হাইবীড বেগুনের জাত রিভিউ | Krishi Seba video | Rubel Khan & Ali Akbar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • বেগুন সারা পৃথিবীতেই একটি জনপ্রিয় সবজি। আমাদের দেশে বেগুনের অনেকগুলো জাত রয়েছে। এর এক জাত থেকে অন্যজাতে গাছের প্রকৃতি, ফলের রং, আকার, আকৃতি প্রভৃতি বিষয়ে বেশ পার্থক্য পরিলক্ষিত হয়। বাংলাদেশে প্রধানতঃ লম্বা ফল, গোলাকর ফল ও গোলাকার এই তিন ধরণের বেগুনের চাষ বেশী হয়ে থাকে। সব জাতকে মৌসুম ভিত্তিক দুই ভাবে ভাগ করা যেতে পারে, যেমন-শীতকালীন বেগুন ও বারমাসী বেগুন। শীতকালীন জাতের বেগুন রবি মৌসুমে চাষ করা হয় কারণ, এই জাতের বেগুন কেবলমাত্র রবি মৌসুমেই ফল দিতে পারে। আর বারমাসী বেগুন বছরের যে কোন সময় চাষ করা যেতে পারে তবে ঋতু পরিবর্তনে হাইব্রিড জাতগুলো বারমাসি চাষ করা যায় । নিচে উল্লেখযোগ্য কয়েকটি জাতের পরিচিতি দেয়া হল-
    ললিতা,সেঞ্চুরি, পার্পল কিং, প্রফিড রাজ,ভাঙ্গর,লাইলি, চক্র ৬৪২৪,দেবগিরি ইত্যাদি।
    বারমাসি জাতের মধ্যে আছে,ইসলামপুরী,সিংনাথ,তাল,কাজলা ইত্যাদি।
    ভালো মানের ও হাইব্রিড বীজের জন্য যোগাযোগ: কৃষি সেবা এন্টারপ্রাইজ। মোবাঃ ০১৯৫৬৩৫৫৯৫১
    কৃষিতে আপনার সাফল্যের গল্প শোনাতে পারেন আমাদের। আমাদের ফেসবুক পেইজঃ / krishisebaseeds.bd
    কৃষিতে আপনার সাফল্যের গল্প আমাদের জানাতে পারেন। আমাদের অন্যান্য ভিডিও লিংক
    • পেঁপের চাষ পদ্ধতি আলোচ...

ความคิดเห็น • 84