ইসকন প্রতিষ্ঠাতার কুকীর্তি ফাঁস || জঘন্য মন্তব্য ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দ সম্পর্কে ||
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- #mahakaal #isckon #harekrishna #shiv #radhakrishna #god #yoga #spirituality #krishna #hindu #diwali #dipabali #kalipuja
ইসকন প্রতিষ্ঠাতার কুকীর্তি ফাঁস || জঘন্য মন্তব্য ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দ সম্পর্কে || MAHAKAAL ||
ছোটবেলা থেকেই মহাপুরুষদের খুবই শ্রদ্ধা করি। শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দকে অনেক অনেক শ্রদ্ধা করি যদিও আমি শঙ্করমঠ ও মিশনের মতাদর্শী।
ইসকনকে প্রথম থেকেই পছন্দ করতাম না। কারণ একটাই, তারা নিজের মায়ের হাতের রান্নাও খান না যদি তিনি ইসকনের আদর্শ মেনে না চলেন। এটা আমার খুব খারাপ লাগে। ইসকনদের এই ছ্যুঁতমার্গকে খুব ঘৃণা করি। তাই তাদের থেকে দূরত্ব বজায় রাখি। কিন্তু আমার প্রধান আদর্শ হলো শ্রীমদভগবদগীতা। জয় শ্রীগীতা 🙏🙏🙏
আপনার যুক্তিযুক্ত প্রতিবাদের সাথে একাত্মতা প্রকাশ করছি। আপনাকে ধন্যবাদ ও নমস্কার 🙏🙏🙏
আপনি ইস্কন মন্দিরের যে সত্য উন্মোচিত করার চেষ্টা করলেন তাকে সাধুবাদ জানাই। তদন্ত সাপেক্ষে প্রকৃত সত্য উদঘাটন করে জন সমক্ষে প্রকাশ করা অত্যন্ত জরুরি।জয় শ্রী রাম,জয় হিন্দ।
খুবই গুরুত্বপূর্ণ এবং অখন্ডনীয় আলোচনা।। প্রণাম নিবেন মহাকাল মহারাজ🙏🙏
ইস্কন এর প্রভুপাদ সম্পর্কে যে সব কথাবলেন সত্যি ভালো লাগলো , আপনাকে শত প্রণাম । প্রভুপাদ র অশ্লীল বক্তব্যের তীব্র প্রতিবাদ করা উচিত । মায়াপুর একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান ।
আমি মুসলিম হয়ে আপনার কথা গুলো সুনি ইসলাম ধর্ম নিয়ে কিছু বলবেন।এজেন এক সাগরে মিসে গেছে সব জল। শুভকামনা রইল আপনার প্রোতি।❤❤❤❤❤
কোথায় ঠাকুর শ্রীশ্রীরামকৃষ্ণ আর কোথায় ইসকনের প্রতিষ্ঠাতার মতো একটা মানুষ! এদের নিয়ে আলোচনা আমাদেরই নিচে নামিয়ে দেয়।
ভালো মানুষ ভালো কথা বলে। খুব সত্য কথা। আপনাকে ধন্যবাদ অপূর্ব প্রতিবাদী ভাষা।🙏🙏🙏
Bloody.......P. pad, tomar nijer itihasta thakur Sri Ramkrishna te impose korechho.
আপনি কেন। মুখে এতো বাজে শব্দ use করছেন।। আপনি যদি এতো খারাপ শব্দ শুনে থাকলেও মুখে কেন use করছেন।
অসাধারণ দার্শনিক তত্ত্ব ও তথ্য। ধন্যবাদ জানাই আপনাকে।
অন্ধ ভক্তি থেকে বেরিয়ে এসে জ্ঞান দ্বারা বিবেচনা করতে হবে সকলকে কোনটা ঠিক কোনটা অন্যায়। সে যেই হোক এভাবে প্রতিবাদ করতে হবে সকল অন্যায় কারীর বিরুদ্ধে। অনেক ধন্যবাদ।
উনি সত্যিই ক্ষমার অযোগ্য। প্রনাম মহারাজ এই রকম মূল্যবান আলোচনা রাখার জন্য।
প্রভু তুমি পাদ।
প্রভু পাদ দুর্গন্ধ ছড়াচ্ছে ।
@@mitabhattacharjee1993 প্রভু পাদ মানে অনেক উঁচু কথা সাক্ষাৎ হরির চরণ ...................... কাজে এই নামে বাজে কথা একদম না.... অভয় দাদ্দু বা অন্য কিছু .ফালতু নাম দিতে পারেন... মহারাজ এর চরণ এর দিকে তাকিয়ে বাজে কথা বলতে পারলাম না...
কিন্তু মা সম্পর্কে যা শুনলাম ... এত দূর জানতাম না ...আজ থেকে দাদ্দুর পোস্ট দেখলেই রক অন .... মা বলে কথা... প্রনাম মহারাজ
জয় মা
জয় ঠাকুর
জয় শিব শক্তি
@@mitabhattacharjee1993😁😁😁😁😁
আমি শ্রী রামকৃষ্ণ দেবের দিক্ষিত নই , তথাপি এই বিষয়ের উপর একটু মতামত জানাবার লোভ সম্বরণ করতে পারছিনা।
মহারাজ জী আমার প্রণাম নেবেন অপরাধ নেবেন না।।
" আগাছা যখন গাছকে অবলম্বন করে বেঁচে থাকে এবং বড় হয়ে ওঠে, তখন থেকেই সেই আগাছা তার অবলম্বন কেই
ছোট ভাবতে শুরু করে তাতে বট বা অশথ্ব গাছের কিছু আসে যায় না। নিজেকেও সর্বন্নতো প্রমান করা যায় না।।"
জয় মা সারদা, জয় শ্রী রামকৃষ্ণ, জয় স্বামী বিবেকানন্দ।।
Right
একদম সঠিক বলেছেন । এই কথাগুলোর তীব্র প্রতিবাদ হওয়া উচিত । ধিক্ ...... জয় রামকৃষ্ণ জয় মা সারদা জয় স্বামীজি 🙏🙏🙏 জয় শ্রী গুরু মহারাজ 🙏🙏🙏💗💗🌺🌺🌺🌸🪷🌼🪻🌻🪷🪻💗💗💗
আমার প্রথম থেকেই এ সংস্থার কার্যক্রম ভালো লাগতো না, বিরক্তি বোধ হতো। এই সংস্থায় কখনো আমি আধ্যাত্মিকতার আনন্দ পেতাম না। বিভিন্ন একাদশী ও ব্রত পালনে যে দক্ষিণা বা খরচের নমুনা দেখতাম তাতে মনে একটা প্রশ্ন হতো এবং মাঝে মধ্যে হাসিও পেত যে, আসলে কি ভগবানের কৃপা পেতে এত হাজার হাজার টাকা খরচ করতে হয়? আমার এই কথায় আবার কেউ মনে করবেন না যে আমি কৃষ্ণ বিরোধী বা বৈষ্ণবদের পছন্দ করি না। আমি মানি ও বিশ্বাস করি যে, সব এক ব্রক্ষ্মেরি প্রকাশ। গুরুদেব, স্বামীজি ও মা সম্পর্কে প্রভুপাদ যে কথা বলেছিল বলে শুনতে পেরেছি তা যদি সত্যই হয়ে থাকে তবে প্রভুপাদের প্রতি আগে কিঞ্চিৎ শ্রদ্ধা থাকলেও ভবিষ্যতে তার বিন্দুমাত্রও থাকবে না। এমনিতে তো এদের সংস্পর্শে গেলে শুধু একটা বিষয়ই শুনতে পাই, গোয়ালার মত শুধু বলতে থাকে আমার দুধই সেরা, সেরা সেরা সেরা!!!
❤❤❤❤❤ mm
সত্য বলতে আমিও একই অনুভব পাই। এই সংস্থা থেকে কখনও আধ্যাত্মিকতার অনুভূতি পাই না। বরং কট্টর ধর্মীয় একটা পরিবেশ অনুভব হয়, যেটা প্রচণ্ড হাঁসফাঁস লাগে।
আর সত্যি বলতে সেখানকার প্রতিষ্ঠাতাকে প্রথম যেদিন দেখেছি, একটা নেগেটিভ অনুভূতি এসেছে। এটার পরিবর্তন হয় নাই কখনও।
মানুষকে দেখে intutively তার ব্যাপারে বোঝার বিষয়টা আমার ভেতর ছোটবেলা থেকেই আছে। উনার মুখমণ্ডল থেকে আমি শুধু অহংকার দেখতে পাই।
কৃষ্ণকে প্রচণ্ড ভালোবাসি। কিন্তু ইসকনকে নয়।
0000l
সত্য বলেছেন
সত্য কথা বলেছেন। নমঃ শিবায় 🙏
এ কথাগুলো শোনার আগে আমার কান ফেটে গেল না কেন। নিজের মার নামে কি এটা শোনা যায়? আলোচনাটা যখন শোনছিলাম মনে হচ্ছিল বুকটা ফেটে সব বেড়িয়ে যাবে। ঠাকুর ওদের চৈতন্য দিক, মা যেন ওদের কোলে তুলে নিক। জয় ঠাকুর,জয় মা, জয় স্বামীজি
যাহারা দেখছেন তারা কেউ যেন ইসকন এ না জায়
খুবই মহামূল্যবান উপস্থাপনা । সনাতন ধর্মের স্বার্থে আপনার এইরকম আরো অনেক বক্তব্য প্রার্থনা করছি ।প্রণাম নেবেন ।।
Rascal hai prabhupad
Ei protibaader jonno upnake osonkhyo dhonyobad, pronam janai,
আজ আমি মহাকালজীর বক্তব্য শোনার পর ইস্কনের প্রতিষ্ঠাতা প্রভুপাদ মহাশয় কে আর যাই হোক কৃষ্ণ ভক্ত বলতে পারব না।কারণ মহা মানব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব সম্পর্কে যে জঘন্য মন্তব্য করতে পারে তার নাম মুখে আনা পাপ। যুগাবতারের চরিত্র সম্পর্কে যে এই ধরনের কুরুচি কর মন্তব্য করতে পারে তার চরিত্র সহজেই অনুমান করা যায়। মহাকালজীর বক্তব্য এবং তথ্য যদি সঠিক হয় তবে ইস্কনের প্রতিষ্ঠাতা কৃষ্ণ নামে কলুষিত করেছে
মহারাজ সত্য কথা বলার জন্য আপনাকে শত প্রণাম 🙏🙏🙏🙏
এই প্রতিবাদের জন্য আমি একজন সাধারন
Sriramkrushna vkt হয়ে আপনাকে
বার বার প্রনাম জানাচ্ছি।
Bhakto kokhono sadharon hoi na bhai.
MAHAKAAL MAHARAJ akjon prakriti Manus premi sanyasi, tai ato boro satyi kotha gulo bolte pare
বাহ্ চমৎকার পোস্ট শেয়ার! তথ্যের ভিত্তিতে বোঝানোর জন্য নমষ্কার জানাই আপনাকে।
একদম ঠিক।ঐ পাদের কথা প্রতিবাদ করাই উচিৎ।
প্রভুপাদ এরকম কিছু বলেছেন কিনা জানা নেই। এরকম কিছু বলে থাকলে সেটা বলা উচিৎ হয় না। একজন ধর্মপ্রাণ মানুষ আরেকজন ধর্মপ্রাণ মানুষ সম্পর্কঐ এরকম মন্তব্য করা ভীষণ ভূল। মনে রাখা দরকার এ নিয়ে একই ধর্মের দুটো সংগঠণের মধ্যে বিরোধ কাম্য নয়।
অনেকে লড়াই চালিয়ে মজা দেখতে চান। সেটা আরো বেশি অন্যায়।
@@narayankar2284আপনার জানা নেই? কারণ এই ভিডিও দেখে কমেন্ট করছেন আর গন্ধ দাদুর বলা শিব শক্তি কে নিয়ে ভিডিও গুলো আপনি দেখেন নি বিশ্বাস ই করা যায়না।। শাকদিয়ে মাছ ঢেকে লাভ নেই।।। 😜
প্রণাম,, মহাকাল স্বামীজী মহারাজ।❤❤🌺🌺🌺🙏🙏🙏জয় মহাকাল। জয় মহাকালী। কালী ব্রহ্ম ,ভগবতী ।ইসকন সম্পর্কে আজকে সত্যিই প্রকৃত সত্য ঘটনা প্রকাশিত হলো। অপূর্ব ব্যাখ্যা। দারুণ প্রতিবাদী কন্ঠস্বর। জয় মহাকাল
জয় গুরু 🙏 জয় মহাকাল প্রণাম 🙏🙏🙏 এটা খুব বেদনা দায়ক কোন মহাসাধক এর বিষয়ে এ ধরনের বলা
আমরা তীব্র নিন্দা করী
অবিলম্বে ইস্কনকে ক্ষমা চেয়ে এগুলি ইন্টারনেট থেকে এগুলি ক্ষমা চেয়ে তুলে ফেলা দরকার ।ভগবান শ্রীকৃষ্ণকে এভাবে প্রতিষ্টা করা যায় না ।আজ শ্রীমহাকাল যেভাবে প্রতিবাদ করলেন সেই ভাবে আমাদের সকলকেও সেভাবে প্রতিবাদ করা দরকার । জয় ঠাকুর 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤ একদমই ঠিক কথা! সাহসী মূল্যবান বক্তব্য!
😭😭😭😭😭
জয় মহাকাল। আমরা সাধারণ মানুষ ভেদাভেদ, সংঘাত চাইনা। শ্রদ্ধাবান হতে চাই সকলের প্রতি।🎉🎉🎉 অভিনন্দন সঠিক উত্তর উপস্হাপনের জন্য। 🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
আপনার প্রতিবাদী কণ্ঠকে শ্রদ্ধা জানাই
আপনার আগের ভিডিও আমি দেখেছি, আজ আপনি আবার এটি প্রকাশ করলেন, ভালো লাগলো, সাবস্ক্রাইপ করলাম, আপনি আপনার নিজের উপলব্ধি দিয়ে প্রতিবাদ করছেন, ওদের মুখোশ খুলে দিন, আরো বেশি করে ভিডিও বানান, আর যারা বলছেন প্রতিবাদ চাই না, তাদের বলি কিছু করতে যেহেতু পারেন না, যিনি করছেন তাকে করতে দিন, প্রণাম মহাকাল, আপনাকে ধন্যবাদ
প্রভুপাদ জানতেন তিনি কয়েক জন্ম তপস্য করলেও তিনি রামকৃষ্ণদেব ও স্বামীজীর নখের যোগ্য হতে পারবেন না। হীনমন্যতায় থেকে এসব কথা বলেছেন।
Not call provupad.
Rightly said. Paad বহুৎ অন্যায় করেছেন। এর ক্ষমা নেই।
প্রণাম,,,মহাকাল স্বামীজী মহারাজ ৷ 🙏🙏🙏
খুবই গুরুত্বপূর্ণ প্রবচন উপস্থাপন করলেন ৷
শ্রদ্ধা জ্ঞাপন করি আপনার শ্রীচরণে ৷৷ 🙏🙏
খুব দুঃখজনক । ঠাকুর মায়ের সম্পর্কে এরকম শোনা পাপ ।ঠাকুর মা রক্ষা করো ক্ষমা করো সকলকে। যিনি এরূপ মন্তব্য করেছেন তিনি মহাপাতক। 😢😢😢😢😢😢
Bhando pravu pad k sone Orr kotha
এতদিন এই রকমের জঘন্য অপরাধের জানি নাই। আজ সত্য ও সুন্দরের পূজারী মহাকালজীর আলোচনা থেকে স্পষ্ঠতঃ বুঝতে পারলাম ইস্কন একটি শঠ সংগঠন।
কি মহাপাপের কথা!!
ঠাকুর ও মা তোমরা আমাদের রক্ষা করো পাপ থেকে।।
প্রণাম মহাকাল মহারাজ,
শ্রীগুরুদেবের সান্নিধ্য এবং মহারাজদের পরোক্ষ কিম্বা প্রত্যক্ষ সহযোগিতায় ও বিভিন্ন মুল্যবান ধর্মীয় গ্রন্থ পাঠ করে এই টুকু বুঝতে পারলাম,"আত্ম উপলব্ধি /আত্ম দর্শনই মূল", আর শ্রী শ্রী ঠাকুর, শ্রীমা এবং পরম পূজনীয় করুণাময় স্বামীজীর উপর যে বা যারাই ছড়ি ঘোরানোর চেষ্টা করছে, তারা লোক সমক্ষে দলতন্ত্র,অন্ধ গোঁড়ামি অজ্ঞানতাকে তুলে ধরেছে এবংক্ষুদ্র সঙ্কীর্ণতার বহিঃপ্রকাশ মাত্র করেছে। ঈশ্বরের দয়ায় একজন অতি সাধারণ মানুষ হয়ে এ টুকু বুঝতে পারছি ,শ্রী শ্রী ঠাকুরের কথিত এক একটি বাক্য অনুভব করতে হলে সত্য কি তা যথাযথ জ্ঞান অর্জন করতে হবে না হলে পাগলের প্রলাপ বকতে শুরু করে।
ইসকন মানে শুধু শ্রীকৃষ্ণ ও প্রভুপাদ ছাড়া আর কিছুই নেই,আর ওদের ধর্মীয় মূল্যবোধ খাদ্যের মধ্যে সীমাবদ্ধ,নেড়া নেড়ির বৃদ্ধি,বাহ্যিক আড়ম্বরপূর্ণ।
মহারাজ আমার শত কোটি প্রণাম আপনার স্পষ্ট ও প্রতিবাদী ভাষনের জন্য।❤❤
আমি যখন ইস্কন যাই ওখানে আমার খুব ভালো লাগে শান্তি পাই ওদের গীতা পাঠ নাচ গান কীর্তন যা আমাকে খুব আকর্ষন করে আবার বেলুর মঠ গেলেও ওখানে সন্ধ্যা আরতি খুবই এবং খন্ডন ভবন গানটা খুবই ভালো লাগে .... আর প্রভুপাদ কেও আমি অনেক শ্রদ্ধা করি ভক্তি করি .... আর রামকৃষ্ণ দেবকে আমি ফলো করি না কিন্তু ওনাকে একজন মায়ের সাধক হিসেবে আমি মনে প্রাণে শ্রদ্ধা করি
Joyguru. Many thanks for such courageous speech.
প্রতিবাদে মুখর হওয়া উচিত
Ei kotha guli onek agei sunechi r apnar kotha sune valo laglo
ইস্কন কোন ধর্মীয় প্রতিষ্ঠান নয়, ইস্কন হচ্ছে একটি ইনটারন্যাসানেল বিজনেস প্রতিষ্ঠান। তাছাড়া যারা নিজেরা চরিত্র হীন হয় তারা অন্যকেউ চরিত্র হিন ভাবে।
পূর্বেই এর প্রচন্ড প্রতিবাদ হওয়া উচিত ছিল। স্বামী জী একদম সত্য কথা দৃঢ় ভাবে বলেছেন । এখনও এর তীব্র প্রতিবাদ হওয়া উচিত।
Ha amio shunechi maharaj ji chelera bale buroraobale. Dukhhojanak kstha. Sundar alovchona ji🙏🙏🙏🙏
Mohakal ami pase achi apnar আওয়াজ তোলা হক
ইসকনের ভক্ত হয়ে ও বলব প্রভুপাদের এই ধরণের বক্তব্য আপত্তিজনক। কোনো মহাপুরুষ তো দূরের কথা অতি সাধারণ জীবেও নূন্যতম শ্রদ্ধা রাখাই প্রকৃত সাধুর স্বভাব।
কষ্ট পেলাম।
হে কৃষ্ণ হয়তো সবই তোমার ইচ্ছে।
'অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারনম'
😪🙏🙏
Amio iskon ke follow kori , ekhon ki korbo kichu bujte parchi na ,, aste aste iskcon theke mon venge jachhe 😢, ki korbo kichu bolun ?? 🙏🙏 Hare Krishna 🙏
@@Samarkrsna Apni apnar vokti kore jan. Apni to vogoban ar vokto.
প্রণাম মহাকাল। আপনি আজকে যে বিষয়ে কথা বললেন তা খুবুই বেদনাদায়ক । এই তথ্য গুলো নিয়ে আমি ওদের বলব (আমাদের এখানে যারা আছে) জবাব চাইবো। আপনি আমায় শক্তি দিন প্রভু।
Khub valo alocona khub valo laglo.amio apnar sathe ekmot
রামকৃষ্ণ মা শারদাও শামীবিবেকাননদের নামে এই অপপ্রচার সহঝ করবো না এর তীব্র প্রতিবাদ জানাই।জয় সনাতন কি জয়।
আগে জানতাম না। প্রভুপাদ মহাশয় এরকম কীভাবে বলতে পারেন? 😱😓😥😱😓😓
Provupad bole somondho korben na
Isckoner prothithata bolun . Provu onek boro kotha .
প্ৰণাম মহাকাল🙏🙏🙏
আমি ১০৮ স্বামী নিগমানন্দ পৰমহংস দেবেৰ দীক্ষিত। কিন্তু ৰামকৃষ্ণ দেবেৰ বিষয়ে যেসব কথা ইস্কন প্ৰতিষ্ঠাতা বলে গেছেন, সেগুলো শুনে সত্তি আমাৰ বুকে অনেক কষ্ট হচ্ছে। আমাৰ মনে হয় ৰামকৃষ্ণ প্ৰেমিৰা এই বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিৎ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, সত্য প্ৰকাশ কৰাৰ জন্য।
যদিও এগুলো কথা আমাৰ আগে জানা ছিলোনা, তবু কেনো যেনো ইস্কন ভক্তদেৰ কথা বাৰ্তা আমাৰ ভালো লাগতোনা, অদেৰ মধ্যে ভক্তিভাব টা আমি দেখতে পেতাম না। মনে হতো ওৰা যেনো কেমন অহংকাৰী। ওৰা সকল গুৰদেব কে ছোট বানিয়ে কথা বলে। একমাত্ৰ ইস্কনি নাকি সৰ্বশ্ৰেষ্ট বলে দাবি কৰে, আমি এটাকে মেনে নিতে পাৰিনা।
তাই আমি কয়েকজনকে বলেছি, ইস্কনে যাৰা যাবে, তাৰা কখনো ভক্ত হতে পাৰবেনা, এটা আমাৰ প্ৰানেৰ কথা। আজ আপনাৰ বক্তব্য শুনে অনেক শান্তি পেলাম। গুৰু কৃপাহি কেবলম। জয়গুৰু🙏
এবার নাম শুনলে আমার মনে আগে সন্দেহ হতো কিন্তূ আজ প্রমান হয়ে গেলো । প্রণাম মহাকাল 🙏🙏🙏🙏
প্রভুপাদের এধরনের উক্তি আমি আর কখনো শুনিনি। মানুষ জন ইস্কন সম্বন্ধে কথা বলে। যেমন, বিদেশী চর, ব্যবসা। তেমনটা আমি মনে করতামনা। আমার অনেক ভ্ক্তি ছিলো। অবাক লাগতো, শ্রীল প্রভুপাদ ছিয়াত্তর বছর বয়সে ইস্কনকে কোথায় পৌঁছে দিলেন। কতই দুঃসাধ্য কাজ তিনি করলেন। তাছাড়া কিছু কিছু ব্রামচারিদের বা অভ্যন্তরীণ সদস্যের দ্বারা অনৈতিক কাজের খবর পেতাম। মনে করতাম, তারাও রক্ত মাংস দেহধারি। কিছু পদস্খলন হতেই পারে। তাই বলে ইস্কনকে অন্যভাবে মনে করতামনা। কিন্তু, এই প্রতিবেদন প্রবচন শোনার পর সেই শ্রদ্ধায় আমার মনে ফাটল ধরতে শুরু করেছে। আমি ইস্কনের আজীবন সদস্য। ওখানে সপরিবারে অনেকবার গিয়েছি। থাকা এবং প্রসাদ পাওয়া যায় দুই বেলা তিনদিন। তিনদিনে তিনশ টাকা ঝাড় পোচের খরচ। কিন্তু মাস কয়েক আগে একটা মেইলে ম্যাসেজে জানানো হলো, ওই খরচটা বৃদ্ধি পেয়ে প্রতিদিন পাঁচশ টাকা হয়েছে। অর্থাৎ ৫০০% বৃদ্ধি। মানতে পারলামনা বিধায় আপত্তি জানিয়ে চিঠি করলাম। আমাকে জানানো হলো, উপযুক্ত কতৃপক্ষের কাছে আমার মেইল ফরোয়ার্ড করা হয়েছে। আমার ধারণা, ওরা লাইফ মেম্বারদের ছাঁটাই করার উপায় খুঁজছে। স্বামীজীকে অনুরোধ করছি, তিনি বা অন্য কোনো পাঠক অনুগ্রহ করে প্রভু পাদের ওই আপত্তিকর কথা গুলির সূত্র আমাকে বলে দেন। আমি নিজেও একটু পরে দেখতে চাই। এধরনের কথা ঠিক কাজ নয়।
ai jamanay khuje debar dorkar pore ki ..... chagol gulor kirti
সত্য কে সামনে রেখে বলার জন্য আপনাকে আমার শতকোটি প্রানাম জানাই 🙏🙏🙏🙏🙏
আপনার প্রতিটি কথা ভালো লেগেছে। কারন গিবত করা প্রস্ংগ কথা বলেছেন। কেন মানুষ মানুষের ব্যাক্তিগত দোষ ত্রুটির কথা বলেন, এটা কোন ধর্মের জন্যই সঠিক নয়। আমার মনের কতা বললাম।
Thank you Mahakal Maharaj for bringing this up. Ami onek din age eta jante pere obak hoychilam.
এ তো মারাত্মক ভিডিও ! তাহলে স্বামী প্রভুপাদের রামকৃষ্ণ দর্শন এত বীভৎস , এত কদর্য ! হে ঈশ্বর , তুমি সত্যকে প্রতিষ্ঠিত কর ।
প্রণাম মহারাজ🙏 ভাল থাকবেন শরীরের খেয়াল রনখবেন,বাস্তব কে তুলে ধরার জন্য অনেন অনেক ধন্যবাদ।
সঠিক জবাব দেওয়ার জন্য অনেক ধন্যবাদ,🙏🙏🙏চরণে
বর্তমান সময়ে আপনাকে খুব প্রয়োজন।
আপনাকে প্রণাম জানাই গুরুজী
ঠিক বলেছেন
আজ আমি কিছুখনের জন্য stop হয়ে গেছি।প্রনাম মহাকাল 🎉🎉।
জয় শ্রী রামকৃষ্ণ জয় মা দুর্গা জয় মা সারদা জয় স্বামী বিবেকানন্দ ❤
আপনার মত অসাধারণ। কিন্তু আমার কথা হল এগুলো নেট থেকে বন্ধ করা উচিত। হরেকৃষ্ণ।
Very shameful verbal act by the supremo of ISKCON...highly condemned
অসাধারণ বক্তব্য। সত্যিই এই বক্তৃতার সার আছে।ঠাকুর রামকৃষ্ণ, বিবেকানন্দ ও সারদা মার সমালোচনা শুনতে আগ্রহী নয়।
Darun khub sundor vabe reality ta janlam... Jantam ektu ektu.. Kintu ajke anekta janlam
প্রভূ আপনার কথা শুনে অবাক হয়ে যাচ্ছি। এই ধরনের মন্তব্য ইসকনের জন্য খুবই ক্ষ্তিকর হবে। কারন সমগ্র সনাতন ধর্মের অনুসারী যারা তাদের কাছে ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব এবং স্বামী বিবেক আনন্দ আদর্শ।
আজ মানুষ সত্যিই ধর্মবিষয়ক খুবই বিভ্রান্ত! যে মানুষের মুক্তি কাকে ডাকলে হবে! কৃষ্ণ শিব কালী লোকনাথ বাবা! কিন্তু স্বামী বিবেকান বলেছেন, প্রত্যেক মানুষের একজন আরাধ্য দেবতা প্রয়োজন! যেমন আমার লোকনাথ বাবা! কিন্তু তাই বলে অন্য দেব দেবী কে অসম্মান করা একদম ঠিক না! কিন্তু আমাদের একমাত্র মুক্তিদাতা কৃষ্ণ!
শ্রী কৃষ্ণ বলে কিছু আছে
ঈশ্বর এক। কালি কৃষ্ণ অভেদ। যতক্ষণ কামনা যুক্ত হয়ে ডাকা হবে তখন সে দেবতা যখন তাকে পাওয়ার জন্য ডাকা হবে তখন সে কৃষ্ণ বা পরমেশ্বর। এটাই গীতার বাণী
Apnar aradhya Loknath baba ar Krishna chhara mukti nei mone koren. Apni satyi khubei bivranta.
কেনো কালী বা শিব নয় কেন ? আপনি কি কালী বা শিবের সাথে কথা বলে নিয়েছেন যে তারা মুক্তি দিতে পারবেনা ? Minimum একটু পড়াশুনা করুন । জয় মহাকাল
যে ব্যক্তি ঠাকুরকে নিয়ে এইসব কু কথা বলে তিনি ঠাকুর ও swamiji মতো বিখ্যাত হতে পারেনি বলে মনে জ্বালানি ধরেছে ও তার জন্ম পশুর dwara তাই এই পশুর মন ভাব এত ছোট ও নীচ তার নিজের জীবনের এইসব করেছে তাই তো এক দিকে মালা ও তিলক দেয় ও অন্য দিকে নারী সঙ্গ করে করে বাচ্চা উৎপাদন করে
আপনার সঙ্গে আমরা একমত ।
JOYGURU,Mohakal Moharaj jee ki Joy hoo.👏🌹👏. JOYGURU
U r 100 % right. Ramkrisna math mission swamijis , disciples and others who recite and cite kathamrita should shink ink meanness . Only reciting day and night and fed by the grace of Thakur, Swamiji ,Ma are nothing but opportunity seekers. I hate and discard Iskonian philosophy with and it's self proclaimed exponent. The aura of Swamiji ,the fluorescent divine glow of Vivekananda's eyes speaks what height he attained , Those who remain silent can't be worthy of a follower of Ma, Thakur and Swamiji Thanks and pronam.
আমি ইসকনের প্রতিষ্ঠাতার প্রতি শুধু একটা শব্দই উচ্চারণ করতে পারি--ছিঃ। ওনার নিজেকে ঈশ্বরের ভক্ত বলার কোনো অধিকারই নেই। ঠাকুর ও মা কি ও কে, এটা বোঝা প্রভুপাদের একজন্মে সম্ভব নয়।
প্রণাম আমার ঠাকুরকে মাকে ও আপনাকে মহারাজ 🙏🏾🙏🏾🙏🏾
আপনার উপস্থাপনা খুবই সুন্দর এবং যথার্থই 🌺🙏🌺
Sune.mone.hochchhe.prabhupad..ei.dharoner.kotha.bole.Thakur.Maa.Swamiji.ke.apoman.korar.sahosh.holo.ki.kore?.chhi.
কোন প্রভুপাদ, কোন পরমহংসদেব কি করলো তা নিয়ে যদি জলঘোলার দরকারও নেই, ইচ্ছাও নেই।
আমি সনাতনী,আমি মহাদেব, রাম,নারায়ন, কালি, শ্রীকৃষ্ণ এরা একই শক্তি বলে তাদের মানি!
শ্রীকান্ত আমার প্রাণদেবতা❤❤❤
কারো বাবাকে কেউ নিন্দা করলে চুপ করে থাকতে হয় না। প্রতিবাদ করা প্রয়োজন।
অবশ্যই আমাদের প্রতিবাদ করতে হবে আমি বহু পাঠকের পাঠ শুনি বেশিরভাগই নন বেঙ্গলি এমন কোন পাঠক পাইনি যিনি রামকৃষ্ণ বিবেকানন্দের এক্সাম্পেল দেন না গর্বে বুকটা ভরে যায় পুরীর পিঠার ঈশ্বর প্রভুপাদ সম্পর্কে কি বলেছেন সবাই জেনে নেবেন অনুরোধ
এগুলো আমরা কোনমতেই চাই না চাই না চাই না।
নিজেদের ভেতর ক্লাস নয় সমাধান করুন সমাধানের পথ বলে দেন।
সমাধান সমাধান সমাধান, সমাধান করুন প্লিজ সমাধান। এগুলো অনেক বছর
অনেক হয়েছে...
বাংলাদেশ হতে বলছি এগুলোর জন্য আজ আমরাই বেশি সাফার করছি, আজও।
একি শুনছি। আপনাকে ধন্যবাদ। আমি তো আর ইসকনের কোনও স্থানে যাবো না ।
এইটা শুনে খুব অবাক হলাম। খুব দূঃখ পেলাম।এই বিরোধ হিন্দু ধর্মের প্রচারে ক্ষতি হবে। হায় ঈশ্বর সবাই কে সুমতি দিন।
hare krishna🙏 sob kolir povabe povabito😢
বাহ্ সঠিক তথ্য দিয়ে সহায়তা করেন আপনি তাই আপনাকে ধন্যবাদ জানাই আন্তরিকভাবে।
দয়া করে আপনারা সবাই ও মহাকাল মহারাজ রামকৃষ্ণ মিশনের সাধুদের সাথে এই কথোপকথন ভিডিও টি শেয়ার করুন আশা করি উনারা কিছু করবেন আমরা কি করতে পারি বলুন আজ মন ঘারাপ চোখে জল কালী পূজার দিন এসব শুনলে এর চেয়ে ভালো আমি আসতাম ই না এসবে ছি ছি কি সব ছাই পাস কুকথা শুনলাম দয়া করে কিছু করুন আপনারা atleast রামকৃষ্ণ মিশনের কোকো সাধু ব্রাম্ভ্চারি দের সাথে এটি শেয়ার করুন আমরা ঠাকুরের সন্তান কিছু তো একটা করতে হবে এসব শুনে কী করে চুপ করে থাকি আমি তো বোধ হয় এবার পাগল হয়ে যাব আর মাথা ঠিক থাকবে না
এনার কথার ভিতরে ভুল কিছু লক্ষ করলামনা। তবে প্রশ্ন একটা থেকে যায় কেন রামকৃষ্ণ মঠ ও মিশন কেন প্রভুপাদের এইসব মন্তব্যের বিরুদ্ধে মামলা করতে পারলনা।
আমিও এই কথা জানতে চাই। কেন মামলা করলেন না ? উনারা কি প্রভুপাদ এর লেকচার টা শোনেন নি ?
একদম ঠিক বলেছেন । এর তীব্র প্রতিবাদ হওয়া উচিত । জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবায় নমঃ 🙏🙏🙏 জয় মা সারদা 🙏🙏🙏 জয় স্বামীজি 🙏🙏🙏 জয় শ্রী গুরু মহারাজ 🙏🙏🙏
আপনার সুস্পষ্ট বক্তব্যের জন্য আপনাকে স্যলুট জানাই।
আমরা সনাতনীরা কেন শতশত বছর পরাধীন ছিলাম তার কারন প্রত্যক্ষ করলাম ।
Bijoy krishna das... আসা করি কেন .... বুঝেছেন।।পরাধীন ছিলাম নয় এখনো আছি।।। এই অভয় দাদুর মত conman দের জন্য।।। যারা সত্য থেকে আমাদের দূরে রাখে।। ব্যাবসার জন্য।।
❤ খুবই ভালো লাগলো আপনার বক্তব্য আমি আপনার সাথে সহমত
পুরীদাস-গোস্বামী গৌড়ীয়সম্প্রদায়ের বহু গ্রন্থ-উদ্ধার করিয়া বহু উপকার করেছেন , কিন্তু তাঁর নামেও বহু অপকথা বলেছেন প্রভুপাদ ।
অনেক অনেক ধন্যবাদ। আপনি সত্য উত্ঘটনা করুন। সকলেই জানতে চাই।
জয় গুরু l অমি প্রভুপাদকে খুবই শ্রদ্ধা করতাম ও প্রনাম করতাম। আজ থেকে তিনি আমার মন থেকে উঠে গেলেন।
Pranam janai apnake ,Ato baro jaghanya khabar jana chilo na. Jante pere apna k Anek anek dhanyabad. Tabe ai dharaner jaghanya mantabyer pritibad haya darkar.Jini prakito dharmik tini ai dharaner mantabya karen na.
So true🙏🙏🙏
একেবারে আদি ও অকৃত্তিম সনাতন ধর্মীয় ব্যক্তিত্ব হিসাবে বর্তমান সময়ের অন্যতম এক সংগঠনের বিরুদ্ধে লেগেছেন। সাধুবাদ জানাই। এটাই হিন্দু সংস্কৃতি।
Ekdom thik 🙏🙏🙏🌺
আজ এ সি র প্রতি সমস্ত শ্রদ্ধা চলে গেলো জানতামনা তিনি এমন জঘন্য শব্দ ব্যবহার করেছিলেন আমাদের ঠাকুর রামকৃষ্ণের সারদা মায়ের প্রতি এগুলো শুনা ও পাপ
আপনাকে অসংখ্য ধন্যবাদ এই কথাগুলো বলার জন্য। রামকৃষ্ণ মিশন কিছু বলবে না।অত্যন্ত জঘন্য শব্দাবলী প্রয়ওগ করেছেন।
নেট থেকে একেবারেই তুলে দেওয়া উচিত! জয় মহাকাল বাবা!
ওনি বেনের বংশে জন্ম হয়েছিল। তাই এমন কথা বলেছিল।
আপনার আলোচনা খুব ভালো লাগলো ধন্যবাদ জানাই আপনাকে
রাধে রাধে 🙏🏻🙏🏻🙏🏻 হে গোবিন্দ তুমি আমাদের জ্ঞানের আলো দান কর।
Ramkrishna Mission Sadhus becoming spineless with passage of time.
RKM এর সাধুরা কেন প্রতিবাদ করলেন না কিছুতেই মাথায় ঢুকছে না। ওদের তো একটা Public Relations Cell নিশ্চয় থাকবে যারা এসব case deal করবে । এটাও ভীষন অন্যায় হচ্ছে। গুরু নিন্দা শোনাও মহাপাপ।
ধন্যবাদ গুরুজি আমি বাংলাদেশ থেকে দেখছি 🇧🇩❤️🕉️🙏
অভয়চরন দে এত বড় বদমাইশ জানতামনাস!!!
🙏❤ HariAumNamoNarayan ❤ apni ekdom sothik kotha bollen apnake anek anek dhonyobad, mayapurer sthanioder mukhe amio anek kichu sunechi, apni ekdom thik bolechen.onek ojana kotha janlam.jai ShreeShreeThakurRamkrishna jai shreeMahakal ❤️ ..
প্রভুপাদ মোটেই তপস্যার ত ও করেনি
Very very good Discussion Thank you sir.
জয় ঠাকুর, জয় মা,জয় স্বামীজী মহারাজ।
🙏🙏🙏🙏🌼🌼🌼🌼জয় মহাকাল প্রণাম।