দারুন লাগছে। তবে সবচেয়ে অবাক লাগছে বড় জা বা নির্ঝরের জ্যেঠিমাকে একদম চিনতে পারি নি বলে। উনি তো ভীষণ পরিচিত মুখ। রত্না সরকার। কিন্তু বলতেই হচ্ছে ওনার makeup টা দারুন হয়েছে।আর রূপা গাঙ্গুলির অভিনয় তো অনবদ্য। ওনার ঐ husky voice টাই ওনার বৈশিষ্ট্য। যা কিনা রূপার অভিনয় তথা বাচনভঙ্গি কে এক অন্য মাত্রা দেয় । ভীষণ শক্তিশালী এই অভিনেত্রী কে আবার ফিরে পেয়ে মাত্রাতিরিক্ত খুশি হয়েছি। চিত্রা সেনের কথা তো বলাইবাহুল্য । ওনার অভিনয় সম্পর্কে কিছু বলতে যাওয়াটাই ধৃষ্টতা। প্রত্যেক শিল্পীর অভিনয় অত্যন্ত যথাযথ। সর্বপরি কাহিনী অত্যন্ত বাস্তব ধর্মী। তাই খুব ভালোলাগছে এখনো পর্য্যন্ত। তবে এখনকার সিরিয়াল নির্মাতাদের বিশ্বাস নেই, হঠাৎ কি আজগুবি কান্ড কারখানা / ঘটনা দেখাতে শুরু করেন কে জানে।হতেই পারে। কিন্তু তেমনটা শুরু হলেই আর ' ভালো লাগছে ' বলতে পারবো না ' মেয়েবেলা ' কে। হয়তো আস্তে আস্তে বিতশ্রদ্ধ হয়ে দেখাই ছেড়ে দেবো। তবে এখানে তেমন কিছু মানে গরুকে গাছে ওঠানো হবে না বলেই মনে হয়। এখনো পর্য্যন্ত খুব ভালোবেসে দেখছি।
ami na ekta jinish ekkebarei bujhte parlam na, mou er meso ekta 2 takar dot pen o naki mouke kine deyni kakhono, tar choritryo ta to emon e. sekhane se mou er bier swarte 2 koti taka bar kore dilo ( bari bikri ta to gopon) eta ki kore sobai biswas kore nite pare? 2 koti te to emnitei je kono meyer biye hoe jay. se khetre eai mesoo mou er jaygay jodi nijer meyer bie die dito dodor sathe ta holeo ekta jukti thakto. poribar er karor mathay eai proshno jagche na!!! mou + mesho+ 2 koti = dhop. mana jachhe na. apurbo abhinoy sakoler tai dekhe jachhi
@@bristirao আপনি ঠিকই বলেছেন। সিরিয়ালে এরকম হটাৎ আচমকা আচমকা একটা বিষয়ের উপস্থাপনা হয়ে যায় বৈকি। সাধারণ ভাবে দেখতে গেলে যেগুলোর ঠিক ব্যাখ্যা মেলে না সহজ বুদ্ধিতে। আকছার ই হচ্ছে বাংলা সিরিয়ালের গল্পে এমন ঘটনা। কিন্তু এক্ষেত্রে , ঠান্ডা মাথায় ভাবলে বোধহয় উত্তর পেতে পারেন । বোধহয়। মৌ এর মেসোর চরিত্র টি , একটি চশমখোর , কষাই য়ের মতো চরিত্র বলেই এখানে প্রথম থেকে দেখানো হচ্ছে। যে টাকা ছাড়া কিছুই বোঝে না। চুড়ান্ত স্বার্থপর।যার মধ্যে ভালোবাসা বলে কোনো অনুভূতি ই কাজ করে না। এমন কি বৌ, মেয়ের প্রতিও। এহেন একটি চরিত্র যে আশ্রিতা শালীর মেয়েকে সর্বক্ষণ দুচ্ছাই দুচ্ছাই করবেন, ২ টাকার কলম ও কিনে দেবেন না , এটাই তো স্বাভাবিক। তাই না ? তিনি তো মৌ কে মৌ এর জন্য আশ্রয় দেন নি, দিয়েছেন মৌ এর মায়ের গয়না, বাবার টাকা কড়ি ইত্যাদি মৌ এর অভিভাবক সেজে আত্মসাৎ করবেন বলে। করেছেন ও তিনি তাই। এহেন একটি হৃদয়হীন মানুষ যখন সুযোগ পেলেন মৌ এর মতো আপদ কে ঘাড় থেকে ঝেড়ে ফেলতে , তা তিনি সেই সুযোগের সদ্ব্যবহার করবেন না ? তিনি তাই করেছেন। আর এবারে প্রশ্ন হোলো, ২ কোটি টাকা। ওটা কীভাবে এলো, তাই তো ? আমিও প্রথমে অবাক হয়েছিলাম আপনার মতো। কিন্তু পরে তো দেখানো হোলো, মেসো একজন প্রতিষ্ঠিত আইনজীবী। আদালতের বাইরেও যার বাড়িতে private chamber আছে। ধরা যেতেই পারে, সেখানে মক্কেলের আনাগোনা ও চলে নিয়মিত। মোটকথা একজন খুব ভালো পসার আছে এমন একজন আইন ব্যাবসায়ীর কাছে ২ কোটি টাকা বের করে দেওয়া খুব একটা কঠিন ব্যাপার নয়। তাই না ? এবার আসছি আপনার শেষ প্রশ্নে। এই ২ কোটি টাকার বিনিময়ে তো তিনি মৌ য়ের বদলে নিজের মেয়েকেই ডোডো'র সাথে বিয়ে দিতে পারতেন।------ অনেক গুলো উত্তর হয় এর। প্রথম কথা, যত ই পাষন্ড হন না কেন, বাবা তো দিনের শেষে। তাহলে কীকরে নিজের মেয়েকে জলে ছুঁড়ে ফেলে দেন ? বিশেষ করে যেখানে ওনার মেয়ে বয়েসে অনেক ছোটো একটা বাচ্চা মেয়ে, ছাত্রী। দ্বিতীয়ত , গল্প অনুযায়ী এখনো পর্যন্ত তো আমরা সবাই জানি, এই বিয়ে কোনোদিনই সুখের হবে না। কোনো দাম্পত্য সম্পর্ক ই তৈরি হবে না দুজনের মধ্যে। ডোডো চাঁদনি র জায়গায় অন্য কোনো মেয়েকে, তা মৌ, পিউ যেই হোক না কেন, কাউকে বসাতে পারবে না কোনোদিনই। তাই সব জেনেশুনে তিনি নিজের মেয়েকে চির অসুখী দাম্পত্য উপহার দিতে যাবেন কেন বাবা হয়ে ? মৌ এর মতো আপদের জীবনে যা খুশি হোক, দেখার দরকার নেই ঘাড় থেকে নামলেই হোলো। আর তৃতীয় কারণ, এই মুহূর্তে ডোডো পাত্র হিসেবে একেবারে শুন্য পাওয়া ছাত্র। পুলিশ লক আপে যেতে যেতে না যাওয়া একজন ক্ষত - বিদ্ধস্ত , সম্বলহীন প্রোমোটার। সম্পূর্ণ অস্থায়ী আয়। এমন কোনো ইঙ্গিত- ইশারা আমরা পাই নি এখনো, ডোডো তার ব্যাবসায়ে আবার উঠে দাঁড়াবে বলে। এরকম একটা ভিক্ষাপাত্র হাতে নিয়ে দাড়িয়ে থাকা বেরোজগেরে ,আশা ভরসা হীন পাত্রের হাতে কেউ নিজের মেয়েকে তুলে দেয়? যার আবার কিনা, বুদ্ধি বলেই কিছু নেই ? বুদ্ধির দোষ না থাকলে এতবড় বিপদ কেউ ডেকে আনতে পারে সারা বাড়ির জন্য ? তাই একজন বিচক্ষণ বাবা হিসেবে উনি এক্ষেত্রে নিজের মেয়ের কথা মোটেও ভাবেন নি। থাকলো বাকি, বাড়ি , থুড়ি ১ তলাটা বিক্রির রহস্য টা। ঠাম্মার শর্ত অনুযায়ী ভাদুড়ি পরিবার এই ২ কোটি টাকার বিনিময়ে আজীবন থেকে যেতে পারবেন এই বাড়ির ১ তলায়। আর যেহেতু মৌকে তার মাসি মেসো সর্বসমক্ষে নিজেদের মেয়ে বলেই পরিচয় দিয়ে থাকেন, তাই এই একতলাটি ২ কোটি টাকা দিয়ে কিনে এটি মোহনা মিত্রর নামেই রেজিস্ট্রি করতে হবে। তবেই তিনি দেবতনু ভাদুড়ির শর্ত ( ডোডোর সাথে মৌ এর বিয়ে ) মানতে রাজি থাকবেন। সুচতুরা ঠাম্মি জানেন যে, মৌ এর মতো নাতবৌ এর নামে বাড়ি থাকা মানেই নাতির নামেই থাকা। মানে একতলাটি ও কোনোদিনই হাতছাড়া হবে না। কিন্তু বাড়ি সম্পর্কীত এই গোটা বিষয়টি ই এখনো গোপনে আছে। তবে শয়তান , অর্থলোভী মেসোর কল্যানে তা আর বেশিদিন গোপন থাকবে না মনে হয়। দেখাই যাক, গল্পের গতি কোন্ দিকে গড়ায়। আমি এইভাবেই ভেবে নিয়েছি গল্প টিকে ঠিক ভুল জানিনা। মোটকথা আমার খুব ভালো লাগছে দেখতে ' মেয়ে বেলা '। যেদিন এই সিরিয়ালেও কোনো ঘটনার কোনো মাথা মুন্ডু যুক্তি খুঁজে পাবো না, সেদিন থেকে এটাও দেখা ছেড়ে দেবো, মিঠাই আর আরও অনেক সিরিয়ালের মতো।
ডোডোর চরিত্রে যিনি অভিনয় করছেন তিনি আদৌ সিঙ্গেল নন। উনি বিবাহিত।
Star jalshar puran serial gulu keno disce na. Yt
খুব ভালো লাগছে ।
দারুন লাগছে। তবে সবচেয়ে অবাক লাগছে বড় জা বা নির্ঝরের জ্যেঠিমাকে একদম চিনতে পারি নি বলে। উনি তো ভীষণ পরিচিত মুখ। রত্না সরকার। কিন্তু বলতেই হচ্ছে ওনার makeup টা দারুন হয়েছে।আর রূপা গাঙ্গুলির অভিনয় তো অনবদ্য। ওনার ঐ husky voice টাই ওনার বৈশিষ্ট্য। যা কিনা রূপার অভিনয় তথা বাচনভঙ্গি কে এক অন্য মাত্রা দেয় । ভীষণ শক্তিশালী এই অভিনেত্রী কে আবার ফিরে পেয়ে মাত্রাতিরিক্ত খুশি হয়েছি। চিত্রা
সেনের কথা তো বলাইবাহুল্য । ওনার অভিনয় সম্পর্কে কিছু বলতে যাওয়াটাই ধৃষ্টতা। প্রত্যেক শিল্পীর অভিনয় অত্যন্ত যথাযথ। সর্বপরি কাহিনী অত্যন্ত বাস্তব ধর্মী। তাই খুব ভালোলাগছে এখনো পর্য্যন্ত। তবে এখনকার সিরিয়াল নির্মাতাদের বিশ্বাস নেই, হঠাৎ কি আজগুবি কান্ড কারখানা / ঘটনা দেখাতে শুরু করেন কে জানে।হতেই পারে। কিন্তু তেমনটা শুরু হলেই আর ' ভালো লাগছে ' বলতে পারবো না ' মেয়েবেলা ' কে। হয়তো আস্তে আস্তে বিতশ্রদ্ধ হয়ে দেখাই ছেড়ে দেবো। তবে এখানে তেমন কিছু মানে গরুকে গাছে ওঠানো হবে না বলেই মনে হয়। এখনো পর্য্যন্ত খুব ভালোবেসে দেখছি।
Same same,suru theke sesh porjonto ekdom egulo Amaro moner kotha.
ami na ekta jinish ekkebarei bujhte parlam na, mou er meso ekta 2 takar dot pen o naki mouke kine deyni kakhono, tar choritryo ta to emon e. sekhane se mou er bier swarte 2 koti taka bar kore dilo ( bari bikri ta to gopon) eta ki kore sobai biswas kore nite pare? 2 koti te to emnitei je kono meyer biye hoe jay. se khetre eai mesoo mou er jaygay jodi nijer meyer bie die dito dodor sathe ta holeo ekta jukti thakto. poribar er karor mathay eai proshno jagche na!!! mou + mesho+ 2 koti = dhop. mana jachhe na. apurbo abhinoy sakoler tai dekhe jachhi
@@bristirao আপনি ঠিকই বলেছেন। সিরিয়ালে এরকম হটাৎ আচমকা আচমকা একটা বিষয়ের উপস্থাপনা হয়ে যায় বৈকি। সাধারণ ভাবে দেখতে গেলে যেগুলোর ঠিক ব্যাখ্যা মেলে না সহজ বুদ্ধিতে। আকছার ই হচ্ছে বাংলা সিরিয়ালের গল্পে এমন ঘটনা।
কিন্তু এক্ষেত্রে , ঠান্ডা মাথায় ভাবলে বোধহয় উত্তর পেতে পারেন । বোধহয়।
মৌ এর মেসোর চরিত্র টি , একটি চশমখোর , কষাই য়ের মতো চরিত্র বলেই এখানে প্রথম থেকে দেখানো হচ্ছে। যে টাকা ছাড়া কিছুই বোঝে না। চুড়ান্ত স্বার্থপর।যার মধ্যে ভালোবাসা বলে কোনো অনুভূতি ই কাজ করে না। এমন কি বৌ, মেয়ের প্রতিও। এহেন একটি চরিত্র যে আশ্রিতা শালীর মেয়েকে সর্বক্ষণ দুচ্ছাই দুচ্ছাই করবেন, ২ টাকার কলম ও কিনে দেবেন না , এটাই তো স্বাভাবিক। তাই না ? তিনি তো মৌ কে মৌ এর জন্য আশ্রয় দেন নি, দিয়েছেন মৌ এর মায়ের গয়না, বাবার টাকা কড়ি ইত্যাদি মৌ এর অভিভাবক সেজে আত্মসাৎ করবেন বলে। করেছেন ও তিনি তাই। এহেন একটি হৃদয়হীন মানুষ যখন সুযোগ পেলেন মৌ এর মতো আপদ কে ঘাড় থেকে ঝেড়ে ফেলতে , তা তিনি সেই সুযোগের সদ্ব্যবহার করবেন না ? তিনি তাই করেছেন।
আর এবারে প্রশ্ন হোলো, ২ কোটি টাকা। ওটা কীভাবে এলো, তাই তো ? আমিও প্রথমে অবাক হয়েছিলাম আপনার মতো। কিন্তু পরে তো দেখানো হোলো, মেসো একজন প্রতিষ্ঠিত আইনজীবী। আদালতের বাইরেও যার বাড়িতে private chamber আছে। ধরা যেতেই পারে, সেখানে মক্কেলের আনাগোনা ও চলে নিয়মিত।
মোটকথা একজন খুব ভালো পসার আছে এমন একজন আইন ব্যাবসায়ীর কাছে ২ কোটি টাকা বের করে দেওয়া খুব একটা কঠিন ব্যাপার নয়। তাই না ?
এবার আসছি আপনার শেষ প্রশ্নে।
এই ২ কোটি টাকার বিনিময়ে তো তিনি মৌ য়ের বদলে নিজের মেয়েকেই ডোডো'র সাথে বিয়ে দিতে পারতেন।------ অনেক গুলো উত্তর হয় এর। প্রথম কথা, যত ই পাষন্ড হন না কেন, বাবা তো দিনের শেষে। তাহলে কীকরে নিজের মেয়েকে জলে ছুঁড়ে ফেলে দেন ? বিশেষ করে যেখানে ওনার মেয়ে বয়েসে অনেক ছোটো একটা বাচ্চা মেয়ে, ছাত্রী। দ্বিতীয়ত , গল্প অনুযায়ী এখনো পর্যন্ত তো আমরা সবাই জানি, এই বিয়ে কোনোদিনই সুখের হবে না। কোনো দাম্পত্য সম্পর্ক ই তৈরি হবে না দুজনের মধ্যে। ডোডো চাঁদনি র জায়গায় অন্য কোনো মেয়েকে, তা মৌ, পিউ যেই হোক না কেন, কাউকে বসাতে পারবে না কোনোদিনই। তাই সব জেনেশুনে তিনি নিজের মেয়েকে চির অসুখী দাম্পত্য উপহার দিতে যাবেন কেন বাবা হয়ে ? মৌ এর মতো আপদের জীবনে যা খুশি হোক, দেখার দরকার নেই ঘাড় থেকে নামলেই হোলো। আর তৃতীয় কারণ, এই মুহূর্তে ডোডো পাত্র হিসেবে একেবারে শুন্য পাওয়া ছাত্র। পুলিশ লক আপে যেতে যেতে না যাওয়া একজন ক্ষত - বিদ্ধস্ত , সম্বলহীন প্রোমোটার। সম্পূর্ণ অস্থায়ী আয়। এমন কোনো ইঙ্গিত- ইশারা আমরা পাই নি এখনো, ডোডো তার ব্যাবসায়ে আবার উঠে দাঁড়াবে বলে। এরকম একটা ভিক্ষাপাত্র হাতে নিয়ে দাড়িয়ে থাকা বেরোজগেরে ,আশা ভরসা হীন পাত্রের হাতে কেউ নিজের মেয়েকে তুলে দেয়? যার আবার কিনা, বুদ্ধি বলেই কিছু নেই ? বুদ্ধির দোষ না থাকলে এতবড় বিপদ কেউ ডেকে আনতে পারে সারা বাড়ির জন্য ?
তাই একজন বিচক্ষণ বাবা হিসেবে উনি এক্ষেত্রে নিজের মেয়ের কথা মোটেও ভাবেন নি।
থাকলো বাকি, বাড়ি , থুড়ি ১ তলাটা বিক্রির রহস্য টা। ঠাম্মার শর্ত অনুযায়ী ভাদুড়ি পরিবার এই ২ কোটি টাকার বিনিময়ে আজীবন থেকে যেতে পারবেন এই বাড়ির ১ তলায়। আর যেহেতু মৌকে তার মাসি মেসো সর্বসমক্ষে নিজেদের মেয়ে বলেই পরিচয় দিয়ে থাকেন, তাই এই একতলাটি ২ কোটি টাকা দিয়ে কিনে এটি মোহনা মিত্রর নামেই রেজিস্ট্রি করতে হবে। তবেই তিনি দেবতনু ভাদুড়ির শর্ত ( ডোডোর সাথে মৌ এর বিয়ে ) মানতে রাজি থাকবেন। সুচতুরা ঠাম্মি জানেন যে, মৌ এর মতো নাতবৌ এর নামে বাড়ি থাকা মানেই নাতির নামেই থাকা। মানে একতলাটি ও কোনোদিনই হাতছাড়া হবে না।
কিন্তু বাড়ি সম্পর্কীত এই গোটা বিষয়টি ই এখনো গোপনে আছে। তবে শয়তান , অর্থলোভী মেসোর কল্যানে তা আর বেশিদিন গোপন থাকবে না মনে হয়।
দেখাই যাক, গল্পের গতি কোন্ দিকে গড়ায়।
আমি এইভাবেই ভেবে নিয়েছি গল্প টিকে ঠিক ভুল জানিনা। মোটকথা আমার খুব ভালো লাগছে দেখতে ' মেয়ে বেলা '। যেদিন এই সিরিয়ালেও কোনো ঘটনার কোনো মাথা মুন্ডু যুক্তি খুঁজে পাবো না, সেদিন থেকে এটাও দেখা ছেড়ে দেবো, মিঠাই আর আরও অনেক সিরিয়ালের মতো।
Ratna Sarkar Agey dekhechhi mone hochhe... Ki mota hoye gyachhe!!
Khub bhalo bolechhen Sushmita...
Amr mone hoi papai ar tikly juti khub manabe
সিরিয়ালটি প্রথমেই জনপ্রিয় হয়ে উঠেছে 😊। সকলের অভিনয় করেছেন খুব সুন্দর,আশা করি সকল ভাই বোন এই সিরিয়ালটি ভালো লেগেছে 🙂
Khub sundor❤❤❤
ভালো লাগছে
Meye bela khub bhalo serial
Darun
টিটো কে তার কথা বললেন না?
দুর্দান্ত
Ei serial ti khub e valo lagchhe.❤
Dodor baba amar bhai,58 years noi.Dodor babar cheye mar(Rupa Ganguli)age besi
Saber charitro bhalo legeche
মৌ এর,ডোডো পাপাই স্বপন আম্মা বাবা কাকা১+২
Sandip chakrabortyr wife er chhobi koi?
Amr mote star jalsha te ekhon shobcheye handsome actor holo Arpan Ghoshal.
Ekhane Tito mane dodo r vai amader Sawon Chakraborty k kno dekhano ho6e naa ?? It's very bad decision ...
নবনীতা দে রাঙা বউ সিরিয়ালে বড় বউ
এর চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে
Chitra several boyos 85
Dodor baba amar bhai hoi, 58 years noi.Dodor babar cheye mar (Rupa Ganguli) age besi.
Zee Banglar Esche Putul Sokoler Parichoy den Plz👉👉👉
Dobo
আগামীকাল
Dodo r nayikake amr chokhe misfit lagche
চাঁদনীর দাদার নাম যদি চিরঞ্জিত সেন হয় তাহলে চাঁদনীর বাবার নাম কি শুনি ? আপনি ভুল বলেছেন চাঁদনীর দাদার নাম অয়ন সেন
Mayer jonno serial cholena
Rupake ato poisa daber ki chilo onek maa chilo ruper thake onek valo acting
Osadhoron acting hochena tai cholbena
Dodo to married tahole apni kivabe single bolsen false kotha kno bolen
Mohna noy, Mou.
faltu
খুব ভালো লাগছে।
Chitra several boyos 85
ভালো লাগছে