আপনার কথার সাথে আমি একমত। গত মাসে আমি ভিয়েতনাম গিয়েছিলাম প্রায় এক মাস ছিলাম। আমি টোটাল পাঁচবার ভিয়েতনাম গিয়েছে ভ্রমণের উদ্দেশ্যে।ওখানে গিয়ে দেখি প্রচুর পরিমাণ বাংলাদেশি টুরিস্ট ভিসায় গিয়ে কাজ করে রাস্তায় শুয়ে থাকে অনাহারে অর্ধাহারে থাকে। এবং ভিয়েতনাম ইদানিং বাংলাদেশিদের জন্য ভিসা কঠোর করে দিয়েছে। ইদানিং ভিয়েতনামী ইমিগ্রেশন বাংলাদেশীদের সন্দেহের চোখে দেখছে। আমার মনে হয় সামনে ভিসা বন্ধ করে দিবে।
ভিখারি পাকিস্তান হলো আমাদের চিরশত্রু 😈। নোমান ভাই আমরা বুঝতেছি না আপনি কেনো পাকিস্তানের পক্ষে কথা বলছেন? আপনি ব্লগার বলে আপনার সাথে ভালো ব্যাবহার করছে, তারা বাংলাদেশকে এখনো শত্রু মনে করে 😈
@@sakibtanay9634 আমরা বাংলাদেশিরা পিন্ডি থেকে মুক্ত হয়েছি একাত্তরে ও চব্বিশ এ মুক্ত হয়ছি দিল্লি থেকে ,এখন সামরিক শক্তি বাড়াতে পাকিস্তান ও চীনের সাথে ভালো সম্পর্ক দরকার
ইবনে বতুতাকে দেখিনি। শুনেছি একজন বিখ্যাত পর্যটক ছিলেন। আপনাকে দেখে অনেকটা সে রকম মনে হয়। বাইসাইকেলে বিশ্বভ্রমন যিনি একজন ব্লগার। নতুন ইবনে বতুতা❤❤। কত কিছুই না দেখতে পারছি, শিখতে পারছি। ধন্যবাদ ভাই❤❤।
মাসুদ ভাই আমি ঐ ভিডিও টা দেখে কমেন্ট ও করে আসছি এবং আপনার চ্যানেলে ভিডিও দেখতে বলছি ❤✅ এত সুন্দর করে উপস্থাপনা করে সবাই কে বুঝিয়ে বলার জন্য আমার অন্তস্হল থেকে দোয়া করছি🤲🤲 ভালো থাকবেন দোয়া করবেন❤✅🤲
মাসুদ ভাই আপনার প্রত্যেকটা ভিডিও আমি দেখি,,, আপনি সত্যিই সাহসী পুরুষ,,, ভাই পাকিস্তানিরা,, ও আমাদের মত ভালো মন্দ দুইটাই আছে,, যেহুতু আমি মিডোলিস্ট এ থাকি,, কিন্তু বাংলাদেশীদের,, জন্য ওরা অন্য দেশের চাইতে অনেক ভালো,, দুই চারজন ত সব জায়গাতে খারাপ থাকে, আর,,পাকিস্তানিরা,,মেহমান দাড়ি খুব পছন্দ করে,, এটা সত্যি,, এখন এদের সাথে যেটা হইয়ে ছে,, সেটা আমি বুঝি,,, ওরা মনে হয়নি আসল ভিজিটর,, অনেক বাঙালি ভাইয়েরা,, পাকিস্তান ইরান তারপর তুর্কি, হইয়ে ইওরূপ যেতে চায়,, এবং অনেকেই গেছে,, আমি বাংলাদেশ ইমিগ্রেশন কে অনুরুদ করবো,পাকিস্তানে যাওয়ার আগে তারা যেন মানুষ দেখে পারমিসন দিয়ে থাকে,, যাতে আমাদের সন্মান হানি না হয়,,
হ্যাঁ, apni ঠিক। কিছু সুবিধাবাদী বাঙালি তাদের অবৈধ উদ্দেশ্যের জন্য অন্য দেশের ভিসা সুবিধার অপব্যবহার করছে। তাই, যেকোনো ভিসা সংক্রান্ত তথ্য সবসময় এড়িয়ে চলুন।
ভাই ওরা ভিসা দেয় কেন। ভিসা বন্ধ করেদেও । আর আপনি বাংলাদেশে বাংলাদেশীদের বিরুদ্ধে কথা বলছেন কেন। আর প্রশ্ন হল ওরাই সব জেনে ভিসা দেয় কেন। ভিসা দেওয়ার পরে পাকিস্তান এয়ারপোর্টে কেন আটকাবে
মাসুদ সাহেবের সাথে আমি একমত ৯০ দশকে সিঙ্গাপুর হংকং থাইল্যান্ড পোর্ট এন্ট্রি ভিসা ছিল বাংলাদেশের জন্য আমাদের কর্মের কারণে এখন ভিসা কঠিন হয়ে গেছে, সাথে সাথে বদনাম সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে।
ভাই আপনি গেছেন পাকিস্তান গুরতে, আপনার সাথে সবাই ভালো ব্যাবহার করেছে, যদি একসাথে থাকতেন কাজ করতে তাহলে বুঝতো পারতেন কত যে ভালো পাকিস্তানি, আমি যখন সৌদিতে ছিলাম তখন অনেক পাকিস্তানি আমার দোকানে কাজ করেছে, আমি পাকিস্তানি হারে হারে চিনি, কিছু ভালো আছে, কিন্তু অধিকাংশ ই বেয়াদপ, আর পাকিস্তানি পুলিশ বাংলাদের পুলিশের চেয়েও খারাপ, ঘুষখাওয়ার জন্য এক নাম্ভার, আমার দোকানে দুই ভাই কাজ করতো নাম ছিল, আলতাফ আর একজন ছিলো বিজার নামে,
আমি নিজে ভারতের বিরুদ্ধে অনেক কথা বলি, বিশেষ করে তাদের পররাষ্ট্রনীতি নিয়ে। কিন্তু ভারতে আমরা প্রতিনিয়ত চিকিৎসার জন্য এবং ঘুরতে যেতাম, আমিও অনেকবার গিয়েছি। কিন্তু কোনদিন শুনলাম না এখনো বাংলাদেশিকে মেরে ভারত থেকে বের করে দিয়েছে কিংবা ডিপোর্ট করেছে। কিন্তু পাকিস্তান কথায় কথায় বলে আমাদের ভাই মুসলিম ভাই তারা আমাদের সাথে এমন ঘটনা ঘটালো।তবে যে যাই বলুক পাকিস্তান বলেন, ভারত বলেন সকলেই বাংলাদেশের উপর কর্তৃত্ব চাই কেউই বাংলাদেশের প্রকৃত বন্ধু না।পাকিস্তানের ঢুকার পরে পাকিস্তান থেকে অন্য দেশে হেঁটে বের হওয়া যাতে না যায় সেটা পাকিস্তানের বর্ডারদের দায়িত্ব। কিন্তু তারা বাংলাদেশীদের কে মারবে এবং রডপোর্ট করবে তার পক্ষে কোনদিনই আমি একজন বাংলাদেশী হিসেবে সাপোর্ট করিনা।পাকিস্তানি ঘুরতে না গেলে আমাদের কোন সমস্যা নাই। আমরা থাইল্যান্ড মালয়েশিয়া নেপাল যাব প্রয়োজনে কিন্তু বাংলাদেশীদের উপর হাত তোলা আমরা কোনদিনই সহ্য করব না
আপনার কথা মানলাম কিন্তু তারা ভিসা দেয়ার সময় কেন তাহকিক করলো না? তারা ভিসা দিল কতগুলো টাকা খরচ করালো আবার এয়ারপোর্টে সব টাকা-পয়সা রেখে ফেরত পাঠিয়ে দিল কেন??এর জবাবদিহি করা দরকার।
আপনার কথা পুরোপুরি মানতে করতে পারলাম না ভাই, কারন ওনারা যে ভিসায়ই যাক না ক্যানো ভিসা বৈধ কিনা এটা দেখার দায়িত্ব ইমিগ্রেশনের, এবং ভিসা বৈধ হলে অবশ্যই তাদেরকে ঢুকতে দেওয়া উচিত ছিল, তা না হলে ভিসার কি মূল্য আছে? তারপর পাকিস্তানের ঢুকে যদি তারা কোন অবৈধ কাজ করত তখন পুলিশ তাদেরকে গ্রেফতার করত সেটা ঠিক আছে।
ধন্যবাদ ভাই, যুক্তিযুক্ত মন্তব্য করার জন্য। আমি নিজেও, ৭টা দেশ ভ্রমণ করেছি,, কোন সমস্যা হয়নি। ইন্ডিয়া, আজারবাইজান জর্জিয়া সৌদি থাইল্যান্ড মালয়েশিয়া। আপাতত দুবাইতে জব করছি, প্রিয় বাংলাদেশী ভাইয়েরা, দয়া করে, ভুল সিদ্ধান্ত নিবেন না।
আমরাতো দেখতেই পাচ্ছি পাকিস্তানের শত্রুর অভাব নেই।আগে ভাবতাম ভাল মানুষদেরকে সবাই ভালবাসে।কিন্তু এখন দেখছি পৃথিবীটা সম্পূর্ণ উল্টা।ভাল মানুষদেরকে সবাই পেয়ে বসে।অধিকাংশ মানুষ পাকিস্তানের ক্ষতি করতে চায় সেজন্য বুঝেশুনে তাদের ভিসা দেওয়া উচিত। ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
আসলে ভাই বলার মত কোন ভাষা নাই আমরা বাঙালি এত খারাপ এটা আসলে মানুষ হয়েও বুঝি না আমরা অন্য দেশকে দেখেও কিছু শিখতে পারি না কারণ আমরা এতটাই খারাপ যেখানে শিখতে চাই সেখানেও খারাপ কিছু করি এজন্য আমরা কোন কিছু শিখতে পারি না ধন্যবাদ ভাই আপনাকে এই ভিডিওটা করার জন্য
ভাই আমি বর্তমানে ইসলামাবাদে অবস্থান করছি আমি গত মাসের ২৯ তারিখে এই দেশে আসছি এবং তেমন কোন সমস্যা হয়নি তেলাব নরমালি প্রশ্ন করেছে এবং সুন্দরভাবে উত্তর দিয়েছি তারা আমাকে ওয়েলকাম বলে পাসপোর্ট এর সিল মেরে দিয়েছে
ভাইজান দুঃখের কথা আর কি বলবো, ইতালির জন্য পাসপোর্ট জমা করেছি ১৫ মাস হলো, এখনো ভিসা হাতে পাইনি। অথচ আমার সব কাগজ পএ অরজিনাল ইতালি থেকে আমার ভাই মালিক দিয়ে করে পাঠিয়েছে। ইতালি এম্বাসি আর ভিসা দিতেছে না, প্রথম অবস্থায় ১ সপ্তাহেই ভিসা দিতো, কিন্তু যখন বাংলাদেশিরা ২ নাম্বারি করা শুরু করলো তখন থেকে ভিসা দেওয়া বন্ধ করে দিলো। বাংলাদেশিদের ইতালি থেকে অরজিনাল কাগজ দিয়েছি ১২ থেকে ১৫ হাজার হবে, সেখানে ঢাকা চট্টগ্রাম এবং সিলেট vfs এ ১ লক্ষের ও উপরে হবে কাগজ জমা হয়েছে, সব কাগজ ছিলো ফেক। এখন যাদের অরজিনাল কাগজ তাদের কেও ভিসা দিতেছে না। 😭😭
জি ভাই আপনি ঠিক বলছেন আমি বর্তমানে পাকিস্তান আছি😊 আমাদের বাংলাদেশের অনেক মানুষ পাকিস্তানে আসে শুধু এই উদ্দেশ্য নিয়ে যে সে অন্য দেশে যেতে পারবে এখান থেকে সহজ উপায় এখন একটু কম হয়ে গেছে কিন্তু আগে অনেক বেশি ছিল আমি 2009 সালে পাকিস্তানে এসেছি আমার সাথে আরো ছয়জন ছিল আমি ছাড়া বাকি পাঁচজন অন্য দেশে চলে গেছে আমি এখনো পাকিস্তানেই আছি
আমিও ভাই জানুয়ারি 1 তারিখ রাতে ভিডিওটা দেখেছি পাকিস্তানি গিয়ে মার খেয়েছে আমিতো অবাক আমি রেগুলার আপনার ভিডিওগুলো দেখি এটা তো হওয়ার কথা না কিন্তু সকালে উঠে আপনার ভিডিও পেলাম আমার খুব ভালো লাগছে ভাই আপনার কথাগুলো আসলে কিছু খারাপ মানুষের জন্য আমাদের দেশের বদনাম হয়
অন্য দেশের তুলনায় বাংলাদেশ থেকে বিদেশ যাওয়ার খরচ এত বেশি কেন? বড় বড় চোরেরা যেখানে ক্ষমা পাচ্ছে সেখানে ছোট ছোট চোরেরা তো উৎসাহ পাবেই। বিচার ব্যবস্থা জঘন্য হয়ে গেছে
তাইলে এভার বুঝো ভারত কতো উপকার করছে বাংলাদেশের মানুষকে ভিসা দিয়ে। তবে পাকিস্তানে আপনি ভ্রমণ ভিসায় গেলে যদি এন্ট্রি না দেয় তাইলে ব্যাক করিয়ে দিবে, হেনেস্তা করার অধিকার নাই।
বাংলাদেশের কিছু মালুম কে দিল্লির পুলিশ ধরে জেলে ঢুকিয়েছে গতকাল কিন্তু ঐই মালুরা মনে করেছিলো ভারত হিন্দু দেশ মুদি যেহেতু মালুদের বাবা তাই ভারতে অবৈধ ভাবে থাকলে কিছুই হবে না এখন আদালতে তোলার পর কত বছর জেল খাটা লাগে দেখার বিষয়, বলো ভারত মাতা কি জয় 😂😁
৭১এ হিন্দু দের নিরাপত্তার দায়িত্ব বাঙালি মুসলমানদের ছিল। এটা আমাদের অক্ষমতা যে পাক মেলেটারির অসামান্য অবদানের ফলে আপনার দাদির গর্ভে আপনার বাবার জন্য হয়, আর যেই রক্ত এখন আপনার শরীরে বহমান। আমরা সত্যিই সকাহত।😢😢😢
@@Ronikhan5632-h8oকারেক্ট - যারা কথায় কথায় পাকিস্তানি রক্ত পাকিস্তানি রক্ত বলে ' ১৯৭১ সালের ঘটনা কিন্তু ভিন্ন ' পাকিস্তানিরা মূলত নুনু কাটা জাতি নিধন করতে না' নুনু কাটা জাতিকে যেটুকু অত্যাচার করেছে তা সম্পুর্নরূপে নুনু কাটা ছাড়া জাতিকে রক্ষা করতে যাওয়ার কারণে,,অতএব বুঝতে অসুবিধা হবে না কে কার বীজ!! গাছ কিন্তু নুনু কাটা গোষ্ঠীর না হলেও জীবত আছে ' গাছে কিন্তু পানি দিয়েছে পাকিস্তানিরা- বীজ কিন্তু নুনু কাটাদের!! সেই তারাই যখন বীজ নিয়ে কথা বলে 😊😊
ইনস্টাগ্রামে দেখতে পারবেন আমার ভ্রমণের ছবি গুলি
instagram.com/nomadic_bangladesh
ধন্যবাদ।
জামাতের পাকি দালাল 😂
আমি পুনতে থাকি আর বিয়ের আগে শারীরিক সম্পর্কের জন্য আমি রেড লাইট এরিয়া তে যেতাম ওখানে বেশির ভাগ মেয়ে বাংলাদেশি।। সব ডাঙ্কি করে এসেছে।। কি বলবেন।।
Bhalo recently sunlam Bangladesh e abar Pakistanira shashon suru korche.....Apnar ma boneder ektu sotorko thakte boilen nahole rape hote paren tara...
Sunlam Pakistanira abar Bangladesh shashon korche???
I don't understand your language Bangla but I love Bangladesh
Pakistan 🇵🇰💚🇧🇩 Bangladesh
I love Pakistan ❤❤
Y yuo love Bangladesh pakistani gaddar wald feraun
😂😂😂
Bangla is not a difficult, if you try then you will learn in 60-70 days
@@ratnaakter5398রাজাকারের বাচ্চা জারজ সন্তান পাকিস্তানী বীর্য তুই উগ্রবাদী জঙ্গি খানকির পোলা
আপনার কথার সাথে আমি একমত। গত মাসে আমি ভিয়েতনাম গিয়েছিলাম প্রায় এক মাস ছিলাম। আমি টোটাল পাঁচবার ভিয়েতনাম গিয়েছে ভ্রমণের উদ্দেশ্যে।ওখানে গিয়ে দেখি প্রচুর পরিমাণ বাংলাদেশি টুরিস্ট ভিসায় গিয়ে কাজ করে রাস্তায় শুয়ে থাকে অনাহারে অর্ধাহারে থাকে। এবং ভিয়েতনাম ইদানিং বাংলাদেশিদের জন্য ভিসা কঠোর করে দিয়েছে। ইদানিং ভিয়েতনামী ইমিগ্রেশন বাংলাদেশীদের সন্দেহের চোখে দেখছে। আমার মনে হয় সামনে ভিসা বন্ধ করে দিবে।
পাকিস্তান কী গিয়ে কাজ করে রাস্তায় শুয়ে থাকার যায়গা নাকি
Without birth controlling this practice will develop day by day.
Vietnam job nai
বাপের এত ছেলে চেনেই না। হায়রে বাংলাদেশী😅😅😅🇵🇰
ঝ
এভাবেই আমরা যারা সাধারন ট্যুরিস্ট আছি তাদের জন্য সুযোগ কঠিন হয়ে যাচ্ছে ।
কিছু খারাপ মানুষের জন্য একটি দেশের বদনাম হয় |
আহারে জাত ভাই
কিরে ভারতীয় মালাউন 😂@@DrayDray-n9b
গোবর খুর কইতে আইলি @@DrayDray-n9b
মুসলিম মানে মানুষিক রুগী 😂😂😂😂😂
আব্বু আম্মু দেশে যাবে ভিক্ষার ঝুলি
আমি ৩ টা দেশে ব্যবসার জন্য ভ্রমণ করেছি আমাদের বাঙালিরা যে কি পরিমাণ অপকর্মের সাথে যুক্ত বলার ভাষা নেই নিজেকে বাঙালি পরিচয় দিতে লজ্জা হয়
Ora Bangladeshi banggali naki kolkatar banggali?
@@nazmulkhan4415সব কোলকাতার বাঙালি।বাংলাদেশের চিন্তার কারণ নাই 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂। মোজামবিকে কোলকাতার বাঙালি😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
আমি পুনতে থাকি আর বিয়ের আগে শারীরিক সম্পর্কের জন্য আমি রেড লাইট এরিয়া তে যেতাম ওখানে বেশির ভাগ মেয়ে বাংলাদেশি।। সব ডাঙ্কি করে এসেছে।। কি বলবেন।।
@@nazmulkhan4415Bangladeshi Bangali
ভিখারি পাকিস্তান হলো আমাদের চিরশত্রু 😈। নোমান ভাই আমরা বুঝতেছি না আপনি কেনো পাকিস্তানের পক্ষে কথা বলছেন? আপনি ব্লগার বলে আপনার সাথে ভালো ব্যাবহার করছে, তারা বাংলাদেশকে এখনো শত্রু মনে করে 😈
সঠিক কথা তুলে ধরেছেন। ধন্যবাদ
আমাদের চরিত্রের কারণে আমরা অন্য দেশে গিয়া ছোট হই ,শুধু পাকিস্তান না অনেক দেশই আমাদের চরিত্র জানে ,এইসব লোক আমাদের সম্মানও নষ্ট করতেছে
আমি পুনতে থাকি আর বিয়ের আগে শারীরিক সম্পর্কের জন্য আমি রেড লাইট এরিয়া তে যেতাম ওখানে বেশির ভাগ মেয়ে বাংলাদেশি।। সব ডাঙ্কি করে এসেছে।। কি বলবেন।।
পাকিস্তানিরা আরো বড়ো ক্রিমিনাল পাসপোর্ট জাল করে বিভিন্ন দেশে অপকর্ম করতেছে।
I@@amitbflit was imported after Liberation war from india
পাকিস্তান কি এটা বুঝবা না বয়স কম তো বাবু তোমার
@@sakibtanay9634 আমরা বাংলাদেশিরা পিন্ডি থেকে মুক্ত হয়েছি একাত্তরে ও চব্বিশ এ মুক্ত হয়ছি দিল্লি থেকে ,এখন সামরিক শক্তি বাড়াতে পাকিস্তান ও চীনের সাথে ভালো সম্পর্ক দরকার
ইবনে বতুতাকে দেখিনি। শুনেছি একজন বিখ্যাত পর্যটক ছিলেন। আপনাকে দেখে অনেকটা সে রকম মনে হয়। বাইসাইকেলে বিশ্বভ্রমন যিনি একজন ব্লগার। নতুন ইবনে বতুতা❤❤। কত কিছুই না দেখতে পারছি, শিখতে পারছি। ধন্যবাদ ভাই❤❤।
ভিডিওটি সবাই সিয়ার করে দিবেন,
মাসুদ ভাই আমি ঐ ভিডিও টা দেখে কমেন্ট ও করে আসছি এবং আপনার চ্যানেলে ভিডিও দেখতে বলছি ❤✅
এত সুন্দর করে উপস্থাপনা করে সবাই কে বুঝিয়ে বলার জন্য আমার অন্তস্হল থেকে দোয়া করছি🤲🤲 ভালো থাকবেন দোয়া করবেন❤✅🤲
মাসুদ ভাই আপনার প্রত্যেকটা ভিডিও আমি দেখি,,, আপনি সত্যিই সাহসী পুরুষ,,, ভাই পাকিস্তানিরা,, ও আমাদের মত ভালো মন্দ দুইটাই আছে,, যেহুতু আমি মিডোলিস্ট এ থাকি,, কিন্তু বাংলাদেশীদের,, জন্য ওরা অন্য দেশের চাইতে অনেক ভালো,, দুই চারজন ত সব জায়গাতে খারাপ থাকে, আর,,পাকিস্তানিরা,,মেহমান দাড়ি খুব পছন্দ করে,, এটা সত্যি,, এখন এদের সাথে যেটা হইয়ে ছে,, সেটা আমি বুঝি,,, ওরা মনে হয়নি আসল ভিজিটর,, অনেক বাঙালি ভাইয়েরা,, পাকিস্তান ইরান তারপর তুর্কি, হইয়ে ইওরূপ যেতে চায়,, এবং অনেকেই গেছে,, আমি বাংলাদেশ ইমিগ্রেশন কে অনুরুদ করবো,পাকিস্তানে যাওয়ার আগে তারা যেন মানুষ দেখে পারমিসন দিয়ে থাকে,, যাতে আমাদের সন্মান হানি না হয়,,
হ্যাঁ, apni ঠিক।
কিছু সুবিধাবাদী বাঙালি তাদের অবৈধ উদ্দেশ্যের জন্য অন্য দেশের ভিসা সুবিধার অপব্যবহার করছে।
তাই, যেকোনো ভিসা সংক্রান্ত তথ্য সবসময় এড়িয়ে চলুন।
ভাই কিছু খারাপ মানুষের কারনে পৃথিবীর কোন দেশে প্রবাসীরা মূল্যায়ন পায় না।
ভাই ওরা ভিসা দেয় কেন। ভিসা বন্ধ করেদেও । আর আপনি বাংলাদেশে বাংলাদেশীদের বিরুদ্ধে কথা বলছেন কেন। আর প্রশ্ন হল ওরাই সব জেনে ভিসা দেয় কেন। ভিসা দেওয়ার পরে পাকিস্তান এয়ারপোর্টে কেন আটকাবে
ওরা তোহ জানতো না বাঙালিরা এমন শূকর
মাসুদ সাহেবের সাথে আমি একমত ৯০ দশকে সিঙ্গাপুর হংকং থাইল্যান্ড পোর্ট এন্ট্রি ভিসা ছিল বাংলাদেশের জন্য আমাদের কর্মের কারণে এখন ভিসা কঠিন হয়ে গেছে, সাথে সাথে বদনাম সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে।
Thanks for your discussion about the problem. We love Pakistan. We are two brother Pakistan and Bangladesh. ❤❤❤❤
Never...you Pakistanis 🇵🇰 killed and raped 3 lakhs Bengalis in 1971...😡
Wrong there.
Father and son.😅
@@ashitmukherjei7078 yes your father for sure. Karon 71 e pak army toder hindu meyeder goni mot et mal banaisilo. Toder bap tou hobei😂😂
At least shoot Kore nai.., bsf er jongi gular moto
ভাই আপনি গেছেন পাকিস্তান গুরতে, আপনার সাথে সবাই ভালো ব্যাবহার করেছে, যদি একসাথে থাকতেন কাজ করতে তাহলে বুঝতো পারতেন কত যে ভালো পাকিস্তানি, আমি যখন সৌদিতে ছিলাম তখন অনেক পাকিস্তানি আমার দোকানে কাজ করেছে, আমি পাকিস্তানি হারে হারে চিনি, কিছু ভালো আছে, কিন্তু অধিকাংশ ই বেয়াদপ, আর পাকিস্তানি পুলিশ বাংলাদের পুলিশের চেয়েও খারাপ, ঘুষখাওয়ার জন্য এক নাম্ভার, আমার দোকানে দুই ভাই কাজ করতো নাম ছিল, আলতাফ আর একজন ছিলো বিজার নামে,
পাকিস্তানীরা নাম্বার ওয়ান ছোট লোক।আমি দুবাই ওদের সাথে কাজ করে ছিলাম
Pakistani ra valo na sobai e jane. But Bangladeshider uchit nijader somman nijara bojay rakha
আপনি কি বরিশাল
আপনি মনে হয় উল্টাপাল্টা কিছু করছিলেন।
রাইট😁🤣😁🤭
আপনি এই বিষয়টি এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ চাঁদের ভিডিও দেখে তখনই তাদের বিষয় নিয়ে একটি কমেন্ট করে দিয়েছিলাম
পাকিস্তান জিন্দাবাদ ❤
বাংলাদেশ জিন্দাবাদ ❤
Vai Pakistan zindabad bolar ki ase
তোর মাকে দিয়ে আয় ওখানে
জয় বাংলা ❤ বাংলাদেশ চিরজীবী হোক ❤❤
পাকিস্তান মু্র্দাবাদ
রাজাকারের বাচ্চা
বুজিয়ে বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ।ভালো থাকবেন ।
ভাইয়া মুখ দেখে কি ভিসা দেয় কোন দেশ, অন্তত একবার হলেও পাসপোর্ট খুলে ভিসা চেক করতো। ভিডিওতে ওদের মুখ দেখে তো ভালো পরিবারেরই মনে হলো।
আপনার কথা সঠিক কারন আমি ইরানে আছি আর ইরানে আসার সহজ পথ একন পাকিস্তান
Always welcome in Pakistan
ইরানে কী করেন ভাই
@@hasankhan8646pakistan mera bhai.
@@rahadarafin9052 কাজ করি
@@rahadarafin9052 Iran is far far better than Pakistan despite Iran got sanction
আমি নিজে ভারতের বিরুদ্ধে অনেক কথা বলি, বিশেষ করে তাদের পররাষ্ট্রনীতি নিয়ে। কিন্তু ভারতে আমরা প্রতিনিয়ত চিকিৎসার জন্য এবং ঘুরতে যেতাম, আমিও অনেকবার গিয়েছি। কিন্তু কোনদিন শুনলাম না এখনো বাংলাদেশিকে মেরে ভারত থেকে বের করে দিয়েছে কিংবা ডিপোর্ট করেছে। কিন্তু পাকিস্তান কথায় কথায় বলে আমাদের ভাই মুসলিম ভাই তারা আমাদের সাথে এমন ঘটনা ঘটালো।তবে যে যাই বলুক পাকিস্তান বলেন, ভারত বলেন সকলেই বাংলাদেশের উপর কর্তৃত্ব চাই কেউই বাংলাদেশের প্রকৃত বন্ধু না।পাকিস্তানের ঢুকার পরে পাকিস্তান থেকে অন্য দেশে হেঁটে বের হওয়া যাতে না যায় সেটা পাকিস্তানের বর্ডারদের দায়িত্ব। কিন্তু তারা বাংলাদেশীদের কে মারবে এবং রডপোর্ট করবে তার পক্ষে কোনদিনই আমি একজন বাংলাদেশী হিসেবে সাপোর্ট করিনা।পাকিস্তানি ঘুরতে না গেলে আমাদের কোন সমস্যা নাই। আমরা থাইল্যান্ড মালয়েশিয়া নেপাল যাব প্রয়োজনে কিন্তু বাংলাদেশীদের উপর হাত তোলা আমরা কোনদিনই সহ্য করব না
আপনার কথা মানলাম কিন্তু তারা ভিসা দেয়ার সময় কেন তাহকিক করলো না? তারা ভিসা দিল কতগুলো টাকা খরচ করালো আবার এয়ারপোর্টে সব টাকা-পয়সা রেখে ফেরত পাঠিয়ে দিল কেন??এর জবাবদিহি করা দরকার।
আপনার কথা পুরোপুরি মানতে করতে পারলাম না ভাই, কারন ওনারা যে ভিসায়ই যাক না ক্যানো ভিসা বৈধ কিনা এটা দেখার দায়িত্ব ইমিগ্রেশনের, এবং ভিসা বৈধ হলে অবশ্যই তাদেরকে ঢুকতে দেওয়া উচিত ছিল, তা না হলে ভিসার কি মূল্য আছে? তারপর পাকিস্তানের ঢুকে যদি তারা কোন অবৈধ কাজ করত তখন পুলিশ তাদেরকে গ্রেফতার করত সেটা ঠিক আছে।
What is he saying ? What happened ?
ধন্যবাদ ভাই, যুক্তিযুক্ত মন্তব্য করার জন্য।
আমি নিজেও, ৭টা দেশ ভ্রমণ করেছি,, কোন সমস্যা হয়নি।
ইন্ডিয়া, আজারবাইজান জর্জিয়া সৌদি থাইল্যান্ড মালয়েশিয়া। আপাতত দুবাইতে জব করছি,
প্রিয় বাংলাদেশী ভাইয়েরা, দয়া করে, ভুল সিদ্ধান্ত নিবেন না।
বাহিরের দেশে নিজেকে বাংলাদেশি বলতেই লজ্জা লাগে
তো জাবেন না,
@@alaminsardar8641 pakistani bolben shob chur
নিজের মাতৃভূমির পরিচয় দিতে লজ্জা লাগে। আপনি তো ভারতিয় দালাল
আমরাতো দেখতেই পাচ্ছি পাকিস্তানের শত্রুর অভাব নেই।আগে ভাবতাম ভাল মানুষদেরকে সবাই ভালবাসে।কিন্তু এখন দেখছি পৃথিবীটা সম্পূর্ণ উল্টা।ভাল মানুষদেরকে সবাই পেয়ে বসে।অধিকাংশ মানুষ পাকিস্তানের ক্ষতি করতে চায় সেজন্য বুঝেশুনে তাদের ভিসা দেওয়া উচিত। ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
সুন্দর বলেছেন ধন্যবাদ
ধন্যবাদ আপনার মাধ্যমে প্রকৃত ঘটনা জানতে পারলাম ওই চারজনের ভিডিও আমি দেখেছিলাম
সামান্য ব্লগার হয়ে নিজে কে এত বড় ভাবার কিছু নাই।
দেশের মানুষ কে এ ভাবে ছোটো কইরেন না।😢😢😢😢
কথা সত্য ওদের দেখে আমারও সুবিধা মনে হয়নি।
Bhaia khub e valo laglo video ta sotti ghotona jantay parlam😊
Thanks for making this video ❤... This is the real video....
আসলে ভাই বলার মত কোন ভাষা নাই আমরা বাঙালি এত খারাপ এটা আসলে মানুষ হয়েও বুঝি না আমরা অন্য দেশকে দেখেও কিছু শিখতে পারি না কারণ আমরা এতটাই খারাপ যেখানে শিখতে চাই সেখানেও খারাপ কিছু করি এজন্য আমরা কোন কিছু শিখতে পারি না ধন্যবাদ ভাই আপনাকে এই ভিডিওটা করার জন্য
আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে সঠিক টা বলার জন্য ❤❤❤ আমি ও নরসিংদির ছেলে 🇧🇩
congratulation 200k subscribe done 😮
ভাই আমি বর্তমানে ইসলামাবাদে অবস্থান করছি আমি গত মাসের ২৯ তারিখে এই দেশে আসছি এবং তেমন কোন সমস্যা হয়নি তেলাব নরমালি প্রশ্ন করেছে এবং সুন্দরভাবে উত্তর দিয়েছি তারা আমাকে ওয়েলকাম বলে পাসপোর্ট এর সিল মেরে দিয়েছে
Thanks for sharing real history
আমি ভিডিওটা দেখেছি এবং কমেন্টেও জানিয়েছি, এরা ভ্রমন কারি বয় এদপর কথা সুনলে বা গেটাব দেখলে বোঝা জায় এরা ইউরোপে জাবার জন্য পাকিস্তানে জাচ্ছিল
Vai etar opekkhay chilam❤
জি ভাই সঠিক তথ্য জানাইলেন ভ্রমণ করার লোক চেহারা দেখলে বুঝা যায় কিন্তু ভ্রমণ সব বয়সের লোক থাকে এখানে ৯০% লোক যুবক উদ্দেশ্য কি বুঝা যায়
ওই ভিডিওটা আমিও দেখছি ভাই আপনাকে জিজ্ঞেস করবো মনে করছিলাম কিন্তু তার আগে আপনি ভিডিও বানাইছেন অসংখ্য ধন্যবাদ ভাল করে বুঝিয়ে বলার জন্য
বাংলাদেশীদের এই কার্যক্রমের জন্য বাংলাদেশের পাসপোর্ট অনেক দুর্বল।
_অনেক সুন্দর ইনফরমেশন দিয়েছেন ।_
ভাইজান দুঃখের কথা আর কি বলবো, ইতালির জন্য পাসপোর্ট জমা করেছি ১৫ মাস হলো, এখনো ভিসা হাতে পাইনি। অথচ আমার সব কাগজ পএ অরজিনাল ইতালি থেকে আমার ভাই মালিক দিয়ে করে পাঠিয়েছে।
ইতালি এম্বাসি আর ভিসা দিতেছে না, প্রথম অবস্থায় ১ সপ্তাহেই ভিসা দিতো, কিন্তু যখন বাংলাদেশিরা ২ নাম্বারি করা শুরু করলো তখন থেকে ভিসা দেওয়া বন্ধ করে দিলো। বাংলাদেশিদের ইতালি থেকে অরজিনাল কাগজ দিয়েছি ১২ থেকে ১৫ হাজার হবে, সেখানে ঢাকা চট্টগ্রাম এবং সিলেট vfs এ ১ লক্ষের ও উপরে হবে কাগজ জমা হয়েছে, সব কাগজ ছিলো ফেক। এখন যাদের অরজিনাল কাগজ তাদের কেও ভিসা দিতেছে না। 😭😭
বাংলাদেশ কুষ্টিয়া থেকে দেখছি ভাই❤❤
আন্দালবাড়িয়া দৌলতপুর কুষ্টিয়া 😅😂 আমি
না জেনে বুঝে, ভিডিও বানালেন কেনো, ওরা আমরা বন্ধু ছিলো, দেখা করেন আমার সাথে,আমি পাকিস্তানে আছি
আসসালামু আলাইকুম ভাই পাকিস্তান মানুষ অনেক ভালোই
সহমত পোষন করছি 👌👌👌
অনেক ভালো লাগলো আপনার কথাগুলো শুনে
ভাই আপনি যা বলেছেন একদম সত্য, আপনি যদি পারেন আরেকটা ভিডিও বানাইয়েন আমরা কেন এই রকম জাতিতে পরিণত হলাম।
আমি পুনতে থাকি আর বিয়ের আগে শারীরিক সম্পর্কের জন্য আমি রেড লাইট এরিয়া তে যেতাম ওখানে বেশির ভাগ মেয়ে বাংলাদেশি।। সব ডাঙ্কি করে এসেছে।। কি বলবেন।।
সহমত, আমারও তাই মনে হয়েছে।
ঐ লোকেরা ব্যাংকক গেসে ট্রানসিট পাকিস্তান হয়ে,পাকিস্তান বাংলাদেশিদের ইভিসা দেয় ট্রানসিট ভিসা মনে হয় না দেয়, তাদের ঢুকতে না দেয়াটাই স্বাভাবিক ছিল।
ঠিক কথা বলেছেন।
ওদের জন্য আমাদের যে কোন জায়গায় বন্ধ হয়ে যাবে।😢😢
7:58 আপনার ধারণা সঠিক
shobmalaun
Pakistan er koi asen amk.......bolen..amio Pakistan a asi....oder shate ki hoise aga valo kore janun...trpor vedio banan
তাদের ভিডিও দেখে আপনার কথা মনে পরছে, যাক ভাল করেছেন ভিডিও দিয়ে।
amader desh er manush er shomossha.
ভাই? আশা করেছিলাম এরকম একটা জবাব দিবেন❤
আমি পুনতে থাকি আর বিয়ের আগে শারীরিক সম্পর্কের জন্য আমি রেড লাইট এরিয়া তে যেতাম ওখানে বেশির ভাগ মেয়ে বাংলাদেশি।। সব ডাঙ্কি করে এসেছে।। কি বলবেন।।
জি ভাই আপনি ঠিক বলছেন আমি বর্তমানে পাকিস্তান আছি😊 আমাদের বাংলাদেশের অনেক মানুষ পাকিস্তানে আসে শুধু এই উদ্দেশ্য নিয়ে যে সে অন্য দেশে যেতে পারবে এখান থেকে সহজ উপায় এখন একটু কম হয়ে গেছে কিন্তু আগে অনেক বেশি ছিল আমি 2009 সালে পাকিস্তানে এসেছি আমার সাথে আরো ছয়জন ছিল আমি ছাড়া বাকি পাঁচজন অন্য দেশে চলে গেছে আমি এখনো পাকিস্তানেই আছি
ভাই আপনি কি পাকিস্তানি না বাংলাদেশী
কিসের জন্য পাকিস্থানে থাকেন ব্যবসা নাকি পারিবারিক
প্লিজ ভাই রিপ্লাই দেন 😢
আসসালামু আলাইকুম, মিয়া ভাই আমি যেতুটুকু জানি ই ভিসা, অনারেভাল ভিসা, বা স্টিকার ভিসা থাকার পরও ইমিগ্রেশন ডিপোট করার ক্ষমতা রাখে।
korte pare taka poysha raka r mardor kora oigula kharaf r pakistan akta churer desh
পাকিস্তান সরকারকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের অনুরোধ রইলো।
Masud bhai thanks sottita dhorar jonno
ভাই ওরা টাকা রেখে দিসে মারছে এগুলা কেনো
Assalamualaikum. We love all muslim countries including Pakistan for the sake of Almighty Allah.
ধন্যবাদ সত্য তুলে ধরার জন্য
অনেক অনেক ধন্যবাদ
Vhai Pakistan e to ekhon on arrival visa thakar kotha
টাঙ্গাইল থেকে দেখছি ❤❤❤
কম্বলের নিচে কুষ্টিয়া থেকে
সখিপুর থেকে
খুব দেখি পাকিস্তান প্রেম।
তো আপনারে নিয়োগ দিয়েছে কে পাকিস্তানের মুখপাত্র।
পাকিস্তানিদের আমরা ভালো করে চিনি।
ধন্যবাদ ভাই আপনি একজন খুবই ভালো মানুষ
পাকিস্তান মুর্দাবাদ জিন্না মুর্দাবাদ মুজিববাদ জিন্দাবাদ
সন্ত্রাসী লীগের দিন শেষ, চেটে খাওয়ার দিন শেষ। তোদের উপর লানত।
মোদির বিজ
এইটা নিয়ে একটা নিউজের আসায় ছিলাম
আমি ও
Thank you very much brother to dispose the Truth
আমিও ভাই জানুয়ারি 1 তারিখ রাতে ভিডিওটা দেখেছি পাকিস্তানি গিয়ে মার খেয়েছে আমিতো অবাক আমি রেগুলার আপনার ভিডিওগুলো দেখি এটা তো হওয়ার কথা না কিন্তু সকালে উঠে আপনার ভিডিও পেলাম আমার খুব ভালো লাগছে ভাই আপনার কথাগুলো আসলে কিছু খারাপ মানুষের জন্য আমাদের দেশের বদনাম হয়
লিংকটা দেন
ভিডিওর
pakistan unader babar desh marbetho age chilo india hasinar babar desh akon pakistani babar desh
Bro prothom koment❤❤❤
Bhai Alhumdhulilla. Good News talking about us . Thanks all
সুন্দর কথা বলেছেন ভাই জান ধন্যবাদ আপনাকে?
ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু 🎉
বিষয়টি খুবি দুঃখজনক এবং লজ্জারও
ধন্যবাদ সত্য তুলে ধরার
অন্য দেশের তুলনায় বাংলাদেশ থেকে বিদেশ যাওয়ার খরচ এত বেশি কেন? বড় বড় চোরেরা যেখানে ক্ষমা পাচ্ছে সেখানে ছোট ছোট চোরেরা তো উৎসাহ পাবেই। বিচার ব্যবস্থা জঘন্য হয়ে গেছে
মুসলমান মুসলমান ভাই ভাই। অন এরাইভাল ভিসার এটাই নিয়ম।
তাইতো ১৯৭১ সালে পাকিস্তানের হানাদার বাহিনী এই দেশে মা বোন দের বীজ বুনে দিয়েছে। ভাই ভাই বলে কথা। 😂😂
ভাই ঐ তিনজনের কথায় ও ভেজাল আছে,
মাসুদ ভাই আপনি সাবধানে থাকবেন আপনার সাথে জানো এইরকম না হয়
ভাই আপনার সাথে আমি একমত কয়েকজনের জন্যেই বাংলাদেশটা ছোট হয়
ধন্যবাদ ভাই সুন্দর ভাবে বুঝিয়ে দেওয়া জন্য
জি ভাই সেই ভিডিওতে আমি আপনার চেনেল ম্যানশন করেছি দেখার জন্য।
আপনি তাদের ব্যক্তিগত বিষয়ে কিভাবে জানেন? আপনি কি তাদের এজেন্ট?
এরা পাসপোর্টকে বই বলতেছে,ইমিগ্রেশকে ইমারগ্রেশন বলতেছে 😂
right amio aslam Pakistan temon kono problem hoy nai
তাইলে এভার বুঝো ভারত কতো উপকার করছে বাংলাদেশের মানুষকে ভিসা দিয়ে। তবে পাকিস্তানে আপনি ভ্রমণ ভিসায় গেলে যদি এন্ট্রি না দেয় তাইলে ব্যাক করিয়ে দিবে, হেনেস্তা করার অধিকার নাই।
আফসোস লীগ
ভিডিওতে কইলো কি
আর আফসোস লীগ বুঝলো কি
আমি 30 তারিখ আসছি ,বর্তমানে করাচি আছি ,ইমিগ্রেশন পুলিশ বসিয়ে চা খাওয়াইছে।
আহারে সোনাগো কতো আশা কইরা অবৈধ সন্তানেরা আব্বুর সাথে দেখা করতে গেছিলো কিন্তু আব্বুর ওদের মাইরা তারায় দিলো 😭😭😭😭😭
বাংলাদেশের কিছু মালুম কে দিল্লির পুলিশ ধরে জেলে ঢুকিয়েছে গতকাল কিন্তু ঐই মালুরা মনে করেছিলো ভারত হিন্দু দেশ মুদি যেহেতু মালুদের বাবা তাই ভারতে অবৈধ ভাবে থাকলে কিছুই হবে না এখন আদালতে তোলার পর কত বছর জেল খাটা লাগে দেখার বিষয়, বলো ভারত মাতা কি জয় 😂😁
৭১এ হিন্দু দের নিরাপত্তার দায়িত্ব বাঙালি মুসলমানদের ছিল। এটা আমাদের অক্ষমতা যে পাক মেলেটারির অসামান্য অবদানের ফলে আপনার দাদির গর্ভে আপনার বাবার জন্য হয়, আর যেই রক্ত এখন আপনার শরীরে বহমান। আমরা সত্যিই সকাহত।😢😢😢
মালু মাদারবোর্ড আগে কথার মানে বুজ তার পর কমেন্ট কর।
😡😡😡😡😡😡 kotha sabdane ko
@@Ronikhan5632-h8oকারেক্ট - যারা কথায় কথায় পাকিস্তানি রক্ত পাকিস্তানি রক্ত বলে ' ১৯৭১ সালের ঘটনা কিন্তু ভিন্ন ' পাকিস্তানিরা মূলত নুনু কাটা জাতি নিধন করতে না' নুনু কাটা জাতিকে যেটুকু অত্যাচার করেছে
তা সম্পুর্নরূপে নুনু কাটা ছাড়া জাতিকে রক্ষা করতে যাওয়ার কারণে,,অতএব বুঝতে অসুবিধা হবে না কে কার বীজ!! গাছ কিন্তু নুনু কাটা গোষ্ঠীর না হলেও জীবত আছে ' গাছে কিন্তু পানি দিয়েছে পাকিস্তানিরা- বীজ কিন্তু নুনু কাটাদের!! সেই তারাই যখন বীজ নিয়ে কথা বলে 😊😊
Apnar kota right
আমি ব্রাহ্মণপাড়ের থেকে ভিডিও দেখতাছি
Bhai....
Mozambic er SouthAfrica te ki bussiness visa pawa jay....?
Thanku vai