সূরা মরিয়ম আয়াত ২৬. খাও, পান করো ও চক্ষু জুড়াও তারপর কোন ও মানুষের সঙ্গে দেখা হইয়া গেলে বলিও ;" নিশ্চয় আমি রহমানের জন্য মানত করিয়াছি একটি সওম সুতরাং আমি এই সময় কোনো মানুষের সঙ্গে কথা বলিব না "। ব্যাখ্যা : গাছ হইতে খেজুর পড়িবার পর তেলি পানাহার করিলেন এবং সদ্যোজাত বিশিষ্ট শিশুর দিকে তাকাইয়া চক্ষু জুড়াইলেন, মনের খেদ এবং ক্ষুধাতৃষ্ণার অবসান ঘটিল, তাহাকে আরো বলিয়া দেওয়া হইলো, মনুষ্য রাতে জাতির কাহারো সঙ্গে দেখা হইলে তিনি যেনো বলেন যে, তিনি রহমানের জন্য একটি সিয়াম মানত করিয়াছেন, সুতরাং তিনি এই সিয়াম পালনকালে কোনো মানুষের সঙ্গে কথা বলিবেন না।
জয় মুর্শিদ
❤
Joy murshid
🙏
জয় গুরু জয় মুর্শিদ জয় মুর্শিদ জয় হোক আমার মুর্শিদ ম ওলার
❤❤❤
❤❤❤❤❤❤
Joy murshid babajan 🙏🙏🙏
আপনার বাড়ি কোথায়
এপিসোডে আমার ফোন নাম্বার দেওয়া আছে ফোনে যোগাযোগ করুন
ভালো হয়নি প্রোগ্রামটা আপনার
সূরা মরিয়ম আয়াত ২৬. খাও, পান করো ও চক্ষু জুড়াও তারপর কোন ও মানুষের সঙ্গে দেখা হইয়া গেলে বলিও ;" নিশ্চয় আমি রহমানের জন্য মানত করিয়াছি একটি সওম সুতরাং আমি এই সময় কোনো মানুষের সঙ্গে কথা বলিব না "।
ব্যাখ্যা : গাছ হইতে খেজুর পড়িবার পর তেলি পানাহার করিলেন এবং সদ্যোজাত বিশিষ্ট শিশুর দিকে তাকাইয়া চক্ষু জুড়াইলেন, মনের খেদ এবং ক্ষুধাতৃষ্ণার অবসান ঘটিল,
তাহাকে আরো বলিয়া দেওয়া হইলো, মনুষ্য রাতে জাতির কাহারো সঙ্গে দেখা হইলে তিনি যেনো বলেন যে, তিনি রহমানের জন্য একটি সিয়াম মানত করিয়াছেন, সুতরাং তিনি এই সিয়াম পালনকালে কোনো মানুষের সঙ্গে কথা বলিবেন না।