খুবই সুন্দর লাগলো । বিশ্বাস করুন ,সবসময় অনুভব করি জীবনে পড়াশোনা করে তৃপ্তি হলো না । এইসব বিজ্ঞান তো তেমন কিছু জানি না, কবে আর জানবো !! আমি যে অর্থ ও সম্মান পাই তা আমার শিক্ষা ও জ্ঞান অপেক্ষা অনেকটাই বেশী ।
I have 2 queries. 1) Enlighten us on mol maash 2.) You said Surya Siddhanta was written 1800 years ago which talks about Heliocentric Universe rather than Geocentric Universe. Surya Siddhanta was written much before Copernicus or Galileo. So can it be said ancient Hindus propounded Heliocentric model much before Europeans? D Mitter
অধিকমাস যেটি বলেছি, সেটিই মলমাস। সংজ্ঞা অনুসারে যে মাসে দুটি অমাবস্যা। বিস্তারিত ভিডিও করা যেতে পারে। শুধু তাই নয়। কলম্বাস স্পেনের রাজার কাছে বললেন, কিছুদিন আগে গ্রিসের বিজ্ঞানীরা প্রমাণ করেছেন পৃথিবী গোল। সুতরাং সোজা পশ্চিমে গেলে আমি ভারতে পৌঁছে যাবো। গ্রিসের বিজ্ঞানীদের ওপর ভরসা করে কলম্বাস বেরিয়ে পড়েছিলেন ঠিকই; কিন্তু তাঁদের হিসেবে পৃথিবীর পরিধি ছিল আসল পরিধির সিকি ভাগ। আমেরিকা না থাকলে খাদ্যের অভাবে উনসত্তর জনেরই সলিল সমাধি হয়ে যেত। অথচ পৃথিবীর নিখুঁত পরিধি আর্যভট্ট হিসেব করেছেন কবেই।
স্যার। আমার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে প্রতিবছর বিশ্বকর্মা পুজো প্রায় ইংরেজির একই তারিখে হয় 17 ই সেপ্টেম্বর নইলে 18 সেপ্টেম্বর হয় কিন্তু আমাদের অন্যান্য দুর্গাপুজো কালীপুজো এগুলো তো বিভিন্ন তারিখে হয়ে থাকে বিভিন্ন বছরের কারণটা কি যদি বলেন খুব বাধিত থাকবো
বাংলা মাসগুলোতে দিন সংখ্যা ইংরেজি মাসের মতো ঠিক থাকে না; এটি গ্রেগরিয়ান ক্যালেন্ডারের সাথে সংযুক্ত নয়, বরং সৌর গণনা অনুসারে চলে। বাংলা পঞ্জিকায় প্রথম পাঁচটি মাস (বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র) ৩১ দিনের হয়, আর পরবর্তী সাতটি মাস (আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র) ৩০ দিনের হয়। তবে লিপ ইয়ার হলে ফাল্গুন মাসে ৩১ দিন হয়।
খুব ভাল 📷
ভালো হচ্ছে
অসাধারণ লাগলো ।
Dhanyabad 🕉
বাহ দারুণ।
খুবই সুন্দর,সহজ ও সরল করে আপনি এই ধরনের বিষয় টিকে উপস্থাপন করেছেন. নমস্কার নেবেন.
খুব ভালো লেগেছে। এই ধরণের নতুন নতুন জিনিস নিয়ে আলোচনা করলে ভালো হবে।
ধন্যবাদ মুখুজ্যে মশাই। জটিল বিষয় খুব সুন্দর করে বোঝালেন।
Very informative
জানতে পেরে আনন্দ পেলাম নমস্কার
।
খুবই সুন্দর লাগলো । বিশ্বাস করুন ,সবসময় অনুভব করি জীবনে পড়াশোনা করে তৃপ্তি হলো না । এইসব বিজ্ঞান তো তেমন কিছু জানি না, কবে আর জানবো !! আমি যে অর্থ ও সম্মান পাই তা আমার শিক্ষা ও জ্ঞান অপেক্ষা অনেকটাই বেশী ।
বাংলা পঞ্জিকা সম্বন্ধে
বিশদ জানতে চাই
আলোচনা করুন অবিলম্বে
বঙ্গাব্দ?
দাদা, " সাত সকাল " এই কথাটা কি 3:03 ভাবে এল ? এটার প্রকৃত অর্থ কি ?
সাত মানে অনেক।
I have 2 queries. 1) Enlighten us on mol maash
2.) You said Surya Siddhanta was written 1800 years ago which talks about Heliocentric Universe rather than Geocentric Universe. Surya Siddhanta was written much before Copernicus or Galileo. So can it be said ancient Hindus propounded Heliocentric model much before Europeans?
D Mitter
অধিকমাস যেটি বলেছি, সেটিই মলমাস। সংজ্ঞা অনুসারে যে মাসে দুটি অমাবস্যা। বিস্তারিত ভিডিও করা যেতে পারে।
শুধু তাই নয়। কলম্বাস স্পেনের রাজার কাছে বললেন, কিছুদিন আগে গ্রিসের বিজ্ঞানীরা প্রমাণ করেছেন পৃথিবী গোল। সুতরাং সোজা পশ্চিমে গেলে আমি ভারতে পৌঁছে যাবো।
গ্রিসের বিজ্ঞানীদের ওপর ভরসা করে কলম্বাস বেরিয়ে পড়েছিলেন ঠিকই; কিন্তু তাঁদের হিসেবে পৃথিবীর পরিধি ছিল আসল পরিধির সিকি ভাগ। আমেরিকা না থাকলে খাদ্যের অভাবে উনসত্তর জনেরই সলিল সমাধি হয়ে যেত। অথচ পৃথিবীর নিখুঁত পরিধি আর্যভট্ট হিসেব করেছেন কবেই।
স্যার। আমার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে প্রতিবছর বিশ্বকর্মা পুজো প্রায় ইংরেজির একই তারিখে হয় 17 ই সেপ্টেম্বর নইলে 18 সেপ্টেম্বর হয় কিন্তু আমাদের অন্যান্য দুর্গাপুজো কালীপুজো এগুলো তো বিভিন্ন তারিখে হয়ে থাকে বিভিন্ন বছরের কারণটা কি যদি বলেন খুব বাধিত থাকবো
ওটি ভাদ্রমাসের শেষ দিনে হয়। তিথি অনুযায়ী নয়।
প্রতিটি মাস 30 দিন হয় না কেনো।
কোন মাস? চার রকম মাসের কথা বলেছি।
বাংলা মাসগুলোতে দিন সংখ্যা ইংরেজি মাসের মতো ঠিক থাকে না; এটি গ্রেগরিয়ান ক্যালেন্ডারের সাথে সংযুক্ত নয়, বরং সৌর গণনা অনুসারে চলে। বাংলা পঞ্জিকায় প্রথম পাঁচটি মাস (বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র) ৩১ দিনের হয়, আর পরবর্তী সাতটি মাস (আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র) ৩০ দিনের হয়। তবে লিপ ইয়ার হলে ফাল্গুন মাসে ৩১ দিন হয়।
ভালো লাগলো। ভালো থাকবেন।
জানতে পেরে আনন্দ পেলাম নমস্কার
।