কোথায় আগরতলা আর কোথায় চৌকির তলার আগরতলায় একদিন। Agartala, Tripura, India Tour Vlog.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 369

  • @animalslover9884
    @animalslover9884 2 ปีที่แล้ว +1

    আগামী ১ জানুয়ারি আপনাদের আগড়তলা আসবো। কেও কি একটু সময় দিবেন আপনাদের শহর টা ঘুরে দেখানোর জন্য 💗💗

  • @hmsaoalam
    @hmsaoalam ปีที่แล้ว +2

    মিহির দার মুখে মুক্তিযুদ্ধের কথা শুনে শিহরিত হলাম

  • @md.basheerhussain9281
    @md.basheerhussain9281 2 ปีที่แล้ว +8

    খুব সুন্দর ছিমছাম আগরতলা শহর।

  • @rajibkumarsengupta9339
    @rajibkumarsengupta9339 2 ปีที่แล้ว +3

    নমস্কার ফারুক সাহেব 🙏🏻
    আমি আগরতলার বাসিন্দা। আপনার অধিকাংশ vlog দেখে আসছি এবং খুবই উপভোগ করি। নিতান্ত ব‍্যস্ত না থাকলে miss করতে চাইনা কোনটাই। আগেও সম্ভবত আপনি একবার সীমান্ত থেকে সংক্ষিপ্ত beating retreat ceremony দেখে ফিরে গিয়েছিলেন, আগরতলায় ঢোকেননি। তখনও আফসোস ছিল। আপনার সঙ্গে দেখা হলো না। আর এবার তো আপনি আগরতলায় একটা রাত কাটিয়ে গেলেন। তাও দেখা হলো না আগে থেকে না জানার কারণে। শ্রদ্ধেয় শ্রী মিহির কান্তি দেব (অনেক প্রজন্মের অত‍্যন্ত শ্রদ্ধেয় এবং প্রিয় আদর্শবান শিক্ষক) ওনার অত‍্যন্ত মূল‍্যবান অভিজ্ঞতার স্মৃতিচারণ থেকে অনেক কিছু জানলাম। আপনার অন‍্যান‍্য vlogএর মতো এই vlogটাও উপভোগ করলাম। আপনার পরবর্ত্তী ত্রিপুরা ভ্রমণের অপেক্ষায় রইলাম 🙏🏻
    আশা করি ভাবিজী, স্নেহের স্বাধীন-বিজয়, খোকন ভাই, আপনার দৌলতে New Jersey communityর চেনা মানুষগুলো এবং আপনার প্রিয় ঝিলমিল - সবার সঙ্গে প্রতিনিয়ত সাক্ষাৎ হবে আপনার vlogএর মাধ‍্যমে। ভালো থাকবেন সব্বাইকে নিয়ে।

  • @dipankarsinha4559
    @dipankarsinha4559 2 ปีที่แล้ว +42

    কলকাতায় হাওড়া ব্রিজ ক্রস করার সময় যে নদীর উপর দিয়ে গিয়েছিলেন সেটি আসলে গঙ্গার একটি শাখা নদী ভাগীরথী বা হুগলি নদী। এর সঙ্গে ত্রিপুরার হাওড়া নদীর কোন যোগসূত্র নেই। দুটি একেবারেই ভিন্ন দুটি নদী।

    • @AdventureTube21
      @AdventureTube21  2 ปีที่แล้ว +5

      Thank you for the correction.

    • @QuickFishCut
      @QuickFishCut 2 ปีที่แล้ว

      Right

    • @dsaha019
      @dsaha019 2 ปีที่แล้ว

      @@AdventureTube21 amio ageo 2-3 ta blog e dekeychi apnar information gap royechey… Apni ekjon dynamic blogger… ediktai keyal korben… ar amar ekta request… aro ektu study kora proyojon Jekono interest niye… taholey blog gulo poripurno hoye utey… amader muktijudder anek smiriti achey agartalai… and the taste of the e food in shankar hotel… u missed it…

    • @dsaha019
      @dsaha019 2 ปีที่แล้ว

      @@AdventureTube21 amio ageo 2-3 ta blog e dekeychi apnar information gap royechey… Apni ekjon dynamic blogger… ediktai keyal korben… ar amar ekta request… aro ektu study kora proyojon Jekono interest niye… taholey blog gulo poripurno hoye utey… amader muktijudder anek smiriti achey agartalai… and the taste of the e food in shankar hotel… u missed it…

    • @palashsutradhar942
      @palashsutradhar942 2 ปีที่แล้ว +1

      Yup

  • @sayemasiddika8769
    @sayemasiddika8769 2 ปีที่แล้ว +1

    Agartala ! Choto belai onek shunechi ei city r kotha ! Nana bhai , nani r baba , Maa er mukhe ! Valo laglo ! Apnar vlog e Agartala dekhte Pelam !

  • @pagla0306
    @pagla0306 2 ปีที่แล้ว +3

    আপনার দুঃসাহসী ভ্রমণ গুলো সত্যি নতুন প্রজন্ম কে সাহস যোগাবে। আগরতলা আমার কাছে ভালো লাগলো, ছিম ছাম যানজট মুক্ত। রিকশা খুব সীমিত। Stately হোম টা খুব ভালো লাগলো বিশেষ করে টলটলে জলের দীঘির পিছনে।
    আপনার প্রচেষ্টা গুলো সত্যি আমাদের মাতিয়ে রাখছে। ভালো থাকুন।

    • @AdventureTube21
      @AdventureTube21  2 ปีที่แล้ว

      ধন্যবাদ ভাই। 🥰💕

  • @شمسالاسلام-ز2ج
    @شمسالاسلام-ز2ج 2 ปีที่แล้ว +1

    ধন্যবাদ। আগরতলা বূমন।

  • @saif_uzzaman
    @saif_uzzaman 2 ปีที่แล้ว +3

    সম্পূর্ণ ভিন্ন কিছু দেখলাম, আপনার ক্যামেরার মাধ্যমে! টুরিস্ট হিসেবে এখানে ঘুরে বেড়ানোর ব্যাপারে হয়তো চিন্তাও করতামনা! আমি কোথাও ঘুরতে গেলে আশেপাশের জায়গাগুলোতে এভাবে হেঁটে বেড়াই! খুব ভালো লাগে! একা বেড়ানোর এটা একটা সুবিধা, গ্রুপ ট্যুরে যেটা কখনোই সম্ভব হয়না!

  • @subhendubhowmik8221
    @subhendubhowmik8221 2 ปีที่แล้ว +1

    Nice Video....Abar ashben ei amontron roilo..Dr Mihir Deb er paser barira amar..afsos dekha holona...Bangladesher mati manush amader Hridoyer khub kacher. Subho kamona roilo

  • @somadutta2731
    @somadutta2731 2 ปีที่แล้ว +8

    অনেক রাজা মহারাজারা থাকতেন ত্রিপুরায়।
    বিখ্যাত সুরকার গায়ক শচীন দেববরমন ত্রিপুরা বাসী ছিলেন।

    • @azamshah9522
      @azamshah9522 2 ปีที่แล้ว

      আমি কানাডাতে আছি। সুনীল দার প্রথম আলো পড়ে বেশ জ্ঞান হয়েছে আগরতলার ইতিহাস নিয়ে। খুব মন চায় আগরতলা আসতে। কেননা আমাদের গ্রামের বাড়ি ব্রাহ্মনবাড়িয়া, আমাদের গ্রামের অসংখ্য মানুষ আগরতলায় আছে। উনারা দেশ বিভাগের পর চলে গেছেন। কিযে কস্ট লাগে। ভুপেনের গান টা শুনলে এই সব ভাবি। 'দীপালি শেফালি অঞ্জলি রে দেশ বিভাগে কোথা হারালি রে..................

  • @shekharexcellentbattinggho7069
    @shekharexcellentbattinggho7069 2 ปีที่แล้ว +1

    Agartalate aashar jonya asankya dhanyabad aami agartala thake dure belonia thaki

  • @tanveersinha3077
    @tanveersinha3077 2 ปีที่แล้ว

    Assalamu walaikum uncle caption onk mojar hoise and vlog Tao onk sundor hoise. Doa roilo valo thakben

  • @agritechms43
    @agritechms43 2 ปีที่แล้ว +1

    আগড়তলার উপর অনেকের দেয়্য ব্লগ আমি দেখেছি, but its best of all.. Thanks Faruque vai

  • @TonatunisDiary
    @TonatunisDiary 2 ปีที่แล้ว +1

    খুবই শর্ট ট্রীপ তারপরও ভাল লাগলো ❤️❤️

  • @amalgangooly8879
    @amalgangooly8879 2 ปีที่แล้ว +7

    মিহিরবাবুর ব্যাখ্যা সঠিক। মুক্তি যুদ্ধকালে স্বাধীন বেতার কেন্দ্র চলত কলকাতার যে বাড়ী থেকে সেখানে এখন শ্রী শ্রী অরবিন্দ আশ্রম । রাস্তার নাম এখন শেক্সপীয়ার সরণি ( আগের নাম থিয়েটার রোড ) । ভাল থাকবেন।

  • @bidhyapatidebbarma4962
    @bidhyapatidebbarma4962 2 ปีที่แล้ว +1

    Dada bhai apnake tripura dekhe khub khushi laglo

  • @suchitraghosh7445
    @suchitraghosh7445 2 ปีที่แล้ว +1

    ভাইয়া কেমন আছেন? আপনাকে পরিশ্রান্ত মনে হচ্ছে,চমৎকার দৃশ্য খুব ভালো লাগছে।

  • @sharifulislam1982
    @sharifulislam1982 2 ปีที่แล้ว +4

    আমরা বলতাম কোথায় আগরতলা আর কোথায় উগাইর তলা,
    মানে উগাইর হচ্ছে ধান রাখার বড় গোলা,
    গোলা ভরা ধান
    " ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোথাও অন্য কোন একদিন "
    Your farewell greeting is just legendary & i like to hear it💕

  • @israilmunshi2049
    @israilmunshi2049 2 ปีที่แล้ว +2

    আগরতলা ভিডিও বেশ এনজয় করলাম। নিরিবিলি জায়গা মনে হলো। মিহির বাবুর অনেক পুরানো দিনের তথ্য শুনে বেশ আনন্দিত। মনে পড়ে সেই একাত্তরের ঘটনা। ধন্যবাদ ভাই, ভাল থাকবেন সবসময়।

  • @abdulgafurmia6906
    @abdulgafurmia6906 2 ปีที่แล้ว +3

    ভাই আপনার উপস্থাপনা এতোটাই চমৎকার যে বলে বুঝাতে পারবোনা । নিয়মিত আপনার ব্লগ দেখি । এতো ভ্রমণ কিভাবে কিভাবে করেন ? শরীরটা কিভাবে ঠিক রাখেন ।

    • @AdventureTube21
      @AdventureTube21  2 ปีที่แล้ว

      মনের জোরে দেহ চলে ভাই। অনেক ধন্যবাদ। 🥰

  • @ethanjhoney
    @ethanjhoney 2 ปีที่แล้ว +3

    মিহির দেব স্যার এর আলোচনা ভালো লাগলো। কিছু মানুষের কথা শুনতে ভালো লাগে সত্য মনে হয় তিনি এমন একজন । আজকের ভ্লগ অনেক সুন্দর ছিল আঙ্কেল ।

  • @rafiquealam4984
    @rafiquealam4984 2 ปีที่แล้ว +1

    Congratulations visit India. 👍
    Toronto 🇨🇦🙏

  • @mijanurrahman6471
    @mijanurrahman6471 2 ปีที่แล้ว +3

    Palace looked really nice faruk bhai
    Have a safe stay bro.

  • @babubabu5708
    @babubabu5708 2 ปีที่แล้ว

    Sir for your nice presentation we are feeling to make a journey to Agartala

  • @onlybsen
    @onlybsen 2 ปีที่แล้ว +5

    বাঃ খুব ভালো লাগলো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কিছু অজানা গল্প জানতে পেরে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর রইলো শুভেচ্ছা।

  • @sharminnaz3866
    @sharminnaz3866 ปีที่แล้ว +1

    ভাল। ধন্যবাদ

  • @shalim2133
    @shalim2133 2 ปีที่แล้ว

    রীতিমত আপনার সব অনুষ্ঠান দেখি, ভালো লাগে, appreciate, stay safe and secure, thanks,

  • @sikhadas8300
    @sikhadas8300 2 ปีที่แล้ว +11

    আজকের প্রাপ্তি মিস্টার মিহির দেব। অনেক অজানা কথা শুনতে পেলাম। হ্যা হাওড়া নদী তো দেখলাম ভাই, কিন্তু হাওড়া ব্রিজ যে নদীর উপর তার নাম হাওড়া নয় 😄 হাওড়া ব্রিজ গঙ্গা নদীর শাখা নদী হুগলী (ভাগীরথী) র উপর। এই গঙ্গায় বাংলাদেশে পদ্মা নদী 🤗🙏। এখানে একটা মজার কথা বলি, আমি ত্রিপুরা তে একজনের বাড়ী বেড়াতে গেছিলাম। সেখানে একটি মেয়ে আমাকে প্রশ্ন করে, কোলকাতা কি আমাদের এই আগরতলা র মতো বড়? না আর ও ছোট? সেই কথা শুনে আজ ত্রিশ বছরের বেশী হলো, এখনও ভুলতে পারি না 😂। ভালো থাকবেন ভাই 🙏🙏🙏

    • @AdventureTube21
      @AdventureTube21  2 ปีที่แล้ว +3

      ভাই আমি দুই নাম শুনছি। কেউ বলে হাওড়া কেউ বলে হুগলী। এখন কথা হলো আমি যে নদীর ধারে চা খেলাম সেটা ছিল গঙ্গা পাড়ের চা না হুগলী পাড়ের? 🤭। একটু confused. যাই হোক ধন্যবাদ ইনফরমেশনের জন্য। দেয়া করি ভাল থাকুন।

    • @sikhadas8300
      @sikhadas8300 2 ปีที่แล้ว +1

      @@AdventureTube21 আপনি হুগলী পারে চা খেয়েছেন ভাই, গঙ্গা তো বাংলাদেশে গিয়ে পদ্মা হয়ে গেছে 😊। আমাদের দেশে হাওড়া নামে কোনো নদী নেই। হাওড়া পশ্চিম বঙ্গের একটি জেলা আর শহরের নাম ও হাওড়া 🙏। আপনাদের, নিউ ইয়র্ক আর হবকেন এর মাঝে হাডসন তেমনি কোলকাতা আর হাওড়া র মাঝে হুগলী (ভাগীরথী) নদী। মনে হয় আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে আমার ভাই কে বোঝাতে পারলাম 🤗🙏🙏🙏

    • @shampahazra1578
      @shampahazra1578 2 ปีที่แล้ว

      You are right, Howrah nodi name kono nodi nei . from Kolkata 🙏

    • @ethanjhoney
      @ethanjhoney 2 ปีที่แล้ว +1

      আগরতলার গল্পঃ অনেক মজা ছিলো। কিন্তু কলকাতা যে ব্রিটিশ পিরিয়ডে সারা ভারতের রাজধানী ছিল সে কি জানতো না 🤣🙏 আগে আর অবিভক্ত বাংলাও তো অনেক বড় ছিলো সেটার রাজধানী অনেক বড় হবার কথা তাইনা 🤣 । খুব সাধারণ কমনসেন্স 🤣🤣🤣

    • @sikhadas8300
      @sikhadas8300 2 ปีที่แล้ว +1

      @@ethanjhoney সে তার শহর কেই খালি জানতো, আর খুব ভালোবাসত। তার ধারনা ও ছিলো না কোলকাতা ব্যাপারে 😊

  • @rafibaidya7599
    @rafibaidya7599 2 ปีที่แล้ว +3

    Miss your Trip.
    If I know that you are coming in Tripura , you just miss all the beautiful hilly food and culture.
    I just see your Trip plan is not on properly planed.
    See you on future .
    Thanks
    From
    Tripura .

    • @AdventureTube21
      @AdventureTube21  2 ปีที่แล้ว

      It was a very short visit. Inshallah next time I will stay longer. Thank you.

  • @rujinaaktar4784
    @rujinaaktar4784 2 ปีที่แล้ว +1

    Agartala sahare o dakhar moto anek sondar jaiga ache

  • @SuklaSaha-r8w
    @SuklaSaha-r8w ปีที่แล้ว +1

    ভিডিওটা আগে দেখেছিলাম আবার দেখলাম

  • @sushantarockyraj824
    @sushantarockyraj824 2 ปีที่แล้ว +1

    Thank you for visiting Agartala

  • @mostaqueahmed5523
    @mostaqueahmed5523 2 ปีที่แล้ว

    Thanks, Farooq Bhai for touring us from Virginia, USA to Agartala. I have really heard the name Agartala a lot for various reasons. I liked teacher Mihir Dev's reminiscences of Bangladesh's independence war the most. Major Ziaur Rahman's declaration of independence on 26th March is the most controversial issue in the current politics of Bangladesh. It was understood from Mihir Dev's words that the people of Tripura-Agartala also heard Zia's announcement that day.

    • @AdventureTube21
      @AdventureTube21  2 ปีที่แล้ว

      An announcer is responsible to announce a message given by the owner or leader. Thank you.

  • @milichatterjeeghosh5956
    @milichatterjeeghosh5956 2 ปีที่แล้ว +2

    Khub enjoy korlam Sir and especially towards the end! It was so much informative! Thankyou so very much Sir, khub khub bhalo thakben❤️❤️💕

  • @shaguftaahmed2216
    @shaguftaahmed2216 2 ปีที่แล้ว

    Beautiful place uncle ❤️❤️❤️❤️ from Dibrugarh Assam,1 comments

  • @najrulalam949
    @najrulalam949 2 ปีที่แล้ว +3

    Assalamoalaikom Uncle ❤️ always Love and Respect From South Africa 🇿🇦

  • @saikatbhowmik8025
    @saikatbhowmik8025 2 ปีที่แล้ว +1

    Atotuk Agartala dekhe ki kore bujhenilen ,, Agartala quite city..🤔🤔

    • @AdventureTube21
      @AdventureTube21  2 ปีที่แล้ว

      যতটুকু দেখেছি ততটুকু নিয়েই কথা বলেছি। ধন্যবাদ।

  • @tapandeb2787
    @tapandeb2787 2 ปีที่แล้ว +6

    দাদা আবার যখন আগরতলাতে আসবেন, এখানে টাইপ 3 এবং টাইপ 5 কেটাগুরির হোটেল আছে সেই সব হোটেলে উঠবেন। আসা করি তখন আপনার অসুবিধে টা কিছুটা লাঘব হবে। আগামী তে যখন আগরতলা আসবেন অন্তত 7 দিন সময় নিয়ে আসলে ভাল হবে, তাহলে আগরতলা শহরকে এবং ত্রিপুরা কে ভাল করে ঘুরে দেখতে পারবেন। আর অবশ্যই একজন ভাল গাইড সাথে রাখবেন। ত্রিপুরা টুরিজমের তরফ থেকে 6 দিনের একটা পেকেজ টুর আছে ইচ্ছে করলে সেটা avail করতে পারেন সাথে গাইড ও পেয়ে যাবেন তাহলে ছোট্ট ত্রিপুরা, পাহাড়ী ত্রিপুরা সম্পর্কে আপনার সঠিক ধারনা জন্মাবে এবং video র মাধ্যমে সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য তুলে ধরতে পারবেন। ধন্যবাদ আপনাকে আগরতলা সহরকে
    আংশিক ঘুরে দেখার জন্য। আবার আসবেন নিমন্ত্রণ রইল। ভাল থাকবেন ভাই।
    জয় শ্রী রাম।

    • @AdventureTube21
      @AdventureTube21  2 ปีที่แล้ว

      ত্রিপুরা অবশ্যই অত্যানত সুন্দর। তবে আমি অল্প সময়ে যা দেখেছি তাই শেয়ার করেছি। আবার যখন আসব সময় নিয়ে আসব ইনশাল্লাহ। ধন্যবাদ।

    • @animalslover9884
      @animalslover9884 2 ปีที่แล้ว

      দাদা আমি ১ তারিখ আগড়তলা আসবো।কিছু হোটেল সাজেস্ট করেন💗

  • @nadimneol3290
    @nadimneol3290 2 ปีที่แล้ว

    Vaiya onek din por Valo akti vlog diyar Jono thanks 👍🫂..

  • @mixpro2.7m80
    @mixpro2.7m80 2 ปีที่แล้ว +1

    Most welcome love from Agartala Tripura India

  • @shahidurrahman2181
    @shahidurrahman2181 2 ปีที่แล้ว +3

    দাদা ভাই আসসালামু আলাইকুম আমি খোকন চট্টগ্রাম থেকে 🌹আগরতলা দেখছি, আজ বুধবার... আমি আমার বউ শেলু কে বলছি পুজোর প্রস্তুতি দেখে ধারণা করলাম দাদা ভাই আজকেও ওখানে আছে.. আমার কথায় সত্যি হলো! আগরতলা তে আমার অনেক বন্ধু স্হায়ী ভাবে বসবাস করে!! ঠিক ভালো থাকবেন সবসময়ই দোয়া ভালবাসা থাকবে।।। খোদা হাফেজ 🇧🇩

  • @momtajbegum4157
    @momtajbegum4157 2 ปีที่แล้ว +5

    আমরা ছোটকাল থেকে আগরতলা নাম শূনে আসছি বাট বেশি একটা উন্নত মনে হলনা যাক আপনার মাধ্যমে দেখলাম আলহামদুল্ল্লাহ । অনেক অনেক শুভকামনা আপনার জন্য।.

    • @diptimandal5462
      @diptimandal5462 2 ปีที่แล้ว +1

      শুঁটকীর গন্ধ সুন্দর??!!!!

    • @mixpro2.7m80
      @mixpro2.7m80 2 ปีที่แล้ว +2

      U should be visite one time in Agartala it's a part of India

    • @RAJDEEP.SARKAR.
      @RAJDEEP.SARKAR. 2 ปีที่แล้ว +4

      উনি বিশাল অংশটাই কভার করতে পারেননি সময় এর জন্য । না হলে VIP Road আর বটতলা ই কাফি 😌😏 Bangladesh কে টক্কর দেবার জন্য

    • @mixpro2.7m80
      @mixpro2.7m80 2 ปีที่แล้ว +2

      @@RAJDEEP.SARKAR. একদম ঠিক বলেছেন

    • @Knowledgram
      @Knowledgram 2 ปีที่แล้ว

      @@RAJDEEP.SARKAR. ekdom 😅

  • @uddingiyesh3215
    @uddingiyesh3215 2 ปีที่แล้ว +1

    কোব ভাল৷ লাগল ।

  • @mirroroftruth6469
    @mirroroftruth6469 ปีที่แล้ว +2

    আপনি আবার আসবেন আমি আপনাকে সব কিছু দেখাবা ! আমি আপনার একজন পুরোনো বক্ত !

    • @AdventureTube21
      @AdventureTube21  ปีที่แล้ว +1

      Inshallah I will thank you. Keep in touch in my email. adventureTube21@gmail.com
      Thank you.

    • @mirroroftruth6469
      @mirroroftruth6469 ปีที่แล้ว +1

      @@AdventureTube21 You are a very busy person although you have given my reply it is a great moment for me! I have seen your most of the blog! Please come again.
      Thanks

  • @afsanalifestyle7866
    @afsanalifestyle7866 2 ปีที่แล้ว +1

    অসাধারণ ভিডিও দেখতে শুরো করে দিলাম,,

  • @ganeswardas2909
    @ganeswardas2909 2 ปีที่แล้ว +2

    Sir apney agartala aslen age jantam na. Apnar songe dekha korar khob esha chelo bt ame jantam na so sad..

  • @iADasgupta
    @iADasgupta 2 ปีที่แล้ว +2

    thanks ashar jonno agartalay 💕

  • @kanizfatemamomo3320
    @kanizfatemamomo3320 2 ปีที่แล้ว +1

    অসাধারণ একটা পর্ব দেখা শুরু করলাম👌👌👌

  • @juelkhandakar1196
    @juelkhandakar1196 2 ปีที่แล้ว +2

    Agartala,tripura rajje aro ank valo kichu dekhar ache dada apni toh ujayanta palace r umakanta academy dekhe chole gelen.. apni karur sthe contact kore aste parten jara sohor ta ke chene.. tahole thik vbe sohor tar sundarjaa dekhe jete parten...
    Hope so next time asle 2-3din er time niye ashben r puro sohor take dekhe jaben...amontron roilo 😊

    • @AdventureTube21
      @AdventureTube21  2 ปีที่แล้ว

      আনন্দবাজার পত্রিকার সাংবাদিক ছিলেন আমার গাইড হিসেবে। কিভাবে বুঝব যে তিনি ভুল ইনফরমেশন দিচ্ছেন। আবার আসলে আরও বেশী দিন থাকব ইনশাল্লাহ। ধন্যবাদ। 💕

  • @sarmistharoyacharjee5406
    @sarmistharoyacharjee5406 2 ปีที่แล้ว +1

    আপনি সস্তায় হোটেল নিয়েছেন তাই তো সার্ভিস টাও ওই রকমই ছিলো ।দামী হোটেলে গেলে সেই রকম স্বাগতম পেতেন । আর একটা কথা বলছি আমরা ইন্ডিয়ানরা সব সময়ই শান্ত এবং শান্তি প্রিয় মানুষ । তাই সোরগোল ও কম, সেইজন্যই আপনার বোধহয় আগরতলাকে গ্রাম বলে মনে হলো । যাই হোক আপনাকে এখানে আসার জন্য অনেক ধন্যবাদ ।

  • @mmoynulislam3601
    @mmoynulislam3601 2 ปีที่แล้ว +5

    বাংলাদেশের যেকোনো জেলা শহরের মতো

    • @renadas7054
      @renadas7054 2 ปีที่แล้ว

      Agartala Indiar akta smallest state capital..tobe ar Historical value onak..eta desheo o rajar shahor..jara History janen tader kache Agartalar gurutto onak..purono Rajbari thake Rajader oitijjo snaskritir onak nidorshon ache ai shohore abog tar ashe pashe,tay Bangladesher jela shohorer satha ar tulona nitanto hassokar ba oggoter porichoy chara ar kichu r bola jay na

  • @rajotavo
    @rajotavo 2 ปีที่แล้ว

    Bah! Khub ekti intersting vlog episode laglo Farook bhai! 😊✌️...Tripura r loyal fam.besh powerful chhilen ek kaale...sonam dhonno S D Burman ( R D Burman er pita) , surokar o geetikar chhilen ei Raj poribar er ekjon ( jodio pore uni tar somporko khub ekta rakhen ni...)...

  • @sanjitbaidya8620
    @sanjitbaidya8620 2 ปีที่แล้ว +2

    Welcome Tripura India ❤️

  • @octane6414
    @octane6414 2 ปีที่แล้ว +2

    Dada hotel er room ta dakhano dorka chilo. Ta holay ora o bujhto chit korlay kamon lagay

    • @AdventureTube21
      @AdventureTube21  2 ปีที่แล้ว

      It was too dirty. Didn’t even want to show it to anyone. Thank you.

  • @musicisevergreen2253
    @musicisevergreen2253 2 ปีที่แล้ว +3

    Bhaijan local People der sathe kotha bolar video toiri korle bhalo hoto..agortolar sathe Bangladesh er bhasa and culture mile..jemon cumilla,bramonbaria,Kishorganj, language mile..like Bangladesh

  • @drfarzan6037
    @drfarzan6037 2 ปีที่แล้ว

    I like ur all Vedo. Appreciate ur languages description & pronunciation Mr MD Al Farooq vi. Ami Dr hasnat from mymensingh. Wish I could be ur tour partner one day..

  • @RahulDas-ic9rk
    @RahulDas-ic9rk 2 ปีที่แล้ว

    Welcome to Agartala sir, i am just shocked that you come to Tripura, i am a resident of Agartala and i am watching your videos for long time, i wish i could meet you

  • @digitalarnab66
    @digitalarnab66 2 ปีที่แล้ว +1

    ফারুক ভাই আমি আগরতলায় আমায় অন্ততপক্ষে মনে হয় ৬০ থেকে ৬৫ বার গিয়েছি আমি আপনি যে যে জায়গা গুলো ঘুরিয়ে দেখিয়েছেন আপনার ভিডিওতে সবগুলো জায়গায় মোটামুটি ত্রিপুরা রাজ্য গোটা ত্রিপুরা রাজ্য বলতে পারেন আমার ঘুরা হয়ে গেছে কিন্তু আসলে কোথাও যে দেখার মত প্রিমিয়াম কোন ফিল আসেনি আমার আমাদের অনেক আত্মীয়-স্বজন ত্রিপুরাতে আছে আমি আসা-যাওয়া করি ওখানে ধন্যবাদ ভাইয়া

  • @fashionart4231
    @fashionart4231 2 ปีที่แล้ว +3

    কলকাতার হাওরা নদী আগরতলায় কেমনে আসে। আগরতলা বাংলাদেশের পূর্ব পার্শ্বে আর কলকাতা বাংলাদেশের পশ্চিম পার্শ্বে।

  • @dibyendumondal9907
    @dibyendumondal9907 2 ปีที่แล้ว +1

    I saw your derjeeling video,you r right , cleanliness in Darjeeling is very bad now days.. you can visit Sikkim- Gangtok.. Gangtok is very clean and batter then Darjeeling.

  • @bidhyapatidebbarma4962
    @bidhyapatidebbarma4962 2 ปีที่แล้ว +1

    Dada apni to amar barir pashei ashe porechen..

  • @subha00
    @subha00 2 ปีที่แล้ว +3

    Sir , few things
    1. U should have stayed in Hotel Polo towers, Ginger or Rajdhani
    2. Howra river in Agartala has no relation with Howrah Bridge in Kolkata
    3. You should visit the other tourist spots of Tripura like Nirmahal, Chabi Mura, Dumbur, Jampui etc

  • @hossainasiya1241
    @hossainasiya1241 2 ปีที่แล้ว +1

    Masaallah tabarakallahhh 🤲🏻

    • @AdventureTube21
      @AdventureTube21  2 ปีที่แล้ว

      🥰

    • @hossainasiya1241
      @hossainasiya1241 2 ปีที่แล้ว

      @@AdventureTube21
      Barakallah Subhanallah 🤍👍
      I didn't miss to see North Bengal vlog n 5 days ago but I missed to write you.....my home district Thakurgaon
      Belonging Khulna

  • @howrahbridge732n
    @howrahbridge732n 2 ปีที่แล้ว

    SIR APNAR LEFT HAND AND RIGHT HAND DRIVING PROBLEM HOI NAA?

  • @arkabanerjee1627
    @arkabanerjee1627 2 ปีที่แล้ว +1

    South Asians are all same .we are all human beings..god bless all.. almighty be helpful to all

  • @MdSagor-ll4jb
    @MdSagor-ll4jb 2 ปีที่แล้ว +1

    ভাই আনেক দিন পরে দেকা সুরু কর লাম বাংলাদেশে আসলেন কবে

  • @AmitDas-ty9oj
    @AmitDas-ty9oj 2 ปีที่แล้ว

    Interesting 🤠

  • @taashfiq2287
    @taashfiq2287 2 ปีที่แล้ว +3

    আসসালামু আলাইকুম, আমার দাদার বাড়ি আগর তলার মন্ত্রী পাড়ায়। উনু রাজসভাভোশন ছিলেন। উনার নাম আব্দুল আজিজ মুন্সি উনার কবর গেদু মিয়ার মসজিদের পাশে।আমার ছেোট দাদা আরমান আলি মুন্সি প্রথম মেয়র ও পালা'মেন্ট মেম্বার ছিলেন। আগরতলায় তখন মুসলমানদের উপর খুব খারাপ আচরনকরা হত তখন আমার বাবা বাংলাদেশে চলে আসে

    • @AdventureTube21
      @AdventureTube21  2 ปีที่แล้ว

      Walaikum assalam. Very sorry to hear that.

  • @rupak633
    @rupak633 2 ปีที่แล้ว +1

    দাদা আমি আপনাকে আমাদের আগরতলায় রাজবাড়ীতে দেখেছি ❤️❤️❤️

    • @AdventureTube21
      @AdventureTube21  2 ปีที่แล้ว

      হ্যালো বলেন নাই কেন? ধন্যবাদ 🥰💕

  • @jwlaiborok
    @jwlaiborok 2 ปีที่แล้ว +1

    Sir apni agartala ase amar dekha holamna ufsss amar onek kosto laklo

  • @puspachettri3756
    @puspachettri3756 ปีที่แล้ว +1

    Agartalar schoolgulo samparke dakhale valo hoy

  • @rajibchakraborty1569
    @rajibchakraborty1569 2 ปีที่แล้ว

    Sir where are u right now in agartala

  • @mdalamgirmdalamgir2545
    @mdalamgirmdalamgir2545 2 ปีที่แล้ว

    Aggor tola daka holo. Tnx.

  • @privateaccountforthemultiu9790
    @privateaccountforthemultiu9790 2 ปีที่แล้ว +2

    দেখে বলবেন আমি বহুবার গিয়েছি পাসপোর্ট ছাড়াই।
    সর্বশেষ ১৯৯৮ ও ২০০৩ এ গিয়ে তিন দিন ছিলাম।
    এখন এক সুতা পরিবর্তন হয় নাই। ময়মনসিংহ কেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া শহরেরও তলে এখন আগতলা চলে গেছে মনে হচ্ছে। দশ বছর পরে আমাদের চারগাছ গ্রামের তলে তলাইয়া যাবে আগরতল্লা। আমার গ্রামের বাড়ি কসবা চারগাছ। আখাউড়ার পাশেই।
    সন্ধ্যায় হলেই মদখোরদের অবস্থা অবশ্যই দেখবেন।
    এইটা বললাম এই জন্য যে 1997 এ আমি আগতলা এক বারের মতো মদের দোকানে একজনকে নিয়ে যায়। ওরা পস্রাবের গন্ধযুক্ত মদের নামে পানি খাচ্ছে আর মাঝখানে এক টুকরা পাঠার গোস্ত মুখে দেয়। আমাকে খেতে বলে বললাম আমি পান করি না। পেপসি দাও আশেপাশে চার দোকানেও সফট্ ড্রিংকস নেই মদ ছাড়া। এক পাগলা বলে ঢাকা গিয়েছিলাম এইটা কোন শহর হল?
    আগতলার বাহিরে শুধু জঙ্গল ছাড়া কিছুই নেই।

  • @chowdhury_made_farhan
    @chowdhury_made_farhan 2 ปีที่แล้ว

    Uncle, when you will upgrade your phone...!?

  • @tarekalmamun
    @tarekalmamun 2 ปีที่แล้ว +1

    Neermahal ta ghore aisen,,,, valo lagbe,,,

  • @aslampresent3960
    @aslampresent3960 2 ปีที่แล้ว +1

    আমাদের দেশে প্রচলিত আছে
    কোথায় আগরতলা আর কোথায় ওগারতলা। আমাদের গ্রামে ধানের গোলা রাখার জন্য নির্মাণ করা হয় একটি বেইজ

  • @keyachakraborty1886
    @keyachakraborty1886 2 ปีที่แล้ว +1

    Dada...kolkata theke bolchi.....sundor agartala bhromon kore nilam.... Agartala, Bangladesh ar Pashchim Bangla alada kichu lage na, ek e bangla bhasi lok ar poribesh....kintu dada Khali mathay bike ride?....bhoy lage..😋😊....bhalo thakben dada 🥰🥰🙏🏻🙏🏻🙏🏻

  • @somadutta2731
    @somadutta2731 2 ปีที่แล้ว +3

    দাদা হাওড়া তো একটা জেলা পশ্চিমবঙ্গের।
    নদীর নাম হুগলি।
    হাওড়া নামের কোনো নদী নেই। 🙏

  • @3starslouisville518
    @3starslouisville518 2 ปีที่แล้ว

    মাশাআল্লাহ খুবই ভালো লাগলো ভাই

  • @hajsanabdul9668
    @hajsanabdul9668 2 ปีที่แล้ว +1

    thanks.

  • @totaldadagiri5704
    @totaldadagiri5704 2 ปีที่แล้ว +1

    আপনার আগে ভিডিও দেখছিললাম দুবাই ক্যাম্পিংর ভিডিও টা আমি আগেও দেখছি আবার দেখছি

  • @parthapratimdas597
    @parthapratimdas597 2 ปีที่แล้ว

    Yes, there is a river called howrah in Agartala.

  • @sayantanroy564
    @sayantanroy564 2 ปีที่แล้ว +1

    Dada apni kothay achen ei muhurte. Ami agartala theke bolchi. Khubi ichcha chilo apnake meet korar. Onek din dhore apnar channel follow korchi

    • @AdventureTube21
      @AdventureTube21  2 ปีที่แล้ว

      এখন মাইজদী, নোয়াখালী। ধন্যবাদ।

    • @sayantanroy564
      @sayantanroy564 2 ปีที่แล้ว +1

      বেশ দাদা । কি আর করা যাবে । ভালো থাকুন , সুস্থ থাকুন ।

    • @AdventureTube21
      @AdventureTube21  2 ปีที่แล้ว

      @@sayantanroy564 Same to your 💕

  • @somadutta2731
    @somadutta2731 2 ปีที่แล้ว +1

    Palace কতটা জায়গা নিয়ে গড়া হয়েছে।

  • @RafikulIslam-hf6zc
    @RafikulIslam-hf6zc 2 ปีที่แล้ว +1

    I'm from Agartala.

  • @slayer1980
    @slayer1980 2 ปีที่แล้ว +5

    Faruk dada, Bijoya Hotel is a couple friendly hotel,as written in its signboard, which clearly indicates that it rents rooms by the hour😝,you should have stayed in Polo Towers,Ginger hotel (owned by the Tata group) or Hotel Rajdhani

    • @AdventureTube21
      @AdventureTube21  2 ปีที่แล้ว

      Did not realized it since it was promoted by Agoda. Thank you. 😊

  • @pramilabhowmik4421
    @pramilabhowmik4421 2 ปีที่แล้ว +2

    ভাইয়া আপনি আগরতলায় আসলেন , কিন্তু দেখা হল না। আবার কবে আসবেন?

  • @shuvochowdurry7917
    @shuvochowdurry7917 2 ปีที่แล้ว +1

    আপনি খাগড়াছড়ির একটা ভিডিও দিয়ে ন খাগড়াছড়ি খুবই সুন্দর জায়গা

  • @MohammedShakwatHossainKhan
    @MohammedShakwatHossainKhan 2 ปีที่แล้ว +5

    হাওড়া নদী সম্ভবত বাংলাদেশের তিতাস নাদীর একটি শাখা নাদী। হওড়া ব্রীজের সথে এই নদীর কোন সম্পর্ক নাই।

    • @gobindachowdhury5031
      @gobindachowdhury5031 2 ปีที่แล้ว

      দাদা ভারতবর্ষে কে ঘুরে দেখতে গেলে আপনি বুড়ো হয়ে যাবেন তবুও ভারতবর্ষে কে ঘুরে শেষ করতে পারবে না এটা এতো বড় দেশ বুঝলেন ।

  • @sutapabanerjee2294
    @sutapabanerjee2294 2 ปีที่แล้ว +1

    RANNAR AGEY STINK TOHIGH HEAVEN, RANNAR POREY AROMA AMRITO... 🌈🌈🌈🙃🙃🙃SHUNTKI... TRANSCRIBING IN ENGLISH ALPHABET APPROXIMATE.. 🇧🇩🇮🇳

  • @BANERJEETILAK
    @BANERJEETILAK 2 ปีที่แล้ว +2

    কোলকাতার গঙ্গানদীর অনেক নাম। উত্তরে এর নাম ভাগীরথী ।হুগলী জেলার পাশদিয়ে যায় বলে হয়তো দক্ষিণে একে অনেকে হুগলী নদীও বলে। হুগলী জেলা হাওড়া জেলার উত্তরে অবস্থিত। সাধারণ লোক অবশ্য গঙ্গা ই বলে।

  • @faruqueahmed786
    @faruqueahmed786 2 ปีที่แล้ว +2

    আগরতলা ও চকিরতলা তো একি মনে হোল ।

  • @tusharkantichoudhury8671
    @tusharkantichoudhury8671 2 ปีที่แล้ว +1

    Bhaijan, I am a subscriber of your channel, I am a local citizen of Agartala, I want to meet with you. Do reply me.

  • @atanudas966
    @atanudas966 2 ปีที่แล้ว +4

    আগরতলা আসলে হোটেল সোনারতরী অথবা হোটেল পোলো টাওয়ার এ থাকবেন।

    • @blueline-tn3me
      @blueline-tn3me 2 ปีที่แล้ว

      হোটেল পলো টাওয়ার এ থাকার মতো সবার ক্ষমতা নেই

  • @lalitchakma6127
    @lalitchakma6127 2 ปีที่แล้ว +1

    Oh dada kbe aasche

  • @slayer1980
    @slayer1980 2 ปีที่แล้ว +1

    18.24" -- Gole bazar, the famous wholesale market of Tripura, also a smuggler's paradise of those who smuggle goods to Bangladesh

  • @explorewadnan4881
    @explorewadnan4881 2 ปีที่แล้ว +1

    ভাই এবার অবশ্যই মেঘালয় সফর করবেন।মেঘালয়ের চেরাপুঞ্জি অসাধারণ, কাংসুরি ওয়াটারফল টা ও অসাধারণ। আরো সুন্দর ভিডিও দেখার অপেক্ষায় রইলাম।

  • @tanvirvlogs_001
    @tanvirvlogs_001 2 ปีที่แล้ว

    assalamualaikum uncle sylhet habiganj bahubal the place e akta din aisa gure jan🥰