আমিও একজন নাস্তিক ছিলাম। বেদ, ত্রিপিটক, ওল্ত টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, নাস্কিকদের ব্লগ (মুক্তমনা, নাস্তিক্য) পড়ার পর শেষে ইসলামে এসে সৃষ্টিকর্তার অস্তিত্ব পেয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে হেদায়েত দান করেছেন
Vai amake help koren please. Moner vitore always nastik nastik vab ase. Allah bole Kew nai. Allah k dekhi ni. Tai nai ai rokom Mone hoi. Ki korbo ami? Amai help koren please please please 😭😭😭😭😭
মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) ঐতিহাসিক গাদির-এ-খুমের ঘটনাকে অস্বীকার করায় ইসলামের বিভক্তি শুরু-- মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ)বলেন, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলীয়্যুন মাওলাহু, আল্লাহুম্মা ওয়ালে মান ওয়াল্লাহু, আদা মান আদাহু, আনসুর মান নাসারা, আখজুল মান খাজালা, ফালা ইয়াস হাদিল হাজেরুল খায়রা।’অর্থাৎ হে আল্লাহ, আমি যার মাওলা এই আলীও তার মাওলা। হে আল্লাহ যে তাকে বন্ধু বানায় তুমিও তাকে বন্ধুরূপে গ্রহণ কর, আর যে তার সঙ্গে শত্রু তা করে তুমিও তাকে শত্রু হিসেবে গ্রহণ কর।
প্রিয়নবী (সা.) হজরত আলীর শানে আরও বলেন, আনা মদিনাতুল ইলম আলীউন বাবুহা। আমি জ্ঞানের নগর এবং আলী এই নগরের দরজা। বিশ্বনবী (সা) আরও বলেছেন, ‘আনা দারুল হিকমা ওয়া আলীয়্যুন বাবুহা’ অর্থ, আমি হলাম হিকমতের গৃহ আর আলী হলেন তার দুয়ার। আমার পর আলী সব মুমিনদের অভিভাবক। আবু বকরের মৃত্যুর পর উমর খলিফা হিসেবে নির্বাচিত হন। ৬৪ বছর বয়সে উমর এক আততায়ির হাতে মুত্যুবরণ করেন। উমরের মুত্যুর পর আলী, মুহাম্মাদ এর চাচাত ভাই এবং জামাতা, এবং উসমান খেলাফতে প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন। উসমান একটি নির্বাচক পরিষদের ভোটে খলিফা হিসেবে নিযুক্ত হন। ৬৫৬ খ্রিষ্টাব্দে উসমানের হত্যাকান্ডের পর হযরত আলী খলিফা হিসেবে নিযুক্ত হন।[৫]:২০৩-২০৪ আলীর খেলাফত আর প্রথম ফিতনা সমসাময়িক ছিল। উসমানের মৃত্যুর পাঁচ দিন পর হযরত আলী যদিও চতুর্থ রশিদুন (সঠিক পথপ্রদর্শক) হিসেবে নির্বাচিত হন, তিনি তার শাসনামলে প্রচুর বিরোধীতার সম্মুখীন হন। একদিকে মক্কাতে হযরত আয়শা, তালহা এবং আল-যুবায়ের তার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে এবং অন্যদিকে মুয়াবিয়া, পূর্ব-ভূমধ্যসাগরীয় অঞ্চলের উমাইয়া শাসক, আলীকে নতুন খলিফা হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানান। ফলস্বরূপ খেলাফত লাভের জন্য একটি সামরিক যুদ্ধ সংগঠিত হয়। হযরত আলীর বিরোধিরা উসমানের হত্যাকারীদের শাস্তির জোর দাবি করেছিল। ৬৫৬ খ্রিষ্টাব্দে সংগঠিত উষ্ট্রের যুদ্ধে মুহাম্মাদ (দঃ) এর সহধর্মিনী হযরত বিবি আয়শা এবং অন্যান্য সাহাবাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে বাধ্য হন এবং যুদ্ধে জয়লাভ করেন। এরপর, ৬৫৭ খ্রিষ্টাব্দে হযরত আলী মুয়াবিয়ার বিরুদ্ধে সিফফিনের যুদ্ধে অবর্তীণ হন। মুয়াবিয়ার সাথে হযরত আলীর একটি চুক্তির মাধ্যমে যুদ্ধটির অবসান ঘটে।[৫]:২০৩-২০৪ আর প্রথম ফিতনা সমসাময়িক ছিল।[৭] উসমানের মৃত্যুর পাঁচ দিন পর হযরত আলী যদিও চতুর্থ রশিদুন (সঠিক পথপ্রদর্শক) হিসেবে নির্বাচিত হন, তিনি তার শাসনামলে প্রচুর বিরোধীতার সম্মুখীন হন। হযরত আলীর দলের একদল সৈন্য, পরবর্তীতে যারা খারেজী বা খাওয়ারিজ (যারা আলীকে ত্যাগ করেছিল) হিসেবে পরিচিতি লাভ করে, সিফফিনের যুদ্ধে মুয়াবিয়ার সাথে স্বাক্ষরিত চুক্তির বিরোধিতা করতে থাকে। তারা ধর্মের ব্যাপারে মানুষের বিচারের বিরোধিতা করে এবং "বিচার শুধুমাত্রই আল্লাহর একার" এই স্লোগানটি প্রচার করতে থাকে।:৩৯০ ৬৫৮ খ্রিষ্টাব্দে তারা তাদের চুক্তির শপথ ভঙ্গ করে, বিদ্রোহ শুরু করে এবং জনসম্মুখে হুমকি দিতে থাকে যে যারা তাদের সাথে যোগদান করবে না তারা তাদেরকে হত্যা করবে। হযরত আলী তাদেরকে নাহরাওয়ান যুদ্ধে পরাজিত করেন। খারেজীদের হত্যাকান্ড ছিল হযরত আলীর খেলাফতের সবচেয়ে সমস্যাপূর্ণ ঘটনা, কারণ মুয়াবিয়ার বিরুদ্ধে সংহঠিত যুদ্ধে খারেজিরা বলিষ্ঠভাবে অংশগ্রহণ করে।:২৬১ ইবনে মুজলাম অন্য দুই খারেজী, আল বুরাক ইবনে আব্দ আল্লাহ এবং আমর ইবনে বকর আল-তামিমি, যারা প্রত্যেকেই কিন্দার অধিবাসী ছিলেন বলে মনে করা হয়, মক্কায় স্বাক্ষাত করেন এবং হজ্বব্রতের শেষে তারা একটি দীর্ঘ আলোচনায় অংশগ্রহণ করেন। তারা এই সিদ্ধান্তে উপনীত হন যে, মুসলিম সাম্রাজ্যের এই পরিস্থিতির জন্য হযরত আলী, মুয়াবিয়া এবং আমর ইবনে আস্ই, মিশরের শাসনকর্তা, দায়ী এবং নাহরাওয়ান যুদ্ধে তাদের সঙ্গীদের মৃত্যুর প্রতিশোধ হিসেবে তাদেরকে হত্যা করার জন্য তাদের বিরুদ্ধে তলোয়ার উঠানোর সিদ্ধান্ত গ্রহণ করে। তারা হত্যাকান্ডের জন্য তারিখ নির্ধারণ করেন এবং পছন্দ অনুযায়ী প্রত্যেকে তাদের শত্রুকে বেছে নেয়।
পুরোটা ভিডিও দেখলাম আলহামদুলিল্লাহ অনেক কিছু বুজলাম এবং আমার ১ টা মত হচ্ছে সবাই ইসলাম কে বুঝে মানুন তাহলেই একজন মুসলিম হয়ে ইবাদাত করে মনে প্রশান্তি লাভ করতে পারবেন।
সত্যি বলছি প্রথম দিকে এত নাস্তিকতা শুনে আর শুনতে ইচ্ছে করছিল না কিন্তু পরে যখন শুনলাম ইসলামের হেদায়েত পেয়ে তিনি এত আগ্রহের সাথে ইসলাম প্রচার করছেন যা অন্যদের কাছে তেমন শুনিইনি, তাই খুবই ভালো লাগলো।
@@allistudiobd632 vul ki bollam, ami jodi ekn sakkhi di aapni aaj 15 ta dim kheyechen, aapni amy jiges korben na je ami aapnake 15 ta dim khete dekhechi ki? Naki aapni setake thik bole mene neben
*I'm a medical student of Kolkata medical college, and will become a doctor. If Allah wills I will also be in the field to spread Islam and its very teachings.*
*_আল্লাহতায়ালা বলেন, ‘আল্লাহ তোমাদেরকে সাহায্য করলে কেউ তোমাদের পরাস্ত করতে পারবে না। আর তিনি যদি তোমাদেরকে একা ছেড়ে দেন, তাহলে কে আছে, যে তোমাকে সাহায্য করবে? যাদের ঈমান আছে তাদের উচিত শুধুমাত্র আল্লাহরই ওপর ভরসা করা।’ (সূরা আল-ইমরান, আয়াত: ৩:১৬০)_*
দুঃখ জনক হলেও ,, সত্যি যে ,,, যারা নাস্তিক হয়,, তাদের হওয়ার প্রথম কারণ হচ্ছে,, তারা , পরিবারের শিক্ষা পায় না,, তাই তারা নাস্তিক হয়,,,, আল্লাহ্ সবাই কে হেদায়েত দিক
সায়েম ভাই, আপনি ইসলাম প্রচারের ব্যাপারে আমার আমার মনের কথা গুলো বলেছেন, আমিও ইসলাম প্রচার করতে চাই,আমার খুব ইচ্ছে আমি আমার বারির আশ পাশের মানুষ দের দাওয়াত দিব,,,
ভারত উপ-মহাদেশে যদি মরুর প্রান্তরের দেশ থেকে যদি ইসলামের ঈমানী শক্তির বলে সূর্য পুজারী,আগুন পুজারী,বৌদ্ধ ভিক্ষুদের তৎকালী সময়ে এ উপ-মহাদেশের ৪কোটি লোক সংখ্যার মধ্যে প্রায় এক কোটি সূর্য পুজারী,আগুন পুজারী,বৌদ্ধ ভিক্ষুদের ইসালামের পতাকা তলে নিয়ে আসতে পাড়ে তাহলে সায়েম শাহারিয়ার যে বক্তব্য দিয়েছেন তার প্রেক্ষাপটে আমি বলেছে যে বৌদ্ধ ভিক্ষুদের দেশ মিয়ানমার যে মুসলিম নিধনে হত্যা,ধর্ষন নির্যাতন, নিপিরনের ফলে আমাদের এই ছোট ভুখন্ডে ১২ লক্ষ রোহিঙ্গা মুসলিম শরনার্থী হিসেবে জীবন যাপন করছে । তাই সায়েম শাহারিয়ার মত একজন সাহসী খাঁটি ঈমানদ্বার মানুষ যেভাবে মুসলমান বানাচ্ছেন যদি সেই ভাবে বৌদ্ধ ভিক্ষুদের দেশ মিয়ানমারে যেয়ে বৌদ্ধ ভিক্ষুদের মুসলমান বানাতে পারলে ইসলামের পতাকা আরো শক্তিশালী হতো ।
ভাই আপনি "" মাল"" শব্দটি ব্যবহার করেছেন কেন তাও আবার একজন আলিমের ক্ষেত্রে। এই """ মাল "" শব্দটি কত নোংরা আর নিম্ন স্তরের শব্দ কখনো ভেবে দেখেছেন?? আশা করছি এই ধরনের নোংরা আর নিম্নমানের শব্দ আর কখনোই ব্যবহার করবেন না।
ভাই শাহরিয়া সত্যই জাকির নায়েকের কারবন কপি। আমি মন থেকে আমার ভাইয়ের জন্য নামাজ পড়ে দোয়া করি আল্লাহ্ যেনো তার মনের নেক আশা পুরন করেন।আমিন। আমি সাভার আশুলিয়া থেকে বলছি।
সালাম নিবেন ভাই আমি সাতক্ষীরা থেকে বলছি ,, আপনাদের উনাইল আলিম মাদ্রাসায় আমার দুইটা ছেলে পড়াশুনা করে তাদের সম্পর্কে আমাকে একটু খোঁজ-খবর দিতে পারেন কি দয়া করে,,বড় ছেলে আসাদুল্লা অষ্টম শ্রেণী ও মেজো ছেলে ওসামা পঞ্চম শ্রেণি,,বড়টা পাশের মসজিদে ইমামতি করে ও মেজর টা পাশের হাফিজিয়া মাদ্রাসা তে আবাসিক
বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম🕋 সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কুরআন📓 এবং সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ🤲🕋
@@tawsifrezachowdhury7478ভাই নাস্তিকরা জিন বিশ্বাসই করেনা ওনি কোন দোয়া বা মন্ত্র দিয়ে জিন হাজির করতো? এমন কোন বান্ধা নেই যতো বরো হুজুর বা কবিরাজ হোক জিন কিছু শিখায় তবে হা ওদের দিয়ে কিছু কাজ করানো যায় বা যানা যায়
ধর্ম বলে আসলে কিছু নেই। যা আছে তা মত পার্থক্য। যা মানুষ তার নিজের মত করে বোঝে। এটাকেই আমরা ধর্ম বলি। আদম(আঃ) থেকে শুরু করে সকল নবী- রাসুলগণ একটা বিষয়ই মানুষকে শেখাতে চেয়েছেন তা হচ্ছে আল্লাহ্ তায়ালা মানে আমাদের সৃষ্টিকর্তা এক। কিন্তু যুগে যুগে মানুষ তাঁদের কথা কানে না নিয়ে নিজ নিজ মত অনুযায়ী জীবনবিধান তৈরি করেছে। একেই আমরা ধর্ম বলি। প্রকৃতপক্ষে একটাই জীবনবিধানই সত্য। সেটা হচ্ছে "ইসলাম"। আর সবগুলোই মানুষের বিভ্রান্তির ফসল।
ধর্ম শব্দের অর্থ হলো স্বভাব। যেমন, চুম্বকের ধর্ম লোহাকে আকর্ষণ করা। আমরা যাকে ধর্ম বলি সেটা হলো জীবনদর্শন। সৃষ্টিকর্তা ওনার প্রতিনিধিদের মাধ্যমে জীবনদর্শন প্রেরন করেন। মূলকথা ঠিক রেখে এক একসময়ের পরিস্থিতি অনুসারে ভিন্ন ভিন্ন নামে জীবনদর্শন প্রেরন করেন। ইব্রাহিম (আ) যে দর্শন প্রচার করেছিলেন তার নাম হলো 'হানিফ' যার অর্থ স্রষ্টার একাত্মবাদী দর্শন । মুহাম্মাদ (স) যে দর্শন প্রচার করেছিলেন তার নাম হলো 'ইসলাম' যার অর্থ শান্তির দর্শন। মুহাম্মাদ (স) হলেন স্রষ্টার অভিব্যক্তি। কিন্তু শাব্দিক অর্থের বিবেচনায় উনি স্রষ্টার বার্তাবাহক। মুসলিম শব্দের অর্থ হলো স্রষ্টার নিকট আত্মসমর্পণকারী বা যিনি স্রষ্টার অনুগত বা একান্ত বাধ্যগত। আর অনুগত থাকার মানে হলো স্রষ্টার প্রেরিত জীবনদর্শন অনুসারে জীবন পরিচালনা করা বা আদেশ নিষেধ মেনে চলা (জেনে হোক আর না জেনে হোক)। যার মনের মধ্যে স্রষ্টার আদেশ নিষেধ পরিপূর্ণভাবে কার্যকরী হয় তিনিই মু'মিন। আর সেই দৃষ্টিকোণ থেকে আমরা যাদেরকে অমুসলিম (কথিত) বলি তাদের মধ্যে অনেকেই মু'মিন মুসলিম এবং আমরা যাদেরকে মুসলিম (কথিত) বলি তাদের মধ্যে অনেকেই অমুসলিম। ভাষা, পরিবেশ, সমাজব্যবস্থা , পরিবার , জানার পরিধি ইত্যাদির ভিত্তিতে মানুষ স্রষ্টাকে বুঝে থাকে ; কিন্তু মূল কথা হলো স্রষ্টার জীবন দর্শন অনুযায়ী জীবন পরিচালনা করা। অনেকেই তার পরিবেশ পরিস্থিতির কারনে স্রষ্টাকে 'আল্লহ্' ও স্রষ্টার অভিব্যক্তিকে 'মুহাম্মাদ' বলে ডাকে নাই , কিন্তু অাল্লহ্ তা' আলা ও মুহাম্মাদ (স) এর নির্ধারিত দর্শন অনুসারে জীবন পরিচালনা করেছেন। মুহাম্মাদ (স) ব্যক্তিস্বত্ত্বার মধ্যে সীমাবদ্ধ নন , মুহাম্মাদ (স) হলেন এক সার্বজনীন জীবনদর্শন, স্রষ্টার অভিব্যক্তির দৃশ্যমান অবস্থা। মুহাম্মাদ (স) শুধু কথিত মুসলিমদের পথপ্রদর্শনকারী নন , উনি সকল মানুষের।
@@anmhm3077 আপনার লেখার ভাষা অনেক আবেগী কমেন্টসকারী বুঝবে না । কারন আপনি যে সঠিক কথা বলেছেন তার ভাষাগত জ্ঞান অনেকের নেই । যে কলেমা পড়ে মানুষ মুসলমান বলে দাবী করে সেই কলেমারই তাৎপর্যই অধিকাংশ মানুষ জানে না। ওহে মুসলমান রহিলি হয়রান ,কলেমা পড়িয়া তুই হইলি বেইমান।
লাইলাহা ইল্লাল্রাহু মুহাম্মাদুর রাসুলাল্রাহ। আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নেই। হযরত মোহাম্মদ (সাঃ) আল্লাহর প্রেরিত পুরুষ। তিনি আল্লাহর রাসুল। -লা+ইলাহা+ইল্লা+আল্লাহ+হু+মুহাম্মদ+রাসুল+আল্লাহ -> কলেমাটি বিশ্লেষণ করলে ঐ শব্দগুলো পাওয়া যায়। আর প্রত্যেকটি শব্দের অর্থপূর্ণ তাৎপর্য রয়েছে। ঐ শব্দের তাৎপর্য না জেনে কেবল মৌখিক স্বীকৃতি দিলেই কি মুসলমান বলে দাবী করা যায়? আলমে আরওয়াহর জগতে (রুহের জগতে) যখন আমরা ছিলাম তখন তো আমাদের কাছ থেকে স্বীকৃতি আদায় করে নেয়া হয়েছে এই বলে-আলাস্তবি রাব্বিকুম (আমি কি তোমাদের প্রতিপালক নই?)? আমরা বলেছিলাম-ক্কালু বালা (হ্যাঁ আপনিই আমাদের প্রভু)। আমরা তো না দেখে সাক্ষ্য দেই নাই? তাই না? না কি দিয়েছি? অবশ্যই তার স্বাকার রুপের স্বরুপ উপস্থিতিতেই তাকে দেখেই স্বাক্ষ্য দিয়েছিলাম। সেই রুপ, সেই স্বাকারটি কোথায়? সেটা কি কেহ ভেবে দেখছো? কলেমা অর্থ বাক্য। তায়্যিবা অর্থ পবিত্র। আর শাহাদাত অর্থ - স্বাক্ষ্য দেয়া। না দেখে স্বাক্ষ্য হয় না। যদি না দেখে স্বা্ক্ষ্য দাও তো সেটা মিথ্যা স্বাক্ষ্যরুপে প্রতিপন্ন হবে। তাই না? আবার যখন তুমি মারা যাবে তখন তোমাকে তিনটি প্রশ্ন করা হবে। মান রাব্বুকা? মান দিনুকা? মানহাজা রাজুলু? এই মানহাজা রাজুলু - এই ব্যক্তি কে? তখন তুমি কি বলবে? যদি তাকে না দেখে থাকো? সে যে জান্নাতের আশা করে ইবাদাত করেছিল সে যদি ঐ ব্যক্তিকে না দেখে থাকে তো চিনবে কিভাবে? তার কি জান্নাতে যাওয়া হবে? না সে গ্রেফতার হবে? তার ঈমান কি থাকবে নাকি সে বেঈমান হবে? একবার ভেবে দেখেছো? কলেমা শুধু মৌখিকভাবে স্বীকৃতি দিলেই হবে না। তা অবশ্যই তাহকীক করে দেখাতে হবে। তবেই না সে মুসলমান। সূরা লোকমানের ২৭নং আয়াত, ‘আমার এই কোরানের ব্যাখ্যা ও বিশেষণ যদি কেউ লিখতে চায়, তাহলে দুনিয়ার পানিগুলো যদি কালি হয় এবং গাছগুলো যদি কলম হয়, তবু লিখে শেষ করা যাবে না। এমনকি সাতবার পানিগুলো কালি এবং সাতবার গাছগুলো কলম হলেও নয়।' এতবড় নির্জলা সত্যটি জানবার পরও আমরা অহংকার করি, আমরা আস্ফালনের প্রচন্ড ঢেউ তুলি, আমরা অনেক কিছু জানবার তৃপ্তির ঢেকুর তুলি। অথচ কটিবারও বলতে শিখলাম না যে এই মহা-অসীমের মহাজ্ঞানের মহাসাগরের কিনারেও দাঁড়াতে পারি নি। ক্লাস ওয়ানের ছাত্রের কাছে এস এস সি পরিক্ষার প্রশ্ন বোকামী ।
স্যার আপনি তো ইসলামের দাওয়াতের কাজ চালাইতেছেন ধন্যদাব ঃঠাকুর গাউ নিলফারি উওর বঈগে এই দিকে মুসলিমরা খ্রিটার হইতেছে ঃমুসলিমদের কে দাওয়াত দিবেন একটু খিয়াল রাখিবেন
ধন্যবাদ ভাই এইরকম ভিডিও দেখে হয়তোবা কোন ভাই এই দিনে চলে আসবে।এবং মহান আল্লাহর আদেশ মেনে চলবে।আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। ও আপনাকে শারিরীক ভাবে সুস্থতা প্রধান করুক জাতে আরও ভালো ভালো বিষয়ে জানতে পারি
একমাত্র মহান আল্লাহ্ তাআলাই পারে হেদায়াত দিতে। এই ভাইয়ের কথা শুনলে আর দেখলেই তা বুঝা যায়।।আমাদের জন্য দোয়া করেন যেন আমরাও মহান আল্লাহর দেখানো পথে চলতে পারি ।।।আমিন।
ইব্রাহিম ভাই আপনার আজকের এই ভিডিও আমার লাইফের দেখা সেরা গুলোর মাঝে একটা, শাহরিয়ার ভাইয়ের কথাগুলো এতো এতো বেশি ভালো লাগলো তা কাউকে বুঝাতে পারবোনা। আপনাদের দুজনকেই আল্লাহ তায়ালা নেক হায়াত দীর্ঘায়িত করেদিন, আমীন
ভাইজান আপনি ইসলাম ধর্ম কে যাচাই করার জন্য,বহু কিছু শিখেছেন জেনেছেন, তার পরেও ইসলাম গ্রহণ করেছেন,, শুনে খুবই খুশি হলাম, আলহামদুলিল্লাহ, তা ছাড়াও আপনি অনেক ভাগ্যবান,সব কিছু যাচাই করার পরও ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে সত্য কে সত্য বলার সুযোগ মহান আল্লাহ পাক আপনাকে দিয়েছেন,
আমি একজন ইতালি প্রবাসী 🇮🇹 আমি একজন মুসলিম, আমি দীর্ঘ ৩ বছর ধরে ইতালিয়ান রেস্টুরেন্টে চাকরি করি, যেহেতু ইতালিতে শুকর খাওয়া হয়, সেহেতু আমিই chief হওয়ার কারনে আমাকে ও খেয়ে টেস্ট দেখতে হয়,বা খাই, সত্যি খুব খারাপ লাগছে এই ভিডিও দেখার পর। আল্লাহ পাক আমায় মাফ করুক, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।
" যারা আমার জন্য চেষ্টা সাধনা করে,
আমি অবশ্যই তাদেরকে আমার পথে
পরিচালিত করব।"
{ সূরা আল আনকাবুত, আয়াত-৬৯ }
আলহামদুলিল্লাহ
হুম
@@নাদিমহোসেন-ন৮ব ko
@@rahimaferdous1163 watch the video..
Ami ex muslim. Ek nastik apnar sathe kotha bolte chai
وَلاَ تَلْبِسُواْ الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُواْ الْحَقَّ وَأَنتُمْ تَعْلَمُونَ
তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না এবং জানা সত্ত্বে সত্যকে তোমরা গোপন করো না। [ সুরা বাকারা ২:৪২ ]
mashallah
jajakallah kairan
আমি একসময় সংশয়বাদী ছিলাম আল্লাহ দয়াকরে হেদায়েত দিয়েছে।আল্লাহকে এখন ১০০℅ বিশ্বাসকরি।
অভিনন্দন। তাকাব্বালাল্লাহু মিন্না ও মিনকুম।
সুবহানাল্লাহ 🎉
আপনার গল্প আসিফ মাহমুদ কে শোনান।
আপনার ইসলাম প্রচারের আপ্রাণ চেষ্টা কে মহান আল্লাহ রাব্বুল আলামীন কবুল করুক,, আমরা সব সময় আপনার সঙ্গে আছি,, এগিয়ে যান এই কামনায়..🙏🇮🇳
আপনাদের ভারতে ইসলাম প্রচারের কি অবস্থা ? ওখানকার হিন্দুরা কি ইসলাম গ্রহণ করছে নাকি ?
Sob jaigaye deki 😬
@@straightfromtheheart2260 ভারতে মুসলমানদের ওপর বিজেপির সরকার, আরএসএস অত্যাচার করতেছে।
💞
@@bangladeshcricketfan4747 এইটা কিন্তু আমার প্রশ্নের উত্তর হলো না
আমিও একজন নাস্তিক ছিলাম।
বেদ, ত্রিপিটক, ওল্ত টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, নাস্কিকদের ব্লগ (মুক্তমনা, নাস্তিক্য) পড়ার পর শেষে ইসলামে এসে সৃষ্টিকর্তার অস্তিত্ব পেয়েছি।
আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে হেদায়েত দান করেছেন
Vai amake help koren please. Moner vitore always nastik nastik vab ase. Allah bole Kew nai. Allah k dekhi ni. Tai nai ai rokom Mone hoi. Ki korbo ami? Amai help koren please please please 😭😭😭😭😭
আলহামদুলিল্লাহ
@@md.monirujjamannabil1945 vi. sob kicur সৃষ্টিকর্তার Allah. Allah a age cilo -akhono aacee - ar thakba .
@@md.monirujjamannabil1945 asca thik ace tumi ami akta qustion dau ja mon koi thake ar monke dhakta pai na kno ?
@@mdkajal3184 Mon kosto paile manus kade . tai moner existence ase
যাঁর অন্তরে তিল পরিমান ঈমান থাকবে সে জান্নাতে প্রবেশ করবে। 🤲☝️
*তিল পরিমাণ অহংকার /হিংসা থাকলে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এরকম ছিলো না হাদিসে? আল্লাহ আমাদের ভুলগুলো মাফ করুক।
তাই বলে পাপ করবেন কি৷
তাদের জন্য আছে সুসংবাদ জান্নাতুল ফেরদাউস যারা ঈমান আনল ও সৎকর্ম করে। ঈমান+সৎকর্ম।
ভাই আমি সাধারনত কমেন্ট করি না,কিন্তু ভিডিও টি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে কমেন্ট না করে থাকতে পারলাম না।
এক কথায় ঈমান আরও মজবুত হয়ে গেল। ধন্যবাদ।
Tai
মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) ঐতিহাসিক গাদির-এ-খুমের ঘটনাকে অস্বীকার করায় ইসলামের বিভক্তি শুরু--
মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ)বলেন, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলীয়্যুন মাওলাহু, আল্লাহুম্মা ওয়ালে মান ওয়াল্লাহু, আদা মান আদাহু, আনসুর মান নাসারা, আখজুল মান খাজালা, ফালা ইয়াস হাদিল হাজেরুল খায়রা।’অর্থাৎ হে আল্লাহ, আমি যার মাওলা এই আলীও তার মাওলা। হে আল্লাহ যে তাকে বন্ধু বানায় তুমিও তাকে বন্ধুরূপে গ্রহণ কর, আর যে তার সঙ্গে শত্রু তা করে তুমিও তাকে শত্রু হিসেবে গ্রহণ কর।
প্রিয়নবী (সা.) হজরত আলীর শানে আরও বলেন, আনা মদিনাতুল ইলম আলীউন বাবুহা। আমি জ্ঞানের নগর এবং আলী এই নগরের দরজা। বিশ্বনবী (সা) আরও বলেছেন, ‘আনা দারুল হিকমা ওয়া আলীয়্যুন বাবুহা’ অর্থ, আমি হলাম হিকমতের গৃহ আর আলী হলেন তার দুয়ার। আমার পর আলী সব মুমিনদের অভিভাবক।
আবু বকরের মৃত্যুর পর উমর খলিফা হিসেবে নির্বাচিত হন। ৬৪ বছর বয়সে উমর এক আততায়ির হাতে মুত্যুবরণ করেন। উমরের মুত্যুর পর আলী, মুহাম্মাদ এর চাচাত ভাই এবং জামাতা, এবং উসমান খেলাফতে প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন। উসমান একটি নির্বাচক পরিষদের ভোটে খলিফা হিসেবে নিযুক্ত হন। ৬৫৬ খ্রিষ্টাব্দে উসমানের হত্যাকান্ডের পর হযরত আলী খলিফা হিসেবে নিযুক্ত হন।[৫]:২০৩-২০৪
আলীর খেলাফত আর প্রথম ফিতনা সমসাময়িক ছিল। উসমানের মৃত্যুর পাঁচ দিন পর হযরত আলী যদিও চতুর্থ রশিদুন (সঠিক পথপ্রদর্শক) হিসেবে নির্বাচিত হন, তিনি তার শাসনামলে প্রচুর বিরোধীতার সম্মুখীন হন। একদিকে মক্কাতে হযরত আয়শা, তালহা এবং আল-যুবায়ের তার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে এবং অন্যদিকে মুয়াবিয়া, পূর্ব-ভূমধ্যসাগরীয় অঞ্চলের উমাইয়া শাসক, আলীকে নতুন খলিফা হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানান। ফলস্বরূপ খেলাফত লাভের জন্য একটি সামরিক যুদ্ধ সংগঠিত হয়। হযরত আলীর বিরোধিরা উসমানের হত্যাকারীদের শাস্তির জোর দাবি করেছিল। ৬৫৬ খ্রিষ্টাব্দে সংগঠিত উষ্ট্রের যুদ্ধে মুহাম্মাদ (দঃ) এর সহধর্মিনী হযরত বিবি আয়শা এবং অন্যান্য সাহাবাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে বাধ্য হন এবং যুদ্ধে জয়লাভ করেন। এরপর, ৬৫৭ খ্রিষ্টাব্দে হযরত আলী মুয়াবিয়ার বিরুদ্ধে সিফফিনের যুদ্ধে অবর্তীণ হন। মুয়াবিয়ার সাথে হযরত আলীর একটি চুক্তির মাধ্যমে যুদ্ধটির অবসান ঘটে।[৫]:২০৩-২০৪ আর প্রথম ফিতনা সমসাময়িক ছিল।[৭] উসমানের মৃত্যুর পাঁচ দিন পর হযরত আলী যদিও চতুর্থ রশিদুন (সঠিক পথপ্রদর্শক) হিসেবে নির্বাচিত হন, তিনি তার শাসনামলে প্রচুর বিরোধীতার সম্মুখীন হন।
হযরত আলীর দলের একদল সৈন্য, পরবর্তীতে যারা খারেজী বা খাওয়ারিজ (যারা আলীকে ত্যাগ করেছিল) হিসেবে পরিচিতি লাভ করে, সিফফিনের যুদ্ধে মুয়াবিয়ার সাথে স্বাক্ষরিত চুক্তির বিরোধিতা করতে থাকে। তারা ধর্মের ব্যাপারে মানুষের বিচারের বিরোধিতা করে এবং "বিচার শুধুমাত্রই আল্লাহর একার" এই স্লোগানটি প্রচার করতে থাকে।:৩৯০ ৬৫৮ খ্রিষ্টাব্দে তারা তাদের চুক্তির শপথ ভঙ্গ করে, বিদ্রোহ শুরু করে এবং জনসম্মুখে হুমকি দিতে থাকে যে যারা তাদের সাথে যোগদান করবে না তারা তাদেরকে হত্যা করবে। হযরত আলী তাদেরকে নাহরাওয়ান যুদ্ধে পরাজিত করেন। খারেজীদের হত্যাকান্ড ছিল হযরত আলীর খেলাফতের সবচেয়ে সমস্যাপূর্ণ ঘটনা, কারণ মুয়াবিয়ার বিরুদ্ধে সংহঠিত যুদ্ধে খারেজিরা বলিষ্ঠভাবে অংশগ্রহণ করে।:২৬১ ইবনে মুজলাম অন্য দুই খারেজী, আল বুরাক ইবনে আব্দ আল্লাহ এবং আমর ইবনে বকর আল-তামিমি, যারা প্রত্যেকেই কিন্দার অধিবাসী ছিলেন বলে মনে করা হয়, মক্কায় স্বাক্ষাত করেন এবং হজ্বব্রতের শেষে তারা একটি দীর্ঘ আলোচনায় অংশগ্রহণ করেন। তারা এই সিদ্ধান্তে উপনীত হন যে, মুসলিম সাম্রাজ্যের এই পরিস্থিতির জন্য হযরত আলী, মুয়াবিয়া এবং আমর ইবনে আস্ই, মিশরের শাসনকর্তা, দায়ী এবং নাহরাওয়ান যুদ্ধে তাদের সঙ্গীদের মৃত্যুর প্রতিশোধ হিসেবে তাদেরকে হত্যা করার জন্য তাদের বিরুদ্ধে তলোয়ার উঠানোর সিদ্ধান্ত গ্রহণ করে। তারা হত্যাকান্ডের জন্য তারিখ নির্ধারণ করেন এবং পছন্দ অনুযায়ী প্রত্যেকে তাদের শত্রুকে বেছে নেয়।
আপনাকে ধন্য বাদ আপনাকে
অালহামদুলিল্লাহ
উনার মতো হাজার মুসলমান যুবক পথ ভুলে ঘুরে বেড়াচ্ছে আর ফেতনা ছড়াচ্ছে আল্লাহ্ উনাকে যেভাবে হেদায়েত দিয়েছেন আমাদেরও হেদায়েত ও জ্ঞান দান করুন। আমিন।
আপনি এটা ঠিকই বলেছেন
অনেক মুসলমান ভাই বলে
সালাত আদায় করে না আর বলে ঈমান ঠিকই আছে।।।।।
Amin
MOHAMMAD SOHAN ভাইজান গ্রুপ থেকে বের হয়ে গেলেন যে...?
@@nahidovi9522 কোন গ্রুপ ভাই?
*I am Muslim*
_I am not excited for_ ~Valentine's Day~
```I am excited for``` *Ramadan* 😊❤
আমিও নাস্তিক ছিলাম একসময় আল্লাহ হেদায়াত দিয়েছেন।
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ্।
Ami nastik apnar sathe kotha bolte chai
@@aamaarukti4269 01797684696
Ameen
১ ঘন্টা ৫ মিনিট পুরো ভিডিও টা মনোযোগ দিয়ে শুনেছি,, সত্যিই অসাধারন ছিলো,, আল্লাহ আপনার জ্ঞান আরো বৃদ্ধি করে দিক,,,আমিন
ভাই আমিও সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে শুনেছি। ভিডিও টা দেখে সত্যিই প্রাণ ভরে গেলো। الحمدلله.
Good help my life.
কয় ছিলিম গাঁজা খেয়েছেন?
VAI AGOLO KISTA KAHINI - AMAR JANAMOTEE JINDER DOSTOO HOLEE TAKE CHARTEE PAREENA MUST BE JIN TAKEE HOTTA KORBEE.
@@syedmohammedalamghir9000 মৃত্যু আল্লাহর হাতে। ভাগ্য ও তাই আর আল্লাহর পরিকল্পনা ই চুড়ান্ত।
পুরোটা ভিডিও দেখলাম আলহামদুলিল্লাহ অনেক কিছু বুজলাম এবং আমার ১ টা মত হচ্ছে সবাই ইসলাম কে বুঝে মানুন তাহলেই একজন মুসলিম হয়ে ইবাদাত করে মনে প্রশান্তি লাভ করতে পারবেন।
ইব্রাহিম ভাইকে অাল্লাহ নেক হায়াত দান করুন।
ভাই, অাপনার মাধ্যমে অামরা ইসলামের অনেক বিষয়ে জনতে পারচ্ছি।
হেদায়ের জন্য কোরআন, আর হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ , এটাই সত্য , তাই আমরা সবাই কোরআনের অনুবাদ সহ পড়ি জীবন সুন্দর হয়ে যাবে।
সত্যি বলছি প্রথম দিকে এত নাস্তিকতা শুনে আর শুনতে ইচ্ছে করছিল না কিন্তু পরে যখন শুনলাম ইসলামের হেদায়েত পেয়ে তিনি এত আগ্রহের সাথে ইসলাম প্রচার করছেন যা অন্যদের কাছে তেমন শুনিইনি, তাই খুবই ভালো লাগলো।
তোমার মায়ের দোয়া ছিল, যা তুমি জানতে না, আল্লাহর নিকট হিদায়েত জন্য মায়ের দোয়া আল্লাহ কবুল করেন ।
Reeeerdffffddd
@@ইসলামেরদাওয়াত-ধ৫ঙ আলহামদুলিল্লাহ।
Rigjt.
Absolutely
Amin
আমি সাক্ষা দিচ্ছি যে হযরত মুহম্মদ (স) আল্লাহ রসুল
Tmi dekhechile? Erokom sakkhi diccho keno jeta tmi nijer chok e dekhoni, ki mullo ache ei sakkhir?
@@sahabazmollah5541 vai apni ki নাস্তিক??,, এইরকম কথা বলতিছেন কেন??
@@allistudiobd632 vul ki bollam, ami jodi ekn sakkhi di aapni aaj 15 ta dim kheyechen, aapni amy jiges korben na je ami aapnake 15 ta dim khete dekhechi ki? Naki aapni setake thik bole mene neben
@@allistudiobd632 na ami nastik noy.
@@sahabazmollah5541 ভাই,, যদি আপনার কাছে আমার ১৫ তা ডিম খাওয়ার প্রমান থাকে তাহলে দেখা না দেখার কোনো প্রশ্নই আসে না
আলহামদুলিল্লাহ
প্রথমে ভিডিও টা দেখতে চাইনিই।কিন্তু এখন আফসোস হচ্ছে কেনো আরো আগে ভিডিও টা দেখিনাই।আপনাদের ২ জনের জন্যই দোয়া রইলো ভাইয়া।
আমার মনে হয় যে আপনার এই হেদায়েত আপনার মা সর্বদা আল্লাহুর কাছে কান্না করতেন ,আপনার হেদায়েতর জন্যে
Ok
@@input3471 What a ID name😅
👍
Your idea Right
সহমত না
*I'm a medical student of Kolkata medical college, and will become a doctor. If Allah wills I will also be in the field to spread Islam and its very teachings.*
Vai apnar sate ki kota bola jave ami bangladeshi
Siber---- may Allah help you all the way.
Tui shala Davidson por.
Thanks brother......
in sha Allah. Allah will help you
ইসলামের জন্য আমিও আমার জীবন আল্লাহর নামে উৎসর্গ করলাম ইনশাআল্লাহ আমিন।
*_আল্লাহতায়ালা বলেন, ‘আল্লাহ তোমাদেরকে সাহায্য করলে কেউ তোমাদের পরাস্ত করতে পারবে না। আর তিনি যদি তোমাদেরকে একা ছেড়ে দেন, তাহলে কে আছে, যে তোমাকে সাহায্য করবে? যাদের ঈমান আছে তাদের উচিত শুধুমাত্র আল্লাহরই ওপর ভরসা করা।’ (সূরা আল-ইমরান, আয়াত: ৩:১৬০)_*
Jaza kumullahu khair
Right
মিজানুর রহমান আজহারী p
Surah taobah 9 :5 bolben amake
Ami ek jon ex muslim
আল্লাহ কি একাই সবকিছু কৰ
পাৰে না তাৰ বান্দা সহায় নিয়ে কৰে।আল্লা কি মাবাবা ছাৰাই তাৰ বান্দা সষ্টি কৰতে পাৰে, তাহলে মাট্ ফুটিয়ে এক বান্দা সষ্টি কৰে দেখাক, তবে বিশ্বাস কৰব। আদমেৰ উদাহৰণ গ্ৰহন যোগ্য নয়। বত্ত'মান যোগে বাস্তব উদাহৰণ চাই।ঈচাৰ উদাহৰণ গ্ৰহণ যোগ্য নয়।
আমি নিজেই আপনার কথা শুনে।
মনে হচ্ছে হেদায়েতর পথে যাচ্ছি।
হেদায়েত পাইছেন ?
amin
হেদায়াতের কি অবস্তা হজরত
Amin
পিরে এসো ভাই তোমার রবের কাছে,,,❤️
মাশাল্লাহ অনেক সুন্দর। আল্লাহর কাছে হেদায়েত চাইতে হয়। তাহলে হেদায়েত দান করা আল্লাহর উপর দ্বাইত্ব হয়ে যায়।
প্রথমত ইবরাহীম ভাইকে ধন্যবাদ এমন সব আয়োজনের জন্য।
অতঃপর এই ভাইকে বলি আপনার সকল স্বপ্ন পুর্ণ হোক।আমরাও আপনার সঙ্গী হতে চাই।
দুঃখ জনক হলেও ,, সত্যি যে ,,, যারা নাস্তিক হয়,, তাদের হওয়ার প্রথম কারণ হচ্ছে,, তারা , পরিবারের শিক্ষা পায় না,, তাই তারা নাস্তিক হয়,,,, আল্লাহ্ সবাই কে হেদায়েত দিক
আলহামদুলিল্লাহ। ইসলাম একমাত্র আল্লাহর নিকট মনোনীত ধর্ম।
জাকির নায়েক ব্যাথিত অন্য কেউ একজন যার কথা শেষ অবধি শুনলাম।আলহামদুলিল্লাহ ভাল লাগলো।আপনাকে আগে জানতাম না।এখন আপনার অন্য লেকচার গুলা দেখবো ইনশাআল্লাহ।
সায়েম ভাইয়ের বক্তব্য আমি অনেক শুনেছি। কিন্তু তার এইসব ঘটনা আমি কখনোই জানতাম না। আল্লাহ ভাইকে ইসলামে পথে কবুল করুন। আমিন।
Dhap
আপনার কথাগুলো শুনে আমার অনেক জ্ঞান লাভ হয়েছে।।আল্লাহ সবাইকে আপনার মতো জ্ঞান দান করুন।
সায়েম ভাই, আপনি ইসলাম প্রচারের ব্যাপারে আমার আমার মনের কথা গুলো বলেছেন, আমিও ইসলাম প্রচার করতে চাই,আমার খুব ইচ্ছে আমি আমার বারির আশ পাশের মানুষ দের দাওয়াত দিব,,,
ভারত উপ-মহাদেশে যদি মরুর প্রান্তরের দেশ থেকে যদি ইসলামের ঈমানী শক্তির বলে সূর্য পুজারী,আগুন পুজারী,বৌদ্ধ ভিক্ষুদের তৎকালী সময়ে এ উপ-মহাদেশের ৪কোটি লোক সংখ্যার মধ্যে প্রায় এক কোটি সূর্য পুজারী,আগুন পুজারী,বৌদ্ধ ভিক্ষুদের ইসালামের পতাকা তলে নিয়ে আসতে পাড়ে তাহলে সায়েম শাহারিয়ার যে বক্তব্য দিয়েছেন তার প্রেক্ষাপটে আমি বলেছে যে বৌদ্ধ ভিক্ষুদের দেশ মিয়ানমার যে মুসলিম নিধনে হত্যা,ধর্ষন নির্যাতন, নিপিরনের ফলে আমাদের এই ছোট ভুখন্ডে ১২ লক্ষ রোহিঙ্গা মুসলিম শরনার্থী হিসেবে জীবন যাপন করছে । তাই সায়েম শাহারিয়ার মত একজন সাহসী খাঁটি ঈমানদ্বার মানুষ যেভাবে মুসলমান বানাচ্ছেন যদি সেই ভাবে বৌদ্ধ ভিক্ষুদের দেশ মিয়ানমারে যেয়ে বৌদ্ধ ভিক্ষুদের মুসলমান বানাতে পারলে ইসলামের পতাকা আরো শক্তিশালী হতো ।
এগিয়ে যান ইনশাআল্লাহ
Apnse kotha bujlam na,,
khorshed alam ভাই ইসলামের দাওয়াতের কাজ শুরু করুন
তুমি 100% ভাগ্যবান আল্লাহ তোমাকে মায়া ও সাহায্য করেছেন।
শাহরিয়ার ভাই আরবি যদি শিখতে পারেন তাহলে কোরআনের যে কি স্বাদ তা আরো ভালোভাবে বুঝতে পারবেন ইং শা আল্লাহ
আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে, আল্লাহ আমাকে মুসলিম হিসেবে এই দুনিয়ায় কবুল করেছেন। আমিন।
আল্লাহু আকবার
*হে রব!*
*আমাদের ইমান বৃদ্ধি করে দাও*
Amin
Bhai apnar numberta den plz
@@hoi1lol963 amke ki bollen vai???
Amin
আমীন
আল্লাহ ছাড়া কেউ কাউকে হিদায়েত দিতে পারে না।
কারণ হিদায়েত এর মালিক আল্লাহ। ❤️❤️❤️
হাসান ভাইয়ের সাথে দেখা করবো কি ভাবে
*মহান আল্লাহ তায়ালার কাছে লাখো কুটি শুকরিয়া তিনি আমাকে মুসলিম হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন আলহামদুলিল্লাহ*
Alhamdulillah
আলহামদুলিল্লাহ
প্রতি ঘরে ঘরে ডঃ জাকির নায়েক জন্ম হোক, আল্লাহ্ আমাদের দুয়া কবুল করুন...
He lies and misleading people.
Amin
@@omarazad9907 u are one who is telling lie. Allah apnake hedayet dan koruk
Akhane abar Jakir naik kotha Theke allo?
Ami
মনদিয়ে পুরাটা শুনলাম, আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করেনেন।
আমিন
আল্লাহ আপ্নাকে কত দয়া করেছেন।আর কত গেন থেকে সহিটা শিখার তাওফিক দিয়েছেন,চোখে পানি এসে পরল।
Amazing. Sob e Allahor qudrot. Allah issa korle sob korte paren. Tai Allah tomake hedayet koresen.
প্রকৃত মুমিন বান্দাগুলো হয়তো এই ভাই এর মত ঈমান ওয়ালা!তার কথাগুলো শুনে চোখ দু্টু অশ্রুর আগমনে ঝাপসা হয়ে গেলো!
ভাইয়া আপনার কথা গুলি সুনে মনের অজান্তে চোখের পানি চলে এলো
আলহা’মদুলিল্লাহ! একমাত্র আল্লাহই হেদায়েতের মালিক!
এই প্রথম কারো কথা পুরাটা শুনলাম। ভাল লাগল। আপনার জন্য দোয়া করি আমার জন্য ও দোয়া করবেন ভাই।
আলহামদুলিল্লাহ!!
আপনাদের আল্লাহর জন্য ভালবাসি❤❤❤!!
হা হা হা🤣🤣🤣 বয়স কতো আপনার
মাশাআল্লাহ প্রিয় ভাইজান, অসাধারণ কথাগুলো, সমস্ত মানুষের হৃদয়ে গেঁথে যাবে ।
মাস্ক পরে বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে আয়াতুল কুরসি পড়ে নাও।........
70হাজার ফেরেস্তান সবদিক হেফাজত করবে ইনশাআল্লাহ ।
.........
মাস্ক পরার দরকার নাই?? কারন মাস্কে ৭০০ সুতাও নেই সেখানে ৭০০০০ হাজার ফেরেস্তা গার্ড দেবে?? আাহা কি কথা।
ইব্রাহীম ভাইকে অনেক ধন্যবাদ।আমাদের এসব ভিডিও দেয়ার জন্য্য।
হে আল্লাহ্ আমাকে হিদায়েত কর এবং সকলকেই হিদায়েত করুন, আমিন ।
আলহামদুলিল্লাহ।আল্লাহ আমাদেরকে পুর্ন ঈমান দান করেন।
আপনার কথাগুলা আলহামদুলিল্লাহ খুব ভাল লাগছে, মানুষ আমৃত্যু তালেবে এলম্, আপনার আরো নমনীয় হতে হবে বলে মনে করি..
আমিন
আমাকেও আল্লাহ হিদায়াত দিয়েছেন🙂
আলহামদুলিল্লাহ🙂🖤
ওয়াও, সায়েম শাহরিয়ার ভাই তো মালটি ট্যালেনটেড লোক। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার গ্যান আরো বৃদ্ধি করে দিন
ভাই আপনি "" মাল"" শব্দটি ব্যবহার করেছেন কেন তাও আবার একজন আলিমের ক্ষেত্রে।
এই """ মাল "" শব্দটি কত নোংরা আর নিম্ন স্তরের শব্দ কখনো ভেবে দেখেছেন??
আশা করছি এই ধরনের নোংরা আর নিম্নমানের শব্দ আর কখনোই ব্যবহার করবেন না।
@@rafiquddin7766 😁😁😀😀 ভাই আপনি মাল্টিট্যালান্ট শব্দের মানে ই বোঝেন নি।মনে হয় আপনি লেখা পড়া করেননি।
@@rafiquddin7766 multi talented /মাল্টি ট্যালেন্টেড - ইংরেজি শব্দ অর্থ হলো বহু বিষয়ে পারদর্শী বা জ্ঞানী
@@rafiquddin7766 গাধা
@@rafiquddin7766 আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি ভাবছেন হয়তো সে বানিয়ে বানিয়ে বলছে। মনে হচ্ছে আপনি নাস্তিক
ভাই শাহরিয়া সত্যই জাকির নায়েকের কারবন কপি। আমি মন থেকে আমার ভাইয়ের জন্য নামাজ পড়ে দোয়া করি আল্লাহ্ যেনো তার মনের নেক আশা পুরন করেন।আমিন। আমি সাভার আশুলিয়া থেকে বলছি।
সালাম নিবেন ভাই আমি সাতক্ষীরা থেকে বলছি ,, আপনাদের উনাইল আলিম মাদ্রাসায় আমার দুইটা ছেলে পড়াশুনা করে তাদের সম্পর্কে আমাকে একটু খোঁজ-খবর দিতে পারেন কি দয়া করে,,বড় ছেলে আসাদুল্লা অষ্টম শ্রেণী ও মেজো ছেলে ওসামা পঞ্চম শ্রেণি,,বড়টা পাশের মসজিদে ইমামতি করে ও মেজর টা পাশের হাফিজিয়া মাদ্রাসা তে আবাসিক
আল্লাহ যার ভালো চান তাকে হেদায়েত ও ইলমি জ্ঞান দান করেন???আলহামদুলিল্লাহ
মাশাল্লাহ ইব্রাহিম ভাই আপনি অনেক ভাল একটি পোস্ট করেছেন। আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় থেকে জানতে পেরেছি।
বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম🕋 সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কুরআন📓 এবং সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ🤲🕋
আমিন
মাশাল্লাহ
Nurul Islam Nurul Comilla
আস্ সালামু আলাইকুম
আপনার কথায় ভুল আছে ভাই
Sorbo sestto na /akmatro dormo eslam/ baki sob batil
Alhamdulilla
আল্লাহ আমাদের শয়তানের কুপ্ররোচনা থেকে বাঁচিয়ে রাখুন। আমিন
আমিন
আলহামদুলিল্লাহ! আল্লাহ আপনাকে যেনো আরো বেশি জ্ঞান দান করেন, এবং ইসলামের সঠিক পথে রাখেন।
৯৬৯ জন ডিজলাইক দিয়েছে,এরা হতভাগা ও বঞ্চিত, মহান আল্লাহ এদের হেদায়েত করুন।
ভাই, আসলে কিছু বোকা লোক আছে যারা আসলে লাইক দিতে গিয়ে ডিজলাইক বাটনে চাপ দিয়ে ফেলে।ওরা জানেই না যে এটার মানে হল অপছন্দ করা।
Amin
যদিও আমি ডিজলাইক দেই নাই, তবুও বলবো ডিজলাইক দেওয়া মানুষগুলো বুদ্ধিমান যেহেতু নাস্তিকরা আল্লাহ মানে না আর জ্বিনও মানেনা এতোএব এটা গাজাখুরি গল্প
@@mirzamamun1741 bhai amar mone hoi...gajakhuri golpoo
@@tawsifrezachowdhury7478ভাই নাস্তিকরা জিন বিশ্বাসই করেনা ওনি কোন দোয়া বা মন্ত্র দিয়ে জিন হাজির করতো? এমন কোন বান্ধা নেই যতো বরো হুজুর বা কবিরাজ হোক জিন কিছু শিখায় তবে হা ওদের দিয়ে কিছু কাজ করানো যায় বা যানা যায়
ধর্ম বলে আসলে কিছু নেই। যা আছে তা মত পার্থক্য। যা মানুষ তার নিজের মত করে বোঝে। এটাকেই আমরা ধর্ম বলি। আদম(আঃ) থেকে শুরু করে সকল নবী- রাসুলগণ একটা বিষয়ই মানুষকে শেখাতে চেয়েছেন তা হচ্ছে আল্লাহ্ তায়ালা মানে আমাদের সৃষ্টিকর্তা এক। কিন্তু যুগে যুগে মানুষ তাঁদের কথা কানে না নিয়ে নিজ নিজ মত অনুযায়ী জীবনবিধান তৈরি করেছে। একেই আমরা ধর্ম বলি। প্রকৃতপক্ষে একটাই জীবনবিধানই সত্য। সেটা হচ্ছে "ইসলাম"। আর সবগুলোই মানুষের বিভ্রান্তির ফসল।
ধর্ম শব্দের অর্থ হলো স্বভাব। যেমন, চুম্বকের ধর্ম লোহাকে আকর্ষণ করা। আমরা যাকে ধর্ম বলি সেটা হলো জীবনদর্শন। সৃষ্টিকর্তা ওনার প্রতিনিধিদের মাধ্যমে জীবনদর্শন প্রেরন করেন। মূলকথা ঠিক রেখে এক একসময়ের পরিস্থিতি অনুসারে ভিন্ন ভিন্ন নামে জীবনদর্শন প্রেরন করেন। ইব্রাহিম (আ) যে দর্শন প্রচার করেছিলেন তার নাম হলো 'হানিফ' যার অর্থ স্রষ্টার একাত্মবাদী দর্শন । মুহাম্মাদ (স) যে দর্শন প্রচার করেছিলেন তার নাম হলো 'ইসলাম' যার অর্থ শান্তির দর্শন। মুহাম্মাদ (স) হলেন স্রষ্টার অভিব্যক্তি। কিন্তু শাব্দিক অর্থের বিবেচনায় উনি স্রষ্টার বার্তাবাহক।
মুসলিম শব্দের অর্থ হলো স্রষ্টার নিকট আত্মসমর্পণকারী বা যিনি স্রষ্টার অনুগত বা একান্ত বাধ্যগত। আর অনুগত থাকার মানে হলো স্রষ্টার প্রেরিত জীবনদর্শন অনুসারে জীবন পরিচালনা করা বা আদেশ নিষেধ মেনে চলা (জেনে হোক আর না জেনে হোক)। যার মনের মধ্যে স্রষ্টার আদেশ নিষেধ পরিপূর্ণভাবে কার্যকরী হয় তিনিই মু'মিন। আর সেই দৃষ্টিকোণ থেকে আমরা যাদেরকে অমুসলিম (কথিত) বলি তাদের মধ্যে অনেকেই মু'মিন মুসলিম এবং আমরা যাদেরকে মুসলিম (কথিত) বলি তাদের মধ্যে অনেকেই অমুসলিম। ভাষা, পরিবেশ, সমাজব্যবস্থা , পরিবার , জানার পরিধি ইত্যাদির ভিত্তিতে মানুষ স্রষ্টাকে বুঝে থাকে ; কিন্তু মূল কথা হলো স্রষ্টার জীবন দর্শন অনুযায়ী জীবন পরিচালনা করা। অনেকেই তার পরিবেশ পরিস্থিতির কারনে স্রষ্টাকে 'আল্লহ্' ও স্রষ্টার অভিব্যক্তিকে 'মুহাম্মাদ' বলে ডাকে নাই , কিন্তু অাল্লহ্ তা' আলা ও মুহাম্মাদ (স) এর নির্ধারিত দর্শন অনুসারে জীবন পরিচালনা করেছেন।
মুহাম্মাদ (স) ব্যক্তিস্বত্ত্বার মধ্যে সীমাবদ্ধ নন , মুহাম্মাদ (স) হলেন এক সার্বজনীন জীবনদর্শন, স্রষ্টার অভিব্যক্তির দৃশ্যমান অবস্থা। মুহাম্মাদ (স) শুধু কথিত মুসলিমদের পথপ্রদর্শনকারী নন , উনি সকল মানুষের।
@@anmhm3077 মাশাআল্লাহ্
@@anmhm3077 masha Allah
@@anmhm3077 আপনার লেখার ভাষা অনেক আবেগী কমেন্টসকারী বুঝবে না । কারন আপনি যে সঠিক কথা বলেছেন তার ভাষাগত জ্ঞান অনেকের নেই । যে কলেমা পড়ে মানুষ মুসলমান বলে দাবী করে সেই কলেমারই তাৎপর্যই অধিকাংশ মানুষ জানে না। ওহে মুসলমান রহিলি হয়রান ,কলেমা পড়িয়া তুই হইলি বেইমান।
লাইলাহা ইল্লাল্রাহু মুহাম্মাদুর রাসুলাল্রাহ। আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নেই।
হযরত মোহাম্মদ (সাঃ) আল্লাহর প্রেরিত পুরুষ। তিনি আল্লাহর রাসুল।
-লা+ইলাহা+ইল্লা+আল্লাহ+হু+মুহাম্মদ+রাসুল+আল্লাহ -> কলেমাটি বিশ্লেষণ করলে ঐ শব্দগুলো পাওয়া যায়। আর প্রত্যেকটি শব্দের অর্থপূর্ণ তাৎপর্য রয়েছে। ঐ শব্দের তাৎপর্য না জেনে কেবল মৌখিক স্বীকৃতি দিলেই কি মুসলমান বলে দাবী করা যায়?
আলমে আরওয়াহর জগতে (রুহের জগতে) যখন আমরা ছিলাম তখন তো আমাদের কাছ থেকে স্বীকৃতি আদায় করে নেয়া হয়েছে এই বলে-আলাস্তবি রাব্বিকুম (আমি কি তোমাদের প্রতিপালক নই?)? আমরা বলেছিলাম-ক্কালু বালা (হ্যাঁ আপনিই আমাদের প্রভু)। আমরা তো না দেখে সাক্ষ্য দেই নাই? তাই না? না কি দিয়েছি? অবশ্যই তার স্বাকার রুপের স্বরুপ উপস্থিতিতেই তাকে দেখেই স্বাক্ষ্য দিয়েছিলাম। সেই রুপ, সেই স্বাকারটি কোথায়? সেটা কি কেহ ভেবে দেখছো?
কলেমা অর্থ বাক্য। তায়্যিবা অর্থ পবিত্র। আর শাহাদাত অর্থ - স্বাক্ষ্য দেয়া। না দেখে স্বাক্ষ্য হয় না। যদি না দেখে স্বা্ক্ষ্য দাও তো সেটা মিথ্যা স্বাক্ষ্যরুপে প্রতিপন্ন হবে। তাই না?
আবার যখন তুমি মারা যাবে তখন তোমাকে তিনটি প্রশ্ন করা হবে। মান রাব্বুকা? মান দিনুকা? মানহাজা রাজুলু? এই মানহাজা রাজুলু - এই ব্যক্তি কে? তখন তুমি কি বলবে? যদি তাকে না দেখে থাকো? সে যে জান্নাতের আশা করে ইবাদাত করেছিল সে যদি ঐ ব্যক্তিকে না দেখে থাকে তো চিনবে কিভাবে? তার কি জান্নাতে যাওয়া হবে? না সে গ্রেফতার হবে? তার ঈমান কি থাকবে নাকি সে বেঈমান হবে? একবার ভেবে দেখেছো? কলেমা শুধু মৌখিকভাবে স্বীকৃতি দিলেই হবে না। তা অবশ্যই তাহকীক করে দেখাতে হবে। তবেই না সে মুসলমান।
সূরা লোকমানের ২৭নং আয়াত, ‘আমার এই কোরানের ব্যাখ্যা ও বিশেষণ যদি কেউ লিখতে চায়, তাহলে দুনিয়ার পানিগুলো যদি কালি হয় এবং গাছগুলো যদি কলম হয়, তবু লিখে শেষ করা যাবে না। এমনকি সাতবার পানিগুলো কালি এবং সাতবার গাছগুলো কলম হলেও নয়।' এতবড় নির্জলা সত্যটি জানবার পরও আমরা অহংকার করি, আমরা আস্ফালনের প্রচন্ড ঢেউ তুলি, আমরা অনেক কিছু জানবার তৃপ্তির ঢেকুর তুলি। অথচ কটিবারও বলতে শিখলাম না যে এই মহা-অসীমের মহাজ্ঞানের মহাসাগরের কিনারেও দাঁড়াতে পারি নি।
ক্লাস ওয়ানের ছাত্রের কাছে এস এস সি পরিক্ষার প্রশ্ন বোকামী ।
আমিও এটাই বলি সবাইকে ধর্ম বলে আলাদা কিছু নেই। আল্লাহ সবার জন্য।
আল্লাহ তাআলা আপনার ইলম আরো বহু গুণ বেশি বাড়িয়ে দিন । আমিন
তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না এবং জানা সত্ত্বে সত্যকে তোমরা গোপন করো না। [ সুরা বাকারা ২:৪২ ]
আলহামদুলিল্লাহ। পরের কথা গুলো অতি সুন্দর। হে আল্লাহ আমাদের সকলকে শিরক মুক্ত জীবন দান করুন।
স্যার আপনি তো ইসলামের দাওয়াতের কাজ চালাইতেছেন ধন্যদাব ঃঠাকুর গাউ নিলফারি উওর বঈগে এই দিকে মুসলিমরা খ্রিটার হইতেছে ঃমুসলিমদের কে দাওয়াত দিবেন একটু খিয়াল রাখিবেন
Nilfamarir tik kun jaigai?
ইসলাম একমাত্র শান্তির ধর্ম,,,
ইসলাম হলো একমাত্র জীবন ব্যাবস্থা।
ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা শয়তানি বাদ দিয়ে
Surprisingly your facecut goes to Dr. Zakir Naik more than 80%.....! And your speech delivering style is also almost like him. May Allah bless you .
Because their knowledge is both are gifted from Allah
True
আলহামদুলিল্লাহ ।আল্লাহ আপনাদের মত নেক মানুষদের উসিলায় আমাদের আল্লাহ হেদায়েত পাওয়ার পথ সুগম হউক । আমিন।
আলহামদুলিল্লাহ। ইব্রাহীম ভাই ও শাহরীয়ার ভাইয়ের জন্য রোযা অবস্থায় অশ্রু সিক্ত দোয়া করলাম যেন আল্লাহর আপনার দের উত্তম প্রতিদান দান করেন। আমিন
সাতক্ষীরা থেকে.... অালহামদুলিল্লাহ ভালো লাগলো।অাল্লাহ অাপনাকে নেক হায়াত দান করুন..
কথা গুলো শুনে আমার এত রাগ হচ্ছিল। আল্লাহ পাকের এত অবহেলা করত, পরে দেখলাম এর ঈমানের জোর অনেক বেশী।
শুনছি আর অবাক হচ্ছি। সত্যি আল্লাহ যাকে ভালবাসেন তাকে হিদায়া দান করেন।
সায়েম শাহরিয়ার আপনি অসাধারণ ভাগ্যবান, আপনি ইসলাম পালন শুরু করেছেন সঠিকটা।
০১৭৫৩৫৭৫৪১০
নম্বর দিলি কেন????
ভাই আমিও ভিডিও টা সম্পূর্ণ দেখে আল্লাহ তাআলার কাছে দু'আ করছি, যেনো সকল মানুষকে আল্লাহ তাআলাই ইসলামের জ্ঞান দান করেন (আমীন)।
আল্লাহ আপনাকে হেদায়েত দিয়েছে । আপনার মতো সকলকে হেদায়েত দান করুন।امين
আলহামদুলিল্লাহ! পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখলাম! দোয়া ও ভালবাসা অবিরাম ❤❤❤
মহান আল্লাহ্ আপনাদের নেক হায়াত দান করুন
এবং ইসলামের বানি প্রতিটি ঘরে ঘরে পোছানোর তৌফিক দান করুন (আমিন)
Ap8pu8
আলহামদুলিল্লাহ পুরো ভিডিও টা দেখেলাম অন্নেক কিচ্ছু শিখতে পারলাম আলহামদুলিল্লাহ আমাকে হেদায়েত দান করেন যেন আমিন
বাংলাদেশের জাকির নায়েক। আলহামদুলিল্লাহ
ঠিক বোল ছেন
Now you are a Muslim by your choice not by your family. MasaAllah 🥰
আলহামদুলিল্লাহ ,, আপনাকে অসংখ্য ধন্যবাদ এভাবেই ইসলাম ধর্মের থেদমত করতে থাকেন 🇮🇳🥀👍
মহান আল্লাহ আপনাকে উত্তম পতিদান দেন
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হেদায়েতের মালিক আল্লাহ।❤️
ধন্যবাদ ভাই এইরকম ভিডিও দেখে হয়তোবা কোন ভাই এই দিনে চলে আসবে।এবং মহান আল্লাহর আদেশ মেনে চলবে।আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। ও আপনাকে শারিরীক ভাবে সুস্থতা প্রধান করুক জাতে আরও ভালো ভালো বিষয়ে জানতে পারি
The more i see of the world the more i silently whisper, “Alhamdulillah for Islam”
আস সালামু আলাইকুম, আমি ও প্রচুর ইসলামের সমালোচনা করতাম। আলহামদুলিল্লাহ!! আজ আল্লাহকে পাওয়ার জন্য আপনাদের এই ভিডিও দেখেছি। আলহামদুলিল্লাহ!!!
একমাত্র মহান আল্লাহ্ তাআলাই পারে হেদায়াত দিতে। এই ভাইয়ের কথা শুনলে আর দেখলেই তা বুঝা যায়।।আমাদের জন্য দোয়া করেন যেন আমরাও মহান আল্লাহর দেখানো পথে চলতে পারি ।।।আমিন।
মাশাআল্লাহ অনেক সুন্দর আলোচনা সবটুকুই শুনলাম, আল্লাহ আপনার মনের ইচ্ছাকে পূরণ করুণ।
মহান আল্লাহ সুবাহানুতায়ালা
আপনার প্রতি অসীম দয়া বর্ষিত করুন।।
আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব, আল্লাহ আপনাকে কবুল করুক আমিন😍😍😍
আপনার ইসলাম প্রচারের আপ্রাণ চেষ্টা কে মহান আল্লাহ রাব্বুল আলামীন কবুল করুক,,
আপনার আরো অনেক বেশি আমাল করতে হবে, বেশি বেশি তওবা করবেন। যাতে শয়তানের ধৌঁকায় না পড়ে যাবেন।
আল্লাহ আপনাকে রহমত করুন।
আপনার সাথে কিভাবে যোগাযোগ করা যাবে?বব
আসসালামুয়ালাইকুম
ইব্রাহিম ভাই আপনার আজকের এই ভিডিও আমার লাইফের দেখা সেরা গুলোর মাঝে একটা, শাহরিয়ার ভাইয়ের কথাগুলো এতো এতো বেশি ভালো লাগলো তা কাউকে বুঝাতে পারবোনা। আপনাদের দুজনকেই আল্লাহ তায়ালা নেক হায়াত দীর্ঘায়িত করেদিন, আমীন
ভাইজান আপনি ইসলাম ধর্ম কে যাচাই করার জন্য,বহু কিছু শিখেছেন জেনেছেন,
তার পরেও ইসলাম গ্রহণ করেছেন,, শুনে খুবই খুশি হলাম, আলহামদুলিল্লাহ,
তা ছাড়াও আপনি অনেক ভাগ্যবান,সব কিছু যাচাই করার পরও ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে সত্য কে
সত্য বলার সুযোগ মহান আল্লাহ পাক আপনাকে দিয়েছেন,
Bangladesh got a new talent like Dr.zakir Naik...Alhamdulillah....
এতো সুন্দর আলোচনা কেনো ৩ মাস পরে চোখে পড়লো/দেখলাম, নোটিফিকেশন টা কেমনে এড়িয়ে গেলাম..?
Same
আমি একজন ইতালি প্রবাসী 🇮🇹
আমি একজন মুসলিম, আমি দীর্ঘ ৩ বছর ধরে ইতালিয়ান রেস্টুরেন্টে চাকরি করি, যেহেতু ইতালিতে শুকর খাওয়া হয়, সেহেতু আমিই chief হওয়ার কারনে আমাকে ও খেয়ে টেস্ট দেখতে হয়,বা খাই, সত্যি খুব খারাপ লাগছে এই ভিডিও দেখার পর।
আল্লাহ পাক আমায় মাফ করুক, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।
ভাই জানেন আপনার জিবন কাহিনি শুনে আমার ইমান টা তাজা হয়ে গেলো।মনটা একদম ভালো হয়ে গেলো
আল্লাহুআকবার প্রিয় শাহরিয়ার ভাইয়ের কথা গুলো শুনে চোখের পানি ধরে রাখতে পারি নি।
এত কিছু ঘটার পর ও সঠিক সিদ্ধান্তে পিরে আসার জন্য অনেক ধন্যবাদ রইল