Dr Pintu Maity... Village... Jogiber..P.O..Pulsita..P.S..Kolaghat..Dist..Purba Medinipur.. West Bengal.. এই ঠিকানায় পাশ করা একজন হোমিওপ্যাথি ডাক্তার আছেন। সাধারণত ঔষধ আর ভিজিট মিলে কুড়ি টাকা নেন। গরিব হলে বিনা পয়সায়। এসে দেখুন হোমিওপ্যাথির গুন বুঝতে পেরে যাবেন।
Ami beche achi Homeopathy er jonno. Amar kidney bar bar stone hoy . Homeopathy amay bachia rekheche. Asole atay kom khorcha hocche. Allopathy er business kom hobe tai homeopathy tolar chest cholche.
মাননীয় হোমিওপ্যাথি চিকিৎসক আপনাকে প্রেসক্রিপশন করে ওষুধের নাম লিখেছে কি? আপনি ঐ প্রেসক্রিপশন নিয়ে বাজার থেকে ওষুধ কিনে খান? আপনার অসুখ টা ধরা পড়েছে কি?
হোমিও. ঔষধ সঠিক মাত্রায় তৈরী করতে হয়। একজন ডা. রেমেডি লিখে দিলো পরে রেমেডি কিনে খেলো কাজ হলো না পরে নাম হবে ডা. ভালো না। শুধু হোমিও. রেমেডি নাম হলেই হয় না, রেমেডির পটেন্সি+ মাত্রা ++ ঠিক রেখে রোগীকে দিতে হয়। যার জন্যে দোকান থেকে কিনতে দেওয়া হয় না। আর অনেক হোমিও. রেমেডির দোকান আছে যারা অরিজিনাল রেমেডি দেয় না। @@RaDacms
ভালো মন্দ সব প্যাথিতেই আছে অস্বীকার করার কোনো উপায় নেই। হোমিওপ্যাথিতে যে কাজ হয় তা নিয়ে আমার কোনো দ্বিমত নেই। আমি আমার পরিবারের সদস্যরা বহুবার এই চিকিৎসা করিয়ে সুফল পেয়েছি , তার উপমা দেবার সময় নেই। সব চিকিৎসাতেই মানুষের সাফল্য আসবে তার কোনো মানে নেই। সব চিকিৎসারই ভালো মন্দ আছে। এলোপ্যথিকের কি সব ডাক্তারই সঠিকভাবে চিকিৎসা করতে পারে? অনেক সময়ই তো প্রাণহানিও ঘটে তবে সেটাকে কি বলবেন আপনারা। করোনা কালে এল্যাওপ্যাথি চিকিৎসা কোনো কাজে এসেছে কি? হোমিওপ্যাথিতেও তাই। জানি আমার সাথে অনেকেই হয়তো একমত হবেন না , তবে এটাই সত্য।
Dada, allopathy medicine company কত টাকা দিয়েছে এই প্রতিবেদন এর জন্যে?? এরা খুব insecure feel করছে। আমার একটি প্রশ্ন সকলের kache- কোন রোগটি অ্যালোপ্যাথি তে ভালো হয়ে যায় বলবেন!!! ডায়াবেটিক, pressure, cancer, thalassemia, latest COVID। শুধু ব্যবসা টা হয় ভালো। আমি নিজে ১৫ বছর হোমিও প্যথী চিকিৎসা তে আছি। আমাকে COVID এর VACCINE নিতে হয়নি, CALPOL প্যারাসিটামল, DIGESTIVE MEDICINE কিছুই নিতে হয়না, বেশ আছি। যদি ঝার ফুক হয় তো হোক না, আসল তো সুস্থ থাকা, ওষুধ না খেয়ে
আমি নিজেই নিজের দরকার মতো হোমিওপ্যাথি ওষুধ খাই। 62 বছর চলছে। আমার কোনো operation হয়নি। নিজের gallbladder stone 18mm, 11mm নিজেই হোমিওপ্যাথি ওষুধ খেয়ে সারিয়েছি। আমি কোনো covid vaccine নিই নি। আমাকে খালি পেটে সকালে একটা করে panD খেতে হয় না আমি চিনি দিয়েই চা খাই। আমি নিজের sugar নিয়ে চিন্তিত নয়, কারণ আমি কোনদিন sugar test করতে যায় নি। আমার হাঁটুতে কোনো ব্যাথা নেই। আমার sciatica র প্রচন্ড pain আমি নিজেই শুধু দুই মাত্রা ওষুধ এ সারিয়েছি। তবে আমার অভিমত হোমিওপ্যাথি ডাক্তার গুলি সুবিধের নয়। তাদের বেশিরভাগের ই হোমিওপ্যাথি তে বিশ্বাস নেই। নিজেদের রোগ হলে , তারা allopathy খায়। পয়সা উপার্জনের জন্য তারা হোমিওপ্যাথি নিয়ে ভন্ডামী করে। আমি মনে করি, সাধারণ মানুষ আমরা যদি একটু হোমিওপ্যাথি নিয়ে পড়াশোনা করি, তাহলে আমাদের অনেক রোগ আমরা নিজেরাই সারাতে পারবো। কারণ এটি symptom based treatment. শরীরের ভিতর কোথায় কি হচ্ছে, তা খুঁচিয়ে খুঁচিয়ে জানার কোনো প্রয়োজন নেই। tryglyceride বাড়লো না cholesterol বাড়লো তার নিকুচি করেছে। symptom মিলছে, ওষুধ খাও। একটাতে ভালো হলো না তো আর একটা খাও। কম potency র ওষুধ খাও। 5 টাকা বা 10 টাকা করে দাম। সবশেষে বলবো, চন্দ্র সূর্য যেরকম সত্য, তেমনি সত্য হোমিওপ্যাথি চিকিৎসা। তবে ভেবে দেখার বিষয় হলো, হোমিওপ্যাথি কে স্বীকার করে নিলে, এই কোটি কোটি মানুষ যারা allopathy hospital, medicine factory , sales এ কাজ করে, তারা তো সব বেকার হয়ে যাবে। সবার শেষে, অনুরোধ করবো, আমাদের জনপ্রিয় মোদীজি কে অনুরোধ করবো, এই আকবর বাবর শাজাহান বাদ দিয়ে, school এ, কোনো একটা উঁচু class এ হোমিওপ্যাথি কে অন্তর্ভুক্ত করুন পাঠ্য বিষয় রূপে। যারা বিশ্বাস করে না হোমিওপ্যাথি কে , তাদেরকে তাদের মতো থাকতে দিন, সর্বশান্ত হয়ে hospital এর bed এ মৃত্যু প্রতিদিন হচ্ছে। মনে রাখবেন, জয়ললিতার মতো অর্থবান বিত্তবান শক্তিশালী মহিলাকে, 75 দিন সময় পেয়েও, বিদেশ থেকে ডাক্তার উড়িয়ে নিয়ে এসেও এই allopathy চিকিৎসা বাঁচাতে পারেনি।
@@understandingxixiiphysicsc3940 দারুন ভালো একটা কমেন্ট পড়লাম।আমার মনের কথা গুলো লিখেছেন। যারা প্রচার করবে (চিকিৎসক)তারাই পুরোপুরি বিশ্বাস করে না। তবে এই প্যথীর ব্যাপ্তি কেউ আটকাতে পারবে না। প্রসঙ্গত আমিও COVID vaccine নেই নি। প্রচুর সামাজিক চাপ কে উপেক্ষা করতে হয়েছে। আপনার মত জীবন যাপন করতে চাইবো যেখানে চিনি দিয়ে চা খেতে পারবো। ডায়াবেটিক blood pressure cholesterol ইউরিক অ্যাসিড নিয়ে টেনশন করতে হবে না। কাটা ছেরা না করে, খালি মিষ্টি মিষ্টি ওষুধ খেয়ে রোগ সেরে যাবে।
মানুষ কি বোকা সরকারি হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে চিকিৎসা করায়। মানুষ কি বোকা হাজার হাজার টাকা খরচ করে বেসরকারি স্বাস্থ্য কেন্দ্র নার্সিংহোমে চিকিৎসা করাতে যায়।
হোমিওপ্যাথি সম্পর্কে অজ্ঞ ব্যাক্তিরা হোমিওপ্যাথিক সম্পর্কে বিরূপ মত প্রকাশ করেন। আবার হোমিওপ্যাথির প্রসারে যাদের স্বার্থে আঘাত আসবে বলে মনে করেন তারাও হোমিওপ্যাথির বিরুদ্ধে প্রচার করতে পারেন।
হোমিওপ্যাথি ঔষধ অধিকাংশ সমস্যায় এক জাদুকরি চিকিৎসা যার পার্শ ক্রিয়া মুক্ত,তবে অবশই সুচিকিৎসক হতে হবে। আমার বয়স 65 শিশুকাল থেকে আজ অবদী শতকরা 70 ভাগ ক্ষেত্রে প্রশংসা দেখেছি।
আমার এক বউ মার জরায়ুর ক্যান্সার হয় এ্যালোপ্যাথী চিকিৎসায় কেমোথেরাপি দিতে বলা হয় কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসা করে ভালো হয় এবং একটি বাচ্চা হয় তার বয়স এক বছর। কোলকাতার ডাক্তার।
প্রতিবেদন তৈরী করার আগে যথেষ্ট পড়াশোনা করা দরকার। কারণ একটা এতবড়ো বিষয় নিয়ে দু একদিন বইয়ের পাতা উল্টালে, অন্য দেশ কে কি করছে জেনে নিয়ে নিজের বক্তব্য পেশ করতে গেলে এই রকম ই হয়। আপনাকে দোষ দিচ্ছি না, এই বিষয় নিয়ে সাধারণ মানুষ যখন ই আলোচনা করেন বা সাংবাদিক রা প্রতিবেদন করেন এই রকম ই হয়। বিষয় টা কেমন হয় জানেন? আমি ডাক্তার আমি যদি সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয় নিজের বক্তব্য পেশ করি সেইরকম লাগে। তথ্যের ভুল সে ছেড়েই দিলাম। হোমিওপ্যাথি চিকিৎসা মূল সূত্র ' সম লক্ষণ ' মতে চিকিৎসা সেটা আমাদের অথর্ব বেদে আছে। Dr হানিম্যান সম্পূর্ণ অন্য চিন্তা থেকে ঘটনা চক্রে চিকিৎসা পদ্ধতি টি আবিষ্কার করেন। কোনটা ভুল কোনটা ঠিক এটা কে বলে দেবে? ইওরোপ, আমেরিকা কি করছে সেটা ধরে নেবো সঠিক - একমত হতে পারলাম না। কিছু ভারতীয় দের মতো স্বাভিমান নেই বোঝা গেলো। আমার অনুরোধ যাঁরা এই ক্ষেত্রে আছেন তাঁদের সঙ্গে কথা বলে প্রতিবেদন প্রস্তুত করা ভালো তাতে আপনাকে অনেক খাটতে হবে কারণ গ্রাম বাংলা র প্রত্যন্ত এলাকার এই পদ্ধতি র ডাক্তার বাবুদের সঙ্গে কথা বলতে হবে। শুধু শহরে বসে দু একজনের সঙ্গে কথা বলে কাজ সারলেই হবে না। আশা করি পরে এই রকম কাজ পাবো। 🙏
প্রতিটা প্যাথি তার নিজ নিজ জায়গা থেকে সেরা কিন্তু তার প্রয়োগ, ব্যবহারেরএবং ডায়াগনস্টিক উপর নির্ভরশীল! হোমিওপ্যাথি সম্পর্কে জানতে গেলে আগে হোমিওপ্যাথির আবিষ্কারক হ্যানিম্যান সম্পর্কে জানতে হবে যে কেনো তিনি এ্যালোপ্যাথি ছেড়ে অন্য কোনো প্যাথি চিন্তা করল?
শুনুন, অনেক allopathy Dr সময় বিশেষে নিজেরা homoeopathy treatment করান নিজেদের জন্য। famous homoeopathy Dr দের সঙ্গে কথা বলুন, জানতে পারবেন। অযথা homoeopathy র বদনাম করবেন না, বা ভয় দেখবেন না। ভালো registered homoeopathy Dr দেখালে বিপদের কোনো সম্ভাবনা থাকে না।
হোমিওপ্যাথি চিকিৎসা সঠিক চিকিৎসা,আমার পরিবারে 30 বছরে কেউ এলপ্যাথি ওষুধ ব্যবহার করেনি, ক্রনিক রোগের ক্ষেত্রে হোমিওপ্যাথি খুব ভালো কাজ করে,এককথায় হোমিও ওষুধ দেহের প্রতিরোধ শক্তি বাড়িযে দিয়ে রোগমুক্ত করে।তাই হোমিওপ্যাথি চিকিৎসা কে গুরুত্ব দেওয়া দরকার
আমাদের যদি সাহস থাকে, এই বিষয়ে আলোচনা করুন যে, করনা প্র্যাকালে কোন মেডিসিন না থাকা সত্ত্বেও কেন সব চিকিৎসা র দায়িত্ব মর্ডান মেডিসিনের হাতে রাখা হয়েছিল, কেন অন্য প্যাথির ডঃ দের চিকিৎসা করতে দেওয়া হয়নি...
আপনার এই সমস্ত ভাওতাবাজি কথাবার্তা মানুষ কেন যে শুনছে সেটা বুঝতে পারছি না। নিজে কতদূর এই বিষয়ে আপনি পড়াশোনা করেছেন জানা নেই। একটা প্রবাদ আছে যাঁর নেই কোন গতি সেই করে হোমিওপ্যাথি। কথাটা একেবারেই ধ্রুব সত্য। এলোপ্যাথি যেখানে ফেল সেখানে হোমিওপ্যাথি অসম্ভব ভালো কাজ করে। আমি নিজে ভুক্তভোগী। তাই অনুরোধ করবো বাজে বকা বন্ধ করুন।
দাদা আপনি যে mixing এর কথা বলেছেন এটা হোমিওপ্যাথি শাস্ত্রে নেই । হোমিওপ্যাথিতে একটি ঔষধ রোগীকে দিতে হয় । Pollypharmacy not allow in homeopathy. Organon chapter 273 no .
হোমিওপ্যাথিক খুব ভালো কিন্তু সঠিক হোমিওপ্যথ কম তারজন্য হোমিওপ্যাথিক মেডিসিনের দোষ নয়। করনা কালে কেন এই মেডিসিন ব্যবহার করতে দেয়নি? এই মেডিসিন রোগ সারে কিনা আমার কাছে আসবেন। ও ভালোকথা এ্যলোপ্যথের রিএকশ্যন নিয়ে আলোচনা করবেন।
Homoeopathy Medicine এ দারুণ কাজ হয়। কিছু কিছু রোগ যখন Allopathy তে Failure তখন Homoeopathy অসাধারন, অতুলনীয় যেমন রোগগুলো-আচিল, হেনরি, পাইলট.............. এমন হাজারো রোগে ভালো কাজ করে।
আমার Cervical Spondylosis হোমিওপ্যাথি চিকিৎসায় নিরাময় হয়েছে; প্রায় ১২ বছর হয়েছে এখনো প্রত্যাবৃত হওয়ার কোন উপসর্গ নেই। আমার কাছে চিকিৎসার আগের ও পরের X-ray plate আছে।
মাননীয় মহাশয় আপনার স্পনডিলোসিস্ ভালো হয়েছে শুনে খুব ভালো লাগলো। আমি প্রায় চৌদ্দ বছর ধরে স্পন্ডিলোসিসে ভুগছি , হোমিওপ্যাথি , এলোপ্যাথি অনেক চিকিৎসা করিয়েছি কিন্তু ভালো হয় নাই। তাই আপনার কমেন্ট পড়ে মনে হল আপনাকে আমার ব্যাপারটা জানাই।আপনি কোথায় চিকিৎসা করিয়েছেন জানতে ইচ্ছে করছে। আমার বাড়ি আসানসোল।
Dr.J.C. Burnett was originally an allopathic doctor but later he totally stopped allopathic treatment and became a homoeopath. He wrote an article "Fifty reasons for being a homoeopath" in a book named "Best of Burnett. The father of homoeopathy Samuel Haennemann was also an allopath.
ভুল বলছেন, হাতুরে ডাক্তারদের অভিজ্ঞতা থেকে হয়তো আপনি একথাগুলো বলছেন, কারন , হোমিওপ্যাথি চিকিৎসায় আমাদের দেশে গ্রাম শহর মিলিয়ে 90% এর বেশি হাতুরে ডাক্তার রয়েছে ! আপনি যদি BHMS/ MD ডাক্তারের কাছে চিকিৎসা করান , তবে অবশ্যই ভালো result পাবেন আশা করি, ধন্যবাদ !
আমরা s হোমিও ওষুধ খেয়ে অনেক উপকার পাই । রোগ ও ভাল হয় কম খরচের মাধ্যমে । আর একটা বাচ্চা যখন মাথায় শক্ত ব্যথা পাই । হুমিও ওষুধ খেলে ব্রেইন ইনজুরি হয় না । ব্রেইনে ব্যথা লাগলেও ঠিক হয়ে জাই
দাদা আমার তো এলোপেথিক কের উপর ভরসা উঠেগিয়েছে। কারণ আমার কানের সমস্যা কোন ডাক্তার সারাতে পারে নাই।আর হোমিওপ্যাথি চিকিৎসা সম্বন্ধে কিছু বলবোনা। হোমিওপ্যাথি এখনও দেখাইনি তবুও এর উপর ভরসা রয়েছে।
It's not possible to run this kind of large business globally only by the placebo effect or any fake pathy, definitely there should be positive response or effect, but this is also true that without good knowledgeable and experienced doctor this medicine may not bring any good effect or harmful effect as you discussed , so knowledge is the most important for anything
Myth 1: Homoeopathy is slow to act Fact:. Homeopathic treatments have shown excellent results in treating acute conditions like diarrhoea, fevers and other infections within a day. Homeopathy is labelled as “slow to act” in chronic conditions because chronic conditions do take an extended amount of time to cure because of the sheer nature of the condition. Myth 2: Homeopathy cannot be used for acute conditions Fact: Homeopathy has proven to be a great alternative in treating acute conditions like fevers, cold, tonsillitis, sinusitis to even pneumonia. Homepathic experts are of the opinion that if homeopathic medicines are given in the initial stage of the illness, they can help manage the illness much effectively. When given in acute conditions, they provide instant relief to the patient. Myth 3: Homeopathy is placebo science Fact: Homeopathic medicines undergo a process known as potentization, in which the crude medicinal substances become ultra-diluted which help in stimulating the immune system, affecting a cure. In fact, there are several experiments that prove homoeopathic dilutions contain nanoparticles of the original drug. As these medicines are super diluted, controversies arise as the dilutions may not contain any traces of the original drug, but all homoeopathic dilutions are clinically proven on human beings, before being used as drugs. Myth 4: Homeopathic medicines contain heavy metals and steroids Fact: Homeopathic medicines contain neither of the two. Homoeopathic medicines are prepared from natural sources like plants and minerals and do not contain any chemicals or steroids. Homoeopathic medicines are prepared under the strict standardisation guidelines and are thoroughly checked for quality and genuineness before they are released into the market.
অ্যালোপ্যাথি চিকিৎসালয় এবং ঔষধে নব্বই শতাংশ রোগ সারাতে পারে না। পারে শুধু রোগটাকে চেপে রাখতে ও সাইট এফেক্ট এর কারনে অন্যান্য অনেক রোগের জন্ম দিতে। কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসায় এবং ঔষধে নব্বই শতাংশ রোগ অবশ্যই ভালো হয়ে যায় এতে কোনো সন্দেহ নেই। আর সাইট এফেক্ট প্রায় নেই বললেই চলে।
"No individual has done more good to the medical profession than Samuel Hahnemann (the father of Homoeopathy)." ... Sir William Osler, the Father of Modern Medicine.
Aaj Tak er moton channel er theke r ektu porasuno kore ei video ta ready korle valo hoto..Manus k vibranto korar jonno ei video ta kora hoeche..boja gelo..
বিশ্বের কোথাও কোন চিকিৎসা ব্যবস্থা শতভাগ সফল নয়। তাই অল্টারনেটিভ চিকিৎসা প্রয়োজন। এলোপেথি ৭০ ভাগ সফল ও হোমিওপ্যাথি ৩০ ভাগ সফল। তবে আমাদের বাংলাদেশের মতো গরিব দেশে ফিফটি ফিফটি।
First of all, don't compare allopathy and homeopathy. Both have their own adavantages and disadvantages. Sometimes allopathy is better and sometimes homeopathy is better. You seem to be highlighting the disadvantages of homeopathay. There are thousands of wrong treatment examples of allopathy as well.
হোমিওপ্যাথি চিকিৎসায় আমার পরিবার বহু সুফল পেয়ে এসেছে এবং আমি নিজেও পাচ্ছি।
Dr Pintu Maity... Village... Jogiber..P.O..Pulsita..P.S..Kolaghat..Dist..Purba Medinipur.. West Bengal.. এই ঠিকানায় পাশ করা একজন হোমিওপ্যাথি ডাক্তার আছেন। সাধারণত ঔষধ আর ভিজিট মিলে কুড়ি টাকা নেন। গরিব হলে বিনা পয়সায়। এসে দেখুন হোমিওপ্যাথির গুন বুঝতে পেরে যাবেন।
@@TarakNathMajicontact ta diben dada
Ami beche achi Homeopathy er jonno. Amar kidney bar bar stone hoy . Homeopathy amay bachia rekheche. Asole atay kom khorcha hocche. Allopathy er business kom hobe tai homeopathy tolar chest cholche.
100%সঠিক হোমিওপ্যাথী ঢিকিৎসা ,এ্যলোপ্যাথিতে যা পারেনা হোমিওপ্যাথিতে তা সম্ভব
রাইট
ekdon tai
Tai naki bhai
হোমিওপ্যাথি এককথায় অসাধারণ 🙏🌹❤️
হোমিওপ্যাথি ১০০% কার্যকর,,,, একটি টিটমেন্ট
দয়া করে অ্যালোপ্যাথির কুপ্রভাব সম্মন্ধে বিস্তারিত আলোচনা করুন। আর হোমিওপ্যাথি চিকিৎসা সম্মন্ধে ন্যুনতম পড়াশোনা করুন।
সঠিক বলেছেন।
Right ❤
অ্যালোপ্যাথিকের পার্শ্বপ্রতিক্রিয়া মারাত্মক এ বিষয়ে অনেকেই অবগত নয় এমনকি ডাক্তারেরাও ঠিক মতন এর ব্যাখ্য করেন না। সেটাকে কি বলবেন?
Apnar heart attack hole homeopathy medicine khaben toh? Naki sudhu horibol bolben
Unscientific Homoeopathy..... many homoeopathic doctors treat themselves with Allopathic doctors.
আমার স্বামীর তিন বছর এ্যলোপ্যেথি চিকিৎসা চরম রোগ ভালো হয় নাই তবে হোমিওপ্যাথি চিকিৎসা ভালো হয়েছে এই জণ্য হোমিওপ্যাথি কে সালাম জানাইধন্যবাদ।
আপনার ঠিকানা কোথায়! ডাক্তার ফোন নাম্বার টা দেন!
আফনার ডাক্তারতের ঠিকানাটা দেন।
D.n.de homoeopathic medical College and hospital, tangra, kolkata
মানুষিক রোগ কি ভালো হয়
দাদ কি ভালো হয় হোমিওপ্যাথি খেলে
আমিও অনেক আ্যলোপ্যাথি ওষুধ খেয়েছি অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু আমার প্রবলেম সলফ হয়নি হোমিওপ্যাথি চিকিৎসা করিয়ে এখন আমি একদম ভাল আছি
Thanks ❤❤❤
Ki problem cilo??
মাননীয় হোমিওপ্যাথি চিকিৎসক আপনাকে প্রেসক্রিপশন করে ওষুধের নাম লিখেছে কি? আপনি ঐ প্রেসক্রিপশন নিয়ে বাজার থেকে ওষুধ কিনে খান? আপনার অসুখ টা ধরা পড়েছে কি?
Dhon khara hoine@@jahirhossain175
হোমিও. ঔষধ সঠিক মাত্রায় তৈরী করতে হয়। একজন ডা. রেমেডি লিখে দিলো পরে রেমেডি কিনে খেলো কাজ হলো না পরে নাম হবে ডা. ভালো না।
শুধু হোমিও. রেমেডি নাম হলেই হয় না, রেমেডির পটেন্সি+ মাত্রা ++ ঠিক রেখে রোগীকে দিতে হয়।
যার জন্যে দোকান থেকে কিনতে দেওয়া হয় না। আর অনেক হোমিও. রেমেডির দোকান আছে যারা অরিজিনাল রেমেডি দেয় না।
@@RaDacms
Homeopathy medicine is good for human body . No side effects
একদম ঠিক বলেছেন।সহমত আপনার সাথে।
ভালো মন্দ সব প্যাথিতেই আছে অস্বীকার করার কোনো উপায় নেই। হোমিওপ্যাথিতে যে কাজ হয় তা নিয়ে আমার কোনো দ্বিমত নেই। আমি আমার পরিবারের সদস্যরা বহুবার এই চিকিৎসা করিয়ে সুফল পেয়েছি , তার উপমা দেবার সময় নেই। সব চিকিৎসাতেই মানুষের সাফল্য আসবে তার কোনো মানে নেই। সব চিকিৎসারই ভালো মন্দ আছে। এলোপ্যথিকের কি সব ডাক্তারই সঠিকভাবে চিকিৎসা করতে পারে? অনেক সময়ই তো প্রাণহানিও ঘটে তবে সেটাকে কি বলবেন আপনারা। করোনা কালে এল্যাওপ্যাথি চিকিৎসা কোনো কাজে এসেছে কি? হোমিওপ্যাথিতেও তাই। জানি আমার সাথে অনেকেই হয়তো একমত হবেন না , তবে এটাই সত্য।
110% ঠিক চিকিৎসা। 7দিনের মধ্যে O.T. করতে হবে এমন রোগীও সুস্থ হয়ে গেছেন ।আমি নিজে ভীষণ ভাবে উপকৃত।
Doctor name
Kothai dakhiyachelan
D.N.DE HOMOEOPATHIC MEDICAL COLLEGE AND HOSPITAL, KOLKATA, TANGRA
National Institute of Homeopathy Hospital , salt lak , sec - iii
Dada, allopathy medicine company কত টাকা দিয়েছে এই প্রতিবেদন এর জন্যে?? এরা খুব insecure feel করছে।
আমার একটি প্রশ্ন সকলের kache- কোন রোগটি অ্যালোপ্যাথি তে ভালো হয়ে যায় বলবেন!!! ডায়াবেটিক, pressure, cancer, thalassemia, latest COVID।
শুধু ব্যবসা টা হয় ভালো।
আমি নিজে ১৫ বছর হোমিও প্যথী চিকিৎসা তে আছি। আমাকে COVID এর VACCINE নিতে হয়নি, CALPOL প্যারাসিটামল, DIGESTIVE MEDICINE কিছুই নিতে হয়না, বেশ আছি। যদি ঝার ফুক হয় তো হোক না, আসল তো সুস্থ থাকা, ওষুধ না খেয়ে
Ekdom homoeopathy is best no doubt abt dat
Right questions.
আমি নিজেই নিজের দরকার মতো হোমিওপ্যাথি ওষুধ খাই। 62 বছর চলছে। আমার কোনো operation হয়নি। নিজের gallbladder stone 18mm, 11mm নিজেই হোমিওপ্যাথি ওষুধ খেয়ে সারিয়েছি। আমি কোনো covid vaccine নিই নি। আমাকে খালি পেটে সকালে একটা করে panD খেতে হয় না আমি চিনি দিয়েই চা খাই। আমি নিজের sugar নিয়ে চিন্তিত নয়, কারণ আমি কোনদিন sugar test করতে যায় নি। আমার হাঁটুতে কোনো ব্যাথা নেই। আমার sciatica র প্রচন্ড pain আমি নিজেই শুধু দুই মাত্রা ওষুধ এ সারিয়েছি।
তবে আমার অভিমত হোমিওপ্যাথি ডাক্তার গুলি সুবিধের নয়। তাদের বেশিরভাগের ই হোমিওপ্যাথি তে বিশ্বাস নেই। নিজেদের রোগ হলে , তারা allopathy খায়। পয়সা উপার্জনের জন্য তারা হোমিওপ্যাথি নিয়ে ভন্ডামী করে।
আমি মনে করি, সাধারণ মানুষ আমরা যদি একটু হোমিওপ্যাথি নিয়ে পড়াশোনা করি, তাহলে আমাদের অনেক রোগ আমরা নিজেরাই সারাতে পারবো। কারণ এটি symptom based treatment. শরীরের ভিতর কোথায় কি হচ্ছে, তা খুঁচিয়ে খুঁচিয়ে জানার কোনো প্রয়োজন নেই। tryglyceride বাড়লো না cholesterol বাড়লো তার নিকুচি করেছে। symptom মিলছে, ওষুধ খাও। একটাতে ভালো হলো না তো আর একটা খাও। কম potency র ওষুধ খাও। 5 টাকা বা 10 টাকা করে দাম।
সবশেষে বলবো, চন্দ্র সূর্য যেরকম সত্য, তেমনি সত্য হোমিওপ্যাথি চিকিৎসা।
তবে ভেবে দেখার বিষয় হলো, হোমিওপ্যাথি কে স্বীকার করে নিলে, এই কোটি কোটি মানুষ যারা allopathy hospital, medicine factory , sales এ কাজ করে, তারা তো সব বেকার হয়ে যাবে।
সবার শেষে, অনুরোধ করবো, আমাদের জনপ্রিয় মোদীজি কে অনুরোধ করবো, এই আকবর বাবর শাজাহান বাদ দিয়ে, school এ, কোনো একটা উঁচু class এ হোমিওপ্যাথি কে অন্তর্ভুক্ত করুন পাঠ্য বিষয় রূপে।
যারা বিশ্বাস করে না হোমিওপ্যাথি কে , তাদেরকে তাদের মতো থাকতে দিন, সর্বশান্ত হয়ে hospital এর bed এ মৃত্যু প্রতিদিন হচ্ছে। মনে রাখবেন, জয়ললিতার মতো অর্থবান বিত্তবান শক্তিশালী মহিলাকে, 75 দিন সময় পেয়েও, বিদেশ থেকে ডাক্তার উড়িয়ে নিয়ে এসেও এই allopathy চিকিৎসা বাঁচাতে পারেনি।
@@understandingxixiiphysicsc3940
দারুন ভালো একটা কমেন্ট পড়লাম।আমার মনের কথা গুলো লিখেছেন। যারা প্রচার করবে (চিকিৎসক)তারাই পুরোপুরি বিশ্বাস করে না। তবে এই প্যথীর ব্যাপ্তি কেউ আটকাতে পারবে না।
প্রসঙ্গত আমিও COVID vaccine নেই নি। প্রচুর সামাজিক চাপ কে উপেক্ষা করতে হয়েছে। আপনার মত জীবন যাপন করতে চাইবো যেখানে চিনি দিয়ে চা খেতে পারবো। ডায়াবেটিক blood pressure cholesterol ইউরিক অ্যাসিড নিয়ে টেনশন করতে হবে না। কাটা ছেরা না করে, খালি মিষ্টি মিষ্টি ওষুধ খেয়ে রোগ সেরে যাবে।
মানুষ কি বোকা সরকারি হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে চিকিৎসা করায়। মানুষ কি বোকা হাজার হাজার টাকা খরচ করে বেসরকারি স্বাস্থ্য কেন্দ্র নার্সিংহোমে চিকিৎসা করাতে যায়।
আমি অনেক বার এলোপ্যাথিক চিকিৎসা করে সমাধান পাইনি কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা করে তার সমাধান পেয়েছি ।এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি।
হোমিওপ্যাথি র সাইড এফেক্ট নিয়ে অনেক কথা বললেন এলোপ্যাথি চিকিৎসা র সাইড এফেক্ট নিয়েও আলোচনা করলে ভালো হতো ।
একদম তাই।
ঠিক
একদম সঠিক বলেছেন।
Tik
আলহামদুলিল্লাহ, হোমিওপ্যাথি চিকিৎসায় আমার অনেক রোগ সেরেছে।
হোমিওপ্যাথি সম্পর্কে অজ্ঞ ব্যাক্তিরা হোমিওপ্যাথিক সম্পর্কে বিরূপ মত প্রকাশ করেন। আবার হোমিওপ্যাথির প্রসারে যাদের স্বার্থে আঘাত আসবে বলে মনে করেন তারাও হোমিওপ্যাথির বিরুদ্ধে প্রচার করতে পারেন।
Homeopathy is not at all proved science. It's does not pass through trial and error method.
১০০% সত্যি।
If Alopathy is like as classical physics,Homeopathic treatment is like as Quantum physics.
🎉🎉🎉 হোমিওপ্যাথি চিকিৎসায় অনেক জটিল রোগ সেরে যায় ❤❤🎉
আপননি কেমনে বুঝলেন!
আপনি কেমনে বুঝলেন"
আমি কখনো হোমিওপ্যাথি ঔষধ বিশ্বাস করতাম না ২২ বছরের বিছানা প্রসাব সারে হৌমিও চিকিৎসা করে এলাপাতি চিকিৎসা কোন কাজ হয়নি।
Hahneman এর পরিচয় টুকু ও জানেন না, তিনি ছিলেন অ্যালোপ্যাথি র বাপের বাপ,MD Alopathy doctor,
যে কোনো বিষয়ে ভিডিও করতে হলে আগে ভালো করে জেনে নেবার দরকার। আপনি কমেন্ট পড়লেই বুঝতে পারবেন হোমিওপ্যাথির পক্ষে কত মানুষ আছে।
Apni ki akjon homeopathic doctor
অ্যালোপ্যাথি medicine er side effect সমন্দে আলোচনা করা হোক
এলোপ্যাথিক চিকিৎসায় পাশাপাশি হোমিওপ্যাথি চিকিৎসা এর গুরুত্ব অপরিসীম। হোমিওপ্যাথি চিকিৎসা এলোপ্যাথিক চিকিৎসার থেকে অনেক সেফ ও কার্যকর
হ্যানিম্যান প্রথম জীবনে অ্যালোপ্যাথিক ডাক্তার ছিলেন একথা অনেকেই জানেনা
সেই সময় অ্যালোপ্যাথি চিকিৎসা খুবই কষ্টদায়ক ছিলো।সেইজন্য হ্যানিম্যান বিকল্প হিসাবে হোমিওপ্যাথি শুরু করেন এবং তার ফল অ্যালোপ্যাথির থেকে ভালো পান।
দাদা আমি হোমিওপ্যাথির জন্য বেঁচে আছি ❤
আপনার কি প্রবলেম হয়েছিল
@@Moveon._-6646 পায়ে ব্যাথা
Amio vai
হোমিওপ্যাথি ঔষধ অধিকাংশ সমস্যায় এক জাদুকরি চিকিৎসা যার পার্শ ক্রিয়া মুক্ত,তবে অবশই সুচিকিৎসক হতে হবে। আমার বয়স 65 শিশুকাল থেকে আজ অবদী শতকরা 70 ভাগ ক্ষেত্রে প্রশংসা দেখেছি।
Right ❤❤❤
আমার এক বউ মার জরায়ুর ক্যান্সার হয় এ্যালোপ্যাথী চিকিৎসায় কেমোথেরাপি দিতে বলা হয় কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসা করে ভালো হয় এবং একটি বাচ্চা হয় তার বয়স এক বছর। কোলকাতার ডাক্তার।
কোলকাতায় কোন ডক্টর।
ঠিকানা ফোন নম্বর কীভাবে যোগাযোগ করব।
Address please
Doctor name
Dr name and contact No?
Homeopathy te bhaloi hoi..
হোমিপ্যাথিক ঔষধ এ আমার পরিবার খুব উপকৃত।
Chronic disease চিকিত্সা তে আজ ও কোনো প্যথি আবিষ্কার হয় নাই homoeo pathy ছাড়া ।। সব প্যথি paliative কিন্তু homeopath curative.
Right.
এটা একদম সত্য।
Akdom thik ... No pathy equal to homoeopathy
আমার তো হোমিওপ্যাথি চিকিৎসায় কাজ হয়, সেই ছোট্ট বেলা থেকেই হয়, আজও হয়.. 👍🏻
Homio is the great remedy!!! আমি নিজেই তার সাক্ষী!!
হোমিও চিকিৎসা অ্যালোপাথার থেকে কঠিন। সঠিক চিকিৎসা হলে অ্যালোপাথির থেকে অনেক বেশি লাভ হয়। না জেনে কোন কিছুকে অগ্রাহ্য করা ঠিক নয়।
প্রতিবেদন তৈরী করার আগে যথেষ্ট পড়াশোনা করা দরকার। কারণ একটা এতবড়ো বিষয় নিয়ে দু একদিন বইয়ের পাতা উল্টালে, অন্য দেশ কে কি করছে জেনে নিয়ে নিজের বক্তব্য পেশ করতে গেলে এই রকম ই হয়। আপনাকে দোষ দিচ্ছি না, এই বিষয় নিয়ে সাধারণ মানুষ যখন ই আলোচনা করেন বা সাংবাদিক রা প্রতিবেদন করেন এই রকম ই হয়। বিষয় টা কেমন হয় জানেন? আমি ডাক্তার আমি যদি সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয় নিজের বক্তব্য পেশ করি সেইরকম লাগে। তথ্যের ভুল সে ছেড়েই দিলাম। হোমিওপ্যাথি চিকিৎসা মূল সূত্র ' সম লক্ষণ ' মতে চিকিৎসা সেটা আমাদের অথর্ব বেদে আছে। Dr হানিম্যান সম্পূর্ণ অন্য চিন্তা থেকে ঘটনা চক্রে চিকিৎসা পদ্ধতি টি আবিষ্কার করেন। কোনটা ভুল কোনটা ঠিক এটা কে বলে দেবে? ইওরোপ, আমেরিকা কি করছে সেটা ধরে নেবো সঠিক - একমত হতে পারলাম না। কিছু ভারতীয় দের মতো স্বাভিমান নেই বোঝা গেলো। আমার অনুরোধ যাঁরা এই ক্ষেত্রে আছেন তাঁদের সঙ্গে কথা বলে প্রতিবেদন প্রস্তুত করা ভালো তাতে আপনাকে অনেক খাটতে হবে কারণ গ্রাম বাংলা র প্রত্যন্ত এলাকার এই পদ্ধতি র ডাক্তার বাবুদের সঙ্গে কথা বলতে হবে। শুধু শহরে বসে দু একজনের সঙ্গে কথা বলে কাজ সারলেই হবে না। আশা করি পরে এই রকম কাজ পাবো। 🙏
প্রতিটা প্যাথি তার নিজ নিজ জায়গা থেকে সেরা
কিন্তু তার প্রয়োগ, ব্যবহারেরএবং ডায়াগনস্টিক উপর নির্ভরশীল!
হোমিওপ্যাথি সম্পর্কে জানতে গেলে আগে হোমিওপ্যাথির আবিষ্কারক হ্যানিম্যান সম্পর্কে জানতে হবে যে কেনো তিনি এ্যালোপ্যাথি ছেড়ে অন্য কোনো প্যাথি চিন্তা করল?
Homeopathy সম্পর্কে ভালো করে জানুন I এটি ভারতের একটি স্বীকৃত চিকিৎসা পদ্ধতি যাতে NEET পাস করে ব্যাচেলর ডিগ্রি BHMSপড়ানো হয় যা MBBS এর সমমানের I
আপনি একটি স্বীকৃত প্যথী যেটা আমাদের দেশে নীট কোয়ালিফাই করতে হয় সেখানে এমন কথা বলা যায় না।
শুনুন, অনেক allopathy Dr সময় বিশেষে নিজেরা homoeopathy treatment করান নিজেদের জন্য। famous homoeopathy Dr দের সঙ্গে কথা বলুন, জানতে পারবেন। অযথা homoeopathy র বদনাম করবেন না, বা ভয় দেখবেন না।
ভালো registered homoeopathy Dr দেখালে বিপদের কোনো সম্ভাবনা থাকে না।
হোমিওপ্যাথি চিকিৎসা সঠিক চিকিৎসা,আমার পরিবারে 30 বছরে কেউ এলপ্যাথি ওষুধ ব্যবহার করেনি,
ক্রনিক রোগের ক্ষেত্রে হোমিওপ্যাথি খুব ভালো কাজ করে,এককথায় হোমিও ওষুধ দেহের প্রতিরোধ শক্তি বাড়িযে দিয়ে রোগমুক্ত করে।তাই হোমিওপ্যাথি চিকিৎসা কে গুরুত্ব দেওয়া দরকার
আমাদের যদি সাহস থাকে, এই বিষয়ে আলোচনা করুন যে, করনা প্র্যাকালে কোন মেডিসিন না থাকা সত্ত্বেও কেন সব চিকিৎসা র দায়িত্ব মর্ডান মেডিসিনের হাতে রাখা হয়েছিল, কেন অন্য প্যাথির ডঃ দের চিকিৎসা করতে দেওয়া হয়নি...
একদম ঠিক কথা। ঠিক বলেছেন।❤
এলোপ্যাথিতে সারে কম ব্যবসা হয় বেশি।
এই চ্যানেল বয়কট করা হোক।
এলোপ্যাথি, চিকিৎসা যেখানে শেষ, হোমিওপ্যাথি চিকিৎসা সেখানে শুরু।।
এলোপ্যাথিক Dr কাছে কত পার্সেন্ড পেঁছেন এটা প্রচার করার জন্য সেটা আগে বলুন..???
আপনার এই সমস্ত ভাওতাবাজি কথাবার্তা মানুষ কেন যে শুনছে সেটা বুঝতে পারছি না। নিজে কতদূর এই বিষয়ে আপনি পড়াশোনা করেছেন জানা নেই। একটা প্রবাদ আছে যাঁর নেই কোন গতি সেই করে হোমিওপ্যাথি। কথাটা একেবারেই ধ্রুব সত্য। এলোপ্যাথি যেখানে ফেল সেখানে হোমিওপ্যাথি অসম্ভব ভালো কাজ করে। আমি নিজে ভুক্তভোগী। তাই অনুরোধ করবো বাজে বকা বন্ধ করুন।
আমি এবং আমার পরিবার হোমিওপ্যাথি তেই বিশ্বাস করি। কিন্তু কোন হোমিওপ্যাথি ওষুধ কিনে খাই না। ডাক্তার দেখিয়ে তবেই খাই।
Pagala ki khabor korchis 😊sab Indian doctor or hospital fail hoya gachi lo 😢Tokhon Homeopathy treatment madicine dia amar Thik hoye chilo
দাদা আপনি যে mixing এর কথা বলেছেন এটা হোমিওপ্যাথি শাস্ত্রে নেই । হোমিওপ্যাথিতে একটি ঔষধ রোগীকে দিতে হয় । Pollypharmacy not allow in homeopathy. Organon chapter 273 no .
হোমিওপ্যাথিক খুব ভালো কিন্তু সঠিক হোমিওপ্যথ কম তারজন্য হোমিওপ্যাথিক মেডিসিনের দোষ নয়। করনা কালে কেন এই মেডিসিন ব্যবহার করতে দেয়নি? এই মেডিসিন রোগ সারে কিনা আমার কাছে আসবেন। ও ভালোকথা এ্যলোপ্যথের রিএকশ্যন নিয়ে আলোচনা করবেন।
Homoeopathy Medicine এ দারুণ কাজ হয়। কিছু কিছু রোগ যখন Allopathy তে Failure তখন Homoeopathy অসাধারন,
অতুলনীয় যেমন রোগগুলো-আচিল, হেনরি, পাইলট.............. এমন হাজারো রোগে ভালো কাজ করে।
Placebo
বাচ্চারা placebo পায়?@@anuskabanerjee6231
আমার Cervical Spondylosis হোমিওপ্যাথি চিকিৎসায় নিরাময় হয়েছে; প্রায় ১২ বছর হয়েছে এখনো প্রত্যাবৃত হওয়ার কোন উপসর্গ নেই। আমার কাছে চিকিৎসার আগের ও পরের X-ray plate আছে।
মাননীয় মহাশয় আপনার স্পনডিলোসিস্ ভালো হয়েছে শুনে খুব ভালো লাগলো। আমি প্রায় চৌদ্দ বছর ধরে স্পন্ডিলোসিসে ভুগছি , হোমিওপ্যাথি , এলোপ্যাথি অনেক চিকিৎসা করিয়েছি কিন্তু ভালো হয় নাই। তাই আপনার কমেন্ট পড়ে মনে হল আপনাকে আমার ব্যাপারটা জানাই।আপনি কোথায় চিকিৎসা করিয়েছেন জানতে ইচ্ছে করছে। আমার বাড়ি আসানসোল।
দাদা ডাক্তার বাবু কোথায় বসেন, কি নাম?
এই ভিডিওটি আপনাদের এক নম্বরের ভাওতা, আপনাদের মতামত কিছুই দিলেন না,,
Dr.J.C. Burnett was originally an allopathic doctor but later he totally stopped allopathic treatment and became a homoeopath. He wrote an article "Fifty reasons for being a homoeopath" in a book named "Best of Burnett. The father of homoeopathy Samuel Haennemann was also an allopath.
এই পদ্ধতিতে চিকিৎসা করে বহু রোগ সারাতে পারে।
Homeopathic medicine is very good medicine.homeopathic medicine is very effective medicine
Homeopathy rocks. Allergy can only be cured through homeopathy and I have seen it myself. My COVID and dengue were resolved by homeopathy.
আমি সি এম সি ভেলোরো গিয়েছিলাম ঘুরে এসেছি আশানুরূপ ফল পাইনি।
বর্তমান এ হোমিওপ্যাথি দেখিয়ে সুস্থ আছি।
Homeopathy treatment is more efficient for some Cronic deasease....
Thanks ❤❤❤🙏
Alopathy treatment ব্যায় বহুল সবার সাধ্য নয়। Homeopathy তে মানুষ সহজেই treatment নিতে পারে। homeopathy doctor দের medicine mixing এর ভুল এটা সঠিক।👍👍
ভুল বলছেন, হাতুরে ডাক্তারদের অভিজ্ঞতা থেকে হয়তো আপনি
একথাগুলো বলছেন, কারন , হোমিওপ্যাথি চিকিৎসায় আমাদের দেশে গ্রাম শহর মিলিয়ে 90% এর বেশি হাতুরে ডাক্তার রয়েছে ! আপনি যদি BHMS/ MD ডাক্তারের
কাছে চিকিৎসা করান , তবে অবশ্যই ভালো result পাবেন আশা করি, ধন্যবাদ !
ব্যায় বহুল নয় , আলোপআথি তে রোগ ভালো করার কোনো ওষুধ নেই। কবে যে এই সত্যটা মানুষ বুঝবে।
আমরা s হোমিও ওষুধ খেয়ে অনেক উপকার পাই । রোগ ও ভাল হয় কম খরচের মাধ্যমে । আর একটা বাচ্চা যখন মাথায় শক্ত ব্যথা পাই । হুমিও ওষুধ খেলে ব্রেইন ইনজুরি হয় না । ব্রেইনে ব্যথা লাগলেও ঠিক হয়ে জাই
ছোটোখাটো রোগের ক্ষেত্রে হোমিওপ্যাথি যথেষ্ট। ক্রনিক রোগের ক্ষেত্রে হোমিওপ্যাথি ও আয়ুর্বেদ ভালো কাজ করে। খরচা অনেক কম।
বর্তমান অনেক ডাক্তার যে চিকিৎসা করেন যেমন এক রোগী কে সাত আট টি ঔষধ দেন এটা কতটা ঠিক আমার জানা নেই, এই ডাক্তার থেকে দূরে থাকা মনে হয় ঠিক।
দাদা আমার তো এলোপেথিক কের উপর ভরসা উঠেগিয়েছে। কারণ আমার কানের সমস্যা কোন ডাক্তার সারাতে পারে নাই।আর হোমিওপ্যাথি চিকিৎসা সম্বন্ধে কিছু বলবোনা। হোমিওপ্যাথি এখনও দেখাইনি তবুও এর উপর ভরসা রয়েছে।
It's not possible to run this kind of large business globally only by the placebo effect or any fake pathy, definitely there should be positive response or effect, but this is also true that without good knowledgeable and experienced doctor this medicine may not bring any good effect or harmful effect as you discussed , so knowledge is the most important for anything
Myth 1: Homoeopathy is slow to act
Fact:. Homeopathic treatments have shown excellent results in treating acute conditions like diarrhoea, fevers and other infections within a day. Homeopathy is labelled as “slow to act” in chronic conditions because chronic conditions do take an extended amount of time to cure because of the sheer nature of the condition.
Myth 2: Homeopathy cannot be used for acute conditions
Fact: Homeopathy has proven to be a great alternative in treating acute conditions like fevers, cold, tonsillitis, sinusitis to even pneumonia. Homepathic experts are of the opinion that if homeopathic medicines are given in the initial stage of the illness, they can help manage the illness much effectively. When given in acute conditions, they provide instant relief to the patient.
Myth 3: Homeopathy is placebo science
Fact: Homeopathic medicines undergo a process known as potentization, in which the crude medicinal substances become ultra-diluted which help in stimulating the immune system, affecting a cure. In fact, there are several experiments that prove homoeopathic dilutions contain nanoparticles of the original drug. As these medicines are super diluted, controversies arise as the dilutions may not contain any traces of the original drug, but all homoeopathic dilutions are clinically proven on human beings, before being used as drugs.
Myth 4: Homeopathic medicines contain heavy metals and steroids
Fact: Homeopathic medicines contain neither of the two. Homoeopathic medicines are prepared from natural sources like plants and minerals and do not contain any chemicals or steroids. Homoeopathic medicines are prepared under the strict standardisation guidelines and are thoroughly checked for quality and genuineness before they are released into the market.
@@ayansanfui4998 I do agree and have experienced 'Myth 1 &2' many times
@@ayansanfui4998Source?
জনাব আপনার এই ভিডিও করার আগে হোমিওপ্যাথি সম্পর্কে আরো জ্ঞান অর্জন দরকার ছিল।
ভাই হোমিওপ্যাথি সম্পর্কে আপনার কোন ধারণা নেই। একটু পড়াশোনা করুন। ধন্যবাদ।
মন গড়া বিষয় নিয়ে আলোচনা কিছু সত্য কিছু মিথ্যা
সত্য জিনিস কঠিন আবরণে ঢাকা থাকে
Homoeopathy can only give us the best treatment ... with out side effects
A little learning is always dangerous...
Faltu news korben na, ami nije upokar peyechi, amar marattak sinus er problem chilo seta homeopathy tei thik hoyeche.
এটা নিশ্চয় ভৌতিক সিরিয়াল নয় যে ব্যাকগ্রাউন্ডে এরকম মিউজিক চলছে,অদ্ভুত
Homeopathy is curable treatment .
অ্যালোপ্যাথি চিকিৎসালয় এবং ঔষধে নব্বই শতাংশ রোগ সারাতে পারে না। পারে শুধু রোগটাকে চেপে রাখতে ও সাইট এফেক্ট এর কারনে অন্যান্য অনেক রোগের জন্ম দিতে। কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসায় এবং ঔষধে নব্বই শতাংশ রোগ অবশ্যই ভালো হয়ে যায় এতে কোনো সন্দেহ নেই। আর সাইট এফেক্ট প্রায় নেই বললেই চলে।
আসল কথা সুস্থ থাকা । সবই দরকার
France use atleast 52% of homeopathy and spain 30%.
Almost No country give funding to homeopathy but still survived.
আমার পেটে আর নার্ভ এর সমস্যা হয়েছিল হোমিওপ্যাথি খেয়ে অনেকটাই সুস্থ আছি এখন
হোমিওপ্যাথি বেস্ট চিকিৎসা পদ্ধতি৷ অনেক জটিল অসুখ ভালো হয়েছে, জানুন ভালো করে তারপর ভিডিও তৈরী করেন৷ হোমিওপ্যাথিকে নীচু করে দেখার কোন প্রয়োজন নেই৷
দাদা একটু allopathic নিয়ে কিছু বলুন. Om shanti 🙏
হ্যানিম্যান কখনও হোমিও ঔষধ mixing করার কথা বলেননি।
"No individual has done more good to the medical profession than Samuel Hahnemann (the father of Homoeopathy)." ... Sir William Osler, the Father of Modern Medicine.
Cancer এর ঔষধ ডঃ সরোজ দাশগুপ্ত কলকাতায় প্রথম চিকিৎসা শুরু করেন।
আমার ছেলের নিয়মিত আাঁচিল হচ্ছিল, হোমিওপ্যাথি মেডিসিন খেয়ে সম্পূর্ণ সুস্থ এখন।
Clarification is not clear.kindly clarify everything regarding homeopathy treatment. Thank you.
বিশেষ করে গরীবের ঘরে বা হোমিওপ্যাথি ডাক্তাররা ও বলেন যার কোনো নেই কো গতি সেই করে হোমিওপ্যাথি
Allopathic is a very very Dangerous medicine
হোমিও চিকিৎসা জীবনী শক্তিকে স্ট্রং রাখে
হোমিওপ্যাথি খুব ভালো চিকিৎসা ও সুন্দর
এলোপ্যাথিক নিয়মতান্ত্রিক প্রয়োজন আছে কিন্তু হোমিওপ্যাথি উত্তম। আমি নিজে এলোপ্যাথিক মেডিসিন বিশেষজ্ঞ। বর্তমানে আমি হোমিওপ্যাথি ঔষধ নিয়ে গবেষণা করছি।
আপনি অনেক কথাই বললেন যা আপনার অজ্ঞতার ফল। সঠিক ভাবে না জেনে এ ভাবে প্রচার করবেন না।
Aaj Tak er moton channel er theke r ektu porasuno kore ei video ta ready korle valo hoto..Manus k vibranto korar jonno ei video ta kora hoeche..boja gelo..
হোমিওপ্যাথি ঔষধ রোগের চিকিৎসা করে না, রোগীর চিকিৎসা করে। এই হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের বিজ্ঞান।
বিশ্বের কোথাও কোন চিকিৎসা ব্যবস্থা শতভাগ সফল নয়। তাই অল্টারনেটিভ চিকিৎসা প্রয়োজন। এলোপেথি ৭০ ভাগ সফল ও হোমিওপ্যাথি ৩০ ভাগ সফল। তবে আমাদের বাংলাদেশের মতো গরিব দেশে ফিফটি ফিফটি।
জনাব, সবার ঘরে ঘরে হোমিও ঔষধ থাকেনা থাকে নাপা হিস্টাসিন ফ্লাজিল মেট্রিল ইত্যাদি
First of all, don't compare allopathy and homeopathy. Both have their own adavantages and disadvantages. Sometimes allopathy is better and sometimes homeopathy is better. You seem to be highlighting the disadvantages of homeopathay. There are thousands of wrong treatment examples of allopathy as well.
Allopathic থেকে paisa নিছে
আয়ুরবেদিকের তুলনায় কেউ নেই
তবুও ২০০ বছর ধরে টিকে আছে/ছিল/থাকবে হোমিওপ্যাথি !
আপনার কথাটা বুঝলাম। এবার এলোপ্যাথি সমন্ধে কিছু বলুন।
It is a child like discussion.
Don't do this.
সঠিক ওষুধ নির্বাচন হলে, সঠিক ডোজ প্রয়োগ হলে কোনো ভয়ভীতির কারণ নেই। তবে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে সেবন করা উচিত।
আমার wife এর নাকের পলিপাসের জন্য হোমিওপ্যাথি চিকিৎসায় সুস্থ লাভ করছে ও ভালো ফল পেয়েছে কিন্তু এই সুস্থ লাভ এলোপ্যাথিক চিকিৎসায় পায়নি।
দাদা কত মাস ওষুধ খেতে হয়েছিল
ভাই কতদিন অসুধ খেতে হয়েছে, আমিও এ সমস্যায় পড়ে আছি। অসহ্য যন্রনা। হাছি খাশি। নাক বন্ধ হয়।নিশ্বাস বন্ধ হয়।
রাইট,হোমিও ঔষধ কাজ ভালো
আমার খুব ভাল কাজ দেয়..........
কাজেই অমি খারাপ বলব না,
তবে নিয়ম মেন খেতে হবে।