মুখরোচক পান মশলার রেসিপি | How to make Pan Moshla | Mithe pan Masala Recipe Bangla

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • মুখরোচক পান মশলার রেসিপি | How to make Pan Moshla | Mithe pan Masala Recipe Bangla
    আমাদের দেশে হোটেল গুলোতে খাওয়ার পর বিল দেয়ার সময় ছোট প্লেটে বিলের কাগজে এই জিনিস টা দেয়। ভারী খাবার খাওয়ার পর মিষ্টি মিষ্টি এই পান মশলা চিবুতে বেশ ভালোই লাগে।
    আপনারা চাইলে বাসায় দাওয়াত এর দিন খাবার পর অতিথির সামনেও এটা পরিবেশন করতে পারেন। অথবা মাঝে মাঝে হাবিজাবি খেতে ইচ্ছে করলে খাওয়ার বদলে কিছুক্ষন এগুলো চিবুতে পারেন দেখবেন খাওয়ার আগ্রহ সরে যাবে। এতে করে কিন্তু আপনার একপ্রকার ডায়েট করাও হবে। হা হা হা !
    চলুন দেখে নেই কি কি লাগবে।...
    উপকরণ :
    গোটা ধনিয়া
    গোটা মৌরি
    শুকনো নারকেল
    মোরব্বা কুচি বা মিশ্রি গুঁড়ো
    কালারফুল সুগার বল
    আরো দেয়া যেতে পারে....
    সুপারি , মিষ্টি সুপারি, চেরি কুচি , শুকনো খেজুর কুচি , বাদাম, চারুমগজ, রুপা পাত্তি, জাফরান , মিমি চকলেট বা আরো কত হাবিজাবি জিনিস।
    তবে আমার কাছে এই সিম্পল পান মশলা টাই বেশি ভালো লাগে।
    চাল কুমড়ার মোরব্বা | Chal Kumrar Murobba Recipe: • চাল কুমড়ার মোরব্বা ||...
    Background Music :
    Moments by Ikson / ikson
    Music promoted by Audio Library • Moments - Ikson (No Co...

ความคิดเห็น • 123