Kalki 2898 AD | Chapter: 1 | The incarnation of Karna | Bhairava | Prabhas

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024
  • শুনো ধনঞ্জয়। তুমহারা রথ স্বয়ং অগ্নিদেব কি ভেট হে। অর Tumhare dhwaj por shree hanuman sakhsat tumari raksha kor rahe hain, aur Main tino loke ka Prabhu tumhara sarthi hu. Ishki paschat, aswadol ne tumhe 2 pog piche kor diya, kalpana karo Arjun, tumhare samne jo khara hain, wo koi sadharan Yodha Nehi, surydev ka tez hain iski ankho main, or hato Mae Vijay dhanush, itihas Mae iska naam amar rahega, Surya putra, Baikortand, Karn.
    এই কর্ণ কে ছিলেন! নাগ অশ্বিন কিভাবে কর্ণ এর reincarnation করেছেন! কর্ণ এত মহাবলশালী হয়েও gandib ধারি অর্জুনের কাছে কিভাবে পরাস্ত হয়েছিলেন? কর্ণের previous incarnation কে ছিল? কর্ণ এর লাইফ double cursed কিভাবে হয়েছিলো? কর্ণের নেক্সট incarnation কেই বা হবে সব কিছু আমরা জানবো।
    ভিডিও length বড়ো হবার কারনে এই ভিডিওটি কিছু chapter এ ডিভাইড করে playlist হিসাবে পাবলিশ করা হয়েছে। I have urnest request that Mythological information ঠাসা এই ভিডিও গুলি without skip পরপর দেখে পুরো মজা নিন।
    Chapter:1 (Reincarnation of Karn)
    2898 AD তে কর্ণের reincarnation vairaba। মহাভারতের কাহিনীতে ঠিক যেমন ভীষ্মের রথের সারথী আধিরথ এর স্ত্রী রাধা যমুনা নদীতে একটা টোকরির তে ভাসমান কর্নকে পেয়েছিলেন, তেমনই কল্কি মুভি তে পাইলট - ক্যাপ্টেন i.e Dalquer Salman যুদ্ধক্ষেত্রে একটা ছোট্ট কনটেইনার এ কুড়িয়ে পায়। এই ক্যাপ্টেনই Vairaba কে যুদ্ধের ট্রেইনিং দেয়। বড় বীর যোদ্ধা করে তোলে। তাই ক্যাপ্টেন কে পরশুরাম অর্থাৎ শ্রী বিষ্ণুর 6th reincarnation এর সাথেও আমরা গুলিয়ে ফেলছি। কারণ মহাভারত এর কথা অনুসারে, কর্ণ ব্রহ্মাস্ত্রের জ্ঞান অর্জন করতে চাইলে, গুরু দ্রোণাচার্যের থেকে প্রত্যাখ্যাত হয়ে পরশুরামের কাছে ব্রাহ্মণের ছদ্মবেশে ব্রহ্মাস্ত্র এর শিক্ষা নিয়েছিলেন। নাগ অশ্বিন কি ভাবে পাইলট ক্যাপ্টেন কে দেখাতে চেয়েছেন তা সিনেমার পরবর্তী সিক্যুয়াল এ বোঝা যাবে। কারণ কলকিপুরান অনুসারে এই পরশুরাম হলেন অশ্বত্থামার মতো 7 চিরঞ্জীবীর এক জন যিনি কলি যুগের শেষে উদয় হবেন আর শ্রী বিষ্ণুর দশম অবতার ভগবান কল্কির গুরু হবেন।
    ফিরে আসি কর্ণের প্রসঙ্গে। ঠিক যেমন কর্ণ ছিলেন মহাবীর, মহাপরাক্রমি। তেমনই Vairaba ও। সে জীবনে একটাও ফাইট হারেনি। এটা vairabar মুখে আমরা বারবার শুনি। তার বীরত্বের গল্পঃ পুরো কাশি থেকে সম্বলা অবধি ছড়িয়ে আছে। কর্ণ যেমন ছিলেন মহাবীর তেমনই ছিলেন দানশীল। Vairabar মধ্যেও এই দানশীলতা গুনটি implantation করেছেন নাগ অশ্বিন। Vairabar কাছে joto units chilo ta distribute করেগেছে পুরো ফিল্ম জুড়ে। Vairaba কে পুরো ফিল্ম জুড়ে একটা কবচ পরে থাকতে দেখা গেছে ঠিক যেমন ছিল সূর্য পুত্র কর্ণের। কর্ণের previous incarnation মানে আগের জন্মের কথা জানতে Please go through the Next video Chapter 2 তে ..
    Kalki2898AD #Prabhas #NagAshwin #Kalki2898ADonJune27 #AmitabhBachchan #KamalHaasan #DeepikaPadukone #DishaPatani #VyjayanthiMovies #karna #mythology #mahavarat #bhairavaandkarna #karnaasvairava

ความคิดเห็น • 4

  • @simpletechs2023
    @simpletechs2023 2 หลายเดือนก่อน +3

    khub sundor hoyeche.. keep it on..

  • @UmeAndYT
    @UmeAndYT 2 หลายเดือนก่อน +3

    ❤🎉🎉🎉🎉🎉

  • @simpleminds2023
    @simpleminds2023 2 หลายเดือนก่อน +3

    good work..