ্ব ব্যাপী এই ভিন্নতার কারণে কি কি সমস্যা সৃষ্টি হচ্ছে?
      উত্তর: সাওম, ঈদ, কুরবানী, তাকবীরে তাশরীক, পবিত্র লাইলাতুল ক্বদর এবং ইয়াওমি আশুরাসহ চাঁদের তারিখ নির্ভর ইবাদাত সমূহ বর্তমানে বাংলাদেশে নিজ দেশের আকাশ সীমায় চাঁদ দেখার ভিত্তিতে পালিত হওয়ায় যে সমস্যাবলীর সৃষ্টি হয় তার মধ্যে অন্যতম হচ্ছে:
      এক: পবিত্র রমযান মাস শুরু হয়ে গেলে সাওম রাখা ফরয, সাওম না রাখা হারাম। অথচ পৃথিবীর আকাশে পবিত্র রামাদানের চাঁদ উদয়ের সংবাদ পাওয়ার পরেও ঐদিন বাংলাদেশের আকাশে চাঁদ না দেখার কারণে সাওম শুরু না করায় বাংলাদেশের মুসলিমদের এক বা দু’টি ফরয সাওম ছুটে যাচ্ছে ।
      দুই: শাওয়ালের চাঁদ দেখার ভিত্তিতে পাশ্চাত্য, মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্যসহ বিশ্বের বেশীর ভাগ দেশে যেদিন ঈদ হচ্ছে বাংলাদেশের মুসলিমগণ সে দিন সাওম রাখতে বাধ্য হচ্ছেন।
      তিন: হাদিসের নির্দেশ অনুযায়ী হজ্জের দিন (ইয়াওমুল আরাফা) ফজর থেকে তাকবীর বলা ওয়াজিব। অথচ টি,ভি,তে হজ্জ অনুষ্ঠিত হওয়ার সুস্পষ্ট দৃশ্য সচক্ষে দেখেও পবিত্র হাদিসের উক্ত নির্দেশ অনুযায়ী বাংলাদেশের মুসলিমগণ ঐদিন তাকবীরে তাশরীক শুরু না করায় তাদের ৫ বা ১০ ওয়াক্তের ওয়াজিব তাকবীর ছুটে যাচ্ছে।
      চার: ইয়াওমুল আরাফা তথা হজ্জের দিনের মুস্তাহাব সাওম বাংলাদেশের স্থানীয় ৯ তারিখে রাখায় উক্ত সাওম হজ্জের দিনে আদায় না হয়ে কুরবানীর দিনে পালিত হচ্ছে। আর কুরবানীর দিন ও তার পরবর্তী তিন দিন সাওম রাখা হারাম। ফলে এ নফল সাওম রাখতে গিয়ে বাংলাদেশের মুসলিমরা হারামে নিমজ্জিত হচ্ছেন। অবশ্য বিষয়টি ইজতিহাদী মাসআলা হওয়ার কারণে হয়তাে আল্লাহ (সুব:) ক্ষমা করে দিবেন।
      পাঁচ: প্রচলিত ধারায় পাশ্চাত্য, মধ্য প্রাচ্য ও দূরপ্রাচ্যসহ পৃথিবীর বেশীর ভাগ দেশে রামাদান মাস বাংলাদেশের এক বা দু’দিন পূর্বে শুরু হওয়ায়, ঐসব দেশ থেকে সাওম শুরু করে বাংলাদেশে এসে ঈদ করলে তার সাওম হবে ৩১ বা ৩২টি। আর বাংলাদেশ থেকে অন্য দেশে গেলে তার সাওম হবে ২৭ বা ২৮টি। অথচ ইসলামী শরীয়াতে ২৭, ২৮ বা ৩১, ৩২ সাওমের কোন বিধান নেই। কেননা হাদীসে পরিষ্কার বলা হয়েছে মাস হয় ২৯ দিনে হবে নয়তাে ৩০ দিনে হবে।
      ছয়: বাংলদেশের স্থানীয় ১১ বা ১২ জিলহজ্জ তারিখে যারা কুরবানী করেন তাদের কুরবানী হচ্ছে মূলত ১৩ বা ১৪ তারিখে। ফলে তাদের দু’দিনের কুরবানীই ছহীহ হচ্ছে না।
      সাত: পবিত্র লাইলাতুল ক্বদর, দু’ ঈদের দু'রাত ইত্যাদি সমগ্র বিশ্ববাসীর জন্য এক একটি সুনির্দিষ্ট ফযিলতপূর্ণ রাত। বাংলাদেশের স্থানীয় তারিখ অনুযায়ী এসব ইবাদাত পালিত হওয়ায় আমরা সব সময়ই এ মহান রাতগুলাের বিশেষ সওয়াব থেকে বঞ্চিত হচ্ছি ।

  • @shahajanhossain1502
    @shahajanhossain1502 2 ปีที่แล้ว +9

    এরা নাকি পীর 😄😄😄

  • @user-qj9ct9di8u
    @user-qj9ct9di8u 2 ปีที่แล้ว

    আজকে আমরা ঈদ পালন করতেছি

  • @peaceofislam7957
    @peaceofislam7957 2 ปีที่แล้ว

    আল্লাহ হেদায়েত দান করুন। আমীন

  • @hossainshakhawat2813
    @hossainshakhawat2813 2 ปีที่แล้ว +16

    মুর্তি পুজা অার মাজার পুজার মাঝে কোন পার্থক্য নাই৷

    • @jahidhasan2817
      @jahidhasan2817 2 ปีที่แล้ว

      হুম

    • @mohammedsyedraihanmahmud2672
      @mohammedsyedraihanmahmud2672 2 ปีที่แล้ว

      জি ভাই। আসলে হিন্দু ধর্মেও মূর্তি পূজা হারাম আর ওদের পন্ডিতদের কারণে সবাই মূর্তি পূজা করে। তেমনি আমাদের ইসলাম ধর্ম ও মাজার হারাম কিন্তু কিছু ভন্ডদের কারণে মাজার পালণ করা হয়

  • @justgo411
    @justgo411 2 ปีที่แล้ว +8

    বাবা তোমার দরবারে সব পাগলের মেলা🐒🐒🐒

  • @animalislam6467
    @animalislam6467 2 ปีที่แล้ว

    হানাফি মতে ঠিক আছে আলহামদুলিল্লাহ

  • @user-ft2xn4wn7n
    @user-ft2xn4wn7n 2 ปีที่แล้ว +2

    বাংলাদেশের সাথে সৌদিআরব এর সাথে ইংরেজি বর্ষ অনুযায়ি সময়ের ব্যবধান ৩ ঘন্টা আর চন্দ্রবর্ষ অনুযায়ি সময়ের ব্যবধান ২১ ঘন্টা, রোজা বা ঈদ যেহেতু চাঁদের হিসেব অনুযায়ী হয় তাই একইদিনে রোজা বা ঈদ পালন করার সুযোগ নেই।

  • @suzonmia5672
    @suzonmia5672 2 ปีที่แล้ว +23

    আফগানিস্তানে এমন বড় বড় আলেম আছে যাদের জুতা টানার ও যোগ্যতা নাই, তারা তাদের টা বুঝে না নাকি,? আর তুমি আইছো কোথা থেকে নদু মিয়া।

    • @khorshedalam4879
      @khorshedalam4879 2 ปีที่แล้ว +2

      Gajar akta limit ace re pagol 🤣🤣

    • @hridoyhidoy
      @hridoyhidoy 2 ปีที่แล้ว

      তুমি আমার বালডা বোঝো

  • @fahimmedia4803
    @fahimmedia4803 2 ปีที่แล้ว +7

    "চাঁদ" হলো চাঁদপুরের নিজস্ব সম্পত্তি।
    কখন উঠাবো, কখন নামাবো, ঈদ ৩ দিন নাকি ১ দিন করবো; এগুলো আমাদের নিজস্ব বিষয় 😎

  • @mohammadjonifrombangladesh9189
    @mohammadjonifrombangladesh9189 2 ปีที่แล้ว

    আমি যখন দেখি আলেমদের এই কান্ড তখনই মনে হয় আওয়ামী লীগ সরকার আরো দশ বছর থাকার দরকার

  • @abdullarafi9195
    @abdullarafi9195 2 ปีที่แล้ว +1

    এখন দেখছি চাঁদ দেখে ঈদ হয় না নিজের মন মতন ঈদ হয়

  • @mdhasanfakir8392
    @mdhasanfakir8392 2 ปีที่แล้ว +5

    আসসালামু আলাইকুম স্যার ও আপু কেমন আছেন আপনারা। আল্লাহ যেন যমুনা টেলিভিশনের সবাইকে ভালো রাখে আমিন।

  • @saihed6172
    @saihed6172 2 ปีที่แล้ว +6

    এদের কারো ইসলামের বেপারে সঠিক গৃয়াণ নেই আল্লাহ এস সব ফেতনা থেকে মুসলমানদের কে হেফাজতে রাখুন

  • @open24tv58
    @open24tv58 2 ปีที่แล้ว +1

    ফেতনা সৃস্টিকারীদের আইনের আওতায় আনা হোক।

  • @powerofmegaproject7758
    @powerofmegaproject7758 2 ปีที่แล้ว

    এখানে চাঁদপুর বলতে সারা চাঁদপুরবাসীরাতো ঈদের আগের দিন ঈদ পালন করেনা এটা একটা গ্রাম মাত্র একটু ক্লিয়ার করবেন দয়া করে সারা চাঁদপুরবাসী কে মিলিয়ে দিচ্ছেন ।

  • @nurunnaharsume8715
    @nurunnaharsume8715 2 ปีที่แล้ว +14

    সৌদি আরবে যেদিন থেকে রোজা শুরু ওইদিন থেকে কি রোজা রেখেছিল?

    • @osmanchishti4586
      @osmanchishti4586 2 ปีที่แล้ว +4

      হ্যাঁ, উনারা ঐদিন থেকে রোজাও রাখে,
      তবে এটি ভাড়াবাড়ি ছাড়া অন্য কিছু নয়

    • @sohagctg4307
      @sohagctg4307 2 ปีที่แล้ว +1

      ভাই সৌদি আরবের সাথে যদি রোজা রেখে থাকে তাহলে ওরা নামাজ কোন টাইমে পড়েছেন সৌদি আরবের টাইমে না বাংলাদেশের টাইমে ইফতার ও সেহেরী কোন টাইমে করেছেন সৌদি আরবের টাইমে নাকি বাংলাদেশের টাইমে

    • @ffjihadbissas4167
      @ffjihadbissas4167 2 ปีที่แล้ว

      জি

    • @ffjihadbissas4167
      @ffjihadbissas4167 2 ปีที่แล้ว

      @@osmanchishti4586 রাসুল (সাঃ) রেখেছেন যেদিন আমারও রাখবো সেদিন কার বাপের কি

  • @siddiqurrahman7506
    @siddiqurrahman7506 2 ปีที่แล้ว +4

    কি অদ্ভুত ঘটনা ঈদ কি তিন
    দিন ধৰি পালন করে এবং তারা
    কি যুক্তি তুলে ধৰলো আরব দেশের
    কথা বলতে গেলো। এটা ঠিক করেনি আমার ভারতে এক দিন হয় ঈদ।আজকে
    আমাদের এখানে ৰোজা আছি সবাই।

  • @haidarseagleeye1306
    @haidarseagleeye1306 2 ปีที่แล้ว

    Allha Khair Kara

  • @monirhossain6962
    @monirhossain6962 2 ปีที่แล้ว

    রাষ্টীয় আইনের আওতায় এনে সরকারের নির্ধারিত দিনে ঈদ পালনের ব‍্যবস্হা করা সরকারের জন‍্য জরূরী।

  • @hasirbazar2492
    @hasirbazar2492 2 ปีที่แล้ว +5

    রোজা রাখতে কষ্ট হয়

  • @shamimahmed8648
    @shamimahmed8648 2 ปีที่แล้ว

    চাঁদপুর আমরা যাকে বলি চাঁদের দেশ আর চাঁদের দেশে তো এগুলো হওয়াটা অসম্ভব কিছু না

  • @razaulhasanhasan9980
    @razaulhasanhasan9980 2 ปีที่แล้ว +6

    আমার মনে হয় বড় সয়তান,

  • @abharulhaqueasif5229
    @abharulhaqueasif5229 2 ปีที่แล้ว +3

    চাঁদপুরকে নিয়ে কেউ খারাপ কিছু ভাববেন না। কারণ চাঁদপুরের সবাই ঈদ পালন করে না।

    • @abharulhaqueasif5229
      @abharulhaqueasif5229 2 ปีที่แล้ว

      @Ashraf Raihan
      🤔😅😅

    • @ibrahimkhalil8536
      @ibrahimkhalil8536 2 ปีที่แล้ว +1

      উনারা যে ভুল কোন লজিকে।ভুল তো আমরাও হতে পারি।খুবই তথ্যবহুল পোস্ট করার জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আফগানিস্তান সহ কিছু দেশ বাংলাদেশের ২ দিন আগে চাঁদ দেখলো এবং মাঝে মাঝে সৌদি আরব সহ কিছু দেশের সাথেও ২ দিন ব্যবধান হয়ে যায় ব্যাপারটা একটু ব্যাখ্যা করবেন।।আর
      (২)যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় যেমন অনেক দেশ যারা যুক্ত ছিল, মানুষের প্রয়োজনে ভাগ হয়েছে। এখন দেখা যায় ভাগ হওয়া দেশের এক দেশে আগে ইদ হচ্ছে অন্য দেশে একদিন পর ইদ হচ্ছে। আবার অনেক বড় রাষ্ট্র আছে যারা ভাগ হলে দেখা যাবে এই ঘটনা ঘটছে।।এই ব্যাপারে কিছু জানলে জানাবেন। উপকৃত হব।

  • @fijuxsan6098
    @fijuxsan6098 2 ปีที่แล้ว

    ঈদের নামাজ কোনো দেশের টাইমে করবে, তাহলে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের অন্যদেশের টাইমে কর।

  • @nilufaakhter4943
    @nilufaakhter4943 2 ปีที่แล้ว

    Allah ai sob jahelder bujer tawfic Dan korun

  • @mostafizurrahman7743
    @mostafizurrahman7743 2 ปีที่แล้ว +8

    কোন সালাম কালাম নাই।

  • @mibrahimm2645
    @mibrahimm2645 2 ปีที่แล้ว +3

    ঈমাম বললো তারা বিগ্গান মানে তাহলে তো বিগ্গানের ভৌগলিক অবস্থার জন্য আমাদের এখানে সৌদিআরবের একদিন পড়ে ঈদ হয় ।তারা কিসের ভিত্তিতে সৌদির সাথে মিলিয়ে ঈদ করছেন

  • @morshedaislam9749
    @morshedaislam9749 2 ปีที่แล้ว

    হায় রে আল্লাহ,,,,কোন দেশে আছি আমরা ৩ দিন ইদ

  • @ahalamhosen7472
    @ahalamhosen7472 2 ปีที่แล้ว

    মহানবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখ চাঁদ দেখে ঈদ করা এটা হল উত্তম কাজ

  • @allesportshighlights9121
    @allesportshighlights9121 2 ปีที่แล้ว +3

    এরা এত বিনোদন দেয় কিভাবে?
    আমাদের জনসাধারণের ঈদ আগামীকাল।

  • @abdulmazidmiah1035
    @abdulmazidmiah1035 2 ปีที่แล้ว +4

    কেউ কি কিছু বুঝলেন? আমি রে আগামাথা কিছুই...

  • @MdMonir-kv7jf
    @MdMonir-kv7jf 2 ปีที่แล้ว

    এই হুজুর এবং এলাকার গ্রামের মানুষ মনে হইতাছে অনুগ্রহের তাদেরকে হেফাজত করুক আমিন