মিষ্টি ভাবি ও ভাইয়া, প্রথমত আমি চোখে দেখতে পাই না দৃষ্টি প্রতিবন্ধী আর দ্বিতীয়ত একটা কথা বলা হয়নি আমি আসলে প্রেগন্যান্ট আর আমার অফিসের লোকরাও কেমন যেন হেল্পফুল মনোভাব দেখালো না সবকিছু মিলিয়ে আমি খুব অসহায় হয়ে পড়েছিলাম কিছুই করতে পারিনি আপনাদের জন্য কিন্তু আপনাদেরকে আমার এতটা আপন মনে হয় যা বলে বোঝাতে পারবো না এবং মিষ্টি ভাবির আচরণেও ঠিক এমনটি ভাব লক্ষ্য করেছিলাম মনে হলে হয়েছিল কত আপন এখন আপনাদের ভিডিওটা শুনছি আর ভীষণ মিস করছি তবে আমারও ভীষণ ইচ্ছা আপনাদেরকে কিছু একটা পাঠানোর সবকিছু মিলে ওই সময় অপ্রস্তুত ছিলাম কিভাবে আপনাদের ঠিকানায় কিছু পাঠানো যেতে পারে উপায় বলে দিবেন আর ঠিকানা দিবেন দয়া করে
সালাম নিবে আপু, আহা কিছু করা লাগবে না, আপনার শারিরীক নানা প্রতিকূলতার মাঝেও যে আমাদের কে আপ্যায়নের চিন্তা করেছেন এটাই অনেক বড় একটি পাওয়া। আপু মন থেকে দোয়াটাই আমাদের জন্য সবচেয়ে বড় উপহার হবে। আপনার জন্যও অনেক অনেক দোয়া আর ভালোবাসা ❤️
আছালামুআলাইকুম খুব সুন্দর লাগল আপনার ব্লক দেখলাম উপভোগ করলাম। আপনাদের জন্য অনেক অনেক অভিনন্দন জানাই এত সুন্দর করে জিনিষ গোলা দেখানোর জন্য। বাচ্চাদের জন্য অনেক অনেক ভাল বাসা ও দোয়া রহিল আল্লাহ হাফেজ।
আসসালামুআলাইকুম আপু র ভাইয়া।। আপনাদের ভিডিও অনেক ভালো লাগে।। আমি Australia থাকি।। আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে ।।বিদেশের মাটিতে পিঠা পুলি কিভাবে ঘরে সহজে বানানো যায় সেটা নিয়ে plz kichu video বানান ।।desert racipe গুলা বিদেশের মাটিতে কিভাবে বানালে দেশের মতো স্বাদটা পাওয়া যাবে।।plz amr comment er একটা answer আশায় থাকলাম আপনাদের কাছে।।ফি আমানিল্লাহ।।
Darun darun ...bidesh e boshe desh er ei sob mosla pati te haat bulalei chokhe jol eshe jabe ...atoi maya jorano ache esob jinis e ...khub valo ..onek ranna banna koro , amrao dekhi ...khushi thako
অনেক দিন পর আপনাদের ভিডিও দেখে মনটা ভরে গেল অনেক আবেগ প্রবন হয়ে গেলাম বগুড়ার জিনিস পত্রের সাথে বগুড়ার ভালোবাসা নিয়ে এসেছেন অসাধারণ অনেক ভালো লাগলো ধন্যবাদ পরিবারের সকলকে নিয়ে ভালো থাকবেন এ-ই দোয়া করি। 💞♥️
আপু অসুখ বিসুখ সহ নানা ঝামেলায় বাস্ত থাকায় সম্ভব হয় নায় তবে সব সময় আপনাদের কথা মনে হয়। চেষ্টা করবো আবার নিয়মিত হওয়ার কারণ আপনাদের সাথে দোয়া ও ভালোবাসা বিনিময়ের এটাই তো মাধ্যম। দোয়া করিও আপু ❤️💚🧡💜💙💛🤍❣️
ভাই এখানে দেশী পেয়াজ সোনার হরিণের চেয়েও বিরল তাই এভাবে কৌশল করে বেরেস্তা বানিয়ে আনা হয়েছে। আমাদেরকে ভালো লাগে জেনে খুব খুশি হলাম আপনার জন্য দোয়া করে দিলাম ❤️💚🧡💜💙💛🤍❣️
Assalamualikum bhai and apa, apnader program Onek dekhi. Khub bhalo lage. Amer husband ke dekha lam bollo “ Shobai ane takar bosta are unara anche piaj er bosta?”😅
ওয়া আলাইকুম সালাম আপু আমাদের ভিডিও উপভোগ করার জন্য আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ। ভাইকে বলবেন বিদেশ বিভূঁইয়ে এই পিঁয়াজ আমাদের কাছে টাকার বস্তার চেয়েও মহামূল্যবান হা হা হা হা একটু একটু করে ওষুধের মতো করে রান্নায় ব্যবহার করি ❤️💚🧡💜💙💛🤍❣️
আমিও বাংলাদেশ থেকে আসার সময় ৪০ কেজি ওয়েট বেশি হয়েছিল তাই আমাকে এয়ারপোর্টে ৮০হাজার টাকা এক্সট্রা পেমেন্ট করতে হয়েছে কিন্তু আমি তো জানতাম না যে এটা অনলাইনে পেমেন্ট করলে অনেক কম দিতে।😢
এখানে বাসার বাইরে ফ্রিজের মতোই অনেক ঠাণ্ডা এজন্য বাসার পিছনে storeroom/ shade এ রেখেছি ওখানে অনেক ভালো থাকবে আর ফ্রিজের জায়গাও বেঁচে যাবে। ভিডিওটা উপভোগ করার জন্য অনেক ধন্যবাদ ❤️💚🧡💜💙💛🤍❣️
ভালোবাসা দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ, ভিডিও দিতে না পেরে আমরা তোমাদের আশীর্বাদ থেকে বঞ্চিত হচ্ছিলাম। দোয়া করি। মহান আল্লাহ তোমার পরিবারের সবাইকে ভালো রাখুন ইনশাআল্লাহ 😍😍😍❤️❤️❤️❤️
ভাই আস্সালামু আলাইকুম, খেজুর গুড় এনেছি ভিডিওতে দেখানো হয়নি। আর ওল কচু আনা নিষেধ এজন্য আনি নাই তাছাড়া ওল এখানে পাওয়া যায় আমরা এখান থেকে কিনি। ভিডিওটা উপভোগ করার জন্য অনেক ধন্যবাদ আপু ❤️💚🧡💜💙💛🤍❣️
তাই নাকি আপু? ভিতরটা তো ম্যাট ফিনিশিং তারপরও দাগ পড়ে ? তবে আমরা এখনো ইউজ করিনি, তাহলে তো সাবধানে ব্যবহার করতে হবে দেখছি। আপনার মূল্যবান পরামর্শের জন্য অনেক ধন্যবাদ ❤️💚🧡💜💙💛🤍❣️
আপু টিকিট কাটার পর ওয়েবসাইট এ বুকিং রেফারেন্স দিয়ে লগইন করলে অপশন পাবেন, অথবা airline এর apps থেকেও এক্সট্রা লাগেজ কেনা যায়। টিকিট কাটার পর এসব অপশন আসবে।
আপু একটি বাস্তব সত্য হলো মায়ের হাতের বানানো ছাড়া পয়সা দিয়ে কেনা সব ঘী'তেই ভেজাল আছে! তারচেয়ে নির্মম সত্যটা হলো পরিচিত বাবসায়ীরা ঠকায় সবচাইতে বেশী সেখানে নিজ ভদ্রতার কারণে আপনি তাকে কিছুই বলতে পারবেন না। ঠকবোই যখন তখন অপরিচিত দ্বারাই ঠকি চেনাজানা লোকদের ভিতরের রূপটা আর দেখতে হলোনা 😂😂😂😂 ফাইনালি আর একটা কথা বলিঃ এতক্ষণ যা বললাম এগুলো সবই আমার নিজস্ব মতামত। আপনার কিম্বা অন্যদের ভিন্ন মতামতকেও আমি শ্রদ্ধা করি 😍😍😍😍
দেশ থেকে সোনার খনি নিয়ে এসেছ। আমরা মাটির জিনিষ ব্যাবহার করার আগে লবণ দিয়ে পুড়িয়ে নিই। তাহলে ফেটে যায় না। এক্সট্রা ওজনের জিনিষ অন লাইন এ পে করার ব্যাপারে টা শুনে উপকৃত হলাম। আমার মেয়ে প্রথম বার যখন গেলো তখন 36হাজার টাকা এক্সট্রা লেগেছিল। দেশে মা এখন কেমন আছেন জানিও। এই দেশীয় জিনিসের রান্না দেখার আশায় রইলাম 🙏❤️
তুমি ঠিকই বলেছো দি, পুরো জন্মভূমিটাই আসলে সোনার খনি। মাটির জিনিষ লবণ দিয়ে কীভাবে পুড়িয়ে নাও ? কড়াইতে লবণ দিয়ে পোড়া পোড়া করে ভাজতে থাকো ? অনলাইন এ পে করার জন্য আমাদের প্রতিকেজি GBP £ ৮.৩০ লেগেছে। চেকইনের সময় পে করলে কয়েকগুণ বেশী চার্জ করে। এখানে বাইরে এখনো বরফ শীতল ঠাণ্ডা দিদি, মাস দু-এক পর শীত একটু কমলে তখন নতুন নতুন দেশীয় রান্না হবে। এখন পূর্বের ধারণ করা ভিডিওগুলো এডিট করে আপলোড করবো। ভালো থেকো আর আমাদের জন্য একটু দোয়া করো। 😍😍😍😍
@@BelethBilash হ্যা ঠান্ডা কমলে, রান্না করে দেখিও। আমরা সাজের পিঠা বানাতে সাজ এনে উনুন (এখন গ্যাস) এ বসিয়ে লবন ভোরে দিয়ে ঢাকনা দিয়ে পুড়তে দিই। তবে ওতো দুর থেকে এনেছ, তোমাদের প্রসেস টাই ঠিক, কোনো রিক্স নেই। সাজের পিঠা মানে চিতই ও কাচি পোড়া পিঠা ও বলে। দেশের জিনিষ গুলো সাবধানে রেখো, একটুও যেনো নষ্ট না হয়। কি কষ্ট করে জোগাড় করেছো! অনেক দোয়া সপরিবারে ভালো থেকো, সুস্থ থেকো। আমার বাবু সোনা দের দেশের অভিজ্ঞতা জানিও 🙏❤️
আপনাদের দেওয়া চকলেট এবং পার্স ব্যাগ উপহার পেয়ে আমি খুবই খুশি হয়েছি কিন্তু চকলেট তো আর রাখা যায় না ওটা খেয়ে নিয়েছি আর পার্স ব্যাগটা স্মৃতি হিসেবে রেখে দিয়েছি আমি তো কিছু দিতে পারলাম না উল্টো আপনাদের কাছ থেকে পেলাম
আপু এবং ভাইয়া বগুড়া সোনাতলা আমাদের বাড়ি... আপনারা যেসব এলাকার নাম বলছিলেন শুনে অনেক ভালো লাগছিলো কারন আমার পরিচিত এলাকা...ইতি আপু থেকে শুরু করে শাহনাজ আপু সবাই ভিডিও আমি দেখি.. অনেক শুভ কামনা আপনাদের জন্য.. 😊
আপু আমাদেরও অনেক ইচ্ছা ছিল সবাইকে একসাথে করে দেখা সাক্ষাত করে আপনাদের সবার দোয়া নেওয়ার কিন্তু আমাদের সবার অসুস্থতার জন্য সময় শেষ হয়ে যাওয়ায় সব কিছু ওলটপালট হয়ে গেলো। ইনশাআল্লাহ আপু বেবী বড় হোক তখন দুজনের সাথেই পরের বার দেখা হবে । দোয়া করি মহান আল্লাহ আপনার পরিবারের সবাইকে ভালো রাখুন এবং সবাইকে সুন্দরভাবে চলার তৌফিক দান করুন আমিন ❤️💚🧡💜💙💛🤍❣️
মিষ্টি ভাবি ও ভাইয়া, প্রথমত আমি চোখে দেখতে পাই না দৃষ্টি প্রতিবন্ধী আর দ্বিতীয়ত একটা কথা বলা হয়নি আমি আসলে প্রেগন্যান্ট আর আমার অফিসের লোকরাও কেমন যেন হেল্পফুল মনোভাব দেখালো না সবকিছু মিলিয়ে আমি খুব অসহায় হয়ে পড়েছিলাম কিছুই করতে পারিনি আপনাদের জন্য কিন্তু আপনাদেরকে আমার এতটা আপন মনে হয় যা বলে বোঝাতে পারবো না এবং মিষ্টি ভাবির আচরণেও ঠিক এমনটি ভাব লক্ষ্য করেছিলাম মনে হলে হয়েছিল কত আপন এখন আপনাদের ভিডিওটা শুনছি আর ভীষণ মিস করছি তবে আমারও ভীষণ ইচ্ছা আপনাদেরকে কিছু একটা পাঠানোর সবকিছু মিলে ওই সময় অপ্রস্তুত ছিলাম কিভাবে আপনাদের ঠিকানায় কিছু পাঠানো যেতে পারে উপায় বলে দিবেন আর ঠিকানা দিবেন দয়া করে
আপনি কমেন্ট করলেন কি করে
@@mistcats hoito onno Kew likhe dice...
সালাম নিবে আপু, আহা কিছু করা লাগবে না, আপনার শারিরীক নানা প্রতিকূলতার মাঝেও যে আমাদের কে আপ্যায়নের চিন্তা করেছেন এটাই অনেক বড় একটি পাওয়া। আপু মন থেকে দোয়াটাই আমাদের জন্য সবচেয়ে বড় উপহার হবে। আপনার জন্যও অনেক অনেক দোয়া আর ভালোবাসা ❤️
@@mistcats ওনার মোবাইলে অপশনটা অন করা যেখানে ভয়েজ দিয়ে মেসেজের আদান প্রদান হয়, এটা ওনাকে সাহায্যকরে বলেছিলেন
🤲
আছালামুআলাইকুম খুব সুন্দর লাগল আপনার ব্লক দেখলাম উপভোগ করলাম। আপনাদের জন্য অনেক অনেক অভিনন্দন জানাই এত সুন্দর করে জিনিষ গোলা দেখানোর জন্য। বাচ্চাদের জন্য অনেক অনেক ভাল বাসা ও দোয়া রহিল আল্লাহ হাফেজ।
ওয়ালাইকুম সালাম ধন্যবাদ ও ভানোবাসা 🧡💕❤️
প্রানের শহর বগুড়া । অনেক দিন পর নিউ মার্কেট দেখলাম। খুব প্রিয় একটা জায়গা আমার।
Assalamualaikum bhai how many kg Briany you can cook thanks please tell me separately meet and rice thanks again
Can you show your alarment gardening please 🙏
Where did you get the jars from at 13:33?
Those are Luminarc Pot Club Storage Jar, Bought from amzn.to/3WoIZQs
@@BelethBilash thank you, they look nice
assalamualaikuum apu ..apu beresta ki just oil diye fry korei jar vore niye gesen?or kono suger or kisu dite hoi onek din songrokkhon er jonno...?
Walaikum Salam Apu, oil only. preserved in freezer in airtight container 😍
How did you bring the knife? Was there no problem with immigration
If you follow procedures you can bring your licensed firearms too and this knife is just a simple kitchen stuff.
Wowwwwww……darun…..Bhaiya aar bhaby🥰Fb e kon page e pabo emon dekhchi plsss..issh amader keo nai emon manush jara pathabo…..you guys r so lucky…..
Ami dekhechilam besh age, abar khuje pele zanabo 💞
@@BelethBilash thank youuuuuuu
Assalamualaikum...mishty vabi, pitoler patil tar price ta ektu bolben plzzz....
পাঁচ হাজার টাকা আপু 😍
Tnx apu...
Lk dea suru bondhu holem tumi o chole aso golpo korbo plz,plz valo thako lachha porota deklem terpor ai vlog a chole alem
Assalamualaikum bhaia r bhabi mashallah onek jinish anesen bangladesh theke 👍 khubi bhalo laglo puro videota 👏🌹stay blessed and happy
আসসালামুআলাইকুম আপু র ভাইয়া।। আপনাদের ভিডিও অনেক ভালো লাগে।। আমি Australia থাকি।। আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে ।।বিদেশের মাটিতে পিঠা পুলি কিভাবে ঘরে সহজে বানানো যায় সেটা নিয়ে plz kichu video বানান ।।desert racipe গুলা বিদেশের মাটিতে কিভাবে বানালে দেশের মতো স্বাদটা পাওয়া যাবে।।plz amr comment er একটা answer আশায় থাকলাম আপনাদের কাছে।।ফি আমানিল্লাহ।।
Asalamu Alaykum apu and bhaia kemon asen Masha Allah wonderful video ❤❤
ওয়া আলাইকুম সালাম আপু, আলহামদুলিল্লাহ আপু আপনাদের সবার দোয়ায় আমরা এখন অনেকটা সুস্থ আছি। সেইসাথে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ❤️💚🧡💜💙💛🤍❣️
Bhie and Apu, বগুড়ার আনচলিক অনেক কিছু জানতে পারলাম। thank you for sharing.
Thank you apu
অনেক সুন্দর লেগেছে ব্লগ টি এবং বাংলাদেশের ও। বেলু আপা লন্ডন থেকে।
ধন্যবাদ আপনাকে দোয়া করবেন আপু 💖
Bhaya aita bimane ki ai system ase please ektu janaben
আপু বাংলাদেশ বিমানের সিস্টেমটা জানা নাই তবে আপনি ফোন করে খোঁজ নিতে পারেন। আপনার জন্য শুভ কামনা রইলো 😍😍😍😍
@@BelethBilash thank you bhaya
Darun darun ...bidesh e boshe desh er ei sob mosla pati te haat bulalei chokhe jol eshe jabe ...atoi maya jorano ache esob jinis e ...khub valo ..onek ranna banna koro , amrao dekhi ...khushi thako
তুমি কেমন আছো গো দি ?
চোখে তো জল আসবেই দেশে মাটি বলে কথা ❤️❤️❤️❤️ ঠাণ্ডাটা একটু কমলেই রান্না বান্না শুরু হয়ে যাবে, এখনতো ঘরের বাইরে যাওয়াই যায়না। তোমরা অনেক ভালো থেকো ❤️💚🧡💜💙💛🤍❣️
Asllamoalikom vaia o apo.onk din por apnader daklam.apnara sobai kmn ahcen? Kob sondor hoice video ta.
ওয়া আলাইকুম সালাম
আলহামদুলিল্লাহ আপু আপনাদের সবার দোয়ায় আমরা এখন অনেকটা সুস্থ আছি।
আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ ❤️💚🧡💜💙💛🤍❣️
FB page e dekhechi. ekhon abar dekhci. osadharon sob Item. Mone hocche ek tukro Bangladesh ❤
আপু বাঙ্গালী মন আমাদের ! পৃথিবীর যে প্রান্তেই থাকিনা কেন মনটা পরে থাকে দেশে ❤️💚🧡💜💙💛🤍❣️
Bogura r kotay teke pitol r hari ta kinesen, kindly bolben ki?
আপু ২নং রেলগেটের কাছে যেখানে রং, ভারনিশ ও লোহার দোকান গুলো আছে সেখান থেকে। ওখানে যেয়ে কাঁসার জিনিসের দোকান বললেই লোকজন দেখিয়ে দিবে ❤️❤️❤️
Alhamdulillah, thanks for the information. Amar bari o Bogura, village Korpur. But Dhaka taki.
অনেক দিন পর আপনাদের ভিডিও দেখে মনটা ভরে গেল অনেক আবেগ প্রবন হয়ে গেলাম বগুড়ার জিনিস পত্রের সাথে বগুড়ার ভালোবাসা নিয়ে এসেছেন অসাধারণ অনেক ভালো লাগলো ধন্যবাদ পরিবারের সকলকে নিয়ে ভালো থাকবেন এ-ই দোয়া করি। 💞♥️
আপু সবার অসুস্থতার জন্য প্রাণের শহরটাকে ভালভাবে ঘুরে বেড়ানো সম্ভব হয় নাই তারপরও সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ্। আপু দোয়া করি মহান আল্লাহ আপনার পরিবারের সবাইকে ভালো রাখুন এবং সবাইকে সুন্দরভাবে চলার তৌফিক দান করুন আমিন ❤️💚🧡💜💙💛🤍❣️
New market miss kori.
আমিন ' জ্বী ঠিক বলেছেন বগুড়া সত্যি প্রানের শহর। '💞♥️
ওয়াও,বগুড়ার নিউমার্কেট..... আহ স্মৃতিকাতর হয়ে গেলাম।আমি বাদুড়তলার মেয়ে এখন ইতালি প্রবাসী। বগুড়ার কোথায় আপনাদের বাসা?
Shafiq Vai Manei onno Rokom kichu !!!❤️❤️❤️ nice blog.
আপু দোয়া করি ভালো থাকবেন ইনশাআল্লাহ, আমাদের জন্যও দোয়া করবেন। 😍😍😍❤️❤️❤️❤️❤️💚🧡💜💙💛🤍❣️
আমার মনে হচ্ছে মুদির দোকান একটি 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰অনেক অনেক ভালো লাগলো আপনার ভিডিওটি দেখে 💯💯💯💯💯💯💯
হা হা হা ঠিক বলেছেন আপু মুদির দোকান 😍😍😍😍
Welcome back, welcome back...hope bring lots of vegetable seeds too, can I get some share from new seeds..
Yes you can collect some seeds from Birmingham. Date time and venue will be announced soon insha allah.
@@BelethBilashI am in London. If possible please can I get some by post. Thanks 🙏
bhaby-[Api]....bhaiya salam niben..aaj ayi vdo hubby k niye dekhlam...o bolllo..tumi to Monohari dokan gele matha kharap hoye jabe🤩..shob kinbe....ami bollam than..bollo container e anbo...bou ja chai 🥰lolzzzz
can't wait to visit BD..doa korben...apnader jonno onek doa🤲
ওয়ালাইকুম সালাম আপু কেমন আছো? বাহ তাহলেতো তোমার কোন চিন্তাই নাই কেবল শপিং করবা 😃😃 ধন্যবাদ দোয়া করবে আপু 💖
Where is your dresses from I'm this video pls?
Apu two blue dresses are gifts from relatives and the black saree is about 17-18 years old 😍😍😍😍
Khub valo laglo anti and ankle , aro vedeo chai ,
😍😍😍Insha Allah
Ami aponader video dekhi.. aponara UK er kothai thaken. I used to live UK too.
আমাদের ভিডিও উপভোগ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কোন শহরে থাকতেন ? আমরা Birmingham এ থাকি ❤️💚🧡💜💙💛🤍❣️
Ma sha Allah
I like the copper pot
It's hand-made and pure copper
Thanks for your sharing 😊
Al Hamdulillah Thanks for liking. This pot is made of Brass (পিতল) metal and completely Handmade.
আসসালামুয়ালাইকুম ভাইয়া আপনার মুখে নিজের এলাকার ভাষা শুনতে পেরে অনেক ভালো লাগে
ওয়ালাইকুম সালাম ধন্যবাদ আপনাকে💞💕
আপনাদের কে অনেক দিন পরে দেখলাম খুবই ভালো লাগলো। ❤️❤️❤️🤲
অনেকদিন পর ভিডিও দিয়ে আপনাদের সুন্দর সুন্দর ভালবাসাপূর্ণ মন্তব্য পেয়ে যার পর নাই আবেগে আপ্লুত। 😍😍😍😍 খুব ভালো থাকবেন ❤️❤️❤️
Assalamualaikum bhai I love yours copper handi and koray when you will invite us for kaschi briany thanks watching from East London
Assalamualaikum.MashAllah so amazing sharing bhaiyya and bhabi.I really like your vlog and it’s really helpful sharing.❤❤
Wa Alaikum Salaam Apu It's our pleasure. 😍😍❤️❤️
Vaiya deshio tradition ke dhore rakhte Chan eta khub valo laglo.
আপু আমাদের এই পছন্দের ব্যাপারগুলোকে আপনারাও যে ভালবাসেন এজন্য আমরা মানসিক প্রশান্তি পাই। ❤️💚🧡💜💙💛🤍❣️
Onek din por bileth bilash e deshi bilash dekhte pelam mashallah 😍 onek din por apu baiyar volg dekhte pelam Allhamdulillah...
আপু অসুখ বিসুখ সহ নানা ঝামেলায় বাস্ত থাকায় সম্ভব হয় নায় তবে সব সময় আপনাদের কথা মনে হয়। চেষ্টা করবো আবার নিয়মিত হওয়ার কারণ আপনাদের সাথে দোয়া ও ভালোবাসা বিনিময়ের এটাই তো মাধ্যম। দোয়া করিও আপু ❤️💚🧡💜💙💛🤍❣️
আমিতো পেঁয়াজ বেরেস্তা দেখে অবাক। আপনাদের দুজনকেই খুব ভালো লাগে
ভাই এখানে দেশী পেয়াজ সোনার হরিণের চেয়েও বিরল তাই এভাবে কৌশল করে বেরেস্তা বানিয়ে আনা হয়েছে। আমাদেরকে ভালো লাগে জেনে খুব খুশি হলাম আপনার জন্য দোয়া করে দিলাম ❤️💚🧡💜💙💛🤍❣️
Apu koi kg kora ancen dal
Apo onk.kiso.anasan .vi apo onak sassari.. valo laglo apnadar video. Uk
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু । আমাদের জন্য দোয়া করবেন, দোয়া করি মহান আল্লাহ আপনার পরিবারের সবাইকে ভালো রাখুন ❤️💚🧡💜💙💛🤍❣️
Assalamualikum bhai and apa, apnader program Onek dekhi. Khub bhalo lage. Amer husband ke dekha lam bollo “ Shobai ane takar bosta are unara anche piaj er bosta?”😅
ওয়া আলাইকুম সালাম আপু আমাদের ভিডিও উপভোগ করার জন্য আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ। ভাইকে বলবেন বিদেশ বিভূঁইয়ে এই পিঁয়াজ আমাদের কাছে টাকার বস্তার চেয়েও মহামূল্যবান হা হা হা হা একটু একটু করে ওষুধের মতো করে রান্নায় ব্যবহার করি ❤️💚🧡💜💙💛🤍❣️
Shotti bolte Ami nijeo tai kori. Ami 5 kg enechi 😂
ভাইয়া ধামা হাতে নিয়ে বসে আছে আর তুমি চা নিয়ে সামনে হাজির😆😆 আমারতো দেখেই ভয় লাগছিলো😂😂 আপু এয়ার টাইট বয়াম গুলো কোথা থেকে নিয়েছ❤
হাহাহাহা
আপু বৈয়ামগুলো আমাজন থেকে নেওয়া Luminarc Pot Club Storage Jar, Bought from amzn.to/3WoIZQs
পিষনী আমার খুব পছন্দ, 😊আমার নানাবাড়ি তে ও পিষনী বলে এটা
খুব সুন্দর লাগলো তোমাদের আজকের আয়োজন । দারুণ ফাটাফাটি মানুষ গো তোমরা । ভালো থেকো সব্বাই । ❤️❤️💞🇧🇩
দিদি সুন্দর করে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ আর আমাদের ভিডিও উপভোগ করার জন্য আপনাকে আবারো অসংখ্য ধন্যবাদ। ❤️💚🧡💜💙💛🤍❣️
@@BelethBilash 💕💞🇧🇩
Salaam sis & viya.very nice shopping.All the dhal & Bamboo dala looking very good.looking forward to see the cooking.waiting for your new vlog.❤️
Wa Alaikum Salaam Sister and thank you so much for enjoying our desi shoppings. ❤️💚🧡💜💙💛🤍❣️
Beautiful vlog 💖💖
ধন্যবাদ আপু ❤️❤️❤️
Viaa e I Sorner Harir eer price koto?
৫ হাজার টাকা আপু ❤️❤️❤️
মাশাললাহ সব গুলি জিনিস খুব সুন্দর ভালো থাকবেন সুস্থ থাকবেন
Omg I thought this was Bangladesh 🇧🇩
আমিও বাংলাদেশ থেকে আসার সময় ৪০ কেজি ওয়েট বেশি হয়েছিল তাই আমাকে এয়ারপোর্টে ৮০হাজার টাকা এক্সট্রা পেমেন্ট করতে হয়েছে কিন্তু আমি তো জানতাম না যে এটা অনলাইনে পেমেন্ট করলে অনেক কম দিতে।😢
Vai, ghee kuti thake kinsen?
আপা এগ্লে আড়ঙের ঘী। বগ্রোত থাকেই কিন্সিনু বারে।
Thank you vai vabi.
Reply dekhe eka eka hashi.
bhaiya apnar sathe ektu kotha bolar chilo gardening er bepare. ektu help korben? kibave contact korbo?
ভাই আপনি আপনার মোবাইল নাম্বার আপনার ভাইয়ের
ইমেইল-এ ( shafiqbogra@hotmail.com ) পাঠিয়ে দিয়েন তখন সে আপনাকে কল বাক করবে ইনশাআল্লাহ। ❤️💚🧡💜💙💛🤍❣️
বেরেস্তা গুলো কি ফ্রিজে রাখবেন, নষ্ট হবে না
এখানে বাসার বাইরে ফ্রিজের মতোই অনেক ঠাণ্ডা এজন্য বাসার পিছনে storeroom/ shade এ রেখেছি ওখানে অনেক ভালো থাকবে আর ফ্রিজের জায়গাও বেঁচে যাবে।
ভিডিওটা উপভোগ করার জন্য অনেক ধন্যবাদ ❤️💚🧡💜💙💛🤍❣️
আপনাদের ভিডিও দারুন খুব সুন্দর সাজানো গুছানো👏🌹👍
ধন্যবাদ 😍
নোটিফিকেশন পেয়ে চলে আসলাম অসাধারণ লাগল ভিডিও টি।
অনেক অনেক ধন্যবাদ আপু ❤️💚🧡💜💙💛🤍❣️
Wow soo nice ❤❤
বগুড়ার পিতলের হাড়ির দোকানের লোকেশন প্লিজ
আপু ২নং রেলগেটের কাছে যেখানে রং, ভারনিশ ও লোহার দোকান গুলো আছে সেখান থেকে। ওখানে যেয়ে কাঁসার জিনিসের দোকান বললেই লোকজন দেখিয়ে দিবে ❤️❤️❤️
But apnader plan journey er vedio expect korechilam
দিবো শীঘ্রই ❤️
Ma sha Allah apu and vai
ধন্যবাদ 💖♥️❤️
আলহামদুলিআল্লাহ্ আপু-- অনেক দিন পর ভিডিও দেখে ভালো লাগলো- ভালোবাসা নিবেন ❤
ভালোবাসা দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ, ভিডিও দিতে না পেরে আমরা তোমাদের আশীর্বাদ থেকে বঞ্চিত হচ্ছিলাম। দোয়া করি। মহান আল্লাহ তোমার পরিবারের সবাইকে ভালো রাখুন ইনশাআল্লাহ 😍😍😍❤️❤️❤️❤️
সুন্দর একটি ভিডিও।
আপু ❤️💚
আমি ভাপা পিঠার হাড়ি দেখতে পেলাম কি সুন্দর ❤❤
নেক্সট টাইম বগুড়া গেলে তোমার জন্য নিয়ে আসবো ভাপা পিঠার হাড়িটা ❤️💚🧡💜💙💛🤍❣️
@@BelethBilash ইনশাআল্লাহ
Mishti , Brishti tomra ki dui bon..?
মিষ্টি কে আপু?
MashaAllah nice
Apu khajur ar Ros ar gur Niya jaten ar ol kocu .
ভাই আস্সালামু আলাইকুম, খেজুর গুড় এনেছি ভিডিওতে দেখানো হয়নি। আর ওল কচু আনা নিষেধ এজন্য আনি নাই তাছাড়া ওল এখানে পাওয়া যায় আমরা এখান থেকে কিনি।
ভিডিওটা উপভোগ করার জন্য অনেক ধন্যবাদ আপু ❤️💚🧡💜💙💛🤍❣️
খুব ভালো লাগে আপনাদের ভিডিও
আপু মনে অনেক প্রশান্তি লাগে যখন শুনি আমাদের ভিডিও আপনার অনেক ভালো লাগে, দোয়া করি ভাল থাকবেন ইনশাআল্লাহ । 😍😍😍😍
🥰❤️🩵🤎💛💚🧡💜💙🏠🏡🏘️🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
Apu Vhaia apnader onek valo lage
Thank you so much Apu
আপু কড়াইটাতে দাগ পড়ে যায়,আমি ব্যবহার করছি
তাই নাকি আপু? ভিতরটা তো ম্যাট ফিনিশিং তারপরও দাগ পড়ে ? তবে আমরা এখনো ইউজ করিনি, তাহলে তো সাবধানে ব্যবহার করতে হবে দেখছি। আপনার মূল্যবান পরামর্শের জন্য অনেক ধন্যবাদ ❤️💚🧡💜💙💛🤍❣️
অনলাইন পেমেন্ট কিভাবে করব যদি একটু বুঝিয়ে বলতেন মানে কোন সাইটে গেলে আমি আর কি এই ডিটেলস গুলো পাবো??
আপু টিকিট কাটার পর ওয়েবসাইট এ বুকিং রেফারেন্স দিয়ে লগইন করলে অপশন পাবেন, অথবা airline এর apps থেকেও এক্সট্রা লাগেজ কেনা যায়। টিকিট কাটার পর এসব অপশন আসবে।
@@BelethBilash thank you apu
সবই ঠিক আছে তবে ঘি টা দুই নাম্বার এনেছেন। আড়ং এর ঘি তে ভেজাল আছে। আপনার কারো কাছ থেকে homemade ঘি নেওয়া উচিত ছিলো।
আপু একটি বাস্তব সত্য হলো মায়ের হাতের বানানো ছাড়া পয়সা দিয়ে কেনা সব ঘী'তেই ভেজাল আছে! তারচেয়ে নির্মম সত্যটা হলো পরিচিত বাবসায়ীরা ঠকায় সবচাইতে বেশী সেখানে নিজ ভদ্রতার কারণে আপনি তাকে কিছুই বলতে পারবেন না। ঠকবোই যখন তখন অপরিচিত দ্বারাই ঠকি চেনাজানা লোকদের ভিতরের রূপটা আর দেখতে হলোনা 😂😂😂😂
ফাইনালি আর একটা কথা বলিঃ এতক্ষণ যা বললাম এগুলো সবই আমার নিজস্ব মতামত। আপনার কিম্বা অন্যদের ভিন্ন মতামতকেও আমি শ্রদ্ধা করি 😍😍😍😍
দেশ থেকে সোনার খনি নিয়ে এসেছ। আমরা মাটির জিনিষ ব্যাবহার করার আগে লবণ দিয়ে পুড়িয়ে নিই। তাহলে ফেটে যায় না। এক্সট্রা ওজনের জিনিষ অন লাইন এ পে করার ব্যাপারে টা শুনে উপকৃত হলাম। আমার মেয়ে প্রথম বার যখন গেলো তখন 36হাজার টাকা এক্সট্রা লেগেছিল। দেশে মা এখন কেমন আছেন জানিও। এই দেশীয় জিনিসের রান্না দেখার আশায় রইলাম 🙏❤️
তুমি ঠিকই বলেছো দি, পুরো জন্মভূমিটাই আসলে সোনার খনি।
মাটির জিনিষ লবণ দিয়ে কীভাবে পুড়িয়ে নাও ? কড়াইতে লবণ দিয়ে পোড়া পোড়া করে ভাজতে থাকো ? অনলাইন এ পে করার জন্য আমাদের প্রতিকেজি GBP £ ৮.৩০ লেগেছে। চেকইনের সময় পে করলে কয়েকগুণ বেশী চার্জ করে। এখানে বাইরে এখনো বরফ শীতল ঠাণ্ডা দিদি, মাস দু-এক পর শীত একটু কমলে তখন নতুন নতুন দেশীয় রান্না হবে। এখন পূর্বের ধারণ করা ভিডিওগুলো এডিট করে আপলোড করবো। ভালো থেকো আর আমাদের জন্য একটু দোয়া করো। 😍😍😍😍
@@BelethBilash হ্যা ঠান্ডা কমলে, রান্না করে দেখিও। আমরা সাজের পিঠা বানাতে সাজ এনে উনুন (এখন গ্যাস) এ বসিয়ে লবন ভোরে দিয়ে ঢাকনা দিয়ে পুড়তে দিই। তবে ওতো দুর থেকে এনেছ, তোমাদের প্রসেস টাই ঠিক, কোনো রিক্স নেই। সাজের পিঠা মানে চিতই ও কাচি পোড়া পিঠা ও বলে। দেশের জিনিষ গুলো সাবধানে রেখো, একটুও যেনো নষ্ট না হয়। কি কষ্ট করে জোগাড় করেছো! অনেক দোয়া সপরিবারে ভালো থেকো, সুস্থ থেকো। আমার বাবু সোনা দের দেশের অভিজ্ঞতা জানিও 🙏❤️
Walaikum salam Alhamdulillah.
বাংলাদেশের সকল ভিডিও গুলো দেখতে চাই
ইনশা আল্লাহ দিবো অসংখ্য ধন্যবাদ ❤️
Khub vlo laglo
Kemon achen apu bhaia.
আলহামদুলিল্লাহ আপু মহান আল্লাহ্ তায়ালা আমাদের সবাইকে ভালো রেখেছেন ❤️💚🧡💜💙💛🤍❣️
অনেক সুন্দর হয়েছে
ভিডিওটা উপভোগ করার জন্য অনেক ধন্যবাদ আপু ❤️💚🧡💜💙💛🤍❣️
Apnader atto valo lage
😭😭কোনটার দাম কত টাকা নিয়েছে দামটা বললে খুব বেশি ভালো হতো
মাশায়াল্লাহ।
অসাধারণ।
আলহামদুলিল্লাহ আপু ❤️💚🧡💜💙💛🤍❣
Onek valo laglo,apnader shundor muhurtoguli dekhlam.
Thank you apu
Love From BD
More love from বিলেত বিলাস ❤️❤️❤️
পুরাই দোকান সাজিয়ে বসেছেন আমাদের প্রিয় আপা।এত্তো কিছু কিভাবে আনলেন বিমানে?রেখে দেয়নি তারা?এত এত পিয়াজ কে কাটলো ।আপু তোমার শ্বশুরবাড়ি অনেকে ফসল হয় দেখছি।জীবনকে যথাযথ ভালবাসলে ই শুধু মানুষ এতটা সংসারের চিন্তা করে।কতটা ন্যাচারাল জিনিসের ব্যাপারে চিন্তা করে।কত গুছানো মানুষ 🤔ভাবছি ।পিতলের হাঁড়ি দেখে মাথায় হাত।ভালো থাকবেন ।
love the brass hari.
অসংখ্য ধন্যবাদ আপনাকে 😍
মাশাআল্লাহ আপু ❤️❤️
আলহামদুলিল্লাহ আপু ❤️💚🧡💜💙💛🤍❣️
আপনাদের দেওয়া চকলেট এবং পার্স ব্যাগ উপহার পেয়ে আমি খুবই খুশি হয়েছি কিন্তু চকলেট তো আর রাখা যায় না ওটা খেয়ে নিয়েছি আর পার্স ব্যাগটা স্মৃতি হিসেবে রেখে দিয়েছি আমি তো কিছু দিতে পারলাম না উল্টো আপনাদের কাছ থেকে পেলাম
কুমরো বড়ি আনেন নাই?
আপু আপনার ভাইয়া গত ফেব্রুয়ারিতে অনেক শুটকি আর কুমড়ো বড়ি এনেছেন সেগুলোই এখনো শেষ হয়নি! 😍😍😍
আসসালামুআলাইকুম, আপু, ভাইয়া। সবাই কেমন আছেন ?
ওয়ালাইকুম সালাম , ভালো আছি আলহামদুলিল্নাহ
Mashallah!
আপু আপনে কি আগে টিভিতে অভিনয় করতে
না ভাই কখনো করিনি😊
Sotti kotha apu bd gala mone hoi sob niya aci ….
আপু জিনিস পত্তর এনে কখনোই মন চোখ কোনটাই ভরে না ❤️💚🧡💜💙💛🤍❣️
Bogurar vasha joss silo.
সাথে বগুড়ার কেউ থাকলে প্রাণের ভাষায় আলাপচারিতা ভালো জমে 😍😍😍
Shiter jhol gur yummy lage.
দেশে থেকেই দেশের মর্ম বুঝি না 😢😢😢😢😢
😭😭
আপু এবং ভাইয়া বগুড়া সোনাতলা আমাদের বাড়ি... আপনারা যেসব এলাকার নাম বলছিলেন শুনে অনেক ভালো লাগছিলো কারন আমার পরিচিত এলাকা...ইতি আপু থেকে শুরু করে শাহনাজ আপু সবাই ভিডিও আমি দেখি.. অনেক শুভ কামনা আপনাদের জন্য.. 😊
Mashallah
সবগুলো জিনিসই চিনি,পিষনিও চিনি
ভালো লাগলো
Yeah , indeed
আলহামদুলিল্লাহ আপু ❤️💚🧡💜💙💛🤍❣️
@@BelethBilash yes
কি ভাবে ডাল আনতে পারলেন নিষেধ জানাবেন।
আসসালামু আলাইকুম আপু ভাইয়া আমিও ভাগ চায় 😂😂
ওয়া আলাইকুম সালাম বোনটি আমার তারাতারি আসো তোমার ভাগ নিয়ে যাও ❤️💚🧡💜💙💛🤍❣️
May be I'm the first viewer😅😅
yes you are 😍😍😍 congratulations 👌👌👌
আমিও বগুড়ার মেয়ে অনেক ইচ্ছে ছিলো আপনাদের সঙ্গে দেখা করার।। কিন্তু তখন আমার সিজার হয়েছে তাই আর হলো
আপু আমাদেরও অনেক ইচ্ছা ছিল সবাইকে একসাথে করে দেখা সাক্ষাত করে আপনাদের সবার দোয়া নেওয়ার কিন্তু আমাদের সবার অসুস্থতার জন্য সময় শেষ হয়ে যাওয়ায় সব কিছু ওলটপালট হয়ে গেলো। ইনশাআল্লাহ আপু বেবী বড় হোক তখন দুজনের সাথেই পরের বার দেখা হবে । দোয়া করি মহান আল্লাহ আপনার পরিবারের সবাইকে ভালো রাখুন এবং সবাইকে সুন্দরভাবে চলার তৌফিক দান করুন আমিন ❤️💚🧡💜💙💛🤍❣️
massallah