আজাজিলের সেজদা ও ইবলিশ হওয়ার রহস্য।কাজি জাবের

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2024

ความคิดเห็น • 84

  • @ShamimKhan-co3wu
    @ShamimKhan-co3wu ปีที่แล้ว +4

    অত্যন্ত গঠনমূলক আলোচনা। আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা।

  • @abulkalamajadraju1455
    @abulkalamajadraju1455 ปีที่แล้ว +3

    হুজুর আসসালামু আলাইকুম।
    সুবহানআল্লাহ।অনেক জ্ঞান গভীর আলোচনা। হুজুরের প্রতি বিশেষ অনুরোধ থাকবে আলোচনাগুলো সম্পূর্ণ শেষ শেষ করলে মুসলিম উম্মাহ অনেক উপকৃত হবে।
    বর্তমান যুগে আলেমরা সঠিক জ্ঞানের অভাবে এবং কুরআনের অপব্যাখ্যা করে মানুষকে বেশি বিভ্রান্ত করছে। আল্লাহর পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ মোস্তফা আহমদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শেষ নবী তাই মহান রাব্বুল আলামিন যুগে যুগে তার প্রিয় বন্ধু অলি আল্লাহ গনের মাধ্যমে ইসলাম প্রচার করে যাবেন কেয়ামতের আগে পর্যন্ত। আর আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু মনে করি এই পৃথিবীর বুকে প্রত্যেক সম্মানিত আউলিয়াগন আল্লাহর প্রিয় নবী হযরত আহমদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে খেলাফত প্রাপ্ত।
    মহান আল্লাহ আউলিয়াদেরকে গায়েবের জ্ঞান দিয়েছেন সেটা আল্লাহর অলি ছাড়া আর কারো পক্ষে জানা সম্ভব নয়। এই দুনিয়ার মানুষ দুনিয়ার লোভে মোহে অন্ধ হয়ে আছে এই লোভী ও অন্ধ মানুষদের কাছে কোন কিছু শিকার আছে বলে আমি মনে করিনা।
    হুজুর আপনার প্রতি বিশেষ অনুরোধ আপনি আলোচনাগুলো বেশি বেশি করে করবেন এবং সম্পূর্ণ আলোচনা করবেন।
    হুজুর আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আপনি অনেক মূল্যবান সময় ব্যয় করে আলোচনাগুলো করে আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য।আপনার এই জ্ঞান গভীর আলোচনাগুলো দেখে আমার জীবনটা পরিবর্তন হয়ে গেছে। এখন মন থেকে এবাদত করে অনেক তৃপ্তি পাই।
    হুজুর আমার পরিবারের সবাই মাইজভান্ডারের আল্লাহর অলিদের হাতে বায়াত হয়েছেন। আমি বর্তমানে হযরত সৈয়দ মাওলানা এমদাদুল হক মাইজভান্ডারী বাবাজানের একজন বায়াত ও আশেক।
    হুজুর আমার জন্য দোয়া করবেন এবং আপনার ফোন নাম্বারটা আমাকে দিবেন। এই গুনাগার এর পক্ষে যদি সম্ভব হয় আপনাকে ফোন করে সালাম ও দোয়া নেওয়ার জন্য চেষ্টা করব।ইনশাআল্লাহ মহান রাব্বুল আলামিন যদি সুযোগ করে দেন কোন এক সময় আপনাদের দরবারে আসবো আপনার এবং সৈয়দ কালান্দার বাবা জাহাঙ্গীর হুজুরের মাজার শরিফে গিয়ে জিয়ারতের মাধ্যমে উনার দিদার নসিব করার জন্য।
    মোহাম্মদ আবুল কালাম
    চট্টগ্রাম,আগ্রাবাদ।

  • @md.alamin2781
    @md.alamin2781 6 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤জয় গুরু 💙 জয় গুরু 💙 জয় গুরু 💙 জয় গুরু 💙 জয় গুরু 💙 জয় গুরু 💙 গাইবান্ধা জেলা থেকে

  • @mdjuel2048
    @mdjuel2048 ปีที่แล้ว +6

    জাবের ভাই আপনি কমেন্ট পরেননি আমি সিলেট হবিগন্জ থেকে আপনার আলোচনা সবসময় শুনি আপনার আলোচনা শুনে আমার চিন্তা ধারা পাল্টে গেছে

  • @razzakr4788
    @razzakr4788 ปีที่แล้ว +2

    জয় বাবা বেদম ওয়ারসির জয় জাহাঙ্গীরের জয়। জাবের স্যারকে অসংখ্য ধন্যবাদ সত্য বলার জন্য। দর্শনা সীমান্তে চুয়াডাঙ্গা

  • @MstChamely-l4g
    @MstChamely-l4g 2 หลายเดือนก่อน +1

    আমি সব সময় আপনার সব শুনার চেস্টা করি আমি কুষ্টিয়া তেকে বলছি

  • @md.alamin2781
    @md.alamin2781 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤সুফিবাদ জয় গুরু 💙 জয় গুরু 💙 জয় গুরু 💙 জয় গুরু 💙 জয় গুরু 💙 জয় গুরু 💙 জয় গুরু 💙💙 জয় জয়

  • @rafiqulislam-gz9qu
    @rafiqulislam-gz9qu ปีที่แล้ว +1

    অত্যান্ত গোপনীয় ও ১০০% সত্য কথা।কেমন আছেন।আপনার সাথে আমার দেখা হয়েছিল বাবা লালন শাহ দরবারে গত ১৯/১০/২৩ তারিখ।আপনার প্রতি চালাম ওশুভেচ্ছা।জয়গুরু।

  • @MdRubel-fg1pw
    @MdRubel-fg1pw ปีที่แล้ว +3

    আলহামদুলিল্লাহ এ কথা আগে কখনো কোথাও শুনিনি।

  • @ahbtv392
    @ahbtv392 ปีที่แล้ว +10

    সাব্বাস জাবের ভাই আল্লাহ আপনার মুর্শিদের উচিলায় হেদায়েত করুন

    • @AlimaliKom-ic6pp
      @AlimaliKom-ic6pp ปีที่แล้ว

      Javer Jahangir kinto onnke Kotha bole nai. Sudo guta Khaibo bole😊badam ke bole Selam onnke bar tur poket sera poket ta sellai Korte😐😐😐😐guta khaite sasse? 😐😐Pakna valo basi pakna valo na Javed. Muke kiso ta lagam de

    • @soyfulislam7892
      @soyfulislam7892 ปีที่แล้ว +1

      আমিমুছূললি

    • @soyfulislam7892
      @soyfulislam7892 ปีที่แล้ว +1

      ইলাহিভরূসা। আমিন।আমিন

    • @aryanalif.8288
      @aryanalif.8288 8 หลายเดือนก่อน

      হেদায়েত কে দেয়? মুহাম্মদকে হিদায়েত কইল্ল না কেন?

  • @delwarhossen4335
    @delwarhossen4335 ปีที่แล้ว

    দয়াল আপনার কথা গুলি সত্যি। দুনিয়ার মানুষ বিশ্বাস করে না করে আমার কিছু আশে যায় না।আমি বিশ্বাস করি।আমার দয়াল মোরশেদ খাজা কুতুব বাগি জিন্দাবাদ।

  • @sheikhnorjahan5363
    @sheikhnorjahan5363 ปีที่แล้ว +2

    জয় গুরু দয়াল বাবা জাহাঙ্গীর জয় হোক তুমার বাবা, জয় হোক জাবের আল জাহাঙ্গীর সুরেশ্বরী, ফাশক্লাশ আলোচনা চাই, আমি অসুস্থ, আমার জন্য দোয়া করবেন, জয় মুরশিদ জয় 🤲🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️👍

  • @giasuddin2120
    @giasuddin2120 ปีที่แล้ว

    জয় হোক, অসাধারণ সত্য প্রকাশ।

  • @ishanraj6474
    @ishanraj6474 ปีที่แล้ว

    বড় একটি রহস্য সম্পর্কে জানতে পারলাম। ধন্যবাদ। শুভকামনা রইলো।

  • @RaselAhmed-dd4kh
    @RaselAhmed-dd4kh ปีที่แล้ว

    জয় গুরু বাবা কাজী জাবের আল বেদম অরসী আল জাহাঙ্গীর (আ:) বা ঈমান আল সুরেশ্বরী কেবলা কাবা চেরাগে জান শরীফ দয়া ভিক্ষা চাই 🙏🖤

  • @harunkhan6127
    @harunkhan6127 6 หลายเดือนก่อน

    মহানবী মুহাম্মদ সঃ এর নির্দেশিত পথই আল্লাহর পবিত্র দরবারে পৌঁছানোর একমাত্র সঠিক সহজ সরল পথ।আর সবই অনিষ্ট কর ও বিভ্রান্তিকর এবং পথভ্রষ্ট কারী ধ্বংসাত্মক ।

  • @SassSal-yr5qk
    @SassSal-yr5qk 8 หลายเดือนก่อน

    ভক্তি পুর্ণ সালাম আপনারে❤❤❤❤

  • @BabrAli-qs1fs
    @BabrAli-qs1fs 4 หลายเดือนก่อน

    হে আমার রব হে আমার আল্লা এমন বেতা বেদনা তুমি কাওকে দিও না যাহা সে সইতে পারি বে না।তুমি দয়াময় তুমি রহমান। আমিন আমিন আমিন।গুরু ছারা সিশস সত্য সবাই আমার গুরু। জয় গুরু বাবা জাবের।

  • @mdLalon-w7f
    @mdLalon-w7f ปีที่แล้ว +5

    মানুষ কবিতা
    কাজী নজরুল ইসলাম
    গাহি সাম্যের গান-
    মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান!
    নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি,
    সব দেশে, সব কালে, ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি।-
    পূজারী, দুয়ার খোলো,
    ক্ষুধার ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে পূজার সময় হলো!’
    স্বপন দেখিয়া আকুল পূজারী খুলিল ভজনালয়,
    দেবতার বরে আজ রাজা-টাজা হ’য়ে যাবে নিশ্চয়!-
    জীর্ণ-বস্ত্র শীর্ণ-গাত্র, ক্ষুধায় কন্ঠ ক্ষীণ
    ডাকিল পান্থ, ‘দ্বার খোলো বাবা, খাইনিকো সাত দিন!’
    সহসা বন্ধ হলো মন্দির, ভুখারী ফিরিয়া চলে,
    তিমির রাত্রি, পথ জুড়ে তার ক্ষুধার মানিক জ্বলে!
    ভুখারি ফুকারি কয়,
    ঐ মন্দির পূজারীর, হায় দেবতা, তোমার নয়!’
    মসজিদে কাল শিরনি আছিল, অঢেল গোস্ত-রুটি
    বাঁচিয়া গিয়াছে, মোল্লা সাহেব হেসে তাই কুটিকুটি!
    এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন,
    বলে ‘বাবা, আমি ভুকা-ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন!’
    তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা - ‘ভ্যালা হলো দেখি লেঠা,
    ভুখা আছো মরো গো-ভাগাড়ে গিয়ে! নামাজ পড়িস বেটা?’
    ভুখারী কহিল, ‘না বাবা!’ মোল্লা হাঁকিল - ‘তা হলে শালা,
    সোজা পথ দেখ!’ গোস্ত-রুটি নিয়া মসজিদে দিল তালা!
    ভুখারি ফিরিয়া চলে,
    চলিতে চলিতে বলে-
    ‘আশিটা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু,
    আমার ক্ষুধার অন্ন তা’বলে বন্ধ করনি প্রভু!
    তব মসজিদ-মন্দিরে প্রভু নাই মানুষের দাবি,
    মোল্লা-পুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবি!’
    কোথা চেঙ্গিস, গজনি-মামুদ, কোথায় কালাপাহাড়?
    ভেঙে ফেল ঐ ভজনালয়ের যত তালা-দেওয়া-দ্বার!
    খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা?
    সব দ্বার এর খোলা রবে, চালা হাতুড়ি-শাবল চালা!
    হায় রে ভজনালয়,
    তোমার মিনারে চড়িয়া ভন্ড গাহে স্বার্থের জয়!
    মানুষেরে ঘৃণা করি
    ও কারা কোরান, বেদ, বাইবেল চুম্বিছে মরি মরি
    ও মুখ হইতে কেতাব-গ্রন্থ নাও জোর করে কেড়ে,
    যাহারা আনিল গ্রন্থ-কেতাব সেই মানুষেরে মেরে,
    পূজিছে গ্রন্থ ভন্ডের দল! -মূর্খরা সব শোনো,
    মানুষ এনেছে গ্রন্থ; -গ্রন্থ আনেনি মানুষ কোনো।
    আদম দাউদ ঈসা মুসা ইব্রাহিম মোহাম্মাদ
    কৃষ্ণ বুদ্ধ নানক কবীর, -বিশ্বের সম্পদ,
    আমাদেরি এঁরা পিতা-পিতামহ, এই আমাদের মাঝে
    তাঁদেরি রক্ত কম-বেশি করে প্রতি ধমনীতে রাজে!
    আমরা তাঁদেরি সন্তান, জ্ঞাতি, তাঁদেরি মতন দেহ,
    কে জানে কখন মোরাও অমনি হয়ে যেতে পারি কেহ।
    হেসো না বন্ধু! আমার আমি সে কত অতল অসীম,
    আমিই কি জানি কে জানে কে আছে আমাতে মহামহিম।
    হয়ত আমাতে আসিছে কল্কি, তোমাতে মেহেদী ঈসা,
    কে জানে কাহার অন্ত ও আদি, কে পায় কাহার দিশা?
    কাহারে করিছ ঘৃণা তুমি ভাই, কাহারে মারিছ লাথি?
    হয়ত উহারই বুকে ভগবান্‌ জাগিছেন দিবারাতি!
    অথবা হয়ত কিছুই নহে সে, মহান উচ্চ নহে,
    আছে ক্লেদাক্ত ক্ষত-বিক্ষত পড়িয়া দুঃখ-দহে,
    তবু জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয়
    ঐ একখানি ক্ষুদ্র দেহের সম পবিত্র নয়!
    হয়তো ইহারি ঔরসে ভাই ইহারই কুটির-বাসে
    জন্মিছে কেহ- জোড়া নাই যার জগতের ইতিহাসে!
    যে বাণী আজিও শোনেনি জগৎ, যে মহাশক্তিধরে
    আজিও বিশ্ব দেখনি,-হয়ত আসিছে সে এরই ঘরে!
    ও কে? চন্ডাল? চম্‌কাও কেন? নহে ও ঘৃণ্য জীব!
    ওই হতে পারে হরিশচন্দ্র, ওই শ্মশানের শিব।
    আজ চন্ডাল, কাল হ’তে পারে মহাযোগী-সম্রাট,
    তুমি কাল তারে অর্ঘ্য দানিবে, করিবে নান্দীপাঠ।
    রাখাল বলিয়া কারে করো হেলা, ও-হেলা কাহারে বাজে!
    হয়ত গোপনে ব্রজের গোপাল এসেছে রাখাল সাজে!
    চাষা বলে কর ঘৃণা!
    দেখো চাষা-রূপে লুকায়ে জনক বলরাম এলো কি না!
    যত নবী ছিল মেষের রাখাল, তারাও ধরিল হাল,
    তারাই আনিল অমর বাণী-যা আছে রবে চিরকাল।
    দ্বারে গালি খেয়ে ফিরে যায় নিতি ভিখারী ও ভিখারিনী,
    তারি মাঝে কবে এলো ভোলা-নাথ গিরিজায়া, তা কি চিনি!
    তোমার ভোগের হ্রাস হয় পাছে ভিক্ষা-মুষ্টি দিলে,
    দ্বারী দিয়ে তাই মার দিয়ে তুমি দেবতারে খেদাইলে।
    সে মার রহিল জমা-
    কে জানে তোমায় লাঞ্ছিতা দেবী করিয়াছে কিনা ক্ষমা!
    বন্ধু, তোমার বুক-ভরা লোভ, দু’চোখে স্বার্থ-ঠুলি,
    নতুবা দেখিতে, তোমারে সেবিতে দেবতা হ’য়েছে কুলি।
    মানুষের বুকে যেটুকু দেবতা, বেদনা-মথিত-সুধা,
    তাই লুটে তুমি খাবে পশু? তুমি তা দিয়ে মিটাবে ক্ষুধা?
    তোমার ক্ষুধার আহার তোমার মন্দোদরীই জানে
    তোমার মৃত্যু-বাণ আছে তব প্রাসাদের কোনোখানে!
    তোমারি কামনা-রানি
    যুগে যুগে, পশু, ফেলেছে তোমায় মৃত্যু-বিবরে টানি।

    • @RaselAhmed-dd4kh
      @RaselAhmed-dd4kh ปีที่แล้ว

      জয় গুরু বাবা কাজী নজরুল ইসলাম,, আপনি তো হক,, আপনিই তো কেবল আপনার তুলনা 🙏🖤

    • @mdLalon-w7f
      @mdLalon-w7f ปีที่แล้ว

      ইতরপনা কার্য আমার ঘটেছে অহর্নিশি। গুরু আমারে কি রাগবেন ওই না চরণের দাশি।,,,, লালন,,,,

  • @Fakiri-f8y
    @Fakiri-f8y ปีที่แล้ว +2

    মারহাবা মাশাআল্লাহ্

  • @llimabegum655
    @llimabegum655 ปีที่แล้ว

    বাবা জাহাঙ্গীর এই মুহূর্তে আপনার প্রোসংসা করার মতো ভাসা আমার জানা নাই জয় গুরু জয়

  • @Sanarul123
    @Sanarul123 ปีที่แล้ว

    Please 🙏🙏🙏🙏🙏🙏
    Bakita Send Kore din

  • @alamgirhossain8403
    @alamgirhossain8403 ปีที่แล้ว +1

    Sound clear na

  • @alamgirhossain8403
    @alamgirhossain8403 ปีที่แล้ว

    Sound problem

  • @suhelbhuiyan-zt3bx
    @suhelbhuiyan-zt3bx ปีที่แล้ว +1

    জয় গুরু ❤❤❤❤

  • @Funnypage2.0
    @Funnypage2.0 ปีที่แล้ว

    আহ কি সুন্দর সত্য বানী

  • @llimabegum655
    @llimabegum655 ปีที่แล้ว

    বাবা জাহাঙ্গীররে অছিলায় অনেক বড় সত্য জানতে পারলাম যা কনো মাওলানা রা আজও পজন্ত বলেনি জয় বাবা জাহাঙ্গীরের জয়

  • @shamsunnahar4797
    @shamsunnahar4797 ปีที่แล้ว

    খুব খারাপ লাগে যখন এই সব যুক্তিযুক্ত কথা শুনার পরও মানুষ নেতিবাচক কমেন্ট করে।

  • @doitvlog
    @doitvlog ปีที่แล้ว

    শয়তানকে তার নিজের নফস বাধা দিয়েছিলো।
    আল্লাহ এতো অসহায় না, যে শয়তানের সাহায্য দরকার।

  • @NerobKhan-te6zk
    @NerobKhan-te6zk ปีที่แล้ว

    Well done 👍

  • @MizanurRahman-vf4mx
    @MizanurRahman-vf4mx ปีที่แล้ว +1

    আমি অনেক কমেন্ট করি আপনি কি কমেন্টগুলো পড়েননা। দয়া করে কমেন্টগুলো পড়বেন?

  • @JitroRajjYousuf1155
    @JitroRajjYousuf1155 ปีที่แล้ว +2

    আমার কলিজার কাটা, আপনার পদো পরশে নিরাময় করিতে চাই, (দয়াল বাজান জাবের,) (আল জাহাঙ্গীর)

  • @mdsuhan1477
    @mdsuhan1477 9 หลายเดือนก่อน

    তাহলে মানুষ কে কার সুরাতে বানায়ছে,,দয়া করে এই বিষয়ে আলোচনা করলে ভালো হত,,,জয় গুরু 🙏🙏🙏

  • @PawanSingh-rm3bz
    @PawanSingh-rm3bz ปีที่แล้ว

    জয় সাধু গুরু ❤

  • @MdmirjahifMirja
    @MdmirjahifMirja 7 หลายเดือนก่อน

    Tahole goro adom ki !!!!? kibhabe take dekhe bo!!!?❤😢😮🎉

  • @MDRubel-zl2tf
    @MDRubel-zl2tf ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MdRaza-xe2ty
    @MdRaza-xe2ty 6 หลายเดือนก่อน

    ❤❤❤jy

  • @mdnuralom331
    @mdnuralom331 ปีที่แล้ว

    আজাজিল নাম কোথায় পাইলেন?

  • @imtiazhossain5337
    @imtiazhossain5337 ปีที่แล้ว

    জয়গুরু ❤❤❤❤❤

  • @MisterHikmat
    @MisterHikmat ปีที่แล้ว +1

    ❤❤❤

  • @NurSiddiky
    @NurSiddiky 4 หลายเดือนก่อน

    জয়গুরু

  • @shirinislam4575
    @shirinislam4575 ปีที่แล้ว +1

    আল্লাহ এদের হেদায়েত দান কর

    • @jiyaeul
      @jiyaeul ปีที่แล้ว

      😂Abna ke na ke koruk. দয়া করে কুরআনের তাফসীর। পড়ে দেখবেন। আমরা হুজুরদের বক্তব্য শুনে খুব ভালো লাগে। তুমি কিন্তু সেগুলো আমল করতে বা জীবনে প্রায় করতে খুব খারাপ লাগে তাই না। নামাজ পড়তে বলে কিন্তু দুঃখের বিষয় কেউ নামাজ পড়তে জাইনা কারণ থেকে আমাদের না যেতে যেতে অভ্যাস হয়ে গেছে গা। তেমনি ধর্ম আপনার আপনি যে দৃষ্টিকোণ থেকে দেখবেন ঠিক তেমনি আপনার লাগবে মনটাকে সাফা করেন।❤❤ আপনি জানলেন কিভাবে তারা খারাপ

    • @jiyaeul
      @jiyaeul ปีที่แล้ว

      পথে আছে আপনি হেদায়েত দিবার বলতেছেন আল্লাহ কে। কে সঠিক পথে আছে সেটা আল্লাহ ভালো জানে মানুষ কোনদিন নির্ধারিত করতে পারবে না। কারণ কার মনে কি আছে আল্লাহ ভালো জানে ন এই পৃথিবীতে এমন কোন মানুষ কুরআনের তাফসীর এর পরিপূর্ণভাবে বুঝতে পারবে না নবী-রাসূল রা তারা জানে। তাছাড়া বাকি কেও জানেনা।😢😢 দয়া করে কিছু মনে করবেন না। আমি অহংকার করে বলি নাই। আমরা ইসলাম ধর্মকে বিভিন্ন হুজুরের ওয়াজ শুনে এই দৃষ্টিকোণ থেকে ধর্মটাকে দেখি কিন্তু কুরআন কি বলতে চাইছে তাও বুঝার চেষ্টা করিনা

  • @AsmaRhaman-ku8zn
    @AsmaRhaman-ku8zn ปีที่แล้ว +1

    ❤Mash Allah ❤

  • @ConfusedCoffeePot-ik1qm
    @ConfusedCoffeePot-ik1qm 7 หลายเดือนก่อน

    🥰🙏🙏🥰

  • @monowarakhatun8904
    @monowarakhatun8904 ปีที่แล้ว

    Jaber vaiy Gro sate Samer sate melon Korte hao a vaba melon krote hobby at k vibe sombab

  • @MdmirjahifMirja
    @MdmirjahifMirja 7 หลายเดือนก่อน

    ami pagul ho ya jabo!!!!!!!❤🎉😢

  • @mdsujunkhondoker
    @mdsujunkhondoker ปีที่แล้ว +1

    কথা শেষ না হতেই ভিডিও শেষ জয়ে জায়, এই সব ভালোলাগে না আশা করি পুরো আলোচনা দিবেন

  • @arali9744
    @arali9744 ปีที่แล้ว +1

    Joy guru

  • @nurnobi4768
    @nurnobi4768 ปีที่แล้ว

    ❤❤

  • @MdMuneer-v3q
    @MdMuneer-v3q ปีที่แล้ว

    🙏🌹🙏

  • @bosirahmmed8660
    @bosirahmmed8660 ปีที่แล้ว

    জাবের ভাই আপনার কাছে অনুরোধ এসব গোপন আলোচনা প্রকাশ করবেননা।

    • @pagolnasir
      @pagolnasir ปีที่แล้ว +1

      এগুলো বিষয় না বলাই ভালো, সত্য বানী জয় গুরু 🙏

  • @MasumKhan-kc5pl
    @MasumKhan-kc5pl 5 หลายเดือนก่อน

    আজাজিল ছিল জিন আর জিনের ইচ্ছা সক্তি আছে, তাই সে অহংকার করছে।।

  • @nowabkhan3038
    @nowabkhan3038 ปีที่แล้ว +1

    জয়গুরু

  • @eliassikdar3420
    @eliassikdar3420 ปีที่แล้ว

    জয় বাবা লিকসন চানের জয়। জয় হোক সুরেসরীর। জয় হোক পাক পাঞ্জাতনের সকল অলিআললার। জয় হোক

  • @adil-molla
    @adil-molla ปีที่แล้ว

    এতো দেখছি ইবলিশের ভাই

    • @Jonya7386
      @Jonya7386 5 หลายเดือนก่อน

      Biadob😂😂😂😂😂

  • @monowarapervin3123
    @monowarapervin3123 8 หลายเดือนก่อน

    কি অমৃত বানী।

  • @RAKIBrakib-t1x
    @RAKIBrakib-t1x ปีที่แล้ว

    জয় গুরু

  • @mdnuralom331
    @mdnuralom331 ปีที่แล้ว

    ভুল ভাল কথা বলো কেন

  • @MizanhossinMizanhossin
    @MizanhossinMizanhossin ปีที่แล้ว

    দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাবের

  • @mrrasel3077
    @mrrasel3077 ปีที่แล้ว

    জয় বাবা জাহাঙ্গীর জয় বাবা জাবের

  • @lgssimanto
    @lgssimanto ปีที่แล้ว

    বাবা জাহাঙ্গীর আমার খোদা

    • @doitvlog
      @doitvlog ปีที่แล้ว

      নাউজুবিল্লাহ

  • @imtaufiqmehedi
    @imtaufiqmehedi ปีที่แล้ว

    কদমবুচি নিবেন বাবা❤

  • @faruqueahmed8122
    @faruqueahmed8122 5 หลายเดือนก่อน

    Right

  • @MdRaza-xe2ty
    @MdRaza-xe2ty 6 หลายเดือนก่อน

    ❤❤❤jy

  • @MisterHikmat
    @MisterHikmat 9 หลายเดือนก่อน

    ❤❤❤❤