Hare Krishna প্রভু 🙏 🌺🙏🌺 কৃপা করে যদি আমার একটা প্রশ্ন এর উত্তর দিতেন... প্রশ্ন টা হলো, মাছ মাংস খেলে কি,জপ মালা তে jop করা যাবে..?? আমি একটা দিদার জন্য jop ব্যাগ এনেছি, কিন্তু পরে জানতে পারলাম যে উনি আমিষ আহার গ্রহণ করে, সুতরাং আমি কি ওই jop ব্যাগ টা উনাকে দিতে পারি.......??
হরে কৃষ্ণ, খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি। হ্যাঁ, আপনি উনাকে জপ ব্যাগটা দিতে পারেন। জপ করতে করতে উনি যখন জপে আনন্দ পাবেন তখন আর আমিষ খাওয়ার আনন্দটা ভালো লাগবে না।তখন তিনি সেটা ছাড়তে পারবেন, এটাই স্বাভাবিক। উনাকে বেশি বেশি করে জপ করতে বলুন। ধন্যবাদ।
হরে কৃষ্ণ, খুব সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনার জপের মালাটি যদি দীক্ষার মালা না হয় তাহলে আপনার সহধর্মিণী অবশ্যই জপ করতে পারবেন। আপনার কোনো সন্দেহ হলে আমাকে প্রশ্ন করবেন, আমি চেষ্টা করবো সাহায্য করবার।
আমার একটা প্রশ্ন ছিলো আজ আমি সারাদিন এ ৪ বার মালাজপ করে ৪ টা গুটি উঠিয়েছি। প্রশ্ন: ধরেন কাল আবার আমি ৪ মালাজপ করবো - অতএব আমি যে ৪ টা গুটি উঠিয়েছি সেখান থেকে শুরু করবো নাকি ওই ৪ টা গুটি নামিয়ে প্রপ্রথম থেকে শুরু করবো
হরে কৃষ্ণ, বৃহনারদিয় পূরণে বলা হয়েছে, হরিনাম, হরিনাম ও হরিনাম ছাড়া এই কলি যুগের আর কোনো গতি নেই, গতি নেই আর কোনো গতি নেই। তাই আপনি ভাবুন কিসের নাম জপ করবেন, যিনি আমাদের সব পাপ হরণ করতে পারেন তাকে বলা হয় হরি। তাই আমাদের হরিনাম জপ করাই উচিত, সেটা প্রাথমিক ভাবে হাতের কড়ে করতে পারেন। ধন্যবাদ।
হরে কৃষ্ণ প্রভু🙏। বড় মালা থেকে যখন ছোট মালায় যাবো তখন। সুমেরো গুটি টা ধরে পঞ্চতন্ত বলবো নাকি মালাটা আগে গুরিয়ে পঞ্চতন্ত বলে আবার হরিনাম করবো। কৃপা করে বলবেন।
হরে কৃষ্ণ, অবশ্যই আপনি জপ করতে পারবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপের জন্য প্রাথমিক স্তরে দীক্ষার প্রয়োজন নেই। এইভাবে হরিনাম ঠিক মত জপ করলে আপনাকে সৎগুরুর সাথে যোগাযোগ করিয়ে দেবে। ধন্যবাদ।
আচ্ছা জপের মালার ছোট বড় আছে, আপনার থেকে দেখলাম বড় থেকে কৃষ্ণ নাম শুরু করতে, তারপর আর এক মালা শুরু করতে ছোট থেকে, (আমার কথা হচ্ছে প্রথমে ছোট গুটি থেকে শুরু করা যাবে কি?)??
@@pabandas3865 Vai apnar oi malati jodi sob golo guti soman hoy tahole to apni bujte parbenna kondike mala choto r kon dik diye boro. Apni parle ai malati change kore onno akti notun mala songroho korun.
হরে কৃষ্ণ যদি আপনার জপের মালা সরু বা মোটা না হয়ে সমান থাকে তাহলে একদিকে ৮ টা গুটির পর একটি সুতা বেঁধে নিন এবং সেই দিকটা মোটা অংশ মনে করে জপ শুরু করুন। তাতে কোনো দোষ হবে না কারণ আপনি এখন অনুশীলন করছেন, দীক্ষার সময় সাবধান ভাবে দেখে নেবেন ধন্যবাদ।
হরে কৃষ্ণ, ১০৮ বার হরিনাম জপ করতে ১০ মিনিট লাগবে, তাহলে এক মালা জপ হবে। ১০ মিনিট ভগবানের জন্য তো দেওয়া উচিত সারাদিনের মধ্যে, বাকি ১৪৩০ মিনিট আপনার থাক। ভগবান তো আপনার জীবন ধরণের জন্য কতকিছু দিয়েছেন - অক্সিজেন, আলো, জল, খাদ্য, জমি ইত্যাদি ১০ মিনিট ভগবানকে কিতজ্ঞতা জানান ! ধন্যবাদ।
Hare Krishna প্রভু 🙏 🙏
আপনার কথা খুবই স্পষ্ট
আর আপনি সুন্দর করে বুঝিয়ে বললেন..
🙏 🌹
Hore krisna provu
হরে কৃষ্ণ.খুবই ভাললাগল
Hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare ram hare ram ram ram hare hare 🙏🙏🙏🙏😔😔
হরে কৃষ্ণ প্রভু প্রণাম
Hare krishno probhu.pronam neben.Meghalaya tekhe bolchi.Ami aj apnar kach theke jop kora shikhe nilam.Thank u so much.
Hare krishna, utsaher sahit ucchosore jop korun tahole vagoban Srikrishner Kripa parben. Dhonybad
Hore krishno...dhonnobad probo
Pranam Prabhu. Ami annya montre dikhitya.Harinam japer jannya ki Abar dikhya nite Hobe?kripa Kare uttar diye dhanna Karun.Pranam janai.
হরে কৃষ্ণ, এই হরিনাম মহামন্ত্রের জন্য দীক্ষার প্রয়োজন হয় না। আপনি নিয়মিত উচ্চারণ করে উৎসাহের সহিত জপ করুন। ধন্যবাদ।
Hare Krishna 🙏🙏🙏
Hare Krishna 🙏🙏
হরে কৃষ্ণ দণ্ড বৎ প্রণাম প্রভু
Music ta are ektu kom korle apnar kotha gulo valo kore shona jeto🙏
Hare Krishna Prabhu ji...🙏🙏🙏
Hare Krishna🙏
Radhe radhe 🙏🙏🙏
Hare krishna provu valo laglo
হরে কৃষ্ণ, ধন্যবাদ।
হরে কৃষ্ণ 🙏❤️❤️❤️❤️❤️ধন্যবাদ প্রভু🙏🙏🙏
হরে কৃষ্ণ প্রভু খুব ভালো লাগলো
হরে কৃষ্ণ প্রভু,ধন্যবাদ
হরে কৃষ্ণ, সম্পূর্ন ভিডিও দেখার জন্য ধন্যবাদ |
Hare Krishna ♥️
হরে কৃষ্ণ নমস্কার প্রভু
হরে কৃষ্ণ 🙏 🙏 🙏
হরে কৃষ্ণ, সম্পূর্ন ভিডিও দেখার জন্য ধন্যবাদ|
Hare krishna ❤️
প্রভু নমস্কার
আমি দীক্ষা গ্রহণ করিনি কিন্তু আমি কি মালা জপ করতে পারবো
দয়া করে যদি আমার প্রশ্নের উত্তর দিতেন
হরে কৃষ্ণ, অবশ্যই আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন। কারন কৃষ্ণের কৃপায় গুরু মেলে, আর গুরুর কৃপায় কৃষ্ণ মেলে। আপনি নিয়মিত উৎসাহের সহিত জপ করুন। ধন্যবাদ।
হরে কৃষ্ণ প্রভু,যদি কোন কারনে একদিন মালা জপতে অসমর্থ হই তাহলে পরদিন কি সেটা জপতে পারবো।
হরে কৃষ্ণ, হ্যাঁ করতে পারবেন। কিন্তু এটাকে অভ্যাস করে ফেলবেন না ধন্যবাদ।
বাবা মালা সমাপ্ত হলে কি মন্ত্র জপ করবো যদি কৃপা করে বলেন তাহলে খুব ভালো হয়
হরে কৃষ্ণ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসদি গৌড় ভক্তবৃন্দ। এই মন্ত্রটি জপের শুরুতে ও জপের শেষে উচ্চারণ করবেন। ধন্যবাদ।
🙏🙏🙏🙏🙏🙏🙏
হরে কৃষ্ণ 🙏
প্রভু আপনার কথার চেয়ে মিউজিকটা বেশি হয়ে গেছে।
জয় শ্রী কৃষ্ণ
হরে কৃষ্ণ প্রভু
Hare Krishna প্রভু 🙏 🌺🙏🌺
কৃপা করে যদি আমার একটা প্রশ্ন এর উত্তর দিতেন...
প্রশ্ন টা হলো,
মাছ মাংস খেলে কি,জপ মালা তে jop করা যাবে..??
আমি একটা দিদার জন্য jop ব্যাগ এনেছি, কিন্তু পরে জানতে পারলাম যে উনি আমিষ আহার গ্রহণ করে,
সুতরাং আমি কি ওই jop ব্যাগ টা উনাকে দিতে পারি.......??
হরে কৃষ্ণ, খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি। হ্যাঁ, আপনি উনাকে জপ ব্যাগটা দিতে পারেন। জপ করতে করতে উনি যখন জপে আনন্দ পাবেন তখন আর আমিষ খাওয়ার আনন্দটা ভালো লাগবে না।তখন তিনি সেটা ছাড়তে পারবেন, এটাই স্বাভাবিক। উনাকে বেশি বেশি করে জপ করতে বলুন। ধন্যবাদ।
@@krishnabhavnamrittv8752 আমার উত্তর টা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু.. 🙏 🙏 🙏 🌹🌹🙏🙏🙏
অনেক দিন পর আপনার দেখা পেলাম
হরে কৃষ্ণ প্রভু 🙏
হরিনাম জপ শুরুতে পাঞ্চতত্ত্ব প্রণাম মন্ত্র এবং শেষ করার পর কি কোন মন্ত্র বলতে হবে?
এক জনার জপ মালা অন্য কেউ জপ করতে পারবে,যেমন আমি বাসায় নেই তখন আমার ওয়াইফ জপ করবে।
হরে কৃষ্ণ, খুব সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনার জপের মালাটি যদি দীক্ষার মালা না হয় তাহলে আপনার সহধর্মিণী অবশ্যই জপ করতে পারবেন। আপনার কোনো সন্দেহ হলে আমাকে প্রশ্ন করবেন, আমি চেষ্টা করবো সাহায্য করবার।
এক্ষেত্রে দীক্ষার মালা বলতে কি বুঝাই প্রভু
হরে কৃষ্ণ 🙏
❤️
হরে কৃষ্ণ, সম্পূর্ন ভিডিও দেখার জন্য ধন্যবাদ |
প্রভু একটা জপ মালা দিয়ে কি শুধু একজনই জপ করতে পারে, নাকি সবাই, কৃপা করে জানাবেন
হরে কৃষ্ণ, প্রাথমিক পর্যায়ে ১টা জপ মালাতে সবাই জপ করতে পারবেন।
Thanks 😊💞😊
হরেকৃষ্ণ প্রভু
ধন্যবাদ। হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ ।
হরে কৃষ্ণ
মেয়ে/মহিলা রা কি ঋতুস্রাবের সময় জপ করতে পারবে?? নাকি তারা এই সময় জপ করতে পারবে না????????
হরে কৃষ্ণ, হ্যাঁ করতে পারবে। ধন্যবাদ।
মাছ মাংস খেলে কি জপ মালা করা যাবে??
হরে কৃষ্ণ, হ্যাঁ করা যায়।
@@krishnabhavnamrittv8752 thank you pravuji
Thank you so much provu
আমার একটা প্রশ্ন ছিলো
আজ আমি সারাদিন এ ৪ বার মালাজপ করে ৪ টা গুটি উঠিয়েছি।
প্রশ্ন: ধরেন কাল আবার আমি ৪ মালাজপ করবো - অতএব আমি যে ৪ টা গুটি উঠিয়েছি সেখান থেকে শুরু করবো নাকি ওই ৪ টা গুটি নামিয়ে প্রপ্রথম থেকে শুরু করবো
হরে কৃষ্ণ, ওই ৪ টি গুটি নামিয়ে প্রথম থেকে জপের হিসাব রাখবেন।
রাধে রাধে
RADHE RADHE . প্রভু আমার একটা প্রশ্ন ছিল ? জপ করবার মালাটি গলায় ধারন করা হবে ।
হরে কৃষ্ণ, জপের মালা জপের থলি বা ব্যাগের মধ্যে রাখতে হবে, যে কোন ইসকন মন্দিরে তা পাওয়া যায়। ধন্যবাদ।
জপ করার জন্য কী দীক্ষিত হতে হবে
হরে কৃষ্ণ, হরিনাম মহামন্ত্র জপ করতে দীক্ষার প্রয়োজন হয় না।
@@krishnabhavnamrittv8752 ধন্যবাদ
হরে কৃষ্ণ প্রভু 🙏
আমি যদি একবারে ৪মালা নেই, তাহলে প্রত্যক বারই পাঞ্চতত্ত্ব প্রণাম মন্ত্র বলতে হবে?
হরে কৃষ্ণ, প্রতি সুমেরু গুটিতে (প্রতি মালা জপ করার শুরুতে) পঞ্চতত্ত্ব প্রনাম মন্ত্র বলতে হবে। ধন্যবাদ।
হ্যাঁ
হরেকৃষ্ণ 🙏🙏
হরেকৃষ্ণ প্রভু
🔴আমার একটা প্রশ্ন আছে এই যে আমরা মালাতে জপ করছি এটা প্রথম কে চালু করেছিলেন..?????
মালা জপ প্রথম চালু করেন শ্রী চৈতন্য মহাপ্রভু।
kotha toh thik kore sonai jache na.. audio er upor kaj koro..
হরে কৃষ্ণ, সম্পূর্ন ভিডিও দেখার জন্য ধন্যবাদ|
Aapnar golar voc thik korun
হরেকৃষ্ণ
মা কালির ভক্ত হলে, জয় মা,, নাম জপ করা যায়? কড়া গুনে কি ভাবে হয়?
হরে কৃষ্ণ, বৃহনারদিয় পূরণে বলা হয়েছে, হরিনাম, হরিনাম ও হরিনাম ছাড়া এই কলি যুগের আর কোনো গতি নেই, গতি নেই আর কোনো গতি নেই। তাই আপনি ভাবুন কিসের নাম জপ করবেন, যিনি আমাদের সব পাপ হরণ করতে পারেন তাকে বলা হয় হরি। তাই আমাদের হরিনাম জপ করাই উচিত, সেটা প্রাথমিক ভাবে হাতের কড়ে করতে পারেন। ধন্যবাদ।
প্রভুর চরনে নমস্কার, জপের মালা গলায় ধারন করা যাবে কি না। হরে কৃষ্ণ কৃপা করবেন।
হরে কৃষ্ণ, জপের মালা জপের ব্যাগে রাখতে হয় গলায় রাকজার জন্য নয়, গলায় পড়ার জন্য নয় মালা পাওয়া যায় তাকে কণ্ঠী (তুলসী) মালা বলা হয় ধন্যবাদ।
আচ্ছা প্রভু আপনি তো সুমেরু গোটিতে পঞ্চতও্ব মন্ত্র দিয়ে আরম্ব করলেন,কিন্তু অন্য একজন প্রভু তো সুমেরু গোটির পর থেকে আরম্ভ করতে বললেন,,,,,,
আপনি সঠিকটা বলে দেন না,না হলে ঝামেলায় পড়ব,
সুমেরু গুটিতে পঞ্চতত্ব মন্ত্র বলতে হবে, কিন্তু পরের মোটা গুটিতে মহামন্ত্র জপ করতে হবে।
হরে কৃষ্ণ প্রভু🙏।
বড় মালা থেকে যখন ছোট মালায় যাবো তখন। সুমেরো গুটি টা ধরে পঞ্চতন্ত বলবো নাকি মালাটা আগে গুরিয়ে পঞ্চতন্ত বলে আবার হরিনাম করবো।
কৃপা করে বলবেন।
হরে কৃষ্ণ, প্রথমে পঞ্চতত্ব প্রনাম বলে , তারপর মালা ঘোরাতে পারেন। ধন্যবাদ।
Poncha tatwa pronam montra ta keu likhe deben please
হরে কৃষ্ণ। পঞ্চতত্ত্ব মন্ত্রটি হলো - শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। ধন্যবাদ।
প্রভু আমি ত নতুন , মালা ছাড়া কীভাবে জপ করবো
হরে কৃষ্ণ, আপনি হাতের কড়ে গুনে গুনে ১০৮ বার হরে কৃষ্ণ মহা মন্ত্র জপ করুন। ধন্যবাদ।
kicu suna jai na
Ami ki ai vbe jopte parbo amr akno dikkha hoini..plzz bolben radhe radhe
হরে কৃষ্ণ, অবশ্যই আপনি জপ করতে পারবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপের জন্য প্রাথমিক স্তরে দীক্ষার প্রয়োজন নেই। এইভাবে হরিনাম ঠিক মত জপ করলে আপনাকে সৎগুরুর সাথে যোগাযোগ করিয়ে দেবে। ধন্যবাদ।
আচ্ছা জপের মালার ছোট বড় আছে, আপনার থেকে দেখলাম বড় থেকে কৃষ্ণ নাম শুরু করতে, তারপর আর এক মালা শুরু করতে ছোট থেকে, (আমার কথা হচ্ছে প্রথমে ছোট গুটি থেকে শুরু করা যাবে কি?)??
হরে কৃষ্ণ, প্রথমে বড় থেকে ছোট , তারপর ছোট থেকে বড় গুটি ধরে জপ করতে হবে।ধন্যবাদ।
হরে কৃষ্ণ আমি একটা জপের মালা কিনলাম ওখানে সুমেরু গুটি টা ছাড়া আর সব গুটি গুলো সমান,( কথা হচ্ছে আমি কি ঐ মালা দিয়ে জপ করতে পারবো??)
@@pabandas3865 Vai apnar oi malati jodi sob golo guti soman hoy tahole to apni bujte parbenna kondike mala choto r kon dik diye boro. Apni parle ai malati change kore onno akti notun mala songroho korun.
হরে কৃষ্ণ যদি আপনার জপের মালা সরু বা মোটা না হয়ে সমান থাকে তাহলে একদিকে ৮ টা গুটির পর একটি সুতা বেঁধে নিন এবং সেই দিকটা মোটা অংশ মনে করে জপ শুরু করুন। তাতে কোনো দোষ হবে না কারণ আপনি এখন অনুশীলন করছেন, দীক্ষার সময় সাবধান ভাবে দেখে নেবেন ধন্যবাদ।
কোনো কিছু জপ তিনবার, আর কত কত বার করা যেতে পারে???
যদি ১০৮ বার কেউ না করতে পারে?
তাহলে কত বার করা যায়???
হরে কৃষ্ণ, ১০৮ বার হরিনাম জপ করতে ১০ মিনিট লাগবে, তাহলে এক মালা জপ হবে। ১০ মিনিট ভগবানের জন্য তো দেওয়া উচিত সারাদিনের মধ্যে, বাকি ১৪৩০ মিনিট আপনার থাক। ভগবান তো আপনার জীবন ধরণের জন্য কতকিছু দিয়েছেন - অক্সিজেন, আলো, জল, খাদ্য, জমি ইত্যাদি ১০ মিনিট ভগবানকে কিতজ্ঞতা জানান ! ধন্যবাদ।
@@krishnabhavnamrittv8752 অসাধারণ বলেছেন প্রভু.. 🙏 🙏
Hare Krishna 🙏 🌹
নিম্নতম কতবার মালা জপ করা যায় ।
১ মালা করে শুরু করুন প্রাথমিকভাবে।
Raade Raade
হরেকৃষ্ণ
হরে কৃষ্ণ
হরেকৃষ্ণ
হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ