কাকু আমি আপনার প্রতিটি ভিডিও যে কত বার করে দেখেছি তার কোন হিসাব নেই।যত দেখি ততই শুধু দখতেই ইচ্চে হয় মনে হয় যেন যত দেখি ততই শিখতে পারব।এবং এই করে প্রত্যেকটা ভিডিও একদম মুখুস্ত হয়ে গেছে।যতটা ভিডিও আসে সঙ্গে সঙ্গেই ডাউনলোড করে রেখে দেই আর অবসর পাইলেই দেখি। কি দিয়ে যে আপনাকে ধন্যবাদ জানাব তার কোন ভাষা খুজে পাচ্চি না।দোআ করি আল্লাহ যেন আপনাকে আরও দির্ঘায়ু করেন।আপনার হায়াত আরও বাড়িয়ে দেন।আপনার মতন এমন একজন শিক্ষক যে এই সময়ের জন্য কত দরকার যারা আপনার ভিডিও গুলো দেখে তারাই বুঝতে পরবে।আমি বাংলাদেশি প্রতিদিন খালি অপেক্ষায় থাকি কখন আপনার ভিডিও আসবে।আর দয়া করে কাকু বড় করে বিস্তারিত আলোচনা করবেন।ভিডিও ছোট করবেন না।কাকু একটা বিষয়ে একটু বুঝতে পারছি না একটু বুঝুয়িয়ে দিলে অনেক উপকৃত হব।আপনি বার বার বলেন সবজিতে ইউরিয়া না দিতে কিন্তু ১০ , ২৬ , ২৬ সারত আমাদের এইখানে নেই।তাহলে আপনি যে স্টেট সার দিয়ে একত্রে মিশিয়ে ১০,২৬,২৬ তৈরি করতে শিখিয়েছেন এইখানেত ইউরিয়া আছে তাহলে কি করব তাহলে কি কোন সমস্যা হবে।এখন যদি এক বিঘা জমিতে(৩০শতক ) পুরু জমিতে মালচিং বিছিয়ে যদি টমেটু বা বেগুন চাষ করি তাহলে ঐ স্টেট সার দিয়ে মিশিয়ে তৈরি করা ১০,২৬,২৬ কি পরিমানে দিতে হবে।আর যেহেতু পুরু জমিতেই প্লাস্টিকের মালচিং হবে তাহলে সারটা কিভাবে দিতে হবে।যদি একটু বুঝিয়ে বলেন অনেক উপকৃত হব।উত্তরের অপেক্ষায় থাকব কাকু।অনেক অনেক অনেক ধন্যবাদ ।
সাধারণত মালচিং আমরা বাংলায় জৈষ্ঠ্য মাস বা জুন মাসের দিকে করি। এখন করতে যাবেন না কারণ বর্ষা প্রায় শেষ হয়ে গেল ।আর বড়জোর এক মাস বৃষ্টি হবে। সেজন্য অতো খরচ করবেন না। আর পরে আমি সুযোগ পেলে মালচিং নিয়ে ভিডিও করবো। Mulching এর অবশ্যই সুবিধা আছে আগাছা সমস্যা হয় না সারের অপচয় হয় না ,লেবার খরচ কম হয় ,সারটা প্রথমে দিতে হয় পরে দেবার দরকার হলে জলে গুলে সার গুলো ব্যবহার করতে হয় । কোন সমস্যা হবে না সার জলের সঙ্গে মিশিয়ে দিলে। আর ইউরিয়া বেশি ব্যবহার করলে তাড়াতাড়ি রোগ পোকা চলে আসে। এই জন্য দিতে নিষেধ করি। আর যে 10 26 26 সার তৈরি হলো স্টেট ফারটিলাইজার দিয়ে ওখানে ইউরিয়া দেওয়া হয়েছে ঠিকই তবে এমন পরিমাণে দেওয়া হয়েছে ফসফেট ও পটাশ এর তুলনায় দেখবেন অনেক কম। আপনি যদি ইউরিয়া সবজিতে ব্যবহার করেন তাহলে ফসফেট তিন থেকে চার গুণ দেবেন আর পটাশ সার ইউরিয়ার থেকে দু গুণের বেশি দেবেন তাহলে চলবে। তবুও ইউরিয়া এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। তাড়াতাড়ি সেল ডিভিশন করে গাছের। আমাদের এখানকার সমস্ত চাষিরা সবজিতে ইউরিয়া সার দেয় না। কাউকে বলতে হয়না ওরা জানে ইউরিয়া দিলে তাড়াতাড়ি বিপদ চলে আসবে। জানিনা আপনাদের ওখানে কি হচ্ছে । প্রয়োজন পড়লে ডিএপি সারে চলে যাবেন বা সুফলা সারে চলে যাবেন।
আসলে ভিডিওটা আমি ছোট করে ফেলেছি। আরো যদি দশ মিনিট দেখাতাম তাহলে তোমাদের খুব ভালো লাগতো। যতদূর তুমি হাঁটতে থাকবে শুধু ঝিঙে চাষ দেখতে পাবে। চোখ জুড়িয়ে যাবে । আর কিছু চাষ দেখতে পাবে না শুধুই ঝিঙে চাষ দেখতে পাবে। ভিডিও তে সামান্য তুলে বলছি মাত্র ।এই জন্যই বলেছি চলুন ঝিঙে চাষের দেশে ঘুরে আসি।
ঠিকই বলেছেন এবৎসর সাদা মাছির আক্রমণ এত বেশি চারিদিকে সবাই নাজেহাল হয়ে গেল ।আজকে ওষুধ দিলেন দু-তিনদিন ভাল থাকে আবার পোকা চলে আসছে। এই জন্য আমরা শেষমেষ দেখলাম কাঁচা নিম পাতার জল সিদ্ধ করে ফুটিয়ে ওই লাল জলটা পরপর চার দিন spray করতে বলেছি আবার চার দিন বন্ধ আমার চার দিন spray করতে হবে। তাহলে কিছুটা কম হচ্ছে। যতক্ষণ না ঠান্ডা বা শীত পড়ছে তখন সাদা মাছি তাড়ানো যাচ্ছে না এটাই বাস্তব ঘটনা। ।
দাদা প্রণাম নেবেন আমার ঝিঙের পাতা কুকুরে গেছে এবং ডগা ছোট হয়ে গেছে এমিস্টার টপ এবং কিং ডক্সা দিয়েছি একটা কোন ফল হয়নি কোন ঔষধ দিতে হবে ঔষধ এর ফর্মুলা সহ জানাবেন আপনার প্রতি কৃতজ্ঞ থাকব আপনার দীর্ঘ কামনা করছি
Sir February তে ঝিঙে গাছ রোপন করা হয় আমাদের দু বিঘে মাচাতে , এই সময় অধিক ফলনের জন্য কোন ঝিঙের বীজ বসাবো । plese বলবেন sir ??? প্রতিবছর আমাদের এই রকম চাষ করা হয় তেমন একটা ভালো ফলন পাওয়া যায় না আমি আপনার ভিডিও দেখি স্যার তাই আমি আপনাকে বললাম এবং আপনি খুব এ বিষয়ে অভিজ্ঞ সম্পন্ন লোক। আপনার অপেক্ষায় থাকবো স্যার
প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর প্রতিবেদন দেখানোর জন্য অনেক ধন্যবাদ 🙏 স্যারের কাছে একটা তথ্য জানার ছিল আমি নতুন করে মাল্টা, ড্রাগন ও পেয়ারা বাগান করতে চাইছি কিন্তু একটি বিষয় বুঝে উঠতে পারছিনা অতিরিক্ত বৃষ্টি হলে আমার জমিতে জল জমে যাই সেই জল নিকাশি ব্যবস্থা দিয়ে বের হতে ১/২ সময় লেগে যায় সে ক্ষেত্রে আমি বাগানটি করলে কি কোন সমস্যায় পরবো? স্যারের গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় রইলাম 🙏🙏🙏
সমস্ত চাষী ভাল পয়সা পাক সব্জী বিক্রি করে, এই কামনা করি ভগবানের কাছে। স্যার আপনার জন্য অপেক্ষা করছি লাম । স্যার,,, আমি ( অনুখাদ্য,, 19:19:19 ,,, ফাঙ্গিসাইড) স্প্রে করি সকাল বেলা। এটা কি ঠিক? নাকি বিকালে করলে ভালো হয়? ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন
Sir.... আমি আপনার প্রতি টা ভিডিও দেখি... খুব ভালো লাগে.... একটা প্রশ্ন ছিলো.... ধান জমিতে চাপান সারের সাথে sulphur মিক্স করে দেওয়া হয়.... এতে ধান গাছের কি উপকার হয়? বা ধান গাছের ক্ষেত্রে এর কাজ কি....? প্লিজ একটু জানালে খুব উপকৃত হবো..... 🙏
স্যার আমি আপনার একজন অন্ধ ভক্ত আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারি আপনার ভিডিও আমার খুব ভালো লাগে আপনার কাছে একটু জিজ্ঞাসা ছিল আমি আপনার কথামত ওএসডি কম্পোজের তৈরি করেছিলাম সেওয়েজ ডিকম্পোজার এখনো পর্যন্ত আমার কাছে 200 লিটার আছে সেটা কি আমি ধান জমিতে ব্যবহার করতে পারব ধানের বয়স 40 দিন ধানের জাত হচ্ছে স্বর্ণ জানালে খুব উপকৃত হব মাজরা পোকার আক্রমণে আছে মাযহাব তাড়ানোর ওষুধ বলবেন
আসলে যখন মাটিতে জল জমে না থাকে তখন মাটিতে ছড়িয়ে দিয়ে তারপরে চাষ দিতে হয় ।এখন আপনি বাগানে অথবা আবর্জনার উপরে অথবা কাঁচা ঘাস পাতা জড়ো করে তার উপরে কিন্তু ঐ জল ব্যবহার করতে পারেন। ধানের জমিতে যদি জল থাকে সেখানে ব্যবহার না করাই ভালো ।আর যদি দশ লিটার জলে 2 00 মিলি ওই জল মিশিয়ে গাছে স্প্রে করতে পারেন এতে রোগ আসবে না।
আমি দেখাতে পারি না ভিডিওটা ছোট করতে হলো । যতদূর যাবেন শুধু ঝিঙা চাষ দেখতে পাবেন। ওখানে গেলে খুব ভালো লাগবে । অনেক চাষিরা চমকে যাবে দেখলে, যে কিভাবে এরা চাষ করে এগিয়ে যাচ্ছে।
sir...carbondozyme amcozyme use korchi....but pocha rog moteo jachchena??? sir akhn ki dana lagale samne jhinga pabo??? winter kal to samne????? r sir 10 bochorer sobeda gacher porichorcha kivabe korbo??? besi sobeda pawar jonno....r peyara????pls sir janaben 🙏🙏🙏pgr ki???
DADU ONEK DIN POR VIDEO PELAM.... amar dhan gache jholsha lagce... Ki osud dibo... Ektu jaldi bolben... Parle ekta fb page khulun jekhane amra problem er photo dekhate parbo.... Dadu valo thakben..... God bless u
স্যার প্রনাম নেবেন।বাংলাদেশ থেকে বলছি।এত কেমেন্টের ভিড়ে আমার কমেন্টার উত্তর দেবেন আশা রাখি।আমার তিনটি প্রশ্ন।১:২৮টি ঝিঙে গাছের গোড়ায় তরল জৈব সার হিসাবে কত কেজি খৈল ব্যবহার করা যায়?২:রাসায়নিক সার ব্যবহারের কত দিন পরে এটা ব্যবহার করা যায়?৩:ফুল ও ফলন বৃদ্ধির জন্য পিজিআর নাকি এমিস্টারটপ ব্যবহার করব?আপনার উত্তর পাওয়ার পরেই এগুলো ব্যবহার করব তাই দয়াকরে অবশ্যই জানাবেন।নমষ্কার
অবশ্যই গাছ করা যাবে। শুধু জৈব সার একটু বেশি করে দেবে, আর আমি যেমন লেবু গাছের পরিচর্যা করেছি ঐভাবে পরিচর্যা করবে অবশ্যই অবশ্যই ভালো ফল হবে মিষ্টতা ও থাকবে।
Sir lancer gold ta kiser jonno dite bollen bujte perchi na ektu bolben admire ta to bujte perlam je ota sada machir jonno but lancer gold ta bolle valo hoto ektu bolben please
ল্যান্সার গোলটা ও সাদা মাছির জন্য খুবই ভালো ওষুধ। ওর মধ্যে দুটো উপাদান আছে অবশ্যই ভাল ঔষধ ।আর সাদা মাছি তাড়াতে একটা ওষুধে কাজ হবে না। দু তিন রকম ওষুধ ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে এই জন্যে বলেছিলাম।
ফেরোমন ফাঁদ গাছ থেকে দুই ফুট উপরে বেঁধে রাখতে হবে। তাছাড়া King doxa প্রতি লিটার পানিতে এক মিলি মিশিয়ে স্প্রে করবেন তিন দিন ছাড়া দুবার বিকাল বেলায়। আর কম দামের ওষুধ সাফ পাউডার প্রতি লিটার পানিতে আড়াই গ্রাম মিশিয়ে স্প্রে করবেন তিন দিন ছাড়া দুবার বিকাল বেলায়। প্রথমে উপরেরটা ব্যবহার করতে হবে।
স্যার আমি লাউ ডাটার জন্য লাগাবো যেনো শীত কালে হয় তো কোন মাসে লাগলে ভালো হবে বলবেন আর আপনি বলেছিলেন যে শীত এর লঙ্কা লাগাতে তো এখন বিচ এর তলা ফেলানো যাবে কি এটি বলুন
অবশ্যই এখনই শীতের লঙ্কা বীজ বুনুন 40 দিন পর গাছ বার হওয়ার পর থেকে বসাবেন।আর লাউ বীজ একটু ঘন করে বসাবেন জৈব সার রাসায়নিক সার দিয়ে তবে আপনি ডাটা কেটে কেটে বিক্রি করতে পারবেন।
স্যার আপনার ব্যাক্তিত্ব আমার খুব ভালোলাগে । স্যার আমাদের main source of income হল কলমি শাক চাষ । কিন্তু প্রতি বছর বর্ষার পরে কলমি গাছের পাতা কুকরে গিয়ে গাছ গুলি সব মারা যায়।অনেক রকমের রাসায়নিক কীটনাশক ব্যবহার করেও কোন সুফল পাইনি। এই সমস্যার সমাধান যদি বলতেন তাহলে আমরা খুবই উপকৃত হতাম।
ল্যান্সার গোল্ড প্রতি লিটার জলে দুই গ্রাম মিশিয়ে স্প্রে করতে হবে বিকেল বেলায় তিন দিন ছাড়া দুবার।যখন গাছের পাতা খুব সুন্দর হবে বর্ষার পরে চকচকে হবে তখন এটা করতে হবে ।তারপর 10 লিটার জলে একপাতা একতারা সেইসঙ্গে একপাতা এডমায়ার এই দুটো মিশিয়ে spray করবে তিন দিন ছাড়া দুবার তাহলে আর কুঁকড়ে যাবে না।
Beautiful lines.sir nomoskar neben. Sektin paine.kompani bond korechy. Ar all.in.goold suparar agromin gold payche.100/100ps kinechey . jhnge holde hoy kino . Jode hoy m45 .+amistar top +all wen tob debo na . Natevo debo Jay Kisan Jay Jagannath.
দাদা নমস্কার মালচিং পেপারের ঝিঙের চাষ করতে চাই জমি তৈরির সময় কি কি স্যার এবং কীটনাশক বেড তৈরি করার সময় দিতে হবে বিস্তারিতভাবে জানাবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ
রিডোমিল গোল্ড প্রতি লিটার জলে দুই গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তিন দিন ছাড়া ছাড়া তিন বার। আর পুরুষ ফুল নিয়ে ভোর পাঁচটার দিকে হাত দিয়ে পরাগ মিলন করুন।
@@farmingadviseranathhalder7579 purus ful niya poragayon Kori amra ratri 8 tar dika giya suru sir 1 bigha potol aca amar sokala 5 tar somoy ful er papri buja Jai ,amader math a sobai aga ratri ta ful poragayon korai...
সত্যি স্যার আপনার কাছে একান্ত অনুরোধ, আমন ধান নিয়ে একটু বিস্তারিত যেমন কটি ধাপে কতটা পরিমাণে কখন সার প্রয়োগ করব, কোন সময় কোন রোগ ও পোকার জন্যে কোন বিষ(রোগ ও পোকার বীষ একসাথে প্রয়োগ করা যাবে কি না) ইত্যাদি বিভিন্ন বিষয়ে ভিডিও বানলে খুব উপকার হত। যেহেতু আমাদের প্রধান জীবীকা ধান চাষ। তাছাড়া ধান চাষের জন্যই সরকার আপনাকে পুরস্কৃত করেছেন। বেয়াদপি হয়ে থাকলে মাফ করবেন স্যার। কেননা আগেই আপনি ধানের উপর তৈরি পুরনো ভিডিও দেখতে বলেছিলেন।
নমস্কার স্যার ছাদে টবে আমার স্ট্রবেরি চারা রোফন করেছি কিন্তু নতুন পাতা যেগুলো বাহির হচ্ছে সেগুলোকে কেটে দিচ্ছে কে কাটছে জানিনা তবে মাঝে মধ্যে ফিপডা দেখা যায় তবে যদি কাপুর ব্যবহার করি তাহলে কি ভালো হবে নাকি আমার গাছের ক্ষতি হবে আপনার উত্তরের রইলাম আপনি স্ট্রবেরি ছাড়া নিয়ে ছাদ বাগানের জন্য একটা ভিডিও বানান প্লিজ তাহলে আমরা ছাদবাগানে যারা আছি আমাদের খুব উপকার হবে আপনার উত্তরের রইলাম ধন্যবাদ স্যার আপনাকে অসংখ্য
Namaskar sir Disembar mase rama jinga chas korle falan ki valo habe....? R sir.. mati toiri samay sudha Susana dia nagal kore 8 (aat) din pare dij bapon Kara jabe sir plz janaben Ami 11000 hajar takar deton chere 1 biga lij nia chase nam6i upnar asirbade . Disembare ..10 kata karala ,10kata jinga
বিভিন্ন ওষুধের কাজ আলাদা আলাদা। যেমন দানা বিষ মাটিতে দিলে 20দিন বিষক্রিয়া থাকে এবার স্প্রে করলে কোনো বিষ পাঁচ দিন থাকে কোনো কোনো বিষ সাত দিন থাকে। সাধারনত স্প্রে করার 4/5দিন পরে ফল তুলবেন।
অনেক বই আছে সব বই ই ভালো যে কোনো একটা কিনে নেবেন তবে পূর্ব ভারতের ফসল মতিলাল মজুমদারের বই ভালো। আসলে বই পড়লে হবে না বই পড়তে হবে হাতে কলমে চাষ করতে হবে তবে অভিজ্ঞতা তৈরি হবে।
আমি পূর্ব মেদিনীপুর, কোলাঘাট থেকে বলছি।আমার এখানে সবজির থেকে ফুল চাষ বেশি কিন্তু কভিডের জন্য বাজার না থাকায় অনেকেই সবজির দিকে যাচ্ছে বিশেষ করে ঝিঙে, শসা,করলা।কিন্তু Sir, সমস্যা হচ্ছে লোকাল কোম্পানির বীজে মেশানো বীজ থাকে,একই প্যাকেটে অনেক সাইজের ঝিঙে হয়।তাই Rama F1 ছাড়াও যদি আরো কিছু জাতের নাম বলেন।শসা ও লম্বা করলার ও যদি কোম্পানি ও জাতের নাম বলেন,যেগুলির ভালো ফলন পাওয়া গেছে।
নামধারী কোম্পানির মল্লিকা জাত খুব ভালো অথবা INDAM কোম্পানির 1222 জাত ও ভালো।শশা এখন নাসিফা কোম্পানির সুজাতা জাত বসাবেন।করলা US কোম্পানির 6214 জাত ভালো হবে।
Sir sasa r korola gache purush ful besi r strih ful kom ki korbo ami kalke fantac plus diyechi ter kichu din age all win top plus diyechi ekhon ki korbo
দাদা প্রণাম নিবেন আশা করি আপনি ভালো আছেন দাদা আমার আপনার ইউটিউব চ্যানেল দেখে আমি রামা f1 ঝিঙে লাগিয়েছিলাম কিন্তু পুরো পাতাগুলো কোঁকড়া হয়ে গেছে অনুগ্রহ করে এর সমাধান বলবেন আপনার সুস্বাস্থ্য কামনা
কেনো এমন হলো? নিশ্চয়ই অনেকদিন ওষুধ স্প্রে করেন নি। আমি যেখানে কাজ করছি ওখানে রামা ঝিঙে চাষ হচ্ছে। ভালো ফলন পাওয়া যাচ্ছে। অনেক দিন ফলন পাচ্ছে। যাই হোক এখন যদি জৈব ওষুধ স্প্রে করতে চান তাহলে M N বায়োটেক কোম্পানির তৈরি ওষুধ সাহস প্রতি লিটার জলে দুই মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল পাঁচটার পরে তিন দিন ছাড়া ছাড়া তিন বার। আর ব্যবসা করলে কম দামের ওষুধ ল্যান্সার গোল্ড প্রতি লিটার জলে আড়াই গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল পাঁচটার পরে তিনদিন ছাড়া তিন বার।
ছেলেটি ধনিয়া চাষ খুব ভালো করেছিল। খুব সুন্দর প্রতিবেদন।
ধন্যবাদ জানাই ।আর আমি অনুরোধ করবো আপনারা ওই পথ ধরে এগিয়ে চলুন।
@@farmingadviseranathhalder7579 be at all red gt
.
@@farmingadviseranathhalder7579 be at all red gt
.
দাদা নমস্কার ,আপনার ঝিলে চাষের ভিডিও টা দেখলাম ।এতো দিগন্ত বিস্তৃত সবুজ যা সহজেই চোখ ও মন কে আকৃষ্ট করে। লোভনীয় ভিডিও।ভালো থাকুন, সপরিবারে থাকুন ।
অসংখ্য ধন্যবাদ স্যার। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও।
ধন্যবাদ জানাই ভাল থাকুন আর চলুন সকলে এগিয়ে চলি। আল্লাহ আপনার মঙ্গল করুন।
@@farmingadviseranathhalder7579 আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।
খুব খুব ভালো লাগলো স্যার। ভালো থাকবেন।
ধন্যবাদ জানাই,
সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
খুব সুন্দর হয়েছে প্রতিবেদনটা ঝিঙ্গা চাষ টা সুন্দর হয়েছে
🌹🌹🌹🌹🌹🌹🇧🇩
কৃষি ও মানুষ চেনেলের পখ থেকে ধন্যবাদ
কাকু আমি আপনার প্রতিটি ভিডিও যে কত বার করে দেখেছি তার কোন হিসাব নেই।যত দেখি ততই শুধু দখতেই ইচ্চে হয় মনে হয় যেন যত দেখি ততই শিখতে পারব।এবং এই করে প্রত্যেকটা ভিডিও একদম মুখুস্ত হয়ে গেছে।যতটা ভিডিও আসে সঙ্গে সঙ্গেই ডাউনলোড করে রেখে দেই আর অবসর পাইলেই দেখি। কি দিয়ে যে আপনাকে ধন্যবাদ জানাব তার কোন ভাষা খুজে পাচ্চি না।দোআ করি আল্লাহ যেন আপনাকে আরও দির্ঘায়ু করেন।আপনার হায়াত আরও বাড়িয়ে দেন।আপনার মতন এমন একজন শিক্ষক যে এই সময়ের জন্য কত দরকার যারা আপনার ভিডিও গুলো দেখে তারাই বুঝতে পরবে।আমি বাংলাদেশি প্রতিদিন খালি অপেক্ষায় থাকি কখন আপনার ভিডিও আসবে।আর দয়া করে কাকু বড় করে বিস্তারিত আলোচনা করবেন।ভিডিও ছোট করবেন না।কাকু একটা বিষয়ে একটু বুঝতে পারছি না একটু বুঝুয়িয়ে দিলে অনেক উপকৃত হব।আপনি বার বার বলেন সবজিতে ইউরিয়া না দিতে কিন্তু ১০ , ২৬ , ২৬ সারত আমাদের এইখানে নেই।তাহলে আপনি যে স্টেট সার দিয়ে একত্রে মিশিয়ে ১০,২৬,২৬ তৈরি করতে শিখিয়েছেন এইখানেত ইউরিয়া আছে তাহলে কি করব তাহলে কি কোন সমস্যা হবে।এখন যদি এক বিঘা জমিতে(৩০শতক ) পুরু জমিতে মালচিং বিছিয়ে যদি টমেটু বা বেগুন চাষ করি তাহলে ঐ স্টেট সার দিয়ে মিশিয়ে তৈরি করা ১০,২৬,২৬ কি পরিমানে দিতে হবে।আর যেহেতু পুরু জমিতেই প্লাস্টিকের মালচিং হবে তাহলে সারটা কিভাবে দিতে হবে।যদি একটু বুঝিয়ে বলেন অনেক উপকৃত হব।উত্তরের অপেক্ষায় থাকব কাকু।অনেক অনেক অনেক ধন্যবাদ ।
ভাই আপনি একেবারে আমার মনের কথাটা স্যারকে বলেছেন। আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন।
(নলহাটি, পঃবঃ)
@@ajmotullah2333 ধন্যবাদ ভাই আপনিও ভাল থাকবেন।দেখেন সার উত্তর দেয় কি না
সাধারণত মালচিং আমরা বাংলায় জৈষ্ঠ্য মাস বা জুন মাসের দিকে করি। এখন করতে যাবেন না কারণ বর্ষা প্রায় শেষ হয়ে গেল ।আর বড়জোর এক মাস বৃষ্টি হবে। সেজন্য অতো খরচ করবেন না। আর পরে আমি সুযোগ পেলে মালচিং নিয়ে ভিডিও করবো। Mulching এর অবশ্যই সুবিধা আছে আগাছা সমস্যা হয় না সারের অপচয় হয় না ,লেবার খরচ কম হয় ,সারটা প্রথমে দিতে হয় পরে দেবার দরকার হলে জলে গুলে সার গুলো ব্যবহার করতে হয় । কোন সমস্যা হবে না সার জলের সঙ্গে মিশিয়ে দিলে। আর ইউরিয়া বেশি ব্যবহার করলে তাড়াতাড়ি রোগ পোকা চলে আসে। এই জন্য দিতে নিষেধ করি। আর যে 10 26 26 সার তৈরি হলো স্টেট ফারটিলাইজার দিয়ে ওখানে ইউরিয়া দেওয়া হয়েছে ঠিকই তবে এমন পরিমাণে দেওয়া হয়েছে ফসফেট ও পটাশ এর তুলনায় দেখবেন অনেক কম। আপনি যদি ইউরিয়া সবজিতে ব্যবহার করেন তাহলে ফসফেট তিন থেকে চার গুণ দেবেন আর পটাশ সার ইউরিয়ার
থেকে দু গুণের বেশি দেবেন তাহলে চলবে। তবুও ইউরিয়া এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। তাড়াতাড়ি সেল ডিভিশন করে গাছের। আমাদের এখানকার সমস্ত চাষিরা সবজিতে ইউরিয়া সার দেয় না। কাউকে বলতে হয়না ওরা জানে ইউরিয়া দিলে তাড়াতাড়ি বিপদ চলে আসবে। জানিনা আপনাদের ওখানে কি হচ্ছে । প্রয়োজন পড়লে ডিএপি সারে চলে যাবেন
বা সুফলা সারে চলে যাবেন।
@@farmingadviseranathhalder7579 অনেক উপকৃত হলাম কাকু।আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই সেই সাথে দোআ করি আরও দীর্ঘায়ু হন।
Sar apnar video amie dakhi khub sundor
Khub useful video.
ধন্যবাদ জানাই ভাল থাকুন ।আর চলুন আমরা সকলকে নিয়েই এগিয়ে চলি।
Amar khub lobh lagche ei bagan ta dekhe ❤️❤️❤️❤️❤️❤️❤️
আসলে ভিডিওটা আমি ছোট করে ফেলেছি। আরো যদি দশ মিনিট দেখাতাম
তাহলে তোমাদের খুব ভালো লাগতো। যতদূর তুমি হাঁটতে থাকবে শুধু ঝিঙে চাষ দেখতে পাবে। চোখ জুড়িয়ে যাবে । আর কিছু চাষ দেখতে পাবে না শুধুই ঝিঙে চাষ দেখতে পাবে। ভিডিও তে সামান্য তুলে বলছি মাত্র ।এই জন্যই বলেছি চলুন
ঝিঙে চাষের দেশে ঘুরে আসি।
@@farmingadviseranathhalder7579 sotti sir,,,,pran chokh juranor moton bagan,eta kon jayga sir?piyali?
খুব সুন্দর প্রতিবেদন অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই 🙏🌿🙏
আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই, সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন,
আর চলুন সকলকে নিয়ে এগিয়ে চলি।
ধন্যবাদ । আপনার মত সঠিক পরামর্শ দাতা আর উদ্যোগী কৃষক বন্ধু না হলে সাফল্য অর্জন সম্ভব নয়। নমস্কার নেবেন ।
Chitto Babu apnar phone no comment aa likhe Pathan
ঝিঙে চাষে সাদা মাছির কাছে হেরে গেলাম,এত পরিমাণ সাদা মাছি জীবনে দেখিনি যেখানে চাষ করেছি আশেপাশে কোনো সবজী চাষ হয়নি।
ঠিকই বলেছেন এবৎসর সাদা মাছির আক্রমণ এত বেশি চারিদিকে সবাই নাজেহাল হয়ে গেল ।আজকে ওষুধ দিলেন দু-তিনদিন ভাল থাকে আবার পোকা চলে আসছে। এই জন্য আমরা শেষমেষ দেখলাম কাঁচা নিম পাতার জল সিদ্ধ করে ফুটিয়ে ওই লাল জলটা পরপর চার দিন spray করতে বলেছি আবার চার দিন বন্ধ আমার চার দিন spray করতে হবে। তাহলে কিছুটা কম হচ্ছে। যতক্ষণ না ঠান্ডা বা শীত পড়ছে তখন সাদা মাছি তাড়ানো যাচ্ছে না এটাই বাস্তব ঘটনা। ।
দাদা প্রণাম নেবেন আমার ঝিঙের পাতা কুকুরে গেছে এবং ডগা ছোট হয়ে গেছে এমিস্টার টপ এবং কিং ডক্সা দিয়েছি একটা কোন ফল হয়নি কোন ঔষধ দিতে হবে ঔষধ এর ফর্মুলা সহ জানাবেন আপনার প্রতি কৃতজ্ঞ থাকব আপনার দীর্ঘ কামনা করছি
Sir February তে ঝিঙে গাছ রোপন করা হয় আমাদের দু বিঘে মাচাতে ,
এই সময় অধিক ফলনের জন্য কোন ঝিঙের বীজ বসাবো ।
plese বলবেন sir ???
প্রতিবছর আমাদের এই রকম চাষ করা হয় তেমন একটা ভালো ফলন পাওয়া যায় না আমি আপনার ভিডিও দেখি স্যার তাই আমি আপনাকে বললাম এবং আপনি খুব এ বিষয়ে অভিজ্ঞ সম্পন্ন লোক।
আপনার অপেক্ষায় থাকবো স্যার
দাদু- কোভিড ১৯ ডেল্টা ভ্যারিয়েন্ট থেকে পরিবারের সবাই রক্ষা পেয়ে ফিরলাম আপনার কাছে।
খুব কষ্টের দিন পেরিয়ে - দাদুর চ্যানেলে ভালবাসা 💖💖💖💖
নাজিয়া বাংলাদেশ
Sir, amito laou lagaichi 100 jhupa 60 din hoyche urea khar na dei bad kore ki ki xar dite hobe
Sir, gach theke gacher distance keto
স্যার আপনার ভিডিওর অপেক্ষায় থাকি কারন আপনার ভিডিও থেকে কিছু না কিছু শিখতে পারবো আর যদি ভিডিও গুলো আরো একটু বড়ো হতো তাহলে আরো কিছু শিখতে পারতাম স্যার
ধন্যবাদ জানাই ভালো থেকো। নিশ্চিত আগামী দিনে বড়ো করে ভিডিও করার চেষ্টা করবো। চলো সকলে এগিয়ে চলি।
Kaku, Neem jal bananor proses balun, ami neem pata r kancha Holud diye baniyechi, 5 liter moto jal hoyeche, koto poriman dos diye sprye korbo?
স্যার ভিডিও টা ভালো লাগলো 🙏
প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর প্রতিবেদন দেখানোর জন্য অনেক ধন্যবাদ 🙏
স্যারের কাছে একটা তথ্য জানার ছিল আমি নতুন করে মাল্টা, ড্রাগন ও পেয়ারা বাগান করতে চাইছি কিন্তু একটি বিষয় বুঝে উঠতে পারছিনা অতিরিক্ত বৃষ্টি হলে আমার জমিতে জল জমে যাই সেই জল নিকাশি ব্যবস্থা দিয়ে বের হতে ১/২ সময় লেগে যায় সে ক্ষেত্রে আমি বাগানটি করলে কি কোন সমস্যায় পরবো? স্যারের গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় রইলাম 🙏🙏🙏
মালটা বা পেয়ারা গাছের গোড়াতে একটু মাটি দিয়ে উঁচু করে দেবেন তাহলে চলবে
অনেক ধন্যবাদ স্যার 🙏
সমস্ত চাষী ভাল পয়সা পাক সব্জী বিক্রি করে, এই কামনা করি ভগবানের কাছে।
স্যার আপনার জন্য অপেক্ষা করছি লাম ।
স্যার,,, আমি ( অনুখাদ্য,, 19:19:19 ,,, ফাঙ্গিসাইড) স্প্রে করি সকাল বেলা। এটা কি ঠিক? নাকি বিকালে করলে ভালো হয়? ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন
Sir....
আমি আপনার প্রতি টা ভিডিও দেখি...
খুব ভালো লাগে....
একটা প্রশ্ন ছিলো....
ধান জমিতে চাপান সারের সাথে sulphur মিক্স করে দেওয়া হয়....
এতে ধান গাছের কি উপকার হয়?
বা
ধান গাছের ক্ষেত্রে এর কাজ কি....?
প্লিজ একটু জানালে খুব উপকৃত হবো..... 🙏
স্যার আমি আপনার একজন অন্ধ ভক্ত আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারি আপনার ভিডিও আমার খুব ভালো লাগে আপনার কাছে একটু জিজ্ঞাসা ছিল আমি আপনার কথামত ওএসডি কম্পোজের তৈরি করেছিলাম সেওয়েজ ডিকম্পোজার এখনো পর্যন্ত আমার কাছে 200 লিটার আছে সেটা কি আমি ধান জমিতে ব্যবহার করতে পারব ধানের বয়স 40 দিন ধানের জাত হচ্ছে স্বর্ণ জানালে খুব উপকৃত হব মাজরা পোকার আক্রমণে আছে মাযহাব তাড়ানোর ওষুধ বলবেন
আসলে যখন মাটিতে জল জমে না থাকে তখন মাটিতে ছড়িয়ে দিয়ে তারপরে চাষ দিতে হয় ।এখন আপনি বাগানে অথবা আবর্জনার উপরে অথবা কাঁচা ঘাস পাতা জড়ো করে তার উপরে কিন্তু ঐ জল ব্যবহার করতে পারেন। ধানের জমিতে যদি জল থাকে সেখানে ব্যবহার না করাই ভালো ।আর যদি দশ লিটার জলে 2 00 মিলি ওই জল মিশিয়ে গাছে স্প্রে করতে পারেন এতে রোগ আসবে না।
গরমের সময় মাটিতে ঝিঙে চাষ কি ভাবে সম্ভব???
হাইব্রিড ঝিঙে চাষ করতে হলে মাচাতে চাষ করতে হবে।তবে ফলন ভালো হবে।
দেশী জাত মাটিতে হবে ।
কোনো অসুবিধা হবে না।
Dhannobad sir.
👌🥰🥰♥️🙏🙏
কয়ফিট পরপর লাগাতে হয় আর একজায়গায় দানা কয়টি দিতে হয়
Sir,1 bigha matit keto bas Lage keto khos hobe
স্যার পটল গাছের নতুন ডগা বেরোচ্ছে না কি ওষুধ দিতে হবে সরিষার খোল দিতে পারবো
সরিষার খৈল পচানো জল চার দিন ছাড়া অবশ্যই দেবেন।
দাদাভাই খুব ভালো লাগলো আজকের ভিডিও। আপনার দেয়া ঝিঙে গাছে ছোট ,ও বিচন হয়েযাচ্ছে। কি দেবো। আর পেপে গাছটা সরূহয়েছে পাতা কুকরে গিয়েছে। একতারা দিয়েছি যেমনবোলেছেন। আর এখানে এগ্রমীন গোল্ড পাওয়া যায়না। ভালো থাকবেন দাদাভাই 👍🙏
Sir ekka r monocil r kritap er ppriman kato korola gache r sasa gache
ক্রিট্যাপ দশ লিটার জলে আট গ্রাম। মোনোসিল প্রতি লিটার জলে দেড় মিলি আর এক্কা প্রতি লিটার জলে এক গ্রাম মিশিয়ে স্প্রে করবেন।
দেখে মনটা ভরে গেল
আমি দেখাতে পারি না ভিডিওটা ছোট করতে হলো । যতদূর যাবেন শুধু ঝিঙা চাষ দেখতে পাবেন। ওখানে গেলে খুব ভালো লাগবে । অনেক চাষিরা চমকে যাবে দেখলে, যে কিভাবে এরা চাষ করে এগিয়ে যাচ্ছে।
sir...carbondozyme amcozyme use korchi....but pocha rog moteo jachchena??? sir akhn ki dana lagale samne jhinga pabo??? winter kal to samne????? r sir 10 bochorer sobeda gacher porichorcha kivabe korbo??? besi sobeda pawar jonno....r peyara????pls sir janaben 🙏🙏🙏pgr ki???
DADU ONEK DIN POR VIDEO PELAM.... amar dhan gache jholsha lagce... Ki osud dibo... Ektu jaldi bolben... Parle ekta fb page khulun jekhane amra problem er photo dekhate parbo.... Dadu valo thakben..... God bless u
উন্নত মানের ক্যাপসিকাম বীজের নাম জানালে ভালো হতো স্যার হাইব্রিট সেজেন্টার ভালো হবে কি
Thankyou স্যার
ধন্যবাদ জানাই ভালো থেকো আর চলো সকলে এগিয়ে চলি।
Khub valo kaku Dona patar video ta.
Jayga gulor name bola video suru korla valo hoba kaku
এটা Bhodri গ্রাম। এখানে মানুষরা দীর্ঘদিন অসময়ে ধনে চাষ করে নিজেদের উন্নয়ন
ঘটিয়ে চলেছে।
Sir,
আমি মৌমাছি পালন করতে চাই, কোথাথেকে ট্রেনিং নিতে পারি জানলে জানাবেন।
Sir valo video
ধন্যবাদ জানাই। ভালো থাকুন ,আর এইভাবে এগিয়ে চলুন।
kaku amar lou gacher pata kukre jac6e r daga/ saru haye as6e ekhon ki karate habe please janaben.
Sir morichrr hybrit seeder nam bolun jeta borsar sumai hobe
হাইব্রিড বুলেট অনেক ফলন হয়।
শিম চাষ সম্বন্ধে কিছু দেখান স্যার
আমার চ্যানেলে শিম চাষের দুটো ভিডিও করা আছে ভিডিও গুলো দেখবেন খুব ভালো লাগবে।
Nice
ধন্যবাদ জানাই ভাল থাকুন।
Sir...tryco composed....r wastde composed...2tor difference ki......r konta ki vabe bebohar..korbo...aktu bolun
স্যার প্রনাম নেবেন।বাংলাদেশ থেকে বলছি।এত কেমেন্টের ভিড়ে আমার কমেন্টার উত্তর দেবেন আশা রাখি।আমার তিনটি প্রশ্ন।১:২৮টি ঝিঙে গাছের গোড়ায় তরল জৈব সার হিসাবে কত কেজি খৈল ব্যবহার করা যায়?২:রাসায়নিক সার ব্যবহারের কত দিন পরে এটা ব্যবহার করা যায়?৩:ফুল ও ফলন বৃদ্ধির জন্য পিজিআর নাকি এমিস্টারটপ ব্যবহার করব?আপনার উত্তর পাওয়ার পরেই এগুলো ব্যবহার করব তাই দয়াকরে অবশ্যই জানাবেন।নমষ্কার
স্যার আমি পূর্ব মেদিনীপুরের এগরা থেকে বলছি। আমাদের এই মাটিতে বাণিজ্যিকভাবে মাল্টা চাষ হবে কিনা স্যার জানাবেন। মিষ্টতা নিয়ে কিছু বলবেন।
সবুজ মিতাতে all wine top plus পাওয়া যায় ?
মৃত্যুঞ্জয় নার্সারিতে কি মাল্টার চারা পাওয়া যায় । উনাকে জিজ্ঞেস করলে তো বলতে পারে ।
অবশ্যই গাছ করা যাবে। শুধু জৈব সার একটু বেশি করে দেবে, আর আমি যেমন লেবু গাছের পরিচর্যা করেছি ঐভাবে পরিচর্যা করবে অবশ্যই অবশ্যই ভালো ফল হবে মিষ্টতা ও থাকবে।
Sir lancer gold ta kiser jonno dite bollen bujte perchi na ektu bolben admire ta to bujte perlam je ota sada machir jonno but lancer gold ta bolle valo hoto ektu bolben please
ল্যান্সার গোলটা ও সাদা মাছির জন্য খুবই ভালো ওষুধ। ওর মধ্যে দুটো উপাদান আছে অবশ্যই ভাল ঔষধ ।আর সাদা মাছি তাড়াতে একটা ওষুধে কাজ হবে না। দু তিন রকম ওষুধ ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে এই জন্যে বলেছিলাম।
Thik ache
Sir,
eta kon mase lagano hoyechilo.
এটা জৈষ্ঠ্য মাসের 20/22 তারিখে
লাগানো হয়েছিল।
Sair Karola Chas octobar mase kora yabe, ki jat kora yabe janaben
Shit kale jhinga kon bij chas korbo. Kon mase lagate hobe. Please janaben. Rama F1 ko khon chas korty hoy
স্যার লাগানোর সময় টা জানাবেন বীজ কখন বুন্তে হয়
Sir amr misti komro gaser full dore pose more jai ki ...korbo
ফেরোমন ফাঁদ গাছ থেকে দুই ফুট উপরে বেঁধে রাখতে হবে।
তাছাড়া King doxa প্রতি লিটার পানিতে এক মিলি মিশিয়ে স্প্রে করবেন তিন দিন ছাড়া দুবার বিকাল বেলায়।
আর কম দামের ওষুধ সাফ পাউডার প্রতি লিটার পানিতে আড়াই গ্রাম মিশিয়ে স্প্রে করবেন তিন দিন ছাড়া দুবার বিকাল বেলায়।
প্রথমে উপরেরটা ব্যবহার করতে হবে।
Sir kalash F1 Ridge Gound 1501 Anu ঝিঙে কেমন হবে প্লিজ bolben tatari.
ঐ কোম্পানির বীজের উপর আমার ভরসা নেই।
বহু বার ঠকে গিয়েছি।
যদি ওই বীজ কেনা হয়েই থাকে তাহলে কম করে চাষ করুন ।
এখন কেমন বীজ ওরা বাজারে আমার জানা নেই ।
স্যার আমি লাউ ডাটার জন্য লাগাবো যেনো শীত কালে হয় তো কোন মাসে লাগলে ভালো হবে বলবেন আর আপনি বলেছিলেন যে শীত এর লঙ্কা লাগাতে তো এখন বিচ এর তলা ফেলানো যাবে কি এটি বলুন
অবশ্যই এখনই শীতের লঙ্কা বীজ বুনুন 40 দিন পর গাছ বার হওয়ার পর থেকে বসাবেন।আর লাউ বীজ একটু ঘন করে বসাবেন জৈব সার রাসায়নিক সার দিয়ে তবে আপনি ডাটা কেটে কেটে বিক্রি করতে পারবেন।
স্যার আপনার ব্যাক্তিত্ব আমার খুব ভালোলাগে । স্যার আমাদের main source of income হল কলমি শাক চাষ । কিন্তু প্রতি বছর বর্ষার পরে কলমি গাছের পাতা কুকরে গিয়ে গাছ গুলি সব মারা যায়।অনেক রকমের রাসায়নিক কীটনাশক ব্যবহার করেও কোন সুফল পাইনি। এই সমস্যার সমাধান যদি বলতেন তাহলে আমরা খুবই উপকৃত হতাম।
ল্যান্সার গোল্ড প্রতি লিটার জলে দুই গ্রাম মিশিয়ে স্প্রে করতে হবে বিকেল বেলায় তিন দিন ছাড়া দুবার।যখন গাছের পাতা খুব সুন্দর হবে বর্ষার পরে চকচকে হবে তখন এটা করতে হবে ।তারপর 10 লিটার জলে একপাতা একতারা সেইসঙ্গে একপাতা এডমায়ার এই দুটো মিশিয়ে spray করবে তিন দিন ছাড়া দুবার তাহলে আর কুঁকড়ে যাবে না।
Thank you sir
পাঁকা ধুন্দুল কোথায় বেশি পরিমাণে পাওয়া যায় আপনাদের জানা থাকলে বলবেন একটু।।।।। ধন্যবাদ
Anek prosner uttor pelam. Ei video ti kon jaygar ?. Kon mashe lagano ar ki veraiti janar ichaa roilo . Namaskar neben .
Est west company mallika f1.. Ata ki akhon chas kora jabe
ছাদের উপর টিনের শেখ দিয়ে এবং চারিদিক তারের জাল দিয়ে ঘিরে ফল ও সবজি চাষ করা যাবে কি কারণ হনুমানের উৎপাত খুব বেশি
আমি হুগলিতে গিয়েছিলাম ওরা ছাদের উপরে তারের জাল দিয়ে ঘিরে দিচ্ছে উপরটা এবং চারপাশে।
উপরে টিনের ছাউনি হলে রোদ্দুরের অভাবে গাছ ভালো করতে পারবেন না।
Beautiful lines.sir nomoskar neben. Sektin paine.kompani bond korechy. Ar all.in.goold suparar agromin gold payche.100/100ps kinechey . jhnge holde hoy kino . Jode hoy m45 .+amistar top +all wen tob debo na . Natevo debo Jay Kisan Jay Jagannath.
স্যার এই ঝিঙে চাস নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও বানালে বুঝতে সুবিধা হয়
আচ্ছা চেষ্টা করবো।
দাদা নমস্কার মালচিং পেপারের ঝিঙের চাষ করতে চাই জমি তৈরির সময় কি কি স্যার এবং কীটনাশক বেড তৈরি করার সময় দিতে হবে বিস্তারিতভাবে জানাবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ
Sir potol er jali holud hoya nosto hoya jacca ki spray korbo
রিডোমিল গোল্ড প্রতি লিটার জলে দুই গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তিন দিন ছাড়া ছাড়া তিন বার।
আর পুরুষ ফুল নিয়ে ভোর পাঁচটার দিকে হাত দিয়ে পরাগ মিলন করুন।
@@farmingadviseranathhalder7579 purus ful niya poragayon Kori amra ratri 8 tar dika giya suru sir 1 bigha potol aca amar sokala 5 tar somoy ful er papri buja Jai ,amader math a sobai aga ratri ta ful poragayon korai...
Sir dhona pata ekhon chas kora jaba ,ki beez bonta hoba ektu bolben please ....
Sir amer jinga gacha khub map legaca ki dabo ??
যদি ব্যবসা করেন তাহলে Syngentরবেন্পানির তৈরি Volium Flexi
দশ লিটার জলে সাত মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায়। তিন দিন ছাড়া
দুবার।
আমন ধান চাষ নিয়ে details এ video চাই. কত দিনে কীটনাশক দিতে হয়, কোন কীটনাশক ভালো হবে, কোন fungiside কখন. প্লিজ
সত্যি স্যার আপনার কাছে একান্ত অনুরোধ,
আমন ধান নিয়ে একটু বিস্তারিত যেমন কটি ধাপে কতটা পরিমাণে কখন সার প্রয়োগ করব,
কোন সময় কোন রোগ ও পোকার জন্যে কোন বিষ(রোগ ও পোকার বীষ একসাথে প্রয়োগ করা যাবে কি না)
ইত্যাদি বিভিন্ন বিষয়ে ভিডিও বানলে খুব উপকার হত।
যেহেতু আমাদের প্রধান জীবীকা ধান চাষ।
তাছাড়া ধান চাষের জন্যই সরকার আপনাকে পুরস্কৃত করেছেন।
বেয়াদপি হয়ে থাকলে মাফ করবেন স্যার।
কেননা আগেই আপনি ধানের উপর তৈরি পুরনো ভিডিও দেখতে বলেছিলেন।
নমস্কার স্যার ছাদে টবে আমার স্ট্রবেরি চারা রোফন করেছি কিন্তু নতুন পাতা যেগুলো বাহির হচ্ছে সেগুলোকে কেটে দিচ্ছে কে কাটছে জানিনা তবে মাঝে মধ্যে ফিপডা দেখা যায় তবে যদি কাপুর ব্যবহার করি তাহলে কি ভালো হবে নাকি আমার গাছের ক্ষতি হবে আপনার উত্তরের রইলাম আপনি স্ট্রবেরি ছাড়া নিয়ে ছাদ বাগানের জন্য একটা ভিডিও বানান প্লিজ তাহলে আমরা ছাদবাগানে যারা আছি আমাদের খুব উপকার হবে আপনার উত্তরের রইলাম ধন্যবাদ স্যার আপনাকে অসংখ্য
জৈব ওষুধ ঘাতক প্লাস প্রতি লিটার পানিতে এক মিলি মিশিয়ে বিকেল পাঁচটার দিকে স্প্রে করে দেবেন।
রামা f1 কি বর্ষাকাল নাকি গীস্ম কালে ভালো হয়,অর্থাৎ এর বপন কবে থেকে শুরু করব? দয়াকরে জানাবেন 🙏🙏🙏।
Falgun mase korben ami korchi dam paichi
Rama f1 Borsa kale ( boisak mase ) lagano jabe na dada....
স্যার আমার গাঁদা ফুলের গাছ অনেক বড়ো হয়ে যাচ্ছে ফুল আসছেনা কি করবো বলেল খুব উপকার হয়
ওটা নিশ্চয়ই শীতের গাঁদা। যেহেতু গাছ বড়ো হয়ে গিয়েছে তাই শীত পর্যন্ত অপেক্ষা করতে হবে না।আশাকরি আর 45/50 দিন পর অবশ্যই ফুল চলে আসবে।
Namaskar sir
Disembar mase rama jinga chas korle falan ki valo habe....?
R sir.. mati toiri samay sudha Susana dia nagal kore 8 (aat) din pare dij bapon Kara jabe sir plz janaben
Ami 11000 hajar takar deton chere 1 biga lij nia chase nam6i upnar asirbade .
Disembare ..10 kata karala ,10kata jinga
স্যার ভালো আছেন স্যার আপনার কাছে আমি জানতে চাইছিলাম যে জমিতে সবজি খেতে জৈব ওষুধ প্রয়োগ করলে কদিন পরে সবজি তুলতে পারবো
বিভিন্ন ওষুধের কাজ আলাদা আলাদা।
যেমন দানা বিষ মাটিতে দিলে 20দিন বিষক্রিয়া থাকে এবার স্প্রে করলে
কোনো বিষ পাঁচ দিন থাকে কোনো কোনো বিষ সাত দিন থাকে।
সাধারনত স্প্রে করার 4/5দিন পরে ফল তুলবেন।
মার্চে প্রথমে লাগালে কেমন হবে
Sir valo krishi boi er nam,ar lekhok er nam bolun pls...ar evabei video banate thakun,anek kichu sikhte pari apnar video theke
অনেক বই আছে সব বই ই ভালো যে কোনো একটা কিনে নেবেন তবে পূর্ব ভারতের ফসল মতিলাল মজুমদারের বই ভালো। আসলে বই পড়লে হবে না বই পড়তে হবে হাতে কলমে চাষ করতে হবে তবে অভিজ্ঞতা তৈরি হবে।
Jhinge gache r pata chidra hoyeche ki korbo
Dada namaskar
Darun laglo
Ekhon ki jhinge er bij basano jabe, chad bagane?
Dhonyobad
6 year ar narkel gach a fol daracha na ki korta hoba aktu bolban pls
Lal swarna dhan kete 15kata sosa lagabo ki jater bij lagabo?kotota bij lagbe?macha korte hobe kina?plz ektu janan,
শীতের শশা বীজ বুনতে হবে। নাসিফা কোম্পানির সুজাতা জাত খুব ভালো হবে।
মাচা না করলে ও চলবে।
Sir jinghe gacher pata kukre geche. Onek osudh spray korlam kono kaj holo na. Ki korbo.
জৈব ওষুধ M N বায়োটেকের সাহস প্রতি লিটার জলে দুই মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল পাঁচটার পরে তিনদিন ছাড়া দুবার।
শেষ চেষ্টা করুন।
স্যার জিংহে গাছ খুব ভালো আছে কিন্তু এক দুটো গাছ জুমে জুমে মারা যাচ্ছে..দোয়া করে বলুন কি করলে বাঁচানো যাবে???এর আগের বছর এই ভাবে গাছ মারা গিয়েছিলো...
স্যার মালচিং পেপার নিয়ে একটা ভিডিও করুন
হ্যাঁ অবশ্যই ভিডিও করবো
Dada ami tobe jinga lagiyechi ful anek hoye che kintu pata hlud hoye jache akhon ki korbo bolun pilz
আমি পূর্ব মেদিনীপুর, কোলাঘাট থেকে বলছি।আমার এখানে সবজির থেকে ফুল চাষ বেশি কিন্তু কভিডের জন্য বাজার না থাকায় অনেকেই সবজির দিকে যাচ্ছে বিশেষ করে ঝিঙে, শসা,করলা।কিন্তু Sir, সমস্যা হচ্ছে লোকাল কোম্পানির বীজে মেশানো বীজ থাকে,একই প্যাকেটে অনেক সাইজের ঝিঙে হয়।তাই Rama F1 ছাড়াও যদি আরো কিছু জাতের নাম বলেন।শসা ও লম্বা করলার ও যদি কোম্পানি ও জাতের নাম বলেন,যেগুলির ভালো ফলন পাওয়া গেছে।
নামধারী কোম্পানির মল্লিকা জাত খুব ভালো অথবা INDAM কোম্পানির 1222 জাত ও ভালো।শশা এখন নাসিফা কোম্পানির সুজাতা জাত বসাবেন।করলা
US কোম্পানির 6214 জাত ভালো হবে।
Sir স্যার নামধারী কোম্পানির ns 474 ঝিঙে অথবা ইস্টওয়েস্ট কোম্পানির রামা এবং মালিক কখন কখন বসাতে হয়
আমি বাংলাদেশ থেকে বলছি। ১০ ১৪ ১০ সারের মধ্যে কি সার বা উপাদান থাকে? এই সারের কাজ কি?
দাদা নমস্কার ঝিঙের লাগানোর জমি তৈরি ও চাষের সময় কি কি সার দিতে হবে দয়া করে জানাবেন
Amadar sarar dokandar janana neem kol har guro sin kuce cocopit ki tahola kotai pabu amito jamali boragalam
ওইসব দোকানদার অনেক অনেক পিছিয়ে আছে ।ওরা তোমাদেরকে এগিয়ে নিয়ে যেতে কখনোই পারবে না ।ওইসব দোকানে না যাওয়াই ভালো অন্য দোকানে খোঁজ করো।
স্যার শীতের ভালো হাইব্রিড ঝিঙে দানা কোন কোম্পানির নেব
ইস্ট-ওয়েস্ট কম্পানির বীজ RAMA F -1
@@farmingadviseranathhalder7579 ধন্যবাদ স্যার ভালো থাকবেন
স্যার এখন কোন সব্জী চাষ করলে ভালো লাভ হবে। যদি আপনি আমাকে একটু সাহায্য করতেন।( লাউ/ঝিঙে/শশা/চালকুমড়া/) এর মধ্যে কোনটা ।।
Tankyou sirrrrrrr
ধন্যবাদ জানাই ভালো থেকো আর চলো সকলে এগিয়ে চলি ।
নমস্কার স্যার । জানুয়ারি মাসে ঝিঙে লাগানো যায় ফল ও দাম কেমন হবে।
Sir sasa r korola gache purush ful besi r strih ful kom ki korbo ami kalke fantac plus diyechi ter kichu din age all win top plus diyechi ekhon ki korbo
আর কিছুদিন অপেক্ষা করুন অবশ্যই স্ত্রী ফুল বেশি আসবে।
Nice video
Lagano time match aktu jankari dila valo hato
Sir, tomato 🍅 chas er next video kobe asbe??
Akon ki chara bosabo? Kivabe mati ready korbo tomato 🍅 chara bosanor jonno jodi bole ben please 🙏
দাদা প্রণাম নিবেন আশা করি আপনি ভালো আছেন দাদা আমার আপনার ইউটিউব চ্যানেল দেখে আমি রামা f1 ঝিঙে লাগিয়েছিলাম কিন্তু পুরো পাতাগুলো কোঁকড়া হয়ে গেছে অনুগ্রহ করে এর সমাধান বলবেন আপনার সুস্বাস্থ্য কামনা
কেনো এমন হলো?
নিশ্চয়ই অনেকদিন ওষুধ স্প্রে করেন নি।
আমি যেখানে কাজ করছি ওখানে রামা
ঝিঙে চাষ হচ্ছে। ভালো ফলন পাওয়া যাচ্ছে। অনেক দিন ফলন পাচ্ছে।
যাই হোক এখন যদি জৈব ওষুধ স্প্রে করতে চান তাহলে M N বায়োটেক কোম্পানির তৈরি ওষুধ সাহস প্রতি লিটার জলে দুই মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল পাঁচটার পরে তিন দিন ছাড়া ছাড়া তিন বার।
আর ব্যবসা করলে কম দামের ওষুধ ল্যান্সার গোল্ড প্রতি লিটার জলে আড়াই গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল পাঁচটার পরে তিনদিন ছাড়া তিন বার।
Sir akhon bosabo Ankur sanika F1 ঝিঙা কেমন হবে pls বলবেন তাড়াতাড়ি।
অবশ্যই এই বীজ বুনবেন।
ভালো বীজ।
chandramallika ki mati lage alkaline na acidic ektu janabe please r kar jonno ki mesate hoy mati toirir somoy setao janaben sir
স্যার, বস্তায় লাউ বীজ ফেলবো। তার আগে কি কি দিয়ে মাটি তৈরী করবো? রাসায়নিক পদ্ধতি বলে দিন
দাদা বাংলাদেশ থেকে বলছি আমন ধানের জমিতে নোনা যাতে না লাগে সেজন্য কি দিবো জমি চাষের সময়। আউস ধানের জমিতে নোনা লেগে ফলন ভালো হয় নাই। তাই দাদা আমন ধান রোয়ার সময় জমি চাষের সময় কি দিবো প্লিজ দাদা একটু বলেন।
sir amister top pepe te spray kora jabe
profex super ঔষধ টা কেমন আমি কি পটলে আর কলা গাছে দিতে পারবো, ঔষধ টা কি কাজ হয়
স্যার আমার ছাদে ঝিঙে হয়েছে।বীজ রেখেছি ঐ বীজ কি সামনের বারে ভালো ফলন পাবো?
Hmm