ঝুমঝুমিওয়ালা (Sayak Aman) - Midnight Horror Station | Psychological Thriller

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ย. 2022
  • রহস্য, অলৌকিক, সাস্পেন্স!!
    গল্পের নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।।
    “মুহূর্তের জন্য ভাবনাগুলো দুরন্ত হয়ে উঠেছিল। হঠাৎ একটা ব্যাপার চোখে পড়তে সতর্ক হয়ে উঠল ঈশান। পাশের বাড়ির একতলার জানলাটাকেও কুয়াশা ঘিরে ছিল। আবছা আলোয় দেখা যাচ্ছিল তার খোলা পাল্লাটা। ঈশান দেখল, সেই খোলা পাল্লার সামনে একটা ছায়া এসে দাঁড়িয়েছে। ভিতরে উঁকিঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করছে ছায়াটা। ঝুমঝুমির আওয়াজ থেমে গেছে।
    ঈশানের মনের ভিতর কৌতূহলটা বাড়তে লাগল। এত খুঁটিয়ে ঘরের ভিতরে কী দেখছে লোকটা? চুরি করার তাল করছে নাকি?
    ...একবার ঈশানের মনে হল চিৎকার করে লোক জড় করে। পরক্ষণেই বুঝল সেটা করলে লোকটা এক্ষুনি দৌড়ে পালিয়ে যাবে। কয়েক সেকেন্ড লাগল মনঃস্থির করতে। বিছানায় শুয়ে থাকতে থাকতে যে ভাবনাগুলো মাথার ভিতরে ভিড় করছিল, সেগুলোর কাছে আর ফিরে যেতে চাইল না। তার থেকে এই লোকটাকে ধাওয়া করাটাই ভালো।...”
    শুনে নিন, মিডনাইট হরর স্টেশনের বিশেষ নিবেদন, সায়ক আমানের - ঝুমঝুমিওয়ালা
    গল্পপাঠ - সায়ক আমান
    ঝুমঝুমিওয়ালা - তমাল ‪@TamalOJonakira‬
    ঈশান - সায়ক
    ঐন্দ্রিলা - দিগন্তিকা
    ঈশানের মা - পূজা
    ঈশানের বাবা - নীহারেন্দু
    ঈশানের বন্ধু - রণদীপ ‪@THRILLERLAND‬
    অচেনা মেয়ে - আলোকলতা
    শব্দগ্রহণ - সৌরভ
    আবহ ও স্পেশাল এফেক্টস - ইন্দ্র ‪@THRILLERLAND‬
    পোস্টার ডিজাইন - কভারম্যান অভিব্রত
    --------------------
    Like us on Facebook -
    / ​
    Spotify Link - open.spotify.com/show/6ja17xS...
    #SayakAman #mhs #midnighthorrorstation #horrorstory #suspense #bengaliaudiostory
    #murdermystery
    Link to Tamal O Jonakira - / @tamalojonakira
    ---------------------
    Send Your Story at - submit@mhstation.com
    Contact US - sayak@mhstation.com
    -------------------
  • เพลง

ความคิดเห็น • 598

  • @rohansinha9930
    @rohansinha9930 ปีที่แล้ว +363

    প্রায় ৭ বছর audio story শুনছি কখনও comment করার কথা মনে হয়নি, আজ করেও ব্যাক্তিগত কোনো লাভ হবেনা জানি, কিন্তু না করে থাকতে পারলাম না, সত্যি অনেকেই হারিয়ে গেছি আমরা, আমাদের স্কুলের গেট, খেলার মাঠ, কাল বৈশাখী ঝড়ের আম বাগান। যেনো কোনো অলিখিত চুক্তির মধ্যে বাঁধা পরে race এ দৌড়াচ্ছি সবাই, কতো কাউকে হারাচ্ছি কত না দেখতে পাওয়া ক্ষত সৃষ্টি হচ্ছে তাও প্রত্যেক দিন সকালে উঠে সেজে গুজে কাজে বেরোতে হচ্ছে, কেউ বুঝতে পারছেনা আমাদের মন খারাপের কথা বাইরের খোলস টা ভালই মানিয়ে নিচ্ছে পরিবেশ এর সাথে, দিন শেষে আয়নার সামনে দাড়িয়ে আবার পরের দিনের জন্য একই ভাবে প্রস্তুত হতে হচ্ছে, আমাদের জীবনে যে কোনো ঝুমঝুমি ওয়ালা নেই।

    • @piyalidas3876
      @piyalidas3876 ปีที่แล้ว +20

      ঠিকই বলেছেন জানেন। এই গল্পের একটা লাইনে বলা হয়েছে না -"কিছু কিছু মানুষের ক্ষমতা থাকে মনের চাপা কষ্ট বের করে আনার",ঠিক তেমনি ই কিছু কিছু গল্পও ঠিক তাই। যেমন আজকের শোনা এই গল্পটা।

    • @samitdeb5538
      @samitdeb5538 ปีที่แล้ว +2

      same to me

    • @drishtinandan6263
      @drishtinandan6263 ปีที่แล้ว +2

      @@samitdeb5538 . Ok

    • @somamishra5017
      @somamishra5017 ปีที่แล้ว +1

      Ekdom sotti kothai bole Chen... Kmn jno sob kichu hariye jchhe sob

    • @MAKayum-xf6ul
      @MAKayum-xf6ul ปีที่แล้ว

      Ki6ui harai ni.... Apni nigei nige k dakha bondho kore diye6an tai mone ho66a hariya ga6a, ha man6i ager bondhu der k ak korte akhon aktu besi efforts dite hoi kintu tai bole ki apni efforts dayoa tai bondho kore di66an, man6i kal boisakhi te r amm bagan a gaoa ho66a na tai bole ki apni kal boishakir dine balkoni ba ganalar pasta te bose annondo nite parben na..... Asole apnie vab6an Gandhi chobi tei 60 bochor badha apnar jibon tai badha dhorar baire aktu kosto kore r ki6u korte chi6an na.... ity apaner choto akta vai🙂.... Sorry if it hurts💔

  • @dawntodusk2023
    @dawntodusk2023 ปีที่แล้ว +104

    গল্পটির শেষটায় আমার যা মনে হল -
    আসলে গল্পটি এমন একটি ছেলের যে তার বন্ধু বা সমবয়সী ছেলেমেয়েদের মত জীবনে আর্থিক ও সামাজিকভাবে সফলতা অর্জন করতে পারেনি। তবে সে বেঁচে ছিল তার এমন নিজস্বতা নিয়ে যা সমাজের চক্ষুশূল।
    ঝুমঝুমিওয়ালার তার জীবনে আসাটা ইঙ্গিত করে তার জীবনের এমন একটা মোড়কে যেখানে দাঁড়িয়ে তাকে বেছে নিতে হবে যে কোনো একটি পথ- নিজস্বতা খুইয়ে সমাজের বিভিন্ন অপ্রত্তাশিত দায়িত্ব পালনে গা ভাসিয়ে দেওয়া, অথবা, ঠিক এর উল্টোটি। ভালোবাসার মানুষগুলোর মুখ চেয়েই হোক বা পারিপার্শ্বিক প্রত্তাশার ভীষন চাপেই হোক, শেষমেশ তাকে বেছে নিতে হয় প্রথম রাস্তাটাই।
    অর্থাৎ ছেলেটি তার অন্তরের সত্ত্বাকে চির বিদায় জানায় এবং সমাজের প্রত্যেকটি দায়িত্ব পালনের দ্বারা শুরু করে এক নতুন জীবনচলা।
    This is actually our own precious life in a nutshell. Can't appreciate more!! Thank you so so much for this masterpiece. Thank you...

    • @MohonaDebroy
      @MohonaDebroy ปีที่แล้ว +5

      ভালোবাসা নেবেন...

    • @Dipanjana666
      @Dipanjana666 ปีที่แล้ว +4

      Very well said....and such a stong feeling with such subtleness attached at the end of the story....soo brutally true too....

    • @ramsey2.036
      @ramsey2.036 ปีที่แล้ว +2

      i think you mean that শেষমেশ তাকে ' প্রথম ' অপশন তাই বেছে নিতে হয়ে

    • @jee098
      @jee098 ปีที่แล้ว +1

      একদমই তাই। আমিও তাই লিখতে যাচ্ছিলাম। চূড়ান্ত প্রতীকী ব্যবহার করেছে সায়ক দা। ফ্যান্টাসি লাভারদের কাছে মনে হবে যে ঈশান কোনো এক রূপকথার দেশে চলে গেছে যেখানে ছোটবেলার হারানো সবকিছুই আছে আর পরিবর্তে একটা রোবট আসল দুনিয়াতে এসেছে তার জায়গা নিতে। কিন্তু আসলে ঈশান আমরা প্রত্যেকেই। আর জীবনের একটা সময় আমরা আমাদের সেই "স্ব" কে বিসর্জন দিয়ে বেছে নি এমন এক রোবট রূপি সত্তা কে যা সমাজের কাছে আদর্শ।
      সত্যি এতদিন পর একটা দারুন গল্প শুনে মনটা ভরে গেলো।।

  • @ananyabanerjee4961
    @ananyabanerjee4961 ปีที่แล้ว +171

    Engineer by profession , psychologist from mind and a writer with supernatural creativity from the core of heart he is...
    Sayak Aman

    • @MohonaDebroy
      @MohonaDebroy ปีที่แล้ว +4

      Oh no... An artist by profession.

    • @Ssmp939
      @Ssmp939 ปีที่แล้ว +1

      @@deathdev9093 আর সেটা আজকাল কম বেশি সবার কাছেই আছে

    • @brahmacharibanerjee
      @brahmacharibanerjee ปีที่แล้ว +2

      ইঞ্জিনিয়ার প্রফেসনের লেখক কেন ভিখারি থেকে IAS পর্যন্ত সব পাওয়া যাবে 😂😂😂

    • @Ssmp939
      @Ssmp939 ปีที่แล้ว

      @@brahmacharibanerjee 🙃🙃😅
      একটা কথা আছে না জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ

    • @uglydemon5189
      @uglydemon5189 ปีที่แล้ว

      কিরে চুচি ওয়ালী

  • @shubhagatamalla654
    @shubhagatamalla654 ปีที่แล้ว +11

    ব্যাপার গুলো খেয়াল করেছি অনেক আগেই। কিন্তু মনে বা মস্তিষ্কে এরকম কোনো ঝুমঝুমি ওয়ালার খেয়াল আশা করিনি কখনো। আজ মন খারাপেরো সময় থাকেনা মনের। ব্যস্ততা আমাদের সবার চেয়ে দূরে নিয়ে গেছে অনেক আগেই। বন্ধুদের সাথে কথা বলতে গিয়েও আর বলিনা। কোনো কিছুতেই আর মন ভালো হয়ে ওঠেনা। যেনো নাটক করে চলেছি সব জায়গায় অফিসে বাড়িতে এমন কি নিজের কাছেও। আজ এই গল্প টা নিজের কথা মনে করিয়ে দিল। যেনো শুধু মাত্র আমার জন্যই লেখা হয়েছে। হয়তো আমার জীবনের ঝুমঝুমি ওয়ালাও এই গল্পের ছলে আমায় কিছু শিখিয়ে দিতে চাইলো। আর শায়ক দা, বয়সে হয়তো তুমি আমার চেয়ে ছোট। কিন্তু অভিজ্ঞতায় যে তুমি আমার চেয়ে অনেক বড় তা তুমি বুঝিয়ে দিলে এই গল্পের মাধ্যমে। ধন্যবাদ।

  • @8bitGhost69yt
    @8bitGhost69yt ปีที่แล้ว +90

    আমাদের সবার জীবনে বলতে গেলে এমন একটি ঝুমঝুমি ওয়ালার খুবই প্রয়োজন 😍😍

    • @papiaganguly8418
      @papiaganguly8418 ปีที่แล้ว +2

      Jaaaa ame vablam thick ai comment tai korbo apni kora delan. Jak gea 😏😏😏

    • @naasona9169
      @naasona9169 ปีที่แล้ว +1

      Main hoon na

  • @hysmemes1857
    @hysmemes1857 ปีที่แล้ว +10

    নিজের গল্পটাকে এভাবে বলে দেয়া সত্যিই ভিতরে শান্তি দেয় 😊 শুনেও শান্তি

  • @papitabiswas
    @papitabiswas ปีที่แล้ว +5

    জীবনটা একটা যেতে দেওয়ার খেলা, এতদিনে খেলাটা শিখে গেছি আমি, একদিন একটা ক্যাম্বিসের বল হারিয়ে কেঁদেছিলাম, এখন এতগুলো মানুষ হারিয়েও জল আসেনা চোখে। কথাগুলো যাস্ট অসাধারণ ছিল, আমি কোনদিন কোন ভিডিও তে কমেন্ট করিনি আজ কমেন্ট না করে থাকতেই পারলাম না কথা গুলো আমায় টানছিল এরপর কমেন্টে লাইক দেখে বুঝে নেব কতজন এই ঝুমঝুমিওয়ালা শুনেছে।।❤️

  • @kasfizamanshama2136
    @kasfizamanshama2136 ปีที่แล้ว +11

    অসাধারণ!
    অনেক ভীড়ের মাঝেও কেউ-কেউ থাকে যারা অসহ্য রকম একাকিত্বের সাথে প্রতিক্ষনেই ভীষণ কষ্টে বিবর্ণ হতে থাকে, তারপর ডুবতেই থাকে!
    না কেউ হাত বাড়িয়ে দেয়; না সে পাড়ের খোঁজ পায়!

  • @ICCWorldCup1980
    @ICCWorldCup1980 ปีที่แล้ว +148

    সায়কদার হাতের কলম হল চূড়ান্ত বাস্তবতার চরমতম নিদর্শন, সেটা MHS হোক বা Sunday Suspense । সাদা কাগজের পাতাগুলো সায়কদার হাতের ছোঁয়া পাওয়ার জন্যই যেন উন্মুখ হয়ে থাকে।

    • @Foody-pedia
      @Foody-pedia ปีที่แล้ว +4

      বিভিন্ন story channelএর reach বারানোর জন্য SUNDAY SUSPANCE এর Qualityকে জেনে বুঝে Downকরিয়ে দেওয়া হচ্ছে,
      কারণ, 🤔ওখানকার Member সকলের individually Story Channelআছে.👆🙊🙉🙈🙏

    • @barnalimondal5494
      @barnalimondal5494 ปีที่แล้ว +2

      আমাদের জীবনেও এরকম জাদুকর ঝুনঝুনি ওয়ালা থাকেলে বেশ ভালই হতো। Such a great story ❤️... Sayak da thank you so much আমাদের এরকম সুন্দর আর বাস্তব জীবনের গল্পো শোনানোর জন্য ... আর বাকিদের কেও thank you রাতের সঙ্গী হওয়ার জন্য ❤️🙏

    • @Subaldutta007
      @Subaldutta007 ปีที่แล้ว

      @@Foody-pedia sayak aman

  • @techlast4630
    @techlast4630 ปีที่แล้ว +19

    যে কোন অনুভূতি একেবারেই নিজস্ব।
    ট্রেনে যেতে যেতে আমি দিনের বেলায় শুনলাম ।দারুন লাগলো গল্প টা। অনেক হারিয়ে যাওয়ার খোঁজ মেলে না,কিন্তু যা আছে সেটাই প্রাপ্তি, ভাবতে হয়, স্বীকার করতে হয়।

  • @hysagain
    @hysagain ปีที่แล้ว +82

    মনের ভিতরে কতটা দহন আর ফ্যান্টাসি থাকলে এসব লেখা যায় 🥺...Kudos Sayak Da 🥰 Feel Proud To Be Your Audience 🥰🤭

  • @Rupkothar_Chupkotha..
    @Rupkothar_Chupkotha.. ปีที่แล้ว +15

    সায়ক স্যার আপনার গলার স্বরে জাদু আছে😊
    আপনার লেখা গল্পগুলো খুব সুন্দর আর অন্যরকম...
    একটা প্রেমের গল্প শুনতে চাই mhs এ।
    তোমার লেখা যেন হয় .....❤️

  • @ravaanraajyt8276
    @ravaanraajyt8276 ปีที่แล้ว +17

    সায়ক দা তুমি জীবন্ত বিস্ময়।
    যত দেখি, শুনি, পরি, ততই অবাক হয়ে যাই।
    এই সময় এও যে তোমার মত ভাবনা চিন্তা করার মানুষ আছে এটাই আমাকে আরো বেশি করে অবাক করে।
    অসংখ্য ধন্যবাদ স্যার, সায়ক আমান। ❤️❤️

  • @hysagain
    @hysagain ปีที่แล้ว +6

    Ei golpo ta sune dipression aste baddho...ekta Alik Sukh type er byapar ache...omg...etai toh chai 🥰😲🥺🙂 My Respect For Sayak Da Increase Day By Day

  • @sanchitamukherjee5243
    @sanchitamukherjee5243 ปีที่แล้ว +6

    বড়ো হবার পর বিশ্বাস করতে চাওয়া প্রথম রূপকথা 🤍🤍
    @Sayak Aman, ঝুম ঝুমি ওয়ালা বাস্তবে না থাকুক না থাকুক, আপনি আপনার লেখা গুলো কিন্তু সত্যিই ম্যাজিক . 🤍

  • @supravamidya956
    @supravamidya956 ปีที่แล้ว +9

    অসাধারণ💗সত্যিই কিছু কিছু মানুষের মৃত্যুর আগেই তার আত্মা মরে যায়💓😌তারপর যেভাবে সে বেঁচে থাকে সেটা শুধুই নিখুঁত অভিনয়ে ভরা❣️আমার প্রিয় লেখকের লেখা গল্প গুলোর জন্য সবসময় অপেক্ষা করে থাকি আর প্রতিবারই মন ভরিয়ে দেয় তোমার লেখাগুলো😌❤️ 💗...........

  • @somnathbanerjee6203
    @somnathbanerjee6203 ปีที่แล้ว +21

    সায়ক আমন ভাই এর ভীষন সুন্দর গল্প " ঝুমঝুমিওয়ালা " ধন্যবাদ MHS অনবদ্য পরিবেশনা র জন্য। 👍 ঈসান চরিত্রে অভিনয় যিনি করেছেন, অসাধারণ সুন্দর। গল্পপাঠ অত্যান্ত উচ্চমানের, অসম্ভব অসাধারণ সুন্দর। গানের লিরিক্স এবং পরিবেশনা প্রশংসনীয়। ঝুম ঝুমি ওয়ালা খুব ভালো লাগলো গল্পটা শুনতে। প্রশংসনীয় সমগ্র পরিচালনা। শুভ রাত্রি।

    • @somnathbanerjee6203
      @somnathbanerjee6203 ปีที่แล้ว +1

      ধন্যবাদ আপনাদের MHS । সাথে সায়ক আমনকে অসম্ভব সুন্দর উপস্থাপনা করেছেন।

    • @poulomichakraborty2186
      @poulomichakraborty2186 ปีที่แล้ว

      Ishan choritre Sayak Aman nijei😁

    • @somnathbanerjee6203
      @somnathbanerjee6203 ปีที่แล้ว

      @@poulomichakraborty2186 Thanks a lot

  • @sanjidaakter9367
    @sanjidaakter9367 ปีที่แล้ว +6

    “Kichu kichu manuser mrittur agei tader atta more jay” this is absolutely true…Salam to Sayak Da from Bangladesh 🇧🇩 ❤

  • @shree9481
    @shree9481 ปีที่แล้ว +5

    এই ঝুমঝুমিওয়ালার মধ্যে একটা মায়া আছে, কেমন একটা অচেনা জাদু আছে যেটা ইচ্ছে করলেই ভেতর থেকে সব অনুভূতিগুলোকে এক সূত্রে গেঁথে অদ্ভুত দক্ষতায় টেনে বাইরে নিয়ে আসতে পারে l
    এই গল্পটা নিয়ে এক কথায় কিছু বলাটা just impossible.. ❤️❤️❤️
    #magician✨️❤️

  • @statusking638
    @statusking638 ปีที่แล้ว +40

    সব থেকে আশ্চর্যের হলো যে আজই ঐন্দ্রিলা শর্মা ‌‌‌‌‍‌‌‌‌মারা গেলেন আর আমিও ঠিক আজ সন্ধ্যাতেই গল্পটা শুনতে শুরু করলাম😔😔

  • @bibhudas3279
    @bibhudas3279 ปีที่แล้ว +23

    "Some people are dies at 25, but never burried until 75."-- Benjamin Franklin

  • @prashanta2801
    @prashanta2801 ปีที่แล้ว +14

    ঝুম ঝুমি ওয়ালা গল্পে একটা মানুষের যা দৈনন্দিন জীবনে যটেই চলেছে। চিরন্তর কিন্তু মানুষ তা কখনো বুঝও বোঝেনা তেমন আমি দুঃখের মধ্যে খুশি থাকতে হয়। কিন্তু জীবনের লক্ষের প্রতি বিশ্বাস নিয়ে চলী।এই হচ্ছে আজকের গল্প।।

  • @dipankarroy2631
    @dipankarroy2631 ปีที่แล้ว +2

    এমন ঝুমঝুমিওয়ালার আমি কবে দেখা পাবো কে জানে। মানুষের ছেলেবেলাটা বা অতীত তা বড়ই প্রিয় হয়। সায়কদার লেখার জাদুতে আমি হারিয়ে গেছিলাম। ধন্যবাদ সায়কদা মনের মৃত মানুষটাকে মাঝে মাঝে জাগিয়ে তোলার জন্য। তুমি বস অসাধারণ।
    তোমার তুলনা তুমি নিজেই...

  • @monicahazra6813
    @monicahazra6813 ปีที่แล้ว +3

    ভাষা হারিয়ে ফেলেছি গল্পটা শুনে ❤️
    যতো বলবো ততোই কম বলা হবে লেখকের সম্পর্কে, জীবনের কঠিন সত্যিটা এভাবে কেউ বলবে ভাবতেও পারিনি।

  • @manishabarai580
    @manishabarai580 ปีที่แล้ว +3

    Sayak da, ei jhumjhumioyala tar khoj debe plz, ei bhavei holeo I want to make my parents satisfied.

  • @yours_Sou
    @yours_Sou ปีที่แล้ว +5

    I think Sayak Aman er golpo gulo first exclusively TH-cam e dilei valo instead of Spotify 😌

  • @moutulidataspacesecurity1414
    @moutulidataspacesecurity1414 ปีที่แล้ว +4

    অভূতপূর্ব অনুভূতি হলো
    Kudos to you Sayak Aman
    এমন একটি real subject choose করার জন্য যেটা আমাদের প্রত্যেকের জীবন এর একটি অঙ্গ

  • @suparnachakraborty6791
    @suparnachakraborty6791 ปีที่แล้ว +5

    উফফফ! শেষ মেশ এলো তবে!!!!! যেদিন থেকে জেনেছি এটা আসতে চলেছে সেদিন থেকে চাতক পাখির মতো চেয়ে বসে MHS এ কবে দেখা মিলবে কবে শুনতে পাব এটা। অবশেষে এলো আর এই চাতক পাখির অপেক্ষার অবসান ঘটলো 🥺❤️.. সারা সপ্তাহের খাটা খাটনির পর এই এক চিলতে শান্তি হয়ে তোমার লেখা আর পাঠ করা গল্প টা উপহার পেলুম। ধন্যবাদ My peace maker 🥺❤️... Thank you for this story and for your and mhs team members mesmerizing voice .. thanks for everything! 🤍✨❤️

  • @srilekhabarui22
    @srilekhabarui22 ปีที่แล้ว +22

    হয়তো সবার জীবনেই‌ এমন একটা ঝুমঝুমি ওয়ালা এসে থাকে কোনো এক সময় 😌🙃✨

    • @bappadey2952
      @bappadey2952 ปีที่แล้ว +1

      Amake ektu end ta bojhaben. Last e j cheleta valo hoye gelo ota real na duplicate. R jodi duplicate valo hoi to o kno life e niye serious hoye valo holo na

  • @vlogsbybidisha2967
    @vlogsbybidisha2967 ปีที่แล้ว

    এইভাবে একটা মানুষ একদিন ভিড়ের মধ্যে হারিয়ে যায়,নিজেকে হারিয়ে ফেলে।জীবনের যাঁতাকলে পিষতে পিষতে ভুলে যায় যে কি ছিল সে,কেমন ছিল সে। যে হারাতে পারে না সাহসের অভাবে সে রয়ে যায় এক অনন্ত অপেক্ষা নিয়ে জরা আসার জন্য। আর যারা একটু ভাগ্যবান তারা জীবনের ঝুমঝুমি ওলা কে খুঁজে পেয়ে যায়। সারা জীবন মনে থাকবে গল্প টা সায়ক আমান। অনেক ধন্যবাদ।❤

  • @avijitbiswas270
    @avijitbiswas270 ปีที่แล้ว +6

    দাদা তোমার গল্পঃ গুলো শুনলে কোন এক অচেনা জগৎ এ হারিয়ে যায় 😌😌🥰সব ধরনের মানসিক চাপের থেকে তখন নিজেকে মুক্ত লাগে 😌😌😌Big fan da💖💖

  • @alipiaislamtomaislam139
    @alipiaislamtomaislam139 ปีที่แล้ว +4

    বাস্তবতার একটা ভিষন সুন্দর চিত্র ফুটে উঠলো যেন চোখের সামনে। ইশশ যদি এমন একজন ঝুমঝুমি ওয়ালা থাকতো এই সমাজে তাহলে হয়ত ক্ষয়ে যাওয়া মানুষ গুলো নতুন জীবন পেত🎀
    এপার বাংলার একজন শুভাকাঙ্ক্ষী 😇
    অনেক ভালোবাসা আর শুভকামনা রইলো
    MHS এর সকল টিম মেম্বার এর প্রতি💙♥️

  • @rajatroy5268
    @rajatroy5268 ปีที่แล้ว +2

    সায়ক আপনার লেখা এই গল্প গুলোর মধ্যে এমন অনেক কিছু থাকে যা ঠিক লেখা যায় না, বলাও যায় না । শুধু অনুভব করতে হয় । ভালোলাগা আর যন্ত্রণার এক অদ্ভুত মিশেল। অসাধারণ বললেও কম বলা হবে ।

    • @hysagain
      @hysagain ปีที่แล้ว

      অলীক সুখ ব্যাপার

  • @myblackptump
    @myblackptump ปีที่แล้ว +2

    তবে গল্পটি বুঝতে পারি আর না পারি।। অজান্তে মনের অন্তরালে ।কে যেন একরাশ শান্তির প্রলেপ ছড়িয়ে দিল ❤️❤️

  • @umyatry
    @umyatry ปีที่แล้ว +2

    নিশ্চয়ই গল্পের লেখক অর্থাৎ কথক এর জীবনে এমন ঘটনা ঘটেছিল। কারণ কেউ কখনো মন থেকে এমন গল্প লিখতে পারেনা। কারন গল্প লেখা হয় অনুভূতি থেকে নিশ্চয় কতক এর সঙ্গে এমন কিছু ঘটনা ঘটেছিল যা তার খাতায় লিপিবদ্ধ হয়ে রোয়ে গেছে।।😌😌😌

  • @gourabdas7605
    @gourabdas7605 ปีที่แล้ว +2

    স্বয়ং সৃষ্টিকর্তা, যে আমাদের তথা আমাদের অনুভূতি গুলি সৃষ্টি করেছেন তিনিও আমাদের এই কঠিন অনুভূতি গুলো ততটা বুঝতে পারবে না যতটা সায়ক দা পেরেছেন। অসংখ্য ধন্যবাদ সায়কদা , তুমিই আমাদের ঝুম ঝুমি ওয়ালা 😃

  • @shree9481
    @shree9481 ปีที่แล้ว +17

    Uffff চাতক পাখির মত এই গল্পটার পথ চেয়ে বসে আছি 🥺🥺❤️❤️

  • @arundhatiray2152
    @arundhatiray2152 ปีที่แล้ว +1

    অনেক কথা লিখতে ইচ্ছে করছে।কিন্তু শব্দ গুলো গলার কাছে দলা পাকিয়ে যাচ্ছে।কোনো গল্প শুনে চোখ দিয়ে অঝড়ে জল পরেছে কিনা এরম মনে নেই।পরেনি বলেই হয়তো মনে নেই।তবে এই গল্প টা একাত্ম হয়ে থাকবে চিরকাল।কিছু কিছু গল্প আর গল্প হয়ে থাকেনা।মনে হয় কেউ যেনো নিজের না বলা কথা গুলো অতি সাবধানে অতি সুন্দর শব্দচয়ন এ গেঁথে দিয়েছে।সায়াক দাদা আপনি আর এরম গল্প লিখুন বলবনা।এটা shera হয়ে থাক।আমার শ্রদ্ধা জানাই।☺️☺️

  • @Sorifullsekh
    @Sorifullsekh ปีที่แล้ว +5

    এই গল্পটা ঠিক সাতবিলের মাঠ এর মতো চোখে জল চলে এলো 😭😭😭😭😭

  • @nipamoninisa.official
    @nipamoninisa.official ปีที่แล้ว +3

    অনেক দিন পর আজকে একটা গল্প মন ছুয়ে গেলো, সায়ক আমানের গল্প মানেই জাদু, অনেক অনেক ধন্যবাদ এমন একটি গল্পের জন্য 💛💚🧡

  • @strugglegameing3606
    @strugglegameing3606 ปีที่แล้ว +13

    The story of loneliness ✨❤

  • @manikuntalaghosh.
    @manikuntalaghosh. ปีที่แล้ว

    একই অঙ্গে এত রূপ আর প্রত্যেক টা যথাযোগ্য, সুন্দর। । hat's off সায়ক আমান Sir. May God bless you.

  • @somnathchakraborty88
    @somnathchakraborty88 ปีที่แล้ว

    Apurbo. Mon chuye galo.

  • @munnavai469
    @munnavai469 ปีที่แล้ว +2

    বতর্মান লেখক কুলে ( সায়ক দা ) top ten বা সেরা ১০ এর মধ্যে রয়েছেন।
    আর কেমন আছো সায়ক দা ও তমাল দা?
    গল্পের নাম টা কিন্তু হেব্বি হয়েছে ( ঝুম ঝুমি ওয়ালা)
    শুনছি ও সাথেই আছি আমি (গল্প পাগলা)
    সেই সুদূর ওপার বাংলা থেকে।

  • @korchageen
    @korchageen ปีที่แล้ว +1

    Khub kanna peye gelo golpota shune. Keno janina. Khub Shundor.

  • @jhankarhazra8455
    @jhankarhazra8455 ปีที่แล้ว

    গল্পটা অদ্বিতীয়। শেষের দিকটা বড্ড কষ্টের হলেও ভালো লাগলো।‌ আর সায়ক দা'র গল্প মানেই শ্রোতাদের কাছে JACKPOT।

  • @kakolisarkar1678
    @kakolisarkar1678 ปีที่แล้ว +1

    প্রত্যেক মানুষের মনের মধ্যেই লুকিয়ে থাকে আরেকটা মানুষ সেটা আমরা জানিই না, আপনি খুব সুন্দর ভাবে বের করে এনেছেন। আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ 🙏

  • @asmishafa
    @asmishafa ปีที่แล้ว +1

    অসাধারণ সায়কদা। কখনও কমেন্ট করিনি। কিন্তু আজ না করে পারলাম না। নিজেকে এই গল্পের সাথে রিলেট করে ফেলেছি। যদি আমার সাথেও এমন এক ঝুমঝুমিওয়ালার দেখা হত! এইভাবেই হারিয়ে যেতে পারতাম! খুব ভাল হত। 🙂

  • @rakabasu2428
    @rakabasu2428 ปีที่แล้ว +2

    এই লেখার জন্য আপনার গর্বিত হওয়া সাজে...সায়ক।

  • @hysagain
    @hysagain ปีที่แล้ว +2

    Sayak Dar Jibon Theke Khablano Onekta 🙂😲🥺

  • @sma7054
    @sma7054 ปีที่แล้ว +2

    বর্তমানে সানডে সাসপেন্স এর চেয়ে মিডনাইটস হরর স্টেশন অনেক ভালো । আপনারা কি বলেন?

    • @golpokathakpriyabrata
      @golpokathakpriyabrata ปีที่แล้ว

      Amar golpo gulo o sunun aasa kori apnar valo lagbe r jodi valo lage doya kore Amar pashe thakben r pase thakar jonno jeta kora hoy seta kore deben please...

  • @pronaymridha3234
    @pronaymridha3234 ปีที่แล้ว +1

    Bha golpo ta dheke khub khusi holam 😊❣️

  • @deepchakraborty8915
    @deepchakraborty8915 ปีที่แล้ว

    আমি শুধু মুগ্ধ হয়ে শুনলাম গল্পটি। কিছু বলবার ভাষা নেই। একটা কথাই শুধু বলব এই রকম একটা ঝুমঝুমিওয়ালা আমাদের জীবনে থাকলে মানসিক কষ্ট, দুঃখ, মনখারাপ বলে কিছুই হয়তো থাকতো না, সম্পর্ক গুলো নষ্ট হতো না, মানুষ atleast ভালো থাকতো। many many thanks to sayak aman sir for this beautiful story.....personally অনেক similarity পেলাম গল্পটি থেকে।

  • @notknown566
    @notknown566 ปีที่แล้ว +1

    Some words hit differently . So nicely written man , really liked this one ❣️❣️❣️❣️

  • @shawworld008
    @shawworld008 ปีที่แล้ว +6

    একটা দলা পাকানো কান্না বার বার ফিরে আসছিল, একটা প্রতিবিম্ব দেখতে পাচ্ছিলাম যার অবয়ব খুব চেনা ❤

  • @souviknandi5792
    @souviknandi5792 ปีที่แล้ว

    osadharon golopo....."1 jon JHUMJHUMIWALA" dorkar jibone❤❤

  • @sankarsankar2637
    @sankarsankar2637 ปีที่แล้ว +1

    অসাধারণ ,সত্যি সায়ক আমান দার গল্পে জাদু আছে।ধন্যবাদ টিমকে

  • @krishnaroy9482
    @krishnaroy9482 ปีที่แล้ว

    ভীষণ সুন্দর লাগলো গল্পটা.... মন ছুঁয়ে গেল❤️❤️

  • @hysmemes1857
    @hysmemes1857 ปีที่แล้ว +2

    50:42 কি কান্না জড়ানো গলা 🥺

  • @amitaghosh4505
    @amitaghosh4505 ปีที่แล้ว

    Apnar kichu kichu golpo porle ba sunle Mone hoy diary porchi karor. Ajo setai Mone holo.💙

  • @sreyosinaskar9449
    @sreyosinaskar9449 ปีที่แล้ว +3

    সত্যিই চারপাশের কত মানুষের ভিতরের স্বত্ত্বা গুলো এই ভাবেই মারা যাচ্ছে, পড়ে থাকছে শুধু বাইরের খোলসটুকুই ; তাদের খবর নেওয়ার কেউ নেই। সেই সব মানুষের গল্প বলার জন্য অসংখ্য ধন্যবাদ।।

  • @jobaidanahar3204
    @jobaidanahar3204 ปีที่แล้ว

    Khub sundor golpo...Sobar moner kothai ache

  • @desikalakar1831
    @desikalakar1831 ปีที่แล้ว +3

    US Moment ❤️🙏🏻
    Nijeke Jodi Ebhabe Interchange Kora jeto then present situation theke mukti paoa jeto...
    Loker ki ei ba jai ashe ✨
    Thank You Sayak Da For The Story ❤️

  • @tanusreebatabyal9973
    @tanusreebatabyal9973 ปีที่แล้ว +2

    Darun darun ekkothay asadharon

  • @dr.nobody4735
    @dr.nobody4735 ปีที่แล้ว

    Sobar moner ktha bolechen Sayak Aman.. Thank u golpo ta amader upohar dyar jnno❤

  • @pritipaul7848
    @pritipaul7848 ปีที่แล้ว

    Osadharon golpota ...

  • @rajasarkar2145
    @rajasarkar2145 ปีที่แล้ว +2

    Opekkhar Oboshan Ghotlo ❤️😇

  • @sumanmondal00
    @sumanmondal00 ปีที่แล้ว

    দারুন.. মন কে স্পর্শ করে গেলো গল্পঃ টা।।☺️💖

  • @jayashreemukherjee375
    @jayashreemukherjee375 ปีที่แล้ว

    অসাধারণ লাগল গল্প টা। সায়ক আমানের কলমের তুলনা নেই।

  • @samirmarik7610
    @samirmarik7610 ปีที่แล้ว

    Khub bhalo laglo, sotti dada ek kothai just osadharon

  • @azrohan417
    @azrohan417 ปีที่แล้ว

    J likheche tar tulona hoina
    Eto sundor kore present kore sona nor jnno tnx..❤❤

  • @sukhendas1
    @sukhendas1 ปีที่แล้ว

    Sada kagoj ke kibhabe jibonta korte hoy sayak da khub valo jane. Thank you sayak da eirokm golpo aro chai pratikhay roilam

  • @arunabhamajumdar2151
    @arunabhamajumdar2151 ปีที่แล้ว

    Osadharon..Bhai.

  • @moudas6757
    @moudas6757 ปีที่แล้ว

    Khub sundor laglo dada golpo ta..

  • @jeniv5347
    @jeniv5347 ปีที่แล้ว

    সাধারণ নিয়ে অসাধারণ....মনটা ছুঁয়ে গেল গল্পটা....

  • @somtirthamukhopadhyay5548
    @somtirthamukhopadhyay5548 ปีที่แล้ว

    Osadharon laglo sotti e chakrir por sahottyo chorchar somoy pai na onek din pore sunlam khub bhalo laglo mil pelam onek kichur erokom moner kotha tene baar kore lekhar dokkhyota sudhu Sayak Aman er e ache ...👍

  • @hysagain
    @hysagain ปีที่แล้ว +1

    Arekta Premaspad Guptasamiti r Moto Golpo Chai 🥰

  • @aditiganguly2831
    @aditiganguly2831 ปีที่แล้ว

    Khub bhalo laglo mone chuye gelo

  • @shubhmitadas1712
    @shubhmitadas1712 ปีที่แล้ว

    Baah .... Darun laglo

  • @MohonaDebroy
    @MohonaDebroy ปีที่แล้ว +2

    আমি ত্রয়োদশ কমেন্ট করলাম।
    ধন্যবাদ।

    • @pritamchowdhury2395
      @pritamchowdhury2395 ปีที่แล้ว

      পঁয়তাল্লিশ নম্বর মন্তব্য 😝

  • @nabanitroy1121
    @nabanitroy1121 ปีที่แล้ว +1

    Osadharon o ak kothay onoboddo... Chirachorito swad theke ektu vinno. Ami sunechi jibone onekei nijeke hariye fele, pore nijeke khuje pay... Sotti ki khuje pay, naki hariye jaoa manush ta chirokaler motoi hariye jay. Tar jaygay jege othe akta nirjib mukhosh..

    • @golpokathakpriyabrata
      @golpokathakpriyabrata ปีที่แล้ว

      Amar golpo gulo o sunun aasa kori apnar valo lagbe r jodi valo lage doya kore Amar pashe thakben r pase thakar jonno jeta kora hoy seta kore deben please...

  • @mememisti5678
    @mememisti5678 ปีที่แล้ว

    Bahhhh ... osadharon uposthapona Sayak❣️❣️❣️❣️❣️darun laglo golpo ta 😊😊😊

  • @brahmacharibanerjee
    @brahmacharibanerjee ปีที่แล้ว +12

    সায়কদার লেখা গল্প সায়কদার কন্ঠে শুনব এর থেকে আর বড় পাওয়া কী হতে পারে,
    এককথায় অসাধারণ ❤️😌

    • @Samanwita993
      @Samanwita993 ปีที่แล้ว

      Sotti kotha 🥰🤗

    • @kabita6751
      @kabita6751 ปีที่แล้ว +1

      Cholo akdin jai giye sayak Da r sathe dekha Kore asi 😁😁

    • @ramprasadbose7850
      @ramprasadbose7850 ปีที่แล้ว

      Golpo ta sotti e oshadharon....🙂
      কিন্তু মশাই আপনার নামটা সেরা😂😂

    • @brahmacharibanerjee
      @brahmacharibanerjee ปีที่แล้ว +1

      @@kabita6751 চল ঘুরে আসি 🥳🥳🥳

    • @brahmacharibanerjee
      @brahmacharibanerjee ปีที่แล้ว

      @@ramprasadbose7850 ধন্যবাদ 🙏

  • @souravsarkar7091
    @souravsarkar7091 10 หลายเดือนก่อน

    গল্প টা সত্যি দারুন। আর উপস্থাপনাটাও দারুন করেছেন। খুব সুন্দর। এগিয়ে যান।
    তবে এই গল্প টা মন কে একেবারে নাড়িয়ে দিয়ে গেল।

  • @shreyoshi2751
    @shreyoshi2751 ปีที่แล้ว +2

    গল্পটা কেমন হবে তা তো জানিনা, কিন্তু যে গল্পের ট্রেলার এসেছে, সেটা তো সুন্দর, বেশ অন্যরকম হবেই🤍

  • @purabimasih9308
    @purabimasih9308 ปีที่แล้ว

    Asadharon story
    Mon vore galo

  • @rajdip5858
    @rajdip5858 ปีที่แล้ว +1

    সব গুলো গল্প ‌দারুন ❤️❤️❤️❤️ আমার সব গুলো শোনা হয়ে গেছে ❤️❤️ Love you 💗 Sayak Aman Da ❤️🔥

  • @arnabn23
    @arnabn23 ปีที่แล้ว

    Deep thought r galpo Sayak da.... Ekhon amader chaposa jibon e work life balance bolte jeta bojhai setai tumi sahityo r choya diyecho.... Darun shonalo

  • @sayandeepghosh3974
    @sayandeepghosh3974 2 หลายเดือนก่อน

    Oshadharon Oshadharon..

  • @debayankabiraj
    @debayankabiraj ปีที่แล้ว

    Sayak er golpo ta khub prasanti ene dai moner modhye, janina ki odvut jadu te mon ta shanto hoye jai...ghumer age perfect dose

  • @SubhamChowdhury97
    @SubhamChowdhury97 ปีที่แล้ว +3

    Life e responsibility er sense ta develop hoye gele self er murder amra nijerai kore feli, amra selfish hoye thakte parina, karon amader porijonera amader dike mukh egie thake, jodi chele/meye tar kono goti hoye jaye, she for the society i hok, ba as a sense of responsibility i hok, for the betterment of the child. Amader parents rao koreche, amrao korchi, amader future generations rao korbe. We have accepted that part of our lives. Those who go against the tide are either successful or are completely obliterated from existence. Golper concept ta mone onek daag keteche karon erom phase e amaro life jachhilo, at least up until 6 months ago. Sayak da sotti mon diye golpo take likheche, mone holo na deliberately golpo take lekhbar jonnei likheche. It felt like he actually felt this story, the way it fluently and smoothly went along and came to a conclusion which we all know but this transition was really worth every penny of my data pack.

    • @hysagain
      @hysagain ปีที่แล้ว

      True 🥺🙂

    • @DarkHorse198
      @DarkHorse198 ปีที่แล้ว

      What really happened in the end? was everything in his mind or he actually went away leaving his duplicate behind then it will fall under science fantasy isn't

    • @SubhamChowdhury97
      @SubhamChowdhury97 ปีที่แล้ว

      ​@@DarkHorse198it's based upon the listener's interpretation. you can call it open ended, because it lets you think on all the possible explanations...

  • @subhamchaki9629
    @subhamchaki9629 ปีที่แล้ว +3

    Bha❤️❤️❤️ Sayak Dar lekha manai sera ❤️❤️❤️❤️

  • @hysagain
    @hysagain ปีที่แล้ว +1

    Sayak aman er lekha golpo enough for give a Like 🥰😊😊

  • @doityhaldar8541
    @doityhaldar8541 ปีที่แล้ว

    Ato darun ekta golpo gift debar jono dhonobad an eta kothao na kothao amader jibon yr sotti ekta golpo😊😊😍😍

  • @kuhelibahadur7736
    @kuhelibahadur7736 ปีที่แล้ว

    Darun lglo golpo ta bastob jiboner sathe vison mil mon ta bhalo hoy galo 😊😌

  • @kankonaaacharjee6155
    @kankonaaacharjee6155 ปีที่แล้ว

    Apurbo....

  • @srabaniroysarkar6560
    @srabaniroysarkar6560 ปีที่แล้ว

    Apurbo... Aerokom jumjumiwala amra sokole e chai....

  • @kakolimitrathakur2783
    @kakolimitrathakur2783 ปีที่แล้ว

    বেশ অসাধারণ! কিছু উপলব্ধি উপলব্ধ করলাম।

  • @malatibiswas9178
    @malatibiswas9178 ปีที่แล้ว

    দুর্দান্ত গল্প। দারুন গল্প পাঠ। সায়কবাবু আপনি ও আপনার টিমের সবার জন্য শুভেচ্ছা রইলো।

  • @deepshikhabanerjee4123
    @deepshikhabanerjee4123 ปีที่แล้ว

    সায়ক আমানের আর একটা মন কেমন করা ম্যাজিক সঙ্গে ভীষণ প্রিয় সব কটা কন্ঠ একসঙ্গে ...💙💙💙