বাংলা ভাষা অতি সুমিষ্ট আর সমৃদ্ধ। এই গান গুলি তার অন্যতম প্রমাণ। প্রতিটি সংগীত অত্যন্ত সুন্দর ও দরদ দিয়ে গাওয়া। ভাষার বলিষ্ঠতা, গভীরতা, মাধুর্য সব মিলিয়ে মিশিয়ে এক অনন্য সৃষ্টি। সকল শিল্পীকে জানাই আন্তরিক অভিনন্দন । সঙ্গীত রচয়িতা স্বনামধন্য দ্বিজেন্দ্র লাল কে আন্তরিক শ্রদ্ধা।
আজ ভাষা দিবসের দিনে কবি ডি এল রায়ের এ গান গুলো বাংলাদেশের প্রথিতযশা শিল্পীদের কন্ঠে শুনে প্রাণ জুড়িয়ে গেল । বিশেষ করে প্রমিলা ম্যামকে প্রণাম জানাই যিনি নটরডেম কলেজের আমার সরাসরি শিক্ষিকা ছিলেন । সুশীল সাহা, কোলকাতা-28.
অসাধারণ , অনবদ্য গায়কী প্রত্যেক শিল্পীর । Hats off to all the singers for rendering such beautiful songs of almost forgotten legend D. L . Roy . our pride . D. Sengupta , Kanchrapara . North 24 Parganas . WB.
আমরা এমনি এসে ভেসে যাই আমরা এমনি এসে ভেসে যাই আলোর মতন, হাসির মতন কুসুমগন্ধ রাশির মতন হাওয়ার মতন, নেশার মতন ঢেউয়ের মতন ভেসে যাই আমরা এমনি এসে ভেসে যাই আমরা এমনি এসে ভেসে যাই আমরা অরুণ-কনক কিরণে চড়িয়া নামি আমরা সান্ধ্যরবির কিরণে অস্তগামী আমরা অরুণ-কনক কিরণে চড়িয়া নামি আমরা সান্ধ্যরবির কিরণে অস্তগামী আমরা শরত-ইন্দ্রধনুর বরণে জ্যোৎস্নার মতো অলস চরণে শরত-ইন্দ্রধনুর বরণে জ্যোৎস্নার মতো অলস চরণে চপলার মতো চকিত-চমকে চাহিয়া ক্ষনেক হেসে যাই আমরা এমনি এসে ভেসে যাই আমরা এমনি এসে ভেসে যাই আমরা স্নিগ্ধকান্ত শান্তি সুপ্তি ভরা আমরা আসি বটে তবু কাহারে দিই না ধরা আমরা স্নিগ্ধকান্ত শান্তি সুপ্তি ভরা আমরা আসি বটে তবু কাহারে দিই না ধরা আমরা শ্যামলে শিশিরে, গগনের নীলে গানে সুগন্ধে কিরণে নিখিলে শ্যামলে শিশিরে, গগনের নীলে গানে সুগন্ধে কিরণে নিখিলে স্বপ্নরাজ্য হতে এসে ভেসে স্বপ্নরাজ্য দেশে যাই আমরা এমনি এসে ভেসে যাই আমরা এমনি এসে ভেসে যাই আলোর মতন, হাসির মতন কুসুমগন্ধ রাশির মতন হাওয়ার মতন, নেশার মতন ঢেউয়ের মতন ভেসে যাই আমরা এমনি এসে ভেসে যাই আমরা এমনি এসে ভেসে যাই
বি এর রায় রবীন্দ্রনাথের সমসাময়িক। যদিও রবীন্দ্রনাথের গানের বিস্তার বেশি তবুও রায়ের গানের সমঝদার কম নয়। এই গানের কথা শান্তু সুন্দর সুর শ্রোতাদের সবসময় সম্মোহিত করে রাখবে।
bangladesh er et sundar mono mugdhyo kari shilpi achen tader ei banglai keno prochar nei amra youtube er madhyome shunte pai.Tomrai asol banglai tomder amar valobasa janai.Pabitro Eid e agam shubhechha janai.❤❤
Ki Apurva gaan. Ki balistha o sugabhir katha ar manoram melancholic sur. Sabai bhalo geyechhen. Bisesh kore Aditi r amra amni eshe... khub misti gala, gayaki ar sukkha modulation. Mukuler bela baye jai, durey tene niye jai. Haito ei gaan dutir appeal amar kachhe sab cheye beshi legechhe. Ata byaktigato. Khub bhalo laglo. Keep it up.
বাংলা ভাষা অতি সুমিষ্ট আর সমৃদ্ধ। এই গান গুলি তার অন্যতম প্রমাণ। প্রতিটি সংগীত অত্যন্ত সুন্দর ও দরদ দিয়ে গাওয়া। ভাষার বলিষ্ঠতা, গভীরতা, মাধুর্য সব মিলিয়ে মিশিয়ে এক অনন্য সৃষ্টি। সকল শিল্পীকে জানাই আন্তরিক অভিনন্দন । সঙ্গীত রচয়িতা স্বনামধন্য দ্বিজেন্দ্র লাল কে আন্তরিক শ্রদ্ধা।
😊😊😊😊😊😊😊😊
সঙ্গীত বলে যদি কিছু থেকে থাকে, তাহলে এগুলো ঠিক তাই। অপূর্ব গায়কী। প্রাণ ভরে গেল।
আহা!! কী অপূর্ব সব গান। বারবার শুনতে ইচ্ছে করে।
অপূর্ব অপূর্ব... আহা!
আজ ভাষা দিবসের দিনে কবি ডি এল রায়ের এ গান গুলো বাংলাদেশের প্রথিতযশা শিল্পীদের কন্ঠে শুনে প্রাণ জুড়িয়ে গেল । বিশেষ করে প্রমিলা ম্যামকে প্রণাম জানাই যিনি নটরডেম কলেজের আমার সরাসরি শিক্ষিকা ছিলেন । সুশীল সাহা, কোলকাতা-28.
Apurbo gaan
কি সুন্দর করে গাইলে তোমরা,
এ যেন বিশ্ব বীণা তোমাদের কন্ঠে,
আমি এখন বৃদ্ধ,মৃত্যু সব সময়
ডাকে- তোমাদের গানের লোভে
আবার আসব,কবিকে ও আনব।💐💐💐🙏🙏🙏
How majical charm you create.we are almost hypnotised.Congrats respected Aditi Mahasin madam....Priti kumar Roychoudhury,Murshidabad
অসাধারণ সঙ্গীত সংকলন। মনপ্রাণ জুড়িয়ে গেল। এই সমস্ত বাঙলা গান যতদিন থাকবে ততদিন বাঙালি জাতি থাকবে। শিল্পীদের উপস্থাপনা প্রশংনীয়। "বাঙলা দীর্ঘজীবী হোক"।
💕 🙏 💕 🙏 💕 🌹
অসাধারণ , অনবদ্য গায়কী প্রত্যেক শিল্পীর । Hats off to all the singers for rendering such beautiful songs of almost forgotten legend D. L . Roy . our pride . D. Sengupta , Kanchrapara . North 24 Parganas . WB.
প্রত্যেকটা গান খুব ভালো লেগেছে ,অসাধারণ গান গুলো বার বার শুনতে ইচ্ছে করে।
খুব সুন্দর করে সাজানো গানগুলো । ভালো লাগলো
Eto sundor lekha je kichhu bolar nei. Tar sathe sundor voice jeno mugdho kore diye jai. Ek kothai darunnnnnñ
মন প্রাণ ভরে গেলো এই গানগুলো শুনে।
বাংলা সাহিত্যের পঞ্চ দিকপালের অনতম দীজেন্দ্রলাল।তাঁর অনবদ্য কালজয়ী রচনা আমাদের প্রেরণা ও পাথেয়।
অন্যতম দ্বিজেন্দ্রলাল রায়, অনতম দীজেন্দ্রলাল নয়। সম্ভবত এটি অসাবধানতা - জনিত ভুল।
আহা কি চমৎকার গান শুনতে শুনতে অন্য জগতে আমি যেন বিচরণ করে বেড়াচ্ছি সকলকে ধন্যবাদ
সিফায়েত এর গলা অদ্ভুত সুন্দর l অন্য রকম l
Aditi Mohsin আমার সবচেয়ে প্রিয় শিল্পীদের মধ্যে অন্যতম
আমরা এমনি এসে ভেসে যাই
আমরা এমনি এসে ভেসে যাই
আলোর মতন, হাসির মতন
কুসুমগন্ধ রাশির মতন
হাওয়ার মতন, নেশার মতন
ঢেউয়ের মতন ভেসে যাই
আমরা এমনি এসে ভেসে যাই
আমরা এমনি এসে ভেসে যাই
আমরা অরুণ-কনক কিরণে চড়িয়া নামি
আমরা সান্ধ্যরবির কিরণে অস্তগামী
আমরা অরুণ-কনক কিরণে চড়িয়া নামি
আমরা সান্ধ্যরবির কিরণে অস্তগামী
আমরা শরত-ইন্দ্রধনুর বরণে
জ্যোৎস্নার মতো অলস চরণে
শরত-ইন্দ্রধনুর বরণে
জ্যোৎস্নার মতো অলস চরণে
চপলার মতো চকিত-চমকে
চাহিয়া ক্ষনেক হেসে যাই
আমরা এমনি এসে ভেসে যাই
আমরা এমনি এসে ভেসে যাই
আমরা স্নিগ্ধকান্ত শান্তি সুপ্তি ভরা
আমরা আসি বটে তবু কাহারে দিই না ধরা
আমরা স্নিগ্ধকান্ত শান্তি সুপ্তি ভরা
আমরা আসি বটে তবু কাহারে দিই না ধরা
আমরা শ্যামলে শিশিরে, গগনের নীলে
গানে সুগন্ধে কিরণে নিখিলে
শ্যামলে শিশিরে, গগনের নীলে
গানে সুগন্ধে কিরণে নিখিলে
স্বপ্নরাজ্য হতে এসে ভেসে
স্বপ্নরাজ্য দেশে যাই
আমরা এমনি এসে ভেসে যাই
আমরা এমনি এসে ভেসে যাই
আলোর মতন, হাসির মতন
কুসুমগন্ধ রাশির মতন
হাওয়ার মতন, নেশার মতন
ঢেউয়ের মতন ভেসে যাই
আমরা এমনি এসে ভেসে যাই
আমরা এমনি এসে ভেসে যাই
নূরজাহান নাটক
বাহবা নন্দলাল!
আহা মন ভরে গেলো👌
অনবদ্য সংকলন। প্রত্যেক শিল্পী অসম্ভব ভালো গেয়েছেন। ধন্যবাদ
Bengal foundation চমৎকার কাজ করে চলেছেন।
অপূর্ব। প্রতিজন শিল্পী খুব দরদ ভরা কন্ঠে গান গুলো পরিবেশন করেছেন।
এ
অসাধারণ সব গান প্রতি শিল্পীর কন্ঠে অপূর্ব মূর্ছনা সৃষ্টি করেছে। এদের ধন্যবাদ জানাই।
প্রতিটি গায়ক ই নমস্য। সিফায়েত মুকুল,খায়রুল শরীফের গান 👍👍👍👍👍
হে প্রভু তোমার বিশ্বে হারায় নাকো কিছু ।
Excellent presentation 🙏
সিফায়েত খুব অনন্য।
দ্বিজেন্দ্রলাল রায়ের গান আমি হৃদয় দিয়ে অনুভব করি। শুনতে শুনতে তন্ময় হয়ে যাই।
অদিতি , ঝুমা, অপূর্ব গেয়েছেন।
অসাধারন গানগুলো । ধন্যবাদ জানাই প্রত্যেক শিল্পীকে ।
অদিতি মহসিনের জন্য ই দুই বাঙলা আবার একাকার হয়ে যেতে পারে।
এই অসাধারণ গান গুলো শোনার জন্য বারে বারে বাঙালি হয়ে জন্ম নিতে চাই।
একদম ঠিক কথা।
0
এই জন্মে।শুনে ন্ব বাপ পরের জন্মে পটল হয়ে জন্মাবি
@@creist , তুমি আর পটল হয়ে জন্মাতে পারবেনা ! তবে তুমি খুব শীঘ্রই পটল তুলবে! এটা আমি হলফ করে বলতে পারি ।
❤️
It is a great tribute to the almost forgotten genius. Lot of thanks to the organiser.
Opar nanglay dwijendra
Bengal Foundation কে অতল ধন্যবাদ বাংলার সব মহাজন(মহৎজন)দের গান গুলার সংকলন করে চীরন্জীব করার জন্য।
অনবদ্য পরিবেশন।
আহা! অদিতি❤️❤️
বি এর রায় রবীন্দ্রনাথের সমসাময়িক। যদিও রবীন্দ্রনাথের গানের বিস্তার বেশি তবুও রায়ের গানের সমঝদার কম নয়। এই গানের কথা শান্তু সুন্দর সুর শ্রোতাদের সবসময় সম্মোহিত করে রাখবে।
অনবদ্য, অসাধারণ গায়কি
Aha....Speechless
অপূর্ব, সুন্দর। খুব ভালো লাগলো। প্রত্যেক শিল্পীর কন্ঠে মাধূর্য আছে। সাউন্ড কোয়ালিটি প্রশংসনীয়।
Khub sundar mon vore galo
Many many thanks to Bengal Foundation
আহা...খুব ভালো লাগলো!
প্রথম দুটো গান শুনতে বারে বারে ফিরে আসছি!
এ আমাৱ দেশেৱ গান আমাৱ মাটিৱ গান | এই শিল্পীরা সমস্ত বাঙ্গালীৱ - ভূগোলেৱ সব সীমানা ছাড়িয়ে |
হৃদয় ছোঁয়া গান গুলো বার বার শুনি , শান্তি পাই।
চীরকালের গান তাই মন ভরে যায়।
Soulful songs
Aamra emni eshey bheshey jai
Dhono dhanye pushed bhora
প্রান ভরিয়ে লিখেছেন দ্বিজেন্দ্রলাল , প্রান ঝরিয়ে গেয়েছেন গায়ক গয়িকা প্রান খুলে শুনে নির্বাক হয়ে যাই আমরা।
ধন্যবাদ আপনাকে এতো ভালো গানের সংগ্রহ এর জন্য ।
Excellent.
The songs from D.L. Roy are really very rich in terms of lyrics, tune and composition. Always feel great to hear these songs by Bangladeshi singers.
কৃতজ্ঞতা
বাংলা ভাষা যে কতোটা সমৃদ্ধ ও মধুর তা এই গানগুলি শুনলেই বোঝা যায়।
I am grateful to the singers for presenting such beautiful songs with their melodic voices ❤️.
অসাধারণ গানের ডালি সাজিয়ে হৃদয় ❤️ ভরিয়ে রাখার আয়োজন। যা
কখনো ফুরিয়ে যাবে না।
Bengal's rich heritage
এখনই এসব গানের প্রশংসার উপযুক্ত সময় । সামনেই শরিয়তি শাসন প্রতিষ্ঠা হলে আর প্রশংসা করতে পারবেন না । তখন বিবেকহীন হতে হবে যে ।
Eto sundar ktha tato sundar sur satyi khub sundar gangulo.
Eto sundor gaan mon bhore gelo
E gaaner jonnyo akta alaada gayoki dorkaar. Sheta Krishnadi r shaatheyi shesh hoye gyechhey!
আহা❤❤❤❤❤
অসাধারন লেগেছে গান গুলো।
Ei gaan, ei abedon shudhu Bangla bhasha i sambhab🙏🙏
Aha Mon bhore gelo, apuuuuuurbo
খুব ই ভালো লাগলো ।
খুবই সুন্দর গানগুলি। বিশেষ করে- এ জগতে আমি বড়োই একা - বারবার শুনতে ইচ্ছা করে।
alas the poet could imgine covid 19 ; nor the rulers of the country.
Apurba geyechen jhuma.
Aha ki kotha..ki sur!!!!
bangladesh er et sundar mono mugdhyo kari shilpi achen tader ei banglai keno prochar nei amra youtube er madhyome shunte pai.Tomrai asol banglai tomder amar valobasa janai.Pabitro Eid e agam shubhechha janai.❤❤
মধুর মধুর
অসাধারণ ❤
Exceptionally well presentation..
মন কিছুটা হলেও শান্তি পাবে।
পুরানো দিনের গান আর চাক ভাঙা মধুর মধ্যে কোনো তফাৎ নাই।।
old is gold
Dhanyo amder bangla bhasa opar bangla amar nijer bangla tomader shilpira onek onek egiey ei banglar moto bangish ba hinbong noy tomra khati bangali joy amader sonar bangla bhalo thakbe subhechha roilo
অসাধারণ গায়কী ও গানগুলি
What a beautiful songs । Hats up to DL Roy।।🙏🎉🙏🎉
Ki Apurva gaan. Ki balistha o sugabhir katha ar manoram melancholic sur. Sabai bhalo geyechhen. Bisesh kore Aditi r amra amni eshe... khub misti gala, gayaki ar sukkha modulation. Mukuler bela baye jai, durey tene niye jai. Haito ei gaan dutir appeal amar kachhe sab cheye beshi legechhe. Ata byaktigato. Khub bhalo laglo. Keep it up.
প্রতিটি গান ই প্রত্যেকেই অসাধারণ গেয়েছেন
ধন্যবাদ সবাইকে।
অসাধারন
একটি অনবদ্য সংকলন!ধন্যবাদ।
Asadharan
Ei gan na sunle sara din er energy paina. 🙏🙏🙏
এই সব গান শুনলে বাংলা ভাষা বাংলা গান এবং বাঙালি বলে গর্ব হয় ।আমরা আজ সব ভুলে যাচ্ছি।
Nice
হৃদয় জুড়ে থাকে এ গান।
মন ভরে গেল
Good enough
বিজ্ঞাপনের কি ঘনঘটা | গান শুনবো, নাকি বিজ্ঞাপন শুনবো?
অপুর্ব ... বার বার শুনতে ইচ্ছে করে ।
Aamra Emoni Ese Bhese Jay
Bela Boye Jay Chhotto Moder
Bosiya Bijon Bone
Aar Keno MAA Dakchho Aamay
E Jogote Aami Borhoi Eka
Dhon Dhanya Pusho Bhora
Indian nat
জি বাংলার গানের আসরে এই অসাধারণ গান গুলো শোনাবার উদ্যোগ নেয়না? শুধু হিন্দী গান?
আমি গর্বিত আমি বাঙালি
বেলা বয়ে যায় শুনতে শুনতে কৃষ্ণনগরের কবি ডি এল রায়ের ভিটা বাড়ির কথা মনে হচ্ছে।ঐ শহরের আমি
Sublime singing transporting to the effulgent realm
Aditi is unparallel.
অামরা এমনি এসে ভেসে যাই
Ahha . superb .
Excellent
খুব ভালো লাগল
আমার ব্যক্তি গত মত, গান গুলোর মধ্যে স্ফূর্তি ভাব টা কম। কৃষ্ণা চট্টোপাধ্যায় এর গান শুনতে অনুরোধ করবো।
খুব সুন্দর .....
আহা! কি মধুর ! কি মধুর!! .......
Protiti gan i ashadharon.
প্রাণ ভরে গেল
Mind blowing!