সবার জন্য সবকিছু নয়। সবাই সবকিছুর জন্য নয়। আপনার উচ্চ এবং উৎকৃষ্ট মানসিকতা থাকায় এই রকম একটা ভিডিও দেখতে পেলাম। এক কথায় অসাধারণ... ভালো থাকবেন সবসময়।
Yes, agreed. But we are all good people who made the land (State) worst. History certainly will not forgive us. And then we will become pre-historic specie.
আমি সস্ত্রীক এই আশ্রমে থেকে এসেছি প্রায় তিন বছর আগে। অসাধারণ আশ্রম। অসাধারণ আতিথেয়তা। সবচেয়ে ভালো লেগেছে শিশুদের সন্ধ্যারতি। শিশুরা ঢাক বাজাচ্ছে, শিশুরা কাসর বাজাচ্ছে, শিশুরা মন্দিরে আরতি করছে। আজ ও ভুলতে পারিনা ওই অপরূপ দৃশ্য।
এই প্রথম ভারত সেবাশ্রম সংঘ, মুলুক সম্বন্ধে কোন ব্যক্তি ইউটিউব এ এতো বিস্তারিত বিবরণ দিলেন। আমাদের দুর্ভাগ্য যে অনেকে বোলপুরের উপর ভ্লগ করেন কিন্তু কেউ এতো সুন্দর একটা জায়গার সম্বন্ধে কোনও শব্দ উচ্চারণ করেননা।
Ekdam thik bolechen, jara bolpurer basinda vlogger ,tara dekhano to dure thak, kokhono er naam porjonto uchharon koreni, othocho tader video te lakh lakh views. Eaigulo sab gordhov.
অপরূপ দৃশ্য আমার চোখে লাগলো,, বোলপুরে যে এত মহাযজ্ঞ চলছে এই আমি প্রথম জানতে পারলাম,, আপনার মুখে বর্ণনা শুনতে শুনতে যেন আমি ওখানে হারিয়ে গেছি,, এইরকম একটি দৃশ্য দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ দেয়ার আর ভাষা নেই,,
এক কথায় অসাধারণ। রবীন্দ্রনাথ ঠাকুরের খোলা মেলা প্রাকৃতিক পরিবেশের শান্তিনিকেতন, বোলপুরের ভারত সেবাশ্রম সঙ্ঘের এই আশ্রম আবার ফিরিয়ে দিলো। জয় স্বামী প্রণবানন্দ !
দারুণ ভালো লাগলো এইরকম খবর পরিবেশনের জন্য।জানি না ,আমি কোনদিন যেতে পারব কি না,কিন্তু পড়েও তো মনে মনে ঘুরে নেওয়া যায়…সেটা অন্ততঃ হয়ে গেল এই ভাই এবং মহারাজজীর অনুগ্রহে।আমি যথাসাধ্য অন্যদের শেয়ার করে উপকার করব।🙏🙏
অনেক অনেক ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি ঠিকানা, ভারত সেবাশ্রম সঙ্ঘের পৃথিবীর সবচেয়ে সুন্দর একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে আমার মনে হয়, মহারাজকে প্রনাম ও আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন সুস্থ থাকবেন,🙏🙏🙏🙏
বোলপুর অনেক বার৷ গেছি ওখানে আমার দিদির বাড়ি থেকেছি অনেক দিন কিন্তু এতো বড় আশ্রম আছে জানতামই না, অবশ্য অনেক দিন কিন্তু যাওয়া হয়নি, এবার নিশ্চয়ই যাব। অনেক ধন্যবাদ স্যার।
চোখের শান্তি, মনের আরাম হলো, আমি সম্পুর্ন রূপে অভিভূত না হয়ে পারলাম না, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানালাম, স্বামীজী কে সশ্রদ্ধ প্রনাম এবং গুরু মহারাজের রাতুল চরনে শতকোটি প্রনাম🙏🙏🙏 জানাই।
আপনার এই ভিডিও থেকে শান্তিনিকেতনে থাকার জন্য একটি সুন্দর ঠিকানা পাওয়া গেল। এত বড় ভারত সেবাশ্রম সংঘ এর আগে কোথাও কখনো দেখিনি। তাই আপনার এই ভিডিও দেখার পরই বোলপুর যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারের দোলপূর্ণিমাতে ভারত সেবাশ্রম সংঘে থেকেই শান্তিনিকেতন ঘুরবো।
আপনার এই ভিডিও দেখে আজ 2023 দোল পূর্ণিমার দিন শান্তিনিকেতন ভারত সেবাশ্রম সঙ্গে এলাম। শুধু আমরাই নই, এসে দেখলাম অনেক যাত্রী আপনার এই ভিডিও থেকে জেনেছেন এই আশ্রমের যাত্রীনিবাস এর কথা। ধন্যবাদ
শান্তি মহারাজ বোলপুর আশ্রমে আছেন তা আপনার এই ভিডিও দেখে জানতে পারলাম। 1995-97 সালে সিউড়ি আশ্রমের ছাত্রাবাসে আমি থাকতাম তখন উনি সেখানকার মহারাজ ছিলেন । আপনার এই ভিডিও টা আমার দুর্দান্ত লাগল। অনেক অনেক ধন্যবাদ।
আমি ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে আপনার ভিডিও উপভোগ করলাম। উপকৃত হলাম।ভারত সেবাশ্রম সঙ্ঘের,বোলপুর আশ্রমের অজানা তথ্য শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
Ami 2016 er 15th August er din okane chilam. Akon ato chenge hoyeche dekhe khub valo laglo. Sei din akta choto bacchar English er speech sune ami mugdho hoye chilam.
সত্যিই জানতাম না ভারত সেবাশ্রম সংঘ এখানে এত বড় একটি ব্যবস্থা আছে। আপনার ভিডিওটি দেখে জানতে পেরে খুব ভালো লাগলো। চেষ্টা করব একবার অন্তত ওখান থেকে ঘুরে আসার জন্য আপনাকে ধন্যবাদ
Excellent...thanks for posting the video . I'm now about 85, live in New Zealand and had been in touch with Shanti Maharaj ( pranam janai , Maharaj ) by e-mail till 2020. Now, out of touch since then. I have great desire to visit Bharat Sevashram Sangha, Muluk, Bolpur, though it has not been possible till date....God willing, will visit shortly. This video is very useful .
2023 দোল পূর্ণিমার দিন। আপনার এই ভিডিও দেখে ভারত সেবাশ্রম সংঘে এলাম। এখনো পর্যন্ত সাড়ে তিন লাখ ভিউ। ভারত সেবাশ্রম সংঘের এই ইয়াত্রিনিভাস আপনার ভিডিওর মাধ্যমে বিশাল প্রচার পেয়েছে। ধন্যবাদ আপনাকে।
Wonderful video. Alongwith a person who himself has a flavour of rural Bengal.....that touched my 💓 heart. Now Bharat Sevashram Sangha...about which the less I say about them the more it is better. I have gone and stayed in B.S.S in many places of the country. Whenever I had been there I had a feeling that, they are an isolated country (not land) by itself. Where I had a common feeling that B. S. S. Is a country that carries the seeds of traditional Bengali temperament or say genesis of human civilisation. This organisation is an assembly of true civilisation by itself. And, again many many thanks to the boy of Medinipur for this gift of wonderful sight. I am sorry that my phone-set do not have Bengali language to write.
Khubee valo laglo video ti. Bharat Sebashram Sangha last 20 yrs e vast area development kore je ecological improvement koreche seta ekta typical example to present and futuregenerations. This has improved the socioeconomic status of the villages around and also quality of life of the local inhabitants.
Shanti maharaj and Bharat Sevashram doing exceptional work.. I am from Gujarat and regular visit Bharat Sevashram Dediapara. ..Want to meet him and transfer effort to Gujarat ..
Thanks for posting such a nice video coverage about this beautiful holy Ashram ( Bharat Sebasram) originally founded Revered Swami Paramanand ji Maharaj. The present management of this ashram is really very helpful for the poor and destitutes. Their huge residential areas,Bio gas plant, paddy fields, Guest 🏠 house ( Dharamshala), mega kitchen, dining hall area and we'll furnished rooms all are remarkably well. Nice presentation with this honorable Maharaj who himself accompanied you in all most all the places personally. Salute to his efforts and kindness. Best of luck. Regards to you all.
Thanks for this detail and informative video. You are the first one to present us with this great property. We had no idea about this. Thanks for your effort. Already decided to visit next month !!!
অসাধারণ সুন্দর এবং তথ্যমূলক ভ্রমণ সংক্রান্ত চিত্র দেখলাম ! খুবই ভালো লেগেছে ! শান্তিনিকেতন , তারাপীঠ প্রায়ই প্রতি বৎসরেই যাওয়া হয় ! এইবার এসে ভাবছি এই আশ্রমেই উঠবো !
আপনার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে গত 20 মার্চ আমরা এখানে থেকে এলাম। অসাধারণ জায়গা। পরিবেশ খুবই ভালো এবং ধর্মশালার ঘরও খুব পরিষ্কার আরামদায়ক। আপনাকে অনেক ধন্যবাদ। এইরকম বিভিন্ন জায়গার আশ্রমের উপর ভিডিও দিলে অনেকেই উপকৃত হবে।
একমাত্র শান্তি মহারাজের পক্ষেই এই কর্মকাণ্ড সম্ভব। ভালো থাকুন মহারাজ।
সবার জন্য সবকিছু নয়। সবাই সবকিছুর জন্য নয়। আপনার উচ্চ এবং উৎকৃষ্ট মানসিকতা থাকায় এই রকম একটা ভিডিও দেখতে পেলাম। এক কথায় অসাধারণ... ভালো থাকবেন সবসময়।
Thank you so much❤
Yes, agreed. But we are all good people who made the land (State) worst. History certainly will not forgive us. And then we will become pre-historic specie.
@@mohitdasgupta7698 একদম বাস্তব সত্য বলেছেন।
@@offroutetraveller1136 t
খুব ভাল লাগলো আপনার এই ভিডিওটি। অসাধারণ পরিবেশে শান্তিনিকেতনে থাকার একটা হদিস দিলেন। আপনি এভাবেই মানব কল্যাণে ব্রতী থাকুন। অজস্র ধন্যবাদ।
আমি সস্ত্রীক এই আশ্রমে থেকে এসেছি প্রায় তিন বছর আগে। অসাধারণ আশ্রম। অসাধারণ আতিথেয়তা। সবচেয়ে ভালো লেগেছে শিশুদের সন্ধ্যারতি। শিশুরা ঢাক বাজাচ্ছে, শিশুরা কাসর বাজাচ্ছে, শিশুরা মন্দিরে আরতি করছে। আজ ও ভুলতে পারিনা ওই অপরূপ দৃশ্য।
Ma ke dekhate chai shantiniketan,agartala theke gie.maharajer phone number dile katha bolbo
এই প্রথম ভারত সেবাশ্রম সংঘ, মুলুক সম্বন্ধে কোন ব্যক্তি ইউটিউব এ এতো বিস্তারিত বিবরণ দিলেন। আমাদের দুর্ভাগ্য যে অনেকে বোলপুরের উপর ভ্লগ করেন কিন্তু কেউ এতো সুন্দর একটা জায়গার সম্বন্ধে কোনও শব্দ উচ্চারণ করেননা।
Ami to achi r anek ei rakam nitha natun jaygar sandhan debo
Ekdam thik bolechen, jara bolpurer basinda vlogger ,tara dekhano to dure thak, kokhono er naam porjonto uchharon koreni, othocho tader video te lakh lakh views. Eaigulo sab gordhov.
@@tanushrinandi1680adam ekdom tension neben na ....dekhben inside out sen session era kon din hazir hoben...
@@kuheli1053 thik bolechen, kintu order kachhe bodhoy eai khoborta pouchhayni, etoboro ekta content hathchhara hoye gechhe, bechara! Ora shudhu show off kortei byasto.
@@offroutetraveller1136ei asram a ki dormatory ache? Kivabe thakar bebostha korbo?
অপরূপ দৃশ্য আমার চোখে লাগলো,, বোলপুরে যে এত মহাযজ্ঞ চলছে এই আমি প্রথম জানতে পারলাম,, আপনার মুখে বর্ণনা শুনতে শুনতে যেন আমি ওখানে হারিয়ে গেছি,, এইরকম একটি দৃশ্য দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ দেয়ার আর ভাষা নেই,,
Thank you so much❤
ONLY BSS CAN DO THIS.
মহারাজ কে আমার প্রণাম । অসাধারণ সুন্দর পরিবেশ।
ভারত সেবাশ্রম এর প্রতি আমার দুর্বলতার কারণ আমি নিজেও বুঝতে পারি না ।ধন্যবাদ জানাই আপনাকে।
Most welcome ❤
আমার মনে হয় সাধারণ জীবনযাপন সাধারণের সাথে একাত্মতা আপনার আকর্ষণের মূল কারণ।
@@snehangshumallik5509 hum👍👍
শ্রী শ্রী স্বামী প্রণবানন্দ মহারাজের চরণে প্রণাম । আমি ভারত সেবাশ্রম সঃঘের ছাএ ছিলাম। খুব ভালো লাগলো।
এক কথায় অসাধারণ। রবীন্দ্রনাথ ঠাকুরের খোলা মেলা প্রাকৃতিক পরিবেশের শান্তিনিকেতন, বোলপুরের ভারত সেবাশ্রম সঙ্ঘের এই আশ্রম আবার ফিরিয়ে দিলো। জয় স্বামী প্রণবানন্দ !
Thanks❤
প্রণাম ওঁম জয় শ্রীমৎ স্বামী প্রনবানন্দ জী মহারাজের জয়।
এককথায় অসাধারণ। আপনিই বোধ হয় প্রথম ব্যাপার টা জানালেন, এ জন্যে ধন্যবাদ। ভালো থাকুন আর এইভাবেই আমাদের নিত্য নতুন খবর গুলো জানান।
Thanks❤
দারুণ ভালো লাগলো এইরকম খবর পরিবেশনের জন্য।জানি না ,আমি কোনদিন যেতে পারব কি না,কিন্তু পড়েও তো মনে মনে ঘুরে নেওয়া যায়…সেটা অন্ততঃ হয়ে গেল এই ভাই এবং মহারাজজীর অনুগ্রহে।আমি যথাসাধ্য অন্যদের শেয়ার করে উপকার করব।🙏🙏
Thank you so much
অনেক অনেক ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি ঠিকানা, ভারত সেবাশ্রম সঙ্ঘের পৃথিবীর সবচেয়ে সুন্দর একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে আমার মনে হয়, মহারাজকে প্রনাম ও আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন সুস্থ থাকবেন,🙏🙏🙏🙏
Most welcome
Fine beautiful demo on bharat sebasramsangha joy Sri Sri Pranabanandaji Maharaj
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
এখানকার ব্যবস্থা অতি আধুনিক, যারা আশ্রম ভালোবাসেন তাদের কাছে এটা অনেক বেশি পাওয়া।
Most welcome
খুব সুন্দর একটা শান্তির ঠিকান দিলেন নমস্কার
Thank you so much
বাঃ অসাধারণ 🙏🙏🙏
বোলপুর অনেক বার৷ গেছি ওখানে আমার দিদির বাড়ি থেকেছি অনেক দিন কিন্তু এতো বড় আশ্রম আছে জানতামই না, অবশ্য অনেক দিন কিন্তু যাওয়া হয়নি, এবার নিশ্চয়ই যাব। অনেক ধন্যবাদ স্যার।
Most welcome❤
Birat karmokando
একটা সুন্দর থাকার জায়গা উপহার দিলেন।আমি নিজে ভারত সেবাশ্রম সংঘের শিষ্য।বোলপুরে এত বড়ো পরিধির যে আশ্রম আছে তা জানা ছিলো না।আপনাকে অনেক ধন্যবাদ।
Most welcome❤
শান্তি মহারাজ দেখে খুব ভালো লাগলো। প্রণাম জানাই 🙏
চোখের শান্তি, মনের আরাম হলো, আমি সম্পুর্ন রূপে অভিভূত না হয়ে পারলাম না, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানালাম, স্বামীজী কে সশ্রদ্ধ প্রনাম এবং গুরু মহারাজের রাতুল চরনে শতকোটি প্রনাম🙏🙏🙏 জানাই।
অসাধারণ কর্ম কান্ড 🙏 প্রনাম জানাই মহারাজ ও ভারত সেবাশ্রম সঙঘ কে।
প্রকৃতির মাঝে এক বিস্ময়, এরকম সঠিক দৃষ্টিভঙ্গি ও সুস্থ মানসিকতা সবার মধ্যে জাগ্রত হউক, এই কামনা করি। 🙏🙏🙏🙏🙏
খুব প্রয়োজন ছিল এরকম একটি eco-friendly অতিথি আবাস এর হদিশের,,,, বিশেষ করে বোলপুরে। অনেক ধন্যবাদ জানাই।
এক কথায় অপূর্ব বোলপুরে যে এত সুন্দর ও এত বড়ো ভারত সেবাশ্রম আছে তা কল্পনার অতীত মহারাজ এর ব্যবহার প্রশংসনীয় প্রণাম মহারাজ🙏🙏🙏 ভবিষ্যত এ যাবার ইচ্ছা রইল
Ghure asun bhalo lagbe
Monetary conditions reg. Staying @ ,Old-agehome = may pl. Be clarified for interested persons.Thanks for video.
আপনার এই ভিডিও থেকে শান্তিনিকেতনে থাকার জন্য একটি সুন্দর ঠিকানা পাওয়া গেল। এত বড় ভারত সেবাশ্রম সংঘ এর আগে কোথাও কখনো দেখিনি। তাই আপনার এই ভিডিও দেখার পরই বোলপুর যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারের দোলপূর্ণিমাতে ভারত সেবাশ্রম সংঘে থেকেই শান্তিনিকেতন ঘুরবো।
Jane khub bhalo laglo
খুব ভালো লাগলো সেবাশ্রমের ব্যবস্থাপনা দেখে। মহারাজকে স্যালুট। এমাসেই শান্তিনিকেতন যাওয়ার পরিকল্পনা আছে। নিশ্চয়ই দেখে আসব সেবাশ্রমটি।
আমার সিউড়ি তে বাড়ি অথচ বোলপুরে ভারত সেবা শ্রমে এত সুন্দর জায়গা ও পরিবেশ আছে জানতাম না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ও মহারাজজিকে প্রনাম।
Most welcome ❤
দারুন জায়গা ।জয় গুরু মহারাজের জয় ।
অসাধারণ ইনফর্মেশন বোলপুরে যে আমাদের ভারত সেবা সংঘের আছে, মহারাজ জী 🙏🙏 আপনাকে ধন্যবাদ 🙏🙏
Most Welcome
আপনার এই ভিডিও দেখে আজ 2023 দোল পূর্ণিমার দিন শান্তিনিকেতন ভারত সেবাশ্রম সঙ্গে এলাম। শুধু আমরাই নই, এসে দেখলাম অনেক যাত্রী আপনার এই ভিডিও থেকে জেনেছেন এই আশ্রমের যাত্রীনিবাস এর কথা।
ধন্যবাদ
ও তাই জেনে খুব ভালো লাগছে
আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইরকম তথ্য সংগ্রহ করা এবং সবার সাথে শেয়ার করার জন্য। ভালো থাকুন এবং এইভাবেই এগিয়ে যান।
Thank you so much
আমি একটি ভারত সেবা শ্রম স্কুলের শিক্ষক ছিলাম.... আশ্রমিক পরিবেশ খুব সুন্দর লাগে। খুব সুন্দর পরিবেশন আপনার, ধন্যবাদ
Most welcome❤
খুবই সুন্দর। হরে শ্রী কৃষ্ণ 🙏
জয় গুরু, নতুন তথ্য পেলাম,অনেকের উপকার হবে, গুরু মহারাজ আপনার মঙ্গল করুন
কী সুন্দর উপস্থাপনা। অনেক ধন্যবাদ আপনাকে।ধর্মীয় স্থানে যেভাবে থাকা উচিত সেটা আপনার আচার আচরণে ফুটে উঠেছে। অনেক শুভেচ্ছা।
Thank you so much❤
আমরা মার্চের ১১ তারিখ ভারত সেবাশ্রম সঙ্ঘে ছিলাম। অপূর্ব জায়গা। মানসিক শান্তি মিলবে এখানে।
Plz aktu bolun ki bhabe akhane room book korbo.
Aktu help korle khub valo hoy amra 15/12/23 jabo.
সত্যিই দারুণ !। কপালে থাকলে একবার গিয়ে থাকবো। প্রণাম জানাই স্বামীজী দের।
অসাধারণ একটি ভিডিও দেখলাম। অনেক ধন্যবাদ জানাই।ভারত সেবাশ্রম সঙ্ঘের মহারাজের চরনে শতকোটি প্রনাম জানাই। জয় গুরু মহারাজের জয়।❤🎉🎉
জয় গুরু🙏🙏 আমি Delhi তে থাকি । শান্তি নিকেতনে থাকার জন্য যে এত সুন্দর ব্যবস্থা আছে যেনে উপকৃত হলাম।
Thanks❤
আপনার প্রতিবেদন দেখা এখানে থেকে এসেছি। খুব ভালো অভিজ্ঞতা
আমরা গিয়েছি । এক কথায় অপূর্ব !!!
Thanks❤
শান্তি মহারাজ বোলপুর আশ্রমে আছেন তা আপনার এই ভিডিও দেখে জানতে পারলাম। 1995-97 সালে সিউড়ি আশ্রমের ছাত্রাবাসে আমি থাকতাম তখন উনি সেখানকার মহারাজ ছিলেন । আপনার এই ভিডিও টা আমার দুর্দান্ত লাগল। অনেক অনেক ধন্যবাদ।
Most welcome❤
আমাদের এত কাছে তবু এত দুরে ছিল। শুনলাম, জানলাম উপকৃত হলাম! বাসনা থাকল যাবার। অনেক ধন্যবাদ জানাই ভাইয়া আপনাকে আর অনেক প্রণাম জানাই মহারাজকে।
Thanks Bhalo Thakben
এত সুন্দর একটি VDO উপহার দেবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ । ভগবান আপনার মঙ্গল করুন ।
অশেষ ধন্যবাদ🙏💕
দারুন লাগলো আপনার ভিডিও। এত সুন্দর একটা স্হানের সন্ধান দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
Thank you so much❤
প্রনাম মহারাজ খুব ভালো লাগলো আপনাদের ভারত সেবাশ্রম সঙ্ঘের এতো সুন্দর পরিবেশ।
কত সুন্দর পরিকল্পনা, দেখেও শান্তি , তবে এখানে আরও বড় গাছ থাকলে আরও সুন্দর লাগতো।
Agreed. Some big trees & khejur gachh increases beauty, natural protection and contribute to economy also.
হ্যাঁ, বিভিন্ন ধরনের গাছ গাছালি থাকলে আরো সুন্দর হতে পারে।
খুব সুন্দর তথ্যপূর্ণ ভিডিও দেখতে পেলাম।
আপনাকে অশেষ ধন্যবাদ।
Most welcome❤
অসাধারণ! স্বামীজিদের সশ্রদ্ধ প্রণাম।
আমি ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে আপনার ভিডিও উপভোগ করলাম। উপকৃত হলাম।ভারত সেবাশ্রম সঙ্ঘের,বোলপুর আশ্রমের অজানা তথ্য শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
❤❤👍👍
2001 সাল থেকে মাত্র 20 বছরে এতো বড়ো কর্ম যোগ্য মহৎ উদ্দেশ্য ও মহৎ ব্যাক্তি ছাড়া সম্ভব নয়
প্রণাম🙏🙏🙏
Amake aktoo janaben!!
Kono asohay o asustho manus Ki dikhha grahan kore ajeebon thakte parbe Barat seva asram e.?
Khoob upokrito hobo janale🙏🙏🙏
@@gouridatta4616মহিলাদের মনে হয় ভারত সেবাশ্রম রাখে না।
নমস্কার দাদা এরকম তথ্য বহুল ভিডিও দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা
বীরভূমের মানুষ হয়েও জানতাম না যে বোলপুরে এত বড় আশ্রম আছে।ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভিডিও দেওয়ার জন্য।
Thank you so much
0
Khub sundor vedio darun jayga obossoi ekbar jabar icche roilo anek dhonyobad apnake ebong Maharaj ke
Most welcome❤
আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা নেই ! ঈশ্বর আপনার মঙ্গল করুন ! 🙏
Thank you so much bhalo thakben
asadharon Bharat Sebashram Sangher mondir, apurbo tader karmokando, darun goshala, kheter phasol, apurbo ashramik poribesh prakritik soundarjye mon bhore galo
Thank you so much
জয় জয় প্রণবানন্দাজির জয়, নমস্কার ঠাকুর।
Ami 2016 er 15th August er din okane chilam. Akon ato chenge hoyeche dekhe khub valo laglo. Sei din akta choto bacchar English er speech sune ami mugdho hoye chilam.
খুব সুন্দর জায়গা আমি পরিবার নিয়ে ঘুরে এসেছি।
বাঃ জেনে খুব ভালো লাগল।
সত্যিই জানতাম না ভারত সেবাশ্রম সংঘ এখানে এত বড় একটি ব্যবস্থা আছে। আপনার ভিডিওটি দেখে জানতে পেরে খুব ভালো লাগলো। চেষ্টা করব একবার অন্তত ওখান থেকে ঘুরে আসার জন্য আপনাকে ধন্যবাদ
Nischoi ek bar ghure asun bhalo lagbe. Most welcome❤
অপূর্ব উপস্থাপনা-অনন্যসাধারণ দর্শনলাভ 🌹🌹🙏👏👌
Thank you so much❤
জয় গুরু কৃপা হি কেবলম। প আমার ভক্তি ও প্রনাম গ্রহন করবেন মহারাজজী। ভীষন ভালো লাগলো। দেখে মন ভরে গেল। অবশ্যই যাবার ইচ্ছা থাকলো মহারাজজী। খুব সুন্দর ভিডিও দেখতে পেলাম ।খুব ভালো লাগলো ভাই আপনাকে ধন্যবাদ ভাই।
Most welcome❤
Excellent...thanks for posting the video . I'm now about 85, live in New Zealand and had been in touch with Shanti Maharaj ( pranam janai , Maharaj ) by e-mail till 2020. Now, out of touch since then. I have great desire to visit Bharat Sevashram Sangha, Muluk, Bolpur, though it has not been possible till date....God willing, will visit shortly. This video is very useful .
It's very honour to me such a great comment. First comment from another part of world.
খুব ভাল লাগল। আপনার ভিডিও থেকেই জানতে পারলাম। যাবার ইচ্ছে রইল। মহারাজ কে আমার প্রণাম জানাই।
2023 দোল পূর্ণিমার দিন।
আপনার এই ভিডিও দেখে ভারত সেবাশ্রম সংঘে এলাম। এখনো পর্যন্ত সাড়ে তিন লাখ ভিউ।
ভারত সেবাশ্রম সংঘের এই ইয়াত্রিনিভাস আপনার ভিডিওর মাধ্যমে বিশাল প্রচার পেয়েছে। ধন্যবাদ আপনাকে।
Thank you so much❤
Khub bhalo laglo khub sundar
Wonderful video. Alongwith a person who himself has a flavour of rural Bengal.....that touched my 💓 heart. Now Bharat Sevashram Sangha...about which the less I say about them the more it is better. I have gone and stayed in B.S.S in many places of the country. Whenever I had been there I had a feeling that, they are an isolated country (not land) by itself. Where I had a common feeling that B. S. S. Is a country that carries the seeds of traditional Bengali temperament or say genesis of human civilisation. This organisation is an assembly of true civilisation by itself.
And, again many many thanks to the boy of Medinipur for this gift of wonderful sight. I am sorry that my phone-set do not have Bengali language to write.
Thanks you so much for your encouraging comment. That's help me to think differently in up coming days.
খুবই ভালো লাগলো , বিশেষ করে আশ্রমের কর্মকাণ্ড । ধন্যবাদ আপনাকে। মহারাজের পায়ে আমার প্রনাম জানালাম।
দারুণ লাগল। পরে চেষ্টা করব ভারত সেবাশ্রমের এই আশ্রমে থাকার। 🙏🙏
Thanks❤
খুব খুব ভালো লাগল আমি অনেক ভারত সেবাশ্রম যাত্রী নিবাসে থেকেছি বোলপুরে ও যাবো অসাধারণ লাগল
Thanks ❤
Very nice video. Total information of a nice place.
Thank you so much❤
খুব ভালো একটা ভিডিও পেলাম। বোলপুর বেড়াতে গেলে ভারত সেবাশ্রম দেখে আসবো।
Thanks❤, Ghure asun bhalo lagbe
আমি এই ভিডিওটি দেখে মুগ্ধ হয়েছি, আমি কীভাবে আমার অনুভূতি প্রকাশ করতে পারি না এটি একটি এত শান্তিপূর্ণ জায়গা যে কেউ কখনও যেতে পারে
Thank you so much
Namaskar dada, darun information pelam ekdm details e ...jaawar ichhe roilo, Bharat Sevashram e🙏🙏
Vdo ta khub sundor baniyechen.
Upnake o namaskar janai. Bhalo thakben pase thakben.
Khubee valo laglo video ti. Bharat Sebashram Sangha last 20 yrs e vast area development kore je ecological improvement koreche seta ekta typical example to present and futuregenerations. This has improved the socioeconomic status of the villages around and also quality of life of the local inhabitants.
I agreed with you Sir
Purba owest bengale byapar ache
খুব ভালো ভিডিও তৈরী করো তুমি।এত natural।extra music নেই। দারুন লাগলো। খুব জরুরী তথ্য পাওয়া গেলো
Thank you so much
ছেলে দের ভবিষ্যত এর চেয়ে বড়ো যে অর কিছু হয়ে না ।সুন্দর এর অর্থ এটাই মহারাজ প্রণাম।
Ei videoti dekhe amar mon pran bhore gelo eto sundo poribesh ei ashromer sotti bolar kono bhasa khuje pachhina.jaor ichhe thalo janina kobe jete parbo.
Samay kore ghure asun bhalo lagbe...
Thank you for Excellent Presentation
Most welcome
ভীষণ ভীষণ ভালো লাগল। দারুণ জায়গার সন্ধান দিলেন,আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কোন্নগর হুগলি ।
Most welcome❤
অবগত করার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞাতা জানাই। প্রনাম।
Thank you so much❤
Shanti maharaj and Bharat Sevashram doing exceptional work.. I am from Gujarat and regular visit Bharat Sevashram Dediapara. ..Want to meet him and transfer effort to Gujarat ..
Sure. Thank you so much❤
An exceptional video which lures us to visit the heavenly abode again and again .
অসাধারণ। ধন্যবাদ দিয়ে অপ্রকৃতিস্থ করব না। দারুন উদ্যোগ...
Most Welcome
Just excellent and peaceful place
Thank you so much
Khub sundar laglo, New information pelam
Thank you so much❤
আদর্শ পরিবেশ বান্ধব মানব সেবা প্রতিষ্ঠান
মহারাজকে সশ্রদ্ধ প্রনাম। আপনাকে অজস্র ধন্যবাদ🙏💕
Most welcome❤
Khub bhalo laglo dekhe...ekhanei oothbo Jodi Shantiniketan jai.. thanks a lot for the information
Most welcome❤
Thanks for posting such a nice video coverage about this beautiful holy Ashram ( Bharat Sebasram) originally founded Revered Swami Paramanand ji Maharaj. The present management of this ashram is really very helpful for the poor and destitutes. Their huge residential areas,Bio gas plant, paddy fields, Guest 🏠 house ( Dharamshala), mega kitchen, dining hall area and we'll furnished rooms all are remarkably well. Nice presentation with this honorable Maharaj who himself accompanied you in all most all the places personally. Salute to his efforts and kindness. Best of luck. Regards to you all.
Most welcome❤
It will be very helpful if you pl.inform of the transport and fare from station to the Bhart sebak Sangha.
All information available in video...
Very informative. Joy Guruji Mharaj Ki joy
Thanks for this detail and informative video. You are the first one to present us with this great property. We had no idea about this. Thanks for your effort. Already decided to visit next month !!!
Most welcome❤
অসাধারণ লাগলো ভাই সর্বোপরি। এতো সুন্দর পরিবেশ ! এতো বিশাল আয়োজন! মন ভরে গেল ভাই।
Thanks
হরে কৃষ্ণ , খুবই সুন্দর । প্রকাশ করার মত জ্ঞান নেই । প্রনাম মহারাজ এবং সকলকে ।
অসাধারণ সুন্দর এবং তথ্যমূলক ভ্রমণ সংক্রান্ত চিত্র দেখলাম ! খুবই ভালো লেগেছে ! শান্তিনিকেতন , তারাপীঠ প্রায়ই প্রতি বৎসরেই যাওয়া হয় ! এইবার এসে ভাবছি এই আশ্রমেই উঠবো !
Ghure asun bhalo lagbe
খুবই ভালো লেগেছে । এরকম আরও আশা করছি ।
Sure, Ei rakam video channel e anek ache....
অসাধারণ! সুন্দর তথ্য বহুল উপস্থাপনা। জয় গুরু মহারাজ।
Khub vhalo laglo video ta.ekbar jabar asha rakhlam.
👍👍❤❤
Osadharon.
Moharaj k nomoskar janachhi.
Bharat Sevashrom k aami khub sradha kori.
চমৎকার ভিডিও, তথ্য যুক্ত হওয়ায় সহজেই যাওয়া যাবে । ধন্যবাদ আপনাকে .....
Thank you sir
Amar paribar dirgho sutre Bharat Sevashram Sangher sathe jorito. Amra dikhitou bate. Sangher emon sundor karmo kando, ja dekhe ami obibhuto. Joy Gurumaharjer joy. Pronam Thakur tomay.
আপনার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে গত 20 মার্চ আমরা এখানে থেকে এলাম। অসাধারণ জায়গা। পরিবেশ খুবই ভালো এবং ধর্মশালার ঘরও খুব পরিষ্কার আরামদায়ক। আপনাকে অনেক ধন্যবাদ। এইরকম বিভিন্ন জায়গার আশ্রমের উপর ভিডিও দিলে অনেকেই উপকৃত হবে।
Nischoi dite thakbo agami dine.....
Khub upokari video, thank you.
Thanks❤
Khub sundor.. ekta onno rokom vdo. Valo laglo dada..upkar lagbe sobar ei vdo
Thanks
Thanks, khub sundor,moharaj ji akjon mohan manush,
আপনার ভিডিও দেখে বহুবার যাওয়া বোলপুর-শান্তিনিকেতনে এমন উন্মুক্ত সুন্দর নিরিবিলি পরিবেশে যাবার বাসনা থাকল। ভাল লাগল খুব। ভাল থাকল।
Thanks