আমার ৩৪ বছর বয়সে আমি কোন রাষ্ট্রপ্রধানের সম্পূর্ণ ভাষণ জীবনেও শুনিনি ডক্টর ইউনূসের ভাষণ শুনতে শুনতে কখন যে সময় শেষ হয়ে গেল তা টেরও পেলাম না মনে হলো কেন এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল 84 বছর বয়সে এসেও কোন নোট ছাড়া কি সাবলীল ভাবে সাবলীল বাংলা ভাষায় বক্তৃতা দিলাম যা অনেক উচ্চশিক্ষিতর দ্বারাই সম্ভব না আমি একজন প্রবাসী অনেক দেশ ঘুরেছি অনেক শাসক দেখেছি আপনার মত এমন শাসক এই ৩৪ বছর বয়সে আর দেখিনি আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করুন এবং আমাদের মত এই অপদার্থ জাতিকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ আপনার নেক হায়াত এবং স্বাস্থ্য ভালো রাখুক আমার ব্যক্তিগত চাওয়া যতদিন পর্যন্ত ডঃ ইউনুস এর আল্লাহপাক নেক হায়াত দিয়েছেন উনি যেন দেশের রাষ্ট্রপতি হিসাবে থাকেন আমীন কত সুন্দর তার বক্তৃতা কোন লোক নেই কোন লালসা নেই প্রত্যেকটা সেক্টরে পয়েন্ট করে করে কি সুন্দর করে সুতি মধুর বাংলায় কোন নোট ছাড়া কোন কিছু করা ছাড়া দেখা ছাড়া নিয়ে ভাষণ দিলেন যা আমাদের দ্বারাও এই ৩৪ বছর বয়সে সম্ভব নয় আমরা বাঙালিরা জন্মগতভাবেই অধম আমাদের রক্তে রক্তে দুর্নীতি বেইমানি লোভ-লালসা আত্মকেন্দ্রিক প্রলোভন দ্বারা নিমজ্জিত আল্লাহ পাক আপনার দ্বারা এই জাতিকে একটি উন্নত জাতি হিসেবে পরিণত করুন আমীন সর্বোপরি আল্লাহ আপনার নেক হায়াত বৃদ্ধি করুন এবং আপনাকে সবসময় সুস্থ রাখুন আমিন❤
মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনার নেতৃত্বে সর্বস্তরে দুর্নীতি বন্ধ হবে, আইনের শাসন ও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশ 🇧🇩 এগিয়ে যাবে ইনশাল্লাহ। আমি আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নিরাপদ বাংলাদেশের জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করছি l❤
এই মুহূর্তে সবাই আমরা ডঃ মুহাম্মদ ইউনূসের সরকারকে সমর্থন করা একান্ত প্রয়োজন। আমরা আশাবাদী তার সরকার পর্যাপ্ত(৩-৫ বছর) সময় পেলে নতুন এক বাংলা আমাদের উপহার দিতে পারবে।👍
বাংলাদেশে ঘুষ বন্ধ করার জন্য কিছু কার্যকরী উপায়: ১.কঠোর আইন প্রণয়ন ও প্রয়োগ: ঘুষ এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করা এবং তা কঠোরভাবে প্রয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যমান আইনগুলোর যথাযথ প্রয়োগ এবং নতুন আইন প্রণয়ন করতে হবে, যা ঘুষ গ্রহণ বা দেওয়ার জন্য কঠোর শাস্তির বিধান করবে। এই আইনগুলোর অধীনে স্বচ্ছ তদন্ত এবং দ্রুত বিচার প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। ২.দুর্নীতি দমন কমিশনের (দুদক) শক্তিশালীকরণ: দুর্নীতি দমন কমিশনের ক্ষমতা এবং স্বাধীনতা বাড়াতে হবে, যাতে তারা কোনো রাজনৈতিক বা প্রশাসনিক চাপ ছাড়াই স্বাধীনভাবে কাজ করতে পারে। দুদকের কার্যক্রমে আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের সমন্বয় ঘটিয়ে তাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। ৩.প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ: সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানে প্রশাসনিক স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া, পদোন্নতি এবং সরকারি প্রকল্প বাস্তবায়নে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। যেসব কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৪.ডিজিটাল সেবা ও ই-গভর্নমেন্ট চালু করা: ডিজিটাল সেবা এবং ই-গভর্নমেন্ট চালুর মাধ্যমে সরকারি সেবাগুলোকে স্বয়ংক্রিয় করা হলে, অফিসের কর্মকর্তাদের সরাসরি জনসাধারণের সাথে যোগাযোগ কমে যাবে। এতে ঘুষ দেওয়া-নেওয়ার সম্ভাবনাও হ্রাস পাবে। উদাহরণস্বরূপ, অনলাইনে ট্যাক্স প্রদান, ট্রেড লাইসেন্স প্রদান, এবং জমির রেকর্ড সংরক্ষণ ইত্যাদি সেবাগুলোকে ডিজিটাল করা যেতে পারে। ৫. জনসচেতনতা বৃদ্ধি: জনসাধারণকে ঘুষের কুফল সম্পর্কে সচেতন করতে হবে। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির বিরুদ্ধে শিক্ষা প্রদান করা যেতে পারে। গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, এবং এনজিওগুলোর মাধ্যমে ঘুষবিরোধী প্রচার অভিযান চালানো যেতে পারে, যা জনগণকে সচেতন করবে এবং ঘুষের বিরুদ্ধে প্রতিবাদ করতে উদ্বুদ্ধ করবে। ৬.সৎ ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব: সরকার ও সমাজের সর্বস্তরে সৎ এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব নিশ্চিত করা প্রয়োজন। দেশের নেতৃত্ব সৎ এবং দুর্নীতিমুক্ত হলে জনগণ ও প্রশাসনের উপর ইতিবাচক প্রভাব পড়বে এবং ঘুষ দেওয়া-নেওয়ার প্রবণতা কমবে। ******৭. হুইসেল ব্লোয়ার সুরক্ষা আইন:######## যারা ঘুষ এবং দুর্নীতির ঘটনা প্রকাশ করতে সাহস দেখাবেন, তাদের সুরক্ষা দিতে হবে। হুইসেল ব্লোয়ারদের জন্য একটি সুরক্ষা আইন প্রণয়ন করা প্রয়োজন, যা তাদের নিরাপত্তা এবং আর্থিক পুরস্কারের ব্যবস্থা করবে। ৮. সুশাসন প্রতিষ্ঠা: সুশাসনের মাধ্যমে প্রশাসনের সব ক্ষেত্রে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। এর ফলে কর্মকর্তা-কর্মচারীরা ঘুষ গ্রহণের ক্ষেত্রে বাধাগ্রস্ত হবে এবং দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
কি লিখব ভাষা হাড়িয়ে ফেলছি। জীবনের প্রথম কোন সরকারের ভাষণ সম্পূর্ন মনোযোগ সহকারে শ্রবণ করতে বাধ্য হলাম। আল্লাহ তুমি এই মহান ব্যাক্তিদের কাজকে সহজ করে দাও আমিন।
এই প্রথম আমার মনমত একটা বক্তব্য দিয়েছেন ডঃ ইউনুস স্যার এরকমই দরকার প্রধানমন্ত্রী বক্তব্য যা দীর্ঘ ২০ বছরের দেখিনাই ডক্টর ইউনুস সার আরো ২০ বছরের প্রধান উপদেষ্টা দায়িত্ব হিসেবে থাকুক ডক্টর ইউনুস স্যার ধন্যবাদ
আলহামদুলিল্লাহ,দেশ এবং জাতির ক্রান্তিলগ্নে দেশের কর্ণদ্বার হয়ে দায়িত্ব গ্রহন করার জন্য অনেক শুভেচ্ছা ও দীরঘায়ু কামনা করছি , আপনার দীর্ঘায়ু এবং আপনার উপযুক্ত পরিষদের সকলের নিরাপত্তায় যেন মহান আল্লাহ তায়ালা সহায় হউন আমরা আন্তরীকভাবে এই দোঁয়া করছি। হে মহা বরেণ্য প্রধান উপদেষ্টা, আপনার জাতির উদ্দেশ্যে সুদুর প্রসারী প্রান্জল ভাষায় দেওয়া ভাষন মনের থেকে শ্রবন করে আশ্বস্ত হয়ে আমরা শুভাকাংখী হিসাবে মহান আল্লাহ তায়ালার পবিত্র দরবারে কায়ামানো বাক্যে ফরিয়াদ জানাই, তিনি যেন দেশ গঠনে আপনাদের নেওয়া প্রতিশ্রুত উদ্দেগ্য বাস্তবায়নে সহায়ক হয়। আমিন। আপনাদের অবিশ্রাম নিরলস শ্রমের মাধ্যমে মহান আল্লাহ তায়ালার সাহায্য কামনা করে ঘুষ ও দূর্নীতিমুক্ত একটি দেশ এই সুযোগে বিশ্বের দরবারে উপস্হাপন করুন এই আমাদের চাওয়া। এই যদি করতে পারেন, দেশ তথা বিশ্ববাসী আপনাদের সকলকে আদর্শের মডেল হিসাবে স্বরন করবে চিরদিন। বাংলাদেশ দীরঘজীবি হউন সাথে আপনারাও। আমিন, ইয়া রাব্বাল আলামিন।
আলহামদুলিল্লাহ আপনার মত একজন মানুষকে আমারা প্রধান উপদেষ্টা হিসেবে পেয়েছি। তবে গত ১৬ বছরে আমরা যে নিপীড়িত হয়েছি। আপনার কথা গুলো শুনলে কলিজা ঠান্ডা হয়েযায়। আপনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি।
আরও পাঁচ বছর আপনার থাকা আন্তরিক কামনা করি। আপনার যথাযথ উত্তর এবং বক্তব্য শুনে মন প্রাণ আনন্দে ভরে গেল। আপনার মত নেতা যদি আমাদের সরকারে আসতেন, তা হলে দেশের কত না উন্নতি হত! আজ বুঝতে পারছি, কেন আপনাকে শান্তিতে নোবেল প্রদান করা হয়েছে। আপনি এগিয়ে যান, আমরা সকল দল-মত নির্বিশেষে আপনার সাথে আছি। প্রয়োজনে আমরা আপনাকে জীবন দিয়ে হলেও সহযোগিতা করব।
Sir, may Allah bless you with good health, I wish you good health, take as long as it takes to reform our country as you see fit. Our 18 crore people are with you.This country became independent in exchange of the blood of students and people, so you have to take care that our freedom is not lost in any way and as a prosperous, beautiful and well-educated nation on this earth. A beautiful country should be established on this earth. We want people from all over the world under your leadership to see that Bangladesh is a country of generosity and humanity. where there is no murder, betrayal, fighting, quarrels. Nothing will happen Bangladesh will be established as a golden Bangladesh of really .where every people of the world can come and go freely.Bangladesh will be a bright star in the whole world .we believe in you you have no wish in this world because Allah has given you everything but we are unfortunate we meet you in your last age.So I wish you long life and I pray that you may immortalize this country of ours forever. so that the whole world says it is the country of Dr. Muhammad Yunus.
জীবনে প্রথমবার কোন দেশ প্রধানের বক্তব্যে মুগ্ধ হলাম। শুনতে শুনতে কখন যেন শেষ হয়ে গেল বুঝতেই পারিনি। ড.ইউনূস স্যারের জন্য অনেক দোয়া রইলো, ইনশাআল্লাহ আমরা এমন এক বাংলাদেশ যেন পাই।
আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহুআকবর,৷ ৷৷ মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ড: মোহাম্মদ ইউনুচ কে শত হাজার সালাম ও শুভেচছা জানাই এবং অনেক ধন্যবাদ জানাই, আল্লাহ তাহাকে দীর্ঘ জীবি করুক, আমিন, আল্লাহ আমাদেরকে একটা দুর্নীতি মুক্ত , সত , নেয়াই নীতি সম্বলিত ও উন্নত রাষ্ট্র গড়ার তৌফিক দান করুক, আমিন, আল্লাহ হাফেজ,
পরম করুণাময়ের অপার রহমতে আমরা সাধারণ দেশপ্রমিক জনতা আপনার ও আপনার সকল উপদেষ্টাদের সৎ নিয়ত ও প্রচেষ্টাকে স্বাগত ও পূর্ণ সমর্থন জানাই।আমরা আশাবাদী আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটি স্বপ্নের সুন্দর কল্যাণময় শান্তিময় বাংলাদেশ গড়ে তুলতে সফল হবো ইনশাআল্লাহ!
জনাব ডক্টর প্রফেসর মুহাম্মদ ইউনূসকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা, জাতির এই ক্রান্তিলগ্নে আপনাকে মহান আল্লাহ তায়ালা ত্রাতা হিসেবে প্রেরণ করেছেন। আমরা অবশ্যই আপনার সাথে আছি এবং থাকবো ইনশাআল্লাহ।
মেধা কতো তীব্র হলে লিখিত ছাড়া এতো সুন্দর ও শুদ্ধ মার্জিত গঠন মূলক প্রাণবন্ত ব্যক্তব্য দেওয়া যায়, ভাষণটা না শুনলে বুঝতাম না। আলহাদুরিল্লাহ, গত ৩০ বছরেও এমন গঠনমূলক বক্তব্য শুনিনি,এতো সুন্দর বাস্তব,এতো গোছানো,এতো সূদুর প্রসারিত উত্তম চিন্তা, এক কথায় অতুলনীয়, আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন । আল্লাহ জমিনে, আল্লাহ আইন ও ইসলামি শিক্ষা ব্যবস্থা চাই।
এক্ষেত্রে আওয়ামী লীগ-বিএনপি জামাত ইসলাম সকলে বাংলাদেশের নাগরিক সকলকে দেশে থাকার অধিকার আছে কেউ অপরাধ করলে তার বিচার আইনের মাধ্যমে হবে কিন্তু আপনার শাসন আমলে আপনার অনুসারী যেভাবে অতীতের সরকার প্রধান হইতে আরম্ভ করিয়া স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী সকলের প্রতি আক্ষেপ তাদের থাকতে পারে রাগ থাকতে পারে কিন্তু আদালতের মত জায়গায় পুলিশ হেফাজতে থাকা লোকের গায়ে তারা হাত তুলে তাদেরকে মারধর করে এটা কি বাংলাদেশের সংবিধান তাহলে আমাদের দেশ কোন স্বাধীন হলো কেউ অপরাধ করলে সে সাজা পাবে আইনের মাধ্যমে আপনি এবং আপনার ভাইনে তারা কোথায় ছিল যখন দেশের সর্বোচ্চ লোকদের কিভাবে রাস্তায় মারধর করা হয়েছিল আমি মনে করি আপনাদের এই ধরনের আচরণ বাংলাদেশের ভবিষ্যতের জন্য মঙ্গল বইয়ে আনবে না
আমরা চাই আপনিই থেকে যান সরকার হয়ে🇧🇩💖 এত সুন্দর সাবলীল, স্বচ্ছ, গুছিয়ে স্পস্ট ভাষন কেউ কোন দিন দেননি। আমরা আপনাকে হারাতে চাই না শ্রদ্ধেয় স্যার। আমরা চাই আপনি দীর্ঘদিন আমাদের মাঝে আমাদের একজন হয়ে আমাদের পাশে থাকুন। বাংলাদেশের রত্ন আপনি। বাংলাদেশের মত এমন রাষ্ট্রে আপনার মত একজন অভিভাবক দরকার যে দল অন্ধ হয়ে নয় বরং জনগনের হয়ে জনগনের কথা বলবে 💖💖 Salute You Sir 🫡🫡
অসাধারণ। আগের প্রধানরা একজন আরেকজনের নামে বিষোদগার ঢালতেন, এখানে কারো নামে বদনাম নেই। সব জায়গায় সুন্দর সুন্দর প্লান। সবার আগে বিচার বিভাগকে ঢেলে সাজানো হোক।
আমরা সাধারণ জনগন আগামী ৫ বছর ড. ইউনূস স্যার কে ক্ষমতায় দেখতে চাই। এ নিয়ে যদি কেউ বা কোন গোষ্ঠী অথবা কোন দল বাড়াবাড়ি করে তাদের বিরুদ্ধে ছাত্র জনতা রেখে দাঁড়াবে।
প্রধান উপদেষ্টা এবং প্রত্যেকটা উপদেষ্টার সকলেরই প্রতি মাসে একবার করে তার মন্ত্রণালয়ের ভবিষ্যৎ এবং পরিকল্পনা জাতির উদ্দেশ্যে এইভাবে ভাষণ দিয়ে জানানো উচিত। যেহেতু এখন আর সংসদ অধিবেশন হওয়া সম্ভব নয়।
আসসালামু আলাইকুম, স্যার বাংলাদেশের বিমা কোম্পানি গুলি অনেক দুর্নীতি চলছে, সাধারণ গ্রাহকদের অনেক হয়রানি করতেছে, পাওনা টাকা বছরের পর বছর ঘুরাচ্ছে এই বিষয়ে বিমা কোম্পানি গুলিতে একটু নজর দেওয়ার জন্য অনুরোধ করছি।
মাশাল্লাহ এতো সুন্দর আলোচনা আর কোন সরকারের কাছে সুনি নাই আমি দুই বার করে সুনছি আমরা পবাসিরা চাই বিমানের টিকেট সস্তা হক আর আমাদের জন্য আবেদন করেন ছৌদি সরকারের কাছে ফেমিলির ইকামার রোছুম মাফ করতো আপনি তো আমাদের দেশের সরকার আপনার কথা সূনতে পারে
আমাদের এই বাংলাদেশের জন্য এইরকম রাষ্ট্রনায়কের দরকার যার ভাষনে আমরা শুনতে পাই অনুরোধ আনুগত্য. দেশের মানুষের প্রতি তিনি যে কতটা দায়বদ্ধ তার ভাষণ থেকে প্রকাশ পাওয়া যায়. ধন্যবাদ স্যার দেশের এই কঠিন সময়ে দেশটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য.
আমরা রেমিটেন্স যোদ্ধারা যেন পূর্বের মতোই অয়েজ আরনারস বন্ডে লিমিট বিহীন ইনভেস্ট করতে পারি, সেই ব্যবস্থা গ্রহণ করতে মাননীয় অর্থ উপদেষ্টা সহ বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহাদয়ের হস্তক্ষেপ কামনা করছি। তাহলে পরে দেশ রেমিটেন্স সমৃদ্ধি ও রিজার্ভ সমৃদ্ধি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আমরা রেমিটেন্স যোদ্ধারা দিনে দিনে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি সহ দেশের জন্য বড় মাপের রিজার্ভ গড়ে তুলতে সক্ষম হবো।
Sir, we are proud of you. I'm telling you something. India is trying to thwart the development of our country. You should take a good step to solve this problem. We don't have any compare between Hindu, Christian and Muslims, we are all equals. Thanks and best regards ,sir
আজ পর্যন্ত জাতির উদ্দেশ্যে কত ভাষণ দিতে দেখলাম কোন দলীয় সরকারের প্রধান এমন ভাবে ভাষণ দিতে দেখিণি যেমনটা জাতীয় সরকারের প্রদান ডঃ মুহাম্মদ ইউনুস স্যার ভাষণ দিয়েছে এমন সুন্দর কথা আমি শুনিনি ধন্যবাদ স্যার ডঃ মোঃ ইউনুস
আমার এই বয়সে কোন দিন কোন সরকার এর ভাষন শুনিই নাই উনার কথা গুলো এড়িয়ে যাওয়ার কোন রকম চেষ্টাই করতে পারলাম না, আলহামদুলিল্লাহ হয়তো আশা করি সুন্দর দিন আসবেই ইনশাআল্লাহ
১৯৭১ সালের পর গত ৫৩ বছরে এধরনের পরিছন্ন বক্তব্য কোন রাষ্ট্র প্রধানকে দিতে দেখিনি , ধন্যবাদ ডঃ মুহাম্মদ ইউনূস স্যারকে
২০০১ থেকে ২০০৬
শাসনের কথা ও বলা উচিৎ ছিল
th-cam.com/video/4hbpYpP1Ghw/w-d-xo.htmlsi=KZ3JEVN8YmP-LsLf
আমার ৩৪ বছর বয়সে আমি কোন রাষ্ট্রপ্রধানের সম্পূর্ণ ভাষণ জীবনেও শুনিনি ডক্টর ইউনূসের ভাষণ শুনতে শুনতে কখন যে সময় শেষ হয়ে গেল তা টেরও পেলাম না মনে হলো কেন এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল 84 বছর বয়সে এসেও কোন নোট ছাড়া কি সাবলীল ভাবে সাবলীল বাংলা ভাষায় বক্তৃতা দিলাম যা অনেক উচ্চশিক্ষিতর দ্বারাই সম্ভব না আমি একজন প্রবাসী অনেক দেশ ঘুরেছি অনেক শাসক দেখেছি আপনার মত এমন শাসক এই ৩৪ বছর বয়সে আর দেখিনি আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করুন এবং আমাদের মত এই অপদার্থ জাতিকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ আপনার নেক হায়াত এবং স্বাস্থ্য ভালো রাখুক আমার ব্যক্তিগত চাওয়া যতদিন পর্যন্ত ডঃ ইউনুস এর আল্লাহপাক নেক হায়াত দিয়েছেন উনি যেন দেশের রাষ্ট্রপতি হিসাবে থাকেন আমীন কত সুন্দর তার বক্তৃতা কোন লোক নেই কোন লালসা নেই প্রত্যেকটা সেক্টরে পয়েন্ট করে করে কি সুন্দর করে সুতি মধুর বাংলায় কোন নোট ছাড়া কোন কিছু করা ছাড়া দেখা ছাড়া নিয়ে ভাষণ দিলেন যা আমাদের দ্বারাও এই ৩৪ বছর বয়সে সম্ভব নয় আমরা বাঙালিরা জন্মগতভাবেই অধম আমাদের রক্তে রক্তে দুর্নীতি বেইমানি লোভ-লালসা আত্মকেন্দ্রিক প্রলোভন দ্বারা নিমজ্জিত আল্লাহ পাক আপনার দ্বারা এই জাতিকে একটি উন্নত জাতি হিসেবে পরিণত করুন আমীন সর্বোপরি আল্লাহ আপনার নেক হায়াত বৃদ্ধি করুন এবং আপনাকে সবসময় সুস্থ রাখুন আমিন❤
আলহামদুলিল্লাহ
দীর্ঘদিন পর একজন রাষ্ট্রনায়কের গঠনমূলক কালজয়ী বক্তব্য শুনলাম। আমাদের দেশ অবশ্যই দুর্নীতিমুক্ত হবে ইনশাল্লাহ ❤️
ইনশাল্লাহ
th-cam.com/video/4hbpYpP1Ghw/w-d-xo.htmlsi=KZ3JEVN8YmP-LsLf
আলহামদুলিল্লাহ। ❤
এতো সুন্দর পরিষ্কার কথা কোন সরকারের মুখে শুনি নাই..
সত্যি আমরা একজন নোবেল পুরস্কার জয়ী ড ইউনূস স্যার পেয়ে গর্বিত।❤❤
দেইখেন আবার গর্ভবতী হয়ে যায়েন না।
0:24
সাব্বাস ড.ইউনূস সাহেব। এগিয়ে যান। জনগণ আপনার সাথে আছে।
আপনি ৫ বছর ক্ষমতায় থাকুন আমরা এটাই চাই
কত সুন্দর ভাবে সাজানো গোছানো ভাষায় কথা বলছেন আমাদের বাংলার বাঘ ডঃ মুহাম্মদ ইউনূস
5 বছর ক্ষমতায় থেকে দেখিয়ে দিন দলীয় সরকার ভালো,না জাতীয় সরকার ভালো।
আমার মনের কথা 💔
অনেক ধন্যবাদ কত সুন্দর ও সাবলীল রাষ্ট্রনায়ক আমরা পেয়েছি ❤️
মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার,
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনার নেতৃত্বে সর্বস্তরে দুর্নীতি বন্ধ হবে, আইনের শাসন ও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।
বাংলাদেশ 🇧🇩 এগিয়ে যাবে ইনশাল্লাহ।
আমি আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নিরাপদ বাংলাদেশের জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করছি l❤
সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুক আপনি সত্য শক্তির পক্ষে থাকুন 🙏
এই মুহূর্তে সবাই আমরা ডঃ মুহাম্মদ ইউনূসের সরকারকে সমর্থন করা একান্ত প্রয়োজন। আমরা আশাবাদী তার সরকার পর্যাপ্ত(৩-৫ বছর) সময় পেলে নতুন এক বাংলা আমাদের উপহার দিতে পারবে।👍
আল্লাহ মোহাম্মদ ডঃ ইউনূস সাহেব কে বেশি করে নেক হায়েত বারাইয়া দেন আমিন ❤❤❤
আপনিই পারবেন এদেশকে এগিয়ে নিয়ে যেতে ❤❤❤
ক্ষমতা লোভীরা ক্ষমতা চায় কিন্তু জাতি আপনাকে চায়।
আল্লাহ আপনাকে যতোদিন হায়াত দেন ততোদিন থাকবেন দেশের মানুষ আপনার প্রতি বিশ্বাস আছে আপনি সুন্দর বাংলাদেশ উপহার দিবেন ইনশাআল্লাহ
২৬ মিনিট বক্তৃতা দিলো কোন স্ক্রিপ্ট ছাড়া তাও আবার 84 বছর বয়সে।কোথাও কোন গড়মিল ও দেখলাম না।স্যালুট স্যার❤️
এতো সুন্দর পরিষ্কার ভাষন কোন দেশ প্রধানের এই প্রথম শুনলাম। কোন ধানাইপানাই নাই কথায়।
চাপাবাজী বন্ধ করুন
@@nazrul6279 লীগের জ্বালা কোথায়, সেটা আমি বুঝি🥴
@@nazrul6279 সব গুলো কমেন্ট পড়ে বলুন, সবাই চাপাবাজি করছে, নাকি আপনার গায়ে ফোস্কা পড়ে আছে, একটু মলম দরকার😆।
@@nazrul6279Afsos lig
বাংলাদেশে ঘুষ বন্ধ করার জন্য কিছু কার্যকরী উপায়:
১.কঠোর আইন প্রণয়ন ও প্রয়োগ:
ঘুষ এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করা এবং তা কঠোরভাবে প্রয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যমান আইনগুলোর যথাযথ প্রয়োগ এবং নতুন আইন প্রণয়ন করতে হবে, যা ঘুষ গ্রহণ বা দেওয়ার জন্য কঠোর শাস্তির বিধান করবে। এই আইনগুলোর অধীনে স্বচ্ছ তদন্ত এবং দ্রুত বিচার প্রক্রিয়া নিশ্চিত করতে হবে।
২.দুর্নীতি দমন কমিশনের (দুদক) শক্তিশালীকরণ:
দুর্নীতি দমন কমিশনের ক্ষমতা এবং স্বাধীনতা বাড়াতে হবে, যাতে তারা কোনো রাজনৈতিক বা প্রশাসনিক চাপ ছাড়াই স্বাধীনভাবে কাজ করতে পারে। দুদকের কার্যক্রমে আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের সমন্বয় ঘটিয়ে তাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে।
৩.প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ:
সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানে প্রশাসনিক স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া, পদোন্নতি এবং সরকারি প্রকল্প বাস্তবায়নে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। যেসব কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৪.ডিজিটাল সেবা ও ই-গভর্নমেন্ট চালু করা:
ডিজিটাল সেবা এবং ই-গভর্নমেন্ট চালুর মাধ্যমে সরকারি সেবাগুলোকে স্বয়ংক্রিয় করা হলে, অফিসের কর্মকর্তাদের সরাসরি জনসাধারণের সাথে যোগাযোগ কমে যাবে। এতে ঘুষ দেওয়া-নেওয়ার সম্ভাবনাও হ্রাস পাবে। উদাহরণস্বরূপ, অনলাইনে ট্যাক্স প্রদান, ট্রেড লাইসেন্স প্রদান, এবং জমির রেকর্ড সংরক্ষণ ইত্যাদি সেবাগুলোকে ডিজিটাল করা যেতে পারে।
৫. জনসচেতনতা বৃদ্ধি:
জনসাধারণকে ঘুষের কুফল সম্পর্কে সচেতন করতে হবে। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির বিরুদ্ধে শিক্ষা প্রদান করা যেতে পারে। গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, এবং এনজিওগুলোর মাধ্যমে ঘুষবিরোধী প্রচার অভিযান চালানো যেতে পারে, যা জনগণকে সচেতন করবে এবং ঘুষের বিরুদ্ধে প্রতিবাদ করতে উদ্বুদ্ধ করবে।
৬.সৎ ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব:
সরকার ও সমাজের সর্বস্তরে সৎ এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব নিশ্চিত করা প্রয়োজন। দেশের নেতৃত্ব সৎ এবং দুর্নীতিমুক্ত হলে জনগণ ও প্রশাসনের উপর ইতিবাচক প্রভাব পড়বে এবং ঘুষ দেওয়া-নেওয়ার প্রবণতা কমবে।
******৭. হুইসেল ব্লোয়ার সুরক্ষা আইন:########
যারা ঘুষ এবং দুর্নীতির ঘটনা প্রকাশ করতে সাহস দেখাবেন, তাদের সুরক্ষা দিতে হবে। হুইসেল ব্লোয়ারদের জন্য একটি সুরক্ষা আইন প্রণয়ন করা প্রয়োজন, যা তাদের নিরাপত্তা এবং আর্থিক পুরস্কারের ব্যবস্থা করবে।
৮. সুশাসন প্রতিষ্ঠা:
সুশাসনের মাধ্যমে প্রশাসনের সব ক্ষেত্রে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। এর ফলে কর্মকর্তা-কর্মচারীরা ঘুষ গ্রহণের ক্ষেত্রে বাধাগ্রস্ত হবে এবং দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
ভালো প্রস্তাব কিন্তু বাস্তবায়ন টা, করবে কে..? কোন রাজনৈতিক দল ই এটা করবে না, ইতিমধ্যেই বিভিন্ন অফিস আদালত আর হাট-বাজারে....যথারীতি শুরু হয়ে গেছে।
ভালো প্রস্তাব কিন্তু বাস্তবায়ন টা, করবে কে..? কোন রাজনৈতিক দল ই এটা করবে না, ইতিমধ্যেই বিভিন্ন অফিস আদালত আর হাট-বাজারে....যথারীতি শুরু হয়ে গেছে।
কি লিখব ভাষা হাড়িয়ে ফেলছি। জীবনের প্রথম কোন সরকারের ভাষণ সম্পূর্ন মনোযোগ সহকারে শ্রবণ করতে বাধ্য হলাম। আল্লাহ তুমি এই মহান ব্যাক্তিদের কাজকে সহজ করে দাও আমিন।
এই প্রথম আমার মনমত একটা বক্তব্য দিয়েছেন ডঃ ইউনুস স্যার এরকমই দরকার প্রধানমন্ত্রী বক্তব্য যা দীর্ঘ ২০ বছরের দেখিনাই ডক্টর ইউনুস সার আরো ২০ বছরের প্রধান উপদেষ্টা দায়িত্ব হিসেবে থাকুক ডক্টর ইউনুস স্যার ধন্যবাদ
Excellent Speeches, Thanks ZajakAllah Kair To ❤❤❤❤❤Nobel Loriate Dr Mohd.Yunus.
দয়া করে বিচার বিভাগ স্বাধীন করুন।
আলহামদুলিল্লাহ,দেশ এবং জাতির ক্রান্তিলগ্নে দেশের কর্ণদ্বার হয়ে দায়িত্ব গ্রহন
করার জন্য অনেক শুভেচ্ছা ও দীরঘায়ু কামনা করছি ,
আপনার দীর্ঘায়ু এবং আপনার
উপযুক্ত পরিষদের সকলের নিরাপত্তায়
যেন মহান আল্লাহ তায়ালা সহায় হউন
আমরা আন্তরীকভাবে এই দোঁয়া করছি।
হে মহা বরেণ্য প্রধান উপদেষ্টা, আপনার
জাতির উদ্দেশ্যে সুদুর প্রসারী প্রান্জল ভাষায় দেওয়া ভাষন মনের থেকে শ্রবন
করে আশ্বস্ত হয়ে আমরা শুভাকাংখী হিসাবে
মহান আল্লাহ তায়ালার পবিত্র দরবারে
কায়ামানো বাক্যে ফরিয়াদ জানাই, তিনি
যেন দেশ গঠনে আপনাদের নেওয়া প্রতিশ্রুত উদ্দেগ্য বাস্তবায়নে সহায়ক হয়।
আমিন। আপনাদের অবিশ্রাম নিরলস
শ্রমের মাধ্যমে মহান আল্লাহ তায়ালার
সাহায্য কামনা করে ঘুষ ও দূর্নীতিমুক্ত
একটি দেশ এই সুযোগে বিশ্বের দরবারে
উপস্হাপন করুন এই আমাদের চাওয়া।
এই যদি করতে পারেন, দেশ তথা বিশ্ববাসী
আপনাদের সকলকে আদর্শের মডেল
হিসাবে স্বরন করবে চিরদিন। বাংলাদেশ
দীরঘজীবি হউন সাথে আপনারাও। আমিন, ইয়া রাব্বাল আলামিন।
আলহামদুলিল্লাহ
আপনার মত একজন মানুষকে
আমারা প্রধান উপদেষ্টা হিসেবে পেয়েছি।
তবে গত ১৬ বছরে আমরা যে নিপীড়িত হয়েছি। আপনার কথা গুলো শুনলে কলিজা ঠান্ডা হয়েযায়। আপনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি।
ধন্যবাদ প্রধান উপদেষ্টা কে। মহামূল্যবান গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। আপনি এগিয়ে চলেন এই প্রত্যাশা করছি।
দোয়া করি আল্লাহ আপনাকে নেক হায়াত দান করেন এবং ভালোভাবে দেশ পরিচালা করার তৌফিক দান করেন।আমিন
💯❤💥✌ ডক্টর ইউনুসের নেতৃত্বে এইবার বাংলাদেশ বিশ্বের জন্য রোল মডেল দেশ হিসেবে পরিচিতি পাবে, ইনশাল্লাহ। ✊👍🤲🙌
আসসালামু-আলাইকুম , আমারা সবাই দেশের উন্নয়ন চাই করব-ইনশা-আল্লাহ
এত সুন্দর পরিষ্কার কথা কোন সরকারের মুখ থেকে শুনিনি আপনাকে দিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ ধন্যবাদ ডাক্তার মোঃ ইউনুস ❤❤❤
আজকে সর্বপ্রথম বাংলাদেশের সরকার প্রদানের বক্তব্য পুরো ২৫ মিনিট শুনেছি এর আগে যা হইত সব খেলাধুলা মনে হইত কোনদিনও শোনার চেষ্টা করিনি।
আরও পাঁচ বছর আপনার থাকা আন্তরিক কামনা করি। আপনার যথাযথ উত্তর এবং বক্তব্য শুনে মন প্রাণ আনন্দে ভরে গেল। আপনার মত নেতা যদি আমাদের সরকারে আসতেন, তা হলে দেশের কত না উন্নতি হত! আজ বুঝতে পারছি, কেন আপনাকে শান্তিতে নোবেল প্রদান করা হয়েছে। আপনি এগিয়ে যান, আমরা সকল দল-মত নির্বিশেষে আপনার সাথে আছি। প্রয়োজনে আমরা আপনাকে জীবন দিয়ে হলেও সহযোগিতা করব।
আপনি কাজ করে যান সাধারণ জনগণ আছে আপনার সাথে পাঁচ বছরের আগে কোন নির্বাচন নয়.
Sir, may Allah bless you with good health, I wish you good health, take as long as it takes to reform our country as you see fit. Our 18 crore people are with you.This country became independent in exchange of the blood of students and people, so you have to take care that our freedom is not lost in any way and as a prosperous, beautiful and well-educated nation on this earth. A beautiful country should be established on this earth. We want people from all over the world under your leadership to see that Bangladesh is a country of generosity and humanity. where there is no murder, betrayal, fighting, quarrels. Nothing will happen Bangladesh will be established as a golden Bangladesh of really .where every people of the world can come and go freely.Bangladesh will be a bright star in the whole world .we believe in you you have no wish in this world because Allah has given you everything but we are unfortunate we meet you in your last age.So I wish you long life and I pray that you may immortalize this country of ours forever. so that the whole world says it is the country of Dr. Muhammad Yunus.
স্যার আমরা দেশ বাসী আপনার দিকে তাকিয়ে আছি ।
ঘুষ এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করা এবং তা কঠোরভাবে প্রয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই প্রথমবার আমার মতো দেশের প্রধানের দেওয়া জাতির উদ্দেশ্যে ভাষণ এতটা মনোযোগ দিয়ে অনেকেই হয়তো দেখছে
আমাদের সৌভাগ্য যে এই অস্থির সময়ে আমরা তাকে আমাদের রাষ্ট্রপ্রধান হিসেবে পেয়েছি। আলহামদুলিল্লাহ্
মাশাআল্লাহ।স্যার আপনি দীর্ঘজীবি হন। আপনার মত নেতাই নেতৃত্ব দেওয়া এদেশের জন্য উচিত আপনার প্রতিটা কাজে আমাদের সমর্থন আছে এবং থাকবে ।ধন্যবাদ।
কথা এবং কাজে মিল থাকলে এর থেকে সুন্দর ভাসন আর হয় না।❤
জীবনে প্রথমবার কোন দেশ প্রধানের বক্তব্যে মুগ্ধ হলাম। শুনতে শুনতে কখন যেন শেষ হয়ে গেল বুঝতেই পারিনি। ড.ইউনূস স্যারের জন্য অনেক দোয়া রইলো, ইনশাআল্লাহ আমরা এমন এক বাংলাদেশ যেন পাই।
আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহুআকবর,৷ ৷৷ মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ড: মোহাম্মদ ইউনুচ কে শত হাজার সালাম ও শুভেচছা জানাই এবং অনেক ধন্যবাদ জানাই, আল্লাহ তাহাকে দীর্ঘ জীবি করুক, আমিন, আল্লাহ আমাদেরকে একটা দুর্নীতি মুক্ত , সত , নেয়াই নীতি সম্বলিত ও উন্নত রাষ্ট্র গড়ার তৌফিক দান করুক, আমিন, আল্লাহ হাফেজ,
পরম করুণাময়ের অপার রহমতে আমরা সাধারণ দেশপ্রমিক জনতা আপনার ও আপনার সকল উপদেষ্টাদের সৎ নিয়ত ও প্রচেষ্টাকে স্বাগত ও পূর্ণ সমর্থন জানাই।আমরা আশাবাদী আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটি স্বপ্নের সুন্দর কল্যাণময় শান্তিময় বাংলাদেশ গড়ে তুলতে সফল হবো ইনশাআল্লাহ!
স্যার আপনার এই ভাষন ঐতিহাসিক। আপনাকে অন্তরের অন্তসথল থেকে স্যালুট জানাই।
সুন্দর কথা বলেছেন
এখন বাস্তবায়ন কতটুকু করবেন এটাই দেখার অপেক্ষা।
আমরা চাই সুন্দর একটা বাংলাদেশ।
জনাব ডক্টর প্রফেসর মুহাম্মদ ইউনূসকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা, জাতির এই ক্রান্তিলগ্নে আপনাকে মহান আল্লাহ তায়ালা ত্রাতা হিসেবে প্রেরণ করেছেন। আমরা অবশ্যই আপনার সাথে আছি এবং থাকবো ইনশাআল্লাহ।
প্রথম একজন ব্যাক্তি পেয়েছি জার কথায় মধু ঝরে এমন একজন রাষ্ট্রনায়ক দরকার এই দেশে আমরা পেতে শুধু দেরী করেছি
রাস্তা ও বাজার ঘাটে চাঁদাবাজদের কঠোর হস্তে দমন করলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে,, অসাধু ব্যাবসায়িদের সিন্ডিকেট মূলোচ্ছেদ করতে হবে,, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকলে জনগন আপনাদের উপর বিরক্ত হবেনা,,
কমপক্ষে ৫ বছর থাকতে হবে আপনাকে। আল্লাহ আপনাকে দীর্ঘজীবি করুন।
মেধা কতো তীব্র হলে লিখিত ছাড়া এতো সুন্দর ও শুদ্ধ মার্জিত গঠন মূলক প্রাণবন্ত ব্যক্তব্য দেওয়া যায়, ভাষণটা না শুনলে বুঝতাম না।
আলহাদুরিল্লাহ,
গত ৩০ বছরেও এমন গঠনমূলক বক্তব্য শুনিনি,এতো সুন্দর বাস্তব,এতো গোছানো,এতো সূদুর প্রসারিত উত্তম চিন্তা, এক কথায় অতুলনীয়, আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন । আল্লাহ জমিনে, আল্লাহ আইন ও ইসলামি শিক্ষা ব্যবস্থা চাই।
টেলিপ্রম্পটার দেখে বলছেন কথা গুলি। খালি ইসলামি শিক্ষা নিলে এসব বুঝতে পারবেন না।
আপনি ৫ বছর থাকুন।আমরা এটাই চাই।
জাতির এই ক্লান্তি লগ্নে, আপনার মত একজন স্বপ্নবাজ ব্যাক্তি কে পেয়ে আমরা আনন্দিত, আমরা গর্বিত ♥️🇧🇩🇧🇩♥️
ইনশাআল্লাহ অচিরেই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ 🇧🇩♥️
এক্ষেত্রে আওয়ামী লীগ-বিএনপি জামাত ইসলাম সকলে বাংলাদেশের নাগরিক সকলকে দেশে থাকার অধিকার আছে কেউ অপরাধ করলে তার বিচার আইনের মাধ্যমে হবে কিন্তু আপনার শাসন আমলে আপনার অনুসারী যেভাবে অতীতের সরকার প্রধান হইতে আরম্ভ করিয়া স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী সকলের প্রতি আক্ষেপ তাদের থাকতে পারে রাগ থাকতে পারে কিন্তু আদালতের মত জায়গায় পুলিশ হেফাজতে থাকা লোকের গায়ে তারা হাত তুলে তাদেরকে মারধর করে এটা কি বাংলাদেশের সংবিধান তাহলে আমাদের দেশ কোন স্বাধীন হলো কেউ অপরাধ করলে সে সাজা পাবে আইনের মাধ্যমে আপনি এবং আপনার ভাইনে তারা কোথায় ছিল যখন দেশের সর্বোচ্চ লোকদের কিভাবে রাস্তায় মারধর করা হয়েছিল আমি মনে করি আপনাদের এই ধরনের আচরণ বাংলাদেশের ভবিষ্যতের জন্য মঙ্গল বইয়ে আনবে না
অন্তর শীতল হয়ে গেল। এমন মনোযোগ দিয়ে কখনও কোন সরকার প্রধানের বক্তব্য শুনিনি। একেক কথা জাতির একেকটা প্রশ্নের উত্তর।
আমরা চাই আপনিই থেকে যান সরকার হয়ে🇧🇩💖
এত সুন্দর সাবলীল, স্বচ্ছ, গুছিয়ে স্পস্ট ভাষন কেউ কোন দিন দেননি।
আমরা আপনাকে হারাতে চাই না শ্রদ্ধেয় স্যার। আমরা চাই আপনি দীর্ঘদিন আমাদের মাঝে আমাদের একজন হয়ে আমাদের পাশে থাকুন। বাংলাদেশের রত্ন আপনি। বাংলাদেশের মত এমন রাষ্ট্রে আপনার মত একজন অভিভাবক দরকার যে দল অন্ধ হয়ে নয় বরং জনগনের হয়ে জনগনের কথা বলবে 💖💖
Salute You Sir 🫡🫡
আলহামদুলিল্লাহ ❤
স্যার আপনি এগিয়ে যান , পূর্ণাঙ্গ রাষ্ট্র মেরামত ছাড়া নির্বাচনের কথা ভাববেন না । আপনার কোন ভয় নেই আমরা আপনার সাথে আছি ।
আপনার উদ্যোগগুলো সম্পূর্ণ হোক বাংলাদেশ জিন্দাবাদ ❤❤❤
আপনি দেশের প্রধান হিসেবে ১৫দিন পরপর আমাদেরকে দিকনির্দেশনা দিন।
আমরা কাজ করতে রাজি।
অসাধারণ।
আগের প্রধানরা একজন আরেকজনের নামে বিষোদগার ঢালতেন, এখানে কারো নামে বদনাম নেই।
সব জায়গায় সুন্দর সুন্দর প্লান।
সবার আগে বিচার বিভাগকে ঢেলে সাজানো হোক।
আমার জানা মতে ড ইউনুসের মতো এত সুন্দর করে অল্প সময়ে জাতিকে গোছানোর যে বক্তব্য দিয়েছেন , ইতিহাসের সেরা বক্তব্য হিসেবে অমর হয়ে থাকবে।
সকল সরকারী কাজে ব্যাংক কার্ড ও মিনিশ দেওয়া হক তা হলে আমার মনে হয় ঘুষ কমে যাবে /১০টাকা কাটলে কাড থেকে কাটবে 🙋♂️
পুরো বাংলাদেশ একটা পরিবার
জয় হোক স্যার আপনার দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থ রাখোক আপনি যেন দেশটাকে সুন্দর করে গড়ে তোলতে পারেন ইনশাআল্লাহ
আমরা সাধারণ জনগন আগামী ৫ বছর ড. ইউনূস স্যার কে ক্ষমতায় দেখতে চাই। এ নিয়ে যদি কেউ বা কোন গোষ্ঠী অথবা কোন দল বাড়াবাড়ি করে তাদের বিরুদ্ধে ছাত্র জনতা রেখে দাঁড়াবে।
প্রধান উপদেষ্টা এবং প্রত্যেকটা উপদেষ্টার সকলেরই প্রতি মাসে একবার করে তার মন্ত্রণালয়ের ভবিষ্যৎ এবং পরিকল্পনা জাতির উদ্দেশ্যে এইভাবে ভাষণ দিয়ে জানানো উচিত। যেহেতু এখন আর সংসদ অধিবেশন হওয়া সম্ভব নয়।
আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। ছাত্র-জনতা অক্লান্ত ত্যাগ ও পরিশ্রম আনায়ন ২০২৪ সাল চির স্মরণীয়।
আপনি একজন এমনি ব্যক্তি, যিনি তিন তিনটি যুক্তরাষ্ট কৃ্র্তিক "নোভেল" প্রাইজ প্রাপ্ত। আপনাকে দেখি নাই,কিন্তু "গ্রামীণ ব্যান্ক" দেখছি।🇧🇩❤️মনে হয় বাবার মত সামনে যেয়ে আপনাকে কদমবুচি করি। আপনার সরল ভাবে চলা। সাধারণ পোষাকে জীবন-যাপন করা।আব্বা আল্লাহ নিয়ে গেছেন।
বলছিলেন সৎ ভাবে থাক চল।আর লোককে শ্রদ্দা কর। সৎ সংগে
স্বর্গে বাস।।❤️🇧🇩❤️🇧🇩❤️🇧🇩❤️
আসসালামু আলাইকুম, স্যার বাংলাদেশের বিমা কোম্পানি গুলি অনেক দুর্নীতি চলছে, সাধারণ গ্রাহকদের অনেক হয়রানি করতেছে, পাওনা টাকা বছরের পর বছর ঘুরাচ্ছে এই বিষয়ে বিমা কোম্পানি গুলিতে একটু নজর দেওয়ার জন্য অনুরোধ করছি।
মাশাল্লাহ এতো সুন্দর আলোচনা আর কোন সরকারের কাছে সুনি নাই আমি দুই বার করে সুনছি আমরা পবাসিরা চাই বিমানের টিকেট সস্তা হক আর আমাদের জন্য আবেদন করেন ছৌদি সরকারের কাছে ফেমিলির ইকামার রোছুম মাফ করতো আপনি তো আমাদের দেশের সরকার আপনার কথা সূনতে পারে
আগে মানুষ এতো মনযোগ দিয়ে কেউ শুনত না জাতির উদ্দেশ্য দেয়া ভাষন,,স্যালুট স্যার, আপনি বেচে থাকুন হাজার বছর
মাশাআল্লাহ জাজাকাল্লাহ খাইরান।
আপনি কম হলে ও পাঁচ বছর থাকেন এটাই আমরা চাই
রিমিটেন্স জোদ্দাদের পেনসন দেয়ার অনুরোধ করছি।
আমাদের এই বাংলাদেশের জন্য এইরকম রাষ্ট্রনায়কের দরকার যার ভাষনে আমরা শুনতে পাই অনুরোধ আনুগত্য. দেশের মানুষের প্রতি তিনি যে কতটা দায়বদ্ধ তার ভাষণ থেকে প্রকাশ পাওয়া যায়. ধন্যবাদ স্যার দেশের এই কঠিন সময়ে দেশটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য.
৫ বছর থাকবেন এই আশা করি।।।
একই সাথে তরুণ উপদেষ্টাদের কথাবার্তায় আরো সংযত হতে হবে।। কারন উগ্র কথাবার্তা দেশের জন্য কখনো মঙ্গলকর হয়না!!!
ভাষন শুনে মন ভরে গেছে।মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে আন্তরিক ভাবে ধন্যবাদ।
মাননীয় প্রধান উপদেষটাকে তার মূল্যবান ভাষণের জন্য ধন্যবাদ আললাহ যেন তাকে সফলকামী করেন
আপনিই পারবেন এদেশকে এগিয়ে নিয়ে যেতে | 5 বছর ক্ষমতায় থেকে দেখিয়ে দিন দলীয় সরকার ভালো,না জাতীয় সরকার ভালো।👍👍❤❤❤
ডঃ ইউনুস 5+ বছর দেখতে চাই। এবং আগামী সরকার হিসাবে দেখতে চাই ।,,,
দেশবাসী আপনার সাথে আছে। দোয়া করি আল্লাহ আপনার সহায় হোন। ইনশা আল্লাহ আপনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে। আল্লাহ আমাদের সহায় হোন।
আমরা রেমিটেন্স যোদ্ধারা যেন পূর্বের মতোই অয়েজ আরনারস বন্ডে লিমিট বিহীন ইনভেস্ট করতে পারি, সেই ব্যবস্থা গ্রহণ করতে মাননীয় অর্থ উপদেষ্টা সহ বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহাদয়ের হস্তক্ষেপ কামনা করছি। তাহলে পরে দেশ রেমিটেন্স সমৃদ্ধি ও রিজার্ভ সমৃদ্ধি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আমরা রেমিটেন্স যোদ্ধারা দিনে দিনে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি সহ দেশের জন্য বড় মাপের রিজার্ভ গড়ে তুলতে সক্ষম হবো।
স্যালুট স্যাঁর 🙏
স্যার আল্লাহ্পাক আপনাকে নেক হায়াৎ দান করুন আপনার প্রতি সালাম
আল্লাহ আপনার সহায়হোন।
ড.ইউনুস সাহেব আপনি আপনার কাজ চালিয়ে যান আমরা আপনার পাশে আছি
গর্ব লাগছে এখন ধন্য আমরা❣️ সু স্পষ্ট ও মিষ্টিভাষি কথা স্যারে মুখে মাশাআল্লাহ দোয়া রইলো স্যার!
আপনাকে অভিনন্দন ও শুভকামনা করছি।
Sir, we are proud of you. I'm telling you something. India is trying to thwart the development of our country. You should take a good step to solve this problem.
We don't have any compare between Hindu, Christian and Muslims, we are all equals. Thanks and best regards ,sir
আজ পর্যন্ত জাতির উদ্দেশ্যে কত ভাষণ দিতে দেখলাম কোন দলীয় সরকারের প্রধান এমন ভাবে ভাষণ দিতে দেখিণি যেমনটা জাতীয় সরকারের প্রদান ডঃ মুহাম্মদ ইউনুস স্যার ভাষণ দিয়েছে এমন সুন্দর কথা আমি শুনিনি ধন্যবাদ স্যার ডঃ মোঃ ইউনুস
এ-ই প্রথম কোনো সরকার প্রধানের বক্তব্য সম্পুর্ন শোনলাম,বার বার টেনে টেনে শুনছি।
স্যার আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন থাকেন প্লীজ স্যার 😢❤
আপনিই ক্ষমতায় থেকে যান,
আপনার সুস্বাস্থ্য, দীর্ঘ আয়ু এবং অত্যন্ত মেধা দীপ্ত দেশ পরিচালনার সুযোগ কামনা করছি..
আল্লাহ আপনার সহায় হোক...!!!
অসাধারণ নূন্যতম ০৫ বছর সময় দেওয়া হোক।
আমরা দলীয় সরকার চাই না,,জাতীয় সরকার হিসাবে ডঃ ইউনূস স্যার কে চাই ❤❤❤ কোন প্রকার নোট ছাড়া এত সুন্দর ভাষন প্রথম দেখলাম
আমার এই বয়সে কোন দিন কোন সরকার এর ভাষন শুনিই নাই উনার কথা গুলো এড়িয়ে যাওয়ার কোন রকম চেষ্টাই করতে পারলাম না, আলহামদুলিল্লাহ হয়তো আশা করি সুন্দর দিন আসবেই ইনশাআল্লাহ
দুর্নীতিমুক্ত বাংলাদেশে চাই
আলহামদুলিল্লাহ
মাশাআল্লাহ,
ইখলাস এবং ন্যায়ের সাথে হেদায়েতের মাধ্যমে আল্লাহ উনাকে কবুল করুক।
ধন্যবাদ ডঃ মুহাম্মদ ইউনূস স্যারকে
Great inspirational speech. Our people are behind you. Proceed with your efforts to rebuild our destroyed country 😊
আপনার ভাষন খুব ভাল লেগেছে, আরও ভাল লাগবে যখন এই কথাগুলো বাস্তব জীবনে দেখা যাবে,ধন্যবাদ।
আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাধ্যমে গোটা জাতীর আশা পুরোন করোক। আমিন।❤ রইল।