এই না হলে টাইমিং, বাহিরে বৃষ্টি, মেঘ ডাকছে , হালকা বাতাস বইছে, আর আমি এইসবের বৈজ্ঞানিক কারণ গুলো দেখতেছি। আহ রহমতের বৃষ্টি। আর বৃষ্টি ফোটার মত বাড়ুক আপনার সাবস্ক্রাইবার। বড় হোক আমাদের পরিবার ।
স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ভারতীয় বাঙালি। বাংলা আমাদের মাতৃভাষা। বাংলা ভাষায় এত সুন্দরতমো বিজ্ঞানের ব্যাখ্যা খুব কম শিক্ষকের কাছ থেকে পেয়েছি। ঈশ্বর আপনাকে আপনাকে আরো বিদ্বান করে তুলুক, মানুষের সেবার কাজে। জয় হিন্দ বন্দেমাতরম।
ভাইয়া এরকম ভিডিওগুলো না দেখলে বুঝতেই পারতাম না যে সৃষ্টিকর্তা কত নিখুঁত কত সুনিপুণ ভাবে পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন ❤❤❤❤❤❤ মহান সৃষ্টিকর্তা আপনার জ্ঞান আরও বাড়িয়ে দিক আরও 🤲
@@anonymoussoul3343 oi shob aborjona porte porte apnar mathatao akta aborjona hoye gese. Ti akhon valo comment keo pechar moto kharap nojore dekhsen.🦉🦉🦉🦉🦉🦉🦉🦉🦉🦉🦉🦉🦉🦉🦉🦉🦉🦉🦉🦉🦉🦉
পুকুরের পানি গরম হয় না ভাইয়া। পরিবেশ ঠান্ডা হয়ে যায় বৃষ্টির কারণে। কিন্তু সেই তুলনায় পুকুরের পানি দ্রুত ঠান্ডা হতে পারে না। তাই আমাদের কাছে গরম মনে হয়। যেমনটা ডিপ টিউবওয়েলের পানি শীত কালে গরম আবার গরমে ঠান্ডা মনে হয়। আসলে ভূগর্ভস্থ পানির তাপমাত্রা একই থাকে। শীতকালে আবহাওয়া ভূগর্ভস্থ পানির তুলনায় ঠান্ডা থাকে বলে পানিকে আমাদের কাছে গরম অনুভূত হয়। একই ঘটনা গরমের মৌসুমে ঘটে
@@BigganPiC স্যার, আশাকরি উত্তর দিবেন' আপনি যে ভিডিওর প্রয়োজনে বিভিন্ন ফুটেজ, গ্রাফিক্স ইত্যাদি ব্যাবহার করেন( যেমন 'চাদ' এর ভিডিওতে চন্দ্রগ্রহন, সূর্যগ্রহন, পৃথিবী এইসব গ্রাফিক্স ফুটেজ) তা আপনার নিজের কম্পিউটারে বানানো না অন্য কোথাও থেকে নেওয়া? উত্তর দিলে খুবই উপকৃত হবো স্যার।
সত্যি অসাধারণ আপনার প্রত্যেকটি tropic আর তার expenation অতি সুন্দর আজ পর্যন্ত আপনার মত বিজ্ঞান বিষয়ক এতো সুন্দর আলো চনা কেউ দিতে পারেনি আমি westbengol ,ইন্ডিয়া থেকে আপনাকে ধন্য বাদ জানায়
আপনার প্রত্যেকটি ভিডিও অত্যন্ত উঁচু মানের। বিজ্ঞানের বিভিন্ন বিষয় এত সহজ, সুন্দর, চিত্তাকর্ষকভাবে সাধারণ মানুষের জন্য তৈরী করা অত্যন্ত কষ্টসাধ্য কাজ। সেই কঠিন কাজটি আপনি নিরলসভাবে করে চলেছেন। আপনি প্রকৃত অর্থেই একজন উঁচুমানের শিক্ষক। ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করব না। একটা অনুরোধ আছে। রিলেটিভিস্টিক মাস সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ভিডিও বানান। বিষয়টি খুবই জটিল লাগে আমার কাছে।
যদিও পদার্থ বিজ্ঞান সম্মন্ধে কোনো ধারণা,ই রাখি না, তবুও আপনার প্রত্যেক টা ভিডিও দেখি শুধু আপনার উপস্থাপনার টানে৷ আপনাকে দেখতে পাওয়ার বেশ ইচ্ছে পোষন করি সবসময়৷ আপনি নরসিংদী কোথায় শিক্ষককতা করেন যদি প্রতুত্তরে বলে দেন৷
চমৎকার একটি ভিডিও দেখলাম। অনেক কিছুই শিখলাম। ধর্মান্ধতাও দূর করবে। তবে এই ভিডিওটা ফেইসবুকেও দেওয়া উচিৎ। তাহলে অনেক মানুষ জানতে পারবে এবং এই চ্যানেলের ব্যাপক প্রচার হবে যা সত্যিই দরকার।
বিজ্ঞান কেবলমাত্র প্রকৃতিকে ব্যাখ্যা করতে পারে। তবে নিয়ন্ত্রণ করতে পারে না। কেউ চাইলেই বৃষ্টি নামাতে পারে না আবার বন্ধও করতে পারে না। আর এখানেই সৃষ্টিকর্তার অবস্থান, যিনি নিজ ইচ্ছায় সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন । সেই সৃষ্টিকর্তাকে চেনা জানা এবং বুঝা আমাদের প্রত্যেকের জন্য জরুরী। ধন্যবাদ bigganPiC কে এতো সুন্দর ভাবে জটিল জটিল বিষয় সহজ ভাবে উপস্থাপনের জন্য। one of the best science explaining channel on TH-cam. Hopefully you will achieve million very soon, all the very best bhaia.
@@anonymoussoul3343 ও আচ্ছা আচ্ছা আগে জানতাম না তো! সেটার ব্যয় ভার আপনার জানা আছে? আমি বলেছি নিয়ন্ত্রণের কথা। যেমন মায়ানমার কেন কাল মোখার তান্ডব থামাতে পারলো না? ইভেন আমাদের এখানেও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া এই যে আমরা বাংলাদেশে গরমে পুড়ে মরছি, বিজ্ঞানের সাহায্যে দেশ জুড়ে একটু বৃষ্টি নামিয়ে দিননা দাদু ভাই। তাছাড়া আবহাওয়া দফতর গতো দুই সপ্তাহে এমন সব বার্তা দিসে যে মোখো বাংলাদেশ উড়িয়ে নিয়ে যাবে। হিসেব নিকেস মিললো না কেনো বলুন তো?
Sir, আমাদের অনুরোধ আপনি সপ্তাহে অন্তত একটি ভিডিও দেন পুরনো ভিডিও গুলো সব দেখা হয়ে গেছে এখন নতুন কিছু জানতে ইছে করছে কারণ আপনার ভিডিও খুব তথ্য বহুল 😊 সপ্তাহে একটি দিলে আমরা তাতেই খুশি
ভুল সংশোধনঃ 5:20 সেকেন্ডে অসাবধানতাবশত ঘূর্ণিঝড়ের স্থানে ভূমিকম্প বলে ফেলেছি।
বিষয়টি হবে ”ঘূর্ণিঝড়ের পূর্বাভাস”
এটা বলতে আমি মন্তব্য করতে এসেছিলাম, এসে দেখি আপনিই একপ্রকার ভুল সংশোধন করে দিয়েছেন ❤
Vai theory of evolution nia ekta video chai. If you don't mind. ( Physics related kom ejonno mind er kotha botesi)
ami eta likte esei deklam
হে এর আগেও একটা ভিডিও তে এই রকম দেখেছি
Love you vaia apnar video gulo j ki valo lage
একমাত্র চ্যানেল বোধহয়, যার ভিডিও এর নোটিফিকেশন দেখলে নিজেকে কন্ট্রোল রাখতে পারি না
Same 😊
Same 😌😌
same❤
Same,love from Rajshahi❤
Same too
এই না হলে টাইমিং, বাহিরে বৃষ্টি, মেঘ ডাকছে , হালকা বাতাস বইছে, আর আমি এইসবের বৈজ্ঞানিক কারণ গুলো দেখতেছি। আহ রহমতের বৃষ্টি। আর বৃষ্টি ফোটার মত বাড়ুক আপনার সাবস্ক্রাইবার। বড় হোক আমাদের পরিবার ।
🥰
বাংলাদেশ এ উনিই একমাত্র সেরা বিজ্ঞান বিষয়ক উপস্থাপক,যেমন গ্ৰাফিক্স তেমনি যুক্তি, ধন্যবাদ ❤
স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ভারতীয় বাঙালি। বাংলা আমাদের মাতৃভাষা। বাংলা ভাষায় এত সুন্দরতমো বিজ্ঞানের ব্যাখ্যা খুব কম শিক্ষকের কাছ থেকে পেয়েছি। ঈশ্বর আপনাকে আপনাকে আরো বিদ্বান করে তুলুক, মানুষের সেবার কাজে। জয় হিন্দ বন্দেমাতরম।
ভালোবাসা রইলো বাংলাদেশ থেকে 🇧🇩❤🇮🇳
সবখানেই বন্দ মাতরম কইতে হয় নাকি
ভাইয়া এরকম ভিডিওগুলো না দেখলে বুঝতেই পারতাম না যে সৃষ্টিকর্তা কত নিখুঁত কত সুনিপুণ ভাবে পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন ❤❤❤❤❤❤
মহান সৃষ্টিকর্তা আপনার জ্ঞান আরও বাড়িয়ে দিক আরও
🤲
সাত খন্ড রামায়ণ পড়ে সীতা কার বাপ।
@@anonymoussoul3343 oi shob aborjona porte porte apnar mathatao akta aborjona hoye gese. Ti akhon valo comment keo pechar moto kharap nojore dekhsen.🦉🦉🦉🦉🦉🦉🦉🦉🦉🦉🦉🦉🦉🦉🦉🦉🦉🦉🦉🦉🦉🦉
বৃষ্টিপাত ও বজ্রপাত সম্পর্কে কোরআনে আল্লাহ ভুলভাল কথা বলেছে।
আপনার ভিডিওগুলো নিঃস্বন্দেহে অনেক অনেক শিক্ষনীয়। অনেক শুভকামনা রইলো আপনার জন্য! ❤
বৃষ্টির প্রতি নতুন দৃষ্টি সৃষ্টি করার জন্য ধন্যবাদ।🥰
আপনার অসংখ্য গুনমুগ্ধ শিক্ষার্থীর মধ্যে আমি একজন, সব সময় অপেক্ষায় থাকি কখন আপনি নতুন কিছু আপলোড করবেন। বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তোলার জন্য ধন্যবাদ।
আহাহা বেইবি ভেরী ইমপ্রুভমেন্ট।
slicy, thanks lot Good.
এইবার 'গ্রীষ্ম' উচ্চারণ একদম পারফেক্ট হয়েছে! 👌🏽
আপনার ভিডিও মাধ্যমে আলহামদুলিল্লাহ অনেক অজানা বিষয় আলহামদুলিল্লাহ জেনেছি...❤️❤️❤️ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন।❤️❤️
আমার জীবনে এটিই একমাত্র চ্যানেল, যেই চ্যনেলের প্রতিটি ভিডিও শেষ পর্যন্ত দেখি।
ধন্যবাদ জুম্মন ভাই।❤
আমি ভারতীয় subscriber।
বাংলায় ফিজিক্স/ বিজ্ঞান দেখতে ভালো বাসি । আর আপনার ভিডিও তে সব টার্ম ই বুঝাযায় ।।♥️🏵️🙌
ঝুম্মন ভাইয়ের উপস্থাপনার মিষ্টতা ও প্রিয়তা বলে বুঝাতে পারব না।
ভাইয়ের জন্য অনন্ত শুভকামনা রইলো
বাংলাদেশের একমাত্র TH-cam চ্যানেল এটা যেটা আমার পছন্দের সবার উপরে
দারুণ ভিডিও। আশা করছি ধর্মে বর্ণিত বৃষ্টি সম্পর্কিত নানা কল্পকাহিনির পরিবর্তে মানুষ বিজ্ঞানভিত্তিক, বাস্তব জ্ঞান লাভ করবে বৃষ্টিপাত সম্পর্কে।
মাশাআল্লাহ
স্যার আপনার বুঝানোর ক্ষমতা, বুদ্ধি অসাধারণ
কী সুন্দর প্রেজেন্টেশন। ছোটবেলার সব কনফিউশান ক্লিয়ার।
ধন্যবাদ আপনাকে
মাশাআল্লাহ, আল্লাহ তায়ালা আপনার জ্ঞানকে আরো বাড়িয়ে দিন ‘আমীন’ ।
( বৃষ্টির সময় পুকুরের পানি কেনো গরম হয়, এবিষয়ে একটি বিস্তারিত ভিডিও চাই )
পুকুরের পানি গরম হয় না ভাইয়া। পরিবেশ ঠান্ডা হয়ে যায় বৃষ্টির কারণে। কিন্তু সেই তুলনায় পুকুরের পানি দ্রুত ঠান্ডা হতে পারে না। তাই আমাদের কাছে গরম মনে হয়। যেমনটা ডিপ টিউবওয়েলের পানি শীত কালে গরম আবার গরমে ঠান্ডা মনে হয়। আসলে ভূগর্ভস্থ পানির তাপমাত্রা একই থাকে। শীতকালে আবহাওয়া ভূগর্ভস্থ পানির তুলনায় ঠান্ডা থাকে বলে পানিকে আমাদের কাছে গরম অনুভূত হয়। একই ঘটনা গরমের মৌসুমে ঘটে
৫ মিনিট ২০ সেকেন্ড এ বলা কথাটি হয়তো ঘূর্ণিঝড় হবে
জি, slip of tongue "ঘুর্ণিঝড় হবে"
@@BigganPiC স্যার, আশাকরি উত্তর দিবেন' আপনি যে ভিডিওর প্রয়োজনে বিভিন্ন ফুটেজ, গ্রাফিক্স ইত্যাদি ব্যাবহার করেন( যেমন 'চাদ' এর ভিডিওতে চন্দ্রগ্রহন, সূর্যগ্রহন, পৃথিবী এইসব গ্রাফিক্স ফুটেজ) তা আপনার নিজের কম্পিউটারে বানানো না অন্য কোথাও থেকে নেওয়া? উত্তর দিলে খুবই উপকৃত হবো স্যার।
@@bishownath9895 স্টক ফুটেজ
@@bishownath9895 যখন কোনো animation বা picture দেখা যায় তখন left side এ নিচে ছোটো করে source দেওয়া থাকে।
@@BigganPiC ji jumman Vai Ami somoy tv er ekta news e 5kg er shila er Kotha sunechi
এই চেনেলের প্রতিটা ভিডিওর প্রতিটা সেকেন্ড দেকছি।
বেশি শিক্ষিত নয় আমি,
তবু আমার বিজ্ঞানসম্মত এই সমস্ত ভিডিও খুব ভাললাগে।
এর থেকে অনেক কিছু শিখতে পারি😊
সত্যি অসাধারণ আপনার প্রত্যেকটি tropic আর তার expenation অতি সুন্দর আজ পর্যন্ত আপনার মত বিজ্ঞান বিষয়ক এতো সুন্দর আলো চনা কেউ দিতে পারেনি আমি westbengol ,ইন্ডিয়া থেকে আপনাকে ধন্য বাদ জানায়
Akmatra buddhidipto scientific channel. Khub sundor.
স্যার এর ভিডিও গুলো খুবই ভালো লাগে। এরকম অারও অনেক তথ্য মূলক ভিডিও চাই। স্যার এর ভিডিও যত দেখি তত পিপাসা অারও বেড়ে যায়।
আমার দেখা প্রথম এতো ভালো চ্যানাল
শত ভিডিও দেখছি আপনার, কখনো মন্তব্য করা হইনি, শুভ কামনা, ভালোবাসা রইল। 19:01
অসাধারণ ভিডিও,, এগিয়ে যান ভাই
Wow,
😍 I love your videos,,.
Mashallah. Onk sundor..🥰
আপনার প্রত্যেকটি ভিডিও অত্যন্ত উঁচু মানের। বিজ্ঞানের বিভিন্ন বিষয় এত সহজ, সুন্দর, চিত্তাকর্ষকভাবে সাধারণ মানুষের জন্য তৈরী করা অত্যন্ত কষ্টসাধ্য কাজ। সেই কঠিন কাজটি আপনি নিরলসভাবে করে চলেছেন। আপনি প্রকৃত অর্থেই একজন উঁচুমানের শিক্ষক।
ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করব না।
একটা অনুরোধ আছে। রিলেটিভিস্টিক মাস সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ভিডিও বানান। বিষয়টি খুবই জটিল লাগে আমার কাছে।
অনেক ইনফরমেটিভ ভিডিও ভাই।অনেক কিছু শিখতে পারি,আপনার চ্যানেল থেক।ধন্যবাদ ভাই।Really interesting and heart touching.
ধন্যবাদ,, না জানা বিষয়গুলো জনসাধারণের কাছে তুলে ধরায়।
ভাই আপনার ভিডিও আমার কাছে অনেক ভালো লাগে।
ধন্যবাদ সুন্দর একটা শিক্ষনীয় ভিডিও বানানোর জন্য।
চমৎকার, ধন্যবাদ ভাই, এগিয়ে যাও
এই বিষয়টা জানার খুবই আগ্রহ ছিল,, আজ সঠিক ভাবে বিষয়টা বুঝতে পারলাম, ধন্যবাদ ভাই।
ভাইরে ভাই.. তিনবার দেখলাম, তাও বোরিং লাগে না। আপনার মতো শিক্ষক যদি সব প্রতিষ্ঠানে থাকতো ❤
অনেকদিনের অজানা তথ্যগুলো জেনে মনে পুলক অনুভব করছি। বিজ্ঞানের সহজ ব্যাখ্যা শুনে মন সত্যি সমৃদ্ধ হল।❤🎉✨💯
খুব সুন্দর। অদ্ভুত জ্ঞান বর্ধক। খুব ভালো লাগলো।
সত্যি ভাইয়া, আপনার প্রত্যেকটা ভিডিও থেকে কিছু না কিছু শেখার থাকে।
বজ্রপাত এর information টা খুব helful ছিল thanks sir মূলত এটার জন্যই video টি দেখা । সেই সুবাদে আরো অনেক বিষয় জানা হলো । ❤
Biggan PiC AR Thoha এই দুইটি চ্যানেল আমার কাছে খুবই প্রিয়
বজ্রপাত সহ অসংখ্য অজিজ্ঞাসিত বিষয়ের রহস্য আপনার মাধ্যমে জানতে পারলাম। অনন্তের অসীম শক্তি আপনার মধ্য দিয়ে প্রকাশিত ও প্রচারিত হোক ভাই
ধন্যবাদ ভাই❤ এতোদিনের মনের প্রশ্নের উত্তর আজ জানতে পারলাম❤️
Ma shaa Allah…just nice. May Allah blessed you always. Aameen.
জুম্মন ভাইএর কথার ধরন খুবই ভালো লাগে
ek marto ei channel ja theke onek kichui jante parchi..thanks vaiya
নিয়মিত রোল করে করে আপনার ভিডিও দেখছি।তথ্যবহুল ভিডিও
আপনার ভিডিও গুলোর প্রশংসার শেষ নেই❤
বেঁচে থাকুন❤❤
যদিও পদার্থ বিজ্ঞান সম্মন্ধে কোনো ধারণা,ই রাখি না, তবুও আপনার প্রত্যেক টা ভিডিও দেখি শুধু আপনার উপস্থাপনার টানে৷
আপনাকে দেখতে পাওয়ার বেশ ইচ্ছে পোষন করি সবসময়৷
আপনি নরসিংদী কোথায় শিক্ষককতা করেন যদি প্রতুত্তরে বলে দেন৷
Congratulations ! You were a student of Arts ! Clear Bangla writing . Sorry for my bad English .
দারুন ব্যাখ্যা।।। খুব ভালো লাগলো
আপনার শিক্ষামূলক ভিডিও গুলো দেখে অনেক কিছু শেখা যায়, দোয়া করি আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক❤❤
Excellent Bhai. Sundor Kore bujaisen
ধন্যবাদ গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য।❤
আমার কাছে বাংলাদেশের সবচেয়ে বেশি কোয়ালিটিফুল ইউটিউব চ্যানেল❤❤
ভালো হয়েছে ভিডিওটি।
ধন্যবাদ।❤
পছন্দের একটি চ্যানেল
চমৎকার একটি ভিডিও দেখলাম। অনেক কিছুই শিখলাম। ধর্মান্ধতাও দূর করবে। তবে এই ভিডিওটা ফেইসবুকেও দেওয়া উচিৎ। তাহলে অনেক মানুষ জানতে পারবে এবং এই চ্যানেলের ব্যাপক প্রচার হবে যা সত্যিই দরকার।
Jomman bhaiya presentation ta khub e bhalo chilo & topic tao 👏❤️
বিজ্ঞান কেবলমাত্র প্রকৃতিকে ব্যাখ্যা করতে পারে। তবে নিয়ন্ত্রণ করতে পারে না। কেউ চাইলেই বৃষ্টি নামাতে পারে না আবার বন্ধও করতে পারে না। আর এখানেই সৃষ্টিকর্তার অবস্থান, যিনি নিজ ইচ্ছায় সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন । সেই সৃষ্টিকর্তাকে চেনা জানা এবং বুঝা আমাদের প্রত্যেকের জন্য জরুরী। ধন্যবাদ bigganPiC কে এতো সুন্দর ভাবে জটিল জটিল বিষয় সহজ ভাবে উপস্থাপনের জন্য। one of the best science explaining channel on TH-cam. Hopefully you will achieve million very soon, all the very best bhaia.
ভিডিও দেখে এই বুঝলেন? এখন দুইটাই করা যায়। এমনকি মানুষ মেঘও সৃষ্টি করতে পারে।
@@anonymoussoul3343 ও আচ্ছা আচ্ছা আগে জানতাম না তো! সেটার ব্যয় ভার আপনার জানা আছে?
আমি বলেছি নিয়ন্ত্রণের কথা। যেমন মায়ানমার কেন কাল মোখার তান্ডব থামাতে পারলো না? ইভেন আমাদের এখানেও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া এই যে আমরা বাংলাদেশে গরমে পুড়ে মরছি, বিজ্ঞানের সাহায্যে দেশ জুড়ে একটু বৃষ্টি নামিয়ে দিননা দাদু ভাই। তাছাড়া আবহাওয়া দফতর গতো দুই সপ্তাহে এমন সব বার্তা দিসে যে মোখো বাংলাদেশ উড়িয়ে নিয়ে যাবে। হিসেব নিকেস মিললো না কেনো বলুন তো?
চিত্রের মাধ্যমে বোঝানোর কারণে খুব সহজেই বুঝতে পারলাম।
ধন্যবাদ স্যার বাংলা ভাষায় বিজ্ঞান আলোচনা করার জন্য
আল্লাহ মহান সর্বশ্রেষ্ঠ
খুব ভালো লাগে ভাই 😊😊😊😊😊
12:46 wow, aj first time janlam...😯😯
Vai, Raman effect niye Ekta informative video banan
তথ্যবহুল ভিডিও। 👍
Another best creation. Lots of love and dua for you.
It's a very important vedio..
All kind of students should watch this vedio...
Thanks The Channel To Provide This Kind Of Vedio..
চমৎকার উপস্থাপনা
বিজ্ঞান বিষয়ক আলোচনার মধ্যে আমার দেখামতে (বিজ্ঞান πc)বেস্ট ❣️❣️
Kotto kisu janlam.❤❤ hoy to asob kichu kono din e jana hoto na.
Allah apnar onek onek bhalo koruk😊
All contents of this channel are Very informative and accurate... Love from West Bengal ❤🇮🇳
মনে পড়ে রে ভাই সেই ছেলেবেলা,সেই শ্রেণীকক্ষ এ বসে শিক্ষকমশাই এর পড়ানো বৃষ্টিপাত, বায়ুমণ্ডল ❤❤
হায় কোথায় গেল সেই ছেলেবেলা 😓😓
🥰
So much informative,bhai.Keep posting these videos,please.Can't thank you enough.
❤❤❤❤ Allah bless you 😊😊😊😊😊😊😊😊
Best wishes for you and your family 👪
Love from Chattogram... Boss apnar video ghuli onek beshi valo lage...❤
বেশ কয়েকদিন ধরে আপনার ভিডিও গুলো দেখছি খুব ভালো লাগে ভাই
খুবই ভালো লেগেছে...
Marsha allah....very important information 💖
বৃষ্টিপাত ও বজ্রপাত সম্পর্কে কোরআনে আল্লাহ ভুলভাল কথা বলেছে।
Congratulations
Your channel has reached 400k 🎉
একটি ভিডিও দেখার পর আফসোস হয়। নতুন ভিডিওটি দেখার জন্য যে কতদিন অপেক্ষা করতে হবে।😢😢
অনেক ধন্যবাদ আপনাকে
this one is the best informative video by far! Thank you so much for sharing,
আমি চ্যানেলের নতুন মেম্বার ❤ ৫ টা ভিডিও দেখেছি.... to be continue.
অসাধারণ জ্ঞানগর্ভ আলোচনা 😮
Excellent informative and interesting video vaia. ..Thanks again trillion times for this useful video. ..👍💐💞👏👏👏👏👏
সুন্দর বিশ্লেষণ
দুবাই থেকে,অসাধারণ
সুন্দর ভিডিও। ধন্যবাদ...
Bangladesh er sera TH-camr
দারুণ ভালো লাগছে
Onk sondor topic
This channel deserve 20 Million sub
Soon 1 million ⚡
Awesome! The Best Science channel in Bangla.😍😍🥰 Love it.🤩
মাশাআল্লাহ আপনার ভিডিও গুলা দেখলে বুঝতে পারি আল্লাহর জ্ঞান আর সৃষ্টি কত্তো সুন্দর আমি অবাক হই 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😊
একজন মুসলিম হিসেবে বৃষ্টিপাত, বজ্র এসব বিষক বিজ্ঞানে বিশ্বাস করা উচিৎ নয় আপনার, এটা কি জানেন?
@@mr.anonymous298😂😂😂😂
Sir, আমাদের অনুরোধ আপনি সপ্তাহে অন্তত একটি ভিডিও দেন পুরনো ভিডিও গুলো সব দেখা হয়ে গেছে এখন নতুন কিছু জানতে ইছে করছে কারণ আপনার ভিডিও খুব তথ্য বহুল 😊 সপ্তাহে একটি দিলে আমরা তাতেই খুশি
কালকে ভিডিও আসতে পারে
নিয়মিত ভিডিও করবেন আপনার ভিডিও ভালো লাগে
অসংখ্য ধন্যবাদ।
❤❤❤❤
নাইস চ্যানেল