১. সহবাসের পূর্বে দুয়া পাঠ করা ২. ভূমিষ্ঠ হবার পর আল্লাহর আশ্রয় চাওয়া এবং বদনজর থেকে হেফাজত কামনা করা ৩. সন্তান জন্মের পর ছেলে নাকি মেয়ে তা জানতে না চেয়ে আগে আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ আলহামদুলিল্লাহ পাঠ করা ৪. বাচ্চার কানে আযান দেয়া ৫. তাহনীক করা ৬. বাবা তাঁর শিশুর জন্য দুয়া করা ৭. সুন্দর নাম রাখা ৮. সুন্নাত পদ্ধতিতে আকিকা করা ৯. চুল চাঁছা এবং তার সমপরিমাণ রূপা/রৌপ্যমূল্য আল্লাহর রাস্তায় দান করা ১০. জাফরানের কালি শিশুর মাথায় মাখানো ১১. শিশুর খৎনা করা
হে প্রতিপালক, হে দয়াময়, হে হেফাজতকারী! আপনি হুজুর কে হেফাজতে রাখেন এবং নেক হায়াত দান করেন। আর সকল অভিভাবকদের এই সুন্নতগুলো পালন করাত তৌফিক দান করেন। আমিন
মহান আল্লাহ রাব্বি কারীম আমাদের প্রিয় হুজুরকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করুক। বেশি বেশি কুরআন সুন্নাত ভিত্তিতে ১০০% হক কথা বলার তৌফিক দান করুক। এবং কুরআন সুন্নাত ভিত্তিতে সময়উপযোগী বয়ান,মহান আল্লাহ রাব্বি কারীম কুরআন সুন্নাত নিয়ম অনুযায়ী মহান আল্লাহ রাব্বি কারীম আমাদের সকলকে বুঝা ও আমল করা তৌফিক দান করুক আমীন ছুম্মা আমীন।
শিশুর জন্মের পর পিতামাতার ১১টি করনীয় | শায়খ আহমাদুল্লাহ ১। সহবাসের সময় দোয়া করা। ২। ভূমিষ্ঠ হওয়ার পর আল্লাহর আশ্রয় চাওয়া বদ নজর থেকে বাচার জন্য দোয়া করা। ৩। জন্মের আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করা। ৪। বাচ্চার কানে আজান দেওয়া। ৫। তাহনিক করা। ৬। বাবা শিশুর জন্য দোয়া করা। ৭। সুন্দর নাম রাখা। ৮। আকিকা করা। ৯। মাথা মুড়ানো ও চুলের সমপরিমাণ রুপা দান করা। ১০। জাফরানের কালি দিয়ে মাখান। ১১। খত্না করানো।
সুবহানাল্লাহ। খুব গুরুত্বপূর্ণ আলোচনা। ওগো আল্লাহ তুমি আমাদেরকে সকল খারাপ ইচ্ছা ও চিন্তা ভাবনা থেকে বাঁচার তৌফিক দান কর আমিন।আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমিন
আসসালামু আলাইকুম। আমি প্রথম সন্তানের মা হতে চলেছি ৯মাস চলে দোয়া করবেন যাতে আল্লাহ পাক আমাকে একটা নেক সন্তান দান করেনএবং সুস্থ স্বাভাবিক ভাবে পৃথিবীতে আসতে পারে আমিন।
নেক সন্তানের জন্য পিতা মাতার করণীয় কার্যসমূহ: ১. সহবাসের পূর্বে হাদীসে বর্ণিত দোয়া পাঠ করা অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নেক সন্তানের জন্য দোয়া কামনা করা এবং অনাগত সন্তানের ভবিষ্যত জীবনে শয়তানের খারাপী থেকে পানাহ চাওয়া। ২. সন্তান জন্মের পরে কোরআনে বর্ণিত হযরত ইমরান এর স্ত্রী মারইয়াম (আ) এর মা হযরত ঈসা আলাই সাল্লাম এর নানী কর্তৃক বর্ণিত দোয়া করা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক হাসান হুসাইন রাদিয়াল্লাহু তা'আলা আনহুর জন্য যে দোয়া পাঠ করা হয়েছে সে দোয়া করা যেতে পারে। অর্থাৎ শয়তানের দুশমনি থেকে মহান আল্লাহ তাআলার কাছে সন্তানের জন্য আশ্রয় প্রার্থনা করা। সূরা ৩. আলে-ইমরান আয়াত নং ৩৫ اِذۡ قَالَتِ امۡرَاَتُ عِمۡرٰنَ رَبِّ اِنِّیۡ نَذَرۡتُ لَکَ مَا فِیۡ بَطۡنِیۡ مُحَرَّرًا فَتَقَبَّلۡ مِنِّیۡ ۚ اِنَّکَ اَنۡتَ السَّمِیۡعُ الۡعَلِیۡمُ ﴿۳۵﴾ অনুবাদ: যখন ইমরান-পত্নী নিবেদন করল, হে আমার রাব্ব! নিশ্চয়ই আমার গর্ভে যা রয়েছে তা আমি মুক্ত করে আপনার উদ্দেশে উৎসর্গ করলাম, সুতরাং আপনি আমা হতে তা গ্রহণ করুন, নিশ্চয়ই আপনি শ্রবণকারী, মহাজ্ঞানী। সূরা ৩. আলে-ইমরান আয়াত নং ৩৬ فَلَمَّا وَضَعَتۡہَا قَالَتۡ رَبِّ اِنِّیۡ وَضَعۡتُہَاۤ اُنۡثٰی ؕ وَ اللّٰہُ اَعۡلَمُ بِمَا وَضَعَتۡ ؕ وَ لَیۡسَ الذَّکَرُ کَالۡاُنۡثٰی ۚ وَ اِنِّیۡ سَمَّیۡتُہَا مَرۡیَمَ وَ اِنِّیۡۤ اُعِیۡذُہَا بِکَ وَ ذُرِّیَّتَہَا مِنَ الشَّیۡطٰنِ الرَّجِیۡمِ ﴿۳۶﴾ অনুবাদঃ অনন্তর যখন সে তা প্রসব করল তখন বললঃ হে আমার রাব্ব! আমিতো কন্যা প্রসব করেছি; এবং সে যা প্রসব করেছে তা আল্লাহ সম্যক অবগত আছেন, এবং কোনো পুত্র এই কন্যার সমকক্ষ নয়! আর আমি কন্যার নাম রাখলাম ‘মারইয়াম’ এবং আমি তাকে ও তার সন্তানগণকে বিতাড়িত শাইতান হতে আপনার আশ্রয়ে সমর্পন করলাম। সূরা ৩. আলে-ইমরান আয়াত নং ৩৭ فَتَقَبَّلَہَا رَبُّہَا بِقَبُوۡلٍ حَسَنٍ وَّ اَنۡۢبَتَہَا نَبَاتًا حَسَنًا ۙ وَّ کَفَّلَہَا زَکَرِیَّا ۚؕ کُلَّمَا دَخَلَ عَلَیۡہَا زَکَرِیَّا الۡمِحۡرَابَ ۙ وَجَدَ عِنۡدَہَا رِزۡقًا ۚ قَالَ یٰمَرۡیَمُ اَنّٰی لَکِ ہٰذَا ؕ قَالَتۡ ہُوَ مِنۡ عِنۡدِ اللّٰہِ ؕ اِنَّ اللّٰہَ یَرۡزُقُ مَنۡ یَّشَآءُ بِغَیۡرِ حِسَابٍ ﴿۳۷﴾ অনুবাদঃ অনন্তর তার রাব্ব তাকে উত্তম রূপে গ্রহণ করলেন এবং তাকে উত্তম প্রবৃদ্ধি দান করলেন এবং যাকারিয়াকে তার ভারার্পন করলেন; যখনই যাকারিয়া তার নিকট উক্ত প্রকোষ্ঠে প্রবেশ করত তখন তার নিকট খাদ্য সম্ভার দেখতে পেত; সে বলতঃ হে মারইয়াম! এটা কোথা হতে প্রাপ্ত হলে? সে বলতঃ এটা আল্লাহর নিকট হতে, নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত জীবিকা দান করেন। ৩. সন্তান জন্মের সংবাদ পাওয়ার পর মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলা চাই সে সন্তান ছেলে অথবা মেয়ে হোক না কেন। এবং সন্তানের স্বাস্থ্যের খোঁজখবর নেওয়া। ৪. আযান দেওয়া। এখানে উল্লেখ্য ডান কানে আযান এবং বাম কানে ইকামত দেওয়ার বিষয়টি সরাসরি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত থেকে বর্ণিত নয়। ৫. পিতা-মাতা কর্তৃক সন্তানের জন্য উল্লেখযোগ্য বা বিশেষ কোনো প্রত্যাশার জন্য দোয়া করা। ৬. তাহনিক করা (খেজুর চিবিয়ে খেজুরের রসের লালা সন্তানের মুখের মধ্যে দেওয়া). ৭. সুন্দর নাম রাখা। জন্মের ৭ দিনের মধ্যে। উল্লেখ্য যে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান সর্বশ্রেষ্ঠ নাম। মহান আল্লাহ তাআলার ৯৯ টি নামের সাথে আব্দুর বা আব্দুল যুক্ত করে নাম রাখা যেতে পারে। যেমন আব্দুস সালাম, আবুল মাজীদ। ৮. সপ্তম দিনে আকিকা করা। সপ্তম দিনে আকিকা করতে না পারলে ১৪ দিনের দিন অথবা ২১ দিনের দিন আকিকা করা। ১৪/২১ দিনের দিন ও যদি আকিকা করতে না পারে, তাহলে পরবর্তী যে কোন সময় আকিকা করে নিবে। ছেলের জন্য দুইটি পশু এবং মেয়ের মেয়ের জন্যে একটি পশুর রক্ত প্রবাহিত করা। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাই সালাম এর সুন্নত হল দুইটি পশুর ক্ষেত্রে তাদের আকৃতি বা পরিমাপ বা দেখায় যেন একই রকম অথবা কাছাকাছি হয়। সে ক্ষেত্রে দুইটি ছাগল অথবা দুইটি ভেড়া অথবা দুইটি গরু দিয়ে আকিকা আদায় করা যেতে পারে। তবে দুটি পশু যেন দেখায় যেন একই রকম অথবা কাছাকাছি হয় সেদিকে খেয়াল রাখা উচিত। আকিকার মাধ্যমে সন্তান কে মহান আল্লাহর কাছ থেকে বন্ধক মুক্ত করা হয়ে থাকে। ৯. সপ্তম দিনের দিন মাথা মুন্ডন করা। ১০. মন্ডিত চুলের সম পরিমান রুপা অথবা রূপার মূল্যমান সমপরিমাণ অর্থ গরিব- মিসকিনকে দান করা। ১১. ছেলে সন্তান হলে সপ্তম দিনের দিন খৎনা করানো।
আমার অনাগত সন্তান যেন আপনার মত করে ইসলামের জন্য আওয়াজ তোলে। ইসলামের জন্য কাজ করে। আমার অনাগত সন্তান যেন আমার এবং আর স্ত্রীর, আমার স্বজনদের নামাজে জানাজা পড়ায়
আলহামদুলিল্লাহ! মহত্বরাম আপনার আলোচনা সমাজ সংস্কার এবং চরিত্রগঠন মূলক। যা মানুষের পরিবর্তন আনতে পারে যারা চায়। শাইখ আপনি যে আয়াত বলেন যদি তা সূরার নাম ও আয়াত নম্বর সহ বলতেন তাহলে আমরা আয়াতগুলো শিখতে পারতাম। জাজাকাল্লাহি খাইরান। আমিন।
প্রিয় শায়েখ অনেক সুকরিয়া আপনাকে,, আমাদের নতুন বাবুর জন্য আকিকা দিব ইনশাল্লাহ,, আপনার প্রিয় বক্তব্য গুলো শুনে অনেক সহজ হয়ে গেল আমাদের আকিকার কাজ গুলো,,,আল্লাহ আপ্নাকে নেক হায়াত দান করুক আমিন 🤲🤲🥰💞💞
মাশ আল্লাহ খুব ভালো লাগলো আপনার মুল্য বান কথা গুলি শুনে, আল্লাহ জেনো আমাদের সকলের মা বাবা কে নেক হায়াত দান করেন এবং ভালাই মংগল খাইর বরকত দান করেন এবং সেই সাথে আমাদের ছেলে মেয়ে কে শয়তান এর হাত থেকে হেফাজতে রাখেন এবং নেক সন্তান দান করেন। আমিন
১. সহবাসের পূর্বে দুয়া পাঠ করা
২. ভূমিষ্ঠ হবার পর আল্লাহর আশ্রয় চাওয়া এবং বদনজর থেকে হেফাজত কামনা করা
৩. সন্তান জন্মের পর ছেলে নাকি মেয়ে তা জানতে না চেয়ে আগে আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ আলহামদুলিল্লাহ পাঠ করা
৪. বাচ্চার কানে আযান দেয়া
৫. তাহনীক করা
৬. বাবা তাঁর শিশুর জন্য দুয়া করা
৭. সুন্দর নাম রাখা
৮. সুন্নাত পদ্ধতিতে আকিকা করা
৯. চুল চাঁছা এবং তার সমপরিমাণ রূপা/রৌপ্যমূল্য আল্লাহর রাস্তায় দান করা
১০. জাফরানের কালি শিশুর মাথায় মাখানো
১১. শিশুর খৎনা করা
Thanks
জন্মের পর শিশুকে বুকের শালদুধ খাওয়াতে হবে
Jafraner kali mne
ধন্যবাদ
জাফরানের কালি কি?
আমার অনাগত সন্তান যেন আপনার মত করে ইসলামের সঠিক আওয়াজ মানুষের কাছে পৌঁছে দিতে পারে, গর্ভাবস্থায় এটাই আল্লাহর কাছে আমার প্রার্থনা।
আল্লাহুমা আমিন
Ameen. Me too
Allah Amin
আমিন।।
আমিন
- বাদ্যযন্ত্র ছাড়া যে সুরটি আমাদের মনকে মুগ্ধ করে সেটি হলো আল-কোরআন!🤗🥀
- সুবহানাল্লাহ!🙂🥀
Subhan Allah
Ami amar meyer nam anabia rakte chacchi ata ki thikache?
অনেক শুকরিয়া। খুব সুন্দর বর্ণনা। আমিও মা হতে চলেছি আল্লাহ্ তুমি এই ২০২০ সালে জন্ম নেয়া সকল শিশুকে শয়তান থেকে হিফাজত রাখিও।
আমিন
Amin
Ma hote cholle hobe na..mayer moto ma hote hbe...nijer baccha k manush er moto manush korben..
আমিন,আমিও মা হতে চলেছি
আমিন
যদি আগুন লেগে পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন।
th-cam.com/video/Bz1gvZ_skd4/w-d-xo.html
দ
0l
১দদ৯৬্গ
হে আল্লাহ আপনি আমাদেরকে বাস্তব জীবনে এই নিয়মগুলো অনুসরণ করার তৌফিক দান করুন।।
জাজাকাললা খাইরান, হে আল্লাহ তুমি আমাদের এই প্রিয় শায়খ কে হেফাজত করো আমীন
কেমন আছেন
@@mdayyubkhan5484 Ali 5
হে প্রতিপালক, হে দয়াময়, হে হেফাজতকারী!
আপনি হুজুর কে হেফাজতে রাখেন এবং নেক হায়াত দান করেন। আর সকল অভিভাবকদের এই সুন্নতগুলো পালন করাত তৌফিক দান করেন।
আমিন
হুজুর কে আমার অনেক ভালোলাগে। হে রহমানুর রহিম গো তুমি হুজুর কে নেক হায়াত দান করুন।।
Ameen.
আমিন
@@jamilbhai0052 lllllllll
@@saykaahmed4298 ji
Amin
মন্ত্র মুগ্ধ হয়ে গেলাম আমি, কি যাদুর ভাষা, Allah কবুল করুন আমীন।
আমার ৭মাস চলছে আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমার বাচ্চাটাকে সুস্থ ভাবে দুনিয়াতে পাঠায়। আমি যেনো আমার সন্তান কে আপনার মতো একজন আলেম বানাতে পারি।
Same
Fi amanillah❤
আমিন
@@bristyislam7688Amin ❤
Amin
মাশা আল্লাহ শায়েখ এর গুরুত্বপূর্ণ নছিহত শুনে অনেক কিছু শিখলাম এবং আমল করার তৌফিক দান করুন আল্লাহ।
Amin
ষ
আমি কন্যা সন্তানের বাবা হয়েছি,,আলহামদুলিল্লাহ,, আমি অনেক খুশি।আমার মার জন্য সবাই দোয়া করবেন। আমার মেয়ের নাম রেখেছি,,সাইফা জাহান সারা।
মাশাআল্লাহ তাবারাক আল্লাহ 🤲🏻❤❤❤
মহান আল্লাহ রাব্বি কারীম আমাদের প্রিয় হুজুরকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করুক। বেশি বেশি কুরআন সুন্নাত ভিত্তিতে ১০০% হক কথা বলার তৌফিক দান করুক। এবং কুরআন সুন্নাত ভিত্তিতে সময়উপযোগী বয়ান,মহান আল্লাহ রাব্বি কারীম কুরআন সুন্নাত নিয়ম অনুযায়ী মহান আল্লাহ রাব্বি কারীম আমাদের সকলকে বুঝা ও আমল করা তৌফিক দান করুক আমীন ছুম্মা আমীন।
ইনশাআল্লাহ সব আমলগুলো করার চেষ্টা করবো নবীজির সুন্নত গুলো পালন করবো ইনশাআল্লাহ
মাশাআল্লাহ হুজুর অসাধারণ আলোচনা আল্লাহ তায়ালা আপনাকে নেক হায়াত দান করুন এবং আমাদের কে ইসলাম নিয়ে চলার তওফিক দান করুন আমিন
শিশুর জন্মের পর পিতামাতার ১১টি করনীয় | শায়খ আহমাদুল্লাহ
১। সহবাসের সময় দোয়া করা।
২। ভূমিষ্ঠ হওয়ার পর আল্লাহর আশ্রয় চাওয়া বদ নজর থেকে বাচার জন্য দোয়া করা।
৩। জন্মের আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করা।
৪। বাচ্চার কানে আজান দেওয়া।
৫। তাহনিক করা।
৬। বাবা শিশুর জন্য দোয়া করা।
৭। সুন্দর নাম রাখা।
৮। আকিকা করা।
৯। মাথা মুড়ানো ও চুলের সমপরিমাণ রুপা দান করা।
১০। জাফরানের কালি দিয়ে মাখান।
১১। খত্না করানো।
হ
Apu dowata arbite na parle banglay bola jabe ki mane orthota bole dowa kora jabe ki
আপনার কমেন্ট খুব সুন্দর। শুকরিয়া
কোনো মা কি তার সন্তানের কানে আজানের বাক্যগুলো বলতে পারবে?
L এবং R দিয়ে মেয়েদের ইসলামিক নাম কয়েকটি কমেন্ট বলবেন প্লিজ
মাশাআল্লাহ আল্লাহ পাক যেনো হুজুর কে নেক হায়াত দান করেন আমিন
আজ ১৪ রমযান, আমার ভগ্নীপুত্র দুনিয়ায় এসেছে। ইসলামের খেদমতে যেন নিজেকে নিয়োজিত রাখতে পারে, সকলের দো'আ চাই।
Amin
আমিন
আমিন
Amin
কেমন আছে আপনার ভগ্নিপুত্র এখন?
যাজাকুমুল্লাহ্ .....!! চমৎকার আলোচনা, শাইখ। আল্লাহ্ সুবহানাহু তা'য়ালা আপনার জ্ঞান আরো বৃদ্ধি করে দিন,, আমীন ।।
২০২৪ সালের প্রথম রমজানে। আমার ছেলে সন্তান হয়েছে আল্লাহ আপনার মত একজন আলেম বানানোর মতো তৌফিক দান করুক আমিন।
মহান আল্লাহ আপনার হায়াতে বরকত দান করুক । আমিন
আমিন
Amin
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হুজুরের বক্তব্য শুনে আমার অন্তর থেকে হুজুরের জন্য আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন হুজুরকে নেক হায়াত দান করেন-আমিন
Salam gorib Santan der Anika ki babe dibe ?
আমি যে কারও সন্তান হয়েছে শুনলেই প্রথমে বলি আলহামদুলিল্লাহ। যদিও এই হাদিস জানা ছিলোনা। আজকে জানলাম আলহামদুলিল্লাহ
আল্লাহ সকল কে হেদায়েত দান করুন সুন্দর ভাবে জিবন টা কে ইসলামের পথে চলার জন্য 🤲🏻🤲🏻🤲🏻আমিন❤
মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান।
শুকরিয়া শাইখ!
অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া রইলো!!
অনেকে অনেক উপকৃত হলাম
AL omkhan❤️💙💙💙💙❤️❤️
পরে য়ের ৪ঢ3434
খুব অসাধারণ একটি ভিডিও, আপনার ভিডিও যত দেখি ততই মুগ্ধ হই। আল্লাহ আপনার মঙ্গল করুন
আল্লাহর রহমতে আর কয়েক দিন পরেই আমি সন্তানের বাবা হবো ইনশাল্লাহ তাকে ইসলামের সবকিছুই শিক্ষা দিব,এবং একজন দিনদার গরিবের ডাক্তার বানাবো ইনশাআল্লাহ ।
ইনশাল্লাহ... অনেক সুন্দর ভাবনা, আল্লাহ হেদায়েত দান করুন সকল কে🤲🏻🤲🏻আমিন
খুবই গুরুত্বপূর্ণ আমল। ধন্যবাদ হুজুর।
আললাহ আমাদের বিতাড়িত শয়তান থেকে হেফাজত করুন ❤❤❤❤❤❤
সুবহানাল্লাহ। খুব গুরুত্বপূর্ণ আলোচনা। ওগো আল্লাহ তুমি আমাদেরকে সকল খারাপ ইচ্ছা ও চিন্তা ভাবনা থেকে বাঁচার তৌফিক দান কর আমিন।আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমিন
আসসালামু আলাইকুম। আমি প্রথম সন্তানের মা হতে চলেছি ৯মাস চলে দোয়া করবেন যাতে আল্লাহ পাক আমাকে একটা নেক সন্তান দান করেনএবং সুস্থ স্বাভাবিক ভাবে পৃথিবীতে আসতে পারে আমিন।
আলহামদুলিল্লাহ। ধন্যবাদ প্রিয় শায়েখ
মাশাল্লাহ আমার অনেক ভালো লাগলো হুজুরের ওয়াজটা,,আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক।
প্রিয় শায়েখ, আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি❤️❤️
আমরা যেখানেই থাকি না কেন মৃত্যু তোমাদের স্পর্শ করবেই
( সুরা নিসা)৭৮
আমার প্রিয় সায়েখ কে আল্লাহ তা'আলা জান্নাতুল ফেরদাউস নসীব করুন
এত সুন্দর আলোচনা সুষ্ঠুভাবে পরিবেশন করার জন্য
শুকরিয়া
হুজুর মারা যায়নি তো?
উনি কি মারা গেছেন নাকি 🙄🙄🙄
আমার সন্তান গুলো কে
আল্লাহ নেক সন্তান হিসেবে কবুল করুন আমীন
নেক সন্তানের জন্য পিতা মাতার করণীয় কার্যসমূহ: ১. সহবাসের পূর্বে হাদীসে বর্ণিত দোয়া পাঠ করা অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নেক সন্তানের জন্য দোয়া কামনা করা এবং অনাগত সন্তানের ভবিষ্যত জীবনে শয়তানের খারাপী থেকে পানাহ চাওয়া।
২. সন্তান জন্মের পরে কোরআনে বর্ণিত হযরত ইমরান এর স্ত্রী মারইয়াম (আ) এর মা হযরত ঈসা আলাই সাল্লাম এর নানী কর্তৃক বর্ণিত দোয়া করা।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক হাসান হুসাইন রাদিয়াল্লাহু তা'আলা আনহুর জন্য যে দোয়া পাঠ করা হয়েছে সে দোয়া করা যেতে পারে। অর্থাৎ শয়তানের দুশমনি থেকে মহান আল্লাহ তাআলার কাছে সন্তানের জন্য আশ্রয় প্রার্থনা করা।
সূরা ৩. আলে-ইমরান
আয়াত নং ৩৫
اِذۡ قَالَتِ امۡرَاَتُ عِمۡرٰنَ رَبِّ اِنِّیۡ نَذَرۡتُ لَکَ مَا فِیۡ بَطۡنِیۡ مُحَرَّرًا فَتَقَبَّلۡ مِنِّیۡ ۚ اِنَّکَ اَنۡتَ السَّمِیۡعُ الۡعَلِیۡمُ ﴿۳۵﴾
অনুবাদ: যখন ইমরান-পত্নী নিবেদন করল, হে আমার রাব্ব! নিশ্চয়ই আমার গর্ভে যা রয়েছে তা আমি মুক্ত করে আপনার উদ্দেশে উৎসর্গ করলাম, সুতরাং আপনি আমা হতে তা গ্রহণ করুন, নিশ্চয়ই আপনি শ্রবণকারী, মহাজ্ঞানী।
সূরা ৩. আলে-ইমরান
আয়াত নং ৩৬
فَلَمَّا وَضَعَتۡہَا قَالَتۡ رَبِّ اِنِّیۡ وَضَعۡتُہَاۤ اُنۡثٰی ؕ وَ اللّٰہُ اَعۡلَمُ بِمَا وَضَعَتۡ ؕ وَ لَیۡسَ الذَّکَرُ کَالۡاُنۡثٰی ۚ وَ اِنِّیۡ سَمَّیۡتُہَا مَرۡیَمَ وَ اِنِّیۡۤ اُعِیۡذُہَا بِکَ وَ ذُرِّیَّتَہَا مِنَ الشَّیۡطٰنِ الرَّجِیۡمِ ﴿۳۶﴾
অনুবাদঃ অনন্তর যখন সে তা প্রসব করল তখন বললঃ হে আমার রাব্ব! আমিতো কন্যা প্রসব করেছি; এবং সে যা প্রসব করেছে তা আল্লাহ সম্যক অবগত আছেন, এবং কোনো পুত্র এই কন্যার সমকক্ষ নয়! আর আমি কন্যার নাম রাখলাম ‘মারইয়াম’ এবং আমি তাকে ও তার সন্তানগণকে বিতাড়িত শাইতান হতে আপনার আশ্রয়ে সমর্পন করলাম।
সূরা ৩. আলে-ইমরান
আয়াত নং ৩৭
فَتَقَبَّلَہَا رَبُّہَا بِقَبُوۡلٍ حَسَنٍ وَّ اَنۡۢبَتَہَا نَبَاتًا حَسَنًا ۙ وَّ کَفَّلَہَا زَکَرِیَّا ۚؕ کُلَّمَا دَخَلَ عَلَیۡہَا زَکَرِیَّا الۡمِحۡرَابَ ۙ وَجَدَ عِنۡدَہَا رِزۡقًا ۚ قَالَ یٰمَرۡیَمُ اَنّٰی لَکِ ہٰذَا ؕ قَالَتۡ ہُوَ مِنۡ عِنۡدِ اللّٰہِ ؕ اِنَّ اللّٰہَ یَرۡزُقُ مَنۡ یَّشَآءُ بِغَیۡرِ حِسَابٍ ﴿۳۷﴾
অনুবাদঃ অনন্তর তার রাব্ব তাকে উত্তম রূপে গ্রহণ করলেন এবং তাকে উত্তম প্রবৃদ্ধি দান করলেন এবং যাকারিয়াকে তার ভারার্পন করলেন; যখনই যাকারিয়া তার নিকট উক্ত প্রকোষ্ঠে প্রবেশ করত তখন তার নিকট খাদ্য সম্ভার দেখতে পেত; সে বলতঃ হে মারইয়াম! এটা কোথা হতে প্রাপ্ত হলে? সে বলতঃ এটা আল্লাহর নিকট হতে, নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত জীবিকা দান করেন।
৩. সন্তান জন্মের সংবাদ পাওয়ার পর মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলা চাই সে সন্তান ছেলে অথবা মেয়ে হোক না কেন। এবং সন্তানের স্বাস্থ্যের খোঁজখবর নেওয়া।
৪. আযান দেওয়া। এখানে উল্লেখ্য ডান কানে আযান এবং বাম কানে ইকামত দেওয়ার বিষয়টি সরাসরি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত থেকে বর্ণিত নয়।
৫. পিতা-মাতা কর্তৃক সন্তানের জন্য উল্লেখযোগ্য বা বিশেষ কোনো প্রত্যাশার জন্য দোয়া করা।
৬. তাহনিক করা (খেজুর চিবিয়ে খেজুরের রসের লালা সন্তানের মুখের মধ্যে দেওয়া).
৭. সুন্দর নাম রাখা। জন্মের ৭ দিনের মধ্যে। উল্লেখ্য যে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান সর্বশ্রেষ্ঠ নাম। মহান আল্লাহ তাআলার ৯৯ টি নামের সাথে আব্দুর বা আব্দুল যুক্ত করে নাম রাখা যেতে পারে। যেমন আব্দুস সালাম, আবুল মাজীদ।
৮. সপ্তম দিনে আকিকা করা। সপ্তম দিনে আকিকা করতে না পারলে ১৪ দিনের দিন অথবা ২১ দিনের দিন আকিকা করা। ১৪/২১ দিনের দিন ও যদি আকিকা করতে না পারে, তাহলে পরবর্তী যে কোন সময় আকিকা করে নিবে। ছেলের জন্য দুইটি পশু এবং মেয়ের মেয়ের জন্যে একটি পশুর রক্ত প্রবাহিত করা। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাই সালাম এর সুন্নত হল দুইটি পশুর ক্ষেত্রে তাদের আকৃতি বা পরিমাপ বা দেখায় যেন একই রকম অথবা কাছাকাছি হয়। সে ক্ষেত্রে দুইটি ছাগল অথবা দুইটি ভেড়া অথবা দুইটি গরু দিয়ে আকিকা আদায় করা যেতে পারে। তবে দুটি পশু যেন দেখায় যেন একই রকম অথবা কাছাকাছি হয় সেদিকে খেয়াল রাখা উচিত।
আকিকার মাধ্যমে সন্তান কে মহান আল্লাহর কাছ থেকে বন্ধক মুক্ত করা হয়ে থাকে।
৯. সপ্তম দিনের দিন মাথা মুন্ডন করা।
১০. মন্ডিত চুলের সম পরিমান রুপা অথবা রূপার মূল্যমান সমপরিমাণ অর্থ গরিব- মিসকিনকে দান করা।
১১. ছেলে সন্তান হলে সপ্তম দিনের দিন খৎনা করানো।
দুই গরুর কথা আমার জানা মতে হাদিস দ্বারা প্রমানীত না।
JazakAllahu Khair
ভালো লাগলো
Thanks
সপ্তম দিনে কিভাবে খৎনা করবে? এত ছোট বাচ্চার খৎনা করানো যায়? বিষয়টি বুঝিয়ে বলবেন প্লিজ
হে আল্লাহ আমার সন্তান সন্তানদিগকে শয়তানের সকল অছাঅছা থেকে হেফাজত করুন, সবাইকে হযরত মোহাম্মদ (স:) এর উম্মত হিসাবে তার সকল গুনাগুনে গুনায়ীত করুন।
হুজুর কে আল্লাহ দীর্ঘদিন হায়াতে নচিওত দান করুন
tz
খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের সবাই কে সঠিক বুজ দান করুন। আমিন
জাযাকাল্লাহু খাইরান প্রিয় শায়েখ।❤️🇧🇩
জাজাকাল্লাহ খয়ের,, প্রিয় মাশায়েখ,, অনেক ধন্যবাদ আপনাকে। আল্লাহ যেন আমাদের সন্তান কে হেফাজত করেন।
জন্মের পরের দোয়া-
وَإِنِّىٓ أُعِيذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ ٱلشَّيْطَٰنِ ٱلرَّجِيمِ
ওয়া ঈন্নি ঊয়ি-যুহা- বিকা উযুররই ইয়াতাহা- মিনাশ শাইতনির রজীম।
সুরা আল ইমরান, আয়াত ৩৬
আল্লাহ্ আপনাকে উত্তম বিনিময় দান করুক।
Ma shaa Allah, very nice tips..
মাশাআল্লাহ্ অনেক সুন্দর আলোচনা, ধন্যবাদ প্রিয় শায়খ❤️
Assa meye shishur name ki babar shathe milaye rakha ki baddhota mulok plz amak kau aktu taratari bolen ata janar amar khub projon
হুজুর আমার সন্তান হলে এই আমল গুলো করার চেষ্টা করবো । ইনশাআল্লাহ
মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ❤❤❤❤
আল্লাহ হুজুরের আমল পালন করার তওফিক দান করেন আমিন
আমার অনাগত সন্তান যেন আপনার মত করে ইসলামের জন্য আওয়াজ তোলে।
ইসলামের জন্য কাজ করে।
আমার অনাগত সন্তান যেন আমার এবং আর স্ত্রীর, আমার স্বজনদের নামাজে জানাজা পড়ায়
সুবহানাললাহ ।জ্ঞানগর্ব আলোচনা ।
অনেক কিছু শিখলাম যাযাকাল্লাহু খাইরান।
আলহামদুলিল্লাহ মাসাআললাহ খুব সুন্দর
জাযাকাল্লাহু খাইরান
এই ভিডিওটা সবার দেখা উচিৎ।
alhamdulillah, sob gulo niyom palon koreci amader sontaner jonno.
আমিন
আপনাকে অনেক ধন্যবাদ, আপনার কথাগুলো খুবিই সুন্দর এবং সঠিক।
২-৫-২০২৪
আলহামদুলিল্লাহ
আজ আল্লাহর রহমতে কন্যা সন্তানের বাবা হলাম।।
🤲
দোয়া করবেন সবাই।।
আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখাবে আমিন
আল্লাহ যদি আমাকে একটা নেককার সন্তান দেয় তাহলে আমি এই নিয়মগুলো সঠিকভাবে আদায় করব ইনশাআল্লাহ❤❤
আমার সন্তান যেন,, আল্লাহর চিনে।গর্ব সময় এটাই আল্লাহর কাছে দোয়া করি,,,
আলহামদুলিল্লাহ কন্যা সন্তান এর বাবা হলাম🤍
আল্লাহ আমাদের কে সঠিক আমল করার তৌফিক দান করুন আমিন।🤲🤲🤲
আল্লাহ আমাদের বুঝার এবং পালন করার তৌফিক দান করুক।আমিন
তারা মনে হয় হিন্দু
Great video!! Jajakallaahukhairan ❤️👍
হুজুর এর সব ওয়াজ ভালো লাগে সন্দর করে বুঝাতে পারে
আলহামদুলিল্লাহ! মহত্বরাম আপনার আলোচনা সমাজ সংস্কার এবং চরিত্রগঠন মূলক। যা মানুষের পরিবর্তন আনতে পারে যারা চায়। শাইখ আপনি যে আয়াত বলেন যদি তা সূরার নাম ও আয়াত নম্বর সহ বলতেন তাহলে আমরা আয়াতগুলো শিখতে পারতাম। জাজাকাল্লাহি খাইরান। আমিন।
হ
Mashalllah..onk dhnnobad
আমার সন্তান যেন আপনার মতো ইসলামের দাওয়াত সবার কাছে পৌঁছাতে পারে । আল্লাহ জেন সুস্থ ও নেককার সন্তান দান করে সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন।
মাশা-আল্লাহ অনেক কিছু শিখতে পারলাম
গর্ভবতি মায়েরা কি সপনে আম দেখলে কি মেয়ে হবে কোরআন কি বলে
একটু বোলবেন হুজুর piz piz
কি সুন্দর সাবলীল বর্ননা 💜
অসাধারণ আলোচনা।
প্রিয় শায়েখ অনেক সুকরিয়া আপনাকে,, আমাদের নতুন বাবুর জন্য আকিকা দিব ইনশাল্লাহ,, আপনার প্রিয় বক্তব্য গুলো শুনে অনেক সহজ হয়ে গেল আমাদের আকিকার কাজ গুলো,,,আল্লাহ আপ্নাকে নেক হায়াত দান করুক আমিন 🤲🤲🥰💞💞
কেমন আছে বাবুটা
ওয়া-রব্বী হাবলী মিনাস সালেহীন....অর্থ: হে আল্লাহ আমাকে নেক সস্হান দান করুন....আমিন
আলহামদুলিল্লাহ আমার ছেলে ২০২১ মে মাসের ৮ তারিখ রোজ সনি বার ২৫ রোজা নাম রাখছি আবদুল্লাহ আল নৃর
meaning ke etar
মাশাল্লাহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম
আমি পেগনেন্ট ,যারা আমার এই কমেন্ট দেখচ্ছেন আমার জন্য দোয়া করবেন।
কি দরকার
আমীন 🤲🤲🤲
আল্লাহ তায়ালা আপনাকে নেক সন্তান করুন।
Mohan Allah Rabbul Alamin jeno amar sontantake susto shavavik obostai duniyate preron koren. Allahumma amin ya Rabbul Alamin.
জাযাকাল্লাহ! অনেক সুন্দর বর্ণনা!
মাশ আল্লাহ খুব ভালো লাগলো আপনার মুল্য বান কথা গুলি শুনে, আল্লাহ জেনো আমাদের সকলের মা বাবা কে নেক হায়াত দান করেন এবং ভালাই মংগল খাইর বরকত দান করেন এবং সেই সাথে আমাদের ছেলে মেয়ে কে শয়তান এর হাত থেকে হেফাজতে রাখেন এবং নেক সন্তান দান করেন। আমিন
সুন্দর ওয়াজ
আল্লাহ সবাইকে হেদায়েত দানঁ করুণ
JajakaAllah Khairan 🤲
😇😇😇😇😇😇😇onk kicho bujte parlam,,, alhumdulillah
Akhane hasir ki cilo? apni atho haslen?Aii coment ta age dilei parten.coment ta akhon katlen kno😏😏
@@sonia-nk8zm ☹️☹️☹️☹️☹️😕😕😕 Ki jani .........Waz3mo agee sunchilam ....Abar sune tarpor bolmune knoo haschi 😕😕😕😕😕
@@BDFOODTJ valo koira sunen😡😡akhane hasir kisu nai🤪🤪🤪🤪
@@sonia-nk8zm 😕😕😕😕😕😕😕😕🙄🙄🙄🙄🙄🙄🙄 Baaap re baaap ami ki apnar kono khoti korchi na ki 😕😕😕😕😕😕🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃 atooo raaag kanoo
@@BDFOODTJ stupid ar motho apni age rag disen dekhen faltu
অনেক ধন্যবাদ ভাইয়া
হে আল্লাহ আমার অনাগত সন্তান কে এই হুজুরের মত দীনদার বানিয়ে দিয়েন
আলহামদুলিল্লাহ আমি সব সময় এই দোয়া আমল করেছি। আমার সন্তান দুনিয়ায় আসছে। আল্লাহ যেন নেক হায়াত দান করেন। আমিন।
Dowa ta bangla ta kaw dita parben?
@@mamunurrashidyousuf915 কো দোয়া টা,,, এটা নাকি জানাবেন,,, আল্লাহুমা জান্নিবনাশ শাইতনা ওয়া জান্নিবিশ শাইতনা ফি-মা রজাক্বতানা
@@afraas7381 duniyay asar por j duya ta ata keo den banglay plz
আল্লা এমন হুজুর হাজার হাজার তয়ের হুক মানুষ কে আলোর পথ দেখানুর জনৈ কিয়ামতের আগ পযনত বেচে থাক দয়া করে আমিন
আল্লাহর রহমতে আমি ও মা হতে চলেছি, আল্লাহ 2021 সালের সকল শিশুদের শয়তান থেকে, বদ নজর থেকে, বিপদ আপদ থেকে রক্ষা করেন। আমিন
আমিন,আমি ও আল্লার রহমতেে মা হতে চলেছি,আমাকে যেনো আল্লাহ নেক হায়াত দান করে সেই দোয়া করবেন
Alhamdulillah ajke amar meye hoyce❤❤Amr pothom sontan❤
হুজুর কে অনেক ভালোবাসি
Mashallah nice topic very good 👍
দোয়া করবেন আমার সন্তান যেনো সুস্থ সুন্দর ভাবে দুনিয়ায় জন্ম নিতে পারে আর আমি যেনো তাকে দ্বীনি শিক্ষায় শিক্ষীত করে তুলতে পারি
Alhamdulillah...amar onek bocor por allah consafe koriece...shobai amar jonnow doa korken.
Alhamdulillah,apnake onek onek jajakallahu khayran apnar ai waz ta shunar por ami amar cheler nam Abdullah rekhechi
আল্লাহ যাতে আমার অনাগত সন্তানকে হজুর এর মত করে কবুল করে নেক❤️
*উইযুকুমা বিকা লিমা তিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতয়ানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল ল্লাম্মা*
Ae tA kon doa
উইযুকুমা তো মনে হয় বহুবচন,একবচনে কি বলতে হবে?
@@salimreza9100 উয়ীযুকা
Jazaka Allahu khairan...
মাশা-আল্লাহ অনেক সুন্দর আলোচনা "
জাজাকাল্লাহ খাইরান