রহমানের বান্দাদের গুণাবলী || নোমান আলী খান
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- ইবাদুর রাহমান || রাহমানের বান্দারা
বাংলা তাফসির
২৫ নাম্বার সূরা, সূরাতুল ফুরকানের যে আয়াতগুলোর তাফসির করা হয়েছে সেগুলো হলো- ৬৩। ২৫:৬৩ وَ عِبَادُ الرَّحۡمٰنِ الَّذِیۡنَ یَمۡشُوۡنَ عَلَی الۡاَرۡضِ هَوۡنًا وَّ اِذَا خَاطَبَهُمُ الۡجٰهِلُوۡنَ قَالُوۡا سَلٰمًا আর রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং অজ্ঞ লোকেরা যখন তাদেরকে সম্বোধন করে তখন তারা বলে ‘সালাম’। ৬৪। وَ الَّذِیۡنَ یَبِیۡتُوۡنَ لِرَبِّهِمۡ سُجَّدًا وَّ قِیَامًا আর তারা রাত কাটায় তাদের প্রতিপালকের উদ্দেশে সেজদায় অবনত ও দন্ডায়মান অবস্থায়। ৬৫। وَ الَّذِیۡنَ یَقُوۡلُوۡنَ رَبَّنَا اصۡرِفۡ عَنَّا عَذَابَ جَهَنَّمَ ٭ۖ اِنَّ عَذَابَهَا کَانَ غَرَامًا আর যারা বলে, ‘হে আমাদের রব, তুমি আমাদের থেকে জাহান্নামের আযাব দূর করে নাও। নিশ্চয় এর আযাব হল অবিচ্ছিন্ন’। ৬৬। اِنَّهَا سَآءَتۡ مُسۡتَقَرًّا وَّ مُقَامًا নিশ্চয় তা অবস্থানস্থল ও আবাসস্থল হিসেবে অত্যন্ত নিকৃষ্ট’। ৬৭। وَ الَّذِیۡنَ اِذَاۤ اَنۡفَقُوۡا لَمۡ یُسۡرِفُوۡا وَ لَمۡ یَقۡتُرُوۡا وَ کَانَ بَیۡنَ ذٰلِکَ قَوَامًا আর তারা যখন ব্যয় করে তখন অপব্যয় করে না এবং কার্পণ্যও করে না। বরং মাঝামাঝি অবস্থানে থাকে। ৬৮। وَ الَّذِیۡنَ لَا یَدۡعُوۡنَ مَعَ اللّٰهِ اِلٰـهًا اٰخَرَ وَ لَا یَقۡتُلُوۡنَ النَّفۡسَ الَّتِیۡ حَرَّمَ اللّٰهُ اِلَّا بِالۡحَقِّ وَ لَا یَزۡنُوۡنَ ۚ وَ مَنۡ یَّفۡعَلۡ ذٰلِکَ یَلۡقَ اَثَامًا আর যারা আল্লাহর সাথে অন্য ইলাহকে ডাকে না এবং যারা আল্লাহ যে প্রাণকে হত্যা করা নিষেধ করেছেন যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করে না। আর যারা ব্যভিচার করে না। আর যে তা করবে সে আযাবপ্রাপ্ত হবে। ৬৯। یُّضٰعَفۡ لَهُ الۡعَذَابُ یَوۡمَ الۡقِیٰمَۃِ وَ یَخۡلُدۡ فِیۡهٖ مُهَانًا ক্বিয়ামতের দিন তার শাস্তি দ্বিগুণ করা হবে আর সে সেখানে লাঞ্ছিত হয়ে চিরবাস করবে। ৭০। اِلَّا مَنۡ تَابَ وَ اٰمَنَ وَ عَمِلَ عَمَلًا صَالِحًا فَاُولٰٓئِکَ یُبَدِّلُ اللّٰهُ سَیِّاٰتِهِمۡ حَسَنٰتٍ ؕ وَ کَانَ اللّٰهُ غَفُوۡرًا رَّحِیۡمًا তবে তারা নয় যারা তাওবাহ করবে, ঈমান আনবে, আর সৎ কাজ করবে। আল্লাহ এদের পাপগুলোকে পুণ্যে পরিবর্তিত করে দেবেন; আল্লাহ বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু। ৭১। وَ مَنۡ تَابَ وَ عَمِلَ صَالِحًا فَاِنَّهٗ یَتُوۡبُ اِلَی اللّٰهِ مَتَابًا আর যে তাওবা করে এবং সৎকাজ করে তবে নিশ্চয় সে পরিপূর্ণভাবে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে। ৭২। وَ الَّذِیۡنَ لَا یَشۡهَدُوۡنَ الزُّوۡرَ ۙ وَ اِذَا مَرُّوۡا بِاللَّغۡوِ مَرُّوۡا کِرَامًا আর যারা মিথ্যে সাক্ষ্য দেয় না, আর বেহুদা কর্মকান্ডের পাশ দিয়ে অতিক্রম করলে সসম্মানে পাশ কাটিয়ে চলে যায়। ৭৩। وَ الَّذِیۡنَ اِذَا ذُکِّرُوۡا بِاٰیٰتِ رَبِّهِمۡ لَمۡ یَخِرُّوۡا عَلَیۡهَا صُمًّا وَّ عُمۡیَانًا আর তাদেরকে তাদের প্রতিপালকের আয়াত স্মরণ করিয়ে দেয়া হলে যারা তার প্রতি বধির ও অন্ধের ন্যায় আচরণ করে না (শুনেও শুনে না, দেখেও দেখে না- এমন করে না)। ৭৪। وَ الَّذِیۡنَ یَقُوۡلُوۡنَ رَبَّنَا هَبۡ لَنَا مِنۡ اَزۡوَاجِنَا وَ ذُرِّیّٰتِنَا قُرَّۃَ اَعۡیُنٍ وَّ اجۡعَلۡنَا لِلۡمُتَّقِیۡنَ اِمَامًا আর যারা বলে, ‘হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে। আর আপনি আমাদেরকে মুত্তাকীদের নেতা বানিয়ে দিন’। ৭৫। اُولٰٓئِکَ یُجۡزَوۡنَ الۡغُرۡفَۃَ بِمَا صَبَرُوۡا وَ یُلَقَّوۡنَ فِیۡهَا تَحِیَّۃً وَّ سَلٰمًا এদেরকেই তাদের ধৈর্যধারণের কারণে জান্নাতের সুউচ্চ স্থান দান করে পুরস্কৃত করা হবে। সেখানে তাদেরকে অভ্যর্থনা জানানো হবে সংবর্ধনা ও সালাম জানিয়ে। ৭৬। خٰلِدِیۡنَ فِیۡهَا ؕ حَسُنَتۡ مُسۡتَقَرًّا وَّ مُقَامًا সেখানে তারা স্থায়ী হবে। অবস্থানস্থল ও আবাসস্থল হিসেবে তা কতইনা উৎকৃষ্ট! ৭৭। قُلۡ مَا یَعۡبَؤُا بِکُمۡ رَبِّیۡ لَوۡ لَا دُعَآؤُکُمۡ ۚ فَقَدۡ کَذَّبۡتُمۡ فَسَوۡفَ یَکُوۡنُ لِزَامًا (কাফিরদেরকে) বল : ‘তোমাদের ব্যাপারে আমার প্রতিপালকের কী প্রয়োজন পড়েছে তোমরা যদি তাঁকে না ডাকো? তোমরা তো তাঁকে অস্বীকার করেছ, কাজেই শীঘ্রই তোমাদের উপর এসে পড়বে অপ্রতিরোধ্য (শাস্তি)।
আপনাদের একটি কাজ দিচ্ছি। আলোচিত আয়াতগুলো মুখস্থ করে নিন এবং নামাজে তেলাওয়াত করুন। সূরা ফুরকানের ৬৩ থেকে ৭৭ নাম্বার আয়াত। সূরা ফুরকান হলো কুরআনের ২৫তম সূরা।
ভাই হিকমা ইন দ্যা কুরআন Epsiod 4 bangla dubbing টা দিলে অনেক উপকার হত
❤
ইনশাআল্লাহ.. ❤️❤️❤️
ইন শা আল্লাহ
আলহামদুলিল্লাহ আমি আয়াত গুলো অন্তরে যত্নে রেখেছি।
আমার প্রিয় বন্ধু নোমান ভাই। আমি নিজেও একজন মাদ্রাসাতে আলিম পড়াশোনা করেছি কিন্তু প্রকৃত কুরআনের বাণী এবং কোরআনের জ্ঞান তখনই বুঝতে শুরু করলাম যখন থেকে নোমান আলী খানের লেকচার গুলো আল্লাহ আমাকে সোনার ব্যবস্থা করে দিল । আপনারা যারা ডাবিং করেছেন তাদের জন্য মুখ থেকে দোয়া না করলেও আপনাদের জন্য অটোমেটিক অন্তর দোয়া বার হয়ে
যায় ❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤
Alhamdulillah
ভাই আপনাকে অনেক বড় আলেম বানাক।
@@letsknowislam905 Allah humma amin ❤❤
জাজাকাল্লাহ খাইরান। অনেকদিন পর একটা লম্বা লেকচার পেলাম। আপনাদের কাজে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা বারাকা দান করুক। আমীন
20:51 ❤😊❤
নোমান আলী খানের গুরুত্বপুর্ন তাফসিরের বাংলা ডাবিং এর জন্য অনবরত প্রতিক্ষা করি!! ডাবিং এ জড়িত সবাইকে আল্লাহ উত্তম প্রতিদান দিবেন
আমীন
নাক বাংলা টিমের কাছে আমরা সবসময় কৃতজ্ঞ কারন তাদের এতো নিখুত পরিশ্রমের কারনেই আমরা এতো সুন্দর উপহার পাই, ❤ মাশাআল্লাহ❤খুবি সুন্দর সময়পুযোগী আলোচনা শোনার তাওফিক হয়েছে,এজন্য মহান রবের কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের ছহিহ ভাবে বুজে শুনে আমল করার তাওফিম দেক , আল্লাহ প্রিয় শায়েখের নেক হায়াৎ বৃদ্ধি করুক আমিন ইয়া রব্ব
আলহামদুলিল্লাহ, প্রথম কমেন্ট 🥰
উস্তাদ নোমান আলী খান কে আল্লাহর জন্য ভালোবাসি ❣️
আল্লাহ তাআলা উনার নেক কাজের উত্তম প্রতিদান দান করুন, আমিন 🤲
নোমান আলী খানকে আল্লাহর জন্য ভালোবাসি ❤❤❤❤❤❤❤❤❤আমার মতো কে কে আছেন
No doubt he is one my favourite Speaker ❤ in the earth. May Allah swt give him best reward for wonderful efforts . Ameen
❤❤❤❤❤❤❤
উস্তাদ নোমান আলী খান সহ ডাবিং এ জড়িত সকলকে আল্লহ্ দুনিয়া ও আখিরাতে উওম প্রতিদান দান করুন।আমীন।
আমার প্রিয় একজন স্কলার,
উস্তাদ নোমান আলী খান,
তার লেকচার শুনে আমার অনেক উপকার হইছে
আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হিসাবে কবুল করুন। আল্লাহ আমাকে মাফ করে দিন। আমাকেও জান্নাতবাসিদের কাফেলায় যুক্ত করে দিন। আল্ল আপনাকে নেক হায়াত নসিব করুন। আমিন!
অসাধারণ জীবন পরিবর্তন কারী লেকচার...,
এই বৈশিষ্ট্যের জন্যেই অপেক্ষারত ছিলাম। আলহামদুলিল্লাহ আল্লাহ মিলিয়ে দিলেন। যদিও ইয়াসির কাদির আলোচনা share করা হয়েছিল কিন্তু তাতে কি সাধ মিটে! জাযাকাল্লাহুঁ খাইর 😍
আল্লাহু আকবার....... হৃদয় রিঙ্গানু লেকচার...... আল্লাহ আমাদের রহমানের বান্দা হওয়ার তাওফিক দান করুন
আলহামদুলিল্লাহ।।
আমার প্রিয় একটা লেকচার এটা।
অন্য এক চেনেল থেকে অনেক আগে এই লেকচার টা শুনেছিলাম।
কয়েকবার এটা শুনেছি,,,তবে খুব করে চাইতাম এই ভাই এর কন্ঠে আলোচনা টা শুনার,,,আলহামদুলিল্লাহ আজকে আমার ইচ্ছে টা পোরন হইলো। জাযাকাল্লাহ খাইরান প্রিয় ওস্তাদ নোমান আলী খান। এবং যারা ওনার লেকচার গুলা বাংলায় ডাবিং করেন,,,আল্লাহ আপনাদের এই কাজ গুলা কবুল করে নিক।আমিন।
মাশাআল্লাহ কত সুন্দর আলোচনা আর আমাদের দেশের আলেমরা ফতোয়া নিয়ে ব্যস্ত নবী নূরের তৈরি না মাটির তৈরি বিচারের নামাজ কয় রাকাত তারাবির নামাজ কয় রাকাত আল্লাহ আমাদের আলেমদেরকে এভাবে সুন্দর করে তাফসীর করার তৌফিক দান করুন আর উনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি
Sollallahu alaihi wa sallam
InsaAllah ❤ ❤️
ওস্তাদ নোমান আলি খানকে আল্লাহর জন্য ভালোবাসি।
আল্লাহর জন্যে ভালোবাসি প্রিয় উস্তাদ নোমান আলী খান কে❤
এটার জন্য অনেক অপেক্ষা করেছি,,
জাযাকুমুল্লাহ খইরন
আল্লাহ্ আপনার নেক হায়াত দান করুন 🤲
মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ
অসাধারণ আলোচনা ❤❤
মাশা-আল্লাহ আলহামদুলিল্লাহ
মাশাআল্লাহ।এক মনেই শুনলাম।অনেক সুন্দর আলোচনা।
মাসাআল্লাহ্❤
❤মা শা আল্লাহ
Mashallah beloved Ustad
Zazak Allahu kayer beloved May Allah honor you in this world and the hereafter Ustad
দীর্ঘ প্রতীক্ষার পরে আলহামদুলিল্লাহ
জাযাকাল্লাহ খাইরান।
Ami prothom comment kor6i... onek valo lage noman Ali Khan er lacture.... but eta sona sudhu apnader ei dobing er jonno somvob..... Allah apnader onek sammanito korun 🤲🤲🤲
Mas Allah.... Jazakallah khoiron💖
I'm waiting for this video thank you so much
আল্লাহ আপনাকে কবুল করুন
আল্লাহ্ র রহমতে আগেও শুনেছিলাম আবারও শুনলাম।
Great topic! i)I have ever seen.
Ma sha allah💓
মাশাআল্লাহ
খুবই চমৎকার আলোচনা
Ustad Nouman & dubbing kari vai ke allah dirgho nek hayaate tayyibah dan korun ameen.
After a long period, thanks who dubbed it.
জাজাকুল্লাহু খাইরান♥️
MashaAllah mind blowing 😮
শেষের কথাগুলো ❤
শুকরিয়া আলহামদুলিল্লাহ
May Allah bless those who love you and always fight in the way of truth with good health in this world and in the Hereafter
Allah hu akbar
Alhamdulillah ❤
জাজাকাল্লাহু খাইরান
মাশাআল্লাহ ❤
আমি জানি না কেন এতো ভালো লাগে ওনার লেকচার❤❤❤
সুবহানআল্লাহ❤
আলহামদুলিল্লাহ
🍁 SubhanAllah 🩵, Alhamdulillah 🍁, Allahuakber 🍁🩵
Alhamdulillah.🎉
আলহামদুলিল্লাহ ❤
জাযাকাল্লাহ ❤
আমার কলিজার টুকরা, আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি ❤ ইমাম ওমর সুলাইমান এর বাংলা ডাবিং পেতে পারি "!
na,
only NOMAN ALI KHAN 😊
@@MovieCenter.1000 হুম কিন্তু উনার টাও সোনা দরকার আপনি মনে হয় কখনো শুনেননি
❤❤❤ আলহামদুলিল্লাহ ❤❤❤
সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি
Masalallah onek sundor
Valobasi apnare...mohan rober jonno❤❤
Alhamdulillha vai❤️❤️❤️❤️
Assalamualaikum,.. i love noman ali khan sir... He is my idole
চলো সবাই বেশি বেশি কোরআন মাজীদ তেলাওয়াত করি❤❤❤🇧🇩🇧🇩
Alhamdulillah
আসসালামুয়ালাইকুম,
আপনাদের প্রচেষ্টা দেখে শুধু আপনাদের জন্য আল্লাহর কাছে মন থেকে দোয়া আসে। আল্লাহ আপনাদের উভয় জগতে সফলতা দান করুন। একটা ছোট্ট রিকোয়েস্ট, 30 তম পারার প্রতিটা সূরার তাফসীরের ডাবিং চাই, এটা আপনাদের কাছে একটা দাবি। ফি আমানিল্লাহ।
Subhan Allah
Alhamdulillah
Inshallah beloved
জাজাকাল্লাহ খাইর ❤ প্রিয় ভাই।।
Zajakallahu khair.
যাজাকাল্লাহু খয়রন
মাশ আল্লাহ
নামাজে ব্যবহৃত সূরার গুলোর তাফসীর দিলে উপকৃত হতাম🙏
walaikumus salam oa rohmatullahi oa barokatuh
নোমান আলিকে আল্লার জন্য ভালো বাসি।
আলহামদুলিল্লাহ আমিন।
একেবারে শুরুর দিকের সাবস্ক্রাইবার। উস্তাদ এর চিন্তার গভীরতা দেখে বিস্মিত হই
আমার প্রিয় আলেম 🎉
Masha Allah
Dhonnobhad ❤️💗💓
মাশআল্লাহ
❤ masallah ❤
jajakallah khairan vaijan
আল্লাহর আমদের এলেম শিক্ষা এবং আমল করার তাওফিক দিন
"ALLAHU AKBAR"
What a heart touching lecture 🥹💖💖💖💖
গত রমজান মাসে ওমর সুলাইমান এর একটা ডাবিং এর কাজ করে দিতে চেয়েছিলেন, সেটা কবে পাবো আমরা?
আল্লাহ তাআলা আপনাদের সকল ভালো কাজের উত্তম প্রতিদান দান করুন, আমিন 💝
Jajakallah khairan❤ vai onek kosto koresen
প্রতিনিয়ত নতুন লেকচার এর জন্য অপেক্ষা করে থাকি। ভিডিও দিতে অনেক দেরি হয় কেন??
আমি উনার কথাগুলোকে পছন্দ করি।।
আমি নোমান আলিকে খুব বেশি ভালোবাসি
আর আমার চাহিদা কবে আসবেন west Bromwich, Birmingham যে মসজিদে নামাজ পড়ি
Thank You
Sukriya
ভাই আপনি এত পুরনো ভিডিও কেন ডাবিং করেন,, কেনো
নোমান আলী খানের নতুন ভিডিও ডাবিং করেন,,
আমিতো উনার মেইন চ্যানেলে আছি,, ওখানে উনার ভিডিও দেখি কিন্তুু,ভাষা বুঝি না ❤
প্রিয় শায়েককে বাংলাদেশ আনার ব্যবস্থা করা হোক।
❤❤❤❤
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
হুজুর ৩৫ মিনিটের পর থেকে কিছু্ই শুনা যাচ্ছে না।
আমি চেক করে দেখলাম শোনা যাচ্ছে তো।
Thanks
i want more video❤🥰
আসসালামু আলাইকুম, সূরা তীনের তাফসির ডাবিং কইরেন। করলে খুবই উপকৃত হতাম
Alhamdulillah, I respect him.