ভাল করে চেক করুন। আপনার খোজায় কোথাও ত্রুটি আছে হয়তো। আর এরপরেও যদি খুজে না পান তাহলে আপনার উপজেলা শিক্ষা অফিসার স্যারের কাছে বিষয়টি বলুন। তিনি বের করে দিতে পারবেন।
ভাই আমার ছোট বোন শিশু শ্রেণিতে একবার উপবৃত্তির টাকা পেয়েছে এর পর থেকে আার কোন উপবৃত্তির টাকা পায় নাই, শিক্ষকদের সাথে কথা বললে বলে নসিব খারাপ হয়েছে! কোন পদক্ষেপ তারা নিচ্ছে না, এখন আমার করনীয় কি?
এখন সবাই উপবৃত্তি পাবে। তাই স্যারকে বলেন যে নসিব বলে এখানে কিছু নাই। এখানে আপনারা নাম দেন নাই অথবা নাম দিয়ে আপনাদের কারোর মোবাইল নাম্বার দিয়েছেন অথবা ভুল করে অন্য কোন মোবাইল নাম্বার দেওয়া হয়েছে তাই উপবৃত্তি আসতেছে না। স্যারদের যেয়ে বলেন এইসব। নইলে উপজেলা শিক্ষা অফিসারকে জানান বিষয়টা। অবশ্যই সকল বাচ্চাই উপবৃত্তি পাবে।
প্রতিটা জেলায় আলাদা আলাদা তারিখ দেওয়া থাকে। সেই টাইমে ছাড়া নতুন এট্রি করার অপশন থাকে না। যেগুলা ইনভেলিড দেখাচ্ছে সেগুলা দেওয়া সম্ভব না। আগে চেক করতে হবে আপনি সঠিকভাবে ইনপুট দিচ্ছেন কিনা। এরপরে দেখতে হবে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন অনলাইনে আছে কিনা।
যদি ক্লাস্টারে এখনো জমা দিয়ে না থাকেন তাহলে এডিট করার অপশন আছে, সেখান থেকে এডিট করে ঠিক করে দিতে পারবেন। আর যদি ক্লাস্টারে জমা দিয়ে থাকেন তাহলে উপজেলা শিক্ষা অফিসার স্যারের সাথে কথা বলেন, এডিটের একটা টাইম দিবে সেই টাইমে এডিট করতে পারবেন ভাই।
ভাই, শিক্ষার্থীদের তথ্য অনুমোদন হয়ে গেছে তাই দেখা যাচ্ছে না। "চাহিদা" অপশনে যেয়ে "অনুমোদিত চাহিদা অপশনে" ক্লিক করলে দেখতে পারবেন। আর শ্রেনি হালনাগাদ করার জন্য "বেনিফিশিয়ারী শিক্ষার্থী" অপশনে যেয়ে "শিক্ষার্থীর শ্রেনি হালনাগাদ" অপশনে ক্লিক করে শ্রেনি পরিবর্তন করতে পারবেন।
পাসওয়ার্ড পরিবর্তন বাধ্যতামূলক না। পাসওয়ার্ডে তখনই চেঞ্জ করবেন যখন আননোন কোন পার্সোন পাসওয়ার্ড জানবে তখন। আর ডিফল্ট পাসওয়ার্ড থাকলে সেটা চেঞ্জ করলে ভাল হয়। এসব কারন ছাড়া পাসওয়ার্ড চেঞ্জ করার কোন দরকার নাই। আপনি হেড স্যারের পাসওয়ার্ড ইউজ করেন।
সব ঠিক থাকলে সমস্যা হবে না। তবে কোথাও এন্ট্রিতে ভুল হলে তারা টাকা পাবে না। তবে সেক্ষেত্রেও চেঞ্জ করা যাবে। কিন্তু তখন এটিও স্যাররের মাধ্যমে চেঞ্জ করতে হবে।
২০২৩ সালে আবেদন করলে তো একবার অন্তত পাওয়ার কথা। আপনি এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষকের সাথে কথা বলুন। দেখেন আপনার নাম্বার ঠিক আছে কিনা বা অনলাইনে আপনার বাচ্চার নাম এট্রি করেছে কিনা
আপনার সময় মত উত্তর না দেওয়ার জন্য ক্ষমাপ্রার্থী। পিতা বা মাতা মৃত হলে কিছুই করার নাই আপাতত। যখন সংশোধন বা অন্য কোন উপায় দিবে তখন করতে হবে। এই বিষয়ে আপনাদের উপজেলা শিক্ষা অফিসার মহাদয়ের সাথে কথা বললে সেই সবচেয়ে উৎকৃষ্ট সমাধান দিতে পারবেন।
আপনি কি মোবাইলে কাজ করতেছেন? কারন মোবাইলে করলে অনেক সময় এই সমস্যা হয়। যদি মোবাইলে করে থাকেন তাহলে যে ব্রাইজারে করতেছেন সেই ব্রাউজারের সেটিং এ যেয়ে Desktop Mode অপশনটি চালু করে এরপর কাজ করেন তাহলে সংরক্ষণ অপশন অবশ্যই আসবে।
যদি এখনো ক্লাস্টারে জমা না দেন তাহলে আপনি এডিট অপশন বা কলমের মত অপশন থেকে ঐটা ঠিক করে দিতে পারবেন। আর যদি ক্লাস্টারে জমা দিয়ে থাকেন, তাহলে উপজেলা শিক্ষা অফিসার স্যারকে বিষয়টি বললে তিনিই ঠিক করে দিবেন। এই দুইটা অপশন হচাড়া আর কোন উপায় নাই।
স্যার,আমার বিদ্যালয় ৮ম শ্রেণি। ৫ম পাশ করে এই বিদ্যালয়ে ৬ষ্টতে ভর্তি হয়েছে। এখন ৬ষ্ঠ শ্রেণি না দিয়ে ৮ম লিখবো কেন স্যার? শ্রেণি প্রমোশন দিলে হবে না কেন স্যার? প্লিজ স্যার! আমি বুঝতে অসুবিধা হতে হচ্ছে। দয়া করে সাহায্য করুন স্যার। জানি কষ্ট হবে।
স্যার, যারা ৫ম শ্রেনি পাস করে ৬ষ্ট শ্রেনিতে উঠাছে তাদের কেন আপনি ৮ম দিবেন? আপনি ৬ষ্ঠ শ্রেনিই দিবেন। তবে উপজেলা শিক্ষা অফিসার যদি আপনাকে ৬ষ্ঠ শ্রেনির জায়গায় ৮ম শ্রেনি দিতে বলে তাহলে আপনি তাঁর কাছ থেকে বিষয়টি ভাল ভাবে বুঝে নিতে হবে।
কোন টেনশন করার দরকার নাই ভাই। আপনাদের উপজেলা শিক্ষা অফিসারকে জানান। মোবাইল নাম্বার ভুল হলে তিনি সংশোধন করে দিবেন। আর অন্যান্য ভুল থাকলে একটা সময় দিয়ে দেওয়া হবে সেই সময়ে সংশোধন করার সুযোগ পাবেন। তবে কোন সময়ে দিবে সেটা আপনাদের উপজেলা শিক্ষা অফিসারের কাছে শুনে নিবেন ভাই।
ভাই, এই বিষয়ে আপনাদের মিটিং এর সময় উপজেলা শিক্ষা অফিসার মানে ইউইও/টিইও স্যার যেভাবে বলেছেন সেভাবে করেন। তিনি যদি সব জমা দিতে বলেন তাহলে জমা দেন। নয়তো তাকে ফোন করে জিজ্ঞেস করেন ভাই।
পাসওয়ার্ড বা মোবাইল নাম্বার ভুল হচ্ছে। যদি আপনি স্কুলের হেড মাস্টার হয়ে থাকেন তাহলে আপনার স্থানীয় উপজেলা শিক্ষা অফিসারকে বিষয়টি জানান নির্দিধায়। তিনি নিজেই আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন।
ভাই, যদি মোবাইল নেটওয়ার্ক দিয়ে পোর্টালে ঢোকার চেষ্টা করেন তাহলে অনেক সময় পোর্টালে ঢুকতে চায় না। আপনি কোন একটা ওয়াইফাই দিয়ে ঢোকার চেষ্টা করুন। আশা করি এই সমস্যা থাকবে না। আর শ্রেনি পরিবর্তনের জন্য শিক্ষার্থীর তথ্য আপডেট অপশনে যেয়ে যে শিক্ষার্থীর শ্রেনি পরিবর্তন করবেন সেই শিক্ষার্থীর ডাটার ডান পাশে কলমের মত চিহ্নে ক্লিক করলে সংশোধনের জন্য ফর্ম আসবে। এরপর নির্দিষ্ট স্থানে যেয়ে শ্রেনি পরিবর্তন করতে পারবেন।
ভাই, যতক্ষণ পর্যন্ত ক্লাস্টারে জমা না দিবেন ততক্ষন পর্যন্ত সংশোধন বা এডিট করতে পারবেন। তবে একবার যদি ক্লাস্টারে জমা দিয়ে দেন তাহলে আর সংশোধন করতে পারবেন না। সেক্ষেত্রে ক্লাস্টারে জমাদানের পর যখন আবার ফেরত পাঠাবে উপজেলা শিক্ষা অফিসার তখন সংশোধন করতে পারবেন।
ইউজার আইডি পরিবর্তন করার কোন সুযোগ নাই। তবে যদি আসলেই ইউজার আইডি পরিবর্তন করতে হয় তাহলে সেটা শুধুমাত্র উপজেলা শিক্ষা অফিসার স্যার ছাড়া কেউ পারবে না। আপনার স্যারের কাছে বিষয়টি বলুন। তিনি ব্যবস্থা করে দিবেন। এছাড়া আর কোন উপায় নাই।
ভাই, তথ্যে ভুল থাকা এক জিনিস আর নতুন শিক্ষার্থী (বিশেষ) অপশন থেকে তথ্য এট্রি করা আরেক জিনিস। যাদের পিতা-মাতা নাই বা কারোর আইডি কার্ড নাই। তাদের ক্ষেত্রে নতুন শিক্ষার্থী (বিশেষ) অপশন থেকে কোন এক অভিভাবকের আইডি কার্ড দিয়ে শিক্ষার্থীর তথ্য এট্রি করতে হবে। অন্যদিকে কোন শিক্ষার্থীর তথ্যে যদি ভুল থাকে তাহলে সেটা ডিলিট করে দিন। আর যদি অলরেডি ক্লাস্টারে জমা দিয়ে থাকেন তাহলে সেটা সংশোধনের জন্য ইউইও বা টিইও স্যারের সাথে যোগাযোগ করুন। একমাত্র তারাই সংশোধন করতে পারবেন।
২০২১ সালের ডাটা ২০২২ সালে আনার কোন প্রয়োজন নেই তো ভাই। ২০২১ সালের ডাটা শুধু প্রমোশন করে দিলেই হবে। কিন্তু এরপরেও যদি চান তাহলে বলবো, এখনো পর্যন্ত এমন কোন অপশন আসে নাই। আসলে জানাবো ভাই।
@@salemirhossen2067 বেনিফিশিয়ারী শিক্ষার্থী নাম করে একটা অপশন আছে দেখেন। সেই অপশনে গেলে শিক্ষার্থীদের লিস্ট পাবেন। প্রতিটা শিক্ষার্থীদের ডান পাশে কলমের মত চিহ্নের উপর ক্লিক করলে শ্রেনি এবং রোল চেন্স করতে পারবেন এবং শ্রেনি প্রমোশন সিলেক্ট করে দিতে পারবেন ভাই।
শিক্ষার্থীর নাম তো জন্ম নিবন্ধন থেকে নিয়ে নেওয়ার কথা। ইনভ্যালিড দেখানোর তো কথা না। ভাল করে দেখেন তো যে দুইবার এট্রি হয়েছে কিনা। অথবা এন্ট্রি দেবার ডেট শেষ হয়ে গেছে কিনা।
জ্বি করা যায়। কিন্তু ক্লাস্টারে জমা দেওয়ার আগ পর্যন্ত আপনি নিজে চেঞ্জ করতে পারবেন। আর ক্লাস্টারে জমা দিয়ে দিলে আর নিজে চেঞ্জ করতে পারবেন না। এক্ষেত্রে উপজেলা শিক্ষা অফিসার মোবাইল নাম্বার চেঞ্জ করে দিতে পারেন। নিজেরা চেঞ্জ করতে পারবেন না।
ভাই, ওয়াইফাই নাকি মোবাইল ইন্টারনেট দিয়ে চেষ্টা করছেন? মোবাইল ইন্টারনেট দিয়ে ঢোকার চেষ্টা করলে অনেক সময় ঢোকে না বা স্লো কাজ করে। ওয়াইফাই দিয়ে চেষ্টা করে দেখতে পারেন।
Thanks
২০২২ সালে যারা প্রাক প্রাথমিক এ ছিল তাদের খুঁজে পাচ্ছিনা।তাদের ১ম শ্রেনীতে প্রমোশন দিতাম
ভাল করে চেক করুন। আপনার খোজায় কোথাও ত্রুটি আছে হয়তো। আর এরপরেও যদি খুজে না পান তাহলে আপনার উপজেলা শিক্ষা অফিসার স্যারের কাছে বিষয়টি বলুন। তিনি বের করে দিতে পারবেন।
@@terokhadadesk বলেছি তিনি বললেন এটা হয়তো আইবাস এ জমা আছে
ভাই আমার ছোট বোন শিশু শ্রেণিতে একবার উপবৃত্তির টাকা পেয়েছে এর পর থেকে আার কোন উপবৃত্তির টাকা পায় নাই, শিক্ষকদের সাথে কথা বললে বলে নসিব খারাপ হয়েছে! কোন পদক্ষেপ তারা নিচ্ছে না, এখন আমার করনীয় কি?
এখন সবাই উপবৃত্তি পাবে। তাই স্যারকে বলেন যে নসিব বলে এখানে কিছু নাই। এখানে আপনারা নাম দেন নাই অথবা নাম দিয়ে আপনাদের কারোর মোবাইল নাম্বার দিয়েছেন অথবা ভুল করে অন্য কোন মোবাইল নাম্বার দেওয়া হয়েছে তাই উপবৃত্তি আসতেছে না। স্যারদের যেয়ে বলেন এইসব। নইলে উপজেলা শিক্ষা অফিসারকে জানান বিষয়টা। অবশ্যই সকল বাচ্চাই উপবৃত্তি পাবে।
নতুন শিক্ষার্থী নিবন্ধন অপশন টা আসছে না।কি করতে পারি?
আর যে গুলো ইনভেলিড আসে সেগূলো কি করবো?
প্রতিটা জেলায় আলাদা আলাদা তারিখ দেওয়া থাকে। সেই টাইমে ছাড়া নতুন এট্রি করার অপশন থাকে না। যেগুলা ইনভেলিড দেখাচ্ছে সেগুলা দেওয়া সম্ভব না। আগে চেক করতে হবে আপনি সঠিকভাবে ইনপুট দিচ্ছেন কিনা। এরপরে দেখতে হবে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন অনলাইনে আছে কিনা।
ফরমে স্কুলের নাম বা আর কিছু দিতে হবে না? প্লিজ জানাবেন
অন্য কোন স্কুল থেকে আসলে স্কুলের নাম দিতে হবে। অন্যথায় দিতে হবে না।
Sir Amar akta studenter class vul anti hoyase kon option a jabo bujteparcina clastera joma hoyni please
ভুল এন্ট্রি হলে প্রব্লেম নাই। আপনি ঐ ভুল এট্রিটাতে এডিট অথবা কলমের মত অপশন থেকে সঠিক করে নেন।
নতুন শিক্ষার্থী এন্ট্রির ক্ষেত্রে ভাই বোনের সংখ্যা কি ওদের ভাই বোন যত জন আছে ততজনের সংখ্যাটায় দিব নাকি স্কুলে যতজন পড়ে সেই সংখ্যাটায় দিব?
ওদের ভাই বোন যত জন আছে সেটা দিতে হবে। স্কুলে কত জন পড়ে সেটা না।
আমার কয়েক জন শিক্ষার্থী পুনরা বৃত্তি হয়ে গেছে যদিও তারা নতুন ভর্তি। এখন কি করে ঠিক করব?
যদি ক্লাস্টারে এখনো জমা দিয়ে না থাকেন তাহলে এডিট করার অপশন আছে, সেখান থেকে এডিট করে ঠিক করে দিতে পারবেন। আর যদি ক্লাস্টারে জমা দিয়ে থাকেন তাহলে উপজেলা শিক্ষা অফিসার স্যারের সাথে কথা বলেন, এডিটের একটা টাইম দিবে সেই টাইমে এডিট করতে পারবেন ভাই।
শিক্ষার্থী তথ্য আপডেট অপশনে ক্লিক করলে কোন তথ্য দেখা যায় না । কারণ কী
ভাই, শিক্ষার্থীদের তথ্য অনুমোদন হয়ে গেছে তাই দেখা যাচ্ছে না। "চাহিদা" অপশনে যেয়ে "অনুমোদিত চাহিদা অপশনে" ক্লিক করলে দেখতে পারবেন। আর শ্রেনি হালনাগাদ করার জন্য "বেনিফিশিয়ারী শিক্ষার্থী" অপশনে যেয়ে "শিক্ষার্থীর শ্রেনি হালনাগাদ" অপশনে ক্লিক করে শ্রেনি পরিবর্তন করতে পারবেন।
passward ki poriborton krtei hbe?head sir account dea ki kaj kora jbena?
পাসওয়ার্ড পরিবর্তন বাধ্যতামূলক না। পাসওয়ার্ডে তখনই চেঞ্জ করবেন যখন আননোন কোন পার্সোন পাসওয়ার্ড জানবে তখন। আর ডিফল্ট পাসওয়ার্ড থাকলে সেটা চেঞ্জ করলে ভাল হয়। এসব কারন ছাড়া পাসওয়ার্ড চেঞ্জ করার কোন দরকার নাই। আপনি হেড স্যারের পাসওয়ার্ড ইউজ করেন।
স্যার নতুন শিক্ষার্থী এন্ট্রি দেবার পর ভুলক্রমে সিলেক্ট না করে এটিওর আইডিতে পাঠিয়ে দিলে সমস্যা হবে কিনা?
সব ঠিক থাকলে সমস্যা হবে না। তবে কোথাও এন্ট্রিতে ভুল হলে তারা টাকা পাবে না। তবে সেক্ষেত্রেও চেঞ্জ করা যাবে। কিন্তু তখন এটিও স্যাররের মাধ্যমে চেঞ্জ করতে হবে।
ভাই আমরা ঢাকা থেকে বলতেছি উপবৃত্তির টাকা এখনো আসে নাই আমার ছেলে ক্লাস টু তে পড়ে ২০২৩ সালে ভর্তি হইছে এখনো একবার উপবৃত্তি পায় নাই কবে পাবো ভাই
২০২৩ সালে আবেদন করলে তো একবার অন্তত পাওয়ার কথা। আপনি এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষকের সাথে কথা বলুন। দেখেন আপনার নাম্বার ঠিক আছে কিনা বা অনলাইনে আপনার বাচ্চার নাম এট্রি করেছে কিনা
পিতা মৃত বা মাতা মৃত এদের জাতীয় পরিচয় পত্র না থাকলে কি করবো দয়া করে জানাবেন। আর মাত্র 3 ঘন্টা সময় বাকি আছে।
আপনার সময় মত উত্তর না দেওয়ার জন্য ক্ষমাপ্রার্থী। পিতা বা মাতা মৃত হলে কিছুই করার নাই আপাতত। যখন সংশোধন বা অন্য কোন উপায় দিবে তখন করতে হবে। এই বিষয়ে আপনাদের উপজেলা শিক্ষা অফিসার মহাদয়ের সাথে কথা বললে সেই সবচেয়ে উৎকৃষ্ট সমাধান দিতে পারবেন।
sir sobkichu ok korar por songrokkhon option ti asce na akhn ki krbo?
আপনি কি মোবাইলে কাজ করতেছেন? কারন মোবাইলে করলে অনেক সময় এই সমস্যা হয়। যদি মোবাইলে করে থাকেন তাহলে যে ব্রাইজারে করতেছেন সেই ব্রাউজারের সেটিং এ যেয়ে Desktop Mode অপশনটি চালু করে এরপর কাজ করেন তাহলে সংরক্ষণ অপশন অবশ্যই আসবে।
এটা কি শুধু স্কুল কর্তৃপক্ষ করতে পারে নাকি অবিভাবকরা তাদের সন্তানের নাম আলাদাভাবে এন্ট্রি দিতে পারবে যেমন চাকরির জন্য আালাদা আলাদা আবেদন করা হয়.
এটা শুধুমাত্র শিক্ষকদের জন্য। কোন অভিভাবক এটা করতে পারবেন না।
স্যার, ভুল বশত আমার ৩য় শ্রেণীর বাচ্চার নাম টাআমি প্রাথমিক চক্রের সমাপ্তি তে ক্লিক করেছি। ঠিক করব কিভাবে জানালে উপকৃত হব।
যদি এখনো ক্লাস্টারে জমা না দেন তাহলে আপনি এডিট অপশন বা কলমের মত অপশন থেকে ঐটা ঠিক করে দিতে পারবেন। আর যদি ক্লাস্টারে জমা দিয়ে থাকেন, তাহলে উপজেলা শিক্ষা অফিসার স্যারকে বিষয়টি বললে তিনিই ঠিক করে দিবেন। এই দুইটা অপশন হচাড়া আর কোন উপায় নাই।
আরে শান্ত ভাই যে😊😊
😀
স্যার,আমার বিদ্যালয় ৮ম শ্রেণি। ৫ম পাশ করে এই বিদ্যালয়ে ৬ষ্টতে ভর্তি হয়েছে। এখন ৬ষ্ঠ শ্রেণি না দিয়ে ৮ম লিখবো কেন স্যার? শ্রেণি প্রমোশন দিলে হবে না কেন স্যার? প্লিজ স্যার! আমি বুঝতে অসুবিধা হতে হচ্ছে। দয়া করে সাহায্য করুন স্যার। জানি কষ্ট হবে।
স্যার, যারা ৫ম শ্রেনি পাস করে ৬ষ্ট শ্রেনিতে উঠাছে তাদের কেন আপনি ৮ম দিবেন? আপনি ৬ষ্ঠ শ্রেনিই দিবেন। তবে উপজেলা শিক্ষা অফিসার যদি আপনাকে ৬ষ্ঠ শ্রেনির জায়গায় ৮ম শ্রেনি দিতে বলে তাহলে আপনি তাঁর কাছ থেকে বিষয়টি ভাল ভাবে বুঝে নিতে হবে।
আপলোড দিয়েছি সব তথ্য ক্লাসটারে প্রেরণ করেছি এখন ভুল আছে কিছু তথ্য কি করতে পারি বলেন ভাই প্লিজ
কোন টেনশন করার দরকার নাই ভাই। আপনাদের উপজেলা শিক্ষা অফিসারকে জানান। মোবাইল নাম্বার ভুল হলে তিনি সংশোধন করে দিবেন। আর অন্যান্য ভুল থাকলে একটা সময় দিয়ে দেওয়া হবে সেই সময়ে সংশোধন করার সুযোগ পাবেন। তবে কোন সময়ে দিবে সেটা আপনাদের উপজেলা শিক্ষা অফিসারের কাছে শুনে নিবেন ভাই।
,স্যার,, পুনরাবৃত্তি,নিষ্ক্রিয়,প্রাথমিক চক্র সমাপ্ত সবাইকে কি ক্লাস্টারে পাটাবো?? প্লিজ জানাবেন।।।
ভাই, এই বিষয়ে আপনাদের মিটিং এর সময় উপজেলা শিক্ষা অফিসার মানে ইউইও/টিইও স্যার যেভাবে বলেছেন সেভাবে করেন। তিনি যদি সব জমা দিতে বলেন তাহলে জমা দেন। নয়তো তাকে ফোন করে জিজ্ঞেস করেন ভাই।
স্যার উপবৃত্তি পোর্টাল লগইন করলে এই আসে Invalid account status for Provided user id. Please contact with the administrator কীভাবে লগইন করব বলবেন কী?
পাসওয়ার্ড বা মোবাইল নাম্বার ভুল হচ্ছে। যদি আপনি স্কুলের হেড মাস্টার হয়ে থাকেন তাহলে আপনার স্থানীয় উপজেলা শিক্ষা অফিসারকে বিষয়টি জানান নির্দিধায়। তিনি নিজেই আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন।
Vaya bikis number ki change kora jaba?
যাবে। তবে কাস্টারে জমা দেওয়ার আগে। আর ক্লাস্টারে জমা দেওয়া হয়ে গেলে সেক্ষেত্রে উপজেলা শিক্ষা অফিসার স্যারের সহায়তা নিতে হবে।
পোটালে ঢোকা যাচ্ছেনা। শ্রেনি পরিবর্তন করব কিভাবে
ভাই, যদি মোবাইল নেটওয়ার্ক দিয়ে পোর্টালে ঢোকার চেষ্টা করেন তাহলে অনেক সময় পোর্টালে ঢুকতে চায় না। আপনি কোন একটা ওয়াইফাই দিয়ে ঢোকার চেষ্টা করুন। আশা করি এই সমস্যা থাকবে না। আর শ্রেনি পরিবর্তনের জন্য শিক্ষার্থীর তথ্য আপডেট অপশনে যেয়ে যে শিক্ষার্থীর শ্রেনি পরিবর্তন করবেন সেই শিক্ষার্থীর ডাটার ডান পাশে কলমের মত চিহ্নে ক্লিক করলে সংশোধনের জন্য ফর্ম আসবে। এরপর নির্দিষ্ট স্থানে যেয়ে শ্রেনি পরিবর্তন করতে পারবেন।
Sir baccar babar nid nai.mar ace.sei ketre ki bacca opubetti pabe.prak prothomik pore bacca😊
পাবে। সেক্ষেত্রে অন্য কারোর একজনের আইডী কার্ড ব্যবহার করতে পারেন। তার আগে আপনারদের উপজেলা শিক্ষা অফিসার স্যারের সাথে কথা বলে নিয়েন ভাই।
ধন্যবাদ ভাইয়া
❤
Class change korte gia jodi kono ta vul class shongrokkhon hoy ta edit korar kono option ki ache vaia?
ভাই, যতক্ষণ পর্যন্ত ক্লাস্টারে জমা না দিবেন ততক্ষন পর্যন্ত সংশোধন বা এডিট করতে পারবেন। তবে একবার যদি ক্লাস্টারে জমা দিয়ে দেন তাহলে আর সংশোধন করতে পারবেন না। সেক্ষেত্রে ক্লাস্টারে জমাদানের পর যখন আবার ফেরত পাঠাবে উপজেলা শিক্ষা অফিসার তখন সংশোধন করতে পারবেন।
ভাইয়া ;ইউজার আইডি কিভাবে পরিবর্তন করবো একটু বলবেন?
ইউজার আইডি পরিবর্তন করার কোন সুযোগ নাই। তবে যদি আসলেই ইউজার আইডি পরিবর্তন করতে হয় তাহলে সেটা শুধুমাত্র উপজেলা শিক্ষা অফিসার স্যার ছাড়া কেউ পারবে না। আপনার স্যারের কাছে বিষয়টি বলুন। তিনি ব্যবস্থা করে দিবেন। এছাড়া আর কোন উপায় নাই।
ডুকতে গেলে ক্যাপচা আসে তা পূরণ করলে ক্যাপচার শুধু ভুল দেখায় এর সমাধান কি?
বড় হাতের থাকলে বড় হাতের দিতে হবে আর ছোট হাতের থাকলে ছোট হাতের দিতে হবে। তাহলে অবশ্যই হবে
মায়ের এনআইডি না থাকলে কিভাবে এন্ট্রি দেব?
দাদি না নানিকে দিয়ে দিতে পারেন, তবে সেটা অবশ্যই উপজেলা শিক্ষা অফিসার স্যারের সাথে কথা বলে এরপর দিবেন।
ইউজার নেম /পাসওয়াড /কেপছার কোর্ড দেওয়ার পর কানেক্ট হয় না
উপজেলা শিক্ষা অফিসার স্যারের সাথে যোগাযোগ করেন তাহলে। তিনি সঠিক ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবে।
Download korar por ki claster patano jabe?
ডাউনলোড না করেও ক্লাস্টারে পাঠানো যাবে।
একজন শিক্ষার্থীর জন্মনিবন্ধন নেই। তাকে কি বিশেষ শিক্ষার্থী অপশন দিয়ে এন্ট্রি করা যাবে?
ভাই, এখন এই অপশন নাই ভাই। যখন বিশেষ শিক্ষার্থী অপশন আসবে তখন করতে পারবেন। আর শিক্ষার্থীর পিতা মাতাকে জন্ম নিবন্ধন করার জন্য অনুরোধ করুন।
Internal server error. Please try again later! ki korbo?
ঠিক কখন এই ম্যাসেজটা আপনাকে দেখাচ্ছে সেটা একটু বলুন। তাহলে সমাধান দিতে পারবো ভাই।
আমি মোবাইলে করে মেইলে নিয়ে দোকান থেকে প্রিন্ট করতে চাচ্ছি।কিভাবে মেইলে নিব?
পিডিএফ আকারে সেভ করবেন, এরপর সেই পিডিএফ আপনি যে কোন দোকানে নিয়ে প্রিন্ট করতে পারবেন। এটা ভিডিওতে দেখানো হয়েছে ভাই।
পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে উদ্ধার করা যাবে
ইউইও/টিইও স্যার পাসওয়ার্ড উদ্ধার করে দিতে পারবে। আপনি স্যারের সাথে যোগাযোগ করেন ভাই।
ভাই
যে সব শিক্ষার্থীদের তথ্যে সমস্যা আছে তাদের নতুন শিক্ষার্থী বিশেষ অপশন দিয়ে কাজ করা যাবে কী না?
ভাই, তথ্যে ভুল থাকা এক জিনিস আর নতুন শিক্ষার্থী (বিশেষ) অপশন থেকে তথ্য এট্রি করা আরেক জিনিস। যাদের পিতা-মাতা নাই বা কারোর আইডি কার্ড নাই। তাদের ক্ষেত্রে নতুন শিক্ষার্থী (বিশেষ) অপশন থেকে কোন এক অভিভাবকের আইডি কার্ড দিয়ে শিক্ষার্থীর তথ্য এট্রি করতে হবে। অন্যদিকে কোন শিক্ষার্থীর তথ্যে যদি ভুল থাকে তাহলে সেটা ডিলিট করে দিন। আর যদি অলরেডি ক্লাস্টারে জমা দিয়ে থাকেন তাহলে সেটা সংশোধনের জন্য ইউইও বা টিইও স্যারের সাথে যোগাযোগ করুন। একমাত্র তারাই সংশোধন করতে পারবেন।
২২-২৩ শিক্ষাবর্ষের তালিকা আসছে না কি করতে পারি?
শিক্ষার্থীদের তথ্য অপশনে ক্লিক করে রেলাস্টে ১০০ সিলেক্ট করে দিলে দেখতে পারবেন।
আসসালামু আলাইকুম স্যার। ২০২৩ সালের উপবৃত্তিধারী শিক্ষার্থীদের তথ্য কি সেইম ওয়েতে ইনপুট দেবো?
জানালে উপকৃত হবো।
ধন্যবাদ
অবশ্যই ভাই। একদম সেম ওয়ে।
2024 er new students entry kora jaccena kno
উপজেলা শিক্ষা অফিসার স্যারের সাথে যোগাযোগ করেন।
লগইন করার সময় bed credential দেখায় কেন??
ফেসবুকে Terokhada Desk লিখে সার্চ দেন। একটা পেজ পাবেন সেই পেজে স্ক্রিন শট সহ এসএমএস দিন। আশা করি সমাধান পেয়ে যাবেন ভাই।
2021 সালের শিক্ষার্থীর ডাটা 2022 সালে অানার পদ্ধতি কি???
২০২১ সালের ডাটা ২০২২ সালে আনার কোন প্রয়োজন নেই তো ভাই। ২০২১ সালের ডাটা শুধু প্রমোশন করে দিলেই হবে। কিন্তু এরপরেও যদি চান তাহলে বলবো, এখনো পর্যন্ত এমন কোন অপশন আসে নাই। আসলে জানাবো ভাই।
@@terokhadadesk প্রমোশন কিভাবে দিবো ভাই?? 😪
@@salemirhossen2067 বেনিফিশিয়ারী শিক্ষার্থী নাম করে একটা অপশন আছে দেখেন। সেই অপশনে গেলে শিক্ষার্থীদের লিস্ট পাবেন। প্রতিটা শিক্ষার্থীদের ডান পাশে কলমের মত চিহ্নের উপর ক্লিক করলে শ্রেনি এবং রোল চেন্স করতে পারবেন এবং শ্রেনি প্রমোশন সিলেক্ট করে দিতে পারবেন ভাই।
শিক্ষার্থীর ডাটা এন্ট্রি দেবার সংরক্ষন করলে নামে ইনভেলিড দেখায় এর সমাধান কি
শিক্ষার্থীর নাম তো জন্ম নিবন্ধন থেকে নিয়ে নেওয়ার কথা। ইনভ্যালিড দেখানোর তো কথা না। ভাল করে দেখেন তো যে দুইবার এট্রি হয়েছে কিনা। অথবা এন্ট্রি দেবার ডেট শেষ হয়ে গেছে কিনা।
জমা দেওয়ার শেষ সময় কখন ?
ভাই, আপনি এটা উপজেলা শিক্ষা অফিসার স্যারের কাছে শুনতে পারবেন। তিনি বলতে পারবেন।
Sir kbe dite pare ?
খুবই শীঘ্রই দিবে ভাই।
প্রদত্ত জন্মনিবন্ধন সঠিক নয় এই লেখা আসে কেন?
জন্ম নিবন্ধন তাহলে অনলাইন করা না, তাই আসতেছে না।
ভাইয়া টাকা আসার মোবাইল নম্বর কি চেঞ্জ করা যাবে
জ্বি করা যায়। কিন্তু ক্লাস্টারে জমা দেওয়ার আগ পর্যন্ত আপনি নিজে চেঞ্জ করতে পারবেন। আর ক্লাস্টারে জমা দিয়ে দিলে আর নিজে চেঞ্জ করতে পারবেন না। এক্ষেত্রে উপজেলা শিক্ষা অফিসার মোবাইল নাম্বার চেঞ্জ করে দিতে পারেন। নিজেরা চেঞ্জ করতে পারবেন না।
😮😮😮😮😮😮😮😢🎉😂😂
🙄
Vaiya nam lekha jaina keno?
অবশ্যই লেখা যায়। আপনার না লেখা কেন যাচ্ছে না সেটার কারনটা বলেন। কি দেখাচ্ছে সেটা বলেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো।
ক্যাপচা নেয় না কেনো?
সঠিকভাবে দিতে হবে ভাই। তাহলে অবশ্যই নেবে।
vai pasword vule gici akn ki korbo
উপজেলা শিক্ষা অফিসারের কাছে বললে তিনি পাসওয়ার্ড উদ্ধার করে দিবেন। মানে ইউইও/টিইও স্যারের কাছে বলতে হবে ভাই।
কবে দিবে টাকা
খুব তাড়াতাড়ি দিবে ভাই।
ভাই,ঢোকা যাচ্ছে না ।
ভাই, ওয়াইফাই নাকি মোবাইল ইন্টারনেট দিয়ে চেষ্টা করছেন? মোবাইল ইন্টারনেট দিয়ে ঢোকার চেষ্টা করলে অনেক সময় ঢোকে না বা স্লো কাজ করে। ওয়াইফাই দিয়ে চেষ্টা করে দেখতে পারেন।
Madrasha hole ki korbo?
বুঝলাম না ভাই, মাদ্রাসায় ভর্তি করাবেন নাকি মাদ্রাসা থেকে পাস করেছে এখন স্কুলে ভর্তি করাতে চান?
go
❤
টাকা আসে নাই
স্কুলের প্রধান শিক্ষকের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলুন। সমাধান অবশ্যই পেয়ে যাবেন।
Thanks
Welcome
ধন্যবাদ ভাইয়া
Welcome Vai ❤