বাস্তব কাহিনী লালা বাবু ও জগৎ শেঠ তর্জা পালা Lala Babu Jagat Seth Tarja Baul Uttam Sujan Baul

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 5

  • @divinityultimatereality347
    @divinityultimatereality347 หลายเดือนก่อน +1

    অপূর্ব পরিবেশনা 🙏

  • @rijuroy9836
    @rijuroy9836 ปีที่แล้ว +4

    জয় গুরু জয় গুরু।
    জয় লালন, জয় ভবা, রাধে রাধে, হরে কৃষ্ণ, নমস্কার ইউটিউবার কাকু। তুমি আমার ভক্তিপুর্ণ প্রনাম নিও। মাননীয় শিল্পী শ্রী সুজন মালী বাউল মহাশয় এবং মাননীয় শিল্পী শ্রী উত্তম মহন্ত বাউল মহাশয় খুব সুন্দর ভাবে খুব সুন্দর একটি তাৎপর্যপূর্ণ তরজা পালা বাউল গান পরিবেশন করেছেন। ওনাদের তরজা পালা বাউল গান আমি সম্পূর্ণ শুনলাম। সত্যি, খুব ভালো লাগলো, অসাধারণ অপূর্ব সুন্দর। তার সঙ্গে বাদ্যযন্ত্র বাদকরাও খুব সুন্দর ভাবে বাদ্যযন্ত্র বাজিয়ে অনুষ্ঠানে সহযোগিতা করেছেন। ওনাদের তরজা পালা শুনে আমি অনেক আধ্যাত্মিক কিছু তত্ত্বকথা জানতে পারলাম ও শিখতে পারলাম। ওনাদের তরজা পালাটি সত্যি খুব দুর্দান্ত হয়েছে, দারুন দারুন দারুন দারুন দারুন দারুন দারুন দারুন দারুন দারুন, অতুলনীয়, যার কখনও তুলনা হয় না। আমাদের সমাজে এটি খুব একটি শিক্ষণীয় তরজা পালা। সত্যিই তো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পয়সা খরচা করেও এতো সুন্দর অমৃতময় উপদেশ সুধারস লাভ করা যায় না। এতো সুন্দর মধুমাখা বাণীসমূহ শ্রবণ করা চারটি খানি কথা নয়, এ বড়ো সৌভাগ্যের ব্যাপার! এটি অশ্রুজলে ভেসে যাওয়া একটি পালা। প্রতিটা মানুষের, বিশেষ করে আমার মতো অধম যুবক যুবতী ছেলেমেয়েদেরই এই পালাপ্রসঙ্গটি শোনা উচিত আছে। এই পালাপ্রসঙ্গের মধ্যে অনেক আধ্যাত্মিক কিছু বোঝার আছে। এই পালাপ্রসঙ্গের মধ্যে থাকা প্রত্যেকটি বাউল গান আমার মন কেড়ে নিয়েছে। গানগুলো শুনে সত্যি আমার প্রাণ জুড়িয়ে গেল। বাউলরা পালাপ্রসঙ্গের মধ্য দিয়ে আমাদেরকে অনেক আধ্যাত্মিকতা শেখাতে চান, যা আমাদের ঈশ্বরের ভজন সাধন -এর ক্ষেত্রে অতি প্রয়োজনীয়। খুব সুন্দর একটি তাৎপর্যপূর্ণ তরজা পালা বাউল গান উপহার দেওয়ার জন্য বাউল শিল্পীদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। ওনাদের চরণে রইল আমার শত সহস্র কোটি দন্ডবৎ প্রনাম আর আমার শ্রদ্ধা ও ভক্তি। ওনারা যেন সহপরিবারে খুব ভালো থাকেন, সুস্থ থাকেন, আধ্যাত্মিক পথে এইভাবে এগিয়ে যেতে পারেন, সমাজ কল্যানের কাজ এইভাবেই চালিয়ে যেতে পারেন, সাধু গুরু বৈষ্ণব -এর কৃপা সদা সর্বদাই লাভ করতে পারেন আর সাধু গুরু বৈষ্ণব -এর কৃপায় তাদের প্রত্যেকটা অনুষ্ঠান যেন খুব সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়, আমি আমার শ্রী শ্রী ভগবান রাধাকৃষ্ণ -এর যুগলচরণে এই শুধু প্রার্থনা করি। কাকু, এই ধরনের তরজা পালা বাউল গান আরও শুনতে চাই। তোমার চ্যানেলের ভিডিওগুলো আমাকে সত্যিই খুব ভালো লাগে। তোমার চ্যানেলের যত গান শুনি, যত পালাপ্রসঙ্গ শুনি প্রত্যেকটাই আমার হৃদয় স্পর্শ করে যায়। তুমি সত্যিই একজন খুব ভালো মানুষ। তুমি আমাদের জন্য এতো কষ্ট করে খুব সুন্দর ভিডিওগুলো উপহার দাও, এটাই আমার কাছে অনেক বড়ো পাওয়া, এতেই আমি সন্তুষ্ট। তোমার এই নিষ্কাম, নিরলস ও অগাধ পরিশ্রম দেখে সত্যিই আমি মনোমুগ্ধ হয়ে যাই। তোমার এই পরিশ্রম একদিন না একদিন সফল হবেই, তুমি এই জীবনে অবশ্যই একদিন সাফল্য অর্জন করতে পারবে আর তোমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই একদিন এই সারা বাংলা তথাপি এই সারা বিশ্বজুড়ে বিখ্যাত হয়ে উঠবে, তোমার ও তোমার ইউটিউব চ্যানেলের খুব সুনাম অর্জন হবে। এইভাবে তুমি তোমার চেষ্টা চালিয়ে যাও, আমি তোমার ও তোমার ইউটিউব চ্যানেলের সাথে সবসময় আছি। খুব সুন্দর একটি তাৎপর্যপূর্ণ তরজা পালা বাউল গান ইউটিউব চ্যানেলে আপলোড করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমার চরণে রইল আবারও আমার শত সহস্র কোটি দন্ডবৎ প্রনাম আর আমার শ্রদ্ধা ও ভক্তি। তুমিও যেন সহপরিবারে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আধ্যাত্মিক পথে এইভাবে এগিয়ে চলো, সমাজ কল্যানের কাজ এইভাবেই চালিয়ে যাও আর সাধু গুরু বৈষ্ণব -এর কৃপা সদা সর্বদাই লাভ করতে পারো, আমি আমার শ্রী শ্রী ভগবান রাধাকৃষ্ণ -এর যুগলচরণে এই শুধু প্রার্থনা করি। তোমাকে রইল আমার তরফ থেকে আমার আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা আর আমার সাদর অভিনন্দন ও মঙ্গলকামনা। ঠিক আছে কাকু, নমস্কার।
    জয় শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ,
    শ্রীঅদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ।
    হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,
    হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।
    শ্রী শ্রী ভগবান রাধাকৃষ্ণ কি জয়, শ্রী শ্রী গুরুদেব কি জয়, শ্রী শ্রী ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কি জয়, শ্রীমতী গঙ্গা যমুনা সরস্বতী মা কি আমার, শ্রী শ্রী হরিনাম সংকীর্তন কি জয়, শ্রী শ্রী বাউল সংকীর্তন কি জয়, শ্রী শ্রী বৃন্দাবন ধাম কি জয়, শ্রী শ্রী জয়দেব কেঁদুলী ধাম কি জয়, সর্ব সাধু গুরু বৈষ্ণব কি জয়, সমবেত গৌরভক্ত কৃষ্ণভক্ত বৃন্দ কি জয়, জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরিবোল হরিবোল হরিবোল হরিবোল।।

  • @SubhasBiswas-gx3bl
    @SubhasBiswas-gx3bl ปีที่แล้ว +1

    Khub sundor valo laglo

  • @manabendramandal2728
    @manabendramandal2728 ปีที่แล้ว

    Hare krishna 🙏🙏

  • @uttamkumarmahanta940
    @uttamkumarmahanta940 ปีที่แล้ว +1

    Anik anik dan no bad dada joy guru joy