এভাবে কেটে যাক সব অন্ধকার সব অনিয়ম সব কুসংস্কার, সৃষ্টিকর্তার সব সৃষ্টি তার প্রাপ্য সম্মানটুকু পাক।বেঁচে থেকেও কেউ যেন মৃত্যুর স্বাদ না পায়।খুব ভালো লাগলো।
বাংলাদেশ থেকে শুনছি। উনার জন্য অফুরন্ত ভালবাসা। উনার কন্ঠে গানটা শুনে গায়ের লোম দাঁড়িয়ে গেছে।কত মায়াবি কন্ঠ।আজ থেকে অন্বেসার ফ্যান হয়ে গেলাম।অফুরন্ত দোয়া ভালবাসা ♥️♥️
গান গেয়ে এভাবেও কাঁদানো যায় জানতাম না। এভাবেও ভাব প্রকাশ করা যায় জানতাম না। গায়ে কাঁটা দিচ্ছে আর সঙ্গে সঙ্গে চোখ দিয়ে ও জল বেরিয়ে এলো। অসাধারণ। ধন্যবাদ দিদি। ধন্যবাদ স্টার জলসা।
সব সময় এই প্রোগ্রাম লাইভ দেখতে পারিনা, পেটের তাগিদে। এই প্রথম শুনলাম। ঈশ্বর কে প্রনাম জানাই। কি অসাধারণ এক অনুভূতি আমি বোঝাতে পারব না। কিছুতেই চোখের জল বাঁধা মানছে না। গান টা শুনে আমি ১০ মিনিট বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইলাম দিগন্তের দিকে। জীবনের মত যন্ত্রনা, অপ্রাপ্তি, দুঃখ, বঞ্চনা একেরপর এক প্যারেড করতে করতে চলে যাচ্ছিল মানস পটের এ প্রান্ত থেকে ও প্রান্তে। বিচারকদের মন্তব্য আমার সেই মুগ্ধতা কে বৃদ্ধি করেছে সহস্রগুণ। জীবনের এক বিরলতম অনুভূতি। সবাই ভালো থাকবেন।
@@shristisen5497 mam ami akbar o seta boli ni . Apner bojha vul hoache . Even ,I respect all people, all category . Thank u Even, ami seta jgasa korechilam , tai question mark ache . I hope this (???) Sign clear all doubt of you
আমার বলার ভাষা হারিয়ে গেছে দিদিভাই ❤️ সত্যি এটাই সেরা পারফর্মেন্স, আর তোমাদের মতো মানুষ দের যে এই মঞ্চে সুযোগ দিয়েছে এতে কতো যে খুশি বলে বোঝাতে পারবো না
যারা কটু কথা বলছিল তাদের বলছি দেখ এরকম গান সবাই এত সুন্দর করে কেউ গাইতে পারবে না এটা অন্বেষা দি র দ্বারাই সম্ভব 🥰🥰🥰🥰🥰ধন্যবাদ প্রিয় চ্যানেল স্টার জলসা কে 🥰🥰লাভ ইউ অল টাইম♥️♥️♥️
অনেক দিন পর এমন অসাধারণ কন্ঠে এই গানটা শুনলাম,খুব ভালো লাগলো। শুভ কামনা রইল ভাই তোমার জন্য তৃতীয় লিঙ্গের নামটা উজ্জল করো,যে, সমাজের থেকে আলাদা হয়ে অনেক কিছু করা যায়
আমি বাংলাদেশ থেকে গান টা শুনলাম অসাধারণ অসাধারণ অসাধারণ আসলে আমাদের সমাজের মানুষদের পরিবর্তন হওয়া উচিত,, আর গান টা আমি আজকে প্রথম শুনলাম এক কথায় অসাধারণ অসাধারণ অসাধারণ ❤❤ অনেক অনেক শুভ কামনা রইল ওনার জন্য আরো অনেক দুরে এগিয়ে যাও ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
পৃথিবীর সব মানুষ কে নো এক হত হবে।কেউ একটু ভিন্ন হলে সমস্যা কি । তো আমাদের দৃষ্টি, ভঙ্গি, চিন্তা ধারার পরিবর্তন করলেই তো তবেই আমরা সৃষ্টির সেরা জীব।ধন্যবাদ স্টার জলসা কে এমন একটা ফাল্টফম এ এমন অভিহেলিত প্রতিবা বান মানুষ কে সুযোগ দেওয়ার। জন্য। আসুন না আমরা পরিবর্তন হই তবেই তো পৃথিবী সুন্দর ঈশ্বরের সৃষ্টি কত সুন্দর.... ♥️♥️♥️
ফেইসবুকের Short ভিডিও দেখে এইখানে এসে খুজে গানটা দেখছি। আল্লাহ কি অসাধারণ গলা আর সুর আপনাকে দিয়েছেন। সমাজ থেকে সব কুসংস্কার এইভাবেই দূর হউক। শুভ কামনা রইলো আপনার জন্যে। বাংলাদেশ থেকে। ধন্যবাদ
গান গেয়ে উনি সবার চোখে জল এনে দিয়েছেন ।এত্ত সুন্দর হয়েছে বলার কোনো ভাষা পাচ্ছি না । আমিও এখন পুরুলিয়াতেই থাকি যদি কোনো দিন ওনার সাথে দেখা হয় তাহলে খুব ভালো লাগবে ।💖💖💖💖
যখন একটা ক্লাস এর প্লেলিস্ট খুজতেছিল,হঠাৎ করে এটা সামনে এলো, হয়তো এইরকম গান আমি শুনি না কিন্তু তবুও স্টার্ট করলাম।আসলেই অনেক সুন্দর কন্ঠ উনার😟🥺 সুপার সিংগার একটা ভালো কাজ করেছে অ্যান্ড একটা অনুপ্রেরনা সৃষ্টি করেছে উনি,
আমি খুব কম গানে কমেন্টস করি। তবে এই গানের ♦♦ 1.22 ♦♦ সেকেন্ডের সুরটা খুব হৃদয় স্পর্শ করেছে। গানের সাথে নিজের অনুভব মিশে গেলে এমন সুর আসে। তাই কমেন্টস করতে বাধ্য হলাম। ♥♥♥♥♥
অনেক বার শুনলাম, তার কণ্ঠে গানটি।আহা,কী দরদ ভরা কণ্ঠ! আহা,কী মায়া!অসাধারণ ।সবার উপরে মানুষ সত্য,তাহার উপরে নাই। এই চরম সত্যি টা আমাদের অন্তরে বিরাজ করুক,সর্বদা।
পরিস্থিতি যা-ই হোক না কেন প্রতিভা কে কোন ভাবেই কেউ আটকে রাখতে পারে না তার জলজ্যান্ত প্রমাণ আপনি! অসাধারণ বললে মনে হয় কম হয়ে যাবে! তাই শুধুই প্রণাম আর প্রণাম ! 🙏❤️🙏
বুকের ভেতর যে কষ্টের পাহাড় দাঁড়িয়ে ছিলো মাথা উঁচু করে তা ভেঙে চুড়মাড় করে দিয়ে রাস্তা করে দিয়েছে নদীকে চোখের মাধ্যমে বেরিয়ে আসার জন্য, কতটা কষ্ট বুকে চাপা থাকলে এমন বেদনা বোরোয় কন্ঠ দিয়ে জানি না গো জানি না । শুধু আমার চোখে জল আসেনি বরং বেঁচে থেকেও মৃত্যুর স্বাদ আমি পেয়েছি যে । ওরে "আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে"❗
গান টা শোনার পর চোখের জল আটকে রাখতে পারলাম না।তুমি খুব ভালো গান গাও।তোমার গান শুনতে আমার খুব ভালো লাগে।এইভাবে তুমি এগিয়ে চলো।আমাদের মতো সমস্ত মানুষের দিশা,পথ প্রদর্শক হয়ে।
সত্যিই এত সুন্দর গলা বলার কোন ভাষা থাকেনা এই ভাবেই ভালো গান করতে থাকো এটাই চাই ভগবানের কাছে মানুষ যেন তাকে ভালো করে স্বীকৃতি দেয় ভগবান তোর ভালো করুক জয় তারা
আমি মুগ্ধ হয়ে গেলাম এই গান টা শুনে , আমি শনিবার আর রবিবার অপেক্ষা করে থাকি কখন এই শিল্পী গান গাইবে, আজ পযন্ত যতগুলো গান গেয়েছে এই শিল্পী সব গান গুলো দুর্দান্ত গেয়েছে, অপূর্ব গানের গলা
আজকের অন্বেষা আমাদের খুব ভালবাসার,স্নেহের সুমন,তখন থেকেই ওর গান এর ভক্ত যখন ও অন্বেষা ছিল না।তবে ও অসাধারণ বাঁশি বাজায় এটা অনেকই জানেনা। ভাল থাকিস, ভালো রাখিস মা কে ।
What a voice and emotion and what a singing and created such emotional atmosphere through her voice.....god bless you Didi......thank you very much Star Jalsa and their selectors. Thanks
Darun.. Darun..airokom gan sotti age konodin suni ni... Mon vore gelo... Valo thakun.. Thank you so much Star Jalsa, ai rokom akta presentation korar jonno. Valo thakun sokole. ❤
Onek subechha janai shilpi k eto sundor shilper jonno.. Parthona kori ja chan tai jeno pan.. r jetuku pelen na ei jonme setuku thak porer jonmer jonno♥️
Darun darun, asadharon tomar gola.tomar gan sune amar vore gelo.eto sundor gan kono din sunini .dui chokh Jole vore gelo.khub valo theko o sustho theko isor tomar onek onek mongol korben.❤️❤️❤️🙏🙏🙏🤗🤗🤗😂😂😂👍👍👍🎉🎉 Jamshedpur Jharkhand theke
এভাবে কেটে যাক সব অন্ধকার সব অনিয়ম সব কুসংস্কার, সৃষ্টিকর্তার সব সৃষ্টি তার প্রাপ্য সম্মানটুকু পাক।বেঁচে থেকেও কেউ যেন মৃত্যুর স্বাদ না পায়।খুব ভালো লাগলো।
Beautiful comment ❤❤❤
কি লিখলেন..অনবদ্য
Akdom thik kotha onar golar tulona hoy na
Beautiful comment
খুব ভালো বলেছেন🙏
অসাধারন গলা ।। এইভাবে সমাজ এগিয়ে যাক ।। সমাজে সমস্ত জাতিভেদ প্রথা দূর হোক ।। মানুষ একে অপরকে ভালোবাসুক ।। সমস্ত কুসংস্কারের বেড়াজাল থেকে বেরিয়ে আসুক ।। কুর্নিস জানায় স্টার জলসাকে ।।
Akdom 😌😌💜
Wow,,,,,
Soudip Babu onake apni biye korun na 🙂
@@Amjad.403 😊
@@Amjad.403 😊😊
বাংলাদেশ থেকে শুনছি। উনার জন্য অফুরন্ত ভালবাসা। উনার কন্ঠে গানটা শুনে গায়ের লোম দাঁড়িয়ে গেছে।কত মায়াবি কন্ঠ।আজ থেকে অন্বেসার ফ্যান হয়ে গেলাম।অফুরন্ত দোয়া ভালবাসা ♥️♥️
সালাম ওয়ালাইকুম ভাইজান. কলকাতা থেকে ভালোবাসা 😘🇧🇩
🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️💚💚👍👍
🤣
@@chaplinvailovefrombd5678 ভাগ শালা রোহিঙ্গা।
i hope one day there will be one DHARMA , THAT WILL BE CALLED "MANUSH " = MAAN + HUSH THAKBE !
মানুষের মনের সংকীর্ণতা ঘুচে যাক। যে যেমন তাকে সে ভাবেই গ্রহণ করতে শিখুক। আহা কী গাইলেন.... একেবারে মন্ত্রমুগ্ধ ♥️🦋🌻
ভাবতে পারিনি , এমন গান শুনবো । এই একটা গানের জন্য এই পুরো অনুষ্ঠানটার সম্মান অনেক বেড়ে গেল । কাঁদিয়ে ছাড়লে তুমি !
অগনিত বার শোনার পরেও মনে হচ্ছে যেন প্রথম বার শুনছি গান টা।।।
অসাধারণ।।।
শত কোটি প্রনাম জানাই আপনার প্রতিভা কে।।।।।।।
❤️❤️❤️❤️❤️❤️❤️
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
গান গেয়ে এভাবেও কাঁদানো যায় জানতাম না। এভাবেও ভাব প্রকাশ করা যায় জানতাম না। গায়ে কাঁটা দিচ্ছে আর সঙ্গে সঙ্গে চোখ দিয়ে ও জল বেরিয়ে এলো। অসাধারণ। ধন্যবাদ দিদি। ধন্যবাদ স্টার জলসা।
গান শুনে চোখে জল চলে আসলো,সৃষ্টিকর্তার সকল সৃষ্টি সুন্দর ❤
(গান শুনছি বাংলাদেশ থেকে)
অসম্ভব আবেগ,
তৈরি করে নয়, হৃদয় দিয়ে
পরান খুলে গাওয়া এ গান।
তেমনি উদাত্ত কন্ঠ।
রাধার অন্তরের ভালোবাসা এবং বেদনার সার্থক বহিঃপ্রকাশ।। ভালো থেকো।।
হৃদয় থেকে গেয়েছে ! ব্যাথা দুঃখ যন্ত্রনা কষ্ট আর আবেগ এই গান হয়ে গলায় এসেছে ! কিন্তু সুর হারায় নি ! অসাধারণ ! ভগবান ভালো করুন 🙏
প্রতিভার কোনো লিঙ্গ হয় না ❤️ অসাধারণ
এই কথা গুলো যেন তার নিজের কথা ❤️
খুব অন্তর থেকে গেয়েছেন ❤️ আগামী দিনের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে,ভালো থাকবেন ❤️
কিসের জাত,কিসের লিঙ্গ,কিসের বৈষম্য💞আসার সময় যেমন ছিলাম যাবো তেমনে।চিন্তাধারা পাল্টান দুনিয়া পাল্টে যাবে❤
সব সময় এই প্রোগ্রাম লাইভ দেখতে পারিনা, পেটের তাগিদে। এই প্রথম শুনলাম। ঈশ্বর কে প্রনাম জানাই। কি অসাধারণ এক অনুভূতি আমি বোঝাতে পারব না। কিছুতেই চোখের জল বাঁধা মানছে না। গান টা শুনে আমি ১০ মিনিট বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইলাম দিগন্তের দিকে। জীবনের মত যন্ত্রনা, অপ্রাপ্তি, দুঃখ, বঞ্চনা একেরপর এক প্যারেড করতে করতে চলে যাচ্ছিল মানস পটের এ প্রান্ত থেকে ও প্রান্তে। বিচারকদের মন্তব্য আমার সেই মুগ্ধতা কে বৃদ্ধি করেছে সহস্রগুণ।
জীবনের এক বিরলতম অনুভূতি। সবাই ভালো থাকবেন।
আমি গর্বিত আমি পুরুলিয়ার মেয়ে, আরো গর্বিত অন্বেষা দি আমাদের জেলার 💚💚
আমি সুরজিৎ আমিও পুরুলিয়া বাসী আমি গর্বিত আমি পুরুলিয়া বাসী
uni to transgender? ??
To SE ekjon purulia basi
@@shibsankarbhanja7720 kano trans ra ki Manush noy
@@shristisen5497 mam ami akbar o seta boli ni .
Apner bojha vul hoache .
Even ,I respect all people, all category .
Thank u
Even, ami seta jgasa korechilam , tai question mark ache .
I hope this (???) Sign clear all doubt of you
আহা কি দরদ ভরা গলা❤❤চোখের জল আটকিয়ে রাখতে পারলাম না😭😭..তোমার মনে যা দুখ্য আছে ভগবান তোমার সব দুক্ষ কষ্ট দূর করুক🙏🙏
ভাবতেও অবাক লাগে এনার গান সোনার জন্য সবাই অপেক্ষা করে❤️ তার একটিও প্রমো চলে না 😞🙃
🥺🥺🥺
আমার বলার ভাষা হারিয়ে গেছে দিদিভাই ❤️ সত্যি এটাই সেরা পারফর্মেন্স, আর তোমাদের মতো মানুষ দের যে এই মঞ্চে সুযোগ দিয়েছে এতে কতো যে খুশি বলে বোঝাতে পারবো না
খুব সুন্দর হয়েছে।
যারা কটু কথা বলছিল তাদের বলছি দেখ এরকম গান সবাই এত সুন্দর করে কেউ গাইতে পারবে না এটা অন্বেষা দি র দ্বারাই সম্ভব 🥰🥰🥰🥰🥰ধন্যবাদ প্রিয় চ্যানেল স্টার জলসা কে 🥰🥰লাভ ইউ অল টাইম♥️♥️♥️
অনেক দিন পর এমন অসাধারণ কন্ঠে এই গানটা শুনলাম,খুব ভালো লাগলো।
শুভ কামনা রইল ভাই তোমার জন্য
তৃতীয় লিঙ্গের নামটা উজ্জল করো,যে, সমাজের থেকে আলাদা হয়ে অনেক কিছু করা যায়
এভাবে সংস্কৃতিতে সকল ধর্ম,বর্ণ,জাতির মানুষ এগিয়ে আসুক। বাহ দারুণ গায়কী।
Akdom 😌
লিঙ্গ কথাটা উল্লেখ করা উচিত ছিল
অন্ধ সমাজকে চরম জবাব💖
Exactly ❤
মুছে যাক সমস্ত গ্লানি।।।সবার মন হয়ে উঠুক ফুলের মতো।।এই পৃথিবীতে সবাই সুস্থ জীবন পাক।।।।আকাশের মতো বড় হৃদয় হোক সবার।।।তাহলেই সবাই সুন্দর ভাবে বাচবে।।।।।।❤❤❤❤❤❤
*একজনকে সাহায্য করলে হয়তো দুনিয়া বদলে যাবে না, তবে ঐ একজনের দুনিয়া বদলে যেতে পারে*
Ai episode ta ki tv te hoye ge6e?
Speechless. Thanks Star Jalsa erokom ekjon shilpi ke platform debar jonno.
আমি কোচ বিহাৰ জেলা থেকে এই গান টি শুনছি।এই গান শুনে হৃদয় কেপে উঠিল ।তোমাৰ খুব খুব ভাল হক ।তুমি ভাল থেকো দিদি
হাত বান্ধিবি, পা বান্ধিবি ,মন বান্ধিবি কেমনে✌️✌️🔥💝 সত্যি অসাধারন লাগলো
এ এপিসোড টা আমি দেখেছি সত্যি করে বলছি জীবনের কষ্ট গানের মধ্যে প্রকাশ করা যায় অসাধারণ গেয়েছেন আরো এগিয়ে যাও অন্বেষা
আমি বাংলাদেশ থেকে গান টা শুনলাম অসাধারণ অসাধারণ অসাধারণ আসলে আমাদের সমাজের মানুষদের পরিবর্তন হওয়া উচিত,,
আর গান টা আমি আজকে প্রথম শুনলাম এক কথায় অসাধারণ অসাধারণ অসাধারণ ❤❤
অনেক অনেক শুভ কামনা রইল ওনার জন্য
আরো অনেক দুরে এগিয়ে যাও ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
এই আলিঙ্গন এক পবিত্র আলিঙ্গন। চোখে জল এসে যায়। অনেক শুভ কামনা রইলো।।
Akdom 😌
পৃথিবীর সব মানুষ কে নো এক হত হবে।কেউ একটু ভিন্ন হলে সমস্যা কি । তো আমাদের দৃষ্টি, ভঙ্গি, চিন্তা ধারার পরিবর্তন করলেই তো তবেই আমরা সৃষ্টির সেরা জীব।ধন্যবাদ স্টার জলসা কে এমন একটা ফাল্টফম এ এমন অভিহেলিত প্রতিবা বান মানুষ কে সুযোগ দেওয়ার। জন্য। আসুন না আমরা পরিবর্তন হই তবেই তো পৃথিবী সুন্দর ঈশ্বরের সৃষ্টি কত সুন্দর.... ♥️♥️♥️
ফেইসবুকের Short ভিডিও দেখে এইখানে এসে খুজে গানটা দেখছি। আল্লাহ কি অসাধারণ গলা আর সুর আপনাকে দিয়েছেন।
সমাজ থেকে সব কুসংস্কার এইভাবেই দূর হউক। শুভ কামনা রইলো আপনার জন্যে।
বাংলাদেশ থেকে।
ধন্যবাদ
Amio
Amio❤
গান গেয়ে উনি সবার চোখে জল এনে দিয়েছেন ।এত্ত সুন্দর হয়েছে বলার কোনো ভাষা পাচ্ছি না । আমিও এখন পুরুলিয়াতেই থাকি যদি কোনো দিন ওনার সাথে দেখা হয় তাহলে খুব ভালো লাগবে ।💖💖💖💖
চোখ জলে ভারি হয়ে গেল!
কি আবেগ! কি আকুল সুর! মনে হচ্ছে - ওঁর জন্যই হয়তো গানটা লেখা হয়েছিল...
অপূর্ব।ভাষা নেই কি বলে ব্যক্ত করবো। অনেক এগিয়ে যাও।সমাজ সংস্কার সবার ঊর্ধ্বে।🙏🙏🙏
গানটা শুনে আমার গায়ে কাঁটা দিচ্ছে।
অসাধারণ 💙😌মন ভরে গেলো.. আহা ❤️ 😊
চোখ দিয়ে জল চলে এলো ❤
সব মানুষ ভালো বাসার যোগ্য ভালো থাকার যোগ্য । দারুন দারুন
যখন একটা ক্লাস এর প্লেলিস্ট খুজতেছিল,হঠাৎ করে এটা সামনে এলো,
হয়তো এইরকম গান আমি শুনি না কিন্তু তবুও স্টার্ট করলাম।আসলেই অনেক সুন্দর কন্ঠ উনার😟🥺
সুপার সিংগার একটা ভালো কাজ করেছে অ্যান্ড একটা অনুপ্রেরনা সৃষ্টি করেছে উনি,
আমি খুব কম গানে কমেন্টস করি। তবে এই গানের ♦♦ 1.22 ♦♦ সেকেন্ডের সুরটা খুব হৃদয় স্পর্শ করেছে। গানের সাথে নিজের অনুভব মিশে গেলে এমন সুর আসে। তাই কমেন্টস করতে বাধ্য হলাম। ♥♥♥♥♥
Akdom 🥲
অনেক বার শুনলাম, তার কণ্ঠে গানটি।আহা,কী দরদ ভরা কণ্ঠ! আহা,কী মায়া!অসাধারণ ।সবার উপরে মানুষ সত্য,তাহার উপরে নাই। এই চরম সত্যি টা আমাদের অন্তরে বিরাজ করুক,সর্বদা।
What a voice! One day whole India will hear your voice 🙌✨
হাত না পেতে,নিজের অধিকার বুঝে নেওয়ার লড়াইয়ে তোমার পাশে রইলাম। হ্যাটস অফ
অসাধারণ গান গাইলেন কি বলবো বলার ভাষা নেই।তবে একটাই কথা বলতে চাই তোমার মতো করে আমরা সবাই যাতে সব কস্ট কে ভুলে এভাবেই নতুন করে ঘুরে দাঁড়াতে পারি।
অসাধারণ একটা গান । শুনতেই গায়ের মধ্যে শিরশির করে উঠলো এভাবেই কেটে যাক অনিয়মের অন্ধকার 💖
চোখের জল বাঁধ মানেনি। যতবার শুনেছি ততবার ই বিভোর ভোরে শুনেছি। অসম্ভব সুন্দর, হৃদয় স্পর্শ করা উদাত্ত কণ্ঠ। কি সুর! কি আবেগ! এগিয়ে যাও অন্বেষা দি। অনেক অনেক শুভকামনা রইল ।
Great decision of supar singar. প্রাপ্য টুকু পাওয়ার সবার অধিকার আছে 🙏🙏🙏🙏
পরিস্থিতি যা-ই হোক না কেন প্রতিভা কে কোন ভাবেই কেউ আটকে রাখতে পারে না তার জলজ্যান্ত প্রমাণ আপনি! অসাধারণ বললে মনে হয় কম হয়ে যাবে! তাই শুধুই প্রণাম আর প্রণাম ! 🙏❤️🙏
Upojukto Montobbyo 👍 apnakeo Pronaam 🙏 🙏. . R Onaar jonno ami Baak ruddho. Sudhuy Valobasa r aabeg ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
বুকের ভেতর যে কষ্টের পাহাড় দাঁড়িয়ে ছিলো মাথা উঁচু করে তা ভেঙে চুড়মাড় করে দিয়ে রাস্তা করে দিয়েছে নদীকে চোখের মাধ্যমে বেরিয়ে আসার জন্য,
কতটা কষ্ট বুকে চাপা থাকলে এমন বেদনা বোরোয় কন্ঠ দিয়ে জানি না গো জানি না ।
শুধু আমার চোখে জল আসেনি বরং বেঁচে থেকেও মৃত্যুর স্বাদ আমি পেয়েছি যে ।
ওরে
"আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে"❗
গানটা শুনতে শুনতে অজান্তেই চোঁখে জল চোলে আসলো আমি পুরো হারিয়ে গেছি 🥲😭 অসাধারণ সুন্দর মায়াবী কন্ঠ ❤️❤️
পুরুলিয়ার অন্বেষা আমি আপনাকে লাইভ(সরাসরি) গান গাইতে দেখতে চাই.. ছোট ভাইয়ের আবদার ইটা ❤❤❤ .. ভালো থাকবেন🙏🙏🙏🙏🙏
জীবনে দুঃখ কষ্ট পেতে পেতে সত্যি কান্না ভুলে গিয়েছিলাম, উনার গান শুনে চোখের কোনায় জল ভরে গেল। অনেক এগিয়ে যান ভগবানের কাছে এই প্রার্থনা করি।
চোখ টা অনেক বার ভিজলো এই একই গানে,,,যেমন কণ্ঠ তেমন আবেগ। কুর্নিস জানাই🙏
বাহ্...অসাধারণ মায়াবী কন্ঠস্বর।
অনেক অনেক ভালোবাসা ও শুভ কামনা।
ভাই বলার ভাষা হারিয়ে ফেলেছে কী বলবো😭😭😭😭😭😭😭😭😭🌹🌹🥀🥀❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
সত্যি অনবদ্য গেয়েছেন গান টা
কোথাও যেনো শান্তির পরশ পেলাম। অনেক অনেক শুভকামনা
গান টা শোনার পর চোখের জল আটকে রাখতে পারলাম না।তুমি খুব ভালো গান গাও।তোমার গান শুনতে আমার খুব ভালো লাগে।এইভাবে তুমি এগিয়ে চলো।আমাদের মতো সমস্ত মানুষের দিশা,পথ প্রদর্শক হয়ে।
অসাধারণ আমিতো অন্বেষার গান শোনার জন্য বসে থাকি❤
তোমার কপাল কেউ বাঁধতে পারবে না ❤️❤️ অনেকদিন পর গান শুনে হু হু করে কাঁদলাম। প্রণাম জানালাম দূর থেকেই 🙏🙏🙏🙏
Uuuuufffff awesome... Sotti seemana charano golar awaj tomar ❤️🤗
Tomake ekbar chhue dekhte echhe korche go...
সত্যিই এত সুন্দর গলা বলার কোন ভাষা থাকেনা এই ভাবেই ভালো গান করতে থাকো এটাই চাই ভগবানের কাছে মানুষ যেন তাকে ভালো করে স্বীকৃতি দেয় ভগবান তোর ভালো করুক জয় তারা
কিছু গান আমারা কান দিয়ে শুনি, আর কিছু গান আমারা হৃদয়ের সব টুকু দিয়ে শুনি। এই গান টি তাই গাইলে তুমি 🙏। কতবার শুনব জানিনা!!
সুর, তাল, ছন্দ যে কোনো বাধা মানে না এগুলো একতারে মানুষকে বাঁধতে পারে আজ প্রমান হলো.. ❤❤❤❤❤❤😍😍😍😍😍😍😍
মানুষ এভবো সংসারে এসে অহংকার সৃষ্টি করে এবং তার ফলে তাদের নিজ নিজ অস্থায়ী জীবনে সমাপ্তি ঘটে ।
She is absolutely brilliant and really different from all....sounds come from the heart! Really nice..
Will deserve the Padmashree one day....
এই গানটির সাথে হৃদয়ের জোড়া রয়েছে।গানটা আমাকে অনন্য এক জগতে নিয়া যায়।
মিস করি সেসব মুহূর্ত।
🙏🙏🙏 অসাধারণ মানুষ এইভাবেই বেরিয়ে আসুক ।
Her voice is so real, .... just fabulous ......it's giving me goosebumps...
❤️দিনের শুরুটা ভালো হয়ে গেলো❤️পুরুলিয়া❤️
পুরুলিয়ার ছেলে আমি এই পুরুলিয়ার জেলা থেকে অনেক অনেক ভালোবাসা ।এই ভাবে এই ছোটো পুরুলিয়া আরো এগিয়ে যাক দমে ভালবাসা রইল ।
Ami j sedin atto khusi hoici ei episode er seshe,,uni performer of the day & week hoicilen.. khuub valo lagche 🥰🥰
সত্যিই অসাধারণ চোখের জল ধরে রাখা জায় না.....🌹🍁
Apurbo❤..satti chokhe jol chale elo❤..khub valo thako Anwesha❤
সত্যিই মুগ্ধ ❤️❤️❤️❤️❤️❤️
মন ছুঁয়ে গেলো । অসাধারন সুন্দর গান👌 । দারুণ প্রতিভা তোমার। এগিয়ে যাও অনেক। ❤❤❤❤
খুব কেঁদেছি নিজের অজান্তেই..
আমার বিশ্বাস যারা দেখেছে সবাই কেঁদেছে,
যারা দেখবে অজান্তেই কান্না করবে...
পাথর পর্যন্ত...
🇧🇩
akdom sotti .. @kolkata
আমি মুগ্ধ হয়ে গেলাম এই গান টা শুনে , আমি শনিবার আর রবিবার অপেক্ষা করে থাকি কখন এই শিল্পী গান গাইবে, আজ পযন্ত যতগুলো গান গেয়েছে এই শিল্পী সব গান গুলো দুর্দান্ত গেয়েছে, অপূর্ব গানের গলা
কি গানের গলা মাইরি।।।।। অসাধারণ।।।।❤️❤️❤️❤️
Cl অন্বেষা ভীষণ ভাল লাগল তোমার গান ঈশ্বরের কাছে পৌছে যাক তোমার গানের শুর, আশির্বাদ করি আরও অনেক বড়ো হবে।
Love from Bangladesh 💕💕
অসাধারণ গেয়েছে। এই গানটি এমনতেই আমার প্রিয়। ভালোবাসা রইল। এগিয়ে যান।
আজকের অন্বেষা আমাদের খুব ভালবাসার,স্নেহের সুমন,তখন থেকেই ওর গান এর ভক্ত যখন ও অন্বেষা ছিল না।তবে ও অসাধারণ বাঁশি বাজায় এটা অনেকই জানেনা। ভাল থাকিস, ভালো রাখিস মা কে ।
আপনি বহু মানুষের অনুপ্রেরণা। ভীষণ ভালো থাকবেন। আপনার গানের গলা আমার ভীষণ পছন্দের।❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
চোখের জল আটকে রাখতে পারিনি।এই গানটা যেনো তোমার আর্তনাদগুলোকে বের করে আনছিলো।ভালেবাসা নিও।গানটাকে ধরে রেখো।হারিয়ে যেও না🙂
What a voice and emotion and what a singing and created such emotional atmosphere through her voice.....god bless you Didi......thank you very much Star Jalsa and their selectors. Thanks
Ufffff khub sundor voice 😭😀
মনোমুগ্ধ করেছো তুমি।❤ খুব ভালো লাগলো।
মুছে যাক সকল অন্ধকার,গোঁড়ামি। আলোয় আলোকিত হোক আমাদের সকলের জীবন 💚
Gy
Sh8n
Darun.. Darun..airokom gan sotti age konodin suni ni... Mon vore gelo... Valo thakun.. Thank you so much Star Jalsa, ai rokom akta presentation korar jonno. Valo thakun sokole. ❤
সৃষ্টি থেকে দূর হোক সকল বৈষম্য-ভেদাভেদ ,পৃথিবীটা হোক সবার। ......ভালো থাকুক সেই সব মানুষেরা যারা জীবিত অবস্থায় মৃত্যু যন্ত্রণা ভোগ করেছ!!
Love from purulia didi❤❤❤
এই সিজনে একমাত্র ওনার গান ই সবচেয়ে বেশি ভালো লাগে। ওনার গান শোনার জন্যই অপেক্ষায় থাকি। বাকিরাও ভালো গায়।
অসাধারণ অসাধারণ। যত প্রশংসা করবো তত কম মনে হবে।।❣️
Kede fellam sotti 😓😭god bless you didi ❤️
আহা কি খাইলেন দিদি , মন জুড়িয়ে গেলো ।
অসাধারণ ,
অসাধারণ বলাটাও অনেক কম বলাহবে ,
এই ভাবে আগে কোনোদিন শুনিনি ,
এগিয়ে চলো দিদি ।
1.22 second vocal... !!!
just awesome.... ♥♥♥
Akdom 🥲
কত গানই তো শুনলাম , কখনো তো চোখে জল আসেনাই।আজ কেনো কাঁদছি
প্রিয় গান গুলোর মধ্যে এটা একটা..... আপনার কন্ঠে শুনে চোখের জল ধরে রাখতে কষ্ট হচ্ছে খুব.. its best😍😍
অসম্ভব সুন্দর হয়েছে
এক কথায় অসাধারণ। আমার মন ছুঁয়ে গেলো । আপনি খুব খুব ভালো থাকবেন।
আললাহ যেনো আপনাকে সব চাওয়া পাওয়া পুরুন করেন
Onek subechha janai shilpi k eto sundor shilper jonno..
Parthona kori ja chan tai jeno pan.. r jetuku pelen na ei jonme setuku thak porer jonmer jonno♥️
Ohhh goosebumps 🔥🔥🔥
Darun darun, asadharon tomar gola.tomar gan sune amar vore gelo.eto sundor gan kono din sunini .dui chokh Jole vore gelo.khub valo theko o sustho theko isor tomar onek onek mongol korben.❤️❤️❤️🙏🙏🙏🤗🤗🤗😂😂😂👍👍👍🎉🎉 Jamshedpur Jharkhand theke