আসসালামুয়ালাইকুম স্যার স্থানীয় নির্বাচন গুলো সরকার নির্বাচনের আগে হওয়া উচিত কারণ স্থানীয় নির্বাচনে দলীয় প্রভাব পড়ে বেশি তাই স্থানীয় নির্বাচনগুলোয় নির্দলীয় সরকারের আন্ডারে হলে ভালো হবে
সপ্তাহব্যপি এবস এর মাধ্যমে অনলাইনে ভোট দিয়ে এবং সেটিকে প্রিন্ট দিয়ে ব্যালট হিসেবে বক্সে ফেলার মাধ্যমে ভোট দেয়ার প্রদ্ধতি চালু করার আবেদন জানাচ্ছি। এতে কাটচুপি হবেনা, অনলাইন অফলাইন দুই জায়গায় ভোট গননা করা যাবে।
শিক্ষাগত যোগ্যতা থাকাটা খুব জরুরী দয়া করে এটা রাখবেন
অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা স্যার।
ইবিএম মুক্ত নির্বাচন চাই ❤❤❤
আসসালামুয়ালাইকুম স্যার স্থানীয় নির্বাচন গুলো সরকার নির্বাচনের আগে হওয়া উচিত কারণ স্থানীয় নির্বাচনে দলীয় প্রভাব পড়ে বেশি তাই স্থানীয় নির্বাচনগুলোয় নির্দলীয় সরকারের আন্ডারে হলে ভালো হবে
সংখ্যানুপাতিক নির্বাচন চাই।
ডঃ ইউনুস স্যার আরো 5 বছর থাকা উচিত
২বারের বেশি প্রধানমন্ত্রী নয়! এটার কি হলো...?
সপ্তাহব্যপি এবস এর মাধ্যমে অনলাইনে ভোট দিয়ে এবং সেটিকে প্রিন্ট দিয়ে ব্যালট হিসেবে বক্সে ফেলার মাধ্যমে ভোট দেয়ার প্রদ্ধতি চালু করার আবেদন জানাচ্ছি।
এতে কাটচুপি হবেনা, অনলাইন অফলাইন দুই জায়গায় ভোট গননা করা যাবে।
ইভিএম ব্যবহার চাইনা এটা ধোঁকা
নির্বাচনে কালো টাকা ব্যবহার কি ব্যবহার বন্ধ করার পড়ার ব্যবস্থা আছে কি
Ebm use indian modi government people vote another marka,vote gone to modi.must stop ebm.
এই ভেজাল ইভিএম কোন কোন দেশে আমার জানা নেই তবে বড়ো বড়ো দেশে এগুলোর কোন খবর নাই। বাংলাদেশকে এইটার হিসাব দেশ থেকে মুছে ফেলতে হবে।
ব্যালট পেপার EVM দুটোই থাকা উচিৎ। তাতে ভোট সুষ্ঠ হবে নির্ভুল হবে।
মজুমদার আপেক্ষ কর,কিছু দিন পরে ঝাড়ূদার হবে।