বিমল মিত্র র কাহিনী সবসময়ই কৌতূহল জাগানো --- অসাধারণ , কিশোরী বেলায় যখন পড়েছি তখন বুঝে পড়েছি কিনা জানিনা , তখন তো মনের গভীরতা কম থাকে , গভীরে প্রবেশ করতে হয়তো পারিনি এখন জীবনের এই সময়ে পৌছে আবেগ উপলব্ধি সবটাই উপচে পড়া , তাই শেষের শেষ টা unbelievable , বুঝে গেছিলাম , তবে তুমি বুঝিয়ে বলায় অনেকের পক্ষে ভালো হলো বা হবে , তোমার পাঠ নতুন করে কি বলবো --- Mind blowing
শেষ টা বুঝতে পারলাম কিন্তু পুরো গল্প টা খুব ভালো বুঝতে পারলাম না, কেন পুতুল দী অম্বিকা কে ছেড়ে স্বামীর কাছে ফিরে গিয়েছিল, এই রকম ই অনেক অনেক জায়গায় প্রশ্ন চিহ্ন থেকে গেছে আমার, যাই হোক সুন্দর উপস্থাপনার জন্য বেশ লাগলো।
বিমল মিত্র র কাহিনী সবসময়ই কৌতূহল জাগানো --- অসাধারণ , কিশোরী বেলায় যখন পড়েছি তখন বুঝে পড়েছি কিনা জানিনা , তখন তো মনের গভীরতা কম থাকে , গভীরে প্রবেশ করতে হয়তো পারিনি
এখন জীবনের এই সময়ে পৌছে আবেগ উপলব্ধি সবটাই উপচে পড়া , তাই শেষের শেষ টা unbelievable , বুঝে গেছিলাম , তবে তুমি বুঝিয়ে বলায় অনেকের পক্ষে ভালো হলো বা হবে , তোমার পাঠ নতুন করে কি বলবো --- Mind blowing
সত্যিই বুঝতে পারছিলাম না, বুঝিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ
Apurbo
Uffff.....ki sundor morok golper...dhonnobad🙏
অপূর্ব ।শেষ টা তো অনবদ্য।না বললেও চলতো শেষ টা।
ভাগ্যিস আপনি শেষে বুঝিয়ে দিলেন, না হলে বিপদে পরে যেতাম।❤
Asadharon mon vore gelo ❤
শেষ টা বুঝতে পারলাম কিন্তু পুরো গল্প টা খুব ভালো বুঝতে পারলাম না, কেন পুতুল দী অম্বিকা কে ছেড়ে স্বামীর কাছে ফিরে গিয়েছিল, এই রকম ই অনেক অনেক জায়গায় প্রশ্ন চিহ্ন থেকে গেছে আমার, যাই হোক সুন্দর উপস্থাপনার জন্য বেশ লাগলো।
হ্যা ভাই বুঝতে পারিনি, বুঝিয়ে বলবার জন্য ধন্যবাদ 😊
শেষ টা বুঝতে একটু সময় লেগেছে,,
অন্যরকম গল্প
অসাধারণ
আমি ও বুঝিনি। বোঝানোর জন্য ধন্যবাদ।
খুব সুন্দর গল্প ছিলো❤
Ami sotti bhujte pari ni....tumi bolar por bujlam 😂❤
Bhalo laglo
আপনার পড়া খুবই ভাল লাগে।তবে শেষের ধাঁধাটা রহস্যাবৃত্ত থাকলেই ভাল ছিল ।ব্যাখ্য বাহুল্য মনে হয়েছে।এবং এটা সহজ বোধ্যই ছিল।
প্রথমে আমিও একটু ধাক্কার মতো খেয়েছিলাম, পর মুহুর্তেই বুঝতে পেরে একা একা হাসলাম।
বোঝা তো গেছে, গল্পের শেষের প্যারাগ্রাফেই 😊
আমি বুঝেছিলাম।
Bokul kotha chai e chai
আপনি না বললে সত্যিই কেউ বুঝবে বা ভাববে বলে মনে হয়না
Bujhte perechi last letter ta pora r porey
একটু একটু বুঝে গিয়েছিলাম
পোড় খাওয়া গল্প শোনার লোক, তাই বুঝেছিলাম, কিন্ত সিওর ছিলাম না।