আমার না যাওয়া বহু জায়গার এটি একটি। তবে আপনার দৌলতে মনে হল চলমান গাড়ীটির ড্রাইভারের পাশের সিটটাই বসে আছি। দশম ফল্স সামনে থেকেই দেখলাম। আর নিশিযাপনে রাচির আস্তানাটি ভারি সুন্দর! সন্ধ্যার আকাশে চোখ পড়তেই গীতা দত্তের গাওয়া এই গানটি মনে এল... নিশি রাত বাঁকা চাঁদ আকাশে চুপি চুপি বাঁশী বাজে বাতাসে…বাতাসে।। ভাঙা ঘরে দুদিনেরই খেলাঘর কতভাঙা তবু এলো জোছনা ফুলে ফুলে ছেয়ে গেল বালুচর স্বপ্ন বাসর করি রচনা। এ জীবনে যতটুকু চেয়েছি মন বলে তার বেশী পেয়েছি…পেয়েছি।। জীবনের পথে পথে চলিতে যত আশা গিয়েছিল ফুরায়ে গজমতি হারে যেন ধুলিয়ে ভিখারিনী পেল আজ কুড়ায়ে। এ জীবনে যতটুকু চেয়েছি মন বলে তার বেশী পেয়েছি…পেয়েছি।। --------------------------------------------------- সত্যিই জীবন তো কম কিছু দেয়নি ! অনেক কিছু দিয়েছে। ভাল থাকবেন ভাই ! আনন্দে থাকবেন! অনেক ভালবাসা রইল !!! ❤❤❤
It's soothing the way you capture natural essence of our neighborhood state
অপূর্ব ❤
খুব সুন্দর ❤
অসাধারণ
খুব সুন্দর
কী করেছ ডাক্তার! ফাটাফাটি।
একটু পাগলামি দাদা।😀
খুব ভালো হয়েছে।আরও সুন্দর ভ্লগের অপেক্ষায় রইলাম।Happy New Year 2025.
চেষ্টা থাকবে সুমন্ত
বেশ লাগল, মনে হোলো আমিও সঙ্গেই চলেছি।
ধন্যবাদ দিদি
আমার না যাওয়া বহু জায়গার এটি একটি। তবে আপনার দৌলতে মনে হল চলমান গাড়ীটির ড্রাইভারের পাশের সিটটাই বসে আছি। দশম ফল্স সামনে থেকেই দেখলাম। আর নিশিযাপনে রাচির আস্তানাটি ভারি সুন্দর! সন্ধ্যার আকাশে চোখ পড়তেই
গীতা দত্তের গাওয়া এই গানটি মনে এল...
নিশি রাত বাঁকা চাঁদ আকাশে
চুপি চুপি বাঁশী বাজে বাতাসে…বাতাসে।।
ভাঙা ঘরে দুদিনেরই খেলাঘর
কতভাঙা তবু এলো জোছনা
ফুলে ফুলে ছেয়ে গেল বালুচর
স্বপ্ন বাসর করি রচনা।
এ জীবনে যতটুকু চেয়েছি
মন বলে তার বেশী পেয়েছি…পেয়েছি।।
জীবনের পথে পথে চলিতে
যত আশা গিয়েছিল ফুরায়ে
গজমতি হারে যেন ধুলিয়ে
ভিখারিনী পেল আজ কুড়ায়ে।
এ জীবনে যতটুকু চেয়েছি
মন বলে তার বেশী পেয়েছি…পেয়েছি।।
---------------------------------------------------
সত্যিই জীবন তো কম কিছু দেয়নি !
অনেক কিছু দিয়েছে।
ভাল থাকবেন ভাই !
আনন্দে থাকবেন!
অনেক ভালবাসা রইল !!!
❤❤❤
দারুন করে বললেন। মনে হচ্ছে কাজটা ,দেখাটা বৃথা যায় নি। সাথে থাকবেন। ভালো থাকবেন দাদা।
Miss u sir
ভালো থেকো ❤