৪ বছর ধরে বাবার হাতে ধর্ষণ! বিয়ের পরও মেলেনি মুক্তি! | Rape Case | Jamuna TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 พ.ย. 2022
  • ধর্ষণের অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন চাঁপাইনবাবগঞ্জের এক তরুণী। আসামী করেছেন মাকেও। রাজধানীর ওয়ারী থানায় এই মামলা করেন ভুক্তভোগী। বৃহস্পতিবার এ মামলায় আগাম জামিন নিতে উচ্চ আদালতে গেলে আদালত বাবাকে চারদিনের মধ্যে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পনের নির্দেশ দেন।
    ৪ বছর ধরে বাবার হাতে ধর্ষণ! বিয়ের পরও মেলেনি মুক্তি! | Rape Case | Jamuna TV
    - Subscribe to our channel: / jamunatvbd
    - Follow us on Twitter: / jamunatv
    - Find us on Facebook:
    - Check our website: www.jamuna.tv
    #JamunaTelevision #JTV #যমুনাটিভি

ความคิดเห็น • 2.6K

  • @mdmirajkhan
    @mdmirajkhan ปีที่แล้ว +866

    এ লজ্জা যেন পৃথিবীর সকল বাবার। 😢

    • @user-bi9kq2rv9e
      @user-bi9kq2rv9e ปีที่แล้ว +18

      সারা পৃথিবীর না শুধু তোগো বাংলাদেশেই এসব হয়

    • @user-dv4vu7in7t
      @user-dv4vu7in7t ปีที่แล้ว +2

      R8

    • @user-lx4ps8nq1g
      @user-lx4ps8nq1g ปีที่แล้ว +5

      @@user-bi9kq2rv9e আমার নাম টা একটু ভালো করে দেক

    • @user-bi9kq2rv9e
      @user-bi9kq2rv9e ปีที่แล้ว +1

      @@user-lx4ps8nq1g
      তোর মাকে তুই করিস ,, আমাকে দে আমিও তোর মাকে করবো 😁

    • @user-lx4ps8nq1g
      @user-lx4ps8nq1g ปีที่แล้ว

      @@user-bi9kq2rv9e তুই এত বোকা চোদা যে তুই ভারত মাকে পোন মারাবি😆😆💦🇮🇳

  • @selinaakter2535
    @selinaakter2535 ปีที่แล้ว +222

    এই সব কথা শুনার জন্য কোন ‍দিনই প্রস্তুত ছিলাম না ,আল্লাহ কোন জামানায় আমাদের পাঠালে তুমি ,আমাদের হেফাজত করো .

    • @bramotech
      @bramotech ปีที่แล้ว +3

      মেয়ে হয়তো পালিঐ বিয়ে করেছে। বাবা-মা মেনে নেয়নি। তাই ফাঁসানোর জন্য এমন সাজানো নাটক। বর্তমানে অধিকাংশ ছেলে মেয়ে পিতা-মাতার অবাধ্য।

    • @gayrubel4344
      @gayrubel4344 8 หลายเดือนก่อน

      মেই*য়ের উপর.।। মুফা ক্কাতা করতে পারে ..।। এটাই ইস এর সন্দরজ।

    • @user-gk4sf6uo7u
      @user-gk4sf6uo7u 7 หลายเดือนก่อน

      আপনার খুব ভালো লাগে আপনি কি বিয়ে করছেন না কি সাহেব

  • @abbashar810
    @abbashar810 ปีที่แล้ว +149

    😢😥😢ধিক্কার জানাই এমন বাবার জন্য। ঘটনা সত্য হলে এমন বাবাকে প্রকাশ্যে ফাসি দেওয়া উচিত 😥😥

  • @narayansarker397
    @narayansarker397 ปีที่แล้ว +39

    আদালতে প্রমাণ না হলে, মেয়েকে চরম শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

  • @skymedia8866
    @skymedia8866 ปีที่แล้ว +418

    জনগনের সামনে ফাসি দেওয়া হোক ঘটনা যদি সত্যি হয়

    • @mdrubelhasan2164
      @mdrubelhasan2164 ปีที่แล้ว +1

      রাইট

    • @akkasali9784
      @akkasali9784 ปีที่แล้ว +1

      একমত

    • @nurtalicomcomputer7009
      @nurtalicomcomputer7009 ปีที่แล้ว +9

      এমনও তো হতে পারে যে মেয়ে জমি আত্মসাধার জন্য বাবাকে হ্যারেজমেন্ট করছে। সঠিক একমত সহমত এসব বলার তো কারণ দেখছি না। হ্যাঁ সে যদি করে থাকে তাহলে সেটা জঘন্য অন্যায়। জেনে বুঝে তার পরে কমেন্ট করতে হয় না হলে গুনাহের শামিল হতে হবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন।

    • @gayrubel4344
      @gayrubel4344 ปีที่แล้ว +1

      টাইটেল দেখেই বুঝছি কোন ধর্মের লোক এ কাজ হতে পারে।

    • @user-bi9kq2rv9e
      @user-bi9kq2rv9e ปีที่แล้ว

      তাহলে তো তোদের দেশের সব পুরুষের ফাঁসি হইয়া যাবে 😁

  • @ratonsiddiky1984
    @ratonsiddiky1984 ปีที่แล้ว +746

    কিছু বলার ভাষা নেই তবে ভালো করে তদন্ত করা উচিৎ। অনেক ঘটনায় দেখি যা পরে মিথ্যা প্রমানিত হয়। বর্তমানে অনেক ছেলে মেয়েরাই বাবা মায়ের অবাধ্য হয়ে নানা ধরনের অভিযোগ করে আসছে স্বার্থ হাসিল করার জন্য। আল্লাহ পাক ভালো যানেন আসল ঘটনা কি😭

    • @anonymoussoul3343
      @anonymoussoul3343 ปีที่แล้ว +35

      এই মেয়ের বিয়ে হয়ে গেছে, সে আবার অবাধ্য কি হবে? আপনারা ভিক্টিম ব্লেমিং না করে থাকতে পারেন না। রাস্তায় লাশ পরে থাকলে তাকে নিজের অবস্থার জন্য দায়ী করে সাহায্য করবেন না।

    • @selimrezaselim2388
      @selimrezaselim2388 ปีที่แล้ว +1

      Yes

    • @ratonsiddiky1984
      @ratonsiddiky1984 ปีที่แล้ว +58

      @@anonymoussoul3343 আমি তো এখানে মেয়েটিকে সরাসরি দায়ী করিনি আপনার বুঝতে হয়তো একটু ভুল হয়েছে। হতেও তো পারে যে স্বামীর কথায় এ কাছ করছে... আর নাহলে এত বছর এই অভিযোগ কোথায় ছিল? বিয়ে হলো মাত্র কিছু দিন তার মধ্যেই এই ঘটনা প্রকাশ পেল। কিছু সমস্যা তো থাকতেই পারে...

    • @anonymoussoul3343
      @anonymoussoul3343 ปีที่แล้ว

      @@ratonsiddiky1984 তো সমস্যা থাকলে বিচার চান, তদন্তের দাবী করেন। আগেই দোষী সাব্যস্ত করে তাকে গালমন্দ করছেন কেন? এটাই তো ভিক্টিম ব্লেমিং। আপনি নিজেও জানেন না কে দোষী, অথচ মেয়েটার দিকেই আঙুল তুললেন। এরকম ঘটনা তো নতুন না। আরব দেশে পশুকেও ছাড়ে না।

    • @m.rahman2738
      @m.rahman2738 ปีที่แล้ว +1

      @@ratonsiddiky1984 উনি সব জান্তা

  • @abuahmed1674
    @abuahmed1674 ปีที่แล้ว +11

    ছিঃ ছিঃ ছিঃ এমন মা। বাবার ফাঁসি দেওয়া হোক দাবি করছি।

  • @abdulmannan8463
    @abdulmannan8463 ปีที่แล้ว +22

    চার বছর ধরে যদি এগুলো ঘটে থাকে তাহলে এতদিন কেন কথা বলনি আমার মনে হয় কোন চক্রান্ত হচ্ছে।।৷ আর যদি সত্যি সত্যি এমন হয়ে থাকে ওই লোকের দৃষ্টান্ত মূলক শাস্তি হওয়া উচিত।।। তবে চার বছর ধরে এটা করে থাকলে এতদিন কেন মুখ খোলেনি৷। আমার মতে ওই মেয়েটাও অনেক খারাপ হয়ে থাকতে পারে

    • @rahulmolla9684
      @rahulmolla9684 5 หลายเดือนก่อน

      Kichu holei meye ta k khrp bole dilen....chele r dos ts hojom korte prchen na tai to

  • @mdnazimulislamnazim8107
    @mdnazimulislamnazim8107 ปีที่แล้ว +452

    এই ঘটনার সত্যতা সঠিক ভাবে যাচাই করা হোক, আগেই কাউকে বিশশাস অবিশশা করার কোন দরকার নাই

    • @selimrezaselim2388
      @selimrezaselim2388 ปีที่แล้ว +2

      Yes

    • @shiponahmed8345
      @shiponahmed8345 ปีที่แล้ว +22

      এই মেয়ের কথা কিছুটা সন্দেহ জনক মনে হচ্ছে

    • @mariiiax
      @mariiiax ปีที่แล้ว +3

      @@shiponahmed8345 Amaro na shondeho hosse. Meye ta jodi shottie bole tahole kotha bedhe bedhe jasse kn? Amar mone hosse meyeta mone mone kahini banassilo tai kotha bedhe bedhe jasse.

    • @Jawher00
      @Jawher00 ปีที่แล้ว

      মেয়েরা এমন জাতি, সৃষ্টিকর্তা তাদের এমনভাবে সৃষ্টি করেছেন যে কোন পুরুষ যদি নোংরা দৃষ্টি নিয়ে তাকায় সেটা সে বুঝতে পারে! আর টাচ করাওটা বুঝে! মেয়ে যদি অপছন্দ করে তাহলে বাবার উচিত ছিল সেটা না করা আর মেয়েরা বড় হলে শারীরিক টাচ থেকে যে কারোর উচিত দূরে থাকা হোক সে বাবা, চাচা,মামা,ভাই.!! মেয়েরা নোংরা টাচও বুঝতে পারে!! বাবা হলেই কি মেয়ের সাথে এমন ঢং করা কি ঠিক! মিথ্যা বিনাশ হবারই!

    • @shams4672
      @shams4672 ปีที่แล้ว +3

      একমত।

  • @shojibhasan7830
    @shojibhasan7830 ปีที่แล้ว +350

    নাউজুবিল্লাহ😤😤🤮🤮🤮 আল্লাহ সবাই কে হেফাজত করুন আমিন। কিয়ামতের আলামত

    • @supttodattosupttodatto6899
      @supttodattosupttodatto6899 ปีที่แล้ว

      এরাই হল শান্তির ধর্মের মানুষ । এদের মাথায় টুপি মুখে দাড়ি । এরা মরলেও নাকি ৭২ টা হুর পরি আর মদের নদী পাবে । চিন্তা করেন কি আবাল জাতি এখনো রয়েছে

    • @MDALOM-ss2hs
      @MDALOM-ss2hs ปีที่แล้ว +10

      কি দেখার বাকি আছে পৃথিবীতে,,,
      কিছু বলার ভাষা নেই🥺🥺😭

    • @hozrotali1393
      @hozrotali1393 ปีที่แล้ว

      হারামির বাচচা শুয়োরের বাচ্চা কে জীবন্ত কবর দেওয়া উচিত

    • @shihabshihab1460
      @shihabshihab1460 ปีที่แล้ว

      নাউজুবিল্লা চোদাইছেন,,,আজকালের মেয়েরা ৯৯ টাই বে,,,,,া

    • @flatspin5382
      @flatspin5382 ปีที่แล้ว

      বম্বা নিজের আপন মেয়েকে চুদার কাহিনী, নাউজুবিল্লাহ th-cam.com/video/79Hxvj63v3I/w-d-xo.html

  • @mimiislammim
    @mimiislammim ปีที่แล้ว +19

    এমন বাবা যেনো কারোর জীবনে না আসে 😥💔

  • @mdharez1466
    @mdharez1466 ปีที่แล้ว +22

    এ লজ্জা সকল বাবাদের আসে 🙆‍♀️সঠিক ভাবে তদন্ত করে বিচার করা হোক

  • @shopno2023
    @shopno2023 ปีที่แล้ว +227

    বাবা ও মা সবার জবানবন্দি নেয়ার আহবান জানাচ্ছি..সত্যি টা হয়তো চাপা পরে আছে
    কারন একটা জন্মদাতা কখনো এমন কাজ করতে পারে না, আর যদি এই ঘটনা সত্যি হয় আমরা তার ফাসি চাই 🙏🙏

    • @biddutchow1450
      @biddutchow1450 ปีที่แล้ว +4

      Ekany mony hoccy kotao ekta somossya acy.

    • @biddutchow1450
      @biddutchow1450 ปีที่แล้ว

      Eta tho nijer baba meyer moddy somporkko ta hoina.tai mony hoccy kono sotti lukano hoty pary.

    • @isratjahanprity66
      @isratjahanprity66 ปีที่แล้ว +4

      Kichu manush ace amon..tara ki kore nijera Jane na

    • @safkatshoummo7074
      @safkatshoummo7074 ปีที่แล้ว

      @@isratjahanprity66 আমারা মুসলিম বলে পরিচয় দেই কিভাবে। আমরা শয়তান ছাড়া আর কিছু না।

    • @MdRaihan-xy9gv
      @MdRaihan-xy9gv ปีที่แล้ว +5

      অনেকে করতে পারে

  • @mdarif-ne2ue
    @mdarif-ne2ue ปีที่แล้ว +101

    হে আল্লাহ সবাইকে হেফাজত করুন আমিন 😥😥🤲🤲

  • @farukbhuiyan1818
    @farukbhuiyan1818 ปีที่แล้ว +6

    কিছু বলার ভাষা হারিয়ে ফেললাম। আর কারো জীবনে যেনো এমন বাবা না আসে।

  • @anowarhushain6068
    @anowarhushain6068 ปีที่แล้ว +10

    নাউজুবিল্লাহ। কি বলবো ভাষা নাই বলার। আমি নির্বাক। আল্লাহ তুমি সকলকে সঠিকভাবে বুঝার তৌফিক দান করো। সকলকে হেদায়েত করো। এরকম জঘন্যতম আপরাধ আর জেন কেউ না করে।

  • @saifulislam4824
    @saifulislam4824 ปีที่แล้ว +375

    কিয়ামতের সময় অতি নিকটে এ কেমন মন মানুসিকতা

    • @anonymoussoul3343
      @anonymoussoul3343 ปีที่แล้ว

      এসব চুলের আলাপ বাদ দেন। ১৪০০ বছর আগে থেকে এসব বলে আসছে। এগুলো বলে এসব জানোয়ারদের হালকা করবেন না, এদের শাস্তি হওয়া জরুরি।

    • @saifulislam4824
      @saifulislam4824 ปีที่แล้ว +1

      @@anonymoussoul3343 কিরে ভাই তরে কি কইছি আমার সব কমেন্ট এ রিপ্লাই দিতি যেখানে কমেন্ট করি তর জালায় জীবন তেনা আমার

    • @gayrubel4344
      @gayrubel4344 ปีที่แล้ว +2

      এক ধর্মে আছে মেয়ের উড়াতে বাবা ঘশাইতে পারে...। 😂

    • @user-lx4ps8nq1g
      @user-lx4ps8nq1g ปีที่แล้ว

      @@gayrubel4344 মনে হয় তোর ধর্মমে

    • @Arju-.
      @Arju-. ปีที่แล้ว

      🍌

  • @mdashraful5631
    @mdashraful5631 ปีที่แล้ว +86

    বাবা যদি অপরাধী হয় তার প্রকাশে ফাঁসি হওয়া দরকার এমনও হতে পারে ওই মেয়েটা মিথ্যা কথা বলতেছে যদি মেয়েটা মিথ্যা কথা বলে তবে তারও ফাঁসি হওয়া প্রয়োজন

    • @mdrojobali1227
      @mdrojobali1227 ปีที่แล้ว +1

      ঠিক ভাই আমারো এমন মনে হচ্ছে, কারন জায়গা জমি নিয়েউ এমন টা হতে পারে।যে মেয়েই মিথ্যা বলছে

    • @tsteach2019
      @tsteach2019 ปีที่แล้ว

      ঠিক বলছেন

  • @masoodkhan3150
    @masoodkhan3150 ปีที่แล้ว +10

    সবার আগে আইনজীবীদের ফাসি দেওয়া হোক 😡🤬🤬 যারা আসামি অপরাধ করছে জেনেও আসামি কে জামিন দিয়ে মুক্ত করে দেওয়া চেষ্টা করে থাকে

  • @rubelyoutubetv
    @rubelyoutubetv 5 หลายเดือนก่อน +2

    জানিনা কতটুকু সত্যি
    আল্লাহ যেনো সঠিক সত্যিটা মানুষের কাছে
    প্রকাশ পায়

  • @mdarifrahman4461
    @mdarifrahman4461 ปีที่แล้ว +170

    আল্লাহ তুমি আমাদের সবাইকে হেয়াদত দান করুন আমিন।

  • @ahmmedshishir7842
    @ahmmedshishir7842 ปีที่แล้ว +74

    নিবির তদন্ত করা হোক যাতে কোন নিরপরাধ ব্যাক্তি শাস্তি ভোগ না করে এবং প্রকৃত অপরাধি যেন সর্বোচ্চ সাজা পায়

    • @ahmedmohammad3551
      @ahmedmohammad3551 ปีที่แล้ว

      আওয়ামী লীগের টিভি চেনেল আর হিন্দু সাংবাদিকরা এসব মিথ্যা চড়াচ্ছে। বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র। কোন মুসলমান কোনদিন তার মেয়েকে স্পর্শ করতে পারেন। এসব হিন্দুদের ষড়যন্ত্র আর অপপ্রচার। মামুনুল হকের মতো এই দ্বীনদার লোককে ফাসানো হচ্ছে। নারায়ে তাকবির আল্লাহ আকবর।

  • @shamimskr3944
    @shamimskr3944 4 วันที่ผ่านมา +1

    কি বলবো মুখের ভাষা হারিয়ে ফেলেছি। আল্লাহ সবাই কে হেফাজত করো আমিন।

  • @faisaljamil6480
    @faisaljamil6480 ปีที่แล้ว +4

    কিছু বলার ভাষা নেই। এমন বাবা যেন কারো জীবনে না আসুন।

  • @user-dv4vu7in7t
    @user-dv4vu7in7t ปีที่แล้ว +83

    এই বিচার যখন হাশরের ময়দানে আল্লাহ করবেন। তখন আল্লাহ কতই না রাগান্বিত থাকবেন।

    • @Humayraanjum.
      @Humayraanjum. ปีที่แล้ว

      😭

    • @mdrajiv9403
      @mdrajiv9403 ปีที่แล้ว +2

      কাল্পনিক কতা

    • @shomonahmed9160
      @shomonahmed9160 4 หลายเดือนก่อน

      এসব আল্লাহর ইচ্ছায় ঘটছে

    • @mhamadimran7625
      @mhamadimran7625 9 วันที่ผ่านมา

      Srosta kono paper jonno daye na. Apne nastig geri bad dan.

  • @mdali6893
    @mdali6893 ปีที่แล้ว +50

    নাউজুবিল্লাহ আল্লাহ তুমি আমাদের কে হেফাজত করুন।

  • @eqbalhasan7007
    @eqbalhasan7007 5 หลายเดือนก่อน +2

    আল্লাহ অবশ্যই এদের উত্তম বিচার করবেন 🥲🥲

  • @tushardharagardencity2279
    @tushardharagardencity2279 7 หลายเดือนก่อน +5

    বিষয়টি সঠিকভাবে তদন্ত না হওয়া পর্যন্ত কোন প্রকার বিশ্বাস হচ্ছে না। আল্লাহ আমাদের সকলকে গুনাহ হইতে বাচিয়ে রাখুন।

  • @MojiburRahmanh
    @MojiburRahmanh ปีที่แล้ว +14

    এইগুলো সাজানো নাটক, কিসের কারণে এমন ঘটনা ঘটেছে তদন্ত করা উচিত

  • @somantabhowmik5609
    @somantabhowmik5609 ปีที่แล้ว +67

    ছিঃ,,সৃষ্টির সেরা জীব মানুষ এত নিচে নামতে পারে,😔, ধিক্কার জানাই এ সমস্ত বাবাদের।

    • @md_fahim700
      @md_fahim700 ปีที่แล้ว +1

      একটা মেয়ের কথা এক কথায় এভাবে বিশ্বাস করে না ঠিক না ।

    • @arjundevroy1893
      @arjundevroy1893 ปีที่แล้ว +1

      আপনি ও কিন্তু সেই সেরা জীব কথা মাথায় রাখবেন। আপনি এর চেয়েও নিচে যেন না নামেন।😂

    • @anonymoussoul3343
      @anonymoussoul3343 ปีที่แล้ว +2

      সৃষ্টির সেরা জীব মানুষ এটা মানুষ ছাড়া আর কেউ বলে? নিজের ঢোল নিজে পিটায়।

    • @brbmotostrading1179
      @brbmotostrading1179 ปีที่แล้ว

      @@anonymoussoul3343 👍👌😊

    • @somantabhowmik5609
      @somantabhowmik5609 ปีที่แล้ว

      @@anonymoussoul3343 ফাওল।😬, কাজী নজরুল ইসলামের মানুষ কবিতাটা পরছেন।সে সেখানে কি লেখা আছে একটু ভালোভাবে দেইখেন।,,এভাবে মুর্খতার পরিচয় দিবেন না।

  • @pardesibabu4378
    @pardesibabu4378 5 หลายเดือนก่อน +2

    আল্লাহ পাক এমন নর পিশাচ বাবা দের উপর গজব নাজিল করুন। আমিন 🤲

  • @shahedswebcast3036
    @shahedswebcast3036 ปีที่แล้ว +14

    অপসংস্কৃতির এই তাণ্ডব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।

  • @tanvirhossain8130
    @tanvirhossain8130 ปีที่แล้ว +14

    কোন ঝামেলা আছে সিউর... আর পুরা বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত পক্ষে বিপক্ষে মন্তব্য করা উচিত হবেনা৷

  • @mdshohag3565
    @mdshohag3565 ปีที่แล้ว +25

    হে আল্লাহ আপনি সকল মানুষদের হেফাজত করুন আমিন।

  • @roneyislam003
    @roneyislam003 4 หลายเดือนก่อน +2

    এমন বাবা কারোর না হোক😔
    আল্লাহ তায়ালা সবাইকে হেদায়েত দান করুন,আমিন।

  • @mahfuzurrahman5741
    @mahfuzurrahman5741 ปีที่แล้ว +4

    কথার মধ্যে সন্দেহ।সত্যতা যাচাই করা উচিম

  • @mdshahinalomstudent801
    @mdshahinalomstudent801 ปีที่แล้ว +53

    পম্পে নগরের ( ইতালি) যে অবস্থা হয়েছিল সেই অবস্থা আমাদের হবে। আল্লাহ আপনি আমাদের কে হেফাজত করুন। আমিন

    • @tuhinahmad1
      @tuhinahmad1 ปีที่แล้ว

      কি হয়েছিল,কেনো হয়েছিল পম্পে তে?

    • @Somun4710
      @Somun4710 ปีที่แล้ว

      @@tuhinahmad1 সেখানে রাজার বউ ছিল অনেক এবং সেখানে ছেলে মেয়ে এসব কোন ভেদাভেদ ছিল না তাই আল্লাহ সকলকে আগুনে পুড়িয়ে মারছেন

    • @mr.anonymous298
      @mr.anonymous298 ปีที่แล้ว +2

      কিছুই হবে না, পৃথিবীতে অনেক এলাকায় এর চেয়েও বেশী পাপাচার হয়ে আসতেছে যুগ যুগ ধরে

  • @ArifHossain-dx4kw
    @ArifHossain-dx4kw ปีที่แล้ว +46

    এখনই সময় কোন বিচার না সরাসরি ক্রসফায়ার নইলে দেশের বাবা গুলো অসম্মানিত হবে

    • @ArifHossain-dx4kw
      @ArifHossain-dx4kw ปีที่แล้ว

      @Amdadol Haque আমাদের এই বাংলাদেশে ন্যায় বিচার কি আছে

    • @md.shorifulislam8733
      @md.shorifulislam8733 ปีที่แล้ว +1

      আগে দেখতে হবে দোষটা কার,,,,,,আমাদের এলাকায়,, এমন একটা মেয়,,আছে খুবেই বাজে,,,তবে,,যে দুষি তাকে যেন ফাঁশি দেওয়া হয়

    • @arrowmax6189
      @arrowmax6189 ปีที่แล้ว +1

      jei desh r law, system r upor vorosa nai apnar,sei system a crossfire chassen? Hypocrite r dol.
      I wish apnar upor kono maiya vua rape case korar sathe sathe apnake jno crossfire deya hok.

  • @anamulhook0634
    @anamulhook0634 ปีที่แล้ว +5

    এর বিচার প্রকাশ্যে করা হউক প্লিজ😢। এ লজ্জা পৃথিবীর সকল বাবার।

  • @mdbasirahmed3985
    @mdbasirahmed3985 ปีที่แล้ว +2

    Allah amader hafajot koron

  • @nl6524
    @nl6524 ปีที่แล้ว +16

    ধর্ষনের মতন ঘটনা যদি হয়ে থাকে তাহলে কঠিন শাস্তি দেয়া হোক আর মামলা যদি বানোয়াট বা উদ্দেশ্যপূর্ণ হয় তাহলে তদন্ত করে সঠিক তথ্যগুলো গণমাধ্যমকে শেয়ার করা উচিত

    • @arrowmax6189
      @arrowmax6189 ปีที่แล้ว

      Vua mamlar jonno kothin sasti chilen na j?🤔
      Hypocrite r dol

  • @rejwanarahman1886
    @rejwanarahman1886 ปีที่แล้ว +46

    নাউজুবিল্লাহ,,কি দুনিয়া চলে আসলো যে মেয়ে কিনা বাবার হাতেও নিরাপদ না,,আল্লাহ তুমি সবাইকে হেদায়েত দান করো😥

    • @arrowmax6189
      @arrowmax6189 ปีที่แล้ว +1

      Apnar bap o ki airokom?
      Ek pokker kotha sune judgement diye dissen,sudu nari bolei!🥱☕☕

    • @rejwanarahman1886
      @rejwanarahman1886 ปีที่แล้ว

      @@arrowmax6189 mind your language..এর আগেও আমি এরকম কয়েকটা খবর শুনেছি,,তাই সবটা মিলিয়েই বলেছি,আর যদি একটা দেখেও বলি তাতেও তো আপনার গা জ্বলার কথা না,কোন মেয়ে এতটা নির্যাতনের স্বীকার না হলে তার বাবার নামে কখনও মামলা করবেনা,,আপনার মত মানুষরাই আসলে সমস্যা

    • @arrowmax6189
      @arrowmax6189 ปีที่แล้ว +2

      @@rejwanarahman1886 mind ur own thinking & language.vua mamla deken nai?
      Pori moni,minni, mithila,nusrat der desh a 90% nari e brainwashed.
      Vua mamla korar jonno mohilader fasi deya ucit,seita niye naribadira r andolon kore na.

  • @NOATVWAZ1991
    @NOATVWAZ1991 ปีที่แล้ว +3

    আল্লাহ তায়ালা আমাদের সবাই কে সঠিক পথে এগিয়ে চলার তৌফিক দান করুক বলার ভাষা নেই

  • @maznushah1993
    @maznushah1993 ปีที่แล้ว +14

    ব্যাপারটা কেমন জানি সন্দেহ লাগছে,
    এর পিছনে মেয়ে ও মেয়ের স্বামীর,
    কোন চক্রান্ত আছে আমার মনে হচ্ছে....???

    • @anonymoussoul3343
      @anonymoussoul3343 ปีที่แล้ว

      আপনার সন্দেহ হলে আপনি সত্য বের করেন। নাহলে ভুক্তভোগীকে দোষ দিচ্ছেন কেন? যদি সত্য হয় তখন?

    • @user-lr4gt5xr8u
      @user-lr4gt5xr8u 5 หลายเดือนก่อน

      সামি থাকলে কি ভাবে সম্ভব

  • @mdkawserakash8989
    @mdkawserakash8989 ปีที่แล้ว +14

    দুনিয়াটা কত নিকৃষ্ট হয়ে গেছে,,,
    ইয়া আল্লাহ। 😥😥😥

  • @user-ew6fv4ru8g
    @user-ew6fv4ru8g ปีที่แล้ว +2

    মানুষ তুমি মানবিক মানুষ হও.... কিযামতের বড় আলামত.... ।

  • @laijubegum7636
    @laijubegum7636 ปีที่แล้ว +4

    সম্পত্তির জন্য মেয়ে মিথ্যা মামলাও করতে পারে বাবার বিরুদ্ধে!জানি না আল্লাহ ভালো জানেন! ঘটনা সত্যি হলে ধিক্কার জানাই এরকম বাবাদের ছিঃ ছিঃ ছিঃ এটাও কি সম্ভব!!!!!!

  • @sadmansami3298
    @sadmansami3298 ปีที่แล้ว +15

    বিশ্বাস হচ্ছে না অন্য কোন ঘটনা আছে ভালো করে তদন্ত করা হোক

    • @imranjuki3837
      @imranjuki3837 ปีที่แล้ว

      Right.একজন বাবা এটা কখনো করতে পারেনা।নিশ্চয়ই অন্য কিছু লুকিয়ে আছে

    • @sadmansami3298
      @sadmansami3298 ปีที่แล้ว +1

      @Wz Bushra কেন আপনাদের বাবাকে নিয়ে নেগেটিভ প্রশ্ন আসবে তার মানে এরকম অভিজ্ঞতা আপনাদের হয়েছে নাকি,, এই মেয়ের ভিতরে ঘাপলা আছে। বাবা পরিস্থিতির শিকার হয়ে গেছে ।

  • @tofazzalhossain8589
    @tofazzalhossain8589 ปีที่แล้ว +16

    এটা কোন কথা হলো??
    স্বামী পক্ষের কোন হয়রানি নয়তো,,,

  • @mim8718
    @mim8718 ปีที่แล้ว +1

    আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন।

  • @mdjahirislam8368
    @mdjahirislam8368 ปีที่แล้ว +47

    আল্লাহ আমাদের হেফাজত করেন।
    কি শুনি এই গুলো।। আল্লাহ আপনি আমাদের কে মাফ করেন।দেশের উপর গজব থেকে রহমত দেন

  • @mdsinha4214
    @mdsinha4214 ปีที่แล้ว +10

    সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের সাপেক্ষে উপযুক্ত বিচার করার জোর দাবী জানাচ্ছি।

  • @tanjinayeasmin6212
    @tanjinayeasmin6212 4 หลายเดือนก่อน +2

    কারো বিশ্বাস হচ্ছে না, আমি একজনের পোস্ট দেখেছিলাম একটা গ্রুপে যে বাবা তাকে ঘুমের মধ্যে বাঝে স্পর্শ করতেন, সে ছোটবেলা ব্যাপারটা কি হচ্ছে বুঝতে পারেনি, বিয়ের পর তার কাছে পরিস্কার হয়েছে যে ওর সাথে কি হয়েছে, সে কোন পদক্ষেপ নেয়নি, শুধু ইসলামিক মতে মা-বাবার সম্পর্কের ব্যাপারে প্রশ্ন করেছে। অনেক অদ্ভুত ঘটনা ঘটে আমাদের আশেপাশে, একটা সময় সবাই মুখ বুজে থাকতো, এখন মানুষ এগুলো প্রকাশ করে।

  • @dinislam3647
    @dinislam3647 ปีที่แล้ว +2

    এই ধরনের বাবাকে ফাঁসি দেওয়া উচিত কারণ সেই সাথে জড়িত তার মা তার মাকেও ফাঁসি দেওয়া উচিত তার মা যদি এটার প্রতিবাদ করতো তাহলে এত দূর যেত না দুজনেই অপরাধী মেয়েটাকে যেন নিরাপত্তা দেওয়া হয় আল্লাহ যেন পৃথিবীতে এরকম বাবা-মা কারো আছে না পাঠায়

  • @shahalam3569
    @shahalam3569 ปีที่แล้ว +9

    এই ধরনের লোক বাবা হওয়ার যোগ্যতা রাখে না। জনসম্মুখে এদের ফাঁসির আবেদন করছি। 😭😭😭😭

  • @amranhossain7423
    @amranhossain7423 ปีที่แล้ว +19

    এরকম বাবা দেশে থাকলে আমাদের সুন্দর জীবন খুবই ভয়ংকর হবে আমাদের উপর আল্লাহ তায়ালা গজব পড়বো আল্লাহ তুমি এসব বিপদ থেকে মা বোন কে রক্ষা করো

    • @arrowmax6189
      @arrowmax6189 ปีที่แล้ว

      Ore amr neribadi beta simp re!
      Ai desh r 100% victim r moddhe 90% e purus.
      Aisob vua rape mamlay maiyader fasi deyar jonno neribadira r dabi kore na!

  • @hptvbd
    @hptvbd ปีที่แล้ว +2

    এই সংবাদটি শুনে আমি বেহুশ হয়ে গেলাম,বিষয়টি তদন্ত করে সুষ্ঠু বিচার করা দরকার।

  • @riadroshid9525
    @riadroshid9525 ปีที่แล้ว +1

    Thanks

  • @mdsabbir-pv8ud
    @mdsabbir-pv8ud ปีที่แล้ว +38

    আল্লাহ্ আমাদের সকল মুসলমানদের হেফাজত করুণ

  • @shaheenahmed7174
    @shaheenahmed7174 ปีที่แล้ว +13

    বিশ্বাস হচ্ছে না বাবা-মা এ-সব করতে পারেন, আমার মনে হয় এ-ই মেয়ের কোনো সমস্যা আছে। নিশ্চিত বাবা-মা দুজনে কখনও খারাপ হতে পারেনা!

    • @abidrahman2677
      @abidrahman2677 ปีที่แล้ว

      আপনিই তো বিচার করে দিলেন।

  • @mdliton1636
    @mdliton1636 ปีที่แล้ว +2

    ভালো করে সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য অনুরোধ করছি

  • @user-py8dz9lq4n
    @user-py8dz9lq4n 11 วันที่ผ่านมา +1

    নিন্দা জানাচ্ছি, আল্লাহর গজব পড়বে এরকম পিতার প্রতি

  • @abirhasen8496
    @abirhasen8496 ปีที่แล้ว +23

    কিছু বলার ভাষা খুজে পাচ্ছি না:)

    • @supttodattosupttodatto6899
      @supttodattosupttodatto6899 ปีที่แล้ว

      শান্তির ধর্মের মানুষ বলে কথা ।। এরা মরলেও নাকি ৭২ টা হুর পরি আর মদের নদী পাবে ।৷ চিন্তা করেন কি আবাল জাতি এখনো রয়েছে

    • @flatspin5382
      @flatspin5382 ปีที่แล้ว

      বম্বা নিজের আপন মেয়েকে চুদার কাহিনী, নাউজুবিল্লাহ th-cam.com/video/79Hxvj63v3I/w-d-xo.html

  • @sarifulalam6646
    @sarifulalam6646 ปีที่แล้ว +18

    ঘটনার পেছনের অন্য কোন ঘটনা থাকার সম্ভাবনা আছে।মেয়েটির কথা যেন সত্য না হয়।

    • @ummehani7523
      @ummehani7523 ปีที่แล้ว

      Vai respect er songe bolchi, meyeti mithe bolte nao pare. Eta onek boro byapar. Mohan Allah tayalai valo janen.

    • @ahsanhabib4287
      @ahsanhabib4287 ปีที่แล้ว

      Right

    • @anonymoussoul3343
      @anonymoussoul3343 ปีที่แล้ว

      @@ummehani7523 নবীজি নিজের পালক ছেলের মেয়েকেও বিয়ে করতে ছাড়েনি, উম্মত আর কত ভাল হবে? কাজিনকেও বিয়ে করতে ছাড়ে না। পুরো ব্যাপারটাই জঘন্য, এই লোককে দোষ আর কি।

    • @ummehani7523
      @ummehani7523 ปีที่แล้ว

      @@anonymoussoul3343 dhormer name ja ta bolben na. Nobiji (S.A) er palok chele chilo means genetically Nobiji (S.A) er D.N.A er sathe kono mil chilo na. Ei ghotonar sathe Islam dhormo k kharap korben na. Apni Nastik na Kafer na Munafiq ta niye amar kono matha batha nei.

    • @anonymoussoul3343
      @anonymoussoul3343 ปีที่แล้ว

      @@ummehani7523 ডিএনএ তো ফার্স্ট ব্লাড কাজিনদের সাথে মিলে সেটা কি ইসলামে হারাম? আর ডিএনএ না মিললে সমস্যা হয় না কে বলল? নিজের মেয়ে মেয়ে, পালক পুত্রের বউ মেয়ে না? আচ্ছা আপনি কি নবীজির ডিএনএ চেক করেছেন? এমন মিথ্যা কথা কিভাবে বলেন আপনারা?

  • @travelvlog818
    @travelvlog818 ปีที่แล้ว +1

    এমন ঘটনা প্রায় শুনতে পাই।এমন কুরুচিপূর্ণ আচরণ মোটেই কাম্য নয়,একজন বাবার থেকে।কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। এটার যদি সঠিক বিচার যদি না হয়,প্রতিনিয়ত বেড়েই চলবে।

  • @muhammad.tamimomar..7200
    @muhammad.tamimomar..7200 ปีที่แล้ว +3

    আল্লাহ তায়ালা সবাই কে মাফ করুক

  • @letsgo7740
    @letsgo7740 ปีที่แล้ว +11

    এই কেমন বাবা - মা? এদের একমাত্র শাস্তি হওয়া উচিত ফাঁসি।

    • @arrowmax6189
      @arrowmax6189 ปีที่แล้ว

      Ekta maiya na chile takeh rape tho durer kotha,touch kora o possible na.ghotona jodi sotthi na hoy,vua mamlar jonno maiyar fasi chilen na?

    • @letsgo7740
      @letsgo7740 ปีที่แล้ว

      @@arrowmax6189 বর্তমানে ভুয়া রেপ কেস যদি কেউ করে এবং সেটা প্রমাণিত হয় তাহলে তারও শাস্তির বিধান আছে। অতএব মিথ্যা মামলা করলে ওই মেয়েও পার পাবে না।

    • @arrowmax6189
      @arrowmax6189 ปีที่แล้ว +1

      @@letsgo7740 adalot a giye deken,95% vua case r kisu e hoy na,r aisob vua rape case a jodi kono puruser fasi hote pare,taile vua case proved hoyar por mohalider fasi hobe ki?
      So,kivabe justify kortasen?
      R ekta maiya na chile takeh rape tho durer kotha, minimum touch kora o impossible,khela duijon e khele,jokon maiyader mood swing hoy,tokon ekta rape case diye ekta chele,cheler family fully destroy kore dey.

    • @letsgo7740
      @letsgo7740 ปีที่แล้ว

      @@arrowmax6189 ভাই তর্কে যাবো না, কারণ আমি এই বিষয়ে বিজ্ঞ নই। কিন্তু একটা বিষয় ভাবচ্ছি, একটা মেয়ে কেন তার আপন বাবার বিরুদ্ধে এমন একটা গুরুতর অভিযোগ আনবে!

    • @mdmrmphossain1997
      @mdmrmphossain1997 ปีที่แล้ว

      ​@@letsgo7740
      চার বছর🤷 মেয়েদের নাটক থেকে আগে বাবারা রক্ষা পেতো এখন সেটা ও হচ্ছে...

  • @shakib8899
    @shakib8899 ปีที่แล้ว +17

    একজন মানুষের মানসিকতা কতটা জঘন্য হলে এরকম কাজ করতে পারে!
    এসব মানুষকে সবার সামনে ফাঁসিতে ঝুলিয়ে মারা উচিত।

    • @arrowmax6189
      @arrowmax6189 ปีที่แล้ว

      Ekta maiya na chile takeh rape tho durer kotha,touch kora o possible na.ghotona jodi sotthi na hoy,vua mamlar jonno maiyar fasi chilen na?

  • @mdabusaheb2104
    @mdabusaheb2104 ปีที่แล้ว +6

    বিষয়টা খুব গোলমেলে, এতদিন কেনো অভিযোগ হলো না? 🙄🙄🙄 সত্যিই যদি এরকম নিকৃষ্ট কাজ হয়েই থাকে তদন্ত করে ব্যবস্থা নেয়া হোক!

    • @rulaw5570
      @rulaw5570 4 หลายเดือนก่อน

      সম্পত্তির ভাগ পেতে হয়তো?

  • @MdSumon-wb5zu
    @MdSumon-wb5zu ปีที่แล้ว +2

    এই ঘটনা কতো টুক সত্যি তা ভালো করে তদন্ত
    কমিটির দেখা উচিৎ কারণ এমন নিকৃষ্ট কাজ
    বাবা হয়ে কিভাবে করতে পারে ঘটনা মিথ্যা
    হতে পারে কারণ বাবা বলে কথা

  • @md.mohosinshemul863
    @md.mohosinshemul863 ปีที่แล้ว +29

    মেয়েটি সত্য বলছে বলে আমার মনে হয় না কারণ ৩০০ বার শারীরিক সম্পর্কের পরে এই অভিযোগ উদ্দেশ্য প্রনোদিত মনে হচ্ছে। ঘটনার সুষ্ঠু তদন্ত আবশ্যক। প্রকৃত দোষির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

    • @worldtopnews2915
      @worldtopnews2915 ปีที่แล้ว

      রাইট

    • @arjundevroy1893
      @arjundevroy1893 ปีที่แล้ว

      আপনার মেয়ে অনেক হট। তাই না

    • @anonymoussoul3343
      @anonymoussoul3343 ปีที่แล้ว

      আপনি নিজে ফেইস করলে বুঝতেন। মেয়েরা এই সমাজে সবচেয়ে বেশি ভয়ে থাকে। নিজের ফ্যামিলির অসম্মান, সমাজের ভয়, কে কি বলবে এসব ভেবে অনেক কিছু চেপে যায়। এর সাথে ওর মাও জড়িত, কাকে বলবে আর এসব?

    • @mdatikurrahman7487
      @mdatikurrahman7487 ปีที่แล้ว

      Right

    • @user-og2zh2fw7z
      @user-og2zh2fw7z ปีที่แล้ว +2

      মেয়েটার মধ্যে গলদ আছে

  • @redoyahmed4107
    @redoyahmed4107 ปีที่แล้ว +13

    কিয়ামত খুব নিকটে। আল্লাহ তুমি রক্ষা করো

  • @mdsojon525
    @mdsojon525 11 หลายเดือนก่อน +2

    একটা মেয়েদের অনিচ্ছা থাকলে কখনোই একটা পুরুষ ধর্ষণ করতে পারে না,এই ঘটনা বিশ্বাস করা কষ্টকর।

  • @nilbornil6449
    @nilbornil6449 ปีที่แล้ว +3

    আল্লাহআকবার,,,আল্লাহ সরল পথে রেখো সকলের সাথে আমায়ও,,আমিতো তোমার খুবই দুর্বল একজন বান্দা,, আমি রাত-দিন অতিবাহিত করে তোমার কাছেই আসিতেছি। মৃত্যুর সময় প্রিয় নবীজীর দিদার দিয়ে আমার শেষ নিঃস্বাসটা নিয়েন,,,🤲আমিন।

  • @ashik864
    @ashik864 ปีที่แล้ว +7

    বলার ভাষা হারিয়ে ফেলেছি 😭😭😭😭

  • @sksayed6403
    @sksayed6403 ปีที่แล้ว +3

    এই ঘটনা এবং এই মেয়েটার কথা শুনে মনে হচ্ছে উনি যে পরিকল্পিতভাবে ওর বাবা মাকে ফাঁসাচ্ছে অর্থ সম্পদের জন্য জানতে পেরেছি মেয়েটার আর কোন ভাই বোন নেই সে এখন বিবাহিত তারপরও কেন এরকম করতেছে

  • @appon774islam4
    @appon774islam4 ปีที่แล้ว +49

    সঠিক ধর্মীয় শিক্ষা আমাদেরকে সংযুক্ত রাখে ও পবিত্র রাখে দায়বদ্ধতা শিখায়, আমাদের উচিত সকলকে ধর্মের শিক্ষা শিক্ষিত করা একটা সুস্থ জাতি ও সুস্থ মস্তিষ্ক মানুষ হিসেবে আমাদের ঘরে তোলা

    • @hipergaming2935
      @hipergaming2935 ปีที่แล้ว

      যারা ধনি এদের কাছে নিজের কাছে তাদের মেয়েও নিরাপদ না।বেশিরভাগ ধনি এমন। প্রয়জনের অতিরিক্ত টাকা মানুষের বিবেক নষ্ট করে মানুষকে পশুতে রুপান্তর করে।তবে সব ধনি এমন পশু হয়।তবে পশুর সংখ্যা বেশি,ভালোর সংখ্যা কম।

    • @mr.anonymous298
      @mr.anonymous298 ปีที่แล้ว +6

      ধর্মীয় শিক্ষা আমাদেরকে পালিত পুত্রের স্ত্রীকেও বিবাহ করতে শেখায়। পাশাপাশি কৃতদাসী/যুদ্ধবন্দীনিদেরকে নিজের খেয়ালখুশিমত ভোগ করতে শেখায়, এমনকি তাদের অনিচ্ছা থাকলেও তাদের জোরপূর্বক ভোগ করা ধর্মে বৈধ (দাসী হিসেবে)। এইগুলোর শিক্ষা পেলে কখনও সুস্থ জাতি গড়ে উঠতে পারবে না, বরং ধর্মের প্রভাবে তারা আরও উন্মাদ, বর্বর হয়ে যাবে ।

    • @hipergaming2935
      @hipergaming2935 ปีที่แล้ว +1

      @@mr.anonymous298 সেটা অবশ্য করা যায়,এতে সমস্যা নাই।নিজের রক্তের না হলে হলো কিন্তু বিয়ে করা যায়,বিয়ে আর রেইপ এক না।

    • @mr.anonymous298
      @mr.anonymous298 ปีที่แล้ว +3

      @@hipergaming2935 পৃথিবীতে কি আর মেয়ে থাকে না যে,,যে বাবা ডাকে, তাকেই ভোগ করতে হবে? এটা নিঃসন্দেহে জঘন্য নিয়ম ।

    • @mahirshariar1814
      @mahirshariar1814 ปีที่แล้ว +2

      @@mr.anonymous298 eta niyom na option. Get your facts clear dude. Apni chaile palito putrer divorced wife ke biye korte paren. Karon divorce er por she to abar non blood related ekta meye. Then what’s h to e issue?

  • @niazmorshed8627
    @niazmorshed8627 ปีที่แล้ว +6

    সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।।

  • @iliasshossain8949
    @iliasshossain8949 ปีที่แล้ว +3

    সত্য হলে চাচারাই বিচার করতো.মাও বিচার চাইতো.আল্লাহ ভালো জানেন

  • @islamicjibon3064
    @islamicjibon3064 ปีที่แล้ว

    আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো আল্লাহ একি শুনি কিছুদিন পর পর

  • @abdullahalonon3016
    @abdullahalonon3016 ปีที่แล้ว +21

    ইন্না-লিল্লাহ
    ঘটনা যদি সত্যি হয় তাহলে
    কঠিন বিচার হওয়া দরকার

  • @sumon_-mahmud
    @sumon_-mahmud ปีที่แล้ว +10

    কোন রহস্য থাকতে পারে

  • @mdtanvirrahman2411
    @mdtanvirrahman2411 ปีที่แล้ว +1

    আল্লাহ তুমি এদের হেদায়েত দাও

  • @joyroy1377
    @joyroy1377 ปีที่แล้ว +3

    বিয়ের পরতো মেয়ে না চাইলে বাবা মেয়েকে কখনোই কাছে পাওয়ার কথা না!!!!! কি জানি সত্যিটা কি----সুষ্ঠ তদন্ত হওয়া দরকার

  • @ayshaal-razi3461
    @ayshaal-razi3461 ปีที่แล้ว +5

    মেয়েটার কথা কেনো জানি বিশ্বাসযোগ্য লাগছেনা

  • @srijonbhattacharjee4713
    @srijonbhattacharjee4713 ปีที่แล้ว +5

    তদন্ত করে সঠিক বিচার করা উচিৎ। এধরণের অপরাধ খুবই জঘন্য এবং সমাজের জন্য মারাত্মক। পূর্ণ নিরোপেক্ষ তদন্ত করে বিচার করা উচিৎ।

  • @mdrahim1080
    @mdrahim1080 ปีที่แล้ว +2

    ~নারীর ছলনা খুবই মারাত্মক-!!
    ঘটনার পেছনে অন্য কারণও হতে পারে।
    তবুও আমি আশাবাদী সঠিক বিচার হবে।
    (তবে অভিযোগ অস্বীকার প্রমাণিত হলে জাতির সামনে তার বিচার করতে হবে)
    আমার মতে প্রকৃত বাবা কখনো এমন নিকৃষ্ট কাজ করতে পারে না-!!

  • @yeasinsheikh2214
    @yeasinsheikh2214 ปีที่แล้ว +1

    Allah tumi sobaike hedayet dan koro

  • @mohammedelias5797
    @mohammedelias5797 ปีที่แล้ว +23

    ৪ বছর অনৈতিক কাজ বাবার সাথে, আবার বিয়ের পর ও
    এটা কি সম্ভব?

    • @alauddinbabu36
      @alauddinbabu36 ปีที่แล้ว +2

      সহমত আর বাংলাদেশের মানুষ এত জঘন্য কাজ করবে এটা আমার মনে হয়না।বাবা মানে যে খানে সন্তানের নিরাপদে স্থান।

    • @anonymoussoul3343
      @anonymoussoul3343 ปีที่แล้ว

      নবী নিজের পালক ছেলের বউকেও বিয়ে করতে ছাড়েনি, উম্মত আর কত ভাল হবে? কাজিনকেও বিয়ে করতে ছাড়ে না। পুরো ব্যাপারটাই জঘন্য, এই লোককে দোষ আর কি।

  • @md.iftekharuddinkhan7461
    @md.iftekharuddinkhan7461 ปีที่แล้ว +16

    আমি মনে করি এটা মিথ্যা মামলা। বাবার সাথে সম্পত্তি নিয়ে অথবা অন্য কোন ঝামেলা আছে। বর্তমানে অধিকাংশ ছেলে মেয়ে বাবা মায়ের অবাধ্য আর বেয়াদব হচ্ছে। সঠিক তদন্তে আশা করি ঘটনা বের হয়ে আসবে।

    • @ahsanhabib4287
      @ahsanhabib4287 ปีที่แล้ว

      Right

    • @Sheikhjubayer57459
      @Sheikhjubayer57459 ปีที่แล้ว

      amio eidai bhabtesi
      ekhane oi maiya e kharap

    • @anonymoussoul3343
      @anonymoussoul3343 ปีที่แล้ว

      নবী নিজের পালক ছেলের বউকেও বিয়ে করতে ছাড়েনি, উম্মত আর কত ভাল হবে? কাজিনকেও বিয়ে করতে ছাড়ে না। পুরো ব্যাপারটাই জঘন্য, এই লোককে দোষ আর কি।

  • @shahidulislamripon7312
    @shahidulislamripon7312 6 หลายเดือนก่อน

    এইসব শোনাও পাপ। হে আল্লাহ আমাদের সকলকে পাপ থেকে হেফাজত করুন। আমিন

  • @tahaminasarowar7242
    @tahaminasarowar7242 ปีที่แล้ว +2

    আসামি পক্ষের আইনজীবীদের ফাঁসি হোক😡😡😡😡

  • @yasinali43695
    @yasinali43695 ปีที่แล้ว +63

    এই হলো আমার স্বাধীন বাংলাদেশ যে দেশে মেয়ে নিজের বাবার কাছেও নিরাপদ না,,, 😢😢😢

    • @Azhary420
      @Azhary420 ปีที่แล้ว

      এটা যদি আমুসলিমের দেশ হতো তাহলে এমন হতো না। এটা মুসলিম দেশ বলেই এগুলি হচ্ছে

    • @s.b4346
      @s.b4346 ปีที่แล้ว

      Eta Islam er alor fol.

    • @anonymoussoul3343
      @anonymoussoul3343 ปีที่แล้ว

      এটা মুসলিম ফ্যামিলি। বাবার সামনে তো পর্দার বিধানও নাই, নন মাহরামের মত। তাহলে এরকম হলো কিভাবে? আল্লাহ কেন বাবার সামনেও পর্দা, হিজাব এসব করতে বলল না? আল্লাহকে ধরবেন না?

    • @arjundevroy1893
      @arjundevroy1893 ปีที่แล้ว +4

      ভাই এখানে স্বাধীন বাংলাদেশের দোষ কোথায়।

    • @genuine1783
      @genuine1783 ปีที่แล้ว

      Karon kat landu jihadi ra ai sob e kore 1400 bochor dhore

  • @md.masudemon1710
    @md.masudemon1710 ปีที่แล้ว +18

    আল্লাহ সবাইকে হেফাজত করুন।

  • @SamimAhmed-kw4bi
    @SamimAhmed-kw4bi 7 หลายเดือนก่อน

    হে আল্লাহ হেদায়াত দান করুক

  • @JahidHasan-oo3xe
    @JahidHasan-oo3xe ปีที่แล้ว +2

    মেয়ের কোনো স্বার্থ না থাকলে বাবার শাস্তি হওয়া উচিত।

  • @worldcnc9284
    @worldcnc9284 ปีที่แล้ว +5

    সেই মেয়ে যে ১২ ভাতারি নয় সেটার গ্যারান্টি কি....?

  • @mdsulaimanbadsha1659
    @mdsulaimanbadsha1659 ปีที่แล้ว +5

    নাউজুবিল্লাহ, এখানে গোপন কিছু ঘটনা থাকতে পারে, মহান আল্লাহ রব্বুল আলামীন সব মা-বোনকে হেফাজত করুন আমিন। আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সঃ আমিন।

  • @osmanganitv755
    @osmanganitv755 ปีที่แล้ว

    আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন ।

  • @s.mjannatulislam8429
    @s.mjannatulislam8429 8 หลายเดือนก่อน

    ,মহান আল্লাহ আমাদেরকে হেফাযোত করেন